এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aranya | ২৭ নভেম্বর ২০০৯ ১০:২১ | 173.54.108.10
  • ঠিকানা তো জানি না। শরদিন্দুর লেখা পড়ে মনে হয় শিবাজী পার্কের কাছে। পুণে শুনলেই শরদিন্দুর কথা মনে পড়ে, বহু বছর ওখানে ছিলেন তো।
  • . | ২৭ নভেম্বর ২০০৯ ১০:২১ | 115.117.206.115
  • প্রথম বাক্যটা ক্যামোন য্যানো।
  • I | ২৭ নভেম্বর ২০০৯ ১০:১৮ | 59.93.209.90
  • ঊঃ, ভিকিদা এগদম ডাগদরের বাড়া। হবে না-ই বা ক্যানো, সদ্য ডাগদারী পাশ দেছে। কেমন হাতে-নাতে মিলিয়ে দেল। কাল ছিল এগটা ফোসকা, রাত্তিরে লেখা ছেড়ে উঠতে -না উঠতেই দেখ-কি-না -দেখ আরো গোটা পাঁচ্ছয়।
    এবার দিন-দশেকের গরম গরম রুটি। মাথা খুঁড়ে ম'লেও পেতাম না। ভাগ্যিস জেবনে বসন্ত এল !
    বিঃ স ঃ যাঁরা এখনো মুরগী হ'ন নাই, তাঁরা এই লেখা পড়বেন না। সোজা ডিডি'র কিচাইনে চপ-কাটলিস বানাবার জন্য ছাল ছাড়িয়ে পেটিয়ে দেবে।
  • dukhe | ২৭ নভেম্বর ২০০৯ ১০:০৪ | 122.160.114.84
  • প্রিয় কবিতার টইটা কেউ খুঁজে দিতে পারবেন ?
  • Arijit | ২৭ নভেম্বর ২০০৯ ০৯:৫৬ | 61.95.144.122
  • দমু - তকন হাত চাটতে চাটতে বাইরে আসছিলুম। ভুতুবাবুর বিদায় বিদায় অশ্রুজল দুঃখশোক ইত্যাদি ছিলো।

    ইন্ডো - এরাগনকে ডাক।
  • M | ২৭ নভেম্বর ২০০৯ ০৯:২৯ | 59.93.194.32
  • আচ্চা, দ কি আমায় ভয় পাইয়ে দেবার জন্য কিসব ধাঁধা দিচ্চে?
  • d | ২৭ নভেম্বর ২০০৯ ০৯:২৬ | 59.161.0.237
  • *ঠিকানা
  • d | ২৭ নভেম্বর ২০০৯ ০৯:২৬ | 59.161.0.237
  • শুভসন্ধ্যা অরণ্য।
    সে বাড়ীর থিকানা কী? ঠিকানা বলে দিলেই গিয়ে দেখে এসে জানাব। আমি এমনিতে সভয়ে ও সযত্নে বাঙালী কমিউনিটি এড়িয়ে চলি তো।
  • aranya | ২৭ নভেম্বর ২০০৯ ০৯:১৩ | 173.54.108.10
  • দ, সুপ্রভাত। পুণাতে শরদিন্দু যে বাড়ীতে থাকতেন, সেটা কি সংরক্ষণ করা হচ্ছে ? বাড়ীটা দেখেছেন ?
  • d | ২৭ নভেম্বর ২০০৯ ০৯:০৬ | 59.161.0.237
  • প্রাইমারি হার্ডড্রাইভকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হারানো-প্রাপ্তি-নিরুদ্দেশ বিভাগে খোঁজ করুন। মাইকে ঘোষণা করে প্যান্ডেলের পেছনে স্বেচ্ছাসেবকদের অফিসে চলে আসতে বলুন।
  • a x | ২৭ নভেম্বর ২০০৯ ০৮:৪৭ | 76.247.246.200
  • primary hard drive not found এর মানে কি?
  • dipu | ২৭ নভেম্বর ২০০৯ ০৮:০৫ | 59.164.190.27
  • অর্পণদা, তোমার কাছে কাগু৩ পৌঁছেছে?
  • Sayantan | ২৭ নভেম্বর ২০০৯ ০৪:৩৮ | 76.160.41.66
  • তবু ভালো আ'কার দেয়নি ঃ-P
  • vikram | ২৭ নভেম্বর ২০০৯ ০৪:৩২ | 86.42.3.139
  • আবার এক কবি আছে - তার নাম উত্থানপদ বিজলী
  • aranya | ২৭ নভেম্বর ২০০৯ ০৪:১২ | 173.54.108.10
  • অক্ষ, গ্রিজলী ম্যান দেখেছি, খুব ভাল সিনেমা। আলাস্কার ঐ কাটমাই জায়গাটা গ্রিজলী-দের প্রিয় বিচরণক্ষেত্র। ইয়েলোস্টোনে লামার ভ্যালী বলে একটা জায়গা আছে, দিগন্তবিস্তৃত ঘাসবন - তার মাঝে ভোরবেলা দেখেছিলাম - ঘাসে ঢেউ তুলে একটা মা গ্রিজলী দৌড়চ্ছে , পেছনে তিনটে বাচ্চা - আহা কি দৃশ্য। স্বর্গ যদি কোথাও থাকে তা ভারতে কাজিরাঙা আর আম্রিকায় ইয়েলোস্টোন।
  • vikram | ২৭ নভেম্বর ২০০৯ ০৩:১৬ | 86.42.3.139
  • ডাগদারের চিগেন পগ্‌স হয়েছে, সব সিংটম মিলে যাচ্ছে।
  • a x | ২৭ নভেম্বর ২০০৯ ০৩:০৮ | 76.247.246.200
  • টিম, রোস্টতো আদর্শ ল্যাদরাঁধুনীর রান্না। ওভেনে বসে বসে মুর্গী রোস্ট হল। আমি টেবিলে বসে বসে কফি খেলাম। কাউকেই নড়তে চড়তে, নাড়াতে চাড়াতে হলনা।
  • a x | ২৭ নভেম্বর ২০০৯ ০৩:০৬ | 76.247.246.200
  • অরণ্য, গ্রিজলী ম্যান দেখেছেন? টিমথি ট্রেডওয়েলের ওপর ডকু। একটা লার্জার দ্যন লাইফ চরিত্র। বোথ গ্রিজলী অ্যান্ড টিমথি।
  • aranya | ২৭ নভেম্বর ২০০৯ ০৩:০০ | 173.54.108.10
  • আহা আলাস্কা, দ্য লাস্ট ফ্রন্টিয়ার। গ্রিজলী ভালুকের রাজত্ব, আমারও যাওয়া হয় নি ঃ( , যেতে হবে, যেতে হবে।
  • Tim | ২৭ নভেম্বর ২০০৯ ০২:৩৫ | 71.62.121.158
  • উদোদা কানাডা না? ইউরোপ তো অনেক দূর, ঘরের পাশে কানাডা-মেক্সিকো-আলাস্কা, এই তিনটেই দেখলুম না এখনও।
    অক্ষ নাকি আবার ল্যাদখোর বলে গব্ব করে! ঃ-)
    নাহ্‌ যাই এবার। অলরেডি দেরি হয়ে গেছে।
  • a x | ২৭ নভেম্বর ২০০৯ ০২:২৩ | 76.247.246.200
  • একটা মাঝারি গামা সাইজের মুর্গী রোস্ট করলাম দুঘন্টা ধরে।
  • aranya | ২৭ নভেম্বর ২০০৯ ০২:০০ | 173.54.108.10
  • টিম, ওদিকটা মানে কোন দিক, ইউরোপ ?
  • Tim | ২৭ নভেম্বর ২০০৯ ০১:৫৮ | 71.62.121.158
  • ধুস আমার আর ওদিকটা ঘোরাই হলোনা। কতকিই যে বাকি ঃ-((
    একখান নেমন্তন্ন আছে। খেয়ে আসি। বাব্বাই।
  • Binary | ২৭ নভেম্বর ২০০৯ ০১:৩৪ | 70.64.19.80
  • ঠান্ডা এবার কম অনেক কম। আর সেই যে অক্টোবরে বরফ পড়েছে, তার্পর শুকনো।
  • Tim | ২৭ নভেম্বর ২০০৯ ০১:২৯ | 71.62.121.158
  • ইস আর মাত্র দুদিন ছুটি বাকি। ঃ-(
    উদোদা (এই নামটা বেশ সহজ), ঠান্ডা পড়লো?
  • Binary | ২৭ নভেম্বর ২০০৯ ০১:২৫ | 70.64.19.80
  • আজ স্যান নিশাচর নাকি ?
  • h | ২৭ নভেম্বর ২০০৯ ০১:২০ | 61.95.144.10
  • ব্ল্যাংকি, থ্যাংক্স। কাজ হচ্ছে।

    সুধী, পোস্টের সময় দেখে প্রতারিত হবেন না। না ব্ল্যাংকি আমায় বিচিত্র সুগন্ধ যুক্ত অ্যাডালট দ্রব্য উপহার দেয় নি। ন্যাড়া কিম্বা অর্পণের লেখা সফটওয়ার কী করে ব্যবহার করতে হয় শিখিয়ে দিয়েছে মাত্র। আমিগুরুচন্ডালি তথা বাংলা সাহিত্যে নিবেদিত প্রাণ, এই মধ্যরাতে, তাই দিয়ে কিঞ্চিত গুরুর কাজ করে নিলাম। কোন টিউশনি ছাড়াই দিব্য ব্যবহার করতে পারছি। বা রে আমি!

    থ্যাংক্স ন্যাড়া,অর্পণ। ওয়ান্ডারফুল স্টাফ।
  • Binary | ২৭ নভেম্বর ২০০৯ ০১:১৯ | 70.64.19.80
  • আজকে সারাদিন ভয়ানক সোষন ....
  • Tim | ২৭ নভেম্বর ২০০৯ ০১:০৪ | 71.62.121.158
  • ছুটি এলেই আমি কিরম দুব্বল হয়ে যাই। আর কদিনই বা....
  • Sayantan | ২৭ নভেম্বর ২০০৯ ০১:০৩ | 76.160.41.66
  • ইকিরে! মিনিনোভা টরেন্ট সাইটটা ভোগে গেল! sigh! deep sigh ঃ-((
  • tkn | ২৭ নভেম্বর ২০০৯ ০০:৩৪ | 122.161.164.139
  • মানে, শিবরাত্রি কবে ঠিক জানিনা যদিও
  • tkn | ২৭ নভেম্বর ২০০৯ ০০:৩০ | 122.161.164.139
  • এতো মন দিয়ে পড়ছিস.. ভুল করে সময়ের আগেই না উদয় হয় ঃ-)
  • san | ২৭ নভেম্বর ২০০৯ ০০:৩০ | 123.201.53.3
  • আজকে আমারও ঘুমোতে ইচ্ছে কচ্ছে না। মন দিয়ে পরের পর ব্যোমকেশ পড়ে চলেছি ঃ-)
  • tkn | ২৭ নভেম্বর ২০০৯ ০০:১৭ | 122.161.164.139
  • বাপরে!! গা ছমছম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম
  • Samik | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:৪৩ | 122.162.75.223
  • গ্যুটেন নাখ্‌ট। শাব্বা খ্যয়ের।
  • tkn | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:৩৯ | 122.161.164.139
  • ধুত, ভয় পাবো কেন? দায়িত্ব নেই একটা? লোকজনকে ঘুম পাড়িয়ে আসা আর কি ঃ-)
  • san | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:৩৭ | 123.201.53.3
  • ইন্দোদা অনেকক্ষণ কিছু লিখছেনা তো ! ড্রাগন না ওয়্যারউল্ফ, সেসব কি হয়েই গেল?
  • Samik | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:৩৭ | 122.162.75.223
  • অ ইন্দোদাদা, পাতোক্কালে বমি হয়?
  • san | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:৩৪ | 123.201.53.3
  • কিন্তু, কোলকাতার কাকে তেকোনাদি এত ভয় পায় যে তার বা তাদের ঘুমোনোর জন্য ওয়েট করতে হবে? এবং কেন?

    মিঠুদি - দোলাচল তো আছেই কিন্তু .... দেখা যাক। খুব বেশি মন খারাপ করলে নয় আবার ফিরে আসব ঃ-) জলে না নামিলে ইত্যাদি .... তা এবারে শীতে তুমি দেশে আসবে না?
  • d | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:২৪ | 117.195.32.158
  • আপিঙের ঝোঁকে অমনি বললেই হল! যা ঘুমো গিয়ে, সকালে দেখবি ঝরঝরে হয়ে গেছিস।

    কিন্তুক আমার মাথায় একটা জম্পেশ গপ্পের আইডিয়া এসেছে। বড় ঘুম পেয়েছে। কাল লিখে দেবোনি।
  • I | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:১৯ | 59.94.2.135
  • বুড়োমানুষ মত্তে বসলে তারে নিয়ে এমং হসিঠাট্টা কত্তে নেই, দিদি। আমাদের দুমকায় ত কেউ এমন করে না।
    তাছাড়া ড্রাগনের চোখ মোটেও কিছু সবুজ নয়, গনগনে হলুদ মত।
  • tkn | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:১৮ | 122.161.164.139
  • আহা-উহু @ I

    ওরেব্বাবা! @
  • d | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:১৬ | 117.195.32.158
  • তবে কি আগামী অমাবস্যায় তুই পরিপুন্নো ড্রাগন হয়ে উঠবি? আবার পরেরদিন সকালে লিংপিঙে "পাপালু'? প্রতি চন্দ্রভূক অমাবস্যার রাতে সোনাই নদীর মরাখাত ধরে ধরে হেঁটে বেড়াবে এক মায়াড্রাগন, পিঠভর্তি মোটা মোটা কাঁটা, জ্বলজ্বলে সবুজ চুনির মত একজোড়া চোখ আর গনগনে আগুন মুখে নিয়ে? হ্যাঁ ইন্ডো?
  • rokeyaa | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:১৫ | 203.110.243.22
  • সিঙ্গাড়া, দাড়িদাদুর নাক - এসবও তো তেকোনা, একই সমতলে না থাকা তেকোনা।
  • I | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:১৪ | 59.94.2.135
  • শরীল ভাল্‌না গো দিদি। এই এক্ষুণি থার্মিটর দেলাম, হাঁইহুঁই করে নাপাতে নাপাতে নিরেনব্বুইতে গে ঠেকল। আজ আবার একজনা পক্সের পেশেন দেকিচি। রোজ কতোজনা কে জানে কী সব জ্বর নিয়ে এসতেছে।
    তোমরা পাঁচজনা আহা-উহু ক'রো , কেমন?
  • d | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:০৬ | 117.195.32.158
  • এহে এখন মল্লে কুলখানির খাওয়াটা মিস হয়ে যাবে যে!! সবুর কর বাপু। কিন্তু মুখ দিয়ে আগুন বেরোচ্ছে কেন? তোরে কি কোন মায়াড্রাগন আঁচড়ে কামড়ে দেছেলো? সেই যে বলে ওয়্যারউলফে আঁচড়ালে নাকি মনিষ্যির ছানাও আস্তে আস্তে ওয়্যারউলফ হয়ে যায় -- তেমনিধারা কিছু?
  • rokeyaa | ২৬ নভেম্বর ২০০৯ ২২:৫৭ | 203.110.243.22
  • ইন্দো ডাক্তার হ্যায় না!
    এ-দাগ, সে-দাগ, যে দাগই লাগুক...
  • Sayantan | ২৬ নভেম্বর ২০০৯ ২২:৫৬ | 159.53.110.144
  • ডিডিদা'কে লেখা প্রথম ইমেল টা, "যেতে পারি কিন্তু কেন যাব' আইডি থেকে, আজ আবার মনে পড়ল। ডিডিদা তার উত্তর দিয়েছিলেন, ডিডিদাসুলভ এক্কেবারে নয়, সাথে ভুতুমের রেফারেন্স। "গভীর দশ' এর গভীরতা বুঝতে দেরী হয়নি আর। সেই সব মেল কবে হারিয়ে গেছে। কত্তগুলো বছর কেটে গেল তারপর - সাত শুধু একটা সংখ্যা।
    চাটুজ্যেদের রোয়াক'এ বসে মুড়ি-আমতেল আর ধূমায়িত গরম চা, তার মাঝে যত মাধবিলতা-পেটো-কুলো-কবিতা-উৎসব।

    অনেকটা বুড়ো হয়ে গেলাম।
  • I | ২৬ নভেম্বর ২০০৯ ২২:৫৪ | 59.94.2.135
  • চোখ জ্বালা করছে। পেট ব্যথাচ্ছে। গা ম্যাজম্যাজ। হাতে ফোসকামত কি একটা বেরিয়েছে। আর মুখ দিয়ে আগুন। ম'লাম মনে হয়। অথচ কত কাজ বাকী।
    ডাগদার খুঁজবো, না উকিল, না গোরস্তানের সেলসম্যান ? না কি ড্রাগন-স্লেয়ার? একটু ভেবেচিন্তে সুচিন্তিত মতামত দিন ত আপনেরা!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত