এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ১৭ ডিসেম্বর ২০০৯ ১২:৪৬ | 207.179.11.216
  • লাফ আজকালটাও মোস্টলি বোকা বোকা। তবে কিনা পশ্‌শুদিন জুন এসেছিলো, তাই আমি দেখলাম। আর একদিন দশটা পঁচিশে খুলে দেখি সেইদিন কাঞ্চন মল্লিক এসেছিলো। মিস হয়ে গেল।
  • M | ১৭ ডিসেম্বর ২০০৯ ১২:৪৫ | 59.93.173.117
  • এসব পোগ্গাম অজ্জিতের মতো ছিরিয়াস ছাত্রদিগের জন্য নহে।(খুব গম্ভীর এট্টা স্মাইলী)

    অজ্জিত না রাগলে এট্টা কোচ্চেন জিগামু?তুমি ক্যায়সে পেম কল্লে আর ক্যায়সে পেমে পল্লে?
  • Arijit | ১৭ ডিসেম্বর ২০০৯ ১২:৪২ | 61.95.144.122
  • দাদাগিরিটা বেশ বোকা বোকা।

    কালকে কোশ্চেন করেছিলোঃ

    (১) আমি লোককে রাস্তা পার হতে সাহায্য করি
    (২) আমার গায়ে সাদা-কালো কম্বিনেশন
    (৩) গাড়িও আমার সামনে থেমে যায়

    যে কেউ বলবে এটা জেব্রা ক্রসিং। লাস্ট ক্লু দিলো "আমার নামে সি অক্ষর আছে' - উত্তর ট্রাফিক কনস্টেবল। এবার গলতাগুলো দেখো - ট্রাফিক সার্জেন্টেও "সি' আছে (traffic), ট্রাফিক পুলিশেও "সি' আছে, জেব্রা ক্রসিং-এও আছে। এবং ট্রাফিক কনস্টেবল সাদা-কালো কম্বিনেশন?

    পরশু একটা শুনলামঃ

    (১) বাড়ি বানাতে কাজে লাগে
    (২) জলে নষ্ট হয়ে যায়
    (৩) ছাদ ঢালাইয়ে কাজে লাগে
    (৪) লম্বা চেহারা

    এই অবধি উত্তর হল লোহা। কিন্তু এর পরের ক্লু দিলো "সরু সুতোর মতন' - মানে লোহা বাঁধার তার। কিন্তু ৪ নং ক্লু অবধি দেখলে লোহাও ভুল নয়। নিজের ইচ্ছেমতন একটা ক্লু দিয়ে উত্তর পাল্টে ফেলার মতন চালাচ্ছে।
  • M | ১৭ ডিসেম্বর ২০০৯ ১২:১৭ | 59.93.173.117
  • কি কান্ড!
    অক্ষ কি লুঙি পরতো নাকি?

    আর আমি তিনদিন আগে অ্যালপ্রাজোলাম খেলাম আর আজ সকাল সাতটা পাঁচে ঘুম থেকে উঠলাম,ছেলের স্কুল প্রায় গেছিলো আট্টু হলে,ওষুধপত্রেরাও ক্যামন ল্যাদখোর হয়ে যাচ্ছে।
  • a x | ১৭ ডিসেম্বর ২০০৯ ১১:১৮ | 75.53.196.154
  • এহ্‌ ম'র এখনও জীবনে কত কি দেখা বাকি।

    লুঙ্গি পরা অবস্থায় প্যান্ট গলাবে। গলিয়ে পাটা একটু ফাঁক করে দাঁড়াবে, যাতে প্যান্ট খসে না যায়। এমতাবস্থায়, লুঙ্গির গিঁট খুলবে, খুলে ঐ কোনাটা দাঁতে চেপে ধরে ভেতরে হাত গলিয়ে প্যান্ট টেনে বোতাম আটকে দেবে। এতো সোজা ব্যাপার। কদিন প্র্যাক্টিস করে নিলে তুমিও পারবে।
  • m | ১৭ ডিসেম্বর ২০০৯ ১১:১২ | 173.26.17.106
  • আমির খানের বৌ বাংলা বলে কেন?
  • Tim | ১৭ ডিসেম্বর ২০০৯ ১০:৪৮ | 71.62.121.158
  • তাই? আমার অবশ্য মনে হচ্ছিলো একবার যে কোথাও নির্ঘাৎ দেখিয়ে থাকবে।
  • Bhuto | ১৭ ডিসেম্বর ২০০৯ ১০:৪৪ | 203.91.201.56
  • তিমিঙ্গিল,
    কার সারা দিন তারানন্দ তেও দেখিয়েছে রে।
  • Bhuto | ১৭ ডিসেম্বর ২০০৯ ১০:৪৩ | 203.91.201.56
  • http://www.anandabazar.com/17cal2.htm ঃ(
    আমারো নাম দেছে। কিন্তু ইহা আমি নই।
  • Bhuto | ১৭ ডিসেম্বর ২০০৯ ১০:৩৫ | 203.91.201.56
  • লুঙ্গি মাথায় করে বুক জল পার করে জল কমার সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে আস্তে আস্তে নামিয়ে নিতে থাকলেই জালের পাড়ে আসতে আসতেই লুঙ্গি অজ্জিনাল স্থানে ফিরে যাবে।

    আর সিঁফো রে এ এ ,বৌদি কেমন আছে রে এ এ । আর বিড়ালটা?
  • h | ১৭ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৯ | 61.95.144.10
  • রঞ্জনদা, একবার ঝট করে ফোন করুন বস, যদি চাপে না থাকেন। ঠিক ঠাক এমনি?
  • shrabani | ১৭ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৫ | 124.30.233.102
  • আমি ভেবেছিলাম রাতে কিশোরকুমার ২০০ ছাড়াবে!
  • m | ১৭ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৪ | 173.26.17.106
  • আমি যদিও কখনো লুঙ্গি পরি নি,তবুও রাস্তায় লুঙ্গি থেকে প্যান্ট এ যাওয়াটা মনে হয় একটু চাপের হবেঃ)
  • d | ১৭ ডিসেম্বর ২০০৯ ০৮:১৭ | 59.161.40.139
  • তিমি,

    লুঙ্গি সম্পর্কে বিশেষজ্ঞরা বলে থাকেন যে এটা পরে বুকজলও হেঁটে পেরিয়ে যাওয়া যায় লুঙ্গি সম্পূর্ণ শুকনো রেখে। বিশ্বাস না হয় লুঙ্গি এক্সপার্ট হনুকে জিজ্ঞাসা করে দেখো।
  • a x | ১৭ ডিসেম্বর ২০০৯ ০৫:৪৫ | 75.53.196.154
  • হাফ লুঙ্গি মানে লুঙ্গিটাকে বোধহয় দক্ষিণীদের মত হাফ করে পরে জলে নামে।
  • Tim | ১৭ ডিসেম্বর ২০০৯ ০৪:৫২ | 198.82.16.51
  • আর জল জমলে লুঙ্গি কিই বা কত্তে পারবে। লুঙ্গি তো স্থলের পোষাক। হাপপ্যান্ট হলে আলাদা কথা ছিলো।
  • a x | ১৭ ডিসেম্বর ২০০৯ ০৪:৩০ | 75.53.196.154
  • লুঙ্গি থেকে প্যান্ট, প্যান্ট থেকে লুঙ্গি এত রাস্তায় দাঁড়িয়েও করা যায়, এর জন্য কাঁচ বন্ধ করার কি দরকার। এটাই তো লুঙ্গির ইউজার ফ্রেন্ডলি ব্যপারের অন্যতম। প্যান্ট থেকে প্যান্ট হলে আলাদা।
  • Binary | ১৭ ডিসেম্বর ২০০৯ ০০:১২ | 219.64.70.136
  • হ্যাঁ অডিটোরিয়াম, এখন নাট্যোৎসব চলছে।
  • m | ১৭ ডিসেম্বর ২০০৯ ০০:০৪ | 173.26.17.106
  • তাইলে ওদের সে (সু)দিন গিয়াছে।
  • sinfaut | ১৭ ডিসেম্বর ২০০৯ ০০:০৪ | 117.194.197.13
  • কামড়ায় নি তো।
  • m | ১৭ ডিসেম্বর ২০০৯ ০০:০৩ | 173.26.17.106
  • মশা কি আছে?ফুচকা খেতে খেতে টের পাওঃ)
  • nyara | ১৭ ডিসেম্বর ২০০৯ ০০:০৩ | 209.131.62.144
  • এদিকটা মানে অডিটোরিয়ামের সামনের দিকটা?
  • sinfaut | ১৭ ডিসেম্বর ২০০৯ ০০:০২ | 117.194.197.13
  • এখনও বাড়ি ঘর ছাড়া কিছু নেই। একটা সিগ্রেটের দোকান, একটা রিক্সা স্ট্যান্ড আর ঐ ফুচকা ছাড়া।
  • m | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৮ | 173.26.17.106
  • খালের মোড়ে!- আমরা যখন এজেতে থাকতাম তখন ঐদিকটাতে কিছুই ছিলো না, বাড়ি ঘর ছাড়া- দোকান বাজার করতেও সবাই ২০৬ এর দিকেই আসতো।
    মহিলা ফুচকাওয়ালা/লি কোলকাতায় দুজন বেশ বিখ্যাত, একজন দক্ষিণাপনের মুখে বসেন, অন্যজন বিড়লা একাডেমির পাশে- আর কোনো মহিলা বিক্রেতা দেখি নি।
  • Binary | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৩ | 219.64.70.136
  • না না, একদিকটা তো খালি আছি, ইনফ্যাক্ট, আমি যেরকম ভেবেছিলাম, তাচ্চেয়ে পরিস্কার।
  • d | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৯ | 115.118.230.69
  • আমাদের ওখানে বছরে ২-৩ বার প্রচন্ড জল জমে। হাঁটু বা তদুর্ধ পর্যন্ত। তো সেইসময় লোকজন লুঙ্গি পরে প্যান্ট প্ল্যাস্টিকে ভরে বেরোত। যেখানটায় জল শেষ হচ্ছে, তার একটু পরে স্টেশানের কাছে একটা ফোনবুথ আছে, তাতে ঢুকে স্যাটাস্যাট লুঙ্গি ছেড়ে প্যান্ট পরে ট্রেন ধরতে চলে যেত। কিছুদিন পরে ফোনবুথের মালিক ছেলেটি কাঁচঘেরা অংশটায় প্রচুর খবরের কাগজ সেঁটে দিল।
  • sinfaut | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৯ | 117.194.197.13
  • না, আরও এগিয়ে যাস্ট খালের মোড়টাতে একজন বউদি ফুচকা নিয়ে বসেন। অসাধারন ফুচকা।
  • Binary | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৭ | 219.64.70.136
  • আরে আমি যখন ইস্কুলে পত্তুম তখন, খালের উপর দিয়ে লগিঠেলা ডিঙ্গি নৌকা চলত ওপারে যাওয়ার
  • sinfaut | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৬ | 117.194.197.13
  • গুটোই না এটুকু বলতে পারি। কী পরে থাকি সবসময় বলা যাচ্ছেনা।
  • m | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৪ | 173.26.17.106
  • কোন লোকটার কাছে ফুচকা খাও? বাস গুমটির পাশে দাঁড়ায় যে, নাকি পাঁচিলের
    ধারে যে রোলচাওমিনওলার পাশে বসে?
  • d | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৪ | 115.118.230.69
  • কেষ্টপুর খাল তো আবার বুজে গেছে বলে কাগজে পড়েছিলাম। তাতে খেয়া চলবে কীকরে?
  • nyara | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৪ | 209.131.62.144
  • বিডি পার্কে বসলে কোথায়? সব তো টেম্পোরারি কনস্ট্রাকশনে ভর্তি।
  • tkn | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৪২ | 122.162.42.125
  • কেন? খালপারাপারখেয়া থাকতে পারে না? ঃ-)
  • d | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৪১ | 115.118.230.69
  • আরিব্বস! সিঁফোর জার্নিটা বেশ রোমাঞ্চকর তো। কীভাবে খাল পেরোও সিঁফো? প্যান্ট গুটিয়ে? নাকি লুঙ্গি পরে?
  • sinfaut | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৬ | 117.194.197.13
  • আমি প্রায়ই যখন ফিরি পাঁচটা শুকনো ফুচকা খেয়ে আসি। আজই তো রাত সাড়ে ন'টার সময় খেয়ে ফিরলাম।
  • Binary | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৫ | 219.64.70.136
  • না না আর কেউ ছিলোনা, সুধু আমি আর অপ্পন।
  • Binary | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৩ | 219.64.70.136
  • আরে না দুজনার-ই তাড়া ছিলো, আর রাত নয়টার সময় আবার কি ফুচকা-টুচকা খাওয়া ?

    আর ইয়ে, যতটা অক্কুটে মনে হয়, অপ্পন তাচ্চেয়ে এট্টু বেশী স্বাস্থ্যবান
  • sinfaut | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:২৫ | 117.194.197.13
  • নাহ্‌, ২০৬ টপকে খাল পেরিয়ে কেষ্টপুর।
  • m | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:২০ | 173.26.17.106
  • সিঁফো ,তুমি ২০৬ এর সামনে থাকো নাকি? এজে তে?
  • m | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:১৯ | 173.26.17.106
  • হাতে কি খাবার ছিলো নাকি মশারাই শুধু খেলোঃ)
  • sinfaut | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:১৯ | 117.194.197.13
  • কালকে ২০৬ এর সামনে মশার কামড় খান, দেখা হয়ে যেতে পারে। ;-)
  • d | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:১৮ | 115.118.230.69
  • সোনাইবাবু যোগ দেন নি?
    তা পেরথম অভিজ্ঞতা ক্যামোন লাগল হে?
  • Binary | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:১৬ | 219.64.70.136
  • আজ অপ্পনের সঙ্গে ঝটিকা, পার্কে বসে মশার কামড় খাওয়া মোলাকাত হল। এই আমার পেরথম, কোনো গুরুভাই-এর সঙ্গে আমনে-সামনে হওয়া। পার্কটা-ও আবার আমাদের দুজনার কমন ইস্কুলের লাগোয়া।
  • Binary | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:১২ | 219.64.70.136
  • দাদা কাল রঞ্জিতে সেঞ্চুরি করএচ তাই হয় তো কেঁপে গেল, কোথাকার কোন পুচকে মেয়ে দাদাকে কাপাবে ক্যাম্নে ?
  • m | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:১১ | 173.26.17.106
  • আমার যেমন কিছু হিন্দি বা বাংলা মেগার শেষে কি হলো জানতে ইচ্ছে করে- যেমন এক আকাশের নীচে বা কাহি কিসি রোজঃ)
  • d | ১৬ ডিসেম্বর ২০০৯ ২৩:০৮ | 115.118.230.69
  • আচ্ছা হ্যাঁ এখানে কে যেন দাদাগিরির ইউটিউব লিঙ্ক দিয়েছিল। দেখে তো আমার নিদারুণ ভাল কিছু মনে হল না।
  • tkn | ১৬ ডিসেম্বর ২০০৯ ২২:৫৬ | 122.162.42.125
  • আজ দাদাগিরির শেষ এপিসোডে একটি মেয়ে দাদাকে দেখে গলে পড়ে পড়ে তিনবার বলল "আপনি কি সুন্দর দেখতে! আপনি যে এত সুন্দর দেখতে, তা ভাবিনি.." ইত্যাদি ঃ-))
    পষ্ট দেখলুম দাদা এই গরমেও কেঁপে উঠল ...
  • m | ১৬ ডিসেম্বর ২০০৯ ২২:২৯ | 173.26.17.106
  • দীপ্তেন্দা, আর কতদিন অপেক্ষা কত্তে হবে?
  • dd | ১৬ ডিসেম্বর ২০০৯ ২২:০৯ | 122.166.134.228
  • আর সেই ঢেউতে ভেসে যায় নদীয়া। দেখুন তৃ প বু টই টি পজ্জন্তো প্রথম এগারোটায় চান্স পায় নি।

    আর PT সাহেব একাই সিপিএমের ঘাঁটি আঁকড়ে অনেকানেক বনেদী সিপিএমেরেও গালি দিয়ে মনে হয় এখন এট্টূ থ করেছেন। অল্প অল্প জান্তে পারছি তার কথা, য্যামন উনি আপিস থেকে ফিরে চা খান, আত্মভোলা বিচ্ছু ভাগ্নেটি কসবায় থাকে, কিশোর কুমারের গান শোনেন।
    তাই তো ? পিটি সাহেব ? আর এই পোস্টিং পইড়্যা না খচলে বুঝবো এক্টা ব্যাপারে অন্তত আমার সাথে আপ্নের মিল আছে।

    শ্যামল আর আমি - এই দু জনেই খানদানী ডানপন্থী, যদিও শ্যামলের মধ্যে মাঝে মাঝে বিচ্যুতি দেখা যাচ্ছে। সেদিন তো বুশ সাহেবেরেও গালি দিলো শ্যামল। ছিঃ
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত