আচ্ছা এই, পুঁচকে গুলো কি শেখে? ওরাও কি ঐ রাইম্স গুলো বাজায়, নাকি অন্যকিছু? রাই আবার সিনিয়র আমার চেয়ে ঃ(
. | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২৪ | 198.96.180.245
ঝামেলা হল ওর স্যার সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট হিসেবে কীবোর্ড বা পিয়ানো শিখতে বলছেন। মেয়ে তো একপায়ে খাড়া। কিন্তু আমাদের উপর ছোটাছুটির চাপ প্রচুর বেড়ে যাবে। তাই ব্যাপারটা ঝুলিয়ে রেখেছি। ঃ-(
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২২ | 170.153.65.102
নেটে মেলে, অ্যাবাউটের সাইটে। আমার তালু আর আঙুল খুব ভি হয়ে যায়, আর তাতে আঙুল গুলো কেমন শুয়ে পরে, গোল হয়ে পরার বদলে
Samik | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২০ | 219.64.11.35
আমাম্মেয়ে কীবোর্ড শিখছে। সাথে ফ্রিতে আমিও শিখছি। মানে আমাকে যেতে হয়, টিচার সমস্ত কিছু আমাকেই বুঝিয়ে দেয়, সেই মতো আমি বউকে কেটি দিয়ে দিই, সারা সপ্তাহ বউ সেইমতো মেয়েকে প্র্যাকটিস করায়। আমি তো রাত দশটা সাড়ে দশটায় ফিরি।
. | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২০ | 198.96.180.245
নেটে পেয়ে যাবে।
দুটো ভুল খুব কমন- এক, হাত ঝুলে পড়া আর দুই, কব্জিটা বেঁকে যাওয়া। এই দুটো ব্যাপারের উপর কাউকে বুঝিয়ে দিলে সে লক্ষ রাখতে পারে।
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:২০ | 170.153.65.102
সেই জন্যে আমাদের বাড়িতে খুব বেশী পেরাক্টিস করতে বারন করেছিলো শুরুতে। ভুল পেরাকটিসের থেকে নাকি কম পেরাকটিস ভালো। আর ঐ জন্যি আমাদের সপ্তাহে দুদিন যেতে হয়। একদিন কেলাশ, অন্যদিন ভুল ঠিক শুধরে দেওয়া।
Arijit | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:১৭ | 61.95.144.122
হুঁ - সময় দিতে না পারাটা বড় মুশকিল হয়ে যাচ্ছে। আনসুপারভাইজড প্র্যাকটিস করলে নতুন নতুন গোলমাল ঢুকে যাচ্ছে।
ইম্মা! সেকি? তবে আমিও সেই ভয়েতে সহজে কারোরে অ্যাডাতে যাইনা, ইন্টেলিরে স্বাগত।এখন সব চাবি টাবি গুলো খুঁজি গে।তবে অলরেডি যা হবার হয়ে গেলো।কেমন একটা তেতো লাগছে।
. | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:১১ | 198.96.180.245
এখন নিজেই পারে। শুধু হাত বা আঙুলের ঠিক পোজিশন না থাকলে ঠিক করে দিতে হয়। বা বাজনায় জোর কমবেশি হলে। নোটেশন পড়া এবং সুরতালের ব্যাপারে কিছু বলতে হয় না। কোনো সুর ওর জানা থাকলে অন্য ইনস্ট্রুমেন্টে নিজেই তুলে নিতে পারে। হারমোনিয়াম বা বাচ্চাদের খেলনা গীটারে ওকে এটা করতে দেখেছি।
প্রথমদিকে ক্লাসে আমাদের কাউকে বসে থাকতে হত। স্যার আমাদের টেকনিকাল ব্যাপারগুলো বুঝিয়ে দিতেন। যেভাবে বুঝাতেন সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করাতাম।
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:০৮ | 170.153.65.102
কেমন ষড়যন্ত্র করে আমায় ফ্রাস্টু খাওয়ানোর প্ল্যান
intellidiot | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:০৭ | 61.8.134.18
অ আর র দা, তোমাদের ছানাগুলোর বেউলো প্র্যাকটিসের সময় ব্ল্যাঙ্কোভাইকে বসিয়ে রাখো... ওর তো তেমন কাজকম্মো থাকেনা বলে মার্কেটে একটা কথা চালু আছে ;-)
Arijit | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:০৫ | 61.95.144.122
আরে অ্যাডাতে গেলেও তো পারমিশন চাওয়া উচিত! সেই সেটিংটা করে রাখো অন্ততঃ।
intellidiot | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:০৩ | 61.8.134.18
আমি তো আবর ভিডিও দেখেও বড়মকে অ্যাডালুম না... কোত্থেকে উড়ে এসে অ্যাড কচ্চ বলে যদি বকে দেয় এই ভেবে...
Arijit | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:০৩ | 61.95.144.122
র-কে একটা কোশ্চেন করবো অনেকদিন থেকে ভাবছি - তোমরা রাইকে প্র্যাকটিস করাও কি করে? মানে প্র্যাকটিসে যে ঠিক বাজাচ্ছে (ধরো একদম শুরুর দিকে ঠিকভাবে ধরা, ঠিকভাবে বোয়িং ইত্যাদি) সেগুলো কি করে দেখতে? আমি নিজে ইদানিং একদম সময় পাই না - রাতে নটার সময় ফিরে আর প্র্যাকটিস করানোর মুড থাকে না, একা একা করলে ভুল ধরে দেওয়ার কেউ নেই।
shrabani | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:০০ | 124.30.233.102
সেই কে একবার বলেছিল না হিমেশের পড়োশীরা নাকি পরেশান, তাদের কাপড় শোকাবার ক্লিপ হরদম গায়েব হয়ে যায়! যে সে প্রতিভা! ব্ল্যাঙ্কি ঠিক লোক বেছেছে। (কোনো স্মাইলী নেই)
dipu | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৫:০০ | 207.179.11.216
আপ কা সুরুর রিলিজ করার পর এইরকম বয়ানে একটা মেইল দিকেদিকে ছড়িয়ে পড়েছিল .....
Public Notice from LIC
Dear Policyholders,
With the help of our past experiences and keeping in view the interests of our beloved policyholders, we inform you that "We will not pay money for policy holders who die after watching the movie 'AAP KA SUROOR'. As per the new rules, this comes under suicide category and this category is not eligible for payments."
Regards LIC
Arijit | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৯ | 61.95.144.122
তাও করতে পারো, আর ওক্কুটে বন্দুক-অনলি করে রাখতে পারো।
M | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৯ | 59.93.197.198
বাইরের কেউ দেখে অ্যাডিয়ে নেবে ভাবিনিতো।
intellidiot | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৯ | 61.8.134.18
না না, বড়ম, আমি আপনার ছেলের গান শুনলাম বেশ কিছুদিন আগে... সুন্দর দুলে দুলে গান গায়...
M | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৮ | 59.93.197.198
কে জানেরে! অত তো জানিনা।
. | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৮ | 198.96.180.245
ব্ল্যাঙ্কি সত্যিকারের পশুপ্রেমী। কিন্তু ভুলেও আব্রাহামকে এইসব ফান্ডা দিস না। ;-))
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৭ | 170.153.65.102
বড় মামী, ইউটিউবে কি একটা সেটিং করা জায়, যাতে ভিডিও টা কেউ অ্যাড করতে পারবে না
Arijit | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৭ | 61.95.144.122
বম্মা - ছবি, ভিডিও শুধুমাত্র বন্দুকদের জন্যে করে রাখতে হয়।
ছেলের গানটা সবাইকে শোনানোর জন্য ভিডিও সবার জন্য খুলে রেখেছিলাম আজ দেখি কে সুশীল পহা না কি নাম প্রোফাইল ভিজিট করে গ্যাছে, সে অ্যাডিয়ে বসে আছে , একগাদা নোংরা ভিডিওর মাঝে সেটা বিরাজাচ্ছে।ঝাঁট জ্বলে যাচ্ছে।
shrabani | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৫ | 124.30.233.102
হিমেশ? ঃ)))
Sayantan | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৪ | 125.22.97.34
ডিকি বার্ড?
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৩ | 170.153.65.102
ঐ যে টুপি পরা লোকটা, কি যেন নাম
. | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৩ | 198.96.180.245
ব্ল্যাঙ্কির কার গান পছন্দ?
Sayantan | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৫১ | 125.22.97.34
হোক না। ক্ষেতি কি?
Blank | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৮ | 170.153.65.102
কিশোরের টই টা কেমন গদো গদো হয়ে গেছে ঃ(
nyara | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৩:৪৩ | 24.4.99.4
ঠিক ঠিক। বহুদিন স্ক্রিপ্ট লিখিনি। সব ভুলে গেছি।
intellidiot | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৩:৩১ | 61.8.134.18
ন্যাড়াদা, php-র ডিফল্ট হল <? ?> (শর্টহ্যান্ড) অথবা <?php ?>
যদিও তুমি যেটা বল্লে (<% %> ) php.ini তে গিয়ে সেট করে নেওয়া যায়...
Abhyu | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৩:২৪ | 97.81.104.60
হ্যাঁ আমিও ঘুমোতে যাই - আর ক ঘন্টা পরে ৩০টা খাতা দেখে প্লেন ধত্তে হবে।
nyara | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৩:২৩ | 24.4.99.4
না, ন্যাড়াদা এখনও ব্যাঙ্গালোরে গিয়ে উঠতে পারেনি।
Sayantan | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৩:২৩ | 125.22.97.34
মোটামুটি শ'দুই পাতার ব্যাকলগ ক্লিয়ার করার রিস্ক এখন নেবো না। ও থাক। ইনবক্সটাও। যদিও প্রায় ৬০% না-পড়েই ডিলিট করবো ... তাপ্পর পার্সোনাল মেইলবক্সগুলো! উফ্ফ্! কেন আপিস এলাম! ঃ-(((((((
d | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৩:১৮ | 203.143.184.11
বড়ম'র কথায় মনে হল বলেই ফেলি ওপেন ফোরামে সবার সাথে হাই-হ্যালো করা এক জিনিষ আর সাক্ষাৎকার সম্পূর্ণ আলাদা। সম্পর্ক তৈরী হতে আমার বাপু একটু লীড টাইম লাগে। এই রাঙাকেই তো আগে কেমন আপনি-আজ্ঞে করতাম। ঐজন্যই আমি একটু রয়েসয়ে লোকের সাথে দেখা করি।
টিমের কথা শুনে এতো আশ্চজ্জি হলুম যে বলার না - ব্ল্যাংকি কলকাআর বাইরে গেলেও কাজ করে না কি??? ও তো ছিয়িও হয়েই জন্মেছে।
Sayantan | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৩:১১ | 125.22.97.34
ল্যাদোশদা'র 0101 পোস্টপ্রেক্ষিতে, ঐ সব করতে গেলে যে পরিমাণ সিআর রেইজ কত্তে হবে এবং তেনাদের যা অ্যাপ্রুভাল প্রসেস, সেই সময়ে একমাস ছুটি নিয়ে দিব্যি বেড়িয়ে আসা যায়। তাই থাক। অ্যাটাচমেন্টটার অন্য ব্যবস্থা করি। ঃ-((
Sayantan | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৩:০৬ | 125.22.97.34
ন্যাড়াদা ব্যাঙ্গালোরে এসে গেছেন?
php স্ক্রীপ্ট নেই। ফাফ এ দেখলাম। ওপেন অফিসের আপডেট ডাউনলোড করতে গিয়ে এই ফাইলটা নেমেছে। এদিকে 2.4 দিয়ে ওয়ার্ড ডক'এ অ্যাটাচড এক্সেল খুলতে গেলে কন্টেন্ট গায়েব! বাকি জীবনটা ও-ফ্র-হো করে কাটাবো ভাবছি।
Tim | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৩:০১ | 71.62.121.158
আমি এইজন্যি ভাটে সিনিমার নাম দি। ভুল হওয়ার চান্সই নেই।
lcm | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৩:০১ | 69.236.163.114
php ফাইল চালাতে গেলে তোমাকে একটি ওয়েব সার্ভার চাই সাথে php। উইনডোজে করতে চাইলে, Apache Friends এ যাও, xampp ডাউনলোড করো। সব আছে, কমপ্লিট lamp ডেভলেপমেন্ট প্লাটফর্ম (on Windows)।
Tim | ১৬ ডিসেম্বর ২০০৯ ১৩:০০ | 71.62.121.158
বড়মের রিয়েল অভিজ্ঞতা- নামে একটা টই হবে নাকি? ঃ-))
কলকাতা গেলেই সবাই ব্যস্ত হয়ে যায়। এক ব্যাংকি ছাড়া। ওকে যে কেন আপিসে কাজ কত্তে দেয়না সে এক আশ্চজ্জের ব্যাপার। ওকে অবিলম্বে ছিইও করে পোচ্চুর কাজ দেওয়া উচিত।
nyara | ১৬ ডিসেম্বর ২০০৯ ১২:৫৮ | 24.4.99.4
সরি, <%php আর %> এই ট্যাগের মধ্যে। অনেকদিন দেখিনি। এবারও ভুল বললাম কিনা কে জানে!
nyara | ১৬ ডিসেম্বর ২০০৯ ১২:৫৭ | 24.4.99.4
php স্ক্রিপ্টিং ফাইল। html থাকতে পারে। থাকার সম্ভাবনাই বেশি। এমনকি php স্ক্রিপ্ট নাও থাকতে পারে। যদি থাকে তাহলে <% আর %> এই ট্যাগের মধ্যে php code থাকবে।
lcm | ১৬ ডিসেম্বর ২০০৯ ১২:৫৬ | 69.236.163.114
ইন্সটলার ফাইলের এক্সটেনশন .php ! কি প্রোগ্রাম ইন্সটল করছ? php ফাইলের ভেতরটা html র মতনই তো দেখতে। php/jsp/asp - এরা সবাই তাই। html-এর মধ্যে একটু একটু সার্ভার সাইড কোড।
Sayantan | ১৬ ডিসেম্বর ২০০৯ ১২:৫২ | 125.22.97.34
এটি একটি ইনস্টলার ফাইল। নোটপ্যাড দিয়ে হটমল দেখছি। এক্সটেনশন পাল্টে .exe করেও লাভ হয়নি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন