এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪১ | 168.26.215.13
  • বাইনারিদা কবে থেকে কবে? আমার মনে হয় আমাদের দশটাকা, তোমাদের আড়াই টাকার সমান।
  • Binary | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪১ | 115.117.216.170
  • ছরি, ও-কারের আধিক্য ।
  • m | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৮ | 173.26.17.106
  • ওটা প্রমোদ হবে- প্রোমো পড়ে আমি এদিকে প্রমাদ ..
  • P | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৮ | 109.78.77.240
  • আজ্‌পুঁটীকে বাথরুমে ঢুকে জিনিষপত্রের নাম শেখাচ্চিলুম। শাউয়ার , লাইট , বাথ , শ্যাম্পু বেশ শিখলো। টিস্যুটা কেবল ম্যানেজ কত্তে পাচ্চিল না , তিতু বলতে গিয়ে কেবল ফকুলে তুতি বলে ফেলচে। আমি দু-একবার কারেক্ট করাতে গে যখন না পেরে হাসতে শুরু করে দিইচি , তখন বেটীর বোধহয় এট্টু আঁতে লেগেচে। আঙ্গুল তুলে পরপর তাউয়ার , দাইত , বাত , হাম্পু ইত্যাদি ঘড়গড়িয়ে বলে গটগট করে গম্ভীরমুখে বাথরুম ছেড়ে বেরিয়ে গেল !
  • dd | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৬ | 122.167.20.58
  • আর আমার বাপ ও ছিলেন বখা। এবং ছিপিএম।

    ষোলো সতেরো বছর বয়স থেকেই সিগ্রেট খেতাম , সগলের সামনে। তবে গাঁজা খ্যাতাম নুকিয়ে। মা মাঝে মাঝে ঘরে এসে গম্ভীর মুখে জানলা খুলে দিয়ে বলতেন "কি হতোকুচ্ছিত গন্দো'। মদ্দ পনেও আব্রু ছ্যালো না। য্যানো সাহেব।

    কি ফেমিলি !
  • m | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৫ | 173.26.17.106
  • অপ্পন, ঐ কাজটি সাতদিন ঠিক ঐ ভাবে সুচারু রূপে সম্পন্ন করে তারপর ফুলের মতই লাগলে জানিওঃ)

    আর কোনো কিছু সাজা চিরকাল ই বেশ সহজ, যদি পার্ট টাইম সাজার অবকাশ থাকেঃ)
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৫ | 122.252.231.12
  • মা বকেছিল। বংশে কেউ খায়নি। ইত্যাদি। (বাবা কাকা সকলেই অনেকদিন খেয়ে যদিও তারপরে ছেড়ে দিয়েছিল)

    বাবা বন্ধুর মত এসে বলেছিল পাড়ায় না খেতে। আর বলেছিল খেলে যেন ক্লাসিকের নিচে যেন কিছুতে যেন না যাই। হাতখরচার পরিমাণ ও ক্লাসিকের বর্তমান দামের তুল্যমূল্য আলোচনা প্রায় মুখে এসে গিয়েছিল। অনেক কষ্টে চুপ ছিলাম। ঃ)
  • Binary | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৪ | 115.117.216.170
  • আর প্রোমোদের ক্যান্টিনে তো পার্পিচুয়াল ধার বাকির কারবার ছিলো, তেল দেওয়ার দরকার কি ?
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩২ | 122.252.231.12
  • দেবদারু পাতা? সে জীবুদা জানতেন। লিখে গ্যাছেন কোন একটা কবিতায়? পড়োনি?
  • m | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩১ | 173.26.17.106
  • অপ্পন, বকুনি খেয়েছিলে? ছেলেরাও একদিন প্রথম শুরু করে, তারপর বাবা মা একটু বকাঝকা করেই দিব্যি মেনে নেয়- মেয়ে ফুঁকছে জানতে পারলে বাড়িতে কুরুক্ষেত্রঃ)
  • aka | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩১ | 168.26.215.13
  • আজ অবধি বিড়ি বা মাল বা অন্য কিছু খেয়ে ধরা পড়ি নি। 8=)

    নেহাত আমি খুব সৎ বলে নিজেই বলে দিয়েছি।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩১ | 122.252.231.12
  • মিঠু, তাহলে বুঝেই দেখো, একজন ফ্রাস্টেশন শিশুর ওপর উজাড় করে দেন। আরেকজন দাঁতে দাঁত চেপে গরল ধারণ করে নীলকন্ঠ সাজেন।
  • pi | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩১ | 128.231.22.89
  • আর হ্যাঁ, তারা কী রং য়ের হয় য্যানো ? ঃ)
  • pi | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩০ | 128.231.22.89
  • দেবদারু পাতা কেমন খেতে ?
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:২৭ | 122.252.231.12
  • প্রথমদিন আমি রাস্তায় কোন লেবুপাতাও জোটেনি। সল্লেকে প্রচুর দেবদারু গাছ ছিল। দুঃখের কথা আর কী বলব? ঃ(

    তার মাসদুয়েকের মধ্যে বাড়িতে আবিষ্কার করে আমি রাত জেগে পড়ার ফাঁকে সিগারেট খাই। ঃ)
  • aka | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:২৭ | 168.26.215.13
  • না না আমি কম খাব, তেল দিয়ে খাব কিন্তু কভু টিউশনি করাব না এই ছিল আমার ব্রত।
  • m | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:২৬ | 173.26.17.106
  • অপ্পন, তোমার স্ত্রী এখানে লেখেন না , কাজেই তার ভাষ্যটা জানা যাচ্ছে নাঃ)
  • Binary | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:২৫ | 115.117.216.170
  • অক্ষ টিউশানির কথায় মনে পড়লো, আমার টুশানি কোনো দিন পার্মানেন্ট হয়ি্‌ন। মাসে ৮ দিন পড়াতে হলে, চাদ্দিন ডুব মারতুম, পরের মাসে ছাত্তরের বাড়ীথেকে হাপ মাইনে ধরিয়ে দিয়ে বিদায় দিতো।
  • m | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:২৪ | 173.26.17.106
  • বিড়ি খেয়ে ভালোকরে মুখ ধুয়ে লেবু পাতা চিবিয়ে ঘরে ঢুকে প্রায় একদিন বেশ ভয়ে ভয়ে কেটেছিলোঃ)
  • P | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:২৩ | 109.78.77.240
  • অপ্পন , তাও নয়। এখন আমি ভিপিএন না লাগিয়ে নেটে কানেক্টেড। কাজে এখন সিকিউরিটি খাটে না , বেসিকগুলো ছরহা।
    জিমেলে চ্যাট খুলচে আর ইয়াহুতে না। পরে অন্য কম্পুতে লগ-ইন করে দেখবো।
  • aka | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:২৩ | 168.26.215.13
  • আমি মারি নি কিন্তু একদিন বারান্দায় বের করে দিয়েছিলাম।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:২৩ | 122.252.231.12
  • মিঠু, জ্বালাতন যদি বল, শিশু কেন, মাতৃদেবী কম যান কীসে?
  • m | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:২২ | 173.26.17.106
  • অপ্পন, ফুলে মত শিশু বলে ঘুমন্ত বিবেক জাগ্রত করতে যেও নাঃ) একেক সময় জ্বালাতন নিতান্ত অসহ্য হয়- বিশেষ করে যদি তুমি মোটামুটি অষ্টপ্রহর তার সঙ্গে থাকো।
  • P | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১৯ | 109.78.77.240
  • আজ্জো , বিড়ি হামিও টেনেছি।
    আমাদের বাড়িতে ছিল কালোবৌ ,হাজার কাজকম্মের মাঝে গোয়ালে বসে কালোবৌ বিড়ির বান্ডিল থেকে একটি এক নং লালসুতো ( প্রোডাকশন হয় সোনামুখীতে , আমি গিয়ে দেখেও এসেচি সে বিড়ির কারখানা অনেক ছোটোবেলায়)ধরিয়ে সুখটান দিত আর সেইটি আমি আর আমার দুই কুচো ভাই সামনে গালে হাত দে বসে হাঁ করে দেখতুম। কালোবৌ-এর সে এক একটি আধবোজা চোখে টান আর তারপরেই "বাবুকে বলে দিও না যেন ভাই" মিনতি !

    যাগ্গে এট্টু লায়েক হবার পর বোধহয় ক্লাশ থ্রী কি ফোরে আমরা তিনজন সেই বান্ডিল থেকে একটি বিড়ি চুরি করে ছাতে বসে একটান করে দিয়ে পোচুর "চুন্‌কাম" চিবিয়ে নীচে নেমেছিলুম। সেই প্রথম !
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১৯ | 122.252.231.12
  • তবে হহপাপ্রে কেস ছিল না কী করে বলি! ঃ(
  • pi | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১৮ | 128.231.22.89
  • গন্ধেরা ম -ম করে , এদিকে ম দি গন্ধদের সহ্য করতে পারেনা ! কী দুঃখের কথা।
    এমনি একমুখী পরিণতোবিহীন প্রেম নিয়ে শুক্কুরবারের বারবেলায় (EST) কেউ কি একপিস কবিতা লিখবে না ? নাকি হাঁড়িয়া, মহুয়া, ধেনো বিনে সে কবিতা বেরোবে না ?
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১৮ | 122.252.231.12
  • কত্তাম তো। মাসে আড়াইশো টাকা।
  • a x | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১৭ | 76.247.246.200
  • তোমরা কেউ টিউশনি করাতে না? এই জন্য কোনো হহপাপ্রে নেই!
  • Binary | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১৭ | 115.117.216.170
  • মাইমা তো মহা ইয়ে, গায়ে হাত তুল্লে ৯১১ -এর ভয় নাই ?
  • m | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১৭ | 173.26.17.106
  • আমার ছোটবেলার বাবা ভাবলেই কমলাটে চারমিনারের প্যাকেট মনে পড়ে- সিগারেট ছাড়তে বাধ্য হবার পর বাবা বল্লেই এখন একশোবিশ আর মিঠে পানের গন্ধ নাকে লাগেঃ)
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১৬ | 122.252.231.12
  • আব্বে, পাল্লিন, আমি বাঙ্গালের পো আজ অব্দি ফিল্টার উইলসের বেশি উঠতে পল্লাম না। সেই কলেজজীবনের সঙ্গী। জুনিয়র ছেলেরা ক্লাসিক ধরিয়ে বলে , আরে দাদা ইয়ে কেয়া পিতে রহতে হো? স্ট্রং নেহি লাগতা? ঃ-)
  • a x | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১৬ | 76.247.246.200
  • বাবা!
  • Binary | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১৫ | 115.117.216.170
  • হাফ বিপ্লবীদের ১০ ট্যাকা হাত খরচ হ নাকি ? সে তো বড়লোকের বাচ্চাদের হয়। আমার ছিলো আড়াই ট্যাকা। ৫০ পঃ ৫০ পঃ ৪৬এ বাসের টিকিট আর দের টাকায় বাকি সব আজ্জো বল্লে। তবে কি তখন ট্যাকার দাম এট্টু কম ছিলো।
  • aka | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১৫ | 168.26.215.13
  • ট্রেন - কোয়ার্টারলি স্টুডেন্ট কনসেশন, ঠিক মনে নেই, খুব কম ছিল।

    বাস - এক্কেরেই চড়তাম না, হাঁটতাম। বাসে চড়তে আমার একটুও ভালো লাগত না।

    সিনেমা - ও তো মেয়েরা দেখাত। ঃ))
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১৪ | 122.252.231.12
  • মিঠু, আমি একটা ফুলের মত শিশুর গায়ে হাত তুলব, ভাবতেই পারি না।
  • P | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১২ | 109.78.77.240
  • আচ্ছা, এই সিগারেটের গন্ধ না সহ্য করার মধ্যে আমি একটা কমন জিনিষ দেখেছি।
    যাদের বাবা-কাকারা সিগারেট খান না তাদের মধ্যে এটা বেশি দেখা যায়। আমি যেমন বাবা যদ্দিন ছিলেন এবং তারপরেও , তদ্দিন সিগারেটের গন্ধর সাথে বাবাকে অ্যাসোসিয়েট করি , তাই মন্দ লাগে না। বরং কাছে দাঁড়িয়ে কেউ উইল্‌স ফিল্টার ধরালে জান-জীবন হুহু করে ওঠে।

    অবিশ্যি বর খেলে কেমন লাগে জানি না , সে বাঙ্গালব্যাটা বিড়ি-সিগারেট-চা ইত্যাদি খায় না !!
  • m | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১২ | 173.26.17.106
  • আজ্জো, এছাড়া ট্রেন বাস সিনেমাদেখা এইসব খরচ কত ছিলো?
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১২ | 122.252.231.12
  • নাঃ, আমাগো গরিব ভারতীয় অফিস। অ্যাবসোলুট খাই নিজের পহায় পেত্তমবার অনসাইটে গিয়ে। আমার বিহারি কলিগ সুপারস্টোরে জিগ্যেস করেছিল কারো জম্মোদিন কিনা।

    দুই বং মিলে তাকে হ্যারি বলে খুব একপ্রস্থ গালাগালি করেছিলাম।
  • m | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১১ | 173.26.17.106
  • অপ্পন, তোমাদের বাড়িতে কে মেয়েকে দু এক ঘা দেয়? তার মা তো? তাইলে ঠিক ই আছে, তুমি দিলে অসুবিধে আছেঃ)
  • aka | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:১১ | 168.26.215.13
  • আমি হাফ বিপ্লবী। খুব বিড়ি টেনেছি।

    কালেজ কালে আমার হাতখরচা ছিল ১০ টাকা/দিন। ১০ টাকায় দুটো চ্যান্সেলার + ২ টো চারমিনার (ন্যাংটো) + ১ প্যাকেট বিড়ি + ১ টা পান + বাড়ি ফেরার সময় ১ প্যাকেট বাদাম ভাজা। এই করে কিছু জমলে মাস খানেকে একবার প্রমোদের ক্যান্টিনে ফিস ফ্রাই। নইলে ফিস ফ্রাই খেতে হলে মেয়েদের তেল দিতে হত। ওদের হাতে প্রচূর টাকা থাকত।

    তবে হ্যাঁ দিল্লির বিড়ির গন্ধ একেবারে পচা ডিম ইয়া নেহি কি হাইড্রোজেন সালফাইডের মতন। ও খাওয়া যায় না।
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:০৯ | 122.252.231.12
  • পাল্লিন, তাহলে ধরে চ্যাট উইন্ডো ব্লক করে রেখেছে। এইটা ইউরোপিয়ান কায়দা। বিলাতী অফিসে আমি ভুক্তভোগী।

    তিতিয়ো বিস্‌সো হলে পুরো মেল সাইটটাই ব্লক করে রাখত।
  • P | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:০৯ | 109.78.77.240
  • আমি কিন্তু ঠিক পোষ্কার করে জানি না চুল্লু , তাড়ি , বাংলা , পচুই এসবের তফাৎ কি।
  • m | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:০৮ | 173.26.17.106
  • আমি তো বিড়ি সিগ্রেট কোনো গন্ধই এখন সহ্য কত্তে পারি না- আমার কি হবেঃ(
  • P | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:০৮ | 109.78.77.240
  • অ মা , অপ্পন , আপিসের পহা তো। প্রথম অ্যাবসোলুট খেলুম ৯৯ সনে। সাড়ে সাতশো টাকায় এক পেগ !
  • Arpan | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:০৬ | 122.252.231.12
  • হবে না কমরেড। আজ অব্দি কোনদিন বিড়ির গন্দো স্ট্যান্ড করতে পারলাম না। আমাদের দ্বারা বিপ্লব-টিপ্লব হবে না।
  • P | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:০৬ | 109.78.77.240
  • অপ্পন , আপিসের ল্যাপি। অ্যাডমিন রাইট নাই। উইনডোজ কমপোনেন্ট পজ্জন্ত ডিসেবল করে রেখেছে !
    আমি একবার আমার ফ্লার্টিসেল্ফকে জাগ্রত করে আই টি ডিপার্টমেন্টের চ্যাংড়াগুলোকে রাইট দেবার জন্যে মধুমাখা গলায় আবদার পজ্জন্ত করে এসেচি। কাজ হয় নাই ঃ-(((
  • aka | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:০৫ | 168.26.215.13
  • তাড়িও ওভারহাইপড। পচা গন্ধ।
  • m | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:০৪ | 173.26.17.106
  • শুনেছি ভাত পচিয়ে- আমি মা গঙ্গাঃ)

    মধ্য কৈশোর কত থেকে কত?
  • P | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:০৩ | 109.78.77.240
  • আমাদের সোনামুখীতে ডোমপাড়ায় তো পোচুর দোকান। ডোমপাড়া আবার আমাদের পাড়ার ঠিক পেছনেই আর আমাগো রুবিদি আবার ডমপাড়ারই মেয়ে। কি যোগ দ্যাখো। তা তাকে প্রায় জপিয়ে এনেছিলুম এক ঘটী তাড়ি আর মাছভাজা একদিন লুকিয়ে আমার জন্যে নিয়ে ছাতে রেখে আসবে , আমি গে টেস্ট করব।
    বজ্জাত মেয়ে ঠিক আমার মাকে বলে দিলে , আর মা আমাকে দিলে আত্মহত্যার হুমকি । আবার রুবিদিকে জিগালে বলে আমি না কি দুদিন পরে ফরেন চলে যাবো , চাকরি গেলে ওর যাবে !
  • a x | ১১ ডিসেম্বর ২০০৯ ২৩:০২ | 76.247.246.200
  • চুল্লু কি থেকে তৈরি হয়?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত