আমি এখন এট্টুস আলুপোস্তু , প্যাঁজ দিয়ে ডাল , ডিম-পোস্তোর ঝুড়ি ভাজা দে ডিনার কত্তে গেনু ঃ) সঙ্গে রেভোলিউশনারি রোড। অক্ষদা না কে এটার হেব্বি নাম করেছিল না ?
P | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:০৭ | 109.78.51.210
হুম । গুড লাক। দুকুচোকে নিয়ে রিলোকেট করা ! আমি ভেবেই হাল্কা একটু টেন্শান নিয়ে নিলুম। আমাদের একটা ফেলাট এখন পড়ে আছে ফার্নিচার ইত্যাদি সহ , তবে সে ব্যানারঘাটা রোডে। ইন এনি কেস , লাগলে বোলো।
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:০৬ | 173.26.17.106
তুমি কি ওদের অর্ধেক চান করাও?
Paramita | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:০৩ | 63.82.71.141
পাল্লিন, হ্যাঁ হ্যাঁ সে আর বলতে। যাওয়ার আগে অবশ্যই জানাবে। থাকার ব্যবস্থা কোং করেছে এক মাসের জন্য। তারমধ্যে দেখে নিতে হবে।
এখানকার এলাচ আমার শাশুড়িরও খুব পছন্দ কিন্তু আমি কিছু ফারাক পাই না।
আমার মেয়েরা, বলতে নেই, একটা ব্যাপারে ঐতিহ্যশালী। বাড়িতে থাকলে, "আই ওয়ান্ট মাম্মা টু ক্লিনাপ মি উইথ ওয়াটার।"
pi | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:০৩ | 128.231.22.89
:x
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:০৩ | 173.26.17.106
অ্যা!
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০৩:০২ | 173.26.17.106
পাওয়া যায় নিশ্চয়, আমি জানি না- তবে এখানকার গরম মশলার মত ভালো কোয়ালিটি কোলকাতায় যত্রতত্র (নিউটাউন- সল্টলেক)পাওয়া যায় বলে দেখি নি।দেশের এলাচগুলো কেমন একটা শুটকো মুড়ির মত চেহারা।জঅসরিপ্তঃওপেনউস্তোমন্দ('মতমত/মতমত।জ্স্প?অতিওন্তে্য়্প=ভতিয়লি','তেস্ত','য়িদ্থ=৮০০,হেইঘ্ত=৬০০,তূল্বর=নো,মেনুবর=নো,সরোল্ল্বর্স=য়েস,রেসিঅব্লে=য়েস'); আর টিস্যু প্রসঙ্গে, কোলকাতায় পাওয়া যায়, তবে ঐ কোয়ালিটি ভালো নয়- এটা কাবলিদার সঙ্গে কথা বলে জেনেছিলামঃ)
Paramita | ১৫ ডিসেম্বর ২০০৯ ০২:৫৯ | 63.82.71.141
মাইক্রো না হলে বেক কি তেলে ভেজে? কিছু কিছু কাবাব কি টেম্পুরা শ্রিম্প অরিজিনালের চেয়েও ভালো লাগে। রাগ করে না।
P | ১৫ ডিসেম্বর ২০০৯ ০২:৫৬ | 109.78.51.210
আদি , লুরু কবে নাগাদ পৌঁছাবে ? থাকা-টাকার ব্যবস্থা হয়েচে ? পরেরবার লুরু গেলে তাইলে দেখা হবার সম্ভাবনা রইলে একখান ?
P | ১৫ ডিসেম্বর ২০০৯ ০২:৫৫ | 109.78.51.210
তাচ্চেয়েও বড় পোশ্নো হওয়া উচিত লুরুতে হাগজ পাওয়া যায় কি না ঃ-)
pi | ১৫ ডিসেম্বর ২০০৯ ০২:৫৩ | 128.231.22.89
লুরুতে মশলা পাওয়া যায় না ?
pi | ১৫ ডিসেম্বর ২০০৯ ০২:৫২ | 128.231.22.89
আরে মাংস তো আভেনে ঢুকিয়ে ভুলে গেসলুম। ঃ( কিন্তু পামিতাদির কথায় মনে হল যেন ইঙ্গিত করা হচ্ছে, আমি লোকজন নেমন্ত করে ফ্রোজেন ফ্রিকাসে কি আলুর হিমায়িত পোস্তমাখা খোসা মাইক্রো করে খাওয়াবো। ঃ(
আর দুটো চুয়াল্লিশের পামিতাদির জন্য, ঃ)))
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০২:৪৭ | 173.26.17.106
এলাচ- দারচিনি ইত্যাদি, রান্না র কিছু চটজলদি মশলা ইত্যাদি নিয়ে যেও মনে করে।
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০২:৪৪ | 173.26.17.106
দোসা কোথায় পাওয়া যায়?ইন্ডিয়ান স্টোরে কি?
Paramita | ১৫ ডিসেম্বর ২০০৯ ০২:৪৪ | 63.82.71.141
আগে কয়েক পাতায় মনে হল কোথাও একটা ইঙ্গিত করা হচ্ছে আমি ফোরেন দোকানের মাল যথেচ্ছ দেশে পাচার করছি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি ঃ
১। আমি নর্ড্স্ট্রম থেকে জিনিস কেনা তো দূরস্থান, ভালো করে উচ্চারণও করতে পারি না। এই লাইনই তার প্রমাণ।
২। কিছু কিছু দোকানে আমি গেছি কিছু কিছু সময়কে স্মৃতিতে ধরে রাখতে। যেমন ব্ল্যাক ফ্রাইডের দিনে জেসিপেনি।
৩। কিছু কিছু দোকানে গেছি জিনিস ফেরত দিতে। কেনাকাটি কেন/কবে এই পয়েন্টে আলোচ্য নয়।
৪। এটা মূল পয়েন্ট থেকে একটু সরে আসা হচ্ছে, তবু জানাই যে যেসব পেটি পেটি টয়লেট টিশ্যু, বাক্স বাক্স সরুমোটা তার আর শ শ ঘন ফিট প্রিন্টারের কাগজ(কটা ছোট উদাহরণ দিলাম) শিগ্গিরই ভারত মহাসাগরের হাওয়া খেতে খেতে দেশে পৌঁছবে তার তুলনায় আমি দু চারটে যা শপিং করেছি তা নস্যি।
aka | ১৫ ডিসেম্বর ২০০৯ ০২:৪২ | 168.26.215.13
??, !! অক্ষদাকে একটা জ্ঞান দেব কিনা ভাবছি।
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০২:৪১ | 75.53.196.154
আজকাল কি ভালো ইডলি, দোসা, দইবডা সব ফ্রোজেন পাওয়া যায়।
Paramita | ১৫ ডিসেম্বর ২০০৯ ০২:৩৪ | 63.82.71.141
পাই,
??
আশেপাশে না থাকলে মাইক্রো করে আগের পদ বের করে পরের পদ ঢোকাবে কে?
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০২:৩৩ | 173.26.17.106
আমি দুপুরে কিছুই খাই নি, গাড়ির কি হলো ভাবতে ভাবতে এখন একমুঠো চিপস খেয়ে ফেল্লাম(বেকড)ঃ((
monkhushi | ১৫ ডিসেম্বর ২০০৯ ০১:০৩ | 72.11.210.178
না,আলুর খোসা ভাজা যথেষ্ট বাঙ্গাল। আমার দিদা আলুর খোশার দারুন বড়া বানিয়ে দিত।
Tim | ১৫ ডিসেম্বর ২০০৯ ০১:০০ | 198.82.20.111
বিটিডব্লু, হামিটা কে? রাঁধুনী ?
Tim | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:৫৮ | 198.82.20.111
তাছাড়া, একটাও বাঙালী রান্নার কথা লেখেনি। ইপ্পিটা রীতিমতন বাঙালীবিদ্বেষী।
Binary | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:৫৭ | 115.117.218.181
আলুর খোসা ভাজা - ঘটি লাউএর খোসা ভাজা - বাঙ্গাল
Tim | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:৫৪ | 198.82.20.111
পাই কি রিমোট ক®¾ট্রালে রান্না করে নাকি?
pi | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:৫৩ | 128.231.22.89
ঘুরে যাও এখান থেকে, খাইয়ে দেবো ঃ) সাতেহ চিকেন ফ্রিকাসে, ইন্দোনেশিয়ান চিকেন, চিকে আ-লা-পুস্ত, লাল সুরুয়া, পাকিস্তানী গোস্ত ও সরবত, সব খাইয়ে দেবো। দমদির কথা শুনো না, পিনাকীদা সাক্ষী, এইসব কিছু হামি রাঁধতে জানে। ( কালো চশমার স্মাইলি) আর, ভয় নেই,'কালি' কাবাব ও খেতে হবে না। ঃ) রান্না করার সময় একটু রান্নাঘরের আশেপাশে থাকতে হবে, এই তো ব্যাপার। এ আর এমন কি।
tkn | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:৫০ | 122.162.42.125
আলুর খোসা পেঁয়াজ কাঁচালঙ্কা আর অল্প রসুন দিয়ে ঝাল ঝাল করে ভেজে রুটি দিয়ে খেতেও দারুন লাগে তো
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:৪৩ | 173.26.17.106
কালোজিরে দিয়ে পাতলা করে কাটা লাউএর খোসা আর পেঁয়াজ ভাজা ডাল দিয়ে খেতে ভালো- বাকি দুটো কখনো খাই নি।
অক্ষ, সৌভাগ্যক্রমে ঐরম কোনো সবজি এখনোতরি খেতে পাই নি!
Binary | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:২৭ | 115.117.218.181
মল-টলে আবার সান্টার সঙ্গে ফটো-টটো তোলা হয়। বাচ্চাদের সাথে ধেড়েরাও ফটো তোলে।
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:২৬ | 173.26.17.106
মলের ফুড কোর্টে বসে লোক দেখতে আমার খুব ভাল্লাগে( যখন পা আর চলতে চায় না)আরCarousel এ চড়তেঃ)
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:২৩ | 143.111.22.23
একি প্রশ্ন ম, উহারা সবাই সবজি।
Binary | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:২২ | 115.117.218.181
এইবারে আসার সময়, ঐ যে যে দোকানের নাম সক্কলে বল্ল সেই সেই দোকান থেকে দুটো ঢাউস স্যুটকেস ভর্তি করা হয়েছে। আমি খালি তল্পি বাহক। সাধে কি, ঝামা হওয়া মাংসের গপ্পটা এত পারফেক্টো লাগল।
tkn | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:২২ | 122.162.42.125
আমার তো দোকান ঘুরতে দারুন ভালো লাগত। টি জে ম্যাক্সে হঠাৎ হঠাৎ একটা গণেশ বা কৃষ্ণর সঙ্গে দেখা হয়ে যেত কোনো কোনো তাকের কোনে... শুধু ব্লুমিংডেলসে গেলে কেমন মন খারাপ হয়ে যেত, ভালো লাগত না তেমন। কি দ্দাম!!
nyara | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:১৮ | 216.145.54.158
কলকাতা হয়ে।
aka | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:১৭ | 168.26.215.13
ন্যাড়াদা, সোজা লুরু? না কলকাতা হয়ে লুরু?
a x | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:১৭ | 143.111.22.23
আরে আমরাও তাই। খেয়েই মরলাম! প্রায় গোটা ৬-৭ বছর বাদে একখান মলে গেলাম সেদিন, গিয়ে কি আনন্দ কত খাবার দোকান। এই মলটা আবার বহুত নাক-উঁচু মল। লুই ভুটন, স্যাকস ফিফথ অ্যাভিনিউ এইসব দোকান, এমনকি উইন্ডো শপিং করেও লাভ নেই। প্রচুর হেঁটে, সান্টা দেখে ও খেয়ে মল-ভ্রমণ হল।
aka | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:১৫ | 168.26.215.13
আমরা মাইকেলসে ঢুকলেই ওদের লোকজনের মুখচোখ কেমন উঙ্কÄল হয়ে ওঠে।
nyara | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:১৫ | 216.145.54.158
আমাদের বাড়ি এখন ফাঁকা। কথা বললে ঘরে ইকো হয়। রত্তিরে গা ছমছম করে। এবার থেকে ভবি্ছ রত্তিরে ঘর অন্ধকার করে দ্রি-এ পোস্টগুলো পড়ব। কোথায় লাগে হচকিক।
m | ১৫ ডিসেম্বর ২০০৯ ০০:১৪ | 173.26.17.106
যে সব দোকানে নানা কুটিকুটি হাবিজাবি জিনিস পাওয়া যায়,আমার সেসব দোকান খু উ উব ভালোলাগে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন