এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৫ | 65.124.26.7
  • ডিডিদা, ভাবেন যে জীবনে যত পার্টি দেওয়া কর্তব্যের মধ্যে আছে তার একটা কমলো। বেশ ফুরফুরে লাগবে ঃ)
  • a x | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৫ | 143.111.22.23
  • রঞ্জনদার লেখাটা পড়িনা অনেকদিন। আগে যা জেনেছি ওনার কাছ থেকে তারপর পড়তে ইচ্ছে করেনা। কি হবে? উত্তেজনা, ক্ষোভ, বিষ্ময় বাদে? কিচ্ছু করতে পারবনা। এই লড়াই গুলো সব একার লড়াই হয়ে গেছে। নইলে এত গুলো লোক একটা বাড়ির বাসিন্দা, কারো লজ্জাও করেনা চোখের সামনে এইসব দেখতে? শুধু তাই না, বিল্ডারের সাথে সাথ দেয়!
  • d | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৩ | 117.195.35.234
  • এই ব্ল্যাঙ্কি, এই সপ্তাহে আমার কাজটা শেষ করতে পারবি?
  • dd | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৩ | 122.167.3.168
  • খুব জোরে জোরে আওয়াজ করে বড়ো বড়ো হাই তুল্লে তেরোজন গেস্টু বিদায় নিলেন। এইমাত্তর।

    এঁয়ারা থাকাকালীন ,একবার চিন্তা করুন, রামের দিকেই যাই নি। অ্যাতোক্ষনে .... য্যানো রাম দিয়ে জ্বর কমলো।
  • Du | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:৪০ | 65.124.26.7
  • একসাথে এতগুলো ভালো লেখা চলছে যে লিখনেওয়ালারা প্রথমে এসে পড়ছে তারপর নিজেদেরটা লিখছে। এদিকে আমরা পেট ফেটে মরছি।

    রঞ্জনদারটা অবশ্য ঠিক পড়া নয় - ঘটেছে সত্যই তাই উদ্বেগটা বেশি। বিশেষ করে রেনু মেয়েটার জন্য তো আরোই।

    এখন মনে হচ্ছে সেই ওপরতলার রাজনৈতিক লোকেদের ধরার আইডিয়াটাই ভালো ছিল - অন্ততঃ কিছু তো করা যেত।
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২৪ | 59.93.246.47
  • এবার থেকে মনে মনে বাজাতে হবে ঃ(
  • Sibu | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২২ | 71.106.234.63
  • আমি কক্ষনো ব্ল্যাঙ্কিকে নিন্দেমন্দ করবো না। ব্ল্যাঙ্কি আমাকে ফোটুক তোলা শেখাবে বলেছে।
  • aka | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২১ | 168.26.215.13
  • তিনোমুলের চক্কান্তে ব্ল্যাংকির বেউলো শেখাটাও গেল। বোঝো কাণ্ড!ঃ)
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:২০ | 59.93.246.47
  • এই দিদির রাজঙ্কেÄ লোডশেডিং হয় না
  • aka | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১৮ | 168.26.215.13
  • লোডশেডিং হল?
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১৭ | 59.93.246.47
  • আমার আর কিছুই হওয়া হলো নে ঃ(
  • san | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১৬ | 123.201.53.2
  • তিনোমুলের মন্ত্রীও হোস নে। তখন মামুদের বদলে শিবুদা অরিজিত এরা নিন্দেমন্দ করবে। লাভ কি হল !
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১৫ | 59.93.246.47
  • আমি যে গাইতে পারি না ঃ(
  • Sibu | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১৪ | 71.106.234.63
  • ধুস্‌স্‌স্‌স্‌, ব্ল্যাংকি বলেছে বামফ্রন্টের মন্ত্রী হবে না। তিনোমূল নিয়ে কিছু বলে নাই।
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১৪ | 59.93.246.47
  • গুরুর পাতায় মামু তখন মালের বিল নিয়ে কুৎসা গাইবে ঃ( ঃ(
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১৩ | 59.93.246.47
  • ওরে দীপু, তোর মতন শিশু দের জন্য আমি সমাস বিচ্ছেদ করে লিখি আজকাল
  • san | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১২ | 123.201.53.2
  • মন্ত্রী হোস নে। তখুন তোর মাসের মাল খাবার খরচা দেখিয়ে এই এরাই রাদ্দিন নিন্দেমন্দ করে বেড়াবে। কি দরকার।
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১২ | 59.93.246.47
  • আছে তো। হেব্বি স্ক্যান্ডাল হয়ে যাবে ততে ঃ(
  • dipu | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১২ | 59.164.189.70
  • বাম ফ্রন্ট না, বামফ্রন্ট ;-)
  • a x | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১২ | 143.111.22.23
  • কেন? চশমা নাই?
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১১ | 59.93.246.47
  • আমি কোনো দিন বাম ফ্রন্টের মন্ত্রী হতে পারবু নি ঃ(
  • a x | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:১০ | 143.111.22.23
  • উতলা হব না? কথা নেই বার্তা নেই প্রত্যাহার হল বলল অর্পণ? প্রত্যাহার মানে কি, অ্যাঁ? আবার একঘন্টা কমে যাবে? প্রত্যাহার ফ্রত্যাহার বলে নাকো। অ্যাডজাস্ট হয়।
  • dipu | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৮ | 59.164.189.70
  • ইএসপিএন দ্যাখো। থেরনদেবী পেপটক দিলেন।
  • d | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৮ | 117.195.35.234
  • *উতলা
    উফ্‌ উইতলা নয়।

    ভাল কথা, এই দিগন্ত কিন্তু চমৎকার তর্ক করেন। খিস্তিখাস্তা করেন না। হেব্বি ঠান্ডা মাথা। ওনাকে খিস্তি করলেও উল্টে সেই পর্যায়ে নামেন না কখনও।
  • aka | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৬ | 168.26.215.13
  • প্রত্যাহার কথাটা ভুল। এগোনো হয় বা পেছনো হয়। কি মুশকিল।
  • Sibu | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৬ | 71.106.234.63
  • টেক্সাসের সাথে সহমর্মিতা জানিয়ে আম্মো আজ আপিস কাটলুম।
  • d | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৬ | 117.195.35.234
  • হ্যাঁ সে তো হাড়ে হাড়ে জানি ঃ(। কিন্তু এই ডিসেম্বরে অক্ষ কেন উইতলা হল সেটাই জানতে চাইছিলাম।
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৬ | 122.252.231.12
  • তারানন্দে বলছে তো গ্রুপ হয় নি এখনো। ফ্রান্স না পর্তুগাল কে যায় ওই গ্রুপে কে জানে।
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৫ | 122.252.231.12
  • ধ্যাত, এ আবার খবর পাবার কী আছে? প্রত্যেক বছর নভেম্বরের ফার্স্ট রোব্বার করে প্রত্যাহার হয়।
  • d | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৫ | 117.195.35.234
  • এঃ ডিডি নেই, ফরিদা নেই। যাই ঘুমাতে যাই।
  • aka | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৫ | 168.26.215.13
  • শোনেন যারা সিগ্রেটপায়ীদের উঠতে বসতে গাল দেন, সিগ্রেটের সাথে ক্যান্সারের সম্পর্ক নে উদ্বিগ্ন হোন, তাদের বলি। সার্জন জেনারেলের রিপোর্টটা একটু পড়ে নেবেন। ক্যান্সার প্রতিরোধের একমাত্র উপায় হেলদি লাইফ স্টাইল। সিগ্রেট ছাড়া তার মধ্যে একটা কিন্তু আরও বেশি করে দরকার হেলদি খাবার দাবার।

    (জেনারাল জ্ঞান)
  • a x | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৪ | 143.111.22.23
  • বরঞ্চ আমাদের এইটা বলল, বেসিকালি নিজের দরকারে যেতে হলে, নিজে খুঁটে খাও

    The institution is open for normal business and we will not officially close the office at this time. We will continue to monitor the weather and follow the recommendations set forth by the institution. We realize that schools are closing and that individuals have different personal needs that will require them to leave early today. Please discuss your individual needs with your direct supervisor and/or supervising faculty member. Those who need to leave early need to complete a leave request indicating the time that you will be leaving.
  • dipu | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৪ | 59.164.189.70
  • উইকি পড়ে বোঝা গ্যালো গত মাসখানেক যেমন ছিল, তেমনই আছে।

    কিন্তু ইদিকে যে ইয়েব্যাঁকানো নাচফাচ ছলছে, গ্রুপ ঘোষণা হয়ে গ্যাছে?
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৩ | 59.93.246.47
  • আম্রিগায় খালি বালিকা গনের আপিস বন্ধ হয়
  • Blank | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০৩ | 59.93.246.47
  • মাল খেলেই ভুঁড়ি কমে
  • h | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০২ | 61.95.144.10
  • ৪ হবে। মাস কয়েক পরে।
  • a x | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০২ | 143.111.22.23
  • হাতির মাথা! মোটেও অপিস বন্ধ হয় নাই। যত নাবালকদের অপিস বন্ধ হয়।
  • h | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০১ | 61.95.144.10
  • আমি মোটেই হেঁটেই কচুরি জিলিপি খাই না। ইন ফ্যাকট গত মাস ছয়েক কেন আরেকটু বেশি ই একেবারেই ভাজা কিসু খাই না। গজাও খাই না। মাল তো ভাজাও না, গজাও না। সেও তো হপ্তায় এক দু দিনের বেশি না। মাঝে মাঝে ম্যাক্স তিন চার দিন।
    এতদসঙ্কেÄও কমার কোনো লক্ষন নেই।
  • Ishan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০১ | 12.163.39.254
  • টেক্সাসে সত্যিই বরফ পড়ছে :-o। আপিসে এই মাত্তর মেল পেলামঃ

    It?s snowing in Houston! Due to the weather conditions and the expectation that the conditions are going to worsen in the next few hours, they will be closing the office at Noon. The Houston staff will be working remotely and will have their office phones forwarded to their cell phones.

    কি সুখের জায়গা। বরফ পল্লেই আপিস বন্ধ।
  • aka | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০০ | 168.26.215.13
  • হানুদার মেয়ের কত বয়স হল?
  • a x | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০০ | 143.111.22.23
  • আরে অর্পণ লিখল তো খেউড়ের টই তে।
  • a x | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০০ | 143.111.22.23
  • ধুত আমি বারো বছর ওহায়ো, এমনি স্নো, লেক এফেক্ট স্নো সব নিয়েও এখনও বরফ পড়লে উল্লসিত হই। বরফ, বৃষ্টি, বাজ এসব কিছুতেই আমার বেশ পুলক জাগে।
  • d | ০৪ ডিসেম্বর ২০০৯ ২৩:০০ | 117.195.35.234
  • তো অক্ষদা এই ডেলাইট সেভিং টাইম প্রত্যাহারের খবরটা কোথায় পেলে?
  • h | ০৪ ডিসেম্বর ২০০৯ ২২:৫৯ | 61.95.144.10
  • গত কদিনে আমার মেয়ে দুটো ভালো দিয়েছে।

    ১। আকাশের ওপারে কি আছে রে বাবা? স্টার রা কি ওদিকে খেলতে যায়?
    ২। আমার স্বপ্নের দরজাটা খুলে গেল, দেখলাম, ঐখানে টেবিলে বসে দাদা নিজে নিজে ভাতু খাচ্ছে আর নিজের হিসু নিজে করছে। (ব্যাপারটা সাইমালটেনিয়াস না কনকারেন্ট সেটা ঠিক পুরোটা বলে নি।)

    সারা দিন বড়দের সঙ্গে মিশলে, বাচ্চারা বোধায়, তাড়াতাড়ি সেন্টেন্স ফর্ম করতে পারে।
  • san | ০৪ ডিসেম্বর ২০০৯ ২২:৫৮ | 123.201.53.2
  • অবশ্যই হেঁটে রোগা হয়। আমিই তো হলাম। তবে হাঁটা শেষ করেই রোজ কচুরি+জিলিপি খেলে হয় না। স্বাভাবিক।
  • sumeru | ০৪ ডিসেম্বর ২০০৯ ২২:৫৫ | 120.50.183.252
  • বাংলাদেশে নো চেঞ্জ। মনে টাইম সেভিং চলতিসে।
  • h | ০৪ ডিসেম্বর ২০০৯ ২২:৫৩ | 61.95.144.10
  • টিম, ইন্দো, অসংখ্য ধন্যবাদ। এইবার তোমরা একটু জনগণ কে উদ্বুদ্ধ করার কাজে মন দাও, আর আমি হাঁটি কিনা বা হাঁটলে ঠিক কারা কারা তা দেখতে এসে ঠিক কত টাকার ছোলা ভাজা আর গজা খায়, এ ব্যাপারে দুশ্চিন্তা কোরো না। ঠাকুর সব দেখছেন। আমেন।
  • aka | ০৪ ডিসেম্বর ২০০৯ ২২:৫৩ | 168.26.215.13
  • আরে না একদম ঠিক বলেছি আমি বাচ্চু আমার কথা শোনো।
  • h | ০৪ ডিসেম্বর ২০০৯ ২২:৫১ | 61.95.144.10
  • কাল প্রায় গোটা সন্ধে বেলা এই অবলা আমি কে কেবলি বারংবার মোটা বলা হয়েছে। নানা ভাবে এবং প্রকারান্তরে। কেউ ব্যতিক্রম নাই। হায় বিরোধী শক্তি বলে কি কিসু নাই? সকলেই কি রেল কমিটির হনা রেবল মেম্বর হল?

    বাই দ্য ওয়ে, আমি সকালে হাঁটি, এবং মেলা বসে না। সকালে হাঁটতে বেরোলে, অসংখ্য অকারণে অতি পরিশ্রমী স্বাস্থ্যোঙ্কÄল নির্মা টাইপের কারিয়া পিরেতমার্গীয় ভুষুন্ডির মাঠ-নিবাসী দের দেখলে, একটা কথা পরিষ্কার বোঝা যায়, হেঁটে কেউ রোগা হয় না। তবে কারো কারো পেছনে হেঁটে হেঁটেই অন্য কারো কারো জীবনে অসংখ্য নিশি প্রভাত আর অগুন্তি প্রভাত নিশিতে বিলীন হয় সে বিষয়ে তর্কের অবকাশ প্রায় নেই। দীর্ঘ নিঃশ্বাস।
  • Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ২২:৫১ | 122.252.231.12
  • বাচ্চু, উইকি পড়। আর আকার কথা শুনবি না। সব ঘেঁটে যাবি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত