এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:৩০ | 59.164.191.50
  • দীপাংশু-সায়নের ওই পর্বটা অতি বোকাবোকা হয়েছে। এমনিতে ওদের অনুষ্ঠান বেশ বুদ্ধিদীপ্ত দিমাগ কি বাত্তি জ্বালানো টাইপের হয়।
  • pi | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:২৯ | 72.83.98.106
  • এটাও তো পোস্ট ঘোষ এন্ড কোম্পানী।
    তার আগে মীরের ঋতুপর্ণকে নিয়ে করা মিমিক্রি কোনগুলো ? যেগুলোর বেসিসের ঋতুপর্ণ অভিযোগগুলো আনলেন...
  • aka | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:২৭ | 24.42.203.194
  • আমার মনে হয় ঋতুপর্ণ ফালতু ব্যপারটাকে ঘোরালো করেছে। এনিওয়ে ঐ এনজয় গুরুটাও ফালতু। এইটা সেদিনই দেখলাম। পোগ্যাম গুলো দেখতে দেখতে নিজেদের ঐ মহিলাদের মতন মনে হচ্ছিল।
  • dipu | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:২৫ | 59.164.191.50
  • এই যে মীরের সেই মিমিক্রি
  • Binary | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:২২ | 70.64.19.80
  • আমার মনে হয় পুরো ব্যাপারটাই ইগো আর ইগো .... খিল্লি-টিল্লি সব সেকেন্ডারি
  • d | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:২১ | 117.195.35.223
  • যেটা 'পেব্যাক' আর যেটা দীপাংশু-সায়ন'এর অনুষ্ঠান --- দুটোই আমার কাছে অতি মোটাদাগের কদর্য্য অনুষ্ঠান বলে মনে হয়েছে। ঋতুপর্ণর কথা বলার ভঙ্গী আমার ভাল লাগে না, কিন্তু সে তো আমার কমলা রঙের শার্টপরা লোকও ভাল লাগে না। ঋতুপর্ণ যেটা খুব স্পষ্ট করেই বলেছে যে ওর যা সামাজিক অবস্থান তাতে কে কী বলল সে নিয়ে খুব কিছু আসে যায় না। কিন্তু যাদের সেরকম অর্থসামর্থ্য নেই তাদের পক্ষে এটা বেশ মুশকিলের।
  • pi | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:২০ | 72.83.98.106
  • এই এনজয়গুরু টা মীরের করা নাকি ? আর এটা তো ঘোষ এন্ড কোম্পানী পরবর্তী অনুষ্ঠান না?
    আমি মীরের সেই অনুষ্ঠানগুলো দেখেতে চাই, যেগুলো নিয়ে ঋতুপর্ণ মীরের নামে ওনার অনুষ্ঠানে ঐ অভিযোগ তুলেছেন। ঐগুলো পাওয়া যাবে ?
  • pi | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:১৭ | 72.83.98.106
  • এফিমিনেট গে দের কথাই হোক না। আমি তো ক্রস ড্রেসিং নিয়েও কিছু বলিনি। মানে সেটা নিয়ে খিল্লি করা উচিত এরকম কিছু বলিনি। বলেছি ঋতুপর্ণর কিছু অঙ্গভঙ্গি নিয়ে। কতজন মেয়ে এধরণের এফিমিনেসি ডিসপ্লে করেন ? বা করলে সেটা নিয়ে খিল্লি করা হয় না ? তাদের ন্যাকা বলা হয় না ?

    এবং শুধু অঙ্গভঙ্গি ই না,বেশ কিছু কথাবার্তাও। এগুলোর মধ্যে খিল্লিযোগ্য এলিমেন্‌ট্‌গুলো মেল, ফিমেল, গে, এফিমিনেট গে ইরে্‌রসপেক্টিভ ।
  • tkn | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:১৬ | 122.161.63.245
  • দীপ্তাংশু- সায়নের এই অনুষ্ঠানটা তো মীরকে তেল দেওয়া আসলে। ওটাতে নাকি মীরের কোনো হাত পা মাথা কিছু নেই
  • Binary | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:১১ | 70.64.19.80
  • তবে 'বেনুদি তুই' এটা কি দোষ করল ? মানে আমি মীর-ঋতু তর্কে যাচ্ছি না। তবে 'বেনু দি তুই' টা -র সঙ্গে কোনো অ্যাফিমিনেট পুরুষের সম্পক্কো নেই তো ।
  • Ishan | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:১০ | 173.26.17.106
  • এটা নাকি ঋতুপর্ণের বক্তব্যের জবাব। খুব ভদ্রভাষায় বললে এতো খারাপ, নিচুমানের টিভি অনুষ্ঠান (সব সোপ অপেরাকে মাথায় রেখে বলছি) খুব কম দেখেছি। ঋতুপর্ণের ন্যাকামি এর তুলনায় নস্যি।
  • Binary | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:০৮ | 70.64.19.80
  • আকার সদ্দিকাশি হলে নাকি ? খালি পিছিয়ে পরছি । কেমন সদ্দি কাশি ? ফুলু নাকি ?
  • Ishan | ০১ ডিসেম্বর ২০০৯ ০৮:০৪ | 173.26.17.106
  • এনজয়গুরুতে যেটা পষ্টো করে বলা আছে।

  • Ishan | ০১ ডিসেম্বর ২০০৯ ০৭:৪৩ | 173.26.17.106
  • পয়েন্টটা গে দের নিয়ে নয়তো। "এফিমিনেট' পুরুষদের নিয়ে। যারা গে দের মধ্যেও মাইনরিটি।
  • pi | ০১ ডিসেম্বর ২০০৯ ০৭:১০ | 128.231.22.89
  • আকাদার কিছু পয়েন্টের সাথে ক।
    মীরের মিমিক্রি সেক্সুয়াল মাইনরিটিদের টার্গেট করে ( সেটা যে নয়, সেটা বোধহয় মীর একবার দুবার বলার চেষ্টাও করেছিলেন) নাকিব্যক্তি ঋতুপর্ণর হাব ভাবকে খিল্লি করে, সেটা বোধহয় আরেকটু ভাববার অবকাশ রাখে।
    আচ্ছা, কতজন সেক্সুয়াল মাইনরিটি ওনার মত ঐ অতি-মেয়েলি ( এই বিশেষণটি না লিখলেই বোধহয় ভালো হত ) অঙ্গভঙ্গি করেন ? ঐ 'কথোপকথন' এর সূত্রে এরকম অনেক মাইনরিটির সাথেই যোগাযোগ হয়েছে, তাঁরা কেউ ই করেন না কিন্তু এবং ঋতুপর্ণর আচরণকে তাঁদের কম্যুনিটির রিপ্রেসেন্টেটিভ আচরণ বলেও মনে করেন না।

    আর, সেক্সুয়াল মাইনরিটির কথাই বা কেন ? কতজন মেয়ে ঐরকম আচরণ করেন ? করলে তাঁদের নিয়েও বোধহয় খিল্লি , মিমিক্রি এসব করা হয় আর তখন তাই নিয়ে পোলিটিক্যাল কারেক্টনেসের এসব প্রশ্ন উঠে আসেনা।
    মুনমুন সেনের কথা বলার ভঙ্গি নিয়ে মিমিক্রি হয় না ? সেটা কি সব মেয়েদের কথা বলার ভঙ্গি মনে করা হয় ?

    বরং বলবো, ঋতুপর্ণর এই আচরণকে ঐ সেক্সুয়াল মাইনরিটি মাত্রের ই আচরণ ট্যাগ করা মাইনরিটিদের অবস্থানকেই আরো অস্বস্তিকর করে তোলে।
    শুধু ঋতুপর্ণ কেন, বলিউড , ফ্যাশন ওয়ার্ল্ড আরো অনেক জায়গাতেই এই ট্রেন্ড দেখা যায়, যেটা আদৌ ঠিকঠাক রিপ্রেসেন্টেশন নয়।

    আর বাকি অনেকটা সময় তো মিমিক্রি কত নিচুমানের শিল্প আর উনি কত উঁচুমানের শিল্পী সেটা বোঝাতে বোঝাতেই কাটালেন। সেটাও বিরক্তিকর।

    যেগুলো আপত্তিকর মনে হয়েছে বললাম, বাদবাকি ওনার বক্তব্য , উপস্থাপনা নিয়ে তেমন কিছু বলার নেই।
  • aka | ০১ ডিসেম্বর ২০০৯ ০৫:৫৩ | 24.42.203.194
  • ঘোষ অ্যান্ড কোম্পানি দেখলাম। ঋতু অত্যন্ত অভদ্র এবং দাম্ভিক। উনি জিগ্যেস করেছেন যে মীর যে মাইনরিটি সম্প্রদায়কে অনুকরণ করে তাদের নিয়ে কোন সোশ্যাল স্টাডিজ করেছেন কিনা? প্রশ্ন হল উনি করেছেন কি? আমার জানা সেক্সুয়ালি মাইনরিটি গ্রুপের কেউ ""বেণু দি তুই"" বলে না। ঋতুর ঐ পোঁ*পাকামোটি মিমিক্রি যোগ্য, আনফরচুনেটলি উনি একটি বিশেষ সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন। যেমন আঁতেল ছবি আঁকিয়ে মানেই মকবুল ফিদা হুসেন। ওনাকে মিমিক্রি করা কি আর মুসলমানদের মিমিক্রি করার সমান হল? তেমনি ঋতুদিকে ভ্যাঙানো আর উনি যে সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন তাদের ভ্যাঙানো এক নয়। হাবভাব দেখলে মনে হয় পারলে সত্যজিত রায়কেও সিনেমা শেখায়। মীর একটু হকচকিয়ে গেছিল আর কি।
  • vikram | ০১ ডিসেম্বর ২০০৯ ০৪:০৬ | 86.42.4.243
  • '' মনে হয় যেন আমিই চেখভ''
  • a x | ০১ ডিসেম্বর ২০০৯ ০৩:৪১ | 143.111.22.23
  • রঞ্জনদার মধ্যে একটা চেখভিয়ান ব্যপার আছে।
  • Sayantan | ০১ ডিসেম্বর ২০০৯ ০২:০০ | 159.53.110.140
  • হুঁ, পাতি লবণজল গার্গল। গলাব্যথায় খুব কাজ দেয়। তাতেও না কমলে সেটজিন। সাথে অ্যান্টাসিড।
    এবার ইন্ডোদা ক্যালাবে।
  • m | ০১ ডিসেম্বর ২০০৯ ০১:৫২ | 173.26.17.106
  • আজ্জো, একটা জিনিস এ কাজ হয় খানিকটা,দিনের মধ্যে যদি দশবার গার্গল করা যায়- সে আমাহেন লোক ও শেষ দিকে বাধ্য হয়ে করেছে(অন্তত চার বার)ঃ)
  • a x | ০১ ডিসেম্বর ২০০৯ ০১:৩০ | 143.111.22.23
  • কাশি হলে আয়রন খায়? ভিটামিন সি খায় তো জানি।
  • aka | ০১ ডিসেম্বর ২০০৯ ০১:২১ | 24.42.203.194
  • কাশি শুলেও হয়, বসলেও হয়, জেগে থাকলেও হয়, ঘুমোলেও হয়, কিন্তু তার থেকেও বড় হল বেদনা। সারা শরীলে বেদনা।
  • Sayantan | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:৪৩ | 159.53.46.141
  • মামি, ঠিক। অসাধারণ সব কাশিরা এই সব ট্রিক মানে না। তবে টুকটাক খুচখাচ ছোটামোটা কাশি আদা-তুলসি-মধু-লবঙ্গ ইত্যাদিতে সাড়া দেয়।
    আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক না-পড়া পর্যন্ত কাশি থামায় কার সাধ্য .. ঃ-((
  • m | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:৩৭ | 173.26.17.106
  • তেমন হলে চিৎ,কাৎ,পাহাড়ে পিঠ,উপুড় কোনোভাবেই লাভ হয় না- বসে থাকলে একটু কম হয় বটেঃ(
  • Du | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:২৬ | 65.124.26.7
  • আমি চিরকালই ডাক্তার বিমুখ, ইদানীং ওবামাকে হেল্প করতে রোজ বাইরে লাঞ্চ করি আর ডক্তারী খরচ কমাই। খুব খারাপ লাগলে একবার নার্সদিদিকে ফোন করে দেখি। সেই অনুযায়ী আমি শরীর সর্দ্দি কাশি হলেই নাকে জল মুখে জল, শুধু কানে দিই না। এমনকি খুকখুকে শুকনো কাশিকেও 'কাশবো না' মন্ত্রে বশ করে এনেছি। নেহাৎ না কুলোলে লবঙ্গ। আর তাতেও না কুলোলে চাড্ডি আয়রন ট্যাবলেট খেয়ে নিই।
  • Sayantan | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:১৭ | 159.53.46.141
  • চিত হয়ে শুলে কাশি বেশী হয়।
  • nyara | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:১৬ | 209.131.62.113
  • তোষক আশগুপ্তর কোন জবাব নেই। 'নাকি' ভিত্তি করে গান্ধীর কুৎসা গেয়ে সম্পাদকীয় নাবিয়ে ফেলেছেন। আরে চিঠিটা ছাপা!
  • aka | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:০৬ | 24.42.203.194
  • হ্যাঁ আমার আবার প্রায় একযুগ বাদে সর্দ্দি-জ্বর হল। ভুলেই গেছি কেমন লাগে। কাল রাতেই কাশি ও তার সাথে বন্ধ নাক নিয়ে নাজেহাল হয়েছি। আজ মনে হয় আরও বাড়বে। ঃ((
  • Blank | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:০৩ | 59.93.208.38
  • এই সাইট খানি বেশ, অনেক গান টান পাওয়া যায়
    http://peb.pl/albumy-jazz-blues-soul-klasyka/
  • m | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:০২ | 173.26.17.106
  • জমে থাকা সিক লিভ ভালো জিনিস,অন্য কাজে লাগিও- যখন সারারাত কাশতে কাশতে বিছানায় উঠে বসে থাকতে হবে,তখন ঐ হাসি আর বেরোবে নাঃ)
  • aka | ০১ ডিসেম্বর ২০০৯ ০০:০২ | 24.42.203.194
  • হ্যাঁ অনিচ্ছুক বাসিন্দাদের কানে তুলো ও চোখে ঠুলি বিতরণ করা হইবে। লোকাল চ্যানেলে চোখ রাখুন। হ্যাঁ খরচা কোম্পানির। ;)
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৫৯ | 59.93.208.38
  • দম দি কেমন উন্নয়ন বিরোধী !!!!
  • d | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৫৮ | 117.195.34.96
  • দেখেছ দেখেছ কিরম জমি দখলের চক্রান্ত করছে! পুরো সিপিএম। আব্বে কোন্নগর কেন? শ্যামনগরে গিয়ে বেউলো প্র্যাকটিস, গাধার ডাক ডাকা -- যা খুশী ইশকুল খোল না।
  • aka | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৫৮ | 24.42.203.194
  • সে ভালো প্রচূর সিক লিভ জমে আছে। ঃ)))

    সর্দ্দি জ্বরের থেকে মোক্ষম অজুহাত এই বাজারে আর কিছু নেই। মধ্যে মধ্যে দুএকবার গিয়ে চাট্টি হেঁচে আসতে হবে। ঃ)
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৫৭ | 59.93.208.38
  • সব সেরে যাবে। রামে ফুটন্ত জল
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৫৬ | 59.93.208.38
  • আকাদা হমফ্রে ডেভির মতন ফেমাস হয়ে যেতো
  • m | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৫৬ | 173.26.17.106
  • ওরে বাবা, এই প্রাপ্তিযোগ খুব সুবিধের নাও হতে পারে। আমি পু উ রো একমাস ভুগেছি।দুবার ডাক্তারের কাছে গেছি,রাজ্যের অ্যান্টিবায়োটিক গিলে সুস্থ হয়েছি- এখন ছেলের একটু খুক্‌খুক শুনলেই হৃৎকম্প উপস্থিত হয়ঃ((
  • aka | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৫৪ | 24.42.203.194
  • কোন্নগর স্টেশনটা কি পুরোটাই বিক্রি হয়ে গেল? এক চিলতে জায়গা পেলে একটা বানাম শেখানোর স্কুল খুলতাম। ব্ল্যাংকি বানামও শেখাতে পারত আর রাতে বেউলো। আহা কমিউনিটির স্ট্যান্ডার্ড অফ লিভিংটাই বাড়িয়ে দিতে পারতাম। ঃ))
  • aka | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৫২ | 24.42.203.194
  • ছেলে আমাকে ট্রান্সফার করে নিজে ফিট। আজ স্কুলেও গেছে।

    অক্ষ, জুজু জুজু। সে দুঃখের কথা আর কি কইব। আগামি ৩ মাস আমার সংযমের জেবন। ঃ(
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৫০ | 59.93.208.38
  • কিন্তু হলো কার? পুঁচকে টার নাকি আকাদার?
  • d | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৪৯ | 117.195.34.96
  • আকাবাবুর এই ইন্ডোর সাথে একভাটে ভাটানোটা কিন্তু ঠিক হবে না। হুম
  • a x | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৪৮ | 143.111.22.23
  • এটা কি art of livingএর ক্যাম্প ভ্রমণ ছিল নাকি? মাংস বাদ কেন?
  • m | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৪৮ | 173.26.17.106
  • ছেলেকি শুয়ে পড়েছে নাকি ঘুরে বেড়াচ্ছে- প্রথমটা না হলে দুদিনেই সেরে যেতে পারে, টিনটিন এর ঠিক ঐ রকম হয়েছিলো, টাইলানলেই কাজ চলে গেছে।
  • aka | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৪৭ | 24.42.203.194
  • হ্যাঁ সব আছে। সর্দি,কাশি, নাক আটকানো, ঘুম না হওয়া, বেদনা, শুধু জ্বরটাই ডাইসি। আপিসে গেলে তাড়িয়ে দিত তাই যাই নি। ডাক্তার বললে দুটো অ্যাডভিল খেয়ে নাও।
  • m | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৪৬ | 173.26.17.106
  • নিরিবিলিতে বাজানোর জন্যে ঐ লাইনেই শ্যাওড়াফুলি স্টেশান পার হলেই একটা দিগন্ত বিস্তৃত মাঠ আছে- এমন কি সেখানে কোনো শ্যাওড়া গাছ ও নেই।
  • tkn | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৪৬ | 122.161.63.245
  • আমি চাই @ শমীক
  • d | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৪৫ | 117.195.34.96
  • বলা যায় না হয়ত খোঁজ নিলে দেখা যাবে জনগণের স্মারকলিপি পেয়ে বারুইপুরের পাওয়ার কাটের সময়সারণী বেহালার ক্রন্দনধ্বনির সাথে সিঙ্কে রেখে সম্প্রতি (গত মাস দুয়েকের মধ্যে) তৈরী করা হয়েছে।
  • Sayantan | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৪৫ | 159.53.78.142
  • পটাশগড়ের জঙ্গলে সেই কাঁঠালের ভুতিপ্রিয় ষাঁড়টার নাম কারুর মনে আছে?
  • m | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৪৩ | 173.26.17.106
  • আজ্জো,তোমাদের কি সর্দি-কাশি এইসব ও আছে সঙ্গে?
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ২৩:৪৩ | 59.93.208.38
  • কোন্নগর স্টেশনে জায়গা কিনে বরং পেরাকটিস করবো ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত