নাহুমের চার্ম হল বড়দিনের সময় ওদের দোকানের বাইরে দাঁড়িয়ে বুকভরে গন্ধ নেওয়া। একটা অদ্ভুত কার্নিভাল ফিলিং চলে চাদ্দিকে।
সেইজন্যই বহুকাল যাই না। এখন গেলে হয়ত সেই চার্মটা পাবো না।
Blank | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৫ | 203.99.212.54
কোলকেতায় কুকি জার ছারা কারো কেক তেমন ভাল্লাগে না। রনোর মোয়া খুব একটা ভালো না। বারুইপুরে ভালো মোয়া খুব অল্প কয়েকটা দোকানে মেলে। কেউ বহড়ুর দিকে গেলে ভালো মোয়া পাবেন। এখনো তেমন ওঠেনি, এবারে উঠবে, ভালো গুড় হওয়ার মতন ঠান্ডা পরেছে।
shrabani | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৩ | 124.124.86.102
না ব্ল্যাঙ্কি নয়! খুঁজে পেতে পাওয়া গেছিল আমার ছোটবৌদির মামাবাড়ী বারুইপুরে, সেখান থেকে কাল এল, আজ সকালের ফ্লাইটে দাদা নিয়ে এল। নাহুমের প্লেন টা ভাল লাগে ফ্রুটটা নয়। আমি ওয়াইনে (রামের বদলে) দুদিন ধরে raisins ভিজিয়ে ক্রিসমাস কেক বানালাম, ভালই খেতে হয়েছে। আমার এক ক্রিশ্চিয়ান বান্ধবী দু সপ্তাহ ধরে রামে ভিজিয়ে যেটা করেছে আমার সেটা বরং অত ভাল লাগলনা, রামের জন্য একটা টিপিক্যাল গন্ধ আসছে। হয়ত যাদের ভাল লাগে ঐ গন্ধের জন্যই!
প্রচুর কিসমিস, সুলতানা, অল্প বাদাম - ব্র্যান্ডিতে ভিজিয়ে। বড় বেশি কড়াপাক। ক্রীম বা ওই জাতীয় কিছু দিয়ে খেতে হয়। এম্নি খেতে ভাল্লাগেনা। ওচ্চেয়ে স্টিকি টফি পুডিং খেতে ভালো - কাস্টার্ড বা আইসক্রীম দিয়ে।
a x | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৩:২৮ | 99.165.171.94
ক্রিস্টমাস পুডিংএ কি থাকে? এখানে দেখি ইম্পোর্টেড সেকশনে পাওয়া যায়, কিন্তু এইটুকু টুকু জিনিসের এত এত দাম দেখে কিনিনা।
Arijit | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৩:২৫ | 61.95.144.122
ফ্লুরিজের একখান কেক আনা হইসিলো - ক্রিসমাসে। ভাল্লাগলো না। বড্ড বেশি কিসমিস। আগে কেকের মধ্যে চেরি, তাপ্পর ওই চালকুমড়োর মোরব্বাটাকে কি বলে যেন - সেগুলো, বাদাম - অনেক বেশি থাকতো। এখন শুধু কিসমিস দিয়ে ভত্তি করে দেয়।
a x | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৩:২১ | 99.165.171.94
এখন আর অত ভালো লাগেনা, ছোটবেলায় নিউ মার্কেট যাওয়া মানেই নাহোমের কেক খাওয়া। কেক ছাড়াও ওদের প্যাটিস খুব ভালো। চিজ প্যাটিসটা উমদা।
Arijit | ২৯ ডিসেম্বর ২০০৯ ১৩:০৯ | 61.95.144.122
আমি কখনো নাহুমের কেক খাইনি। গ্রেট ইস্টার্নের খেয়েছি অনেক ছোটবেলায়।
Bratin | ২৯ ডিসেম্বর ২০০৯ ১২:৫৩ | 125.18.17.16
গ্রেট !! কে পাঠালো? বুনান নাকি?
shrabani | ২৯ ডিসেম্বর ২০০৯ ১২:৫২ | 124.124.86.102
আমার জন্য বারুইপুরের রনোর (?) দোকানের মোয়া আজ এসে পৌঁছল আর নাহুমের কেক!
Bratin | ২৯ ডিসেম্বর ২০০৯ ১২:৪৪ | 125.18.17.16
আমার টিমের বাকি ছেলে পিলে রা ছুটিতে । তাই অগত্যা অফিসে ঃ-((
Arpan | ২৯ ডিসেম্বর ২০০৯ ১২:২৯ | 216.52.215.232
আম্রিকার/ইউরোপের ক্লায়েন্ট হলে এই সুবিধে! হলিডে সিজন না হলে আমিও বাড়ি যাবার কথা ভাবতাম না তো! ঃ-)
Arijit | ২৯ ডিসেম্বর ২০০৯ ১২:০০ | 61.95.144.122
সে তো আমারও তাই। আমি তাও আপিস কচ্চি। এবং রাতে কখন ফিরবো ঠিক নেই। এরে কয় রেশপনশিবল ;-)
Arpan | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:৫৮ | 204.138.240.254
গতকাল থেকে মাথা ভার, লাল চোখ, জমে যাওয়া সদ্দি।
ভাইরাল ফিভারের লক্ষণ।
বাড়ি যাই।
Arijit | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:২৩ | 61.95.144.122
আরে অলিতেগলিতে ফ্ল্যাট হচ্ছে। বারো ফুট রাস্তার ওপর জি+৪ (বলে নিয়মে নাকি হাইট আছে, কয়তলা সেই নিয়ে কিছু নাই)। তাদের মালপত্তরের লরি।
kc | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:১১ | 213.132.250.2
কেন ঢুকল?? :P
a x | ২৯ ডিসেম্বর ২০০৯ ১১:০৯ | 99.165.171.94
লরি কোথায় ঢুকে গেল? :-O
Arpan | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:৩৫ | 216.52.215.232
ব্যক্তিগত কিছু কারণে অতিশয় ব্যস্ত থাকার জন্য অনেকদিন গুরুতে আসা হয়নি। কলিদি, ইন্দ্রাণীদি, রাত্রিদি, পাই এবং আরো যাদের জন্মদিন চলে গেল (এবং নাম মনে না থাকার জন্য ক্ষমাপ্রার্থী) সকলকে বিলম্বিত শুভ জন্মদিন।
h | ২৯ ডিসেম্বর ২০০৯ ১০:২০ | 61.95.144.10
একটি ব্যক্তিগত ঘোষণা
আমি কয়েকদিন আগে, আমার ওর্কুট প্রোফাইল টা উড়িয়ে দিয়েছি। আমার সোশাল নেটওয়ার্কিং পোসালো না বেশিদিন। আশাকরি, ইমেলে সকলের সঙ্গেই যোগাযোগ থাকবে।
বোধিসঙ্কÄ দাশগুপ্ত
Arijit | ২৯ ডিসেম্বর ২০০৯ ০৯:৫২ | 61.95.144.122
হ্যাবাড্ডি টিটিদিদি - মিস করে গেসলুম। লরি ঢুকে ফোনের তার ছিঁড়ে দিয়েছে, কবে বাড়িতে নেট আসবে জানি নে।
Tim | ২৯ ডিসেম্বর ২০০৯ ০৭:৫৮ | 117.194.228.155
আম্রিকার রেকর্ডসংখ্যক ভাটুরে এবার কলকাতায় মনে হচ্ছে। দিকে দিকে ভাট ঘনিয়ে উঠছে। লাইভ। ঃ)
Du | ২৯ ডিসেম্বর ২০০৯ ০৪:১৯ | 65.124.26.7
আমরা বরফের দেশে গেছিলাম আর বরফ এদিকে আমাদের বাড়ি ঘুরে গেছে। পথে অবশ্য আলাপ হয়েছিল খানিক।
a x | ২৯ ডিসেম্বর ২০০৯ ০৩:১৩ | 143.111.22.23
কোলকাতার লোকেরা কি সবাই বেড়াতে গেছে আর আম্রিকার লোকেরা কি সবাই কোলকাতা গেছে?
Du | ২৯ ডিসেম্বর ২০০৯ ০১:২৭ | 65.124.26.7
সরি সরি, চারটে। আরও একটা হ্যাবাড্ডি দিলাম।
Du | ২৯ ডিসেম্বর ২০০৯ ০১:০৭ | 65.124.26.7
বছরের এই সময়টা সত্যিই কি স্পেশাল ! তিন তিনটে এমন মেয়ে! সবাইকে জন্মদিনে হ্যাবাড্ডি দিলাম মনভর্ত্তি।
Blank | ২৮ ডিসেম্বর ২০০৯ ২২:৪২ | 59.93.172.15
সব্বাইকে জম্মদিনের শুভেচ্ছা। জম্মদিনের কেক, প্যাকেট ভর্তি মশা ইত্যাদি সব ভাগ যোগ করে নিও নিজেদের মধ্যে।
Samik | ২৮ ডিসেম্বর ২০০৯ ২২:২১ | 12.191.136.3
অধ্যাপক বৈ চ এসেছিলেন আমাদের পাড়ায়। সামান্য কয়েক মিনিটের সময়ে দেখা করে এলুম। প্রকৃত অধ্যাপকের মতই তিনি বড় মৃদুভাষী। আর রাইদিদি সত্যিই খুউব ছুইট। ফোকলা মুখে অবশ্য দাঁত গজিয়ে গেছে।
sinfaut | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৮:১৮ | 203.91.193.50
সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। কার কার ছিল ভালোভাবে মনে নেই, পাই, কলিদি, ইন্দ্রাণীদি ...আর যদি কেউ ভুলবশত উল্লেখিত না হয়ে থাকেন, সবাইকে আরেক দফা জন্মদিনের শুভেচ্ছা।
i | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৮:১১ | 59.93.205.112
জন্মদিনের পরে আরো ৬ দিন কাটতে চলেছে। এমত সময়ে ভাটিয়ালির শুভেচ্ছা নজরে এল। সকলকে অশেষ ধন্যযোগ।
sinfaut | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৭:৫৮ | 203.91.193.50
হুতোর কি ক্যাপা মাইরি! ব্যাপক হয়েছে।
(কাঠবিড়ালের লেজ না হয় নাই আঁকতে পারলো)
Samik | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৭:৫৩ | 219.64.11.35
হুতো, আমার হয়ে নিজের পিঠটা একটু চাপড়ে নাও।
rabaahuta | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৭:৩১ | 203.99.212.53
সন্ধ্যার মৃদুঘোষ উর্ণজাল ছেদি বর্ষশেষে পরম নিকট পরিবারী সম্মেলনে মতি হলো হায়, সবাকার? ভাটুরেরা গৃহে ফিরে, গোবৎস গোঠে দীর্ঘ সপ্তাহান্ত আর বিরতি ঋতুতে ভাটপাতে ভনরবে, নীলাভ হলুদ মক্ষিকা, গৃহে ফিরে, গোঠে ফিরে, সকলে শীঘ্র তৎপর, আজি সমাগত প্রান্তবর্ষে হায়?
এটা কিন্তু খুব সিরিয়াস কবিতা (গুরুর লোকেরা আমার কাব্যপ্রতিভা বোঝেনা, তাই একটু বলে দিতে হয় )
Meghna says some children are on their best behaviour in the presence of a female Santa, and skip the customary bullying that involves pulling Santa's beard or peering into his sack. ....
Meghna's Santas are rather new age in comparison. "Mine wear figure-hugging costumes and are not roly-poly like the traditional Santa," she laughs. "They are very pretty girls. Nowadays many clients don't want a fat Santa." :-)
sinfaut | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৭:১৩ | 203.91.193.50
আমি সারাদিন কিচ্ছু করছিনা।
Samik | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৭:১৩ | 219.64.11.35
আমি ডেস্কোতে মাথা রেখে একচোট ঘুমিয়ে নিলাম।
kc | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৭:০২ | 213.132.250.2
সব ভাটুরেগুলো কি নববর্ষের আগে এপাতায় আসবেনা?
Samik | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৭ | 219.64.11.35
বাপ্পো!
SUMI | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৬ | 59.93.203.58
শীতেরপখয় ভর দিয়ে ঐ নুতন বছ্র অসে পুরয় মোদের সব কতি অস থকি এই বিশ্বাস এ
এসবের জন্যে নির্দিষ্ট কোন টই থাকলে সেখানে তুলে দেওয়া হোক।
pi | ২৮ ডিসেম্বর ২০০৯ ১৩:৫০ | 72.83.210.50
১) এর লিস্টে গুয়াহাটি ঢুকবে, আর হায়দ্রাবাদ, কানপুর বাদ যাবে, এখনো অব্দি যেটুকু জানা আছে। ওখানে ২), ৩), অর্থাৎ পোস্ট কিম্বা সিটি কোঅর্ডিনেটররা ভরসা।
বাপস, মুম্বইয়ের জন্য ২) কিম্বা ৩)। সিটি কোঅর্ডিনেটরের নাম সজল ধাড়া, তাকে মেল (sajaldhara@gmail.com) বা ফোন (৯৯৬৯২৫৬৯২৩) করে নিতে পারেন। কিন্তু সে তো থাকে সাউথ মুম্বই, তার থেকে বোধহয় আপনাকে পোস্ট করলে আপনার জন্য ও সহজতর হবে। পোস্টে পেতে চাইলে bulbulbhaja@gmail.com এ একটা মেল করে দিন। নভি মুম্বই এর দিকে কোনো দোকানে রাখতে পারলে তো ভালো ই হয়, আপনার চেনা জানা কোনো দোকান আছে কি , যারা বাংলা ম্যাগাজিন রাখে টাখে ?
বিভিন্ন শহরে দোকান আর কোঅর্ডিনেটরদের নাম ধাম ইত্যাদি দিয়ে একটি লিস্টি শীঘ্র আসিতেছে।
kd | ২৮ ডিসেম্বর ২০০৯ ১২:৩১ | 59.93.194.103
বোধি, আমায় জিগ্যেস করেছো তাই উত্তর দিচ্ছি। আমি ঠিক লোক কিনা জানিনা, তবে এই গুরু'র রাজত্বে আমরা সবাই রাজা।
কাগুজে গুরু নানা ভাবে পাওয়া যায়। ১) সাবস্ক্রিপশন না নিয়ে মাসে মাসে স্টলে; বা সাবস্ক্রিপশন নিয়ে, ২) পোস্টে বা ৩) সিটি কো-অর্ডিনেটরের কাছ থেকে। কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুণা আর কানপুরে তিনটি অপশনই অ্যাভেলেব্ল, অন্য জায়গায় দু'নম্বর ছাড়া গতি নেই। যদি ভুল লিখে থাকি, কেউ কারেক্ট করে দাও।
তুমি ব্ল্যাঙ্কির কাছে নিচ্ছো, সেটা তো ঠিকই আছে। ওটা তোমার কেসে সবচেয়ে তাড়াতাড়ি পাওয়ার উপায় - মানে যদি ও আজ বিকেলে নিয়ে যায় আমার কাছ থেকে, তুমি কাল সকালেই পেয়ে যাবে (তোমাদের আপিস ধারেকাছে তো?)
baps | ২৮ ডিসেম্বর ২০০৯ ১২:১৩ | 203.199.41.181
কাগুজে গুরুর নভি-মুম্বাই তে পাওয়া যায় কি? গেলে কোথায়?
pi | ২৮ ডিসেম্বর ২০০৯ ১১:২৭ | 72.83.210.50
শান্তনুদা, হ্যাঁ।
rabaahuta | ২৮ ডিসেম্বর ২০০৯ ১১:০৩ | 203.99.212.53
ঃ)
h | ২৮ ডিসেম্বর ২০০৯ ০৯:২৪ | 61.95.144.10
কাবলি দা, প্রতি বার ই আমায় ব্ল্যাংকি হাতে করে এসে পত্রিকা দেয়। অনেকের পেতে অনেক দেরি-ও হয়। কলকাতার মধ্যে যদি কুরিয়ার সার্ভিস/ডাক শুরু করা যেত ভালো হত। যদি সম্ভব না হয়, তাইলে এমনি কোন ব্যাপার না, কোন একটা দোকানে গিয়ে কিনে নেবো, সেক্ষেত্রে আমার সাবস্ক্রিপশন কেসটা কি নালিফায়েড হয়ে যাবে? মানে কোনটা করছেন যদি একটা জেনেরাল নোটিফিকেশনে জানান ভালো হয়।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন