আমি কক্ষণো প্রোম্যা হওয়ার জন্যে ইন্টারভু দেবো না। কি বাজে বাজে কোশ্চেন করে! আর আমার ধারণা এই পিএমপি ইত্যাদি আদতে কিছু কাজের না।
Bhuto | ১০ ডিসেম্বর ২০০৯ ০৯:৪৯ | 203.91.206.167
ন্যাড়াদা কই?
Du | ১০ ডিসেম্বর ২০০৯ ০০:৪৭ | 65.124.26.7
ঃ))
a | ১০ ডিসেম্বর ২০০৯ ০০:০৮ | 122.162.12.38
আজ মোটামুটি শিওর হলাম জে আমার ছেলের লয় তাল এসবে কিছুটা দখল আছে। আমি ঘুম পাড়ানোর সময় কোনো একটা গান শুরু করায় বেশ ঘুমের ভিতর ই বলে দিল "বাবা, আর না, ব্যাস"(শেষ দুটো কথা নতুন শেখেছে)
tkn | ০৯ ডিসেম্বর ২০০৯ ২৩:০৬ | 122.162.42.61
অক্ষ দুলাইনে কেমন সুন্দর ছবির মত বর্ণনা দেয়, আগেও দেখেছি। এই বর্ণনাটা পরে আমাদের গ্যারেজঘরের ঝুলন সাজানোর দৃশ্য মনে পড়ল।
tkn | ০৯ ডিসেম্বর ২০০৯ ২৩:০৩ | 122.162.42.61
লেকমার্কেটে হোম মেড পোডি পাউডারও পাওয়া যায় একটা দোকানে।
আমাদের বাড়িতে আর বসার ঘর খাবার ঘর ইত্যাদি নেই। পুরোটাই যুদ্ধক্ষেত্র। ইতস্তত ছড়ানো মৃত সৈনিকেরা --হাত ভাঙ্গা ডেইসি, কাপড় খুলে নেওয়া অ্যানা, মুন্ডুহীন পুটু ইত্যাদিরা। এছাড়া মৃত সৈনিকদের অর্ধমৃত অশ্বরা - জিভ বের করা ভুলু, ল্যাজ মোচরানো ডগি। ট্রাক, ট্রাকের চাকা, লরী, লরীর দরজা, হেলিকপ্টার, হেলিকপ্টারের পাখা।
এসবের মধ্যে প্রিয়তম হলেন লুলু। তিনি একটি ভল্লুক মাত্র। ভল্লুক ভেবে হেয় করবেন না। তিনি গান গান। যে সে গান না। প্রেগন্যান্ট অবস্থায় নিশ্চয়ই আপনি খুবই দুঃখে কালাতিপাত করছিলেন, তাই আপনাকে চিয়ার-আপ করার জন্য, তিনি মোনোটোনাস সুরে গেয়ে যাবেন, "আই অ্যাম ইয়োর গার্জিয়ান এঞ্জেল, আই উইল টেক অ্যাওয়ে ইউর ব্লুস" এ গান শুনে ব্লুস না হলে পয়সা ফেরৎ। আর এই গান আমাদের দিনে ১১ ঘন্টা শুনতে হয়, না শুনলেই তীক্ষ্ণ চিৎকার - "লুলু লুলুউউউউ লুউউউউউউউউলুউউ" এবং ডিম্যান্ড ক?Ñ£ ল বলতে পারেন না, ল কে ন বলেন।
তিনভাগ আমূলস্প্রের সঙ্গে একভাগ হরলিক্স গুঁড়ো মিশিয়ে খেতে কি ভালোই যে বাসতাম!! কতদিইইন খাইনি।
san | ০৯ ডিসেম্বর ২০০৯ ২২:২৫ | 123.201.53.2
আসছে যাচ্ছে ! ম্যালেরিয়া নাকি ! সেরেছে
M | ০৯ ডিসেম্বর ২০০৯ ২২:২৪ | 59.93.211.140
না! আবার আসছেন তিনি।যাই ল্যাদাই।
M | ০৯ ডিসেম্বর ২০০৯ ২২:২১ | 59.93.211.140
ঃ রান্না শেষ, দেড় কেজির ও কম গাজরের হালুয়া পাক্কা দুঘন্টা খেয়ে নিলো,সকালে জ্বর এসেছিলো এখন দুদ্দার করে কোথায় পালালো কে জানে, আমার জ্বরে ল্যাদ খেতে হেবি লাগে বলে!আর ল্যাদের সময় তিনি হাওয়া।
. | ০৯ ডিসেম্বর ২০০৯ ২২:১৬ | 115.117.215.105
না। এরপর স্রেফ রসগুল্লা ইন মাস্টার্ড সস।
san | ০৯ ডিসেম্বর ২০০৯ ২২:১২ | 123.201.53.2
আঃ। অনেকদিন পরে গুছিয়ে অন্ধ্র-মিল খেয়ে এলাম।
আর কি এই গরমভাতে ঘি দিয়ে পোড়ি মেখে খাওয়া হবে ঃ-((((((
sinfaut | ০৯ ডিসেম্বর ২০০৯ ২১:৪২ | 117.194.193.142
ঃ-))
dd | ০৯ ডিসেম্বর ২০০৯ ২১:৩৪ | 122.167.6.226
ঘেনু? ও তাও ভালো। আমি তো "ওনার" কথা ভেবে খুব মুষরে পরেছিলাম।
Arpan | ০৯ ডিসেম্বর ২০০৯ ২১:২৫ | 204.138.240.254
মামী কি ঘেনুকে মারো? আমার বাড়িতে এই নিয়ে নিত্যি অশান্তি চলছে! ঃ-(
. | ০৯ ডিসেম্বর ২০০৯ ২১:২৫ | 115.117.215.105
"এলো কি অসময়" গেয়েছিল অন্তরা চৌধুরী। পরমা নয়। আর আই এস আই-র প্রাক্তনী হল ঋতুপর্ণা। "গঙ্গা" গেয়েছিল।
সিঁফো, খানিকটা তারাপদ আর প্রসন্ন ডিভিডি প্লেয়ার চালিয়েই শুনে ফেললাম। এবার বাকিগুলো কম্পুতে চালাব। পুরো সোনার খনি। আবার থ্যাঙ্কিউ।
m | ০৯ ডিসেম্বর ২০০৯ ২১:১৯ | 173.26.17.106
ঃ)) আমি খুব ভালো করে গোছাই, তারপর আবার খুলে জিনিস গুলোকে আবার মনের মত করে গোছাই- তাতে আরো কিছু তালিকায় যোগ হয়,একে বলে দূরদৃষ্টি নিয়ে গোছানো- (মে তেও একটা পাতলা জ্যাকেট ছেলের জন্যে, রকমারি ওষুধ, ২৪ ঘন্টার জন্যে হলেও)।এই কারণে মনের ওপর খুব চাপ পড়ে বলে মেজাজ সম্ভবত খুব চড়ে থাকে- ছেলের দু একটা চড়থাপ্পড় খাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
অন্যজন আবার বিষম পটু, তিনি একটা লাগেজে যা নিয়ে গেলেন, তার অর্ধেক জিনিস ফেলে,হারিয়ে দুটো লাগেজে বাকি জিনিস নিয়ে বাড়ি আসেন। এবং কিছু বল্লে আরেকটা বাক্স কত জরুরি ছিলো এই নিয়ে প্রভূত জ্ঞান দেন।
sinfaut | ০৯ ডিসেম্বর ২০০৯ ২১:১০ | 117.194.193.142
রদা, ভিডিওগুলো চললো? নাহলে ভিএলসি ব্যবহার করো।
M | ০৯ ডিসেম্বর ২০০৯ ২১:০৪ | 59.93.223.83
আর আমি আজ ল্যাদ শ্রেষ্ঠ এমন একটা উপাধি নিজেকে দেবো কিনা ভাবচি, কাল একগাদা বন্ধু বাচ্চাকাচ্চা স্কুলে গ্যারেজ করে আড্ডাতে আসবে, আর আমি এত ঢিলু যে কাল থেকে প্ল্যান করতে করতে অবশেষে আজ রাঁধতে বসলাম, যাতে কাল টুকটাক সেরেই হেবি আড্ডাতে পারি, কদ্দিন পর, মা মাগো!
M | ০৯ ডিসেম্বর ২০০৯ ২১:০২ | 59.93.223.83
আমি আবার খুব গোছাই, এত গোছাই যে তারপর লোকে সারাদিন সব ঘেঁটে জিনিস পত্র খোঁজে আর শেষ লাল চোখ করে সাবধান করে দেয় যেন আর কখন ও না গোছাই!ঃ(((((
tkn | ০৯ ডিসেম্বর ২০০৯ ২০:১২ | 122.162.42.61
স্যান, অত দরকার কি? হোটেলে কি প্রয়োজনীয় জিনিস পাস? ঠিক সেইকটা জিনিস হাতের কাছে এমনিই পাওয়া যায় তো যে কোনো বাড়িতে।
Arpan | ০৯ ডিসেম্বর ২০০৯ ২০:১২ | 204.138.240.254
চাটব না কেন? টেকনিকাল স্কিলও তো প্রায় জিরোর দিকে। আমি কোড লিখতে তো দেই নি। কন্সেপ্চুয়াল প্রশ্ন জিগ্যেস করে বাজিয়ে দেখলাম। যাই জিগ্যেস করি বলে লাস্ট তিন বছর কোডীং করেনি। এদিকে পিএমপি রেকোমেন্ডেড ম্যনেজমেন্ট ট্র্যাকের প্রায় কোন কিছুই করেনি। কারণ ওদের অর্গে এসব অনেক কিছু ফলো হয় না। কোন এস্টিমেশন মডেল ফলো করে তাও গুছিয়ে বলতে পারল না। কিন্তু রেজুমেতে যেসব লিখেছিল তা ঠিক হলে বলতে হবে ওখানের প্রসেস ডোমেন নলেজ ইত্যাদিতে ভালো ফান্ডা আছে। কিন্তু তা দিয়ে আমার এখানে কী হবে?
aka | ০৯ ডিসেম্বর ২০০৯ ২০:১১ | 168.26.215.13
পাল্লিন বিদেশে বহুদিন এইভাবে কাটিয়ে দেশে ফিরে প্রথমদিকে খুব অসুবিধা হবে। দেশে সার্ভিস ইন্ডাস্ট্রীর রুল অফ দা গেম একটু অন্য, ওনাদের বয়সে অনেক ছোট ছোট লোকজনের সাথে কম্পিট করতে হবে। টেকনিকাল কাজ করার জন্য বাচ্ছা বাচ্ছা ছেলেমেয়ে রয়েছে।
aka | ০৯ ডিসেম্বর ২০০৯ ২০:০৮ | 168.26.215.13
চাটলে কেন? যেকোন অর্গানাইজড লোক ভালো প্রোম্যা হতে পারে। নট নেসেসারিলি ভালো ম্যাঃ। এক্সপেরিয়েন্স থাকলে ভালো না থাকলেও কোন অসুবিধা নাই। অর্গানাইজড হওয়াটা খুব জরুরী। ইন্টারভিউতে অবিশ্যি লোকটি অর্গানাইজড কিনা বোঝার কোন উপায় নাই। আমি আবার খুব সিলেক্টিভ।
P | ০৯ ডিসেম্বর ২০০৯ ২০:০৭ | 109.76.81.200
আরে কেউ প্রজেক্ট ম্যানেজমেন্টে যেতে চায় না। হ্যাপি টু বি কনসাল্ট্যান্ট। বেশ কিছুজনকে আমি চিনি , এদেশী এবং দেশী যাঁরা বছর কুড়ি-পঁচিশ এই করে যাচ্চেন। ম্যানেজারীতে যেতে প্রবল আপত্তি , ম্যাক্সিমাম সল্যুইশান আর্কিটেক্ট যদি যেতেই হয় তবে।
P | ০৯ ডিসেম্বর ২০০৯ ২০:০২ | 109.76.81.200
অথচ এরা এখানে কি লো-কি একটা ওয়ার্কলাইফ মেনটেন করে। পুঁটীর বাবা দেখি বেশিরভাগ সময় ক্লায়েন্ট লোকেশান কিম্বা ওয়ার্ক-ফ্রম হোমে , কানে মোবাইলে আর সামনে ল্যাপটপ। আপিস , বস , নেট-ওয়ার্কিং ইত্যাদির গপ্প নাই। মাসের পর মাস কোনো কলিগের সাথে দেখা হয় না। কন্ফ কলেও সব কি কালেক্টেড , কমপোজ্ড মাপা ইনফো আদান-প্রদান। একদম ই কর্পো লাইক নয়।
আর এদিকে আমার চাগরী ঠিক উল্টো। শুদু হাবভাব , ভিজিবিলিটি , ইত্যাদি ইত্যাদি। ধুর ধুর।
shrabani | ০৯ ডিসেম্বর ২০০৯ ২০:০২ | 59.94.105.219
আমার একটাই এরকম ল্যাদ খাওয়ার জায়গা আছে, কাছেই, গাছপালায় ঘেরা, কনকনে ঠান্ডায় বারান্দার ঝলমলে রোদ্দুর ছোটোবেলার স্মৃতি মাখানো। সঙ্গে আবার জুটেছে গ্যারাজের একপাশে বন্ধ হয়ে যাওয়া বঙ্গীয় পরিষদের চল্লিশ বছরের লাইব্রেরীর বইয়ের আলমারী সারি সারি, উইয়ে খাওয়া ধুলোমাখা কত নাম না শোনা বই। কবে থেকে খুঁজছি একটা হপ্তার অবকাশ, কিন্তু হায়, ছুটি নেই!ঃ-(
Arpan | ০৯ ডিসেম্বর ২০০৯ ২০:০১ | 204.138.240.254
এমন একজনকে আমি গত পরশু চেটে ফাঁক করে দিলাম। এতদিন বিদেশি ব্যাঙ্কের আইটি সেকশনে থেকে এখন প্রোজেক্ট ম্যাঞ্জার হবার জন্য এদিকে আসতে চাইছিলেন।
aka | ০৯ ডিসেম্বর ২০০৯ ২০:০০ | 168.26.215.13
ওনারা ওদিকে পিএমপি অথবা সিক্স সিগমা জাতীয় কিছু করে নিতে পারেন। কাজে লাগতে পারে।
san | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৯ | 123.201.53.2
হ্যাঁ। আমাদের বাড়িতেও কেউ এসে পড়লে খাটাল ভাবতে পারে।
আমরা না থাকলে ফাঁকা বাড়িতে তো সে বা তাহারা থাকতেই পারবেনা কেননা দরকারি জিনিস কোথায় থাকে বা থাকা সম্ভব কিছু খুঁজেই পাবেনা। আমি কারো বাড়ি থাকতে গেলেও একই কেচ্ছা হবে যে সে/তারা বাড়ি ফিরে এসে কিছু খুঁজে পাবেনা। ইত্যাদি।
Arpan | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৯ | 216.52.215.232
না, বছর বছর প্রমোশনের সেই দিন আর নাই। তবে ওই আর কী!
tkn | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৯ | 122.162.42.61
ঃ-))) অপ্পন
আরে বাড়িতে কেউ আসবে থাকতে জানলে যেটুক মোটামুটি পরিপাটি করে ফেলি সেটুকুনই গোছানো। অন্ততঃ এমন বুকিং বুকিং করে হেদিয়ে তো মরতে হবে না
P | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৮ | 109.76.81.200
ইয়েস , এদের সবার স্কিলসেট হেব্বি ডীপ , নট ওয়াইড। খুব চিন্তার ব্যাপার।
aka | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৭ | 168.26.215.13
এটা কেন চায় কেউ জানে না। তবু চায়।
দেশে সার্ভিস ইন্ডাস্ট্রী জয়েন করলে লোক চড়িয়ে খেতে হবে, অনসাইটের সাথে ঝগড়া করতে হবে, খুব অ্যাগ্রেসিভ হতে হবে মানে বিরাটা হাব ভাব দেখাতে হবে, মাঝে মাঝেই আরবিট সার্টিফিকেশন করতে হবে, মোদ্দা কথা সব সময় ভিজিবল থাকতে হবে। বছর বছর প্রোমোশন।
P | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৫ | 109.76.81.200
এইটা স্যান জবরদস্ত বলেচে।
এই মোমেন্টে আমি চাদ্দিকে চোখ বুলিয়ে দেখলুম যদি কেউ এসে পড়ে তাইলে আমাকেই লজ্জায় বাইরে বেড়িয়ে পড়তে হবে। সকালের চায়ের কাপটি পজ্জন্ত রং বদলে আমার দিকে লাজুকমুখে তাকিয়ে আছে। তার পাশেই কড়মড়ানো শুকনো ম্যাগীর বাটী-চামচে। কার্পেটের এদিক ওদিক কটি পুঁটির খেলনা , আমার গুটিকয় বই, আর পুঁটীর একপাটী জুতো ( অন্যটা কোথায় কে জানে, প্রায় এখপ্তা হল খুঁজে পাওয়া যাচ্চে না !) কুশনগুলোর পজ্জন্ত শেপ বদলে গ্যাছে পিঠের চাপে। আর সবার মাঝে ফুল হয়ে ফুটে আচি এই ল্যাদখোর। পড়ে পাওয়া ছুটির দিনটি কেমন পলেপলে ফুলেফুলে উঠছে।
Arpan | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৫ | 204.138.240.254
ইয়েপ। পাঠান লাইক অলরাউন্ডার।
aka | ০৯ ডিসেম্বর ২০০৯ ১৯:৫৪ | 168.26.215.13
দেশে তো একটু ভ্যানিলা স্কিল চায়। ওরাকাল অ্যাপস, প্রোজেক্ট ম্যানেজমেন্ট, খানিকটা কুস্তি, অল্পবিস্তর শ্রীজাত ইত্যাদি ইত্যাদি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন