এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:৩২ | 59.163.30.4
  • তাহলে রং করার কেমিক্যালের কেমিক্যাল চেঞ্জ, দু সপ্তাহে কেমিক্যাল reaction হয়ে ঐ হয়েছে,
    লাল আর সবুজ হলে সত্যি অনেক ইজি হতো---
  • dipu | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:২৬ | 61.12.12.83
  • তারামা রং কোম্পানির রং। কোয়ালিটি ভালনা। হোতো শেফালি খানের রং, যতই গার্লফ্রেন্ড হিল ঘষুক, কিচ্ছুটি যাবে আসবে না।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:২১ | 216.52.215.232
  • না, বলল তো সবাইয়ের চোখে পরিবর্তন ধরা পড়েছে।

    লাল আর সবুজের কেস হলে সোজা উত্তর ছিল। সালটা ২০১১। ;-)
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:১৮ | 59.163.30.4
  • আচ্ছা, বেড়াওয়ালা কি কালার-ব্লাইন্ড?

    আর ঘোড়ার দুপায়ের ফাঁক এক ফুট ধরলেও তো ] 72 ft এর বেশী perimeter এর difference হবে না, এক মাইল কি করে হোলো?

    স্যরি, টইতে লেখা যাচ্ছে না!
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:১৮ | 216.52.215.232
  • চোপরাও! আমি কি সানন্দার সম্পাদক?
  • dipu | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:১৪ | 61.12.12.83
  • আমাকে কেউ কানেকানে বলে দাও না। কারুক্কে বলবনা।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:১১ | 216.52.215.232
  • যা তা! ভুলে গেছিলাম তুমি ক্লুলেস চ্যাম্পস। ঃ-)
  • a x | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:০৯ | 76.254.114.82
  • ঘোড়া পিটিয়ে গাই বানাতে আমিও জানি!
  • a x | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:০৩ | 76.254.114.82
  • চোপরাও! content421 লিখতে হবে। কোথায় লিখতে হবে শুধু সেটাই জানিনা।
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:০৩ | 59.163.30.4
  • উঃ ! গাইটা দুর্দান্ত! ঃ))
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৩:০১ | 204.138.240.254
  • সে তো ল্যাদ খেয়ে লিখিনা। ইন্দোডাক্তারও লেখে না। ইন্দোডাক্তারও ঘটি না।
  • dipu | ০৭ জানুয়ারি ২০১০ ১২:৫৯ | 61.12.12.83
  • কারা যেন অ্যাঁ কে অ্যা লেখে ঃ-P
  • a x | ০৭ জানুয়ারি ২০১০ ১২:৫৮ | 76.254.114.82
  • এখনও লিখে যাচ্ছে!
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১২:৫৬ | 204.138.240.254
  • তুমি ঘোড়া না হয়ে গাই (আইটি) হলে পারতে। ঃ)
  • a x | ০৭ জানুয়ারি ২০১০ ১২:৫৫ | 76.254.114.82
  • আমাকে ঘোড়া বলে অপমান করার উত্তর দিতে পারলাম না আর ব্রতীন কি করে লিখে এল?
  • pi | ০৭ জানুয়ারি ২০১০ ১২:৫৩ | 72.83.210.50
  • ধুর আবার টই কে খুলবে!

    এখানেই লিখে কাটি।
    বেড়া নিজে রং করলো, আর খালি ভিতরটা দেখলো খালি ? এ কেমনে পসিবল !
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১২:৫০ | 204.138.240.254
  • না, বহুদিন প্রবাসে বাস করা জাত অজ্ঞতা। ঃ)

    কিন্তু ঘটিরা ঘোড়াকে ঘোঁড়া লেখে? হাঁসি আর হাঁসপাতাল জানতাম। এইটা একদম ফ্রেশ পেলাম। ঃ-))
  • Blank | ০৭ জানুয়ারি ২০১০ ১২:৪৮ | 170.153.65.102
  • একদম পাতি রান্নার গ্যাসের সিলিন্ডার লাগায়। যে কোনো গাড়ির মিস্ত্রী কে ধরলেই গাড়িতে ফিট করে দেবে।
  • a x | ০৭ জানুয়ারি ২০১০ ১২:৪৭ | 76.254.114.82
  • আব্বে রান্নার গ্যাস যে এলপিজি তা জানব না কেন, কিন্তু তাই দিয়ে গাড়ি চালানো শুনেছি, কিন্তু সত্যি হয় আমি জানতাম না। এ আমার গাড়ি সংক্রান্ত অজ্ঞতা।
  • Arijit | ০৭ জানুয়ারি ২০১০ ১২:৪৫ | 61.95.144.122
  • গাড়িতে বা অটোতে এলপিজি বা সিএনজি-র জন্যে আলাদা "কিট' লাগাতে হয়। কিছু গাড়ি সেই দিকে না গিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যাভার করে - এটা এক ধরণের কুটিরশিল্পঃ-) কিন্তু খুব খতরনাক।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১২:৪৩ | 204.138.240.254
  • এলপিজি। (ধুর, অক্ষদা বড় সরল)
  • a x | ০৭ জানুয়ারি ২০১০ ১২:৪১ | 76.254.114.82
  • মানে? রান্নার গ্যাস সিলিন্ডার লাগিয়ে চলে মানে?
  • Arijit | ০৭ জানুয়ারি ২০১০ ১২:৩৩ | 61.95.144.122
  • সেকেন্ড ব্রীজ যখন চালু হল তখন রবীন্দ্রসদন-মন্দিরতলা এরকম শাটল চলতো। কিন্তু তখন আমি এরকম প্রাইভেট গাড়িতে আইটি গাইকে এক্সট্রা ইনকামের চেষ্টা করতে দেখিনি। এখন হলুদ প্লেট লাগানো গাড়িও যেমন চলছে - কমার্শিয়াল লাইসেন্সে - আইনী বলা যায়, তেমনি প্রাইভেট গাড়িও চলছে - সাদা প্লেট - পুরো বেআইনী। আর ভারত সরকার, পঃবঃ সরকারের "অন ডিউটি' প্লেট লাগানো গাড়ি তো চলেই।

    আরো একটা বড় ইস্যু হল এই গাড়িগুলোর চেহারা। বেশ কিছু মারুতি ওমনি চলে যেগুলো মোটামুটি স্ক্র্যাপের বেশি কিছু নয় - যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা হতে পারে। এর মধ্যে আবার অনেকে রান্নার গ্যাস সিলিন্ডার লাগিয়ে চলে।
  • a x | ০৭ জানুয়ারি ২০১০ ১২:২২ | 76.254.114.82
  • এতো আমিও দেখেছি। হ্যাঁ ৯০এর শুরুর দিক থেকেই। সাধারণত অফিসের গাড়ি গুলো করে এগুলো। সাদা গাড়ি। সাহেবকে অফিসে ড্রপ করে কিম্বা এয়ার্পোর্ট থেকে ফেরার পথে করে। হাইলি অনৈতিক ব্যপার। ঐ ঘুষের মত, সবাই জানে, প্রায় সবাই দেয়।
  • Blank | ০৭ জানুয়ারি ২০১০ ১২:১৫ | 170.153.65.102
  • বোঝো, আমার বিজনেস প্ল্যান নিয়ে সবাই কপিরাইট চায়
  • Blank | ০৭ জানুয়ারি ২০১০ ১২:১৫ | 170.153.65.102
  • অজ্জিত দা
    একটা ford anglia কিনে ফেলো, যদি weasley রা বেচতে রাজি হয়।
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১২:১২ | 59.163.30.4
  • অটোর আইডিয়া আমারো ছিলো -- যা দাপট দেখতাম অটোয়ালাদের! শুধু তুলতে-তুলতে, নামাতে-নামাতের বদলে তুলতে-নামাতে, নামাতে-তুলতে !!!
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১২:১০ | 204.138.240.254
  • অনৈতিক তো বটেই। কিন্তু অনেক সময় অনন্যোপায় হয়েও নিতে হয়। ধরুন সন্ধের পর বাস কমে গেল, বা ভিড় বলে উঠতে পারলাম না, অথচ ট্যাক্সি অ্যাফোর্ড করার মত পয়সা নেই।

    সমস্যাটা শুধু কলকাতার নয়, বেঙ্গালুরুতেও এইটা চালু প্র্যাকটিস। সেইখানে অফিস ক্যাবগুলি ফেরা/যাওয়ার পথে যাত্রী তোলে। নিঃসন্দেহে অনৈতিক।
  • dipu | ০৭ জানুয়ারি ২০১০ ১২:০৭ | 61.12.12.83
  • 12:05 আদতে আমার আইডিয়া।
  • Arijit | ০৭ জানুয়ারি ২০১০ ১২:০৬ | 61.95.144.122
  • মার্কেটে ট্যাঙ্ক বা আর্মারড কার পেলে আমি তাই কিনতুম।
  • Blank | ০৭ জানুয়ারি ২০১০ ১২:০৫ | 203.99.212.53
  • আমি তো ভেবেছিলাম যে অটো কিনবো আর লোক তুলতে তুলতে আপিস আসবো, নামাতে নামাতে বাড়ি ফিরবো
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১২:০২ | 59.163.30.4
  • এই রে! সন্ধ্যার পরে মেয়েদের গাড়ি চড়া যে মানা, তাতো জানতাম না!
  • Arijit | ০৭ জানুয়ারি ২০১০ ১২:০১ | 61.95.144.122
  • প্রাইভেট গাড়ি, স্যুট টাই পরা লোক আপিস যাওয়ার সময় আরো চারজনে লিফট দিয়ে এক্সট্রা ইনকাম করছে - এও দেখেছি।

    আর সুরক্ষা - আদৌ সুরক্ষিত কিছু নয়। রিসেন্টলি তো একটা ঘটনার কথা কাগজেই বেরিয়েছে। আমি অনেককে চিনি যারা এই টাইপের গাড়িতে উঠেই ফোনে কথা বলতে শুরু করে - যাতে গাড়ির পুরো কমেন্টারির একজন সাক্ষী থেকে যায়।
  • Blank | ০৭ জানুয়ারি ২০১০ ১২:০১ | 203.99.212.53
  • সুরক্ষার দিক দিয়ে তেমন কোনো সমস্যা হয় না। খুচরো কিছু ঘটনা হয়তো আছে ....
  • bb | ০৭ জানুয়ারি ২০১০ ১১:৫৫ | 88.128.80.148
  • * নীতিহীনতা
  • bb | ০৭ জানুয়ারি ২০১০ ১১:৫৪ | 88.128.80.148
  • আমি বহুদিন কলকাতার বাইরে তাই জানতাম না।
    কিন্তু প্রশ্নটা ছিল নৈতিকদিক থেকে, আমরা এই ভাবে একটি অবৈধ ব্যাপারকে নিজের সুবিধার জন্য ব্যবহার করছি না কি? এর পর রাজনৈতিক নেতাদের নীতিহিনতাকে গালি দেওয়া কি সঠিক?
    আর দ্বিতীয় প্রশ্ন সুরক্ষা নিয়ে। বহু মেয়েদের দেখলাম এইসব গাড়ী উঠে সন্ধ্যার পরে যাচ্ছেন। এটা কতটা সুরক্ষিত?
  • a | ০৭ জানুয়ারি ২০১০ ১১:৪৫ | 203.91.201.56
  • আম্মো আস ছি ২০০১ থেকে
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১১:৪৩ | 125.18.17.16
  • আজকে প্রেসি র লিটিল ম্যাগ ফেয়ার এ অনেক এ যাচ্ছে। আমি,বুনান,টিম,সিঁফো,সাহানা। মানসী ও আসতে পারে। আর কেউ আসছো?
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১১:৪১ | 216.52.215.232
  • ৯৪ থেকেই আমি দেখেছি।
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১১:৩৯ | 122.162.75.219
  • অ্যাতোদিনে দেখলেন? আমি তো সেই ১৯৯৯ সালে এইভাবেই পার্ক সার্কাস থেকে চিংড়িঘাটা আসতাম যেতাম। S-19 আর কটাই বা ছিল!
  • bb | ০৭ জানুয়ারি ২০১০ ১১:২৯ | 88.128.80.148
  • এইবারে কোলকাতায় একটি নতুন ব্যাপার দেখলাম। অজস্র প্রাইভেট শাটেল গাড়ী হাত দেখালেই থেমে যাচ্ছে আর সেক্টর ফাইভে বা ওখান থেকে ভিআইপি ইত্যাদি জায়গায় নিয়ে যাচ্ছে।
    লোকে এই গাড়ি ব্যবহার করে অবৈধ পরিবহণকে বৈধতা দিচ্ছে বলে আমার মনে হল।
  • Arijit | ০৭ জানুয়ারি ২০১০ ১১:০১ | 61.95.144.122
  • কেডিদার বলা পোস্ট-৯/১১ ওই রকম কথা আমিও শুনেছি, এবং এগজ্যাক্টলি ওই উত্তরটাই দিয়েছি।
  • Arijit | ০৭ জানুয়ারি ২০১০ ১০:৫৪ | 61.95.144.122
  • মাস তিনেকের জন্যে সেক্টর ফাইভ বন্ধ করে দেওয়া উচিত আর টাটাকে বলা উচিত পুরো খরচ দিতে। JUSCO-র কাজের দৌলতে, ট্রাফিক প্ল্যানিং-এর অভাবে আর কলকাতার অসাধারণ নিয়ম-না-মানা ড্রাইভারকূলের প্রভাবে ইনফিনিটি বেঞ্চমার্ক থেকে ক্যাপজেমিনি অবধি (খুব বেশি হলে আধ কিলোমিটার) আসতে লাগলো ৪৫ মিনিট - তাও শেষ অবধি ওখানেই একটা গলিতে গাড়িটা রেখে আসতে হল - সদ্যপাওয়া খান কয়েক ঘষটানোর দাগ শুদ্ধু।
  • santanu | ০৭ জানুয়ারি ২০১০ ১০:৫০ | 82.112.6.2
  • কলকাতায় চিনি ৪৫, কিন্তু আলু ৭।

    কদিন পরে ঠিক শুনব, এত ফসল, আলুচাষীরা দাম পাচ্ছেনা, কান্নাকাটি অবস্থা।
  • bb | ০৭ জানুয়ারি ২০১০ ১০:৩৯ | 88.128.80.148
  • @binary আপনার এই ঘটনাটা কবেকার? আমি ৫ তারিখ Frankfut দিয়ে এলাম একদম ঝক্কাস, কোন দেরী হয়নি।
    তবে প্রচুর বরফ পড়ছে, তাই বিমান ১০ মিনিট দেরীতে ছেড়েছিল
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ০৯:৫৮ | 204.138.240.254
  • আর ডেজার্ট বানিয়ে কাজ নেই। ইন্ডিয়াতে চিনির দর হয়েছে ৫০ টাকা কেজি।
  • Binary | ০৭ জানুয়ারি ২০১০ ০৯:৪৮ | 70.64.19.80
  • যাক, ঈশানের বন্ধু-ও আমার মত দশা। সে যদি ফ্র্যাঙ্কফুর্টে আটকে গিয়ে থাকে, তবে তার সঙ্গে আমার লিচ্চয় কথা হয়েছে। দুদিন একসাথে সব ছিলাম কিনা।

    গত ২০ ঘন্টা-র ১৮ ঘন্টা ঘুমোলাম।
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ০৯:১৯ | 122.162.75.219
  • ব্রতীন, তুলে দিলাম।

    তোমার সার্চ কাজ করে না?
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ০৮:৫৭ | 117.194.97.201
  • ধাঁধাঁ র থ্রেড টা কোথায় গেলো ঃ-((। দীপু হেল্পাবে?
  • a x | ০৭ জানুয়ারি ২০১০ ০৩:৩৩ | 143.111.22.23
  • আমিও রেনবো পিরামিডই খাই, কার্ব অবধি ফলোও করি। তরপরে উল্টে যায় পিরামিড, সে আর এমন কি ব্যপার, আল্টিমেটলি পিরামিড তো হল!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত