এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৮ | 204.138.240.254
  • আর মাইসোরের রাস্তায় কামাথ লোকারুচিতে ব্রেকফাস্ট।
  • P | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৮ | 109.78.77.102
  • আমরা কুর্গের একটা ট্রিপ ভাড়া গাড়িতে করেছিলাম বোধহয় , কোয়ালিস টাইপের কিছু। এ সি , দিন চারেকের জন্যে হাজার ছয়েক মতন লেগেছিল। অবিশ্যি সে বছর সাতেক আগে।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৭ | 204.138.240.254
  • হ্যা। ঐখানে একটা ভালো টুনা স্টিক ভাজা খাবার জয়েন্ট আছে। জানাডু। নেক্সট টাইম পেলে ঢুঁ মারবেন। সাফল্য গ্যারান্টিড।
  • Blank | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৫ | 170.153.65.102
  • দীপুর কচি বয়স
  • P | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৫ | 109.78.77.102
  • ও হ্যাঁ , মাইসোর গেলে আর-আর-আর রেস্তোঁরাতে বসে অবশ্যই একটা থালি খেয়ে এস। নাম বল্লেই লোকে ডিরেক্‌শান বলে দেবে , একদম রিয়েল ডীল।
  • Samik | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৪ | 122.160.41.29
  • আম্মো যাচ্ছি বেই বেই। পচ্চিশ চাব্বিশ সাত্তাইশ।
  • Samik | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৪ | 122.160.41.29
  • দীপু নেচার ক্যাম্পে যেতে চাস? তোর তো বেশ উন্নতি হয়েচে দেখছি!! আমি ফাঁকতালে বিষম খেয়ে গেলাম।

    গুগলে সার্চ মার। পোচুর নেচার ক্যাম্প আর নেচারিস্টের সন্ধান পাবি।
  • Blank | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৪ | 170.153.65.102
  • আমিও বেড়াতে যেতে চাই ঃ( ঃ(
  • P | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১৩ | 109.78.77.102
  • বাস বোধহয় চলে , আমি খুব বেশি বাসে চড়ে এদিকগুলো করি নি , বেশিরভাগ ছিল বন্ধুবান্ধব মিলে দ্য গ্রেট স্বরাজ মাজদা ভাড়া আর একটু পোঁয়াপাকা হয়ে বড়লোক বন্ধুর গাড্ডিতে।

    বাসের খবর দেবার লোকজন আছে মনে হয়। দেখছি।

    তবে ঐ দুটো পুঁটে নিয়ে তোমার বোধহয় একটা গাড়ি ভাড়া নিলে বেশ হয় , যখন খুশি দাঁড়ানো-টাঁড়ানো ইত্যাদি।লোক্যাল এজেন্সি থে্‌ক নিলে দরদাম করে ভাড়াও বেশ কম-টমে হয়ে যায়।
  • SB | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১১ | 114.31.249.105
  • অর্পন, জানতাম না, বাজে মিস! ঃ-)

    ওদের হোটেলের থেকেও ওপেন এয়ার রেস্তোরাটা ভাল। খাবার নিয়ে যাস্ট কোন কথা হবে ন। লোনলি প্ল্যানেটের বইতেও ওদের কথা আছে!
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১০ | 204.138.240.254
  • ট্রেন তো চলেই। মাইসোর আর হাম্পি ট্রেন দিয়ে কানেক্টেড।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:১০ | 204.138.240.254
  • গাড়িতে যাবে। লুরু থেকে গাড়ি ভাড়া করবে।
  • Arijit | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:০৮ | 61.95.144.122
  • পাল্লিন - এই র‌্যুটে বাস চলে? মানে নইলে যাবো আসবো কি করে?
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:০৬ | 204.138.240.254
  • Pink Hotel-এ প্রচুর ভালো গাঁজার স্টক থাকে।
  • P | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:০৫ | 109.78.77.102
  • অজ্জিত , কর্ণাটকার প্ল্যানের ওপর একটু ফুট কেট গেলুম।
    ঐ বেলুর-হ্যালেবিড , ব্যাক-টু-লুরু , মাইসোর , ব্যাক-টু-লুরু ইত্যাদি করতে গেলে তোমার বেশিরভাগ সময় গাড়িতেই কাটবে।

    তাচ্চেয়ে আমার যদ্দুর মনে পড়ছিল ট্র্যাভেলটা কমাতে পারবে যদি লুরুতে নেমে পুরো সব দেখে-টেখে লুরুতে ফিরে কোল ফিরে আসা।

    খানিকটা এই অর্ডারে -

    - কোল-টু-লুরু
    - লুরু-টু মাইসোর ,ট্যুর অ্যান্ড স্টে ওভার
    - মাইসোর-টু-বেলুড়/হ্যালেবিডু , ট্যুর অ্যান্ড স্টে ওভার
    - বেলুর-টু-হাম্পি , ট্যুর অ্যান্ড স্টে ওভার
    - ব্যাক টু বেস লুরু (ফেরার পথে টুক করে এট্টুস ফাটাফাটি চিত্রদূর্গা ফোর্টটা দেখে আসতে পারো)।

    এই রুটে আমি অবশ্য ট্র্যাভেল করি নি , তবে ম্যাপ দেখে মনে হল এইটা কল্লে কিছু আসা-যাওয়া বাঁচবে বোধহয়।

    http://www.mapsofindia.com/maps/karnataka/karnataka-travel-map.htm
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:০৫ | 204.138.240.254
  • সরি। কোনাসীমা।

    http://www.konaseematourism.com/

    কেরালার ওয়ান-থার্ড খরচে হাউসবোট চড়া হয়ে যাবে।
  • SB | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৬:০৩ | 114.31.249.105
  • দূর দূর!! কেউ কিস্যু জানে না! বীচ হল গিয়ে পুরী ঃ-)

    ডিসেম্বরের শেষ সপ্তাহে যেতে হয়। বীচ তো দেখা হোলই, ঐ সি টি রোডের ধারে থাকলে সকালে Pink hotelএ ব্রেকফাস্ট সেরে ফাঁকা বিচে স্নান সেরে (মাইরী বলছি, ওদিকটা মন্দারমনির থেকেও ফাঁকা, প্লাস সাথে রং চংএ জেলেদের গ্রাম বারতি পাওনা, হাইলি ফোটোগ্রাফিক) Pink hotelএ লান্‌চ সেরে একটু সিয়েস্টা মেরে, বিক্কেল বিক্কেল স্বর্গদ্বার ঃ-)

    ১। বাঙ্গালী বাবুরা আনন্দবাজারের জন্যে লাইন দিয়ে কারাকারি করে কিনছে
    ২। গরম গরম রসগোল্লা কিনছে আর খাচ্ছে
    ৩। স্বর্গদ্বারের ধারে বসে সমুদ্দুরের উল্টো দিকে মুখ করে আনন্দবাজার পড়ছে!

    বীচের সাথে বাঙ্গালী ফ্রী ঃ-)
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৭ | 204.138.240.254
  • ৩ঃ৫০-এর পোস্টটা লিখে একটু টেনশনে ছিলাম। এখন একটু নিশ্চিন্ত বোধ করছি। পাইদিদি মনে হয় মশককুমারকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৬ | 204.138.240.254
  • অন্ধ্রপ্রদেশে আরেকটা মারাত্মক স্পট দেখলাম। একদম কুমার/কুমারী।

    নামটা মনে পড়লেই বলছি। আমি "যাচ্ছি' তে দেখেই ফিদা।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৪ | 204.138.240.254
  • এইবার বুঝলাম "ভোগী'র লাস্ট সিন জুনপুটের বিচে হয়েছিল।
  • . | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৪ | 198.96.180.245
  • রুষিকোন্ডা যাব তো। ছয় ওয়েটিং লিস্টটা কনফার্ম হলেই যাব।
  • Arijit | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫৩ | 61.95.144.122
  • রাজহংস যাও - চিলিকার পূর্বদিকে। উড়িষ্যা ফরেস্টের বাংলো আছে। শুধু ওই একটাই থাকার জায়গা ওখানে। পুরো ফাঁকা বিচ, একটাও কোকের ক্যান বা সিগারেটের টুকরো পড়ে নেই। আর পোচ্চুর হলুদ হলুদ কাঁকড়া।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫২ | 216.52.215.232
  • ইচ্ছে আছে এইবার দোকান পাল্টালে নতুন দোকানে ঢুকবার আগে ওইখানে এক হপ্তা কাটিয়ে আসব।
  • Blank | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫২ | 170.153.65.102
  • সোনালী বালি চাও তো কীলা উই এর বীচে যাও। জেড পাথরের হোটেল হ্যাস
  • . | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫২ | 198.96.180.245
  • এক, দিনের বেশির ভাগ সময় সমুদ্রের জল থাকে না। দিগন্তবিস্তৃত কাদা। টাইমকলের মত দিনে দুবার জল আসে। তাক করে থাকতে হয়। দুই, প্রচুর ঝাউগাছ এবং প্রচুর পোড়া কাঠ, মাটির কলসী, কাঁথা কম্বল। পুরো বীচটাই ওপেন এয়ার শ্মশান। তিন, থাকার একমাত্র জায়গা জুনপুট রিসর্ট। প্রায় উঠে যাবে যাবে অবস্থা।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৫০ | 216.52.215.232
  • যেতে হয় তো রুশিকোন্ডা যাও। কী সবুজ নীল জল। আর পরিষ্কার সোনালি বালির তট।

    লাস্ট দেখেছি ২০০৬ সালে। যে ইস্তক হোটেল গজাচ্ছিল, তাতে আর বেশিদিন থাকবে না নিশ্চিত।
  • Blank | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৯ | 170.153.65.102
  • ধুর, জুনপুট খুব সুন্দর জায়গা, দারুন নির্জন আর ঝাউবন। তবে সমুদ্দুর টা একটু দুরে। হাঁটতে হয়। সে আগে মন্দারমনিও অমনি ছিলো।
  • . | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৭ | 198.96.180.245
  • জুনপুট ট্যুরিস্ট স্পট হিসেবে খুবই ঢপ। কেউ যদি সমুদ্রের ধারে গিয়ে প্রচন্ড এক্সিস্টেনশিয়াল অ্যাংস্ট ও ডিপ্রেশনে ভুগতে চান, তাদের জন্য খুব ভালো।
  • dipu | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৭ | 207.179.11.216
  • অঃ। এইরম নেচার ক্যাম্প!
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৭ | 216.52.215.232
  • যাঃ, ব্ল্যাংকি বলে দিয়েছে! ঃ-)
  • shrabani | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৫ | 124.124.86.102
  • ডিসেম্বরে বিয়ে হওয়া লোকের সংখ্যাও খুব বেশী।

    আর বেড়েই চলেছে। প্রতি বছর এই মাসে এত বিয়ের নেমন্তন্ন ! এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাতের বেলা খোলা প্যান্ডেলে, কোনো মানে হয়!
  • Blank | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৫ | 170.153.65.102
  • ছেলেদের তো dog বলে
  • dipu | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৫ | 207.179.11.216
  • ঃ-D
  • rabaahuta | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৫ | 203.99.212.54
  • নেচার ক্যাম্প? নেচার ক্যাম্প? ইয়ে... নাহ থাক
  • Blank | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৪ | 170.153.65.102
  • তাজপুর দীঘার কাছে সেটা কি সিওর? তাহলে আমি হয়তো অন্য জায়গার কথা ভাবছি
  • . | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৪ | 198.96.180.245
  • দীপুর প্রশ্ন শুনে আমাদের জৈবনের পুরোনো এক ফক্কুড়ি মনে পড়ল। ফেব্রুয়ারি-মার্চে জন্ম হলেই বলা হত- "অ্যাঁ! ঐ গরমে?" ঃ-P
  • SB | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৪ | 114.31.249.105
  • অর্পন, কুমার নয় কেন? ;-)
  • Blank | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৩ | 170.153.65.102
  • তাজপুর গেলে জুনপুট ঘুরে এসো। দীঘা মন্দার্মনি অন্য রুটে। খুব ই সুন্দর জায়গা। ভয়ানক পুরনো এক মসজিদ আছে। সেটার জন্য এমনকি বিদেশ থেকেও পুন্যার্থীরা আসেন। ওটা নাকি এশিয়ার অন্যতম পুরনো।
  • dipu | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪৩ | 207.179.11.216
  • নেচার ক্যাম্পের বিষয়ে জানতে আগ্রহী।
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪২ | 216.52.215.232
  • কুমারী বিচ?
  • Arijit | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪২ | 61.95.144.122
  • এটার কথা আমিও শুনেছি। তবে মন্দারমণিতে যেমন অধিকাংশ হোটেলই বেআইনি - এখানেও কি কে জানে।
  • Blank | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪২ | 170.153.65.102
  • টেলিগ্রাফে !!!
  • Arpan | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪১ | 216.52.215.232
  • মার্চমাস মধুমাস।
  • Blank | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪১ | 170.153.65.102
  • টাইমসেও অ্যাড দিয়েছে। প্রিন্ট ভার্সানে ঃ)
  • dipu | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৪১ | 207.179.11.216
  • হিহিখ্যাখ্যা
  • . | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৯ | 198.96.180.245
  • তার কারণ মার্চমাসে পৃথিবীর বেশির ভাগ জায়গায় ওয়েদার খুব ভালো থাকে। ঃ-)
  • SB | ০৮ ডিসেম্বর ২০০৯ ১৫:৩৯ | 114.31.249.105
  • দীঘার পাশেই তাজপুর বলে নাকি একটা নতুন বেড়াতে যাওয়ার জায়গা হয়েছে, কেউ কিছু যানে? কেউ গেছে? উইকএন্ড ট্রিপের জন্যে আদর্শ শুনলাম। একসাথে ছোট্ট করে দীঘা আর মন্দারমনি ও করে ফেলা যায়, এক বেলা করে। তাজপুরে নাকি নেচার ক্যাম্প বলে একটা ভাল থাকার জায়গাও আছে। সামনে সমুদ্দুর আর কি যেন বলে unspoilt beach ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত