এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ১৭:১৯ | 122.173.176.114


  • আমিও ঐ ঘটিদেরটা দেখতে চাই
  • dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ১৭:১৩ | 207.179.11.216
  • একটাতে ঘটিদের নিয়ে খিল্লি করেছিল। সেইটা আমার সবচে ভাল লেগেছিল ঃ-)
  • tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ১৭:১০ | 122.173.176.114
  • দেবলীনার আর দাশগুপ্তর একটা দেখেছিলাম। বাবা আর মেয়ে। দারুন লেগেছিল। আর একটা বোধহয় স্বামী স্ত্রী। অন্যগুলো কেউ খুঁজে পেলে এখানে দিও একটু।
  • dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ১৭:০৭ | 207.179.11.216
  • হুঁ, এই শিডিউলটাই খুঁজছিলুম। খনা নয় দুর্গা।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৭:০৩ | 216.52.215.232
  • খনা জি তে হয়।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৭:০৩ | 216.52.215.232
  • আরে রিমোটের রাইট অ্যারো কি দাবিয়ে এগিয়ে গিয়ে দ্যাখ।
  • Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ১৭:০১ | 219.64.11.35
  • হুঁ। স্টার জলসা। রাত দশটা। লাফ আজকাল।
  • dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ১৭:০১ | 207.179.11.216
  • পোত্তেকদিন? জলসা খুল্লেই তো কীসব খনা, ওগো বধূ সুন্দরী (সিরিয়াল) এইসব হচ্ছে দেখা যায়।
  • Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ১৭:০০ | 219.64.11.35
  • ঃ-)
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৯ | 216.52.215.232
  • স্টার জলসা। দাশ বা সাড়ে দশ। ভুলে গেছি। শুরুর দুদিন নচি আর শিলাজিত এসে জমিয়ে দিয়েছিল।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৯ | 216.52.215.232
  • * দশ
  • dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৮ | 207.179.11.216
  • আই লাফ ইউ দিয়ে সার্চালে কীসব ম্লেচ্ছহাসি বেরোচ্ছে। রূপসী বাংলা সার্চালে জীবনানন্দ।

    এই লাফ আজকাল কোন চ্যানেলে কখন হয়?
  • intellidiot | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৮ | 61.8.134.18
  • চিয়ার লিডার, চিয়ার লিডার তোমার বাড়ি মাঠে
    চিয়ার লিডার তুমি নতুন এসেছ তল্লাটে
    চিয়ার লিডার তোমায় নিয়ে গিলতে যাবো পোলাও
    রাহুল দ্রাবিড় আউট হলে ওসব কেনো দোলাও
    কুঞ্জে অলি, সেক্সি বোলিঙ, ব্রায়ান লারাও গ্রিপে
    নয়নতারা আটকে গ্যাছে ফাইনলেগের ডীপে
    তুমি তখন নীল বিকিনি, তুমি তখন বালিস্‌
    ও রজনীগন্ধা-রে তোর গন্ধসুধা ঢালিস্‌

    এর পরেই রবি ঠাকুরের প্রবেশ
    "অ্যাই, এই লাইনটা তো আমার কপিরাইট..."
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৬ | 216.52.215.232
  • অনিন্দ্যের নতুন টক শো টাও ব্যপক হচ্ছে। লাফ আজকাল।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৫ | 204.138.240.254
  • আই লাফ ইউ দিয়ে সার্চিয়ে দ্যাখ তো পাস কিনা।
  • dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৫ | 207.179.11.216
  • দেবলীনা আর পদ্মনাভ দাশগুপ্তও জলসাতে কি একটা প্রোগ্রামে দারুণ কমেডি করত। সেসব কি ইউটিউবে পাওয়া যায়? কারুর কালেকশনে আছে?

    আগেরবার বাড়ি গিয়ে রূপসী বাংলা চ্যানেলে আরো একটা কিছু দেখেছিলাম, তাতে কাঞ্চন মল্লিক টারজান (পানু নয়) হয়েছিল। ফাটাফাটি রকমের অসা। সেসবও কারোর সংগ্রহে থাকলে জানাবেন।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৪ | 204.138.240.254
  • রোয়ান অ্যাটকিনসন বাড়ি গিয়ে দেখতে পাব। এদিকে মেয়ে ঘুমুলে দেখতে হবে। সে আবার মিস্টার বিনের মস্ত বড় পাখা।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৩ | 216.52.215.232
  • এϾট্র ডায়ালগটাও ব্যপক ছিল।

    - আপনি কে?
    - চিনলি না? আমি রবি।
    - ওঝা?
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৫২ | 204.138.240.254
  • সে প্যারডি তো কিছু একটা থেকে করতে হবেই। আচ্ছা, না হয় মেনেই নিলাম ওইটা জয়ই ছিল।
  • . | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৭ | 125.18.104.1
  • রোয়ান অ্যাটকিনসনঃ

    গে খ্রীস্টানঃ

    ঃ-)
  • Blank | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৭ | 170.153.65.102
  • আর চীয়ারলীডার কবিতা টা পুরো PG 13
  • Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৪ | 219.64.11.35
  • কিন্তু চিয়ারলিডার চিয়ারলিডার তোমার বাড়ি যাবো-টা তো সরাসরি বেণীমাধব বেণীমাধব থেকে প্যারডি করা।
  • Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৩ | 219.64.11.35
  • হ্যাঁ, সায়ন হয়েছিল পুরন্দর ভাট। আর দীপাংশু হয়েছিল ফ্রেমের ভেতর থেকে গুরুদেব। কিন্তু ইনভিজিবল ছিল জয়।

    ঐ এপিসোডের একটা লাইন বেশ মনে পড়ছে ঃ আপনার গানের কপিরাইট? সে তো পরাণ বন্দ্যোপাধ্যায়ের মাথার চুল! ছিল, এখন নেই।
  • Blank | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৪১ | 170.153.65.102
  • আপিসে ইউটিউব খুলবে নি ঃ(
    আজ আবার আপিসে আগুন ধরে হেব্বি এক মজার ব্যপার হয়েছিলো
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৪১ | 204.138.240.254
  • ঐটা জয়কে নিয়ে নাও হতে পারে। যেকোন কবিকে নিয়েই হতে পারে (পুরন্দর ভাট ছাড়া)। কবিরাও মাইনরিটি ও খিল্লিযোগ্য এখন মনে পড়ল। ঃ-)
  • Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৪০ | 219.64.11.35
  • এখনই দেখতে ইচ্ছে করছে খুব ঃ-)

    ডাউনলোডানোর দরকার নেই। সবকটা লিংক পেলে আমার অর্কুটে অ্যাডিয়ে নেবো।
  • Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৯ | 219.64.11.35
  • ইয়েস। মিড ডে মিল।

    চিয়ারলিডার, চিয়ারলিডার, তোমার বাড়ি যাবো ... অসা ছিল।
  • Blank | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৮ | 170.153.65.102
  • আমি আপিসে যে। আপিস থেকে কি করে দেবো? আর জিপ করে পাঠালেও সেই তো তোমায় ডাউনলোডাতে হবে। তাচ্চে ইউটিউব থেকে ডাউনলোডিয়ে নাও না
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৭ | 216.52.215.232
  • জয়কে নিয়ে কোনটা? মিডডে মিল?
  • . | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৭ | 125.18.104.1
  • কাল আবার বে'র নেমোন্তো! কিসব আর্বিট অচেনা লোকজন নেমোন্তো করে মাইরি! ঃ-(
  • Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৬ | 219.64.11.35
  • আমার কাছে সবকটা নেই। জিপ করে পাঠানো যাবে? এখন?
  • Blank | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৪ | 170.153.65.102
  • আজকাল ঋতুপন্নো কে দেখলেই ঐ খচ্চর দুটোর কথা মনে পরে ঃ)
  • Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৩ | 219.64.11.35
  • এখন মনে পড়ছে। জয় গোস্বামীর কথাবার্তাও বেশ আধো আধো টাইপ, কবি-কবি ব্যাপার আছে। তবে ঋতুর মত অসহ্য নয়। জয়কে নিয়েও খিল্লি করেছিল এরা দুজন। ঃ-)
  • Blank | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:৩১ | 170.153.65.102
  • দীপাংশু সায়নের সব কটা আমার মেশিনে সেভ করা আছে। ছেলেদুটো খুব ই ট্যালেন্টেড।
  • Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:২৭ | 219.64.11.35
  • দীপাংশু সায়নের প্রতিটা এডিশন কালেকশনযোগ্য। কোনো কথা হবে না।

    ঐটা দেখেছিলি ব্ল্যাঙ্কি? রবীন্দ্রনাথের সঙ্গে রিতুপন্নোর ঘোষ কোম্পানি? "গুরুদেব, এসেছিস?'

    টু মাচ। তবে এটাতে আমার সেরা লাগল এখনো পর্যন্ত ঃ "আমি স্যান্ডুইচে বিষ দিই নি।' আমি তিনটে ক্লিপ দেখেছি এখনো পজ্জন্ত।
  • Blank | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:২৩ | 170.153.65.102
  • আমার ঐ দীপাংশু সায়ন তা ব্যপক লেগেছিল। বহুত মজার। ঋতুপন্নো লোকটা বহুত বিরক্তিকর। নিজের ঠাকুমার বয়সী মানুশজনকেও তুই তোকারি। অদ্ভুত ন্যকা ন্যকা ভাবে কথা বলা। ওড়না ঠিক করা কিছুক্ষন অন্তর অন্তর।
    কোন মাইনরিটি রা এমন করে কে জানে। আমি নিজে যাদের দেখেছি তারা কেউ ই এমন নয়। বরং ঋতুপন্নো কে নিয়ে তারা আমাদের মতন ই খিল্লি করে। ঋতুপন্নো একটা বেশ খিল্লি যোগ্য প্রানী। লোকটা নিজেকে কি ভাবে কে জানে !!!!
  • Blank | ০১ ডিসেম্বর ২০০৯ ১৬:০০ | 170.153.65.102
  • নরম কপি নাই। কোনো দিন খুঁজেও দেখি নাই ঃ(
  • . | ০১ ডিসেম্বর ২০০৯ ১৫:০৮ | 198.96.180.245
  • আমি যাবতীয় ভাঁড়ের পক্ষে।

    দারিও ফোর নোবেল বক্তৃতার শিরোনাম ছিল- Contra Jogulatores Obloquentes- Against Jesters Who Defame and Insult

    এটা সম্রাট দ্বিতীয় ফ্রেডেরিকের একটি আইনের নাম- "Law issued by Emperor Frederick II (messina 1221), declaring that anyone may commit violence against jesters without incurring punishment or sanction"
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৯ ১৫:০৪ | 61.95.144.122
  • মীর সেলিব্রিটিপনা করে কিনা জানি না - তবে হোস্টমহায় করেন - বেশ ভালো রকম। ওজ্জন্যেই দেখা চাপের।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৪:৫৫ | 204.138.240.254
  • আরে মীর তো সেলিব্রিটি হালে হয়েছে। শুরুতে প্রচুর স্ট্রাগল করেছে এবং ওই সময়ে প্রচুর লোকে (ইনক্লুডিং আমি) রেডিও আবার শুনতে শুরু করে তার পেছনে মীরের বিশাল অবদান আছে। সেই নিয়ে দু'চার কথা শুনতে খারাপ লাগছিল না।
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৯ ১৪:৫১ | 61.95.144.122
  • আমার টক শো ভাল্লাগে না। আর আমি সেলিব্রিটিপনা বেদম অপছন্দ করি।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৮ | 204.138.240.254
  • আরে প্রথমদিকটা দেখো। ভালোই লাগছিল।

    সত্যি বলতে আজকাল চাদ্দিকে এত ঝগড়া আর মাইরি ভাল লাগে না।
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৯ ১৪:৪৩ | 61.95.144.122
  • আমি প্রথমটা মিনিটখানেক দেখে এক লাফে শেষেরটায় চলে গেলুম - সেখানে ততক্ষণে ঝগড়া শুরু হয়ে গিয়েছে। তেকোনার দেওয়া ব্লগটায় বলেছে শেষের একুশ মিনিট।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৯ | 204.138.240.254
  • মামু লিংক দিয়েছে তাই। আমি কাল রাতে মাত্র দেড়খানা দেখে উঠতে পেরেছি। ততক্ষণ অব্দি তো কিছু হয়নি। আজ বাকিটা দেখব।
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৯ ১৪:৩৬ | 61.95.144.122
  • এই মীর আর ঋতুপর্ণকে নিয়ে ফের তক্কোটা শুরু হল কেন দুম করে?
  • Arijit | ০১ ডিসেম্বর ২০০৯ ১৪:০৯ | 61.95.144.122
  • ব্ল্যাংকি বা অন্য কারো কাছে "অপারেটিং সিস্টেম কনসেপ্টস' বইটার নরম কপি আছে? আট নং এডিশন বেরিয়ে গেছে, কিন্তু ডাউনলোডাতে পারছি না।
  • a | ০১ ডিসেম্বর ২০০৯ ১৩:৩০ | 59.161.83.127
  • খুলসে
  • a | ০১ ডিসেম্বর ২০০৯ ১৩:২৮ | 59.161.83.127
  • খোলে না যে!!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত