এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • SB | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৬ | 114.31.249.105
  • ফার্মাসি, ১৯৯৪ পাসাউট, অর্পন আপনি?ঃ-)
  • SB | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৫ | 114.31.249.105
  • না এ মাঝি তো অন্য মাঝি। যেটার কথা হচ্ছে সেই গানের নাম, মাঝি '৯১

    কারোর কাছে ক্যাসেট থাকলে সেটা এমপিথ্রি তে করা যাবে না? অরিজিৎ?
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৪ | 216.52.215.232
  • শৈবাল কি যদুপুরের? কোন্ডিপ? ঃ-)
  • SB | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫০ | 114.31.249.105
  • আইতাসে ধাইয়া - এটাই মনে ছিল, কিন্তু যে রেফারেন্সটা দিলাম, সেখানে গানের কম্পোসার অন্যরকম লিখেছেন দেখে ভাবলাম ভুল মনে আছে।

    মৌসুমি'র কান্ড তো অবশ্যই মনে আছে ঃ-) ও এ টি তে বোধয় ১৯৯৩-৯৪ নাগাদ ওদের লাইভ প্রোগ্রামটা যাস্ট ভোলা যাবে না!
  • Samik | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৫ | 219.64.11.35
  • জোয়ারের আরেকটা গান, ঐ ক্যাসেট থেকেই, শুনে খুব হাসি পেত

    মেলায় যাই রে, মেলায় যাই রে,
    ঐ বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায় রে
    মেলায় যাই রে, মেলায় যাই রে,
    ঐ বখাটে ছেলেদের ভিড়ে ললনাদের রেহাই নাই রে ...
  • Samik | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৪ | 219.64.11.35
  • জোয়ার ক্যাসেটটা আমার কাছে আছে, মানে ছিল। খুঁজে দেখতে হবে।

    মাঝি ত'র রেডিও নাই বইল্যা জানতেও পারলি না
    আইতাছে ভাইস্যা
    এত বড় ঢেউ
    সারা বাংলাদেশ জানলো, মাঝি
    তুই তো জানলি না

    ঐ ক্যাসেটের দিন যায় দিন চলে যায় গান থেকে সুর ঝেড়ে নচিকেতার হাজার কবিতা, বেকার সবই তা ... নীলাঞ্জনা।

    আর মৌসুমীর লাইন ছিল ঃ

    মৌসুমী, কারে ভালোবাসো তুমি
    মৌসুমী, বলো কারে খোঁজো তুমি

    ইত্যাদি।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৯ | 61.95.144.122
  • *আইতাসে ধাইয়া*

    গানটা মনে আছে। জোয়ারের গান থেকে আবার নচিকেতা সুর ঝেপেছিলো। জোয়ারের আরেকটা গান প্রবল হিট হয়েছিলো - "মৌসুমী, আরো কাছে এসো তুমি' - কলেজে মৌসুমীনাম্নী মেয়েদের হাল ঢিলে হয়ে গেসলো;-)
  • SB | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৪ | 114.31.249.105
  • আর মাঝি বলে একটা গান খুঁজছি সেই কবে থেকে। ফিডব্যাকের গাওয়া, ১৯৯২ সাল নাগাদ এইচ এম ভি তে রেকর্ডিং, অ্যালবামের নাম, জোয়ার।

    গানটা এইরকমঃ

    মাঝি তোর রেডিও নাই বলে z।নতেও পাড়লি না

    আইতাছে ভাঙ্গিয়া

    এত বড় ঢেউ সারা বাংলাদেশ জানলো রে মাঝি

    তুই তো z।নলি না রে

    মাঝি তোর রেডিও নাই বলে z।নতেও পাড়লি না ---

    কারোর কাছে থাকলে প্লীজ পাঠাবেন!

    গানটার রেফারেন্সঃ

    http://www.amadergaan.com/forum/showthread.php?t=16571
  • SB | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৫:২২ | 114.31.249.105
  • কারোর কাছে সৌমিত্রর কন্ঠে বনলতা সেন থাকলে পাঠাবেন প্লীজ, হোস্টেলে একটা এল পি তে ছিল, ক্যাসেট বা সিডি খঁজে পাইনি।
  • tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৪:১৬ | 122.173.186.149
  • ঃ-))) শেষের সে দিন.. দিয়ে দেব ঃ-))
  • M | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৩:৩৭ | 59.93.217.173
  • আচ্চা, গুরুর লোকেরা গপ্প লেখেনা কেন ? অ্যাঁ?
    মানে সেই গপ্পের টইতে?
  • Samik | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৩:২৭ | 219.64.11.35
  • তেকোনা, দ্যাখো না, তোমার কোর্সের মধ্যে কচি করে গুরুর প্রোমো দিয়ে দেওয়া যায় কিনা !!
  • Samik | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৩:২৭ | 219.64.11.35
  • পাইকে পেলেই ক্যালাবো।
  • tkn | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৩:২৬ | 122.173.186.149
  • আজ টিসিএস-এর নতুন ব্যাচের ILP ছিল। ১৩৫ জনের মধ্যে বোধহয় ১৩০ জন বাঙালী। ক্লাস নিতে নিতে কেন যেন হঠাৎ মনে হল হয়ত এই সবকটা চোখ একদিন গুরুর পাতায় পৌঁছবে। আগে কখোনো এমন মনে হয় নি। অবশ্য এত বাঙালী ঠাসা ক্লাস থাকেও না। আজ ওদের দেখে মনে হচ্ছিল এদের মধ্যে অনেকেকেই নিজেদের শহর থেকে এখান ওখান ছড়িয়ে যাবে, একা হবে অল্প স্বল্প বা অনেকখানি, পড়তে চাইবে বাংলায় লেখা "যা খুশি", পৌঁছতে চাইবে বাঙালী আড্ডায়, আর তারপর এদের মধ্যেই কেউ কেউ হয়ত লিখবে এ পাতাতেও। অদ্ভুত ভাবনা? হবেও বা .....
  • Blank | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৩:২১ | 203.99.212.54
  • জানলাতেও এক ই ভাবে হয়। ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমার ডেস্কটপের জানলাটার আই টিউন ও এই ভাবে সাজানো
  • lcm | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৩:২০ | 69.236.163.114
  • দেখেছো, এই সুযোগে অরিজিৎ খানিক ম্যাকভক্তি প্রকাশ করল!
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১৩:০৯ | 61.95.144.122
  • আম্মো তাই করি। আর্টওয়ার্ক লাগানোর একটা খুব সহজ উপায় আছে আইটিউনসে (এবং সম্ভবতঃ শুধু ম্যাকেই - জানলায় করে দেখিনি)।
  • Blank | ১৮ ডিসেম্বর ২০০৯ ১২:৫৫ | 170.153.65.102
  • আমার আই টিউনে সমস্ত অ্যালবাম ছবি সমেত, সুন্দর ডিটেলস দিয়ে গোছানো। আমি কি অভ্যুদার মতন !!! পুরো ডকুমেন্টেড
  • lcm | ১৮ ডিসেম্বর ২০০৯ ১২:৪৩ | 69.236.163.114
  • bb, ঠিক, পার্ট অফ্‌ প্যাসেঞ্জার লোডিং প্রসেস। কোনো ক্যাওস নেই, সিস্টেম্যাটিক।

    শমীক, দিল্লীর ট্রেনেও এরকম ধাক্কা দিয়ে প্যাসেঞ্জার তোলার পুলিশ আছে! ধাক্কা-পুলিশ নামটা বেশ।
  • bb | ১৮ ডিসেম্বর ২০০৯ ১২:৩০ | 62.133.109.79
  • @LCM এদের কাজ আসলে কিন্তু দেখা যে অফিস টাইমের ট্রেনের দরজা বন্ধ হচ্ছে কিনা। সমস্ত ব্যাপারটা ভীষণ নিয়মানুগ। প্রতিটি কামরা প্ল্যাটফর্মে নির্দিষ্ট জায়গায় এসেই দাঁড়ায়। লোকজন উঠে পড়লে এই কন্ডাকটরদের (?) একজন একটি হাত তুলে প্রথম থেকে শেষ কামরার দরজা বন্ধ হবার সংকেত দিলে তবেই ট্রেন ছাড়ে। অফিসের সময় ভিড় ট্রেনের যাত্রীদের সুবিধার (?) জন্য এই ভুমিকা।
  • Rajdeep | ১৮ ডিসেম্বর ২০০৯ ১২:২৯ | 125.22.62.70
  • টেষ্টিং
  • pi | ১৮ ডিসেম্বর ২০০৯ ১২:২৮ | 72.83.210.50
  • *লিংক খুলে
  • pi | ১৮ ডিসেম্বর ২০০৯ ১২:২২ | 72.83.210.50
  • সমিকদা, হোতে পারে। ঃ)

    আর অভ্যু মহোদয়ের লিংক হিজিবিজি আইলো।
  • Samik | ১৮ ডিসেম্বর ২০০৯ ১২:১৯ | 122.162.75.124
  • রাজদীপ, বাংলা লেখার নতুন কল ব্যবহার করুন, একটা দাঁড়ি আসবে।

    এলসিএম,

    ধাক্কা পুলিশ। দিল্লি মেট্রোয় আছে।
  • Rajdeep | ১৮ ডিসেম্বর ২০০৯ ১২:১০ | 125.22.62.70
  • ভাটিয়ালিতে পোষ্ট করলে তলায় দুটো দাঁড়ি আসছে কেন? টই তে তো হচ্ছে না
  • lcm | ১৮ ডিসেম্বর ২০০৯ ১১:৫৭ | 69.236.163.114

  • জাপান - ট্রেনে লোক ঠুসে দেবার চাকরি, ইউনিফর্মটা ভালো।
  • Samik | ১৮ ডিসেম্বর ২০০৯ ১১:১৮ | 122.162.75.236
  • বাই এনি চান্স, ক্যাসেটটার নাম কি "সুরের গুরু'? ঐ পাখির ডাক, কাকের কা-কা শুনে মনে হল।
  • pi | ১৮ ডিসেম্বর ২০০৯ ১১:০৫ | 128.231.22.89
  • দুর্লভ ছিল কি নামটা ? মনে হয় না। বাড়িতে থাকার কথা। মা কে খুঁজে দেখতে বলছি।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১১:০৪ | 61.95.144.122
  • দুর্লভ-এর গান কি?
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১১:০৩ | 61.95.144.122
  • ইস্নিপসে শ তিনেক তো আছেই! সেখানে অবিশ্যি ডুপ্লিকেট আছে - অনেক সিডি থেকে তোলা তো।

    এখন ২৫টা আছে - সেগুলোর ইনফো ঠিকঠাক করে রাখলুম - আইপড সিঙ্কে সুবিধা হবে। ইদানিং আমি আইটিউনসে সুন্দর আর্টওয়ার্কও লাগাচ্ছি - "কভার ফ্লো' ভিউটা যাতা - কোন কথা হবে না।
  • pi | ১৮ ডিসেম্বর ২০০৯ ১১:০১ | 128.231.22.89
  • হ্যাঁ, এইটাই। এই ক্যাসেটের বাকি গানগুলো ও অসা ছিল। সব ঘরেতে রেকর্ডিং। পাখির কিচিরমিচির ও শোনা যাচ্ছে ঃ)
    আর সবকটা অপ্রচলিত গান। এবং অসাধারণ।
  • Samik | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:৫৯ | 122.162.75.236
  • এই রে। ঠিক আছে। ব্ল্যাংকি আমার মেলগুলো অরিজিতকে ফরোয়ার্ড করে দিস। আমি একটু বাদেই আপিস চলে যাবো, সেখান থেকে জিমেল অ্যাক্সেস নেই। আবার রাতে বসব, তখন সবাইকে সিসি করে দেব।

    চারশো গান তো আমাকে পাঠাও নি তুমি, মেরেকেটে পঞ্চাশটা মত পাঠিয়েছিলে।

    দীপু, দেব।

    পাই, গানটার লাইনগুলো হল ঃ

    কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়, হায় রে হায়।
    কোন চপল আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়।

    (সেকেন্ড লাইনটা বোধ হয় আমি ছড়ালাম)

    না, এই গানটা নেই। ক্যাসেটেও নেই, কম্পুতেও নেই।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:৪৬ | 61.95.144.122
  • শমীক - আমাকেও সিসি মেরো তো - মেলগুলোতে।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:৩৮ | 61.95.144.122
  • আমি যে দুটো সেট খুঁজে পেলুম (২৫টা গান - টোটাল চারশোর ওপর ছিলো মনে হয়) তার মধ্যে নেই। ইপ্পি - আমার ইস্নিপসে খুঁজতে পারো - ওখানে সবকটা আছে।
  • dipu | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:৩৭ | 207.179.11.216
  • এইটবি দোতলা বাসে করে সাদার্ন এভিনিউ দিয়ে যেতে হেব্বি ভালো লাগত। সেসব হারিয়ে গেল। এইটবি রুটটাও মনে হয় তুলে দিয়েছে। দুদ্দুর।

    শমীকদা, ওই সমোস্কিতো গানটা আমাকেও পাঠাও। আর আমি জানতে চাই বীকৃভর অজ্জিনাল মহালয়াতে ওইদুটো সমোস্কিতো গানই বলো-স্তোত্রই বলো .....কারা গেয়েছেন?
  • pi | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:৩৬ | 128.231.22.89
  • দেবব্রতর 'যেথা বাইরে ঘুরে '... এ গানটা আছে ? কথাগুলো পুরো মনে নেই। তৃতীয় লাইনটা , চপল আঁখি বনের পাখি ।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:৩৪ | 61.95.144.122
  • এই ক্যাসেটটা আমারও ছিলো। বাবা সব ক্যাসেট থেকে এমপিথ্রী করছিলো এক সময় - পেয়ে যাবো।
  • Samik | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:৩৩ | 122.162.75.236
  • আমি ব্ল্যাংকি আর অভ্যুকে পাঠাচ্চি একে একে। পার্ট ওয়ান পাঠিয়ে দিয়েছি। পার্ট টু চলছে।

    দিনের বেলায় নেট একটু স্লো চলছে। রাতের দিকে আবার ট্রাই মরতে হবে।

    অরিজিতের কালেকশন ছাড়াও, আমার নিজের কালেকশন থেকে এম্পিথ্রি বানানো অনেক দেবব্রত আছে। একটা ঘ্যামা গান আছে, টি সিরিজের একটা ক্যাসেটে পেয়েছিলাম। ত্বমীশ্বরানাম্‌ উপনিষদ থেকে সুর করে গাওয়া গান। সমোস্কিতো। ঘ্যামা।
  • Rajdeep | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:২৫ | 125.22.62.70
  • দোতলা বাস উঠে গেছে ঃ( সবকটাই ১৫ বছরের পুরোনো ছিল

    নতুন বাস গুলোর ভাড়া একই মানে এস বাসের মতই , ঝিনচ্যাক S9 এ তো দেখলাম আগের ভাড়াই নিল
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:২৩ | 61.95.144.122
  • ভল্যুম ৬ আর ৭ পাচ্ছি। আগেরগুলো আর নেই মনে হয়। জিমেল কি পুরনো মেল উড়িয়ে দেয়?
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:২২ | 122.252.231.12
  • ট্যাক্সির হাল আর কী বলব। অজয়নগর থেকে সল্লেক পুরো রাস্তা ডিজেলের ধোঁয়া ওগরাতে ওগরাতে এল। আমি যে ভেতরে বসে আছি, তারই নাকে এসে লাগছে।
  • shrabani | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:২০ | 124.30.233.102
  • দিল্লীতে হালে লো ফ্লো বাসে আগুন ধরে গেছিল বলে টাটাকে সরকার থেকে ফাইন দিতে বলায় তারা বলেছে যে লো ফ্লো বাস খারাপ রাস্তায় চালালে এইরকমই হবে। এইসব আধুনিক বাস চালাতে গেলে রাস্তাও মসৃণ হতে হবে!
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:১৭ | 61.95.144.122
  • আমার আপলোডিত গান আমারেও ব্ল্যাংকির কাছ থেকে কপি মারতে হবে।

    একবার জিমেলে খুঁজে দেখি আগে - সেন্টবক্সে পড়ে আছে কিনা। শমীক - কবে নাগাদ পাঠিয়েছিলাম মনে আছে?
  • dipu | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:১৭ | 207.179.11.216
  • আর দোতলা বাস কি সত্যিই উঠে গেল?
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:১৩ | 61.95.144.122
  • আর মেইন্টেন না করলে বছর দুয়েকের মধ্যে এই বাসগুলোও কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে যাবে। দুই বছরের পুরনো ট্যাক্সি দেখবে কি হালত। আসলে বয়সের চেয়ে কন্ডিশন অ্যাসেস করা (স্ট্রিক্টলি) বেশি কাজের হত।
  • Arijit | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:১২ | 61.95.144.122
  • নতুন বাস অনেক নেমেছে বটে - কিন্তু ড্রাইভার তো সেই একই - নিয়ম কেউ মানে না। পাশে আটফুট জায়গা আছে দেখে তুমি বেরোতে গেলে, বাসটা ধাঁ করে ডানদিকে ঘুরে এলো। আর অলরেডি বেশ কয়েকটা বাসে আমি লম্বা লম্বা ঘষটানোর দাগ দেখে ফেলেছি - এগুলো ম্যাক্স মাস খানেক হল নেমেছে। এক বছর পর কি হবে সে বলাই বাহুল্য।
  • Arpan | ১৮ ডিসেম্বর ২০০৯ ১০:০৮ | 122.252.231.12
  • কন্ডাক্টররাও হৃষ্টপুষ্ট হবে না। তবে মূল বক্তব্য ছিল এইসব নতুন বাস আসায় দূষণের মাত্রা কিছুটা কমেছে হয়ত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত