এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:২৫ | 76.160.41.66
  • ধুস, ঐ সব বলে দাদার কীর্তি হেয় করা যায় না যাবে না ঃ)

    ইদিকে ওডিআই শুরু হল নাকি! দশ ওভারে ছাপ্পান্ন রান!
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:২৩ | 61.95.144.122
  • শেই শেলিব্রিটি শংশ্‌কৃতি।
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:২৩ | 76.160.41.66
  • অনলাইনে হইহই করে ট্যাক্স আছে, বরং দোকানে দেখলাম এমার্পি তে ট্যাক্স ইনক্লুডেড।
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:২১ | 76.160.41.66
  • চোখ পিটপিট করলেও দাদা দাদাই - ইনসাইড আউট ছয় মারা দাদা, মোলায়েম কভার ড্রাইভের দাদা, অল্প সীমে কট বিহাইন্ড করানো দাদা (শুধু ফিল্ডিংটাই যা একটু হুঁ হুঁ, তো?) - করলই বা চোখ পিটপিট।
  • Tim | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:২১ | 71.62.121.158
  • সৌরভের বাংলাটা তো একটু আড়ষ্টই। সেটুকু মেনে নেওয়াই যায়।

    পুরোনো ফেলুদা আর নতুন ফেলুদা অ্যান্ড কোং দেখে ও তাদের কথা শুনে বেজায় দুঃখু পেলাম। কিসব সিনেমা হয়েছিলো গল্পগুলো নিয়ে, আর এখন কি হচ্ছে! ধুস!
  • Arpan | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:২০ | 204.138.240.254
  • অনলাইনে ট্যাক্স লাগে না এইরকম কী একটা ফান্ডা আছে না?
  • Arpan | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:১৯ | 204.138.240.254
  • আরে না, এখন বহুত স্মার্ট হয়ে গেছে। আগে জড়সড় ভাব ছিল। সে তো থাকবেই।
  • Arijit | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:১৩ | 61.95.144.122
  • নাঃ কেন জানি না একদিন দাদাগিরি দেখতে গিয়ে সৌরভকে বেজায় ইয়ে লেগেছে - যাকে বলে আতাক্যালানে - দুটো কথা বলে আর তার ফাঁকে খালি চোখ পিটপিট করে এদিক ওদিক তাকায়।
  • Rajdeep | ০২ ডিসেম্বর ২০০৯ ১০:০২ | 125.22.62.70
  • সত্যি সৌরভ এত ভাল প্রেজেন্ট করছে ...
    দাদাগিরি নাকি এখন টি আর পি নাম্বার ওয়ান !

    অবশ্য মাঝে মাঝে কিছু তথাকথিত সেলিব্রিটি ন্যাকা ন্যাকা উত্তর দিয়ে ঢং করে
  • aka | ০২ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৬ | 24.42.203.194
  • আমি তো ইলেকট্রনিক জিনিষ অনলাইনেই কিনি, শস্তা হয়। ল্যাপি, ক্যামেরা ইত্যাদি সবই অনলাইনে কেনা।
  • Tim | ০২ ডিসেম্বর ২০০৯ ০৯:৫৪ | 71.62.121.158
  • বাইনারিদা, কেন হয় জানিনা, তবে বেশ তফাৎ হয়। এইজন্যই অনলাইন ডিল খোঁজে লোকজন। একেক সময় পোচ্চুর কমে পাওয়া যায়, ঠিকঠাক ডিল পেলে। অনেকসময় অ্যাকসেসরি দেয় ফিরিতে। এবার ধর, বেস্টবাই বা সার্কিটসিটি বা ওয়ালমার্ট হলে গিয়ে দেখে কেনা যায়। কিন্তু বি অ্যান্ড এইচ বা অ্যামাজন হলে কিভাবে গিয়ে কিনবে (যদি নিউ ইয়র্কে থাকো তাও নাহয় b&h আছে, অন্য শাখা নাই)?
    হাতে নিয়ে দেখার জন্য অবিশ্যি যেকোনো স্টোরে গিয়ে দেখলেই হয়। তারপর অনলাইনে অর্ডার প্লেস করা যায়। ঃ-)
  • aka | ০২ ডিসেম্বর ২০০৯ ০৯:৪০ | 24.42.203.194
  • আজ একখণ্ড দাদাগিরি দেখলাম। দাদা তো কামাল করে দিয়েছে। রিতু একটু শিখলে পারে তো কাকে কি বলতে হয়।

  • Binary | ০২ ডিসেম্বর ২০০৯ ০৮:৪০ | 70.64.19.80
  • ও ঃ তাই বল।
  • Binary | ০২ ডিসেম্বর ২০০৯ ০৮:৩৯ | 70.64.19.80
  • আর একই ক্যামেরা বিভিন্ন দোকানে বিভিন্ন দামের ফান্ডাটা পরিস্কার হল না। বাজারের সোজা নিয়ম তো, কোন দোকানে কম দামে দিলে, অন্য দোকান-কেও ম্যাচ করাতে হবে, প্রমান থাকলে।
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ০৮:৩৯ | 76.160.41.66
  • নেট থেকে কই কিনলাম? নেটে রিভিউ পড়ে দামটাম দেখে বেস্টবাই-তে গিয়েই কিনলাম তো।

    আমারও ঠিক অনলাইনে ইলেট্রনিক জিনিষপাতি কিনে ঠিক পোষায় না। ঐ যদি খুব বেগতিকে না পড়ি।
  • Binary | ০২ ডিসেম্বর ২০০৯ ০৮:৩৬ | 70.64.19.80
  • সক্কলে এত নেট থেকে অনলাইন ক্যামেরা কেনার জন্য ব্যস্ত কেন ? অনলাইনে সুবিধাটা কি ? আমার কিছু কেনার ইচ্ছা হলে সোজা 'ফিউচার সপ' বা 'সার্কিট সিটি' বা 'বেস্ট বাই' -এ চলে যাব, দেখে-শুনে-নেড়ে-চেড়ে কিনবো। তার্পর পনেরো দিনের মধ্যে পচন্দ না হলে ফেরত দিয়ে আসব। এসব সুযোগ থাকতে নেট কেন বাপু ?
  • dipu | ০২ ডিসেম্বর ২০০৯ ০৭:৫২ | 59.164.188.107
  • হুম্ম
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ০৭:৪৭ | 76.160.41.66
  • সিগেট এর ২ টিবি খুঁজলাম। নেই। ওয়েস্টার্ন ডিজিটালের আছে। তবে খুব্যাক্টা ভালো রিভিউ নয়।
  • dipu | ০২ ডিসেম্বর ২০০৯ ০৭:৩৯ | 59.164.188.107
  • *টিবি
  • dipu | ০২ ডিসেম্বর ২০০৯ ০৭:৩৯ | 59.164.188.107
  • সান্দা সিগেট দুজিবি দেখলে?
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ০৭:৩৮ | 76.160.41.66
  • ঃ-)
  • tkn | ০২ ডিসেম্বর ২০০৯ ০৭:২৮ | 122.173.176.114
  • কনগ্রা ঃ-)
    এবার ফটো তোলাও আর আপলোডাও
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ০৭:২২ | 76.160.41.66
  • কিনেই ফেল্লাম।
    সাথে একটা কমপ্লিমেন্টারি স্যানডিস্কের 4 GB SDHC কার্ড দিল।
  • h | ০২ ডিসেম্বর ২০০৯ ০৬:০৬ | 61.95.144.10
  • ইশান, অর্কুট টা চেক কর। আমি বিভিন্ন নির্দেশাবলী ঐখানে রেখেছি। কিছুটা কর্মসূচী, কিছুটা গঠনতন্ত্র ঃ-)
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ০৪:১৭ | 159.53.78.143
  • পামিতাদি, ওটা অক্কুটের নবরূপের চাবিকাঠি।
    তোমার স্ক্র্যাপ দেখেছি উত্তর দেওয়া হয়নি। আমার ব্যাঙ্গালোরের নাম্বার ৯৬১১১০৫২৪৮। ওটা আপাতত ডিঅ্যাক্টিভেট করা আছে। আর তোমরা এসে গেলে ঠিক কনট্যাক্ট করে নেবো। ঃ-)
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ০৪:১৩ | 159.53.110.140
  • অক্ষদি, দুটোতেই দেখেছি। এই মডেলটা ছিল না। ইন ফ্যাক্ট, deals2buy প্রতিদিন দেখতাম। হতচ্ছাড়ারা সমস্ত হাবিজাবি মডেল, ইনক্লুডিং সোনি'র পাওয়ারশট এ ও ডিসকাউন্ট দিয়েছে। আই স্পেসিফিক মডেলটা বেস্টবাই'এর ওয়েবসাইটে অনলাইন প্রাইস ২০০। প্লাস ডেলিভারি। ফোন করে জিজ্ঞেস করতে বলল দোকানে এটা আরও কুড়ি কম।

    আরও একটা কারণ, হোটেলের ওয়াইফাই টা আনসিকিওরড। ওটা দিয়ে অনলাইন কিনতে ঠিক জুত হচ্ছিল না। আর আপিস থেকে মোটামুটি সব সাইটই ব্লকড্‌।
  • Paramita | ০২ ডিসেম্বর ২০০৯ ০৪:১৩ | 63.82.71.141
  • অর্কুটে পিংক ওয়েডিং রিংটা কি?
  • a x | ০২ ডিসেম্বর ২০০৯ ০৪:০৭ | 143.111.22.23
  • সায়ন্তন সোমবার কিনলেনা কেন? সাইবার মানডে সেল। একবার edealinfo.com আর deals2buy.com এই দুটো দেখে নিতে পার।
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:৫৭ | 159.53.110.140
  • একমত। এঁরা সব্বাই পুরোদস্তুর প্রো। তুই নিজেও কম যাস না। আজ্জোদার কিছু ছবির কম্বি জাস্ট পাগলা। শিবুদার জ্যামিতিক ছবিগুলো অন্যরকম মাত্রার। বুনানের ছবিতে সবুজ একটু বেশী লাগে কিন্তু সেটা ঠিক আছে।
  • Tim | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:৫৩ | 198.82.18.52
  • ছবি তোলে ব্ল্যাংকি, তানিয়াদি আর পাই। উফ্‌ফ পাগলা।
  • Tim | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:৫৩ | 198.82.18.52
  • না, বেস্টবাই, অ্যামাজন, বি অঅন্ড এইচ, অঅডোরামা, ওয়ালমার্ট ইত্যাদিরা সব এক। চোখ বন্ধ করে কিনতে পারিস। ওরা হোলসেলার, ওয়ারেন্তি অফার করছে ক্যানন।
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:৪৬ | 159.53.110.140
  • হুঁ এটা একটা দারুণ ভ্যালিড পয়েন্ট। ২৫০ এর জিনিষ একশ' আশি তে দিচ্ছে যখন, হলই বা বেস্টবাই, ওয়ার‌্যান্টির ব্যাপারটা দেখতে হবে।

    এদিকে, সীগেট'এর 1.5 TB ১৩০ এ। অ্যারপোট যাবার ট্যাক্সিভাড়াটা থাগলেই হল। ঃ-)
  • Tim | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:৩৩ | 198.82.18.52
  • কদিন আগে ক্যামেরা কেনার সময় একটা অদ্ভুৎ জিনিস জানলাম। অনেক স্টোরে (অনামী স্টোর, গুগল শপিং এ আসে, অনেক রেটিং ও থাকে) বেশ কম দামে জিনিস বিক্কিরি করে। ক্যাচটা হলো, ওদের ওয়ারেন্টি নিয়ে। ওরা যে ওয়ারেন্টিটা দেয় (জিগ্যেস না করলে বলে না) সেটা ম্যানুফ্যাকচারিং কোং এর ওয়ারেন্টি না, ওদের নিজেদের ওয়ারেন্টি। সেইটা দিয়ে কিছু ক্লেম কত্তে গেলেই ভোগান্তি। বড়ো দোকানগুলোয় যে ওয়ারেন্টি থাকে সেইটা সব দেশে ভ্যালিড (সাধারণতঃ) এবং সেটা ক্যামেরা ব্র্যান্ডের নিজেদের ওয়ারেন্টি। ক্যামেরাটা কোথা থেকে কেনা সেটা ম্যাটার করেনা।
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:২৯ | 159.53.110.140
  • আপিস থেকে অক্কুট অ্যাকসেস নেই, রিমিদির অ্যাকাউন্টের রিসেন্ট ছবিগুলো ফিরে দেখবো।
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:২৭ | 159.53.110.140
  • অ্যামাজন এ সেই ওয়ালমার্টের মত পঞ্চাশ কম। বেস্টবাই টা হোটেলের কাছেই। ওটাতেই যাবো ভাবছি। বস্তুটা হাতে নিয়ে একবার দেখি। ফীডব্যাক মোটামুটি পজিটিভ। ভালো লাগলে নিয়ে নেবো। আজ্জোদা, তিমি - থুম্বা ধন্যবাদাগলু।
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:২২ | 159.53.110.140
  • তিন্দিন। সেটা ঐ ওভারনাইট এক্সপ্রেস ডেলিভারি দিয়ে সামাল দিতে হবে।

    স্টোরগুলো সবকটাই ডেলাওয়্যার এর নুয়ার্ক-নিউক্যাসল-উইলমিংটন এরিয়ায়।
  • Tim | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:২১ | 198.82.18.52
  • সান্দা,
    অ্যামাজন দেখে নিস একবার।
    বেস্টবাই ও ভালো। গুগল শপিং এ গিয়ে একসাথে দেখা যাবে সব। আনরেটেড স্টোরগুলো থেকে কিনিস না। বাকিসব ভালো।
  • aka | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:১৮ | 168.26.215.13
  • হাতে কত দিন সময়?
  • aka | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:১৭ | 168.26.215.13
  • pricegrabber.com এ দেখো। কোন স্টোরে কম দেখাচ্ছে নাম গুলো একটু বলো।
  • Sayantan | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:১৬ | 159.53.110.140
  • অদ্ভুত, একই ক্যামেরা, হরেক দাম। ক্যানন ডিলার হলে শো-রুম প্রাইস। জেআর আর রিট্‌জ ক্যামেরায় ও একই। ওয়ালমার্টে প্রায় পঞ্চাশ কম। বেস্ট বাই এ সত্তর কম। সবকটাই নতুন, সীলড, বক্স প্যাকড উইথ স্ট্যান্ডার্ড ম্যানুফ্যাকচারার্স ওয়ার‌্যান্টি।
  • a x | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:১২ | 143.111.22.23
  • আরে দেখ কান্ড, টিম যে এত ভালো ছবি তোলে জানতামই না। এখন গিয়ে দেখলাম।
  • tkn | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:১২ | 122.173.176.114
  • ওহো, অক্ষ না, আকা। সরি সরি।
  • aka | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:০৯ | 168.26.215.13
  • এমনটা আমি শুধু সিনেমাতেই দেখেছি।
  • Du | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:০৮ | 65.124.26.7
  • কাবলিদা - এমনি দেয়ালে লাগানো - সামনে গাড়ি রাখা যায় - তবে সবাই বসেই দেখছিলো ফোল্ডেবল চেয়ার নিয়ে।
  • a x | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:০৮ | 143.111.22.23
  • আমি কি বললাম ক্যামেরা নিয়ে?
  • tkn | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:০৩ | 122.173.176.114
  • অক্ষর ক্যামেরার ওপর মতামতটা পুরো আলিপুর আবহাওয়া দপ্তরকে মনে করিয়ে দেয় ঃ-)
  • aka | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:০৩ | 168.26.215.13
  • সান্দা রিমির অর্কূট অ্যাকাউন্টের রিসেন্ট ছবিগুলো দেখো।
  • aka | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:০২ | 168.26.215.13
  • সান্দা, ভালো ক্যামেরা। তবে এক্সপেকটেশনের ওপর। খুব ভালো ছবি কখনই উঠবে না, তবে খারাপও হবে না। cnet এ রিভিউ দেখে নাও।
  • Tim | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:০২ | 198.82.18.52
  • সান্দা,
    লো লাইট ফোটো কোয়ালিটি খারাপ বলেছে, দেখে নিস। রাত্তিরে ছবি তুলতে সমস্যা হতে পারে। বা মেঘ কল্লে।
    রিভিউগুলো থেকে কমন নিয়ে নিয়ে পড়। যেগুলো একাধিক লোকজন লিখেছে সেগুলো ইন্‌পর্টেন্ট। রিটার্ন করা গেলে অবশ্য চাপ নেই।
  • tkn | ০২ ডিসেম্বর ২০০৯ ০৩:০১ | 122.173.176.114
  • কি জানি কেন করিনা ঃ-( । আসলে ছবির মধ্যে আর কোনো মার্কই ভাল্লাগে না দেখতে।
    আমি ক্যানন-ই ব্যাভার করি তবে অন্য মডেল। সেও তো বেশ ভালোই
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত