রঞ্জনদা গুরু, দেখা হলে পায়ের ধুলো নেবই। একবার মেলটা চেক করুন। আর স্যাট করে যেগুলো করতে বলেছি, করে নিয়ে কালকের মধ্যে মেল এর জবাব দিন। ওকে?
M | ১৬ ডিসেম্বর ২০০৯ ২১:৩১ | 59.93.204.133
আজ টইয়ে কি ঢেউ!!!!!!!
M | ১৬ ডিসেম্বর ২০০৯ ২১:২৯ | 59.93.204.133
আমি তেরো বছর ধরে ব্যানার্জী অ্যান্ড ব্যানার্জীতে, তাই আমো ও কিছু না করেই কেমং দিন কাটাই। ও না! কেবল গুরু আর বি এল পড়ে।
d | ১৬ ডিসেম্বর ২০০৯ ২১:২৬ | 115.118.230.69
ব্ল্যাঙ্কির কাজ না করতে হওয়া সম্পর্কে আমার একটা থিওরি আছে। আমি দেখেছি যে সব লোকেরা কোন কোঙে ৫ বছর বা তারবেশী থেকে যায়, তারা সাধারণত কোনও কাজ করে না। কেউ তাদের কিচ্ছুটি বলেও না। মোটামুটি সাড়ে তিন বছরের পর থেকেই কাজ কমে যেতে থাকে। ব্ল্যাঙ্কি এইজন্যই কিসু করেটরে না।
rokeyaa | ১৬ ডিসেম্বর ২০০৯ ২১:১৭ | 203.110.246.230
কালো কোথায়? তাও তো নিলামে তুলিনি ঃ)
tkn | ১৬ ডিসেম্বর ২০০৯ ২১:১৬ | 122.162.42.125
রঞ্জনদা, আপনার খুদা আছে? একবার যোগাযোগ করিয়ে দেবেন প্লিজ? খুদাকে ধরে দু ঘা দেওয়ার ক্ষুধা আমার বহুদিনের
d | ১৬ ডিসেম্বর ২০০৯ ২১:১৫ | 115.118.230.69
রোকেয়া কি কালোবাজারী কচ্ছে!?
ranjan roy | ১৬ ডিসেম্বর ২০০৯ ২১:১৩ | 115.184.62.209
প্রথম বইটা তো আমিও পাই নাই। রোকেয়ার সাথে বিরানি ডিল রইল।
rokeyaa | ১৬ ডিসেম্বর ২০০৯ ২১:০৮ | 203.110.246.230
আমার কাছে তিনখান আছে, দুটোর বোধয় দাবীদারও আছে, আরেকটা ফিরি।
pi | ১৬ ডিসেম্বর ২০০৯ ২০:৫৯ | 72.83.210.50
রঞ্জনদা, প্রথম কপি দেখছি একটা পাওয়া যায় কিনা। আমিও পাই নাই ঃ( । তবে আমি যেখান থেকে পেলেও পেতে পারি ভেবে রেখেছি, সেখান থেকে বোধহয় খান দুই কপি পাওয়া যেতে পারে।
d | ১৬ ডিসেম্বর ২০০৯ ২০:৩৮ | 115.118.230.69
এহে আপনি খেয়াল করেন নি, ঈশান কনফার্ম করে দিয়েছে তো। ঃ)) ঐ কটা পোস্ট পরেই আছে।
ranjan roy | ১৬ ডিসেম্বর ২০০৯ ২০:৩৫ | 115.184.62.209
দময়ন্তী, ঈশান না নিলে আমার অগ্রাধিকার! মূল্য তোমার হিসেবে। অমরীশ পুরীর মত বলতে ইচ্ছে করছে-- ম্যায়ঁ বুজুর্গ হুঁ।
ranjan roy | ১৬ ডিসেম্বর ২০০৯ ২০:৩২ | 115.184.62.209
থ্যাংক য়ু, কেডিদা!
SB, নাকতলায় আমার জয়েন্ট ফ্যামিলির ঠিহাতে যেদিন যাবো, আগেব যোগাযোগ করে তোমার সঙ্গে একটু আড্ডা দেবো। আমার অভ্যেস খারাপ।
বেস্ট হল দাগ দিয়ে শেখা। আস্তে আস্তে দাগ তুলে দেওয়া। বাতিক রেখে লাভ নাই।
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৭:১৩ | 170.153.65.102
আব্রাহাম মজুমদারের ইস্কুল বাঘাযতীনে। চিত্তরঞ্জন পার্ক বলে একটা জায়গায়।
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৭:১০ | 170.153.65.102
শুধু ডি টাতেই হয় না। আর D1, D2, D3 এই ভাবে হলে ঠিক ঠাক পরে। কিন্তু ধরো A তে বাজাচ্ছি, তারপরের নোট টাই D3, সেটা একবারে পরছে না। হাই হয়ে যাচ্ছে। তাও আগের নোট টা ফুল নোট হলে D3 ফেলে দিতে পারছি, মধ্যে চিন্তা করার সময় টা মিলে যায়। কিন্তু ছোট নোট হলেই ঘুগনি
Arijit | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৯ | 61.95.144.122
ক্যালকাটা স্কুল অব মিউজিকে ছেলে শেখে। ব্ল্যাংকি শেখে আব্রাহাম মজুমদারের স্কুলে - যাদবপুরের কাছে কোথাও। আমি শিখেছি আমার দাদুর কাছে - তিনি এখন আর শেখান না;-)
SB | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৬:৩২ | 114.31.249.105
আরে, কেউ একটু বলবে কোন স্কুলে সবাই ভায়োলিন শিখছে? আমার মাইয়্যাডার খুব শখ।
Arijit | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৬:৩০ | 61.95.144.122
D3 মানে ডি স্ট্রিংএ থার্ড ফিঙ্গার - তাই তো? সেটা ঠিক না পড়লে তো বাকি স্ট্রিংগুলোতেও (জি মেজর শেখায়নি ধরে নিলাম - তাও ডি, এ, ই - এই তিনটেতে) গোলমাল হবে। নাকি বাকিগুলো হয়, শুধু এটাই হয় না?
আমার ধারনা ছিলো পাউডারের টিপ। অনেক ছোট বাচ্ছাদের কাজলের টিপ এর ওপর অমনি পাউডারের ছোপ দেখেছি কিনা
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৩ | 170.153.65.102
আর আঙুল এখন মোটামুটি ঠিক ঠাক ই পরে, কিন্তু একবারে D3 পরতে চায় না, A4 ও পরে না একবারে। ভেবে চিন্তে ফেলতে হয়। সেটাই এক বারে ফেলতে হবে
. | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৫১ | 125.18.104.1
না না, হ্যানিম্যান নয়। ভুল বলেছি। Christian Heinrich Hohmann। Practical Methods in Violin।
dipu | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৫১ | 207.179.11.216
শিশিতে করে ওই গুঁড়ো বিক্কিরি হয়। বাউনরা সকালে আর বিকেলে চান করে হাতে কব্জির একটু ওপরে, কোমরে আর কপালে তিনটে না চারটে হরাইজন্টাল লাইনে ওই গুঁড়ো মাখে আর পুজো করে। অনেকে ছোট্ট টিপের মত করেও মাখে। কারা লাইনে মাখবে আর কারা টিপ মাখবে, রংটা সাদাই থাকবে না তার সঙ্গে হলদে, লাল ইত্যাদি জুড়বে তার নিয়ম আছে। সেসব জানতাম, ভুলে গেছি।
Arijit | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৯ | 61.95.144.122
ঠিকই তো বলেছেন - উনি নিজেও তো ওল্ড স্কুল।
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৯ | 170.153.65.102
আরে আমি তো বলেছিলাম, সাদা দাগ টেনে দি। ততে স্যার কেমন একটা ছি ছি মার্কা আওয়াজ করলো ঃ(
Sayantan | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৮ | 125.22.97.34
ঐ দীপু যা বলল তাই। বিভূতি। নইলে আটা।
Arijit | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৮ | 61.95.144.122
কেন - ব্ল্যাংকির ভায়োলিনে সেলোটেপ দিয়ে দাগ দিয়ে দেয়নি আঙুল ফেলার জন্যে? ঋকের দিয়েছে। আম্রিকায় আমি একজনের ছেলেকে বাড়িতে শেখাতুম - তাকেও তার টিউটর এরকম করে দিয়েছিলো। আমার দাদু এগুলো শুনলে বহুত খচে যেতেন - আমরা বিনা দাগেই শিখেছি।
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৫ | 170.153.65.102
আরে সাদা টিপ, গোল, এবং সেটা চন্দন না। চন্দনের টিপ অন্য টাইপ হয়
Arijit | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৫ | 61.95.144.122
ইটালিয়ান তো নেই কিছু। ডাব্লু সি হানিম্যান - ইয়াং ভায়োলিনিস্ট'স টিউটর অ্যান্ড ডুয়েট বুক - বইটার নাম। ব্রাগাঞ্জা বলেছিলো ওটা আর পাওয়া যায় না। আরো ছিলো - স্ট্যান্ডার্ড সিরিজ - জানি না এখন পাওয়া যায় কিনা।
dipu | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৪ | 207.179.11.216
ওফ্ফ্! বিভূতি? আমি ভাবলুম খামোকা কপালে পাউডারের টিপ পরবে কেন!
shrabani | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৩ | 124.30.233.102
ভস্ম! তামিল/তেলুগু।
dipu | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৪০ | 207.179.11.216
কপালে পাউডারের টিপ কেন?
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৭ | 170.153.65.102
আমদের রোব্বারের ক্লাশে, একজন বয়স্ক লোক আসতেন। কপালে পাউডারের টিপ। আগে কোথাও শিখতেন, তার পর এখানে এসেছে। লোকটার সমস্যা ছিলো যে, লোকটা সব সময় একটা আঙুল ফেলতো স্ট্রিং এ। বাকি গুলো তুলে রাখতো। গত রোব্বার সে কি রেগে গেলো, তাকে গত চার মাস ধরে শুধু বেসিক জিনিস করানো হচ্ছে বলে। সে অ্যাডভান্স জিনিস পত্তর শিখতে চায়। এদিকে ode to joy তা এত্ত বাজে বাজাতো লোকটা ... সে রেগে গিয়ে ইস্কুল ছেরে দিলো
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৩ | 170.153.65.102
কত্ত সিনিয়ার ঃ(
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৩২ | 170.153.65.102
আমাকে এখন টুইংকল টুইংকল পেরাকটিস করতে দিয়েছে। আমার একবারে ৩ তে আঙুল ডি তে পরে না। দুটো পরে, তারপর ৩ টাকে ফেলতে হয়। একবারে ফেললেই হাই হয়ে যায়। টুইংকল টুইংকলে পেরাকটিস করলে ঐ টা পেরাকটিস হয়ে যাবে
. | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:৩০ | 198.96.180.245
মেয়ে গ্রেড টু অবধি ইটা কোহেনে ছিল। গ্রেড থ্রি থেকে হানিম্যান ধরেছে। হানিম্যান মানে একপাশে ইংরিজি একপাশে ইটালিয়ান বইটা তো?
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২৯ | 170.153.65.102
আমাদের তো একসেট চোতা দিয়েছে। অনেক ছবি আর রাইমসের নোটেশান আছে তাতে। সেগুলো ই বাজাতে হয়।
Samik | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২৯ | 219.64.11.35
আমার মেয়ে জিঙ্গল বেল জিঙ্গল বেল শিখছে এখন। মানে শিখে ফেলেছে। পরের বারে নতুন কিছু শেখাবে বোধ হয়। আমি পাশাপাশি টুইংকল টুইংকল টা শিখিয়ে দিয়েছি। ওটা খুব সোজা।
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২৮ | 170.153.65.102
আঙুল গুলো পড়ছে কিনা ঠিক জায়গায় সে তো শুনলেই বুঝতে পারবে।
আর আমি কি লোকনাথ বাবা নাকি, যে কাঠ বাঁধবো !!
Arijit | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২৮ | 61.95.144.122
ওইত্তো - এটা কোহেন - এখন সবাই শেখে - ওরাও শেখে। আমি সেদিন বাক্স খুঁজে আমার বই-খাতা বের করেছি - হানিম্যানের বইটা এখন আর পাওয়া যায় না। আরেট্টু শিখে নিলে বাড়িতে ওটা ধরাবো - ওতে দারুন দারুন টিউন আছে। এটা কোহেনের একটা জিনিস আমার পছন্দ হয়নি - ডি মেজর দিয়ে শুরু করাটা।
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২৬ | 170.153.65.102
পিয়ানো শেখাও, কি ভালো লাগে ...
Arijit | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২৫ | 61.95.144.122
কীবোর্ডে ঠিকঠাক চাবি টিপলো কিনা সেটা দেখার। ভায়োলিনে ঠিকমতন ধরলো কিনা (বোথ ভায়োলিন অ্যান্ড বো), ঠিকমতন বোয়িং করলো কিনা, আঙুলগুলো জায়গায় পড়ছে কিনা, হাতটা ঠিক আছে কিনা, নোটগুলো ঠিক বাজাচ্ছে কিনা - সব দেখতে হয়। এখন যা স্টেজ তাতে এই সবকটাই দেখতে হচ্ছে - সেটা বাড়িতে বলে মনে হয় না হবে। আরেকটা অ্যাডিশনাল ফ্যাক্টর আছে না - ম্যাডাম নিজের খেলনা গিটার নিয়ে বসে পড়েন...
ঋকের মেজর গোলমাল হয় কাঁধটা হরাইজন্টালি নড়ে - ফলে ছড় স্টেডি থাকে না।
. | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২৫ | 198.96.180.245
কব্জিতে স্কেল বেঁধে প্র্যাক্টিস কর্।
tkn | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২৫ | 122.162.42.125
এক ক্লাসে তিনের শেখা ঃ-)) ভালো সেতার শেখান এমন কেউ চেনা আছে কলকাতায়?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন