এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৫৫ | 173.26.17.106
  • অভ্যু যাওয়া কবে? নাকি চলে গেছো?
  • m | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৫৪ | 173.26.17.106
  • আমি শুধু সেই দেবব্রত গুলি পাবার দলে নাম লেখালামঃ)
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৫৪ | 97.81.82.64
  • আর আপনার নেমসেক পুলিশে তো আগের থেকেই ছিলেন।
  • d | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৪৯ | 117.195.32.228
  • দেবব্রতর সুপারসেটটা তালে কে বানাচ্ছে? ব্ল্যাঙ্কি না শমীক?

    স্যান কি এখনও নেটযুক্ত হতে পারে নি?

    ১৯৯২ সালে আমি রীতিমত জীবনসংগ্রামে নেমে পড়েছি। এত্ত বাচ্চাকাচ্চা দেখে একটু মুচকি হাসলেম।

    টইতে আমার এক নেমসেক এসেছেন দেখি!!!
  • aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৪৬ | 168.26.215.13
  • থ্যাংকু দীপু। আবাপ থেকে হেডলাইনটা পড়ে নিয়ে অথেন্টিক সাইটে যেতে হয়। ;)
  • Tim | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৪৫ | 198.82.16.214
  • মারাত্মক ঘুম পাচ্ছে। এদিকে ঝড়টর এসে একটা বিশ্রি কান্ড বাধবে এখুনি। ঃ-(
  • dipu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৪৩ | 59.164.99.203
  • এক্সোপ্ল্যানেট বা ইন জেনারাল অ্যাস্ট্রোনোমি নিয়ে আগ্রহ থাকলে রোজ সকালে এই ওয়েবসাইটটা দেখবে। প্রায় রোজই নতুন নতুন ইন্টারেস্টিং খবর থাকে। আমি বুকমার্ক করে রেখেছি।

    http://www.astronomynow.com/

    ভুলেও আবাপ পড়বে না।
  • SB | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৪০ | 114.31.249.105
  • অঞ্জনের পোলা তাইলে হেব্বি চাপে থাকে বলতে হবে ঃ(

    এই জন্যে ব্যান্ড ভাল। নিজেরা এত্ত চিৎকার করে যে কে কি করল বোঝে না, বকাবকির প্রশ্নও ওঠে না।

    স্বপন বসু কি আজকাল আর গান করেন না? বহুদিন সীনে নেই উনি।
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৪০ | 97.81.82.64
  • সে এখন আল্লারাখাও তাঁর ছেলেকে বকতেন। নাম হয়ে গেলে আর বকবে না।
  • aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৩৬ | 168.26.215.13
  • সুমন চিরকালই দর্শকদের বকাবকি করেন, পেছন দেখাতে দেখিনি কোনদিন। লোপামুদ্রা আবার বাচ্ছাদেরও বকাবকি করেন। এক বাচ্ছা কাঁদছিল বলে কি চোটপাট। আমরাও সেটা শুনে প্রবল প্যাঁক দিয়ে হল ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। আর অঞ্জন নিজের পোলাটারে বকে। বেচারি।
  • SB | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:৩০ | 114.31.249.105
  • ৯২ তেই সুমনের প্রথম ক্যাসেট বেরিয়েছিল, সুমনের গান নামে, তোমাকে চাই তার আগেই হিট। যদুপুরে ৯০-৯১ নাগাদ engg সংস্কৃতিতে উনি গান গেয়েছিলেন, আর কিছু উত্তেজিত জনতা বাদামের ঠোঙ্গা দিয়ে প্লেন বানিয়ে সামনে বসা ওনার জার্মান স্ত্রীর দিকে ছুঁরে দিয়েছিল, গান থামিয়ে সুমন পচ্চুর ধমক ধামক দিয়েছিল, তখনও পিছন দেখানো শুরু করেননি উনি ;)
  • Abhyu | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:২৮ | 97.81.82.64
  • হ্যাঁ টিম তো আবার আমার থেকেও ছোটো।
  • Tim | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:২১ | 198.82.16.214
  • আমার ধারণা ছিলো ৯৪ সালে।
    তোমাকে চাই সবাই ক্লাস টেনে শোনে কেন কেজানে! ঃ)
  • aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ২০:০৪ | 168.26.215.13
  • ৯২ তে যারা দশ কেলাসে পড়ত তারাও নিতান্ত বালকই।
  • Bhuto | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৩ | 203.91.201.56
  • হ্যাঁ আমি ও এই মাত্র সার্চ করে দেখলাম। পারফেক্ট ১৯৯২। হুতোদা কে কিছু বলা গেল না। ৯২ তে আমি বালক ই ছিলাম। তাই দীপুর কে বলাটা আমার ওপরেও প্রযোজ্য হয়ে গেল ঃ(
  • rimi | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৯:৫১ | 168.26.215.135
  • সুপার আর্থ আবিষ্কারের কথা ঘোষণা হয়েছে এই সপ্তাহের প্রথম দিকে। মঙ্গলবার এনপিআরে শুনলাম, আর বুধবার সিএনেনে দেখলাম
    http://www.cnn.com/2009/TECH/12/16/super.earth.discovery/index.html?iref=allsearch

    আবাপকে গালি না দেবার কোনো কারণ নেই।
  • aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৯:৫১ | 168.26.215.13
  • ১৯৯২ মনে হয়।
  • Bhuto | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৯ | 203.91.201.56
  • আহ , সুমন চট্টোপাধ্যায়ের 'তোমাকে চাই' কবে বেরিয়েছিল????
  • aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৮ | 168.26.215.13
  • এঃহেঃ আমি এই রূপমের গানও শুনি নি। ২০১০ এ শুনতে হবে।
  • sinfaut | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৬ | 203.91.193.50
  • রূপম ইসলামকে দেখলে/শুনলে আমার পাতি ক্যালাতে ইচ্ছে করে।
    এমনিতে আমি অহিংস।
  • Bhuto | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৯:৪২ | 203.91.201.56
  • তোমাকে চাই টা কোন সালে বেরিয়েছিল ? :-s
  • aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৯:২৩ | 168.26.215.13
  • আচ্ছা এই যে পৃথিবীর মতন একটা গ্রহ ২০০৮ সালে খুঁজে পাওয়া গেছে কেউ জানতে? আমি না জানতুম না। সবাই আবাপকে গালিই দেয়। এই খবরটা কোন ইংরিজি কাগজেও দেখেছি বলে মনে হচ্ছে না। কতই না পিছিয়ে ছিলাম।
  • aka | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৯:২০ | 168.26.215.13
  • জাপানী ধাক্কা পুলিশের কাজটা আমি পাবই পাব। ঠিক ঐ ভাবেই উল্টোডাঙা থেকে ট্রেনে উঠতাম। লোকজনকে ধাক্কিয়ে ধাক্কিয়ে তুলে নিজে সেঁধিয়ে যেতাম।
  • intellidiot | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৮:১১ | 61.8.134.18
  • **কাছে
  • intellidiot | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৮:০৭ | 61.8.134.18
  • আচ্ছা, রঞ্জন প্রসাদের ই-কালেকশন আছে কারো কছে?
  • Samik | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৭:৫৯ | 219.64.11.35
  • ঃ-)
  • rabaahuta | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৭:৩৯ | 203.99.212.54
  • হাহাহাহাহাহাহাহা বালকের দল
  • dipu | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৭:৩৩ | 207.179.11.216
  • আমি টু'য়ে না থিরিতে পড়ি।
  • rabaahuta | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৭:২২ | 203.99.212.54
  • হ্যাঁ, তোমাকে চাই(ক্যাসেট)এর সময় আমিও ক্লাস টেন। হায়, সেই ক্লাস টেন এখন আপিস কাচারি, সেই সুমন এখন নেতা, সেই বান্ধবী এখন বৌ।
  • SB | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৭:০২ | 114.31.249.105
  • *গড়িয়াহাটা

    ঃ)
  • M | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৭:০২ | 59.93.212.102
  • টিকেন আজকাল কিসব ধাঁধা দিচ্ছে!
  • Samik | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৯ | 219.64.11.35
  • আমি কাল থেকে টানা ছুটিতে। আঠাশ তারিখ আবার আপিস আসব।

    এর মাঝে তিন বুদ্ধু আর অবতার থ্রিডি দেখে নিতে হবে।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৭ | 61.95.144.122
  • সামনের হপ্তায় সোম, মঙ্গল, বুধ আমি আসছি না - বেবিসিটিং করবো। ভাবলেই হৃৎকম্প হচ্ছে - এদ্দিন ঋককে সামলানোর পরেও। এই মাইয়াটা ডেঞ্জারাস।

    বেঁচে থাকলে বেস্পতিবার আসবো।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৫ | 61.95.144.122
  • হুশ্‌শ্‌শ্‌শ্‌শ। র নয়, ড়। ড়। গড়িয়াহাট।
  • SB | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৩ | 114.31.249.105
  • হ্যাঁ! র! র! ঃ-) ভুল! ভুল! ঃ(

    সুমন মোটামুটি ১৯৮৯ থেকে গাইছেন বিভিন্ন যায়গায়। ওনার ক্যাসেট বেরোনোর আগে থেকেই তোমাকে চাই আর গরিয়াহাটার মোড় জমিয়ে দিয়েছিল।

    সুমনের কিছু বহু পুরোন rnt'র গান আছে। গ্রামার মেনেই গাওয়া ঃ)
  • Samik | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৮ | 219.64.11.35
  • কুত্তু ভূতু! তোমাকে চাই-এর সময়ে আমি ক্লাস টেন।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:২৭ | 204.138.240.254
  • ঃ-)
  • Bhuto | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:২৭ | 203.91.201.56
  • ব্রক্ষব্লপ্লাভবম
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:২৫ | 61.95.144.122
  • ড় নয় রে বাবা। র। র।
  • Bhuto | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৭ | 203.91.201.56
  • একলা ঘর, তুমি জানো নাকি মাঝরাতে, জন্নত জাহাঁ এগুলো বেশ ভালো গান।
  • Bhuto | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৫ | 203.91.201.56
  • মেলায় যাই রে, আর মৌসুমী গানটা অনেকদিন পরে অন্য কারুর কাছে শুনলাম। আমি তখন বেশ ছোটো (যা মনে পড়ছে) মামার বাড়িতে শুনতাম। মামাতো দিদির কেনা এইটা আর সুমন চট্টোপাধ্যায়ের (হ্যাঁ , তখন তাই ছিলেন) এক কাপ চায়ে আমি তোমাকে চাই গানটা যে অ্যালবামের তার ক্যাসেট, এইদুটো ক্যাসেটের সব গান প্রায়ই শুনতাম। তখনই কবীর সুমন কে প্রথম চিনেছিলাম ।

    তখন একটা বই ও পড়তাম। ভাবছি সেটার কথাও বলি। সেটা আমার বেশ একাকীত্বের সঙ্গী মতন ছিল। চরিত্রগুলো কেমন চেনা চেনা । দুপুরে যখন সব চুপচাপ তখন জানালা দিয়ে আসা একফালি রোদকে কোনোমতে বাঁচিয়ে বিছানার এক ধারে উপুড় হয়ে শুয়ে শুয়ে সেই বইটা পড়তাম।

    লেখকের নাম (প্রায় ভুলে গেছি , এবং কেমন ভুলে গেছি সেটা দেখতেই পাবে) সমীরণ\সমরেশ কিছু একটা ( তখন লেখকের নাম দেখে তো পড়তাম না ঃ( )
    বইটার নাম ' মহাকাশের পথে' । সবাই শুনলে হাসবে কিনা কে জানে। ছোটো ছিলাম তো । কল্পবিজ্ঞানের গপ্প ছিল।
  • SB | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৪ | 114.31.249.105
  • ফসিলসের একটা গান খুব হিট করেছিল, একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যাস ইত্যাদি।
    এক গানটা শুনলেই বউ কেস দিতো ঃ)
  • SB | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১১ | 114.31.249.105
  • সে কি!! এরকম লিরিক্স শুনলে তো আর গানটা শোনার ইচ্ছেই করবে না কারোর (এস এম এস - ফসিল্‌স)

    ফসিল্‌স এর একটা গানই ভালোঃ



    আমি তোমার চোখের কালো চাই, তাই তোমার দিকে তাকাই, তুমি তাকাওনি আমার দিকে, তাই ধুসর বিকেল ইত্যাদি ও প্রভিতি। গানটা নন-ভেজ ঃ-)
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১১ | 204.138.240.254
  • আজকাল রূপম ইসলামের নাকি বহুত ফ্যান? কলকাতায় গিয়ে শুনলাম "নীল রং ছিল ভীষণ প্রিয়'।
  • Samik | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:০৭ | 219.64.11.35
  • গুগলে feedback majhi tor radio nai দিয়ে সার্চ মারলেই বেশ কিছু লিংক দেখাচ্ছে। বেশির ভাগই আমার আপিস থেকে ব্লক্‌ড তাই চেক করতে পারছি না। বাকিরা নেড়েচেড়ে দেখতে পারেন।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:০৬ | 61.95.144.122
  • রেডিওতে আরেকটা গান শোনাচ্ছে ইদানিং - ফসিলসের - খুব নাকি হিটঃ ডিলিট করছি তোমার এসএমএস...প্রিয়তমা দাঁড়ি কমা, কত জমা ইত্যাদি...
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:০৩ | 204.138.240.254
  • অ। এ মাঝি সে মাঝি নয়! বাড়ি গিয়ে শুনতে হবে। অফিসে কিবা দিন কিবা রাত্র।

    শৈবাল, আপনি বলা ছাড়ুন। মেক, ৯৮।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৬:০২ | 204.138.240.254
  • আহা, দিপু, তোরটা কে জিগায়েছে? ঃ-)
  • dipu | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৯ | 207.179.11.216
  • ফিলজফি ৬৫
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত