এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৪১ | 59.93.223.37
  • হ্যাঁ, কি হয়েছিলো ওষুধ খে?
  • pi | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৩৯ | 72.83.98.106
  • আর আমার জীবনে ম্যালেরিয়া বাদে সবকিছুই এসে গেছে। বাকি জীবনটা ঐজন্য ই ম্যালেরিয়া নিয়ে কাটাবো ঠিক করলুম। বসন্ত তো সেই কবে ই এসেছে। যদুপুরে। কিন্তু কোনো ব্যাটা ঠিকঠাক সময়ে আসেনি। ঠিক তাক করে করে পরীক্ষার আগে আগে কিম্বা পরীক্ষার মধ্যিখানে আসতো। ইস্কুল কালেজ যাদবপুর কানপুর , কোনো জায়গাতেই সিকরুম থেকে একা একা পরীক্ষা দেবার অভিজ্ঞতা মিস হয় নাই। তবে সব দিদিমণি মাস্টারমশায়রা কেমন আহা উহু করে নরম সরম হয়ে কথা কইতেন। ঐটি বেশ লাগতো ঃ)

    আর বসন্ত কম বেদনা দিয়ে তাড়াতাড়ি বিদায় নেবে ভেবে ওষুধ খেয়ে আমার তো হিতে বিপরীত হয়েছিল ঃ(
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৩৯ | 59.93.223.37
  • চিন্তা নাই, অ্যারপোর্ট থেকে ঠিক ফেরত পেটিয়ে দেবে। এত বসন্তহিল্লোল বিমানবালাদের সহ্য হবেনিকো।
  • P | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৩৮ | 163.244.62.120
  • আমার শউর বুড়ো তোরে কে কইলো র‌্যা ??
  • P | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৩৭ | 163.244.62.120
  • আমার , পুঁটের আর পুঁটের বাপের কাউরোর হয় নাই। হলে কি হবে তাই ভাবচি!
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৩৬ | 59.93.223.37
  • রবিঠাকুরেরো হয়েছিল অমন বুড়ো বয়সে । শেষ বসন্ত।
  • san | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৩৬ | 123.201.53.3
  • কদ্যপি আবার কোন ভাষার শব্দ ! কে জানে !
  • P | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৩৫ | 163.244.62.120
  • কবিতে আর কমেডিতে টাইমিং ইজ এভরিথিং মামু।
    মুর্গীবসন্তের মধ্যে প্রেম্প্রেম করে চিক্কুর ছাড়লে কে আর ঝাঁপাবে।
  • Ishan | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৩৩ | 12.163.39.254
  • গুগল ওয়েভ নিয়ে অ্যাত্তো কিছু পড়ে আমারও ব্যবহার করতে ইচ্ছা করে। অক্ষদার যদি এখনও ইনভাইট পড়ে থাকে তো আমাকে একপিস দিও।
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৩৩ | 59.93.223.37
  • নাঃ, তাদের হয়নিকো। সেজন্যে তাদের এবাড়ি আসতে দেওয়া হয় নি।
    কিন্তু হনুদা উত্তর দ্যায় না ক্যানো। কোথায় পাবো জানলে আমি কিনেই নিতাম।
  • Ishan | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৩১ | 12.163.39.254
  • ওদিকে আমি একটা প্রেমের কবিতা কতো কষ্ট করে টুকে দিলাম, কেউ রা অব্দি কাড়লনা। শঙ্খ ঘোষ হলেই সবাই ঝাঁপ্পে পড়ত। ঃ(
  • P | ৩০ নভেম্বর ২০০৯ ২১:৩১ | 163.244.63.122
  • অমা , ডাক্তারের বসন্ত ?? টুংকাই আর রাত্তিরের কি আগে হয়েচে ?
    আমার শউরমশাই এর ও এদিকে বসন্ত। আর তাঁদের দুহপ্তার মধ্যে আবার ডুবলিনে আসার টিকেট কাটা আছে , কি যে হবে। এত বয়সে বসন্ত !
  • Ishan | ৩০ নভেম্বর ২০০৯ ২১:২৮ | 12.163.39.254
  • হনুর এখনও চল্লিশ পেরোয়নি। হনু কদ্যপি ইন্দোর দাদা হতে পারেনা। ঃ)

    আর দুর্লভ জিনিসের জন্য পাইএর সঙ্গে যোগাযোগ করুন। ওর্কুট থেকে জোগাড় করে দেবে। ;)
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২১:২৮ | 59.93.223.37
  • পেলে, কোথায় পাবো?
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২১:২৬ | 59.93.223.37
  • @হনুদা,
    কিন্তু বইটা কি কলকাতায় কিনতে পাওয়া যাবে?
  • san | ৩০ নভেম্বর ২০০৯ ২১:২৬ | 123.201.53.3
  • সিকি বা বোধিদা কি একটু অনলাইন হতে পারো ?
  • Ishan | ৩০ নভেম্বর ২০০৯ ২১:২৫ | 12.163.39.254
  • বিলেত ফেরত ডাগদারের অতো রেফারেন্স নিয়ে কি দরকার, অ্যাঁ?
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২১:২৫ | 59.93.223.37
  • চাপ আছে। আর তা নইলে ফরাসী বুড়োটাকে নিয়ে টানাটানি করতে হয়। সেটা আমার পছন্দ না। আমি ঠিক ফিটও নই তার জন্য।
  • m | ৩০ নভেম্বর ২০০৯ ২১:২৪ | 173.26.17.106
  • তা মন্দ বলিস নি,সর্বাঙ্গে ফোস্কা নিয়ে বিবাহ কল্লে মন্দ হত না।আফটার অল,বিবাহ তো জীবনে একটা বীভৎস রসের ই সঞ্চার ঘটায়ঃ)))
  • h | ৩০ নভেম্বর ২০০৯ ২১:২৩ | 61.95.144.10
  • ইন্দো যেটা বলছে, সেটা রেফারেন্স বই, বাড়িতে বসে ব্যবহারের জন্য পাওয়া যা বে না। তাইলে কিনতে হবে। আর এমনি যে বইটা নিয়ে লেখার কথা, সেটা তো আছে, ইন্দো র কাছেই আছে।
  • h | ৩০ নভেম্বর ২০০৯ ২১:২১ | 61.95.144.10
  • কোন একটা লাইব্রেরি গিয়ে তারপরে লেখ, বা কালেজ স্ট্রীটে গিয়ে কিনে নিয়ে তারপরে লেখ। বা কোন সায়েবি বইয়ের দোকানে গিয়ে, সারাদিন বই কেনার ভান করে, এই বইটা হাতে নিয়ে পড়ে ফেল, কাফে তে গিয়ে টুকেও ফেলতে পারিস (ক্রসওয়ার্ড এলগিন রোড), তারপরে না হয় লিখলি। আর তাছাড়া একটা বই তো হাতের কাছে রয়েছে।
  • Ishan | ৩০ নভেম্বর ২০০৯ ২১:২১ | 12.163.39.254
  • সে বই তো হনু পাঠ্যে দেবে বলেছে। নাকি?
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২১:১৭ | 59.93.223.37
  • আহা, সে বলতে নিমডালকেই বোঝানো হয়েছে। বৃক্ষবিবাহ হয় না?
  • m | ৩০ নভেম্বর ২০০৯ ২১:১৫ | 173.26.17.106
  • অক্ষ!
    বিছানায় আমি আর সে,নিমডাল নিয়ে লেপের নীচে!!! প্রচন্ড গরমে লেপ!এ কোন সিরিজের গল্প!! আর বেশি দূর এগিও না!ঃ)
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ২১:১২ | 59.93.223.67
  • হ্যাঁ যাবো যাবূঊঊঊঊঊও
  • d | ৩০ নভেম্বর ২০০৯ ২১:১১ | 117.195.34.96
  • আরে গুটিগুলো চুলকালেই নিমডাল বুলিয়ে দিতে হয়। খুব চুলকালে একটু আধটু খ্যাচর খ্যাচর করে চুলকেমত নিতেও পার।
  • m | ৩০ নভেম্বর ২০০৯ ২১:১০ | 173.26.17.106
  • না মুখপোড়া, তুই যার কথা কইছিস,সে তখন তো বিইকালেজে থাকতো- এনারে আমি তহন দেখেছি কি দেহিনি মনে কত্তে পারি না। আরে এরে তুই দুঃসাহসী কইলি কোন আক্কেলে!!!!
  • Samik | ৩০ নভেম্বর ২০০৯ ২১:০৮ | 219.64.11.35
  • আরে সেদিন কোন একটা টিভি চ্যানেলে দেখলাম চাঁদে প্রপার্টি কিনেছে প্রথম ইন্ডিয়ান হিসেবে গাজিয়াবাদের কোন ব্যবসায়ী। কোনও খবরের কাগজে এই নিয়ে লেখা পেলাম না। কে জানে, ঢপ দিল কিনা!
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২১:০৮ | 59.93.223.37
  • ডাল মে কুছ কালা হায়।
  • a x | ৩০ নভেম্বর ২০০৯ ২১:০৬ | 76.247.246.200
  • এই নিমডাল নিয়ে শুয়ে থাকার গল্পটা কি? মানে একটা বড়সড় গাছের ডাল নিয়ে লেপের নীচে সে ও তুমি?
  • d | ৩০ নভেম্বর ২০০৯ ২১:০৬ | 117.195.34.96
  • ও ব্ল্যাঙ্কি, আমি কেমন প্ল্যাটফর্ম, ডোমেন সব পাল্টে ফেলেছি। ঃ)
    চন্দ্রকেতুগড় যাবি? সেই যে সেইইইইইই প্ল্যানটা?
  • a x | ৩০ নভেম্বর ২০০৯ ২১:০৫ | 76.247.246.200
  • আমারও পক্স হয় নাই। টাইফয়েড হয় নাই। ম্যালেরিয়া হয় নাই, টিবি হয় নাই। সব কটাই বাড়ির কারো না কারো হয়েছে। এই সব দুদিনের অতিথি অসুখ আমার হয় না।
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২১:০৪ | 59.93.223.37
  • দুঃসাহসী বন্ধু কি ঢ্যাকোর ঢ্যাকোর করে তারকেশ্বর-সিঙ্গিল লাইন ধরে আসত?
  • m | ৩০ নভেম্বর ২০০৯ ২১:০৩ | 173.26.17.106
  • দীপু বাছা,চিন্তা কোরো না, তোমার এখনো হাতে অনে এ এ এক সময়। মায়ের দয়া যে কোনোদিন পেতে পারোঃ)
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ২১:০১ | 59.93.223.67
  • আমার একটু স্টেশন কেনার ইচ্ছে ছিলো। প্ল্যাটফর্মটা পাল্টাবার ইচ্ছে হচ্ছে ঃ(
  • m | ৩০ নভেম্বর ২০০৯ ২১:০১ | 173.26.17.106
  • আমারো প্রচন্ড হয়েছিলো, মুখে আর মাথায় অসম্ভব বেশি।সঙ্গে জ্বর আর সর্বাঙ্গে প্রচন্ড ব্যথা- গুটি শুকোতে শুরু করা মাত্র নিমডাল নিয়ে সারাদিন শুয়ে থাকার বিড়ম্বনা,পুরী যাওয়া ক্যানসেল-তবে ভালো দিক ও ছিলো,বইটই বেশিক্ষণ পড়তে পারতাম না বলে দুঃসাহসী বন্ধুরা প্রায় ই আসতো, বিছানার পাশে বসে প্রচুর গল্প করে আমোদ দিতো।
    নির্জন গৃহবন্দী জীবন কাটাতে হয় নিঃ)
  • a x | ৩০ নভেম্বর ২০০৯ ২১:০০ | 76.247.246.200
  • ডাব কি মেথির চেয়ে বেশি বাম? তাইলে খোসা ছাড়ালে? নারকেল? নারকেল কি অ্যানার্কির দিকে চলে যাচ্ছে? দলাই লামা ও ম্যান্ডেলা কি ব্যবহার করতে পারেন?
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫৯ | 59.93.223.37
  • ও মামু, সে বই পাচ্ছি না রে।
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫৮ | 59.93.223.37
  • অক্ষদা সবর্দা র‌্যাডিক্যাল। মেইনস্ট্রীম ডাগদারীতে দ্যায় মেথি-ভিজানো জল আর দুবাই-দ্রিশেসন/রেল- হেরিটেজ কমিটি লোশন।
  • Ishan | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫৭ | 12.163.39.254
  • হ্যাঁ, হ্যাঁ, ডাক্তারি নিয়েই তো একটা লেকার কথা ছিল। ঃ)
  • d | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫৬ | 117.195.34.96
  • অ্যাঃ তোমরা পোতিদিন পড় না কেন?

    জানিনারে ব্ল্যাঙ্কি। কিন্তু .... কিন্তু .... আমি পৌঁছনোর আগেই যদি সবটা বিক্কিরি হয়ে যায়!!
  • a x | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫৬ | 76.247.246.200
  • এইরম শুনেছিলাম বটে, এক ঠ্যাং ভাঙ্গতে ১০০০ টাকা, দুই ঠ্যাং ভাঙ্গতে দুহাজার। মাথা ভাঙ্গতে ৫০০০। লাশ ফেলতে ২০,০০০। লাশ ফেলা প্লাস গায়েব, এক লাখ।
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫৫ | 59.93.223.67
  • ঐ যে কোন্নগর স্টেশন নাকি বিক্রি হচ্ছে
  • a x | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫৪ | 76.247.246.200
  • আমারও বিষ্ময়চিহ্ন ব্ল্যান্‌ককে, কিম্বা দমকে।
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫৩ | 59.93.223.37
  • পোশ্নচিহ্ন ব্ল্যাঙ্কিকে।
  • a x | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫২ | 76.247.246.200
  • !
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫২ | 59.93.223.67
  • ও বাউল, ঘরের ভেতর বসন্তোৎসব
  • I | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫২ | 59.93.223.37
  • ?
  • a x | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫১ | 76.247.246.200
  • Rx
    ডাবের জল।
    Twice a day

    শঙ্খ ঘোষ। মার্কোয়েজ।
    For moderate to severe itching. For topical use only.

    লেখালেখি।
    Till remission, come back in two weeks for further consultation
  • Blank | ৩০ নভেম্বর ২০০৯ ২০:৫১ | 59.93.223.67
  • দম দি, কত করে কাটা চলছে স্টেশন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত