অভ্যু এবারে আটলান্টা থেকে ডিরেকশন চাইবে। আটলান্টা থেকে কলকাতা আমি বলে দেব। কাব্লিদার চাপ নেবার দরকার নেই। ঃ))
kd | ০৭ ডিসেম্বর ২০০৯ ০২:৩৬ | 59.93.222.7
হা হা! পূর্ণ কলকাতার ভবানীপুরে একটি সিনেমাহল ছিলো। পার্ক স্ট্রীট মেট্রো ধরে দক্ষিণে তিন স্টপ পরে নেতাজী ভবন - তার থেকে হেঁটে (আস্তে) দশ মিনিট। কবে আসছো দেশে? (তুমি আসতে চাইলে সবচেয়ে ভালো হয় তুমি কলকাতায় এলে জানাও কোথায় আছো, তুলে আনবো - ৯৮৩০২-৯১০১৯ বা জিমেলে subroto)
Abhyu | ০৭ ডিসেম্বর ২০০৯ ০২:১১ | 97.81.103.204
আমি তো শুধু কল্যাণীর পূর্ণ রোল সেন্টার চিনি (কল্যাণীর অন্য লোকেরাও চেনে নিশ্চয়ই ঃ)
কাবলিদা আচ্ছা আপনি বলুন সিরাজ থেকে কত দূরে -
আমি পার্কস্ট্রীটের মিউসিক ওয়ার্ল্ডের কথা বলেছিলাম।
kd | ০৭ ডিসেম্বর ২০০৯ ০১:৪৩ | 59.93.222.7
অভ্যু, মিউজিক ওয়ার্ল্ডটা কোথায় বলে দিলে বলে দেবো আমি কাছে না দূরে। আমি অতীতের পূর্ণ সিনেমার কাছে।
দিব্যেন্দু, এসেছিস? আর একটু প্যাক্টিস কর, ঠিক হো জায়গা। আর এখন টইএ গপ্পের ফুলঝুরি, এক সে বড়কর এক - পড়ে ফ্যাল্। (btw, আর এখানে আমি কাবলি, বা kd)
tkn | ০৭ ডিসেম্বর ২০০৯ ০১:০৮ | 122.162.42.61
বাঃ, এই তো চলছে
Samik | ০৬ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৩ | 122.162.75.200
গুরুর নেমিং সার্ভার আবার ডাউন!
Dibyendu Bhattacharyya | ০৬ ডিসেম্বর ২০০৯ ২৩:২২ | 76.205.86.127
তোম রা কেমোন আছো?
dipu | ০৬ ডিসেম্বর ২০০৯ ২৩:১৫ | 59.164.188.43
সিঁফোদা, ক®¾ট্রাল হেবিরকম ভাল লাগল। সুলুক দেওয়ার জন্যে পোচ্চুর থ্যাঙ্কু। এই বাবুটির অন্যকিছু মনে ধরলে খপর দিও। ক®¾ট্রালের আগেরদুটো তো পেলুম না।
Abhyu | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:৪২ | 97.81.105.34
আলুপ্রিয় দাশমুন্সী - এর পরেও ঘটি বাঙাল কনফিউশান?
Abhyu | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:৪০ | 97.81.105.34
লিখেছি একবারই - দ্বিতীয়টা copy-paste ঃ(
Abhyu | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:৩৮ | 97.81.105.34
শিশুটকেও লেখা যেত - একটা চার বছরেরে মেয়ে বলেছে
যদি সূর্যের সব হাইড্রোজেন হিলিয়াম হয়ে যায় তাহলে কি হবে? তা হলে তো মাসি মরে যাবে, আমাদের কে দেখবে?
তার দিদি (৫ বছর) বলেছে - "if Krishna is sooooo intelligent, then why is his complexion blue?"
d | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:৩৮ | 117.195.37.103
ঃ)))) একবার নয়, দুই দুইবার লিখেছে আবার। ঃ))
অভ্যু ঘটি না?
san | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:৩৫ | 123.201.53.2
সর্বজায়া ???? কি কেলেংকারি
Abhyu | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:৩৫ | 97.81.105.34
না আমি তো হিন্দিতে খুব দড়? একবার সিমলাতে আমি সোয়েট শার্টের দর করেছিলাম - ইয়ে ক্যাপওয়ালা ভি ফোর ফিফটি, এই ক্যাপবিহীন ভি ফোর ফিফটি?
tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:৩২ | 122.162.42.61
কেন? হামলোগ কি বানের জল মে ভেসে আয়ে হ্যায়?
Abhyu | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:৩০ | 97.81.105.34
কিন্তু কেডিদা গন? তাইলে আম্মো গন
san | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:২৭ | 123.201.53.2
এইবারে বুঝেছি ফান্ডাটা ঃ-)
tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:২৭ | 122.162.42.61
ও হ্যাঁ, মানে আমি অত ডিটেলস-এ যাই নি। সকড়ি শুধুই ভাত-এর ছোঁয়া। রাইট। আর এঁটো তো সবই। মুখের সংস্পর্শে এলেই এঁটো
Abhyu | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:২৩ | 97.81.105.34
এক-ই সঙ্গে ঃ) কেডিদা, ভালো আছেন? আপনার বাড়ি মিউসিক ওয়ার্ল্ড থেকে কত দূর? (যাওয়া যাবে কি না ভাবছি)
অ্যাঃ তেকোনাদি ফাণ্ডা দিয়েছে দেখলাম এঁটো হাত আর সকড়ি হাত একই। মোটেই না। সকড়ি হাত মানে ভাত-লাগা হাত (পথের পাঁচালি মনে করো - ভাত রান্না করার সময় অপু সর্বজায়াকে জড়িয়ে ধরলে সর্বজায়া বলতো "দেখছিস সকড়ি হাত" - অপুর কল্পনা) ও দিকে নখ খেলেও হাত এঁটো হয়, জিলিপি খেলে তো হয়ই ঃ)
যাক - আঃ কঃ বা (দেশে যেতে)
M | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:১৯ | 59.93.197.205
আমি যখন ভাটে আসি তখনই সবাই ক্যামন ভাট ঘুনু করে। যাকগে আম্মো ঘুমোতে যাই।
M | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:১৫ | 59.93.197.205
ও না! পড়ার ভুল রঞ্জনদা। স্যরি
M | ০৬ ডিসেম্বর ২০০৯ ২২:১২ | 59.93.197.205
ঃ) বাঁচালেন।নইলে খুব ঝগড়া হয়ে যেত।কিন্তু আমি কি খুব মনখারাপ করে দি?ঃ((((((
ranjan roy | ০৬ ডিসেম্বর ২০০৯ ২১:৫৯ | 115.184.49.160
বড়মা ওদিকের মজলিশপাড়ার ""কিকি''? ভিয়েৎনাম-ফেরৎ? যে চমৎকার সব লেখায় আমাদের মনখারাপ ঠিক করে দিত? তালে আর আপনি বলছি না। সরি! অ কিকি!
I | ০৬ ডিসেম্বর ২০০৯ ২১:৩০ | 59.93.216.238
আম্মো তো তাই বলি, হোক। যারা কবিতা লিখতে পারে, তাদের বলি।
tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ২১:১৮ | 122.162.42.61
হোক
I | ০৬ ডিসেম্বর ২০০৯ ২১:১৬ | 59.93.216.238
এই নিয়ে একটা কবিতা হয়। জয় গোঁসাই ইস্টাইলে। শানের মেঝের পার্স্পেক্টিভ থেকে।
tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ২১:১৫ | 122.162.42.61
শমীক ঃ-)) ঐ জন্যেই তো রামের হাতে রাবণ লঙ্কা তুলে দেননি যাতে চিরকাল দুজনের মধ্যে প্রেম থাকে ঃ-)
tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ২১:১৩ | 122.162.42.61
রঞ্জনদা, একদম ঠিক। এদিকে দেখেছেন তো, লোকে বলে আমি আর আপনি নাকি একরম কম্পুহাঁদা (ঠিক এই শব্দটা বলে নি, কিন্তু এটাই মিন করেছে)। বেশ একটা আত্মীয়তা অনুভব কল্লুম ঃ-)
Samik | ০৬ ডিসেম্বর ২০০৯ ২১:১২ | 122.162.75.93
এই নিয়ে একটা বেশ টই খোলা যায়।
একটা জানি, কেউ লঙ্কা চাইলে নাকি হাতে দিতে নেই। সম্পক্কো ঝাল হয়ে যায়। শানের মেঝেয় থুইতে হয়, গ্রহীতা সেখান থেকে তুলে নেন।
M | ০৬ ডিসেম্বর ২০০৯ ২০:২২ | 59.93.219.154
হুম, শাঁখা, আর রঞ্জনদা এমন ঘেঁটে ফেল্লেন কেন?আর আমাকে আপনি বলছেন?গাল ফুলিয়ে রাগ করে চলে গেলাম।
ranjan roy | ০৬ ডিসেম্বর ২০০৯ ২০:১৬ | 115.184.105.85
অর্পণ সত্যি বলেছে--- শব্দ ভারি ঝামেলার ব্যাপার। এক দেশের বুলি, অন্য দেশের গালি। তেকোণা স্যার, আপনার ঐ অওধী দু'লাইন বোধহয় কত্থকের প্রাথমিক তালিমের সময় মটকি জেশ্চারের গান। ভুল বল্লাম? কেউ বল্লেন পায়াভারী হওয়া।বাংলায় তো ""অহংকারী''। হিন্দিতে প্রেগন্যান্ট হওয়া--- পাও ভারী। একবার ইয়ুথ হোস্টেলের প্রোগ্রামে পাহাড়ে চড়তে গিয়ে পায়ে ঝিঁঝি ধরেচে বোঝাতে গিয়ে পা' ভারী লাগছে বলায় বয়স্ক লোকজন যাচ্ছেতাই আওয়াজ দিলো।
I | ০৬ ডিসেম্বর ২০০৯ ২০:০৬ | 59.93.216.238
অ পাইদিদি !
pi | ০৬ ডিসেম্বর ২০০৯ ২০:০১ | 72.83.210.50
না। প্লেইন না, পেইন।
I | ০৬ ডিসেম্বর ২০০৯ ১৯:৪৯ | 59.93.216.238
বাংলা ওয়ার্ড কোনটা? বাংলা প্লেইন-ই কি বাংলা ওয়ার্ড?
tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ১৮:৪৭ | 122.163.3.92
চারটে রবীন্দ্রসঙ্গীতের অফিসিয়াল ইং ট্রানস্লেশন চাই। গীতঞ্জলীতে নেই। গানগুলো লিখে দিলাম নিচে। কেউ হেল্পাতে পারো/পারেন? ১। আনন্দলোকে মঙ্গলালোকে ২। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় ৩। দূরে কোথায় দূরে দূরে ৪। অন্ধকারের উৎস হতে উৎসারিত হালো
ইউনিকোড সম্পর্কে নবলব্ধ জ্ঞান প্রয়োগ করে সুন্দর করে এঁটো ও সকড়ি খুঁজে বের করেছি ঃ-) দেখি একটু জ্ঞান বাড়াই
d | ০৬ ডিসেম্বর ২০০৯ ১৮:২৯ | 117.195.37.103
"শাখা বেড়ে গেছে' মানে বিজনেস বেশ বাড়ছে আর কি।
san | ০৬ ডিসেম্বর ২০০৯ ১৮:২৮ | 123.201.53.2
হ্যাঁ, 'ওর শাখা বেড়ে গ্যাছে' শুনতে ক্যামন একটা লাগছিল বটে ঃ-))))))
tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ১৮:২৬ | 122.163.3.92
হ্যাঁ, বইটই পড়া নিয়ে তেমন বাধা ছিল না। ইনফ্যাক্ট বাড়িতে এসব খুব বেশি ছিল না, তবে দেশের বাড়িতে বা মায়ের মামারবাড়িতে খুব বেশি ছিল। তবে, সত্যি বলতে কি, ঐ দিনগুলো এখন খুব মিস করি, মানুষগুলোকেই মিস করি আসলে
d | ০৬ ডিসেম্বর ২০০৯ ১৮:২৬ | 117.195.37.103
উফ্্ আমি আবার ঐসব তক্কো করে নিয়মিত চড় থাপ্পড় খেতাম।
আর বড়ম উহা শাখা নহে "শাঁখা', সেই যার খুব সুন্দরমত আংতি হয়।
san | ০৬ ডিসেম্বর ২০০৯ ১৮:২৫ | 123.201.53.2
পেয়ে গ্যাছে ! হ্যা হ্যা হ্যা হ্যা , এইটা ব্যাপক
tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ১৮:২৪ | 122.163.3.92
স্যান ঃ-))) এই মাত্তর পাঁজি দেখলুম, সামনের শ্রাবণের আগে আর কোনো বোর্তিথি নেই ঃ-) আহ্হ্হ, নিশ্চিন্দি ঃ-))
Arpan | ০৬ ডিসেম্বর ২০০৯ ১৮:২৪ | 122.252.231.12
আমি তো খেতে খেতে গল্পের বই পড়তাম। না পড়লে আমার খাওয়াই হত না। কেউ আমাকে কিছু বলার সাহস করত না। ঃ-)
tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ১৮:২২ | 122.163.3.92
ও! এসব তক্কো যে কত্তই করেছি অপ্পন! ভাত খেতে বসে বাঁ হাত দিয়ে জল খেলে বাঁ হাতও সকড়ি হয়ে যেত কারণ মুখ এঁটো, তার থেকে গেলাস এঁটো, গেলাস থেকে হাত এঁটো। অথচ মুখ এঁটো তাই গলা এঁটো তাই বাঁ ঘাড় এঁটো এবং বাঁ হাত এঁটো নয়... কেন? এ প্রশ্নের উত্তরে "পাকা পাকা কথা না বলে তাড়াতাড়ি খাওয়া শেষ করে ওঠো। খেতে খেতে কথা বলার যত্ত বজে অভ্যেস হয়েছে সব.." ইত্যাদি উত্তর আসত ঃ-(
Arpan | ০৬ ডিসেম্বর ২০০৯ ১৮:২২ | 122.252.231.12
এদিকে বাড়ির তুলসীগাছ পটল তুললে নাকি বলতে হয় পেয়ে গ্যাছে। মরে গ্যাছে বললেই ঠাকুমা তুলকালাম করত। ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন