এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৪২ | 59.93.200.113
  • পরিচালক ঋতুপন্নো আজকাল নিজেকে বুনুয়েল ভাবেন।
  • Tim | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৪০ | 198.82.18.52
  • আমরা বরম পরিচালক ঋতুপন্নো নিয়ে আলোচনা কত্তে পারি। ন্যাকা ঋতুপন্নো বড্ড মাইলেজ পাচ্ছে গুরুতে। ঃ-)
  • a | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৪০ | 122.162.12.107
  • সায়ন দীপাংশুঃ

    Biswakarma


    Shiva


    Psychotic Swami-Stree


    Rupam Islam-Chandril Spoof!


    Writing a comedy script!


    Harry-Potter-meets-Maa-Kali


    Cheerleaders


    Purandar Bhat*best one*


  • Blank | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৩৭ | 59.93.200.113
  • কিন্তু সিনিমাটা কেমন ঝুল লাগলো ঃ(

    জনগন আমাকে কিছু ভয়াল ভয়ানক ভুতের সিনিমা দাও ঃ(
    গ্রাজ, রিং, শাটার বাদে
  • Tim | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৩৪ | 198.82.18.52
  • আমারতো ভালোই লেগেছিলো। স্লো বটে, তবে লোকটা কি অভিনয়ই না করলো। যা-তা।
  • tkn | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৩২ | 122.173.176.114
  • অক্ষ, সত্যি? ঃ-)
  • Blank | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:৩০ | 59.93.200.113
  • দিলীপ বাবু
    সহজ বলতে আপনার কোনো আইডিয়া বা পরামর্শ আছে কি? তাহলে ঝট করে লিখে দিন। সুবিধে হবে তাতে
  • Blank | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:২৯ | 59.93.200.113
  • capote বড্ড বোরিং লেগেছিলো ঃ(
  • Dilip Nath | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:২৯ | 69.126.127.59
  • পদ্ধতিটি সুন্দর। তবে আরো সহজ হলে সুবিদা হবে।এতে বেশী বান্‌গ্‌লার চর্চা হবে এব'ম্ব প্রসার হবে।আপনাদের সুন্দার উদ্ভাবনী সত্যি বিদেশী বাঙ্গালীদের বন্‌গ্‌লা চর্চায় আগ্রহ বাড়াবে নিঃসন্দেহে।সুন্দর আবিষ্কার এর জন্য আপনাদের প্রতি রইল অন্তরের শুভেছা।ধন্যবাদ।
  • Tim | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:২৮ | 198.82.18.52
  • তোমরা কেউ capote সিনেমাটা দেখেছো? ঐ ফিলিমে ফিলিপ সেমুর হফম্যানের রোলটা একেবারেই ঋতুপর্ণর মত। ঐ রোলের জন্য হফম্যান অস্কার পান।
  • Blank | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:২৬ | 59.93.200.113
  • এড়িয়ে যাই নি তো। প্রথম টা না। আর দ্বিতীয়টা হ্যাঁ। কিন্তু দ্বিতীয় গ্রুপ টার সাথে কথা বলি নি কখনো। তাই ওদের হাব ভাব নিয়ে কোনো আইডিয়া নেই।
    আর ওদের সাজ গোজ etc !!
    ধুর, আম্রিগা তে পাঙ্ক কালচারও চলতো কয়েক দশক আগে। তো তাদের সাজ গোজ নিয়ে মানুষ জাতটার ব্যপারে সিদ্ধান্ত নেওয়া যায় নাকি?
    আর আমার ধারনা তুমি জানো বা চেনো হয়তো, কিন্তু মেশো নি কখনো। তাহলে এই প্রশ্ন গুলো ই আনতে না।
  • Du | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:২১ | 65.124.26.7
  • আমি অপিশে গে, ট্র্যানে্‌স্‌জন্ডার নিয়মিত দেখে থাকি। গে-রা একেবারেই সাটল। তবে যারা মেয়ে হয়ে যায় তারা সাজগোজ করে বেশ উগ্র আর কথায় মেয়েলী ভাব দেখায়। কোনওটাই ঋতুপর্ণর মতো নয়।
  • d | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:১৭ | 117.195.40.180
  • প্রশ্নদুটো এড়িয়ে গেলি। তা বেশ।
    তবে আমি কথা বলি না বা চিনি না ভাবলে খুব সেটা খুব একটা থিক নয়।
    যাগ্গে গুন্নাইট।
  • Blank | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:১২ | 59.93.200.113
  • আমি অনেক সমকামী মানুষদের সাথে কথা বলি, বেশ নিয়মিত ভাবেই। আমার নিজের দৃষ্টি ভঙ্গী বদলাবার পেছনে তারাই আছে। নইলে আমিও সমকামী বলতে ঋতুপন্নো কে ভাবতাম আর নাক কোঁচকাতাম। অসহ্য ন্যকা মাইরি লোকটা।
  • d | ০২ ডিসেম্বর ২০০৯ ০০:০৩ | 117.195.40.180
  • ব্ল্যাঙ্কি, মানবীসোমনাথকে বছর কয় আগে কহনও দেখেছিস? আমেরিকার কোথায়ও গে-প্যারেড দেখেছিস কখনও?
  • d | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৯ | 117.195.40.180
  • ওপেন আপিসে "বাংলা ইউনিকোড সিলেক্ট করেছ?
    লেখাগুলো ওপেন আপিসে বাংলায় এসেছে?
    সাইটের একদম ওপরে ইউনিকোড ভার্সান বিটয় ক্লিকিয়েছ?
    তারপর "ইউনিকোদে মত দি' এ ক্লিকিয়েছ?
    ওপেন আপিস থেকে বাংলাটা নিয়ে সোজা পেস্ট করেছ?

    পুরোটাই এইভাবে লিখলাম। তুমি দেখ কোনটা গুবলেট করছ।
  • Blank | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৯ | 59.93.200.113
  • দম দি
    মেয়েদের মতন হাব ভাব আর ঋতুপন্নর মতন হাবভাব এক জিনিস নাকি? ইস্কুল থেকে শুরু করে আপিস অব্দি অনেক কে দেখেচি যাদের হাব ভাব মেয়েদের মতন। কিন্তু ঋতুপন্ন এক ও এক মাত্তর, যার কোনো শাখা নেই।
    কোনো মেয়ে অমনি হাব ভাব দেখালে প্রচুর আবাজ খাবে।
  • d | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৬ | 117.195.40.180
  • এই তো
  • a x | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৫ | 143.111.22.23
  • এইজন্য, ঠিক এই জন্য ডিডি পইপই করে বলেন কম্পুওয়ালাদের কথা না শুনতে।
  • a x | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৪ | 143.111.22.23
  • :-|
  • a x | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৩ | 143.111.22.23
  • du:shhala!
  • a x | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৩ | 143.111.22.23
  • Jadio lekhaagulo aaro parishhkaar aar barh barh haye gel, pi`nparher paayer chhaap et barh?
  • a x | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৫২ | 143.111.22.23
  • অলরাইট। থ্যান্‌কু।
  • d | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৮ | 117.195.40.180
  • বাংলাপ্লেনে হবে নে। ইউনিকোড সিলেক্ট কর ঐ ওপেন আপিসের বাংলা মেনু থেকে। তারপর যেমন টাইপ কর তেমনি করেফেলো। তারপর এখানে এসে মাথার ওপরে ইউনিকোড বিটা ভার্সানে ক্লিক কর। দেখবে সাইটের লেখাগুলো পিঁপড়ের পায়ে কালি লাগামত দেখতে হয়েছে। তখন বাংলা ইউনিকোডে মত দিন খুলে পেস্ট করে দাও।
  • a x | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৭ | 143.111.22.23
  • তেকোনা আরো একটা আছে এখন ঐ মিডল অফ দ্য রোড মুভি ঃ-)
    এরপর ফুটপাথ মুভি, তারপর গড়ের মাঠ মুভি।
  • a x | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৪৫ | 143.111.22.23
  • অর্পণ, ওপেন অফিসে বাংলাপ্লেনে লিখে এখানে কি করে কপি করে?
  • tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৯ | 122.173.176.114
  • অক্ষ, কমার্শিয়াল ফিল্ম আর আর্ট ফিল্ম ছাড়াও আর একটা ফিল্ম শুনি, প্যারালাল ফিল্ম। সেটা কি ঠিক বুঝিনা, তবে তুমি যেগুলো বলছ সেগুলো ওর মধ্যে আসে হয়ত। খুব শিওর নই যদিও
  • a x | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৭ | 143.111.22.23
  • ত্তপ্‌!
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩১ | 122.252.231.12
  • মাল্টিপ্লেক্ষ মুভি। ;-)
  • d | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:৩০ | 117.195.40.180
  • কমজোরো।

    অনেকদিন বাদে ঈশানের সাথে একেবারে কাঁটায় কাঁটায় ক।

    ব্ল্যাঙ্কি, আমি কিন্তু এরকম লোকজনকে চিনি যে চেষ্টা করেও মেয়েদের মত হাবভাব লুকিয়ে রাখতে পারে না এবং বেশ যথেষ্ট পরিমাণে উৎপীড়িত হয়। ভাল কথা, তিস্তাদেবীর লেখাটাও সেরকমই বলছিল না?
  • a x | ০১ ডিসেম্বর ২০০৯ ২৩:২৮ | 143.111.22.23
  • আচ্ছা এদেশে মানে আম্রিকাতে independent film বা ইন্ডি ফিল্ম বলতে যা বোঝায়, অর্থাৎ লো বাজেট, বড় প্রোডিউসার নেই ইত্যাদি, সেরকম সিনেমাকে দেশে কি বলে? সেগুলো কি ঐ আর্ট ফিল্মের সাথে জুড়ে দেয়?
  • Du | ০১ ডিসেম্বর ২০০৯ ২২:৫৯ | 65.124.26.7
  • বরম কমজোরি বললে খাটবে বেশি।
  • I | ০১ ডিসেম্বর ২০০৯ ২২:৪৫ | 59.93.221.11
  • গুটি শুকোচ্ছে। জ্বর নেই। জোরো বল্লে ভুল কথা।
  • Ishan | ০১ ডিসেম্বর ২০০৯ ২২:৩৫ | 12.163.39.254
  • দুই জোরোর কথোপকথন। ঃ)

    ইন্দো কদ্দুর সারলি?
  • I | ০১ ডিসেম্বর ২০০৯ ২১:৩৭ | 59.93.221.11
  • ছেলেকে লাফাতে বলো গায়ের ওপর। আমি বেটার।
  • aka | ০১ ডিসেম্বর ২০০৯ ২১:৩৫ | 168.26.215.13
  • গুটি বেরোক না বেরোক আমার বসন্ত।

    গায়ে হাত পায়ে এমন বেদনা। ঘটির বদলে কম্বলে ভরে আমাকে গড়িয়ে দিলেও পারে। তুমি কেমন?

    মীর ও রিতুকে নিয়ে বলার কিসুই নাই। দুটোই কেলানে। রিতু ঝাল ঝেড়ে ভুল করেছে। কিন্তু কাল সায়ন আর দীপাংশুর যে অনুষ্ঠানটা দেখলাম সেটাও অতি রদ্দি, কেমন যেন অশ্লীল অশ্লীল লাগল। কেমন মনে হল মীরই ওটা করিয়ে নিল। নইলে ছেলেগুলো তো বেশ ট্যালেন্টেড। পুরন্দর ভাটটা তো ব্যপক নামিয়েছিল।
  • dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ২১:৩১ | 59.164.188.107
  • এই সেই চিয়ারলিডার ....
  • I | ০১ ডিসেম্বর ২০০৯ ২১:২৬ | 59.93.221.11
  • ইন্দির ঠাকরুন। শুধু একটা নতুন কম্বলের জন্যে আগ্রহ।

    হায়, বাঁশবনের মধ্য দিয়ে ঘটি গড়িয়ে যাচ্ছে, সেদিন আর কতদূর। হরি হে, তুমিই সত্য !
  • I | ০১ ডিসেম্বর ২০০৯ ২১:২৩ | 59.93.221.11
  • কেমং যেন হয়ে যাচ্ছি। কোনোকিছুতেই ইন্টারেস পাই না। মীর-রিতুপন্নোতেও না।
  • I | ০১ ডিসেম্বর ২০০৯ ২১:২১ | 59.93.221.11
  • আকাবাবুর আবার শরীর কেমন কে জানে ! গুটি বেরোলো কিনা।
  • Samik | ০১ ডিসেম্বর ২০০৯ ২১:১১ | 219.64.11.35
  • টই তুলে দিলাম। লিংকগুলো একটু ওদিকেও আপডেত করে দিলে বেশ হত।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ২০:৪২ | 122.252.231.12
  • অবশেষে পাঁচ পর্বের ঘোকো দেখে উঠলাম।

    শুধু দুটো কথাই বলার আছেঃ

    ১। মীর আগাগোড়াই খুব সেন্সিবলি কথা বলেছে অনুষ্ঠানটায়

    ২। ঋতুপর্ণকে নকল করা অত সহজ না - এইটায় ব্যপক হাসি পেল। ঃ)))
  • Bhuto | ০১ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৬ | 203.91.207.30
  • ওরে সিঁফো রে এ এ এ এ ।
  • sinfaut | ০১ ডিসেম্বর ২০০৯ ১৮:৪৯ | 203.91.193.50
  • বাহ্‌, দারুন খবর।
  • Bhuto | ০১ ডিসেম্বর ২০০৯ ১৮:৪৯ | 203.91.207.30
  • কত পাতা ভাট......
  • a | ০১ ডিসেম্বর ২০০৯ ১৮:১০ | 115.117.133.31
  • এই সায়ন আর দীপাংশুর লিংক গুলো কেউ লিস্ট করছে কি? করলে দিও, না করলে আমি করব (সময় পেলে ঃ))
  • . | ০১ ডিসেম্বর ২০০৯ ১৮:০৮ | 198.96.180.245
  • সিফোঁ, ছয় তারিখ কলকাতায় রুহানিয়ৎ। আজই মনে হয় টৈতে অ্যাড দেখলাম।
  • dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ১৭:৫০ | 207.179.11.216
  • রাত্তিরে বাড়ি গিয়ে খুঁজবো। সব নামিয়ে কালেকশন বানাবো।
  • Arpan | ০১ ডিসেম্বর ২০০৯ ১৭:৪২ | 204.138.240.254
  • আরে বলছি তো "আই লাফ ইউ'।

    ইউটিউবে রয়েছে তো কিছু। খুঁজলে হয়ত আরো পাবি।

    http://www.youtube.com/user/shuvrom1
  • dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ১৭:২৬ | 207.179.11.216
  • এনজয় গুরুতে না। এনজয় গুরুর প্যারালালি কিছু একটা চলত, তাতে। সেই প্রোগ্রামটার নাম মনে নেই। সেখান থেকে লোকজন ধরে এনে এনজয় গুরুতে গেস্ট পার্ফর্মেন্স দেওয়ানো হত। রুদ্রনীল, বিশ্বনাথ, কাঞ্চন মল্লিক এরাও সব তাতে ছিলো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত