এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:৪৩ | 173.26.17.106
  • এ রাম,কি যেন দুটো লাইন ছিলো প্রেমের বেদনা থাকে সমস্ত জীবন ..ঐটা একটু কেউ লিখে দাও নাঃ)))
  • Du | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:৩৯ | 65.124.26.7
  • হয় নাই ঃ)
  • dd | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:৩৮ | 122.167.9.206
  • নাঃ। আরো ঘেঁটে গ্যালাম। যাগ্গে।

    সিংগল ডি - রাইট, ওটা গণ আত্মজীবনী হবে।
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:৩৭ | 173.26.17.106
  • দু,' হয়ে গেলো প্রেম' নামে একটা সুতোয় তোমাকে চাইছিঃ)
  • san | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:৩৫ | 123.201.53.2
  • হানুদা কোনো চাপ নেই আমি আপলোড করে দিইছি
  • Du | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:৩৫ | 65.124.26.7
  • আমাদের তো আমিই একা ছিলাম কলেজে। ছাত্রনেতারা তাই (বাধ্য হয়ে) আমার মুখের দিকে তাকিয়েই বক্তৃতা দিত ;-)
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:৩৪ | 173.26.17.106
  • হনু,বাজারে কি আপিশ কম পড়েছেঃ(((((
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:৩৪ | 173.26.17.106
  • দীপ্তেন্দা, এই জন্যে বলি, এত বেশি খেয়ো না- আমার পরিচিত ছেলেটা ব্রতীন নয়, কদ্যপি নয়, সে ভাবুক, কবি ইত্যাদি ইত্যাদি- ম্যানেজার কদ্যপি নয়ঃ)
  • dd | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:২৭ | 122.167.9.206
  • কিন্তু বৌমা
    তোমার তো তথ্যে ভুল। বোতীন তো আর কালেজে পড়ায় না। সে তো দুস্তরমতন এক এম এন সির ষন্ডাগুন্ডা ম্যাঞ্জার।
  • h | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:২৪ | 121.242.55.34
  • আরে আমি হেবি ব্যস্ত হয়ে পড়েছি। প্লাস, ঠেক মারার জন্য যেটা সবচেয়ে ভালো সময়, আপিস টাইম, তখন গুরু দেখা যায় না।
  • Bratin | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:২৪ | 117.194.97.136
  • আমার ও তাই মনে হয়। মাকু ই বোধহয় বেশী । আমার সাম্পেল সাইজ তাই বলে
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:২১ | 173.26.17.106
  • ডিডি,
    ব্রতীন- ছদ্মবেশে রবি ঠাকুর
    ভাই ছুটি- ঐ পত্নী
  • d | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:১৯ | 117.195.38.74
  • হেঃ! দু যে কি কয়!!! কোথাকার কথা কয়!! পোচ্চিমবঙ্গে তো মেয়েদের দঙ্গলে গিয়ে একটা ঢিল ছুঁড়লেই ৫-৭ জন মাকুর গায়ে লেগে যেত। বরং সারাজীবনে মাত্র ২টি নকু মেয়ে চর্মচক্ষে দেখেছি।
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:১৭ | 173.26.17.106
  • দু,বিরল!! আমাদের ছাত্রাবস্থায় তো মাকু মেয়েই ছিলো চারধারে,নকুই বরং বাপে তাড়ানো মায়ে খেদানো দু চারটে।মোটামুটি সব ছাত্র সংগঠনের মেয়ের একে অপরকে নাম ধরে (নকু মেয়ের কথা বলছি)চিনতো।
  • dd | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:১৫ | 122.167.9.206
  • চিনলাম না,কাউরেই।

    সিংগল ডি হলে পোথোম পোস্ট পড়েই ধত্তে পাত্তো। আর আমারে নাম,ধাম,গোত্র গোটাগোটা করে লিখে না দিলে বুইতেই পারি না।
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:১৪ | 173.26.17.106
  • ব্রতীন,দেখো এরপর তো মনে হচ্ছে ভাই ছুটির জন্যে একটা কবতে লিখে ফেলবেঃ)
  • d | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:১৪ | 117.195.38.74
  • ডিডি কি গণউপুন্যাস চাইছেন? নাকি গণআত্মজীবনী? নাম কি দেবেন "গণচন্ডা৯'?
  • Du | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:১৪ | 65.124.26.7
  • মাকু মেয়ে কি এক বিরল বস্তু নয়?
  • Bratin | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:০৯ | 117.194.96.4
  • আহা !! মেয়ে দের কখন যে কিসে আগ্রহ হয় তা যদি বুঝতে পারতেম ঃ-(((
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:০৬ | 173.26.17.106
  • ওফ্‌হ্‌হ্‌হ্‌হ্‌হ্‌হ
  • M | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:০৬ | 173.26.17.106
  • হনু, আমি কিন্তু বিষম রেগে আছি, ভাটে দেখতে পাচ্ছি না:X
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:০৫ | 173.26.17.106
  • ডিডি, ছেলেটি 'সে'-এখন কলেজে পড়ায়। মেয়েটির আর মাকুদের নিয়ে কোনো আগ্রহ আছে বলে মনে হয় না- খুব আশায় আছি এইবার মেয়েটি যদি নকু হয়ে যায়- গল্পে যে মোচড় আসবে সে শুধু সুচিদির কলম থেকেই বেরুবেঃ))
  • Bratin | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:০৪ | 117.194.96.4
  • না না !! (n-2) গুরু-চন্ডালী গন ঃ-))
  • h | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:০২ | 121.242.55.34
  • স্যান, শমিক, ফাইল আপলোড করা যাচ্ছে না যথারীতি। এম্নি ইমেল করলাম।

    কঠিন বোর হয়ে গেলাম।
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:০২ | 173.26.17.106
  • ব্রতীন, !!!
    আমরা! একি গৌরবে গিন্নিযোগ হলো নাকি?ঃ)
  • dd | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:০২ | 122.167.9.206
  • অ বৌমা
    কোন "সে", "কমিউটারোয়ালা নয়, কালেজে পড়ায়"? ছেলেটি "সে" ? না মে'টি "সে"?
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:০১ | 173.26.17.106
  • পাই, বুয়েছি;)
  • Bratin | ১০ ডিসেম্বর ২০০৯ ২২:০০ | 117.194.96.4
  • ধুর ধুর !! আমরা অন্যরকম ভাবছিলাম ঃ-))
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২১:৫৯ | 173.26.17.106
  • সে কম্পুটারোলা নয়, কলেজে পড়ায়ঃ)
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২১:৫৮ | 173.26.17.106
  • পাই! মোট্টেও সে তর্ক করে না, সে খালি কাস্তে হাতুড়ি পতাকা মিছিলে পেছুনে পেছুনে চলেঃ)
  • pi | ১০ ডিসেম্বর ২০০৯ ২১:৫৬ | 72.83.210.50
  • নাঃ, তাঁরা আর নিজেদের মধ্যে নকু-মাকু তক্কো করলেন কই ! সেই প্রাক্তন নকু এখন মাকুদের হয়ে বাকি নকুদের সাথে খালি তক্কো করেন ঃ(
  • dd | ১০ ডিসেম্বর ২০০৯ ২১:৫২ | 122.167.9.206
  • তো,তাঁরা যদি কম্পিউটারোয়ালা হন, আর রাঁদেন,আর পদ্দ ল্যাখেন.... তাইলে তারা আত্মজীবনী লিখতে পারেন। আত্মজীবনীর যুগলবন্দী। ভু ভারতে সেই পোথোম।

    আরে, আমরাও পাট্টিসিপেট করবো।
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ২১:৪৪ | 173.26.17.106
  • ডিডি, একটা নকু ছেলে(মানে নকু মনোভাবাপন্ন) একটা মাকু মেয়ের সঙ্গে প্রেম করে 'আগমার্কা'মাকু হয়ে গিয়ে সুখে ঘরকন্না কচ্ছে- এরম একজন কে জানিঃ)))
  • dd | ১০ ডিসেম্বর ২০০৯ ২১:৩৫ | 122.167.9.206
  • আচ্ছা ধরুন, মনে যাস্ট একটা আইডিয়া করুন।

    একটি নকু ছেলে আর অরেকটি মাকু মে, তাদের হহপাপ্রে চলছে। তারা আবার রাঁদতেও ভালোবাসে। আর দু জনেই বাঙালী। তাই কবতে পড়ে ও ল্যাখে। ঠিকাছে ?

    তো তাদের চাদনী রাতে পার্কে নিরিবিলিতে ছেড়ে দিন, তারা নকু মাকু নিয়ে খুব তক্কো করেন,প্রায় চুলোচুলি। আবার তাদের রাগ কমে যায় তারা তখন নিজেদের প্রিয় কবিতা আবৃত্তি করেন। ছেলেটি ও মে'টি দুজনেই প্রিয় কবিতার মধ্য নিজেদের ল্যাখা কবিতাও ঢুকিয়ে দ্যায় পর্বে পর্বে। কখনো ঘোর বর্ষার দিনে একই ছাতির নীচে দাঁড়িয়ে তারা তাদের ফেবারিট রেসিপিও এক্সচেঞ্জ করেন।

    নব্য যুগের তরুন তরুনী। দুজনেই কম্পিউটারোয়ালা। লিনাক্ষ নিয়ে গাঢ় আলোচনা হয়। "প্রিয় উবন্টু আমার" করে নীল চিঠি ল্যাখে একজন। অন্যজনে অভিমানে কয়ে দেয় "তুই না না তুমি, তুমি না একটা আস্তো ম্যাক।" ছলোছল চোখে।

    তো এই টই যদি কেউ লিখতে শুরু করেন, তাইলে সবাই এট্টু করে চান্স পায় আর কি। কেউ একজন আগাইয়া আসেন্না। খুব ভালো একটা ইন্টার অ্যাকটিভ গন উপন্যাস হয়।
  • Samik | ১০ ডিসেম্বর ২০০৯ ২০:৫৫ | 59.160.206.226
  • ইন্টেলি ... না তো! ওটা তো আমার লাইফলাইন!
  • kd | ১০ ডিসেম্বর ২০০৯ ২০:৩৮ | 59.93.204.156
  • একবার কে যেন লিখেছিলো প্রতি বছর কোথায় যাবে না তার প্ল্যান করে। পারমিতা বোধহয়, এখন সেই বিশাআআঅল প্ল্যান করছে।
  • intellidiot | ১০ ডিসেম্বর ২০০৯ ২০:৩৬ | 61.8.134.18
  • শমীকদা কি জিমেল চেক করা ছেড়েই দিয়েছো?
  • intellidiot | ১০ ডিসেম্বর ২০০৯ ২০:৩৫ | 61.8.134.18
  • বিল ক্লিমেন্টস... একহাতে বেস বাজান... পাগলা হয়ে গেছি স্পিরিট দেখে...

    সাথে এটাও থাক
  • Samik | ১০ ডিসেম্বর ২০০৯ ২০:৩১ | 59.160.206.226
  • এক লাইন লিখে দে বাপ, এখেন থেকে খোলে না।
  • intellidiot | ১০ ডিসেম্বর ২০০৯ ২০:২০ | 61.8.134.18
  • m | ১০ ডিসেম্বর ২০০৯ ১৯:৫০ | 173.26.17.106
  • জনতা,আমাদের এখান থেকেও ঘুরে যেতে পারো- খাওয়া থাকা,বরফ দেখার সঙ্গে -২৭ ও ফ্রি। বাড়ির বাইরেই স্কি করার সুবন্দোবস্ত আছেঃ)
  • . | ১০ ডিসেম্বর ২০০৯ ১৯:২১ | 198.96.180.245
  • শুধু মাথা নয়, চিঠির বানানও।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০০৯ ১৯:১৮ | 216.52.215.232
  • কটা মাথা থাকলে ডনকে খিস্তি মারবে? ঃ)
  • Arpan | ১০ ডিসেম্বর ২০০৯ ১৯:১৫ | 216.52.215.232
  • তবে অরিজিত বলল ও নাকি সব ব্যবস্থা নিজে করবে। তো, এজেন্টের পাল্লায় পড়েছে কেন? এইখানেই তো লোকে ওর থেকে ভালো ফান্ডা দিতে পারবে।
  • san | ১০ ডিসেম্বর ২০০৯ ১৯:১১ | 123.201.53.2
  • আমি বরাবরই প্ল্যানিং করি এবং মোটেও খিস্তি খাইনা।

    টার্মস অ্যান্ড কন্ডিশনস ওভাবে সেট করাই থাকে।
  • Arpan | ১০ ডিসেম্বর ২০০৯ ১৯:০৫ | 216.52.215.232
  • যারা প্ল্যানিং করে তারাই খিস্তি খায়। যারা করে না তারা খায় না। এ কি অরিজিতের একার দুঃখ! ফোঁস।
  • Blank | ১০ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৮ | 170.153.65.102
  • আমি এট্টু বাড়ি যাওয়ার প্ল্যানিং। ওদিকে ইউথ হোস্টেল নেই ?
  • san | ১০ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৪ | 123.201.53.2
  • এ হে হে। আজ ঠিক জিগ্যেস করে ফেলব।
  • Arijit | ১০ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৩ | 61.95.144.122
  • ঠিক হ্যায়। দেখি ঘেঁটে। আমার অত ইয়ে নাই - তবে কিনা...প্যারিসের YHAতে থাকার ব্যবস্থা করে এখনো খিস্তি খাই।

    বাড়ি গেলুম।
  • tkn | ১০ ডিসেম্বর ২০০৯ ১৮:৫২ | 122.173.176.249
  • অ্যাই, আমার রেসিপি কই?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত