এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:১০ | 122.167.52.115
  • আমার ভালো মানুষ বন্ধটিও সুর্য্যাস্ত দেখতে ভালোবাসেন কিন্তু জলে ভয় পান। তাই বিভিন্ন সী বীচে উনি মগ নিয়ে ঘোরেন। বালির মধ্যে দাঁড়িয়ে মগে করে জল ভত্তি করে মাথয় ঢালেন। সমুদ্র ছান ও হলো আর ভয়ের ও কিছু নেই।
  • dd | ০৮ ডিসেম্বর ২০০৯ ২২:০৮ | 122.167.52.115
  • সী বীচের কথা হচ্চে বুঝি? সী বীচ।
    তো দেখুন সাউথ অ্যাফরিকার ক্লিফটন বীচের তুলনা নেই। বিষেশতঃ নাইট লাইফ তো অত্যুৎকৃষ্ট।
    তবে নিরিবিলিতে থাকতে চাইলে আমি তো রেকোমেন্ড করবো বাহামার হার্বার আইল্যান্ডের
    পিংক স্যান্ড বীচ।

    মোন্তে কার্লোর লরভেট্টো বীচ ও ভালো যদি একটু হট্টমেলার সাথে মানিয়ে নিতে পারেন।

    ব্রাজিলের ইপানেমা বীচ ও মন্দ নয়।
  • a x | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৫৯ | 143.111.22.23
  • আচ্ছা এই IIPM এর কি একটা ঘাপলা কেস আছে না? বছর খানেক আগে বেশ হই চই হয়েছিল। জালি ব্যপার।
  • a x | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৫০ | 143.111.22.23
  • দাঁত ঘষা একধরণের মানসিক অসুখ। ঘষে ঘষে পুরো দাঁত ক্ষয়ে ফেলেছে এরকমও হয়।
  • tkn | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪৮ | 122.162.42.61
  • ওরেব্বাবা!!
    রাগে দাঁত কিড়মিড় থেকে এসব!!! ভয়ানক রাগ তো। দূরে থেকো ঃ-))
  • tkn | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪৬ | 122.162.42.61
  • হ্যাঁ, তাও হতে পারে। মাথ্যাব্যাথা এমনিতেই এত বিচ্ছিরি কষ্টকর, তারমধ্যে আবার .. কি সব অসুখবিসুখ!!!
  • d | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪৫ | 117.195.42.3
  • আরে কৃমি থেকে না। তার নাকি মাথার পেছনে আর কানের মধ্যে ভীষণ ব্যথা। এমন ব্যথা যে শুক্রবার প্রায় অজ্ঞান হয়ে গেছিল। তারপর প্রচুর চেক আপ ইত্যাদি। শেষে জানা গেল সে নাকি সারাক্ষণই দাঁত কিড়মিড় করে, দাঁতে দাঁত ঘষে রাগে আর ফ্রাস্ট্রেশানে। মানে এমনিতে একটু বদমেজাজী, তবে সেরকম দাঁত কিড়মিড় খেয়াল করিনি। আজ অন্যদের কাছে শুনলাম তাকে নাকি একা একা ভ্রূকুটিকুটিল মুখে দাঁত কড়মড় করতে দেখা যায়। তার বৌও নাকি বলেছে। ডাক্তার নাকি বলেছে রাগ আর অপছন্দ ঠিকঠাক প্রকাশ করতে না পেরে অমন করে।
    শুনেটুনে দুঃখু হওয়ার বদলে আমার এমন হাসি পেল। ঃ))
  • san | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪৩ | 123.201.53.2
  • নার্ভের অসুখ হয়তো
  • tkn | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪০ | 122.162.42.61
  • মানে কৃমি থেকে মাথাব্যথা? বাপরে!
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪০ | 122.252.231.12
  • দেখেছি। তবে কি ওয়েস্টে ফাটাফাটি রকমের ভালো সূর্যাস্ত দেখেছিলাম। আরেকবার ভাইজাগে একটা লাইটহাউসের উপরে দাঁড়িয়ে। এই দুটো আমার দেখা সেরা।
  • d | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৪০ | 117.195.42.3
  • আরে আজ একজনকে দেখলাম, তার নাকি স্রেফ দাঁত কিড়মিড় করে করে একটা পাকাপাকি মাথাব্যথা হয়েছে। সেজন্য আবার তাকে হাসপাতালে ভর্তি হয়ে কদিন যেন থাকতে হবে চিকিৎসার জন্য।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৮ | 122.252.231.12
  • ঘটিদের রেসিপি নাই তো কী হয়েছে, নিজস্ব বানানবিধি আছে!
  • aka | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৭ | 168.26.215.13
  • অপ্পন, ঐদিককার সূর্যাস্ত দেখেছ? আমার দেখা সেরা।
  • tkn | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৭ | 122.162.42.61
  • রোজরোজ রাত ন'টা বাজলেই ঘটিদের নিয়ে এই ইয়ে... ভাল্লাগেনা ঃ-((
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৬ | 122.252.231.12
  • আমি গত বছর এই সময়ে ভেনাস মালিবু এইসব বিখ্যাত বিচদের দেখে বেড়াচ্ছি।
  • a x | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৬ | 143.111.22.23
  • সমুদ্রের কাছে কেবল প্রশ্ন থাকে।
  • tkn | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৫ | 122.162.42.61
  • বেড়াতে গেলে বেস্ট হল জঙ্গুলে পাহাড়। আর সেখানে পৌঁছেই ভোরে উঠে নেয়ে ধুয়ে এখান যাবো ওখান দেখবো না করে বেশ একটা বাংলোতে বসে সারাদিন খালি জঙ্গলের শব্দ শুনে শুনে কাটিয়ে দেওয়া।
    সেকেন্ড বেস্ট, বন্ধুর বাড়ি।
  • d | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৫ | 117.195.42.3
  • হ্যাঁ হ্যাঁ ঠিক নদী ভাল। নদী মোটেই বোরিং নয়। নদীর কাচ্ছে কত্ত গপ্পো থাকে। সমুদ্দুরের কাছে কোনও গপ্পো থাকে না।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৪ | 122.252.231.12
  • সঃ বঃ-এর টইয়ে র প্রদত্ত উপদেশটি স্মরণে রাখুন। আমেন।
  • d | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৩ | 117.195.42.3
  • আহা ঘটিদের বানান নিয়ে অমন বলতে নেই অপ্পন। ওরা বানানে দুব্বল। ;-P
  • a x | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩৩ | 143.111.22.23
  • এই টার্কি দিবসে আমরা গ্যালভেস্টন গেলাম (ভাবা যায়! সন্তানের জন্য মানুষ কি না করে!)। তো সে সমুদ্র না হাতি। কাপে জল রাখলেও ওর থেকে বেশি ঢেউ ওঠে। কিন্তু গাড়ি চালিয়ে দিব্যি সমুদ্রে ঢুকে পড়া যায়। তো কায়দা করে বুঁচিকে ঘুম পাড়িয়ে ঐ অলমোস্ট সমুদ্রে গাড়ি ঢুকিয়ে একটু স্মার্নফ আর স্পাইসি চিকেন টেন্ডার্স খাওয়া হল। বেড়ানোর এটাই হাইলাইট।
  • aka | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩২ | 168.26.215.13
  • লোপ পায় নি, কিপিং দা বানাম শিংস বিট বিজি। ;)
  • san | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩১ | 123.201.53.2
  • বেড়ানো মাত্রেই ভাল, সমুদ্র, পাহাড়, নদী, জঙ্গল, ধ্বংসস্তুপ, কিছু না হলে বন্ধুর বাড়ি
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩১ | 122.252.231.12
  • এ ভদ্রলোকের র-ড় জ্ঞান লোপ পেয়েছে।
  • aka | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:৩০ | 168.26.215.13
  • না না বেড়াতে গেলে যেখানে ভালো খাওয়াদাওয়া আর মদ্য আছে সেখানেই যাওয়া উচিত। বাকিগুলো অ্যাডভেঞ্চারের আণ্ডারে পড়বে।
  • d | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৯ | 117.195.42.3
  • না না বেড়ানোর গপ্পো খুব ভাল। সমুদ্দুরে বেড়ানোর গপ্পোও চলেবল। কিন্তু যেতে গেলে পাহাড়েই যেতে হয়। আর নয়ত জঙ্গলে।
  • aka | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৯ | 168.26.215.13
  • আমি তো যাই আর চান করি। বিভিন্ন সময়ে চান করি, যা পড়ে থাকি তাই পড়েই চান করি। শুধু রাম খেলে কাটান দেই। তখন সমুদ্দুরের পাড়ে বসে কবিতা শুনি আর ঝিমুই, অন্যেরা বলে। ফেরার পথে একখিলি পান মুখে পুরি। আর খাওয়াদাওয়ার কথা আর কি বলব। বিভিন্ন সামুদ্রিক মাছ, চিংড়ি ইত্যাদি।
  • san | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৮ | 123.201.53.2
  • হ্যাঁ আমারও তো তোমাকে বলার ছিল
  • san | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৮ | 123.201.53.2
  • দিঘাতে তো বোল্ডার ফেলে ফেলে যা নয় তাই করে ফেলেছে !
  • a x | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৭ | 143.111.22.23
  • ২০ পাতা ধরে বেড়ানোর গল্পর মত বোরিং কিছুতেই না !
  • d | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৫ | 117.195.42.3
  • বাব্বা! আজ্জো এত কান্ড করে সমুদ্দুরে চান করে!! আমি ঐজন্যই সমুদ্দুরের ধারে বেড়াতে যাই না। কি বোরিং! কি বিশ্ব বোরিং!
  • d | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৪ | 117.195.42.3
  • স্যানকে জানি কিসব বলার ছিল .... দাঁড়াও একটু বাদে ফোনাচ্ছি তোমাকে।
  • dipu | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৪ | 59.164.191.118
  • খুক্‌
  • dipu | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৪ | 59.164.191.118
  • @ 9.21
  • m | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৪ | 173.26.17.106
  • ওরে বাবা, দীঘা মোটেও ভালো জায়গা নয়- চান করতে নামলে চারটে অন্তত মুশকো পালোয়ান নিয়ে যাওয়া উচিতঃ(
  • aka | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২৩ | 168.26.215.13
  • তারথেকে বাথরুমে একটা সমুদ্দুরের ছবি লাগিয়ে নিলেই হয়, কস্ট এফেক্টিভ।
  • tkn | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২২ | 122.162.42.61
  • এমনিতেও উঠে স্নান করতেই হয়। বালতি কর জল নিয়ে গিয়ে সমুদ্দুরের ধারে বসে গায়ে ঢেলে নিলেও হয় (মানে, রক্তারক্তি এড়াতে)
  • m | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২২ | 173.26.17.106
  • ইন্দোরে, তুইই আছিস একমাত্র!!! সেদিন মাথাব্যথায় উঠতে পারছে না- খেতে ডাকলাম বার চারেক,(পাঁচ সাত মিনিটের বিরতিতে) ওঠে আর না, হেব্বি চটে গেলাম। আমিও শুয়ে পড়ি ভেবে মেশিন বন্ধ করতে এসে দেখি, টই খুলছে না- সোজা গিয়ে বল্লাম,উঠে দেখো,টই খুলছেনা- বল্লে বিশ্বাস করবি না এক সেকেন্ডে শোয়া থেকে সটান উঠে বসলো, লাফ দিয়ে নেমে চশমা গলিয়ে সোফায় বসে পড়লো...

    প্রেমেও এমন নিবেদন বেশিবার দেখি নিঃ(((
  • tkn | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২১ | 122.162.42.61
  • ফুলে গন্ধ নেইইইই... সেতো ভাবতেও ও পারি না আ
  • san | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২০ | 123.201.53.2
  • মানে, দন্তবিকশিত কৌমুদী অ্যাট দমদি ঃ-)
  • san | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২০ | 123.201.53.2
  • ঃ-))))))))))))
  • aka | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:২০ | 168.26.215.13
  • চান করার মতন ভালো সমুদ্দুর আর নাই। দীঘায় নামলে রক্তারক্তি হয় আজকাল।
  • tkn | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:১৯ | 122.162.42.61
  • গোয়া, পুরী সবজায়গাতেই কত লোকজনকে কতরকম পোষাকে চান করতে দেখলুম... ভাল্লাগেনা ঃ-(( আর নিজে চান করে এসেই আবার চান.. কি খাটুনি ঃ-((
  • d | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:১৯ | 117.195.42.3
  • স্যান, আমিও এরকম অনেক কিছু ভাবতেইইইইইই পারি না।
  • san | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:১৮ | 123.201.53.2
  • ইন ফ্যাক্ট , অনেএএএএএকদিন পরে সমুদ্রে নামার অভিজ্ঞতা শুধু অনেকদিন পরে প্রেমিকের সঙ্গে দ্যাখা হওয়ার অভিজ্ঞতার সঙ্গেই তুলনীয় ;-)
  • d | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:১৭ | 117.195.42.3
  • ও হ্যাঁ অজ্জিতের জন্যঃ অজন্তা রবিবারে বন্ধ থাকে। আর শীতের দিনে মারাত্মক ভীড় হয়, কারণ গরমে অজন্তায় যাওয়া খুব চাপ। খালি পায়ে গুহায় যেতে হয় আর পাথর গরমের দিনে অ্যাইসা গরম হয় যে মোজা পরেও নাকি পায়ে ফোস্কা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সব্বাই শীতে যায়। আসলে বর্ষায় যেতে পারলে সবচেয়ে ভাল।
  • san | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:১৬ | 123.201.53.2
  • সমুদ্রে চান করতে কারো ভাল লাগেনা এ আমি ভাবতেই পারিনা !!!!!
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:১৫ | 122.252.231.12
  • প্রবলেমটা কীসের? বালির? বিলেতের একটা দুটো সিবিচ আছে বটে বালির বদলে নুড়ির সৈকত। এখন বুঝেছি দমুর মত বেরসিকদের জন্য সেগুলো বানানো হয়েছিল।
  • d | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:১৪ | 117.195.42.3
  • কি সত্যি? সমুদ্দুরে চান? অনেকবার করেছি। মানে করতে বাধ্য হয়েছি। ছোটবেলায় কটকে থাকতাম, আর যত আত্মীয়স্বজন আসত সব্বাইকে পুরী বেড়াতে নিয়ে যাওয়া হত। বাবা আমাকে ঘেঁটি ধরে নিয়ে গিয়ে চান করাত।
  • san | ০৮ ডিসেম্বর ২০০৯ ২১:১২ | 123.201.53.2
  • সমুদ্দুরের পাড়ে বসে আমি বছর পার করে দিতে পারি ঃ-(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত