বৈকালিক সাগু আহারের পরে চিকিৎসকের বলবৃদ্ধি হইয়াছে।
tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৫৪ | 122.173.186.215
ঃ-)))
I | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৫৩ | 59.93.220.138
আমি অজ্জিতকে মারব্বৈ মারব্বো।
Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৫০ | 61.95.144.122
বল্লি = জোর দিয়ে বলি।
পয়লা সিলেবেলে জোর দিলে গাঁক গাঁক করে ইঞ্জিরি বলা হয়। আর আখরিতে জোর দিলে গোঁ গোঁ করে বাংলা বলা হয়।
I | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৪৬ | 59.93.220.138
আজকে ডিডি নেই? শুক্কুরবারের সন্ধে বলে কথা !
dipu | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৪২ | 207.179.11.216
"আমি বল্লি' মানে কী?
Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৩১ | 61.95.144.122
জানি তো। সেইজন্যেই আমি বল্লি - করাতে পারি, কিন্তু কেন করাব?
tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:৩০ | 122.173.186.215
অরিজিৎ, ঐ পিন নাম্বারটা দিয়ে ভেরিফাই করার জন্য যে যে কোং নিজেদের এনরোল করে রেখেছে তারাই ভেরিফাই করতে পারে। তো, ব্যাপার হল, তুমি যদি সেই রকম কোনো কোং-এ অ্যাপ্লাই না করো তো ঐ পিন নাম্বার দিলেও ওরা ইনফো বার করতে পারবে না এবং আবার সব ডেটা চাইবে। তবে আমি কয়েকজনকে চিনি যাদের ওটা করানো আছে এবং ঐ পিন নং তারা দিয়ে দেয় ফর্মে। তবে ঐ ডিটেল্স-ও বোধহয় প্রতি এক বছর অন্তর আপডেট করাতে হয় বা এ'রম কিছু আছে
Samik | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:২৬ | 219.64.11.35
ঃ-)
আমি চন্দ্রলেখার কথা বলছি।
tkn | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:২৫ | 122.173.186.215
অর্জিতের এই প্রশ্নটার উত্তর কেউ জানে না ঃ-)
ফর্মে ফাদার্স নেম/ হাজব্যান্ড নেম দেখে ফাদার্স নেম-এ টিক করে নাম লিখেছিলাম। এইচ আর জিগালেন বাবার নাম দিয়েছেন কেন? হাসব্যান্ডের নাম নয় কেন? হেসে বললাম "বিকজ ফাদার্স নেম উইল নেভার চেঞ্জ। হাজব্যান্ড'স নেম, ওয়েল, ইউ নেভার নো"। উনিও হেসে ফর্মে চোখ বোলাতে লাগলেন। সব শেষে আমি জিগ্যেস করলাম এই এতো যে ডিটেলস চাওয়া হয়, এগুলো সব কাজে লাগে? উনি আগের হাসিটা হেসে বললেন "ওয়েল ম্যাম, ইউ নেভার নো, নাইদার ডু আই, অ্যাজ ইউ হ্যাভ অলরেডি সেইড" ঃ-))) না দিলে চাকরী হয় না হয়না, কেউ তা জানেনা....
করতে হয় আবার কি অ্যাঁ? না করলে কি চাকরি দেবে না অ্যাঁ?
Bhuto | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:১২ | 203.91.207.30
আইলা, তখন থেকে দুরকম কথা বলে চলেছি দুজনে। এহে আমি চন্দ্রমুখীর কথা বলছিলাম। চন্দ্রলেখা নয়। চন্দ্রলেখা নিয়ে কিছু জানিনে।
Bhuto | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:০৬ | 203.91.207.30
ওগুলো স্কিল রেজিস্ট্রির অথরাইজড কালেকশান সেন্টার । আমার কার্ডটা বোধকরি আর পেলাম না ঃ( টেরান্সফারের জন্যে হারায়ে গেল বলে কলকেতা থেকে মেল কল্লাম। বলে কিনা অ্যাড্রেস দাও। দিলাম , তারপর তার মৌনব্রত শুরু হল।
অয়ন নাকি র্যা? ওটা শুধু আইবিএম এ নয় রে, সারা ভারতেই করতে হয়।
Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:০৩ | 61.95.144.122
ডিটেকটিভ গপ্পো পড়ছে নিগ্ঘাত।
. | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৭:০০ | 198.96.180.245
কিন্তু পারমিতাদি রাত জেগে কেন?
Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৬ | 61.95.144.122
দেশকালনির্বিশেষে এটা সবজায়গায় সত্যি। বিলাতেও দেখেছি। ঋকের ইশকুলের হেড টিচার - মিস্টার ইউয়িং - গোটা স্কুলে প্রতিটা ছেলেমেয়ের নাম জানতেন এবং তাদের বাবা-মাকে চিনতেন।
san | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৫৫ | 123.201.53.2
হ্যাঁ - পার্মানেন্ট অ্যাড্রেসে কদিন, লোকাল অ্যাড্রেসে কদিন এসবও। এছাড়া যদি পার্মানেন্ট আর লোকাল অ্যাড্রেস এক শহরে না হয় তখন এই শহরে কয়েকজন লোকের রেফারেন্স যারা অফিস সূত্রে পরিচিত নয় কিন্তু আমাকে চেনে এটাও কোথাও কোথাও। ইত্যাদি।
san | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৫১ | 123.201.53.2
অফারের কথা হচ্ছে? অফার অনেক পরের কথা আমি আজ অব্দি যে কটা বিপিও আর কেপিওতে অ্যাপ্লাই করেছি, ইন্টারভিউ দেবার আগে জীবনের সব ডিটেলস দিতে হত। বিয়ের ডেট থেকে শুরু করে বাবামায়ের পেশা থেকে সব স-ব স-ব। কলেজের রোল নং , পাসপোর্ট নং প্যান কার্ড নং এসব বাদই দিলাম , রেফারেন্স, পুরনো অফিসের ডিটেলস এসব তো বটেই। একেকটার তথ্যের লিস্টি দেখে মনে হত যেকোন সময়ে প্রথম বয়ফ্রেন্ডের নাম অব্দি জিগ্যেস করতে পারে। ডিসগাস্টিং।
Paramita | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৬ | 24.4.99.4
ঐ গুণটা ইশকুল টিচারদের মাস্ট হ্যাভ গুণ হয় দেখেছি। প্রায় সকলেই কি ভালো যে নাম মনে রাখতে পারে। এখানকার ইশকুলে আমাদের মেঘের মা, অন্বিতার মা, আয়ুশের বাবা এইরকম সম্বোধনে ডাকা হয়(গোপালের মার থেকে আলাদা কিছু নয়, শুধু নামগুলো একালের) - সেদিন আড়াই বছর আগের টিচার দেখি আমায় পেছন থেকে ডাকছে, হ্যাঁগা মেঘের মা তোমার ছোটটি কেমন আছে? গুঞ্জা? আমি অবাক হয়ে বললাম তুমি গুঞ্জার নাম জানলে কি করে। বলল, দ্যাট্স মাই জব। মেঘ ক্লাসে বোনের কথা বলত(বোন তখন হয়ও নি বা জাস্ট হয়েছে হয়ত) তাই মনে আছে।
san | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৪৬ | 123.201.53.2
অফিস তো অনেকগুলো। আমি গেছিলাম লালবাগ রোডে। এছাড়া মালেশ্বরম, ইলেকট্রনিক সিটি আরো কোথায় কোথায় আছে।
Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৪১ | 204.138.240.254
কোন চুলোয় তাদের আপিস?
san | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৪০ | 123.201.53.2
আমি তো এই দুদিন আগে ন্যাশনাল স্কিলস রেজিসট্রি তে ফর্ম জমা দিয়ে এলাম।
rabaahuta | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৮ | 203.99.212.54
আমি এখন আমার ৯নং চাকরি করছি (নাকি ৮?)। তো, এত কি আর মনে থাকে? যতটুকু মনে থাকে লিখে দিই। এতদিন তো ঝমেলা হয়নি, এবারে কি হয় দেখি : |
Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৬ | 216.52.215.232
কাল সকাল সাড়ে আটটা থেকে গোটা তিরিশ লোকের ইন্টারভিউ নিতে হবে। আবার। ঃ(
Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৫ | 61.95.144.122
হুঁ - সে তো আম্মো ২০০০ সালে যাদের সাথে কাজ করেছি তাদের চিনতে পারবো - পাঁচ বছর খুব একটা বেশি না। ইশকুলের টিচাররা মনে রাখেন দ্যাখোনি - হয়তো নাম সবার মনে থাকে না, কিন্তু মুখ চিনতে পারে - আর ওঁরা তো বছরে একশোটা করে নতুন মুখ দেখেন।
Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৩৪ | 204.138.240.254
আমি গত হপ্তায় এরম একজন লোককে পাঁচ বছর বাদে নক করলাম। কী আশ্চর্য, একবারে চিনতে পেরেছে। ঃ)
Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৩২ | 204.138.240.254
বাজি ধরা যাক, পরশু লাঞ্চের মধ্যে খেলা শেষ হবে কি না?
Arijit | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৩২ | 61.95.144.122
অ্যাকচুয়ালি কাউকে রেফারি করতে হলেও আগে থেকে তার পারমিশন নিতে হয়। কিন্তু এক্ষেত্রে এরা সেই অপশনটুকুও দেয় না। বাধ্য হয়ে নামগুলো দিয়ে তারপর তাদের জানিয়ে দিতে হয়।
Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:৩০ | 216.52.215.232
আমি বস হলে কাটিয়েও দিতে পারি। যদি লোকজন আমাকে আগে থেকে ইনফর্ম না করে। ;-)
তবে এসব ক্ষেত্রে বসের থেকে বেশি খোঁজ নেয় এইচারের কাছ থেকে।
. | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:২৬ | 198.96.180.245
না, কাটিয়ে দিল। কিন্তু মস্তানি দ্যাখো। বলটা স্টেডিয়ামের বাইরে রাস্তায় পাঠিয়ে ডিক্লেয়ার করে দিল।
. | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:২৩ | 198.96.180.245
ধোনি সেহবাগের থেকে বেশি ছক্কা মারার প্ল্যান করেছে।
Paramita | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:২৩ | 24.4.99.4
এদিকে বসের দিকটাও ভাবো। সারাক্ষণ কত লোক আসছে যাচ্ছে - সব ডেটা মাথায় রাখতে হবে আর ক্রমাগত রেকো দিতে হবে। পুরোনো কম্পানি হলেও ছাড় নাই।
তুমি সব ইনফো আপলোড করবে। তাপ্পর ৪৫ দিনের মধ্যে সব ডকুমেন্ট ওদের আপিসে গিয়ে দিয়ে আসতে হবে।
Paramita | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:১৯ | 24.4.99.4
যাক শ্রাবণী একটা কিস্তি পোস্ট করেছে। এতক্ষণ জেগে থাকা সার্থক। তবে এই কিস্তিতে ঐ উঁকি মেরে দেখে অতীশের অস্ট্রেলিয়ার যাবার ক্লু পাওয়াটা আমার ঠিক পছন্দ হল না - একটু বেশী কাকতালীয়। কিন্তু হেবি টানটান গল্প হচ্ছে, সময় পেলেই টই ঘুরে দেখে আসছি আপডেট হল কিনা।
Arpan | ০৪ ডিসেম্বর ২০০৯ ১৬:১৯ | 204.138.240.254
ওকে। মোটামুটি বুঝলাম। কিন্তু ডেটা কে ভেরিফাই করবে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন