আমার রুমমেটের ৬ চাকার লাইসেন্সও আছে। ও বলে বাবা কোনো চান্স নিতে চায় নি। যদিও এখন নিজের ৪ চাকাই চালায়।
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৭ | 61.95.144.122
সবকটা টার্নে সিগন্যাল দিয়েছিলে? লেন চেঞ্জের সময়? রাউন্ড অ্যাবাউটে? লেফট উইং মিরর আছে? তিনটে আয়না দেখে চালাও? প্যারালাল পার্কিং পারো? রিভার্সিং দ্য কর্নার? বারো ফুট রাস্তায় থ্রী পয়েন্ট টার্ন পারবে?
আরো অনেক কোশ্চেন আছে। প্র্যাক্টিক্যাল নিয়ে বলতে পারবো পাশ করলে কিনা;-)
Bhuto | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৪ | 203.91.201.55
মানে রেগুলার চালাইনে। কি দরকার, শ্যাষে অন্য লোকে এসে গায়ের ওপর পড়বে আর আমি গাড়ির মালিককে আমার লজায় রাঙ্গা বদন দেখিয়ে খেসারৎ দিয়ে মরি আর কি। নিজে কিনলে কখনো চালাইব ঃ)
আর মনে রেখ আমি লাইসেন্স করিয়েছিলাম ডেরাইভার হবো বলে। নিজে গাড়ি কিনব বলে এখনো ভাবি না ইনফ্যাক্ট। মামার এক্সাইড ব্যাটারীর দোকানে কাজের সময় কম্পিটিটিভ লাইফ ছেল। দোকানের ছেলেগুলান ম্যাটাডোর পর্য্যন্ত চালাতে পারতো। তাই দেখে মামা আমাকে দুয়ো দিত, বলতো মালিকের একটা রিপ্রেসেন্টেটিভও ওদের টক্কর দিতে পারলো না। আমি মামার মুখের দিকে চেয়ে ড্রাইভিং শিখে , বাস চালিয়ে নিয়ে চলে এসেছিলাম। তাই না আমার লাইসেন্স কমার্শিয়াল লাইসেন্স। আমার জীবনের গুরু হলো ঐ মামা। গাড়ি সারাবার ট্রেনিং পর্য্যন্ত মামা দিয়ে রেখেছেন।
গাড়ি চালাইনে বটে , তবে গাড়ি কাটাতে কত জায়গা লাগে তা গাড়ির ভেতর বা বাইরে থেকে বলে দিতে পারি।
আর আমারে কিনা ইন্সাল্ট একজন ভদ্দর বাস ডেরাইভার কে?
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৬:১৮ | 61.95.144.122
এই সব ড্রাইভারগুনোই রাস্তাগুলোকে আরো খতরনাক করে দিয়েছে। ছেম ছেম।
Bhuto | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:৫০ | 203.91.201.55
ন্যাড়াদা দেখছি। ইউটিলিটির কেসটা , ড্রাইভিং লাইসেন্স ও হয়ে যেতে পারে।
আমার এক্সামে তেমন কিসু অভিজ্ঞতা নাই ঃ( সেদিন মাধ্যমিকের রেসাল্ট বেরোনোর ছিল। প্রশান্তদা বললো কিরে ছটফট করছিস কেন? আমি বললাম রেসাল্ট বেরোবে তাই দেখতে যাবো। বল্লো যা তালে কেটে পড় সামনের সোমবার অফিসে চলে আসিস। আনন্দে চলে এলাম এবং পরের সোমবার লাইসেন্স ও পেয়ে গেলাম। এক্সাম কেমং হয় তার অভিজ্ঞতাই হলো নেকো ঃ(
Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৬ | 219.64.11.35
আমার বাইক না, আমার প্রাক্তন বাইক বলো। সে তো আর নেই ...
আরে অজ্জিত, তোমার সর্বত্র মানে তো পশ্চিমবঙ্গের চৌহদ্দির মধ্যেই। এখানে তো দু-পা অন্তর রাজ্য চেঞ্জ হয়ে যায়, যে রাজ্যে য নিয়ম। দিল্লির নিয়মকানুন সব সময়েই আলাদা, তাই ইউপির পল্যুশন পেপারে স্পেসিফিকালি লেখা থাকে, ভ্যালিড ফর ৩ মাস ইন দিল্লি, ৬ মাস এল্সহোয়্যার।
আমি ইউপি, মানে গাজিয়াবাদ থেকে একবারই পল্যুশন সাট্টিফিটি বানিয়েছিলাম। আমি দিল্লি থেকেই বানাই। যদিও ইউপিতে থাকি, কিন্তু গুপি করে আমার গাড়ি বাইক দুটোরই নাম্বারপ্লেট, মানে রেজিস্ট্রেশন দিল্লিতে। আমার টোটাল মস্তি। পুলিশ কখনো চালান কাটলেও সে চালান আমার কাছে পৌঁছবে না। ঐ জন্যেই এখানে থাম্ব রুল, যদি দ্যাখো কাটিয়ে যাবার রাস্তা আছে, তা হলে এখানে পুলিশ হাত দেখালেও থামবে না।
shrabani | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:২৭ | 124.30.233.102
বাড়ির লীজ এগ্রিমেন্ট তো রেসিডেন্স প্রুফে নেয়।
Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:২৬ | 219.64.11.35
১। অ্যাড্রেস প্রুফ ঃ নোটারি পাব্লিকের কাছে চলে যান। যে কোনও কোর্টের সামনে দেখবেন গাছতলায় টাইপরাইটার নিয়ে বসে আছে। পঞ্চাশ টাকায় স্ট্যাম্প পেপারে অ্যাড্রেস প্রুফ বানিয়ে দেবে। ওটা আরামসে চলবে।
২। ডি এল ঃ ঐ কেসি যা বল্লো। অথবা, ড্রাইভিং স্কুলে গিয়ে টাকা ধরে দিলে ওরা বানিয়ে দেবে। একবার গিয়ে মুখ দেখিয়ে আসতে হয়।
ডিঃ দিল্লি আর ইউপি-র অভিজ্ঞতা। লুরুতে হয় কিনা, জানা নেই।
Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:১৫ | 125.22.62.70
আলিপুরে ড্রাঃ লাইসেন্স করাতে গেছিলুম , কি বলব কোথা দিয়ে পরীক্ষা দিলুম , কিভাবে পাস করলুম ফোটো উঠল বুঝতেই পারলুম নাকো ঃ)০
ড্রাইভিং স্কুলের ট্রেনারকে জিগালুম পরীক্ষা হবে না? বলে কিনা চুপ করে বসে থাকুন গাড়ীতে , পাস করে গেছেন !
বেড়ে মজা হল
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:১২ | 61.95.144.122
এই অ্যাড্রেস প্রুফ এখানে পুরো চিকেন/এগ কেস। সবাই এটা চায়, কেউ এম্নি কিছু দেবে না। ওই যেমন সদ্য গ্র্যাজুয়েটকে চাকরি দেয় না...
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:০৯ | 61.95.144.122
আমাগো সর্বত্র ভ্যালিড। এবং ছয় মাস। এবার?
nyara | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:০৭ | 24.4.99.4
লুরুতে। অম্রিকা নিয়ে এখন আর আমার চিন্তা নেই।
Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:০৬ | 219.64.11.35
অজ্জিত, না। উত্তর প্রদেশেরটা ছয় মাস ভ্যালিড। অবশ্য কেবল উত্তর প্রদেশের বাউন্ডারিতেই। দিল্লিতে নয়। কিন্তু সেটাও পঁয়তাল্লিশ টাকা।
nyara | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:০৬ | 24.4.99.4
কেসিই শেষ অব্দি নোবেল পাবেন। বাকিরা ঘষটাতে ঘষটাতে বড়জোর গ্র্যাজুয়েশন।
Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:০৫ | 219.64.11.35
ন্যাড়াদা কি লুরুতে বলছো, নাকি আম্রিকাতে?
nyara | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:০৪ | 24.4.99.4
নতুন সেল ফোন নিতে তো বাবার অ্যাপেনডিক্সের সাইজ অব্দি দিতে হয় বলে শুনেছি।
nyara | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:০৩ | 24.4.99.4
ক। ড্রাইভার্স লাইসেন্স খ। ভোটার রেজিস্ট্রেশন কার্ড গ। ইউটিলিটি বিল
গ-তে সেল ফোনের বিল থাকতে পারে। কিন্তু আমাকে বোধহয় অত তাড়াতড়ি সেল ফোনে দেবে না। ঃ(
Bhuto | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৫:০০ | 203.91.201.55
কি কি আছে?
nyara | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৯ | 24.4.99.4
অ্যাক্সেপ্টেবল ডকুমেন্ট লিস্টে, হায় সেলুকাস, বাড়িভাড়া লীজ এগ্রিমেন্ট নেই।
Bhuto | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৯ | 203.91.201.55
ন্যাড়াদা একটা লিষ্ট করো ও ও ও ও।
kc | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৮ | 213.132.250.2
ন্যাড়াদা, অফিসের কারপুলের যে সর্দার থাকে, তাকে ধরুন, সাত-আটশো টাকা (ডলার নয়) লাগবে, তিন দিনে পেয়ে যাবেন, কোনো টেষ্ট ফেষ্ট না দিয়েই,
ন্যাড়াদা, হে হে , একটা এগ্রিমেন্ট তৈরি করিয়ে দেব ঃ) । প্রুফ অফ রেসিডেন্স ঃ)
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৭ | 61.95.144.122
অ। তিন মাস। আমাদের ছয় মাস। তো ডাবল তো হবেই।
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৬ | 61.95.144.122
কেন - বাড়ি ভাড়া নিলে লীজ এগ্রীমেন্ট হবে তো। বা ব্যাংক অ্যাকাউন্ট - এটা তো আজকাল আপিসে বয়ে এসে করে দেয়।
Samik | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৬ | 219.64.11.35
দাঁড়াও দাঁড়াও। স্মার্ট কার্ড মানে কি, লাইসিন, ইনশিওরেন্স, আর রেজিস্ট্রেশন সাট্টিফিটি নিয়ে যে একটা কমন কার্ড হয়, যেটা ক্যারি করলে আর বাকি ডকুমেন্ট নেবার দরকার পড়ে না, সেইটা বলছো? নাকি কেবল রেজিস্ট্রেশন সাট্টিফিটিটাকেই স্মার্ট কার্ড বলছো?
যদি প্রথমটা হয়, তো দিল্লিতে সেটা আগে চালু হয়েছিল, পরে লোকে আর তেমন গা করে নি বলে উঠে গেছে বোধ হয়, কিংবা এখনও স্কিমটা আছে, কেউ করায় না। মানে কাউকে করাতে দেখি নি।
যদি দ্বিতীয়টা হয়, তবে সেই জিনিস আমারো আছে, তবে সাদা রঙের, ক্রেডিট কার্ডের সাইজের, পেছনে একটা ম্যাগনেটিক স্ট্রিপও আছে।
আর পল্যুশন সাট্টিফিটি এখানেও সুন্দর একটা কাগজে দেয়, তাতে গাড়ির নম্বরপ্লেটের রঙীন ফটো থাকে। তিন মাস ভ্যালিডিটি।
আর তেকোনা, দিল্লি আরো একটা ব্যাপারে এগিয়ে। সন্ধ্যে ছটার পরে কলকাতা শহরে পল্যুশন সাট্টিফিটি বানানো যায় না? এখানে তো সমস্ত পেট্রল পাম্পে পল্যুশন চেকিংয়ের গুমটি আছে, সমস্ত পেট্রল পাম্প আর ঐ গুমটিই চব্বিশ ঘন্টা খোলা থাকে, খুব সামান্য কিছু পেট্রল পাম্প রাতে বন্ধ থাকে, হাতে গোনা। প্রতিটা গাড়ির সার্ভিস সেন্টারে পল্যুশন চেকিংয়ের গুমটি আছে। পল্যুশন চেকিং যে কোনও সময়ে কর যায়। পকেটে পঁয়তাল্লিশ টাকা থাকলেই হল।
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৫ | 61.95.144.122
ওটা IPv6 - এখনো পুরো নামেনি।
nyara | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৫ | 24.4.99.4
ঐ তো, কিছুদিনের গল্প নাই। আমাকে ৩০ দিনের মধ্যে একটি প্রুফ অফ রেসিডেন্স দাখিল না করলে শ দেড়েক ডলার গচ্চা দিতে হবে। তিরিশ দিনের মধ্যে ইউটিলিটি বিল তো জোটানো যাবে না, কাজেই ড্রাইভিং লাইসেন্সই ভরসা।
kd | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৫২ | 59.93.210.189
অরিজিত, কিছুদিন আগে শুনেছিলুম extended ip চালু করার কথা - মানে class ABCD কীসব বলে, তার পরেও আরও চার-সেট। সেটা কতদূর কী হ'লো জানো?
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৫২ | 61.95.144.122
আর অটোম্যাটিকে পরীক্ষা দিতে গেলে হয়তো বলবে দাঁড়ান মশাই আগে সেই এগজামিনারকে পাস করিয়ে আনি;-)
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৫১ | 61.95.144.122
ওই যে বল্লুম - রাস্তার ধারে যে ট্রাফিক হোমগার্ডগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খইনি খায় তারা নিয়ম টিয়ম কিস্যু জানে না। আদৌ এই নিয়ে কোনো আইন আছে কিনা সিওর নই। আমি যখন গাড়ি কিনলুম ডিলার নিজেও বেশ ভেবড়ে গেলো আমি ব্রিটিশ লাইসেন্সে গাড়ি বের করবো দেখে। ওদের তো সব ফটোকপি করে রাখতে হয়...
যাক্কলা। জীবনে কোনদিন স্টিকশিফট চালাইনি কো। ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নিয়ে গেলে কিছু সুবিস্তা হোগা কেয়া?
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৩ | 61.95.144.122
ডি ফ্যাক্টোর ভালো বাংলা কাকু বলে দিলো - কার্যত
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৪০ | 61.95.144.122
খাআআআল্লি ছক। না স্যার - ওসব চলিবেক নাই। কিছুদিন অবধি ফোরেন লাইসেনে চালাইতে পারেন, তবে পুলিশে ধরলে কপালের নাম গোপাল - কারণ এই নিয়ে কোন নিয়মের কথা কেউ জানে না। নতুন লাইসেন করাতে গেলে পরীক্ষা দিতে হয়, এবং এখানে কেউ অটোমেটিকে পরীক্ষা দেয় না।
nyara | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৮ | 24.4.99.4
লুরুতে ড্রাইভিং লাইসেন্স পেতে কী কী করতে হয়? স্টিক শিফটে পরীক্ষা দিতে হয় নাকি? আমার এদেশের লাইসেন্স দেখিয়ে মুফতে দেশী লাইসেন্স সহজে পাবার কোন ছক-টক আছে?
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৮ | 61.95.144.122
ইল্যুমিনেটিং বাংলা বলো না পিলিজ।
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৫ | 61.95.144.122
eclectic rigorous original illuminating
উফ্ফ্ফ্ফ্ফ এক লাইনে কত্তগুলো বিশেষণ! এই প্রোফেসরকাটিং লোকগুনো না...
Bhuto | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৩০ | 203.91.201.55
আরে ফ্যাক্ট বলছি ! হে হে তবে আমি কি আর বলেছি ১০০ ফুলকপিতেই আমার ... ইয়ে তীর্থংদা থাকলে বলে দিত স্ট্যাসিস্টিক্যালি র্যান্ডাম কতগুলোতে আমার প্রভাব থাকতে পারে। আর তার সাথে এই ধরে নে তোর বাইপাস থেকে ফুলকপি কেনা সেটাকেও একই ম্যাট্রিক্স এ....
তবে চটিস কেন স্বাদে তো কোনো তফাৎ নেই, একটু গুণগত ভাবে উৎকৃষ্ট ঃ)
Arijit | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৩০ | 61.95.144.122
eclectic-এর বাংলা কি?
Rajdeep | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:৩০ | 125.22.62.70
থ্যানকু অর্পন , লেখাটা তো বেশ যুক্তিপুর্ণ তাইলে এই ব্যাটা জি এম কোম্পানিকে তো ধরতে হয়- সাধে কি ম্যারিকায় লাটে উঠেছে!!
ইস্স্স্স্স্স। কির'ম ডিকশনারী টাইপ বাংলা হয়ে যাবেঃ-(
tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:১৯ | 122.162.42.1
ইয়েস, ১০০-ই ঃ-)
অরিজিৎ ঃ-) আর কেমন সুন্দর রং স্মার্ট কার্ডের, সেটা বলো! আহা, হাতে নিয়ে পার্সে নিয়েও ভালো লাগে ঃ-))))
Arpan | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:১৮ | 112.133.206.20
তালে ওই।
১। অবিসংবাদী।
২। প্রকৃত প্রস্তাবে।
ঃ-)
tkn | ৩০ ডিসেম্বর ২০০৯ ১৪:১৮ | 122.162.42.1
অপ্পন! সবই বেশ দীর্ঘমেয়াদী ডাক্তারঘর প্রকল্প।
শমীক, একটু আগেই আমার ড্রাইভার ১০০ টাকা নিয়ে গেল । দিন দশেক আগে আমা পঃ সাঃ এক্সপায়ার করেছে কিন্তু সকালে বেরোনোর সময় করানো হয় না, বিকেলে ফেরার সময় ৬ টা বেজে যায়। বন্ধ হয়ে যায় তখন। আজ আমার অফ , তাই এসব কাজ কম্ম সারছি ঃ)। বলল ১০০ লাগবে, আগের বারও তাই নিয়েছিল মনে আছে। রিসিট দেখে বলছি। যদি কলকাতায় বেশি হয় আর দিল্লীতে কম তো দিল্লী আরো এক পয়েন্টে এগোলো এই আর কি (এয়ারপোর্ট, শৌচালয়, মধুরভাষী/ভাষিনী জনতা ইত্যাদির পরে ঃ( )
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন