এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০০৯ ১০:০৫ | 122.252.231.12
  • এখন তো দেখছি Avira সবচেয়ে ভাল। clamwin ছেড়ে ওটাই নামাবো মনস্থির করলাম।
  • sinfaut | ০৬ ডিসেম্বর ২০০৯ ১০:০৩ | 117.194.196.6
  • তেকেনার গল্প খুব ভালো, কবিতা আরও ভালো, কিন্ত টেক সাপোর্ট? ....

    হায়! ফোঁস !!

    রঙ্গনদা, ভুলেও কুইক হীল কিনো না।

    kaspersky
    avg
    clamwin
    nod32


    এর মধ্যে ট্রাই করো।

    আমার দাদা প্রায় ঐ রঞ্জনদা বা তেকেনার কাঠিতেই থাকে। সে কুইক হীল লাগানোর পর কম্পু থেকে ১৭২ টা ভাইরাস বেরিয়েছিল।
  • d | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৯:৪৬ | 117.195.36.118
  • হা হা হা হা কি মজা!! আমি এক্ষুণি ২-৩ জনের নাম বলতে পারি, যাঁরা নিয়মিত বাংলাওয়ার্ডে লেখা দিতেন। সৈকতের একটা টুল ছিল তাকে কনভার্ট করবার। কিন্তু হায়! সে টুল চালাবার পরেও প্রতিটা শব্দ, হ্যাঁ হ্যাঁ প্রতিটা শব্দ হাতে করে ঠিক করতে হত। নাহলেই পাশে বাক্স আরও কিসব চিহ্ন এসে যেত।
    এমন মজা লাগছে না ...... ঃ)))
    যাই দুটো আলুপরোটা খেয়ে আসি।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৯:৪৩ | 122.252.231.12
  • আকাঃ জিমেল, ইয়াহুমেল বা পিকাসা ব্যবহার করা তাহলে ছেড়ে দিতে হয়।
  • pi | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৯:৪০ | 72.83.210.50
  • AVG ব্যবহার করেছি তো। অনেকেই করতো। দিব্বি ভালো।
  • pi | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৯ | 72.83.210.50
  • আর এই ভৌতিক ফন্ট যাঁহারা ভুলক্রমেও কখনো ব্যবহার করিয়াছেন, তাঁহারা কেহ ই ভুল করিয়াও এখন দীপুবাবুর সামনে উপস্থিত হইবেন না, কারণ ....
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৭ | 122.252.231.12
  • AVG বেশ ভালো। অনকেকেই রেকমেন্ড করেছে।

    আকা, শস্তা তো নয়, বিনি পয়সায় পাচ্ছি। ঃ D
  • d | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৯:৩৩ | 117.195.36.118
  • AVG দিব্বি ভাল। এই অপ্পনেরটাও ঘেঁতে দেখলাম। ভালই মনে হল।
  • aka | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৯:৩১ | 24.42.203.194
  • মনে রাখবেন শস্তার তিন অবস্থা। ফ্রি হলে কত হিসেব কষেই বাছাই করবেন।
  • d | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৯:৩০ | 117.195.36.118
  • আমি ২০০৫ থেকে Avg ব্যবহার করছি। ফ্রিও বটে ভালও বটে।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৯:২৫ | 122.252.231.12
  • কুইক হিল-টিল ছাড়ুন। বিনি পহায় ভালো জিনিস টেরাই করুন। আমিও করব ভাবছি। বেশ ভালো রিভিউ।

    http://www.clamwin.com/
  • pi | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৯:০৭ | 72.83.210.50
  • ক কই, তাইলে তো ক্ক হইলে। ঃ)
  • d | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৯:০৩ | 117.195.36.118
  • হা হা হা হা হা হো হো হো হো হো দীপুবাবুর সাথে একেবারে ক'য়ে ক'য়ে ক।
    উফ! বাংলাওয়ার্ডের লেখা যে এডিট না করেছে, সে বুঝবে না।
  • M | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৮:৩১ | 59.93.195.96
  • দীপু রাতে না ঘুমিয়ে সত্যি ভুত দেখলো নাকি ঘুমিয়ে স্বপ্নে! দুটৈ কুঁচোদের স্বাস্থ্যর জন্য ভালো নয়।
  • dipu | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৭:১৮ | 59.164.188.48
  • দাদাদিদিগণ ও ভাইবোনেরা, আপনারা কদাপি বাংলাওয়ার্ড নামক ভৌতিক ফন্ট ব্যবহার করিয়া কিছু লিখিবেন না। ওই ফন্টটির সংস্পর্শ এড়াইয়া চলিবেন এবং পরিচিত লেখক/লেখিকাদেরও অনুরূপ পরামর্শ দিবেন।
  • Somnath | ০৬ ডিসেম্বর ২০০৯ ০৩:০২ | 117.194.196.34
  • norton subscription renewal সার্চ করে দেখো। একটা ক্র্যাক আছে, (ডট নেট এনভাইরনমেন্ট এ কাজ করে) আবার ৬০ দিনের জন্যে রিনিউ করে দেবে। আমার ল্যাপি ওতেই দৌড়োচ্ছে, বাকি নিজেই লাইভ আপডেট নিয়ে সর্বদা সজাগ থাকে।
  • . | ০৬ ডিসেম্বর ২০০৯ ০১:৪৩ | 115.117.214.242
  • থ্যাঙ্ক য়ু। আর একটা ভাবার ব্যাপার।
  • tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ০১:৩৯ | 122.173.186.215
  • http://www.quickheal.co.in/downloads.asp দেখা যেতে পারে। আমি নিজে অনলাইন কিনিনা। পার্ক স্ট্রীটের comupter exchange থেকে কিনি। ওদের সাপোর্ট অফিস আছে কলকাতায়। সাপোর্ট সিস্টেমও খুব ভালো। ওভারল আমার ভালো এক্ষপিরিয়েন্স
  • tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ০১:৩৩ | 122.173.186.215
  • সুলভ এবং মোটামুটি খুব দামী নয় তেমন ভালো অ্যান্টিভাইরাস চাইলে কুইক হিল ট্রাই করা যেতে পারে। ভালো বেশ। রিনিউ করলে ভালো ডিসকাউন্ট দেয় নেক্সট ইয়ারে। আর, সিস্টেম তেমন স্লো করেনা
  • . | ০৬ ডিসেম্বর ২০০৯ ০১:৩০ | 115.117.214.242
  • আমিও প্রশ্ন করবো। নর্টনের ষাট দিনের ফ্রি ট্রায়াল শেষ হয়ে গেলে কি পয়সা দিয়ে সাবস্ক্রিপশন রিনিউ করাতে হয়, নাকি অন্য কোনো সুলভ ও সস্তা উপায় আছে?
  • Samik | ০৬ ডিসেম্বর ২০০৯ ০১:২৮ | 122.162.75.2
  • উইন্ডোজ সেভেনের ডিভিডি আছে কারুর কাছে? কোথাও থেকে নামানো যায়? নাকি পহা দিয়ে কিনতে হয়?

    আমি আবার পয়সা দিয়ে মাইক্রোসফটের জিনিস কেনা একেবারে পছন্দ করি না। ঃ-)
  • tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ০১:২২ | 122.173.186.215
  • ঃ-))))
    শ শ শ শ .. গোল কোরোনা ঃ-)
  • san | ০৬ ডিসেম্বর ২০০৯ ০১:২১ | 123.201.53.2
  • ফুটকি নামক একটি বাচ্চামেয়ের ভাবতে সুবিধে হবে বলে সক্কলে কথা কওয়া বন্ধ রেখে চুপচাপ জেগে আছে !
  • tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:৫৯ | 122.173.186.215
  • ওক্কে
  • . | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:৫৮ | 115.117.214.242
  • ভাবছি। ভাবা হয়ে গেলে মেইলে জানিয়ে দেব।
  • tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:৫৬ | 122.173.186.215
  • কাল সকাল দশটা নাগাদ যদি অলরেডি কেউ না নিয়ে নেয় তাহলে পাওয়া যাবে কি? গেলে কিভাবে?
  • . | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:৫২ | 115.117.214.242
  • সন্ধে সাতটা।
  • tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:৫১ | 122.173.186.215
  • সময়? কটা থেকে শুরু?
  • . | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:৪৭ | 115.117.214.242
  • http://www.telegraphindia.com/1091205/jsp/calcutta/story_11818955.jsp

    কাল এই অনুষ্ঠানের তিনটি পাস আমার কাছে রয়েছে। কেউ যেতে আগ্রহী হলে জানাস/জানিও/জানাবেন।
  • tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:৩৯ | 122.173.186.215
  • দ, টিনের গুলাবজামুন বড্ড বেশি মিষ্টি, মানে মিষ্টিও বলবে কি মিষ্টি!! বাপরে! এই হল আমার মূল্যবান ফিডব্যাক ঃ-)
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:৩৮ | 122.252.231.12
  • একটা ১৩ ঘন্টা, আরেকটা ৮ ঘন্টা। যথেষ্ট।
  • d | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:৩০ | 117.195.38.191
  • এলজি কুকি তো? সাউন্ড আর ক্যামেরায় স্যামসাঙের চেয়ে নাঠা।

    আমি দেখেশুনে থ্রিজি কাটিয়ে দিলাম। এক তো ভারতে থ্রিজি এখনও দূর অস্ত্‌। তারপরে শুধু আমার থ্রিজি থেকে কি লাভ! এছাড়াও থ্রিজিটায় টকটাইম কম। আমি বাড়ী থেকে কঙ্খল নিই অনেকসময়, কাজেই টকটাইমে ঝাড় খেলে মুশকিল। ইন ফ্যাক্ট সোনি এরিকসান বদলানোর কারণই তো ঐ দেড়ঘন্টায় নিশ্চার্জ হয়ে যাওয়া। এছাড়াও স্টাইলাস জিনিষটা বেশ দেখতে। কি সুন্দর কুটকুট করে লেখামত যায়। তারপর দামটাও বেশ কম। এইসব দেখেশুনে আমি থ্রিজি কাটিয়ে দিয়ে অমনি স্টার কিনলাম।
  • san | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:৩০ | 123.201.53.2
  • আরে কোনটা বাছাই করলে?

    ডিসাইড নামক ব্যাপাট্টা করতে আমি একদম পছন্দ করিনা সুতরাং প্রায়শই সে কাজটি আউটসোর্স করে দিই। জীবনে যত কম জিনিস নিয়ে মাথাঘামানো যায় ততই শান্তি ঃ-)
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:২৭ | 122.252.231.12
  • যাক, আমার দেখাদেখি গুরুতে অনেকে ওই মডেল নামাল। ঃ-)
  • d | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:২৫ | 117.195.38.191
  • স্যান, সম্প্রতি এই তিনটে ফোনের মধ্যে গবেষণা করে বাছাই করেছি।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:২২ | 122.252.231.12
  • আলাদা। মানে দুটো ভ্যারিয়ান্ট। এলজি আমি দেখেছিলাম। নেটে লোকজন ভালো রিভিউ দেয়নি তখন।
  • dd | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:২০ | 122.167.40.63
  • এই সব ফেসবুক টুক ,ব্যাপারটা ধরতেই পারি না। ঐ, মে'দের পাল্লায় পরে মেম্বার হয়েছি কিন্তু কদাচিৎ ঐ সাইট খুলি।

    জেনারেশন গ্যাপ? হয়তো। আরেট্টু বড়ো হলে হয়তো ঐ সব "সোসাল ন্যাটওয়ার্ক" ভাল্লাগ্বে।

    কিন্তু স্যান? তার তো এই সব ই পছন্দ হওয়ার কথা।

    ওঃ আরেট্টা কথা। আইজে সপরিবারে "আজব প্রেম কি গজব কহানী" দ্যাখলাম।
    প্লীজ, প্লীজ জিগাইয়েন্না ক্যানো গ্যালাম।
    সে যে কি অসম্ভব অখাইদ্দো ফিলিম , সে আর কি কমু।
  • san | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:২০ | 123.201.53.2
  • নাঃ কাল ডিসাইড করে কিনব। স্যামসাং স্টার আর স্টার থ্রিজি কি এক না আলাদা? আর ওইরকমই ফিচারওলা এলজির একটা দেখলাম বেশ ভালো দেখতে।
  • d | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:২০ | 117.195.38.191
  • আমুলের একটা গুলাবজামুনের টিন পাওয়া যায়। কেউ কখনও টেস্ট করেছ?

    এই সপ্তাহান্তে আমাদের কোলকেতা আপিসে ওয়াক-ইন। কাজেই আমরা এই সপ্তাহ নিশ্চিন্ত।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:১৭ | 122.252.231.12
  • শনিবার আটঘন্টা অফিসে কাটিয়ে গায়ে হাতে পায়ে মাথায় ব্যথা। রাম খেয়ে তবে ছাড়ল।
  • san | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:১৭ | 123.201.53.2
  • এদিকে এক অফিসকলিগের ছানার একবছরপূর্তি উপলক্ষ্যে পার্টিতে গিয়ে দেখি, ফের সব ভেজ। কি আর করি রাজমা, পনির, গুলাবজামুনদের খেয়ে চলে এলাম। আরেক জ্বালাতন।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:১৬ | 122.252.231.12
  • স্যান, ফোং কিনলা?
  • san | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:১৪ | 123.201.53.2
  • ভাগ্যিস আমি গোটাদশ বন্ধুস্থানীয়ের সহস্র প্রলোভন দেখানো সঙ্কেÄও দৃঢ়ভাবে অস্বীকার করে আসছি ফেসবুকে ঢুকে পড়তে। কী আপদ।
  • Arpan | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:১৩ | 122.252.231.12
  • তেকোনা, অবাকের প্রতিক্রিয়াটা কম হয়ে গেল? ;-)
  • d | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:১২ | 117.195.38.191
  • আর এক জিনিস ঐ ফেসবুক। বাপ্পো! সেদিন একজন তার ছবিতে আমিসহ বহু লোককে ট্যাগ করে দিয়েছে। আমি বাড়ী এসে মেল খুলে দেখি মেলবক্সে ৭৭টা মেল ফেসবুক থেকে। এদিকে আমিএসব কিছুই জানতাম না। ঘেঁটে লস্যি হয়ে খুলে দেখি ঐ ত্যাগ ইত্যাদি। সে ছবিতে প্রতি সেকেন্ডে একজন করে মন্তব্য করে আর বোঁ করে একটা মেল চলে আসে। তাড়াতাড়ি সেটিংস খুঁজে বের করে সমস্ত মেসেজের মেলবক্সে আসার রাস্তায় পাঁচিল তুলে তবে শান্তি।
  • tkn | ০৬ ডিসেম্বর ২০০৯ ০০:০২ | 122.173.186.215
  • আরো কত সামওয়ান সামওয়ান সব, চিনিনা তাদের। আমি তো দেখে টেখে বন্ধ করে দিলুম ব্যাপারটা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত