এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ২৬ নভেম্বর ২০০৯ ২২:৪১ | 122.161.164.139
  • প্রেম তেকোনাও হয়। মাইন্ড দ্যা 'ও'।

    ঃ-) মোটামুটি কলকাতার কিছু লোক ঘুমিয়েছে দেখে এসে বসলুম ঃ-)
  • rokeya | ২৬ নভেম্বর ২০০৯ ২২:৩৩ | 203.110.243.22
  • প্রেমই তো তেকোনা হয়, সেটাও এক প্লেনে থাকে না ঃ)
  • ee | ২৬ নভেম্বর ২০০৯ ২২:১৫ | 128.214.72.24
  • আচ্ছা ত্রিভুজ ছাড়া আর কিছু কি তেকোনা হয়? আর তেকোনা জিনিস হলেই কি সেটা ত্রিভুজ হবে (এক সমতলে)? মানে ইফ অ্যান্ড ওনলি ইফ?

    এটা বোধ হয় ধাঁধাঁর থ্রেডে যেত !
  • Sayantan | ২৬ নভেম্বর ২০০৯ ২২:১০ | 159.53.110.144
  • একটু অপেক্সা কর, সব্বাইকে ঘুম্পাড়িয়ে তিনি আসছেন।
  • ee | ২৬ নভেম্বর ২০০৯ ২২:০৮ | 128.214.72.24
  • তিনি কে? জিওমেট্রিক অবজেক্ট?
  • Sayantan | ২৬ নভেম্বর ২০০৯ ২২:০৭ | 159.53.110.144
  • আজ কুইন-অফ-দি-নাইটস'কে দেখা যাচ্ছে না!
  • ee | ২৬ নভেম্বর ২০০৯ ২২:০৬ | 128.214.72.24
  • আমিও দুবছর পর দেশে যাচ্ছি। কত কি যে প্ল্যান আছে। শেষ পর্যন্ত কি কি করা যায় দেখি।
  • Sayantan | ২৬ নভেম্বর ২০০৯ ২২:০৪ | 159.53.110.144
  • স্যান,
    আমি নেকস্ট দু'সপ্তাহের মধ্যে হয়ত ফিরে যাবো। এখনও ফেরার টিকিট হাতে পাইনি। আর কোলকাতায় ফেরার টিকিট হয়ত কোনওদিনই পাবো না।
    তুমি ফিরছো তবে? খুব ভালো।
    নতুন উদ্যমে সব কিছু আবার শুরু করো। কোলকাতা তার হারানো জৌলুষ ফিরে পাক। ঃ-)
  • m | ২৬ নভেম্বর ২০০৯ ২২:০২ | 173.26.17.106
  • অভ্যু!! ভয় দেখালাম কোথায়? স্যান একা ফিরবে , ওর বর ওখানে থাকবে তো।
    আমরা দেশে ফিরবো সপরিবারে। ছানাপোনা থাকলে দুজন দুজায়গায় থাকলে বেশ মুশকিল।
  • Sayantan | ২৬ নভেম্বর ২০০৯ ২২:০০ | 159.53.110.144
  • ডিডিদা,
    এই দাগী জেবন আর রাখব না। ফিদায়ীঁ হয়ে উড়িয়ে দেব সব। ঃ-((((((((((
  • ee | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৫৯ | 128.214.72.24
  • আচ্ছা গুগুল ওয়েভ জিনিসটা কেউ ট্রাই করেছ?
  • ee | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৫৯ | 128.214.72.24
  • মিঠুদি বাচ্চা মেয়েকে ভয় দেখাচ্চ? তুমি নিজেও দেশে ফিরবে বলছিলে না? ঃ)
  • m | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৫৬ | 173.26.17.106
  • স্যান, মনে বেশ একটা দোলাচল চলছে নিশ্চয়;) দেখে নিয়েছো তো কোন দিকে পাল্লা ভারী?পরে কিন্তু খুব খারাপ লাগতে পারেঃ(
  • ee | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৫৬ | 128.214.72.24
  • স্যানের পোস্টটা আমিও করতে পারতাম ঃ)
    তবে এক দু মাস না, মোটে তিন সপ্তাহ। তারপর আবার ফিরে আসব ঃ(
  • ee | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৫৪ | 128.214.72.24
  • গরু নেই। অনেক জঙ্গল আছে। এর পাশের দেশ সুইডেন। IKEA তো ওখানেরই কম্পানি। আমরা যেখানে থাকি তার পাশেই একটা বিরাট মাঠ আছে। সেখানে কিছু দিন আগে হাজার দশেক (ঠিকই লিখেছি) হাঁস এসেছিল। কে জানে কিসের কনফারেন্স। এরা বলল যে রাশিয়ার হাঁস। প্রতি বছর এখানে একবার শীতের আগে ঘুরে যায় দিন দশেকের জন্যে।
  • san | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৫১ | 123.201.53.3
  • মিঠুদি - গোটানোর খুব কিছু নেই, আমি একাই আসব তো। শুধু গোটাদুই স্যুটকেসে নিজের জিনিসপত্তর নিয়ে চলে আসব। আগে তো বাবামার কাছেই উঠব, একদুমাস থাকব তারপরে অন্যত্র ব্যবস্থা করব ঃ-)
  • ee | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৫০ | 128.214.72.24
  • সেদিন ঐ মেলাতে গেছি (অর্কুটে ছবি পশ্য) সেখানে একজন লোকের সঙ্গে দেখা হল - উনি জোর করে ওনার অফিসে নিয়ে গেলেন - দেখি Tehelkaর ছাপানো ম্যাগাজিন এক গাদা। উনি নাকি ভারত নিয়ে কাজ করেন। সোসিওলজি। জার্ণালিস্টও বটেন। ডিসেম্বরে কলকাতা আসবেন। বলেছি কলেজ স্টীটে দেখা করব। ভদ্রোলোকের নাম Mikko Zenger
  • m | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৪৯ | 173.26.17.106
  • ফিনল্যান্ডে কি অনেক গরু আছে? মানে,দেখেছি বিচুলি সঙ্গে ভেলিগুড় মেখে দেয়- সায়েব গোরু তো, ভালো গুড় ছাড়া হয়তো খায় না!
  • m | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৪৬ | 173.26.17.106
  • স্যান,তুমি আগামি দুহপ্তার মধ্যে কোলকাতা চলে আসছো।ওদিকে গোটানো শুরু করে দিয়েছো?কোলকাতায় কোথায় থাকবে?
  • ei ekjan | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৪৫ | 128.214.72.24
  • আরে বাংলাদেশী দোকান। মাঝে আনা বন্ধ করে দিয়েছিল। লণ্ডন থেকে জাহাজে করে গুড় আসছিল। গরমে গলে গিয়ে চোদ্দো হাজার ইউরো মূল্যের গুড় নষ্ট হয়েছিল বলে আনানো বন্ধ করেছিল। এই গল্পটা শুনে আমার বউ এতো অবাক হয়েছিল যে আর জিগ্গেশ করে নি অতো টাকার গুড় কোথায় যাচ্ছিল।
  • m | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৪৪ | 173.26.17.106
  • সেতো আমাকেও পাঠায়, তবে আমার বড়ো সংসার তো,ওতে বিশেষ সুবিধে হয় না;)
  • san | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৪৪ | 123.201.53.3
  • সায়ন্দা কবে আসছ? আগামী দুসপ্তার মধ্যে কোন চান্স আছে?
  • ei ekjan | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৪২ | 128.214.72.24
  • কোলস আমাকে মাঝে মাঝেই ১০ টাকার কুপন পাঠায়। আমি গিয়ে ১১-১২ টাকার জিনিস ১-২টাকায় কিনে আনি। এবারে মেল করেছে যে কত কি নাকি বেচবে। অনলাইন কিনলে ২০ না ৩০ পার্সেণ্ট ফ্রী আর সঙ্গে ফ্রী শিপিং
  • dd | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৪২ | 122.167.10.30
  • সায়ন্তন
    শোনো, সিরিয়াস কথা কই।

    তোমারে চিনি সেই মজলিশের আদ্দিকাল থেকে - সে প্রায় সাত বচ্ছর হলো। চিরটাকাল জানি তুমি কয়েকটা ভালো কবিতা লিখলেই মিনিয়াপুলিশ তোমারে ধরে নিয়ে যায়। তাপ্পর ডীপ ফ্রীজে রেখে কিছুদিন পরে ছেড়ে দ্যায়।

    দেশে এসে এট্টু থ' হয়ে তুমি ফের পদ্দ ল্যাখো, ফের গেরেফতার। ফের মিনিয়াপুলিশ। এ এক দাগী জেবন। তোমার ব্যাদনা বুঝি।

    কিন্তু মিছে কথা বলার কি দর্কার? এটা একটা ট্র্যাডিশন, সেটা তো মানবে। অতো সহজে মুছে ফ্যালা যায়? ফেলাডেলফোলে আছো বল্লেই মানুষে মেনে নেবে?

    আমি তো মানবো না।
  • m | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৪০ | 173.26.17.106
  • ফিনল্যান্ডের লোকেরা পাটালি গুড় খায়.. !! দীপ্তেন্দা কে ওখানে পাঠানো যেতে পারেঃ)
  • m | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৩৯ | 173.26.17.106
  • অভ্যু,প্রত্যেক বার খুব যেতে ইচ্ছে করে, কিন্তু যাওয়া হয় নি কখনো..
    গতবার ৯টা নাগাদ কোলসে গিয়েছিলাম, ভোরের পখিরা সে সময় সব ফুরুৎঃ))
  • ei ekjan | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৩৯ | 128.214.72.24
  • ও ভালো কথা, এখানে অতি উত্তম পাটালি গুড় পাওয়া যায়।
  • ei ekjan | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৩৭ | 128.214.72.24
  • ঠাণ্ডা গতবারের মত বেশি নেই এই বার। অর্কুটে ছবি দেখলে না? একটা মাত্র পার্কের পাশে বরফ জমে আছে।
  • ei ekjan | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৩৫ | 128.214.72.24
  • মিঠুদি শুক্কুরবার কি কি কিনবে?
  • m | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৩৫ | 173.26.17.106
  • অভ্যু, ঠান্ডা কেমন?
  • Samik | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৩৫ | 219.64.11.35
  • পত্তে পারি, কিন্তু ক্যানো পব্বো?
  • ei ekjan | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৩৪ | 128.214.72.24
  • এই ত্তো। কত্ত লোক আছেন।
  • Sayantan | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৩৪ | 159.53.110.144
  • টুকি!
  • m | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৩১ | 173.26.17.106
  • কেন? আমাকে কি দেখা যাচ্ছে না?
  • dd | ২৬ নভেম্বর ২০০৯ ২১:৩১ | 122.167.10.30
  • আর ইদিকে আমি মোটে আই পি পত্তে পারি না।
  • ei ekjan | ২৬ নভেম্বর ২০০৯ ২১:২৩ | 128.214.72.24
  • ছুটির দিনে কেউ কি ভাটায়?
  • ei ekjan | ২৬ নভেম্বর ২০০৯ ২১:২২ | 128.214.72.24
  • আই পি দেখিয়া চিনিবেন ।
  • m | ২৬ নভেম্বর ২০০৯ ২১:১৭ | 173.26.17.106
  • সিনেমা পেলাম।
    হাসিখুশি ক্লাব
    আকাশ চুয়া/চোয়া/ছোঁয়া ভালোবাসা
    এক টুকরো চাঁদ

    ঠিক সাহস কত্তে পারলাম নাঃ(
  • m | ২৬ নভেম্বর ২০০৯ ২১:১১ | 173.26.17.106
  • ও ই ভিকি, কতগুলো বাংলা সিনেমার গান পেলাম তো:X
  • vikram | ২৬ নভেম্বর ২০০৯ ২১:০২ | 86.42.3.139
  • বাংলা সিনেমা নেটে দেখা জায় ইউটিউবে। sumon janbi বলে একজন প্রচুর তুলে রাখে।
  • m | ২৬ নভেম্বর ২০০৯ ২০:৫৩ | 173.26.17.106
  • নাগো, বাড়িতেই আছি। ল্যাদাভ্যাস করছিঃ)
  • d | ২৬ নভেম্বর ২০০৯ ২০:৪৬ | 117.195.32.158
  • মিঠু,
    ছুটিতে কোথায়ও বেড়াতে গেলে না?
  • d | ২৬ নভেম্বর ২০০৯ ২০:৪২ | 117.195.32.158
  • কালকে ভাবছি অফিসটা মায়া করে দিই।

    অর্পণ, একটু জিমেল চেকিও সময় পেলে। খুব জরুরী কিছু নয়।
  • m | ২৬ নভেম্বর ২০০৯ ২০:৩৩ | 173.26.17.106
  • আরে কেউ কিস্যুই জানে নাঃ((( বাংলা সিনেমা নেটে কোথায় দেখা যা য় য়য় ?????
  • san | ২৬ নভেম্বর ২০০৯ ২০:১৬ | 123.201.53.3
  • ক্যানোনা, এই তিনজনের কারো সঙ্গেই আমার আপাতত বেশ কিছুদিন দ্যাখা হবার কোনই সম্ভাবনা নেই ঃ-)
  • d | ২৬ নভেম্বর ২০০৯ ২০:১৩ | 117.195.32.158
  • ওটা একটা বইয়ের নাম। তা বেশ। কিন্তু তাতে আমি আরও ঘেঁটে গেলাম। আমার ছবি দেখে বোঝা যায় আমার কাছে কি কি বই থাকতে পারে!!! বাব্বাহ! এ তো কপাল দেখে ভবিষ্যাত বলার চেয়েও বড় প্রতিভা গো।
  • a | ২৬ নভেম্বর ২০০৯ ২০:০৯ | 59.161.112.249
  • তেকোনাদি, থ্যা

    পড়ে ফেলি তালে

    অ(অয়ন)
  • a | ২৬ নভেম্বর ২০০৯ ২০:০৮ | 59.161.112.249
  • স্যান, আপনি না, পিলিজ। যদ্দুর মনে আছে আপনি আর আমি একই সালে মা

    আর ৩। সুকেতু মেহতার maximum city বইটির নম্র প্রতিলিপি কি কেউ যোগাতে পারবেন?
  • tkn | ২৬ নভেম্বর ২০০৯ ২০:০৬ | 122.161.164.139
  • a (অ?), ২৫শে অক্টোবর ঃ-)
  • stoic | ২৬ নভেম্বর ২০০৯ ২০:০৫ | 160.103.2.224
  • স্যানের পোস্ট টা ধাঁধার টই তে দিলে বেস্ট হত। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত