এই সব হবার পর মীর ক্যালকাটা টাইম্সে একটা লেখা লিখেছিল। শিরোনাম ছিল খুব সম্ভবতঃ "And Mr. Ghosh is an Honorable Man"। লেখাটা খুঁজে পাচ্ছি না।
dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ১২:৪৭ | 207.179.11.216
হুঁ, থিওরি দাঁড়াচ্ছে না।
tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ১২:৪৬ | 122.161.62.100
কোনো টই-ই খুলতে পারছি না আর। ব্যাঙ্কুয়ারীকে নিয়ে এদ্দিন পরে একটু বসতে গিয়ে ঃ-((( বোর হয়ে গেলুম। যাগ্গে
a | ০১ ডিসেম্বর ২০০৯ ১২:৪০ | 59.161.83.127
রহস্য গল্পের টই না খুল্লে কিন্তু রক্তারক্তি হয়ে যাবে বলে দিলুম
. | ০১ ডিসেম্বর ২০০৯ ১২:৩৮ | 125.18.104.1
রূপসী বাংলা রোজ ভ্যালির মালিকদের চ্যানেল।
tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ১২:২৬ | 122.161.62.100
দীপু, জলসায় বোধহয়। আমি অবশ্য যা দেখেছি ফরোয়ার্ডেড লিঙ্কেই দেখেছি। আসল অনুষ্ঠানগুলো দেখিনি। তবে বাড়ির সামনেই তো জলসার অফিস। তাতে মীরের আনাগোনা দেখে মনে হয় জলসাই হবে
tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ১২:২৩ | 122.161.62.100
হুঁ, সেটা জানি। এক এক সময় কিছু পড়ে মনে হয় শেয়ার করি সকলের সঙ্গে। নতুন একটা টই খুলব না ভালো বই-তেই লিখব বুঝতে পারছি না। চট করে টস করে সাজেস্ট করে ফেল তো
dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ১২:১৭ | 207.179.11.216
ঘোষ এন্ড কোং জলসায় হত না রূপসী বাংলায়? এবং এই রূপসী বাংলাটাও জলসাওলাদেরই চ্যানেল তো? (একটা কনস্পিরেসি থিওরি নামানো যায় কিনা ভাবছি)
Arijit | ০১ ডিসেম্বর ২০০৯ ১২:১৩ | 61.95.144.122
হুঁ - টইয়ে কিছু গড়বড় হইসে।
বাই দ্য ওয়ে - এই ঘোষ এণ্ড কোং প্রথম দেখলুম। এরা সব প্রোগ্রামই এত টোকে কেন? করণ জোহর কোত্থেকে টুকে কফি উইথ করণ করলো। ঋতুপর্ণ সেটা টুকে ঘোষ এণ্ড কোং। ধুৎ।
I | ০১ ডিসেম্বর ২০০৯ ১২:১২ | 59.93.244.238
যদ্দুর জানি, তেমন কোনো থ্রেড নেই। ভালো বই-য়ের থ্রেড আছে; সে তো তুমিও জানো।
tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ১২:০৪ | 122.161.63.245
অপ্পন, তার বাবা ঠাকুদ্দাও তো করেছিলেন.. তবুও তো ঃ-))
teman keu na | ০১ ডিসেম্বর ২০০৯ ১২:০৩ | 122.161.63.245
প্রিয় কবিতার যেমন সুতো আছে তেমন প্রিয় বই বা এই ধরনের কোনো সুতো আছে? সার্চ করলে তেমন কিছু পাচ্ছি না। পুরোনো টই বড্ড সময় নিচ্ছে খুলতে। কোনো বইয়ের বা কোনো লেখার ভালোলাগার অংশ শেয়ার করার মত টই কি অলরেডি আছে? কেউ বলতে পারবে?
Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১২:০১ | 204.138.240.254
আমাদের এক প্র্রক্তন সহকর্মীর পদবী ছিল ব্রহ্মচারী। সে যখন বিয়ে করল তখন তার উপরওয়ালা চোখ মটকে জিগ্যেস করেছিল তুমি, বিয়ে করছ?
tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ১১:৫৮ | 122.161.63.245
ঃ-)))) আর একটা এমন শব্দ সেই কব্বেই তৈরী হয়েছে - ব্রহ্মচারী = ব্রহ্মার মত যারা আচার খেতে ভালোবাসে ঃ))
kd | ০১ ডিসেম্বর ২০০৯ ১১:৪৭ | 59.93.244.140
নতুন বাংলা শব্দ - সইরাচারি। অর্থ - তেকোনার মত যারা আচার খেতে ভালোবাসে। ঃ)
Arijit | ০১ ডিসেম্বর ২০০৯ ১১:২৯ | 61.95.144.122
বেঁচে থাকতেই মনমোহন সিং-এর নামে স্কলারশিপ তৈরী হয়ে গেল! টাইমস অব ইন্ডিয়া খুল্লেই কাগজের পাতা লোড হবার আগে ব্রিটিশ কাউন্সিল, সেন্ট জনস কলেজ আর কেমব্রিজ ইউনির একটা অ্যাড দিচ্ছে - ডক্টর মনমোহন সিং স্কলারশিপ ২০১০-এর জন্যে অ্যাপ্লিকেশন চেয়ে।
nyara | ০১ ডিসেম্বর ২০০৯ ১১:২৭ | 24.4.99.4
দীপাংশু ছেলেটা অত্যন্ত ট্যালেন্টেড বলে মনে হয়েছে। বামপন্থীদের সম্বন্ধে একসময়ে যে বলা হত সোশাল কন্টেন্ট না থাকলে তাঁরা নস্যি পর্যন্ত নেন না, আমাদের হাস্যরসে সবসময়ে মেসেজ খুঁজে বের করাটা সেইরকম ক্লান্তিকর। স্যাটায়ারে সবসময়ই কাউকে ঠোকা হয়। অনাবিল হাস্যরস পেতে গেলে বাঁটুল পড়ুন ও পড়ান।
a | ০১ ডিসেম্বর ২০০৯ ১১:০১ | 59.161.83.127
আমি মির কে অত্যন্ত অপছন্দ করি, কারণ his brand of humour does not suit me। কিন্তু এই ইস্যুতে, আমি মিরের পক্ষে
কয়েকটা পয়েন্ট, ঋতু বিরোধীঃ
১) একটা art form কে আরেকটার থেকে নিচুমানের মনে করাটা শুধু বোকামি নয়, অসভ্যতা। বিশেষত সেটা আরেকজন artist এর থেকে এলে।
২) সারা বাংলায় ঋতুর সমকক্ষ, শিক্ষা/সমস্কৃতিতে, খুব কমলোক আছে, এই মনোভাব খুব superior complex এর পরিচয় বলে মনে হয়েছে। (আমার মতে যারা সত্যি এই কথা বলতে পারেন, তারা এই কথা বলর প্রয়োজন বোধ করেন না, উত্তম-মধ্যম কেস আর কি)
৩) lets call a spade, a spade তোমার খারাপ লেগেছে, মেনে নাও। এটাকে বৃহত্তর সামাজিক প্রতিবাদ করে দেখানোর চেষ্টাটা খুব হাস্যকর ঠেকেছে
৪) মিরের একটা যুক্তি ঠিক, কেউ যদি হাসি-মজা নিতে না পারে, তাহলে কোথায় যেন মনে হয় সে নিজের appearence সম্পর্কে নিজেই স্বচ্ছন্দ নয়। ঋতুর পুরো conversation এ, সেই insecurity, inferiority complex ফুটে বেরোচ্ছে। এখানে প্রণিধাণযোগ্য, এক ই মানুষের ভিতর একই সাথে ,সুপেরিওর আর ইনফিরিওরিটি কিভাবে কাজ করে দুটো আলাদা space এ!!!
অ
tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ১০:৫৮ | 122.161.63.245
ফাইন্যালি, পড়লাম। যা সময় লাগল খুলতে তাতে আপেল পচে যাওয়ার কথা ছিল। নেহাত নি-সিদ্ধ, তাই রক্ষে ঃ-)) সত্যিই বড্ড সময় লাগছে আজ, সবকিছুতেই
Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ১০:৪৫ | 122.162.75.56
সেম হিয়ার। পুরনো টই খুলতে পোচুর টাইম নিচ্ছে। মাঝে মাঝে লেখা পোস্ট হতেও টাইম নিচ্ছে।
dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ১০:৪৪ | 207.179.11.216
এইটা আমিও সকালে দেখলাম। টই খুলতে বেশী সময় নিচ্ছে।
Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ১০:৪৪ | 122.162.75.56
আজ, পয়লা ডিসেম্বর দু হাজার নয় তারিখেও, আমি এখনো জানি না ঋতুর সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা কী? আমি সেই প্রোগ্রামও দেখি নি, আজই প্রথম দেখছি (পার্ট টু চলছে এখন)। ইন ফ্যাক্ট কারুর সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে আমি ইন্টারেস্টেডও নই।
ঋতু পাবলিক ফিগার হিসেবে নিজেকে যেভাবে প্রজেক্ট করে, জ্ঞানতই করে, জেনেবুঝেই করে, সে নিজের স্টাইলটাকে একটা সিগনেচার, একটা স্টেটমেন্ট হিসেবে এস্ট্যাবলিশ করতে ভালোবাসে। সেম উইথ পি সি সরকার, সেম উইথ মিঠুন চক্কোত্তি, সেম উইথ লাল্লুপ্রসাদ যাদব। তারা নিজেদের কিছু স্পেশাল স্টাইল দিয়ে, স্পেশাল রিপ্রেজেন্টেশন দিয়ে নিজেদের পরিচিতি তৈরি করতে ভালোবাসে। সচেতনভাবে করে তারা এইসব। তো, লাল্লুকে নিয়েও খোরাক করা হয়, মিঠুনকে নিয়েও হয়, ঋতুকে নিয়েও হয়েছে। সো ফার সো গুড। কোনো পবলেম নাই। কোনো চাপ নাই। আমার লালুর স্টাইলও অতি জঘইন্য লাগে, ঋতুর স্টাইলও। তো লালু খচে নি, ঋতু খচ্ছে। খচে নিজেকে আরো খিল্লিযোগ্য করে তুলেছে। ঃ-) খিল্লিযোগ্য ও আগেও ছিল, লালুও ছিল, মিঠুন চক্কোত্তিও ছিল। যে যার নিজের নিজের কারণে। স্টাইল স্টেটমেন্টে।
tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ১০:৪১ | 122.161.63.245
পুরোনো টই, বিশেষ করে যেগুলোতে অনেক পোস্ট আছে, সেগুলো খুলতে প্রচুর সময় নিচ্ছে। সকাল থেকে 'নিষিদ্ধ আপেল'-টা পড়ার চেষ্টা করছি, হচ্ছে না ঃ-(
pi | ০১ ডিসেম্বর ২০০৯ ১০:৩৬ | 72.83.98.106
'ও জানতো ও কীসে আলাদা' .. এই কীসে টা কি ওনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে? মিমিক্রি বা খিল্লি টা সেই অ্যাঙ্গেল হয়ে থাকলে তো সেটা বাজে ই। ঘোষ এন্ড কোম্পানীতে মীর তো বলেছেন দেখলাম, সেরকম কিছু উদ্দেশ্য ছিল না।
a | ০১ ডিসেম্বর ২০০৯ ১০:২৮ | 59.161.116.204
আর মিমিক্রি বা manarism নিয়ে খিল্লি যদি বন্ধ করতে হয় তো NDTV তে গ্রেট ইন্ডিয়ান তামাশা বা CNN-IBN এ The Week that was not এর মত প্রোগ্রাম ও বন্ধ করতে হয়। আর তার সাথে প্রায় সব বলিউডী মুভি (ঐ এফিমিনেট ডিস্ক্রিমিনেশনের গ্রাউন্ডে)
কিন্তু তা যখন ঋতু বাবু করছেন না, তখন bigger social perspective, যেটা উনি প্রচার করার চেষ্টা করছে, আদতে সেটা বাজে কথা। মূল কথা হল নিজের ঝাট জ্বলেছে, তাই মির কে নিজের প্রোগ্রামে ডেকে খিস্তি মারা। উনি ঐ পোগ্রামে নাহোক ২০বার বলেছেন যে এতে (মিরের মিমিক্রি তে) ওনার কিছু যায় আসে না। সেটা সরাসরি মিথ্যে।
অ
tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ১০:২৬ | 122.161.63.245
ব্লন্ড মহিলা বাজারে কম বলে হয়ত
dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ১০:১৬ | 207.179.11.216
ব্লন্ড মহিলাদের নিয়ে বাজারে এত জোক চালু কেন?
Arijit | ০১ ডিসেম্বর ২০০৯ ১০:০২ | 61.95.144.122
অক্ষ - icq আর irc আমরা করতুম - ইউনিতে। তখন থেকেই ওই মাল্টি প্রোটোকল ক্লায়েন্টগুলো ব্যাভার করি - পিজিন বা এডিয়াম...
Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৭ | 122.162.75.56
এই লিংকগুলো একটা টইতে রেখে দিলে হয় না? অমূল্য কালেকশন। হারিয়ে যেতে পারে।
পাই, ঋতুর চাটার আগে মীরের কোনও স্পেসিফিক প্রোগ্রাম ঐভাবে পাওয়া মুশকিল। মীর বহুদিন ধরেই বিভিন্ন শোয়ে ঋতুকে নকল করে। শুধু ঋতু নয়, পিসি সরকার, অশোককুমার, মিঠুন চক্কোত্তি সবাইকেই করে। খচেছে শুধু ঋতু। কারণ ও জানত ও কীসে আলাদা পিসি সরকার মিঠুন চক্কোত্তিদের থেকে।
মীর সম্ভবত অপর্ণা সেনকেও নকল করেছে, মুনমুন সেনকেও করেছে। তাতে অপন্না বা মুনমুন খচে নি।
pi | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৫২ | 72.83.98.106
ঠিক ঐ শব্দটির পরে ই ব্র্যাকেটে কিছু কথা লেখা ছিল , আর ঠিক সেগুলো বাদ দিয়েই স্যানের ঐ শব্দটা চোখে লাগলো ঃ) এনিওয়ে,নো তক্কো। এবার কাটলুম।
san | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৫১ | 123.201.53.3
গ্রেট। কোন চাপ নেই ঃ-)
pi | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৫০ | 72.83.98.106
তাই স্যানের সাথে এ নিয়ে কোনো তক্কো ই আমি করবো না .. এখনো না। পরেও না। ঃ)
san | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৫০ | 123.201.53.3
তা হতে পারে। রাত্তিরে ভাল করে পড়ব। যে আচরণ মেয়েরা করে নাই বলে দাবি করছ সেটাকে আবার 'অতি মেয়েলি' বলার কি দরকার, শুধু ন্যাকা-ন্যাকা বললেই তো হয়, এইটুকু চোখে লাগল। আবার পরে ঃ-)
pi | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৪৮ | 72.83.98.106
স্যান বোধহয় আমার পোস্টগুলো ভালো করে পড়েনি।
tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৪৭ | 122.161.63.245
কারণ ঐ আচরণ ছেলেলী না বলেই ছেলেরা ধরে নিয়েছে, তাই ঃ-)
san | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৪৭ | 123.201.53.3
ঋতুপর্ণ সম্পর্কেও অনেক জ্ঞানগর্ভ বাণী দেবার ছিল , কিন্তু হায় , বেরোতে হবে ঃ-(
রাত্তিরে এসে মূল্যবান মতামত দেব, যদি তখনও এই আলোচনা চলে ;-)
tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৪৬ | 122.161.63.245
ওহো, আমি আর পিছন ফিরে দেখি নি ঃ-) তাইলে তুমি সোনু নিগমটাই এনজয় কর। সেগুলো মনে হয় টুকরো টাকরা মীরাক্কেল-এ থাকতে পারে। আমি এক দুবার ঝলক দেখেছি এদিক ওদিক
san | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৪৫ | 123.201.53.3
তাহলে পাইদিও দরকারমত 'মেয়েলি', 'এফিমিনেসি' এইসব শব্দের প্রয়োগ করে থাকো ঃ-(
Binary | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৪৪ | 70.64.19.80
এইটা মেয়েলি বলে মনে হচ্ছে কেন সেটাই আমার প্রশ্ন। এটা বা এরকম স্টাইল তো অরো অনেকের-ই আছে, এতটা না হলেও। উদাহরন বরুন চন্দ।
pi | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৪৩ | 72.83.98.106
তেকোনাদি এটা কি দিলো ? এটাই তো সকালে আমি দিয়েছিলুম বোধহয় ঃ) আমি তো চাইছি এই অনুষ্ঠানের আগে মীরের করা মিমিক্রি দেখতে, যেগুলো নিয়ে ঋতুপর্ণ এই অনুষ্ঠানে মীরকে ঐ অভিযোগগুলো করলেন।
tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৪১ | 122.161.63.245
আর এই ঋতুপর্ণ-মীর দেখে বোর হলে, এইটা দেখ। সোনু নিগম ঃ-)
pi | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৪০ | 72.83.98.106
ঋতুপর্ণর এই অতি মেয়েলি ন্যাকা ন্যাকা আচরণটাই এফিমিনেট গে দের রিপ্রেসেন্টেটিভ আচরণ এই মেসেজটা পৌঁছানো সবচে ক্ষতিকর। আর এই অ্যাসোসিয়েশনটা মীর এট আল যতটা না করেন, উনি নিজে সচেতনভাবে অনেক বেশি করেন।
ইউটিউব দেখে দেখে ক্যামন মাথাটা ধরে গেল। এখন ঘুনু করি। কালকে এসে জ্ঞানগর্ভ বাণী দেব। ঃ)
tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৩৪ | 122.161.63.245
না পাই। দুটোই একটা নির্দিষ্ট চ্যানেলের ভিন্ন অনুষ্ঠান। এনজয় গুরু মীরের সঞ্চালনায়।
ঋতুপর্ণ আমারও অসহ্য লাগে। কথা বলার ভঙ্গী, ন্যাড়া মাথায় হাত বুলিয়ে কানের দুল দুলিয়ে ওড়না সামলানো বডি ল্যাঙ্গুয়েজ, সবই। কিন্তু তাতে ওনার ভারী বয়েই গেছে। দ,এর সঙ্গে একমত এ ব্যাপারে। আমার আরো অনেক কিছুই পছন্দ না। টিভি, মাইকে ভাষণ, চিনি আর পেঁয়াজের দাম ইত্যাদি। আমাকেও অনেকের পছন্দ না। তাতেই বা কি? উনি যা উনি তাই, সে কাহারো পরাণ তাহা চাক বা না চাক। তবে উনি নিজেকে যে একটা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেটিভ বলে দাঁড় করিয়েছেন। কিন্তু উনি যাদের রিপ্রেজেন্ট করছেন বলে দাবী করেন তারা কি সত্যিই ওনাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে চান? জানিনা। কারণ, তাদের জন্য আরো কিছু খিল্লি বাজার থেকে যোগাড় হচ্ছে এই সব কাদাছোঁড়াছুঁড়িতে। অ্যাফিমিনেট পুরুষরা এমনিতেই যথেষ্ট চাপের মধ্যে থাকেন। হয়ত তাদের মধ্যে নিজেকে লুকিয়ে রাখার একটা প্রবনতাও থাকে শুধু এই কারণেই। আর এই সবের পরে সে প্রবণতা বাড়বে বই কমবে না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন