আমারটায় অর্জিত আছে ঐশিক আছে, এদের কারুর সঙ্গেই কোনোদিনই চ্যাটাই নাই।
d | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:০০ | 117.195.38.191
এদিকে আমার লিস্টিতে বুনান আর সৈকত ছাড়া কেউ নেই। কি অদ্ভুত! অজ্জিত পজ্জন্ত নেই। অথচ অজ্জিতের সাথে আমি সবচেয়ে বেশী চ্যাটাই।
tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:০০ | 122.173.186.215
নাঃ তাইলে করব না। ওয়ারেন্টি হেব্বি জরুরী। হেইচপির ওয়ারেন্টিতে আমি খোল নালচে বদলে ফেলেছি এই ল্যাপীটার।
tkn | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৮ | 122.173.186.215
আর, ওয়েভে কি যে ইনভিটেশন পাঠাচ্ছে তার বন্ধুরাও অটো অ্যাড হয়ে যায়? আমি ওয়েভ নামিয়ে দেখলাম আমার লিস্টিতে আরো অনেকে, চেনা, অচেনা এমনকি আধচেনাও আছে
d | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৮ | 117.195.38.191
হ্যাঁ সে তো করাই যায়। চাঁদনিতে নিয়ে যাও, করে দেবে। কিন্তু ওয়্যার্যান্টির অনেক কিসব নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে।
tkn | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৫ | 122.173.186.215
রাইট, এখন ভিস্তা ছাড়া দিচ্ছে না। সেইজন্যেই সেকেন্ডটাতে ঘোল খাই। ওতে তো ফাফও ইনস্টল করি নি। দোতলা থেকে লিখি ওটা থেকে লিখলে। কিন্তু ওটাকে ফর্ম্যাট করে কি এক্সপি করা যায়? কেউ কি বলবে?
tkn | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৪ | 122.173.186.215
ভিস্তা পুরো বস্তাপচা মতন একটা ব্যাপার। আমার মোটেই পোষায় না। আর একটু জোর দিয়ে জিগালে কি রঞ্জনদাকে এক ধাপ এগিয়ে দেওয়া যাবে? ঃ-))
d | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৫৪ | 117.195.38.191
নাঃ ল্যাপীটা পাল্টানোর খুব ইচ্ছে নেই। তবে বেশ বুড়ো হয়েছে বোঝা যায়। আর আমি খামোখা আপগ্রেড করাও পছন্দ করি না। তবে এখন নতুন ল্যাপী কিনতে গেলেই ভিস্তাসহ দিচ্ছে। এক্সপি করাতে গেলে আবার ওয়্যার্যান্টির কিসব ঝাড় করছে। তাই বললাম আর কি।
না আসলে এককাঠি ওপরে বলাটা ঠিক নয়। দুজনে একদম পাশাপাশি চলছ। টাফ কম্পিটিশান কাঠি নিয়ে। ;-)
d | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৪০ | 117.195.38.191
ভিস্তা মার্কেট থেকে দূর না হওয়া পর্যন্ত আমি ল্যাপী বদলাবই না।
tkn | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৬ | 122.173.186.215
আহা দ, এর জন্যে তুমিই দায়ী। মাথার মধ্যে ভিস্তাকে অপছন্দটা ছিলই। আর এই এখন আই ই আর ফাফ-এর কথাটা বলে সব কেমন ঘেঁটে গেসল ঃ-( অপ্পন! অ্যাতো অবাক হওয়ার কি আছে অ্যাঁ?
tkn | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৫ | 122.173.186.215
ওহো, হ্যাঁ হ্যাঁ, রাইট ভিস্তা থেকে এক্সপি করব কি করে? ফর্ম্যাট করে করতে হয়?? আইই আর ফাফ এখই সঙ্গে চালাই এক্সপিতে। ফাফ-এ ইয়াহু কেমন বাজে বিহেভ করে রঞ্জনদার এককাঠি ওপরে ঃ-(( এটা আগেও সেই ব্যাটারী কনফিউশনের সময় ঃ-((((( কিন্তু, ও রঞ্জনদা, কি করে আপনার কাঠিতে নামব???? ঃ-((
d | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৩৪ | 117.195.38.191
আরে অর্পণ, সেদিন ঐ ওয়েভ খুলতে গিয়ে আমাকে বলল তুমি পিছিয়ে পড়া লোক, যাও আপগ্রেডিত হও। তো আমি ফাফ নামালাম। ওয়েভ খুলল। তাকে আমার পচা লাগল। তারপর অর্কুট খুলতে গিয়ে ঘাড় মটকে গেল তো গেলই। আর খুলল না। আমিও ঘুমচোখে আর বেশি কায়দা না করে গলা টিপে দিয়ে ঘুমোতে গেলাম।
আর খুলি নি।
nv | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:৩২ | 71.142.67.235
যা বাবা!
d | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:২৮ | 117.195.38.191
এইরে! ভিস্তাকে বদলে এক্সপি করতে পার। ফাফকে বদলে আই ই। না: এই তেকোনা সত্যিই রঞ্জনদারও এককাঠি ওপরে।
sinfaut | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:২৮ | 117.194.200.139
nv এত উত্তেজিত কেন? পেট গরম? :P
aka | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:২৭ | 24.42.203.194
ভিস্তা চেঞ্জ করে উইনডোজ ৭ অবধি করা যায়।
Arpan | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:২৪ | 122.252.231.12
অ্যাঁ!!
tkn | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:২২ | 122.173.186.215
হ্যাঁ, খোলে তো।
তবে আমার ভিস্তাটা একদম পোষাচ্ছে না। সেকেন্ড ল্যাপী-তে ওটা চলছে। ভিস্তাকে চেঞ্জ করে আই ই করা যায়? গেলে কি ভাবে?
Arpan | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:০৭ | 122.252.231.12
3.5.5-এ দিব্যি অর্কুট খোলে তো।
nv | ০৫ ডিসেম্বর ২০০৯ ২৩:০৩ | 71.142.67.235
তা বেশ। এই না হলে ওয়ার্ল্ড কাপ!
d | ০৫ ডিসেম্বর ২০০৯ ২২:৫৩ | 117.195.38.191
এইজন্যই আমি আই ই ৫ থেকে আর উঠিনি।
এই ওয়েভের জন্য ফাফ 3.5.5 না কি একটা করলাম। তাতে দেখি অর্কুট খুলতে গিয়ে ঘাড় মটকে পড়ে গেল। "রিডাইরেক্টিং' বলে যে ভেটকি মারল ... আর উঠল না।
Arpan | ০৫ ডিসেম্বর ২০০৯ ২২:৪৩ | 122.252.231.12
আরে আমি না হয় বিশেষ অজ্ঞ রূপেই প্রেডিক্ট করলাম। ঃ-)
nv | ০৫ ডিসেম্বর ২০০৯ ২২:৪১ | 71.142.67.235
'ব্রাজিল হাসতে হাসতে উঠবে' - গনৎকার নই। শুধু বলা হচ্ছে গ্রুপটা শক্ত। That's all.
Samik | ০৫ ডিসেম্বর ২০০৯ ২২:৩১ | 122.162.75.91
টেস্টিং। কম্প্যা মোডে।
Samik | ০৫ ডিসেম্বর ২০০৯ ২২:২৯ | 122.162.75.91
আচ্ছা, আইই ৮-এ যাদের যাদের বালেনক খুলছে না, তাদের জন্য একটা ফিক্স পেইচি। যদিও জানি না সেটা তাদের কম্পুতে কাজ করবে কিনা।
যদি বালেনক না খোলে আইই৮-এ, অ্যাড্রেস বারের ডানদিকে দেখবে একটা দু টুকরো পাতার আইকন আছে। কম্প্যাটিবিলিটি মোড। ওতে ক্লিক করে দাও। পাতা লোড হয়ে যাবে, ঐ কম্প্যা মোডেই।
dipu | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৭:৩৮ | 59.164.188.48
দক্ষিণ আফ্রিকা ফুটে যাবে। বাকি তিনটের মধ্যে বলা চাপ।
Arpan | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৭:৩১ | 122.252.231.12
আর আসলে এ গ্রুপে কোন ক্লিয়ার ফেবারিট নেই। চারটে টিমের মধ্যে যে কেউ পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারে।
Arpan | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৭:২৩ | 122.252.231.12
ধুর, আবার বলছি ব্রাজিল হাসতে হাসতে সেকেন্ড রাউন্ড যাবে।
dipu | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৬:২৮ | 59.164.188.48
য়্যুহুউউ! আমার এক টেরাবাইটটা কাজ কচ্চে!
ডেটা কেবল, অ্যাডাপ্টার দুটোই উচ্ছন্নে গেসলো।
nv | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৬:২০ | 71.142.67.235
**ভীষণ।
nv | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৮ | 71.142.67.235
কাবলিদা আপনি ধন্য। ভীষন ঈর্ষান্বিত বোধ করছি।
kd | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৫:২৭ | 59.93.220.56
আমি ছেলাইট অপয়া আছি। আমি মারাদোনার লাস্ট ওয়ার্ল্ড কাপ (আমাদের মাঠে, গ্রীসের সঙ্গে) দেখেছি - গোলটা আমার সামনেই (মানে সীটটা ওইদিকেই ছিলো - 20yard lineএ)। ওর একটা ছবিও তুলতে পেরেছিলুম - হাজার-হাজার স্লাইডের মধ্যে কোথায় লুকিয়ে আছে - খুঁজে পেলে তুলে দেবো।
আর মুকেশের লাস্ট পারফরম্যান্স দেখেছি/শুনেছি বস্টনে, বার্কলি সেন্টারে। লতার সঙ্গে এসেছিলেন। এরপরেরটা টরন্টো'তে - সেখানে শরীর খারাপ থাকায় গাইতে পারেননি - তারপর ডেট্রয়েটে...
আমার মেয়ের সাজুনি বাতিক। পিথিমীর কোনোকিছুতে মন নাই, কেবল আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে যে তিনি কী ভালোবাসেন ... সেদিন খেয়ে উঠে দেখি তিনি স্কেচপেন দিয়ে ঠোঁটে রং কচ্ছেন। হেব্বি ঝাড় খেয়েছেন তারপরে। ন্যাচারালি।
nv | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৩:৩২ | 71.142.67.235
আসলে আমরা এদের খেলা শুনে বড় হয়েছি।
bLANK | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৩:১১ | 59.93.223.243
ও বোধি দা আমি কিছুক্ষন জেগে আছি, তোময় ফোনে পেলুম নে
h | ০৫ ডিসেম্বর ২০০৯ ১২:৪৩ | 61.95.144.10
ন্যাশনালিজম যদি 'জাতীয়তাবাদ' হয়, এথনিক ন্যাশনালিজম এর বাংলা কি হবে? একটা অনুবাদ করতে গিয়ে একটু চাপ হয়েছে। কেউ উপকার করলে ভালো হয়। ইমেলে বা অর্কুটে। কারণ ভাটে হারিয়ে যায়।
nv | ০৫ ডিসেম্বর ২০০৯ ১১:৫৫ | 71.142.67.235
মারাদোনা ঈশ্বরের সেরা সৃষ্টি। গোলগুলো আবার দেখা যাক।
nv | ০৫ ডিসেম্বর ২০০৯ ১১:৪২ | 71.142.67.235
বিবিসি-তে ফলো করেছিলাম ড্র-টা। বিবিসি কি বলেছিলো দেখা যাক।
Group H: Spain, Switzerland, Honduras, Chile
Group G: Brazil, North Korea, Ivory Coast, Portugal (New Group of Death)
Group F: Italy, Paraguay, New Zealand, Slovakia
Group E: Netherlands, Denmark, Japan, Cameroon
Group D: Germany, Australia, Serbia, Ghana (Group of Death?)
Group C: ENGLAND, United States, Algeria, Slovenia
মেসির গোলটা গোলা। তবে মারদোনা ইজ মারাদোনা। যে যতই হোক আমাদের বয়েসীরা বোধহয় মারাদোনা, কিশোরকুমার, নাসিরুদ্দীন শাহ - এদের স্পেল থেকে কোনদিন বেরোতে পারবে না।
dipu | ০৫ ডিসেম্বর ২০০৯ ০৯:১৬ | 59.164.98.214
মারাদোনার গোলটা মেসির পা থেকে আবার বেরিয়েছে দুহাজার সাতে ....
মেসি, ছোট রোনাল্ডো, জাভি, ইনিয়েস্তা, পাতো, রোনাল্ডিনহো (যদি টিমে নেয়), দানি আলভেস, আগুয়েরো ... এদের ওপর নজর রাখুন।
Sayantan | ০৫ ডিসেম্বর ২০০৯ ০৯:০৯ | 76.160.41.66
আমার দেখা সেরা সেভ - রেনে হিগুইতা'র স্কর্পিয়ন কিক
aka | ০৫ ডিসেম্বর ২০০৯ ০৮:৫৯ | 24.42.203.194
এবারে উদীয়মান তারকা কে কে? এখনো অবধি সেরা বিশ্বকাপ হল ৮৬, সেরা তারকা হল মারাদোনা, সেরা গোল মারাদোনা, সেরা সেভ গর্ডন ব্যাংকস, সেরা ম্যাচ হল ১৯৮৬ ব্রাজিল-ফ্রান্স। (আমার দেখা)
dipu | ০৫ ডিসেম্বর ২০০৯ ০৮:৪৪ | 59.164.98.214
ব্রাজিলের গ্রুপটা চাপ আছে।
তবে আমি খুশি হয়েছি ব্রাজিল, ইতালি, স্পেন EFGH এ থাকায় ঃ-)
aka | ০৫ ডিসেম্বর ২০০৯ ০৮:৪১ | 24.42.203.194
না না জার্মানি আর ব্রাজিলের টাই লোকে গ্রুপ অফ ডেথ বলছে। একটু আগে এনপিআরে বলল। আইভরি কোস্ট নাকি সাংঘাতিক ট্যালেণ্টেড। ওভার অল র্যাংকিংয়েও সবার থেকে এগিয়ে। ১,৫,১৬ আর কি যেন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন