এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ০৩ ডিসেম্বর ২০০৯ ২২:২২ | 122.173.186.215
  • সে বাসে করে স্টপেজ পেরিয়ে চলে যাওয়ার গল্পটা কি?
  • d | ০৩ ডিসেম্বর ২০০৯ ২২:২০ | 117.195.41.218
  • "ক্ষমা করিনি'তে ছিল?
  • san | ০৩ ডিসেম্বর ২০০৯ ২২:১২ | 123.201.53.2
  • তাহলে সমস্যা কী?

    কথা হল, ইন্দোদার পোস্ট খানি পড়েই আমার হানুদার ওরিজিনাল গল্পখান পড়তে ইচ্ছে যাচ্ছে। কোন টইয়ে যেন ছিল ? কেউ একটু খুঁজে দাও না।
  • tkn | ০৩ ডিসেম্বর ২০০৯ ২২:০৭ | 122.173.186.215
  • আহা সে আমি বুঝেছি (অ্যাত্তো ইয়ে নাকি!!!)। বলতে চাইলাম কমপ্লান খেলে কেন হহপাপ্রে হবে? ও খেলে বাচ্চারা বাড়ে, প্রেম্বাড়ে নাকি?
  • Arpan | ০৩ ডিসেম্বর ২০০৯ ২২:০৬ | 122.252.231.12
  • জনপ্রিয় টইয়ের নাম।
  • san | ০৩ ডিসেম্বর ২০০৯ ২২:০৬ | 123.201.53.2
  • আহা , হহপাপ্রে মানে হলেও হতে পারত প্রেম ঃ-)
  • tkn | ০৩ ডিসেম্বর ২০০৯ ২২:০২ | 122.173.186.215
  • স্যানের 9.24-টা আমি ধরতে পারিনি ... কবি কি বল্লেন?
  • tkn | ০৩ ডিসেম্বর ২০০৯ ২২:০০ | 122.173.186.215
  • ঃ-) দুই খুকু অলরেডি বলে ফেলেছে, আর কয়েকজন বললেই ভিশাল-শেখর বা আর কোনো মিউঃ ডিঃ কথাটাকাকে গানের লাইনে ঢুকিয়ে ফেলবে। বেশ ক্যাচি ঃ-))
  • san | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:৫৫ | 123.201.53.2
  • এদিকে আমার বরাবরই ভারতবর্ষের যে কোন শহরে গেলেই মনে হয় এখানে তো বরাবরই ছিলাম , থাকতেই যাই আর বেড়াতেই যাই ঃ-)
  • d | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:৫৩ | 117.195.41.218
  • আচ্ছা "টিকেন চিকা'টা আমি মাঝেমাঝেই ভুল করে বলে ফেলি। :-P
  • Binary | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:৪৩ | 198.169.6.50
  • দুদিনের জন্য কোথাও বেড়াতে এসেছি ফিলিংসটা আমার সর্বক্ষণ-ই হয়।
  • a x | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:৩৭ | 76.247.246.200
  • কোলকেতা গেলেই মনে হয়, এখানেই তো থাকি, এই দুদিনের জন্য কোথায় যেন বেড়াতে গেছিলাম আবার ফিরে এসেছি। আর এখানে যখন থাকি, চারপাশের লোকজন, সবাইকে কেমন কাল্পনিক লাগে। এই আছে, এই বদলে যাবে, like characters of a fiction
  • san | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:২৪ | 123.201.53.2
  • কমপ্ল্যান খেলে হহপাপ্রে গুলো সত্যি হয়ে যায় ? সত্যি? ;-)
  • Binary | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:২০ | 198.169.6.50
  • ধর্মতলায় কর্মখালি
  • I | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১৯ | 59.93.240.203
  • বিশালকায় হনু'র গলা জড়িয়ে ঝুলছেন এক লিলিপুটসদৃশ সুন্দরী, কৃষ্ণা। কে তিনি? তিনি কিনি? হাজার হাজার টিভিক্যামেরা তাঁর দিকে তাগ করা, হাজারটা ফ্ল্যাশ জ্বলছে-নিভছে, হাজার হাজার টিভি উপস্থাপিকা চুল ছিঁড়তে ব্যস্ত। অনেক , অ-নেক অনুসন্ধানের পর সি এন এন ও বি বি সি প্রায় একযোগে জানাল ইনি একজন বিলেতি বাসড্রাইভার। হনু'র সাথে কি সূত্রে বাঁধা তা এখনো অজ্ঞাত। তবে তদন্ত চলছে.......
  • Binary | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১৯ | 198.169.6.50
  • এসপ্ল্যানেড-এর কি একটা বাংলা নাম আছে না ?
  • tkn | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১৮ | 122.173.186.215
  • এসপ্ল্যানেড
  • Arpan | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১৮ | 216.52.215.232
  • জঃনেঃরোড।
  • d | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১৮ | 117.195.41.218
  • ধর্মতলায়।
  • a x | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১৭ | 76.247.246.200
  • ইন্দ্রমহল কোথায়?
  • d | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১৬ | 117.195.41.218
  • হ্যাঁ চওড়াই তো। লম্বা অমনি অমনি হয় নাকি?
  • Du | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১৫ | 65.124.26.7
  • আইটিওয়ালাদের জন্য একটা ভালো স্লোগান শুনলাম আজ Take the SH out of IT ঃ)
  • tkn | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১৫ | 122.173.186.215
  • সার্কাসের ঐ একঠ্যাঙে সাইকেল হয়ত, একবগ্গা একরড্ডা সাইকেল .. ওগুলোতে কেমন উঁচু হয়
  • san | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১৪ | 123.201.53.2
  • মানে কমপ্ল্যান খেয়ে অবাধে বাড়ার কথা হচ্ছিল বলে একটু ঘেঁটে গেলাম
  • Binary | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১৪ | 198.169.6.50
  • কোলকাতায় গিয়ে কি কি খাব
    ১) আল্লুচ্চপ
    ২) ফুলুরি
    ৪) ধাপার ফুলকপির সিঙ্গারা
    ৫) 'সেন মহাশয়' -এ মার্বেল সাইজের রসগোল্লা
    ৬) হাতিগাবাগানে ফুচকা
    ৭) শ্যাম্বাজরে মোড়ে (কি যেন ছাই একটা মিস্টি দোকান) সেখেনে লুচি আর ছোলার ডাল
    ৮) ইন্দ্রমহলে চানা বাটুরা
    ৯) ইন্দ্রমহলের পাশের দোকানে (দুর এই নামটাও ভুলে গেছি) কুলপি
    ১০) দ্বারিকের দোকানে দর্বেশ
    ১১) বাদশায় চিকেন রোল
    ১২) দমদম স্টেশনে রোল কাউন্টারে ইয়াম্মোটা, আটাভরা, ডালডায় ভাজা মোগলাই

    উঃ দেশে ফেরার কি মজা ....
  • tkn | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১৪ | 122.173.186.215
  • ঃ-))
    এসব কবে হবে?? আমি এখনই একখানা ঝোপড়ি বানিয়ে ফেলছি বাইপাসের ওপর। দুটো ক্যাংলা প্যাংলা লোককে বসিয়ে দেবখন দোকানে চা মুড়ি আর তেলেভাজা বিক্কিরির জন্য । আমি নিজে আমার ব্যালকনিতে বসে ল্যাপিতে কটপটিয়ে লিখে যাব হনুবাবুর হাঁটনবেত্তান্ত আর পোস্ট করব টইতে, ভাটিতে, এখানে সেখানে... যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ
  • aka | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১৩ | 168.26.215.13
  • যাই ডাক্তার দেখিয়ে আসি।
  • san | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:১২ | 123.201.53.2
  • সাইকেল হ্যান্ডেল ফসকে পাছুতে লাগবে ! তাহলে কি, তাহলে কি হানুদা লম্বা হয় নি? শুধু চওড়া হয়েছে? কি কনফিউশন ।
  • d | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:০৮ | 117.195.41.218
  • রোগা হ্যাংলামত ডাক্তারের বারংবার চেষ্টা করার সময়ে হঠাৎ বেকায়দায় স্টেথোটা গিয়ে হনুর বাহুমূলে গোঁত্তা মারল। ডাক্তার ঘাবড়ে গিয়ে পিছোতে যেতেই নার্ভাস হয়ে হাতের সাইকেল ফসকে হ্যান্ডেলটা গিয়ে হনুর ছাপুতে ঢুঁসো মারল। ডাক্তার তো ভয়ে হাত পা এলিয়ে দিয়ে মুচ্ছো যায় যায় ..... এদিকে বাহুমূলে একটু সুড়সুড়ি মত লাগায় হাত তুলতে গিয়ে হঠাৎ পেছনে একেবারে ঘপাৎ করে হ্যান্ডেল ...... এঃ সকালবেলার মেজাজটাই খিঁচড়ে যায় আর কি! হনু পেছন ঘুরলেন। ওমা কেমন শুঁটকোমত বাচ্চা একটা ছোকরা, গলায় কি একটা লটপট করে ঝুলছে .... ছেলেটা আবার স্লো মোশনে মাটি নিচ্ছে ... হনু কষ্ট করে একটু কেৎরে নীচু হয়ে সাইকেলের হ্যান্ডেল আর ছেলেটার কবজি একসাথে ধরে ফেললেন। তারপর পরম স্নেহভরে তুলে মাইল খানে দূরে রাস্তার পাশের নরম মাটিতে নামিয়ে দিয়ে মৃদু হেসে চলে গেলেন।
  • I | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:০৭ | 59.93.240.203
  • ২০১১ অনির্দিষ্টকালের জন্যে পিছিয়ে যাবে, কেননা দ্রিশেসনের এন্তেকাল। দিদি চোখেজ্জলে নাকেজ্জলে একাকার। পকাবুরা ঘর্মাক্ত। বুদ্ধবাবু কুলকুলিয়ে হাসছেন। বিনয়ব্রিগেড কারে য্যানো "ইয়ে' দেখাচ্ছেন। কবিরদা পাল্টি খেলেন। লালগড় কলকেতা শহরের উপকণ্ঠে হাজির হয়েছে। কিন্তু কিষেনজির গুলি-বোমায় হনু'র কিস্যু হচ্ছে না। সব ঠিকরে ঠিকরে ফিরে যাচ্ছে। মারিঘেল্লা-র কাঁধে মাথা রেখে কাঁদছেন গণপতি। চে গেভারা তাঁরে আদা-নজেন কিনে দিলেন। নজেনওলা পয়সা নিল না। তার পরণে গেভারা-শার্ট।
  • Sayantan | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:০৩ | 159.53.78.143
  • এই রে! এখান থেকে অ্যাকসেস নেই।
  • I | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:০০ | 59.93.240.203
  • এগরোল আর পচা সিঙ্গারা, মোবিলে-ভাজা আলুচ্চপ খেয়ে অসুস্থ রোগীর পেটের রোগ সারাতে সাইকেল চেপে আসবে রোগা হ্যাংলামত ডাক্তার।
  • Arpan | ০৩ ডিসেম্বর ২০০৯ ২১:০০ | 216.52.215.232
  • নাঃ, বাড়ি যাই। শেওয়াগের ব্যটিং তাণ্ডব দেখতে হবে।

    ক্রিকইনফো থেকে আরো দুইটি মণিমুক্তোঃ

    "Sehwag now has five of the 10 fastest double-centuries in history, including three of the first four. "

    এবং

    "At Multan just over five years ago, he pretty much ended the career of one very special offspinner, Saqlain Mushtaq. Saqlain had gone into that series speaking of a surprise ball, the teesra [the third one]. After much discussion in the media box, it was decided that it was the delivery that Sehwag kept whacking over midwicket for fours and sixes."

    ঃ-)
  • Blank | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৫৯ | 59.93.193.132
  • সান্দা তোমার মেল বক্স দেখো
  • aka | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৫৭ | 168.26.215.13
  • আঃ *আসবে (হাসবে না)
  • aka | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৫৬ | 168.26.215.13
  • অনুসারী শিল্প হিসেবে হাসবে গাঁ গঞ্জ থেকে মর্নিং ওয়াক দেখতে আসা হাজার হাজার লোক, মতলাব বাজ পকেটমার, এগরোলের দোকান, নাগরদোলা।
  • Sayantan | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৫৪ | 159.53.78.143
  • কে?
  • Sayantan | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৫৩ | 159.53.78.143
  • আজ্জোদা, থ্যাংক্যু।
  • I | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৫৩ | 59.93.240.203
  • পাতা,শুধু পাতার পোশাক?
  • I | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৫২ | 59.93.240.203
  • এম্মা ! হনু তা'লে পরেছেটা কি?
  • san | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৫১ | 123.201.53.2
  • এই যে শুনলাম জামা ফেঁসেছে, পেন্টু টাইট হয়েছে।সে পেন্টুর পকেট আছে তো !
  • Arpan | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৫০ | 204.138.240.254
  • এই শুনলে না জাম-পেন্টুল সব ছিঁড়ে গেছে! পকেট কোদ্দিয়ে আসবে? হনু কি গডজিলাকৃতি ক্যাঙ্গারু?
  • aka | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৫০ | 168.26.215.13
  • আর সেই ফাটল সারাতে হাজার হাজার লোক ব্যস্ত, নতুন কর্মসংস্থান। দ্রিসেশনের বাজারে নতুন স্টিমুলাস হানুর মর্নিং ওয়াক।
  • san | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৪৭ | 123.201.53.2
  • হানুদাকে বলো ওকে পকেটে পুরে নিয়ে যেতে
  • I | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৪৬ | 59.93.240.203
  • আর পদভারে মেদিনী কম্পমান। পায়ে পায়ে ফুটে উঠছে ফাটল।
  • d | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৪৪ | 117.195.41.218
  • ভাবা যায় না! বাইপাসে তুমুল জ্যাম! কেননা হনু চলেছে রাস্তা দিয়ে। পাশে আর এট্টুকও জায়গা নেই। একটা রোগা হ্যাংলামত ডাক্তার সাইকেল নিয়ে পাশে দিয়ে বেরিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সাইড পাচ্ছে না।
  • I | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৪০ | 59.93.240.203
  • আমারেও দেয় না। নিমডাল ছাড়া আর কিছুই দেয় না। কমপ্ল্যানও না।
  • aka | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৩৮ | 168.26.215.13
  • আমারে কেউ থ্যাংকুও দেয় না। অন্যদের দেয়, কেন?
  • aka | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৩৭ | 168.26.215.13
  • এক হানুই পারে সেই অবস্থা থেকে উদ্ধার করতে, আরও বড় হয়ে। হানুর কাঁধে চড়ে একটু লংকাটা ভ্রমণ করে আসব। তাই আপনারা হানুকে অবাধে বাড়তে দিন, দিনে দুইবার কমপ্ল্যান খাওয়ান।
  • san | ০৩ ডিসেম্বর ২০০৯ ২০:৩৭ | 123.201.53.2
  • ও হোঃ। ব্ল্যাংকি, শ্রাবণীদি,সায়ন্দা , ভুতো এদেরকে থ্যাংকু।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত