আমি কলকাতায় ফিরেছি আমি শ্যামকাকুর দেশ থেকে ফিরেছি ১০ বছর পরে ফিরেছি মাঝে প্রতি বছর এসেছি একবার করে (২০০৫-এ শুধু দুবার) জানতাম কি আশা করে আসছি তাই আশাহত হই নি সব মিলিয়ে বেশ আছি, দিব্যি আছি, ভালোই আছি ঃ-)
Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৬:৩৬ | 204.138.240.254
গোপালন এই অঞ্চলে দুটো স্কুল খুলেছে। একটা ন্যাশনাল আরেকটা ইন্টারন্যাশনাল। সেইটা নামে, না কামেও জানি না।
Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৬:৩৬ | 204.138.240.254
হু। ঃ-)
r | ২৫ নভেম্বর ২০০৯ ১৬:৩৫ | 198.96.180.245
ও। এটা শুধু নামে ইন্টারন্যাশনাল।
Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৬:৩০ | 203.91.193.50
ঐশিকের কি খবর?
Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৬:২৯ | 203.91.193.50
শ্যাষে দীপু ও স্যান কে ৬ কেলাস বলে ক্ষ্যাপায় !! জয় বাবা মুত্তুস্বামী।
san | ২৫ নভেম্বর ২০০৯ ১৬:২৯ | 170.252.160.1
অত আনন্দের কিছু নেইকো। মাঝেমধ্যেই তো লুরু আসব। তকন নাহয় দিপুকে ঠ্যাঙানি দিয়ে যাব । শাসনে না থাকলে এইসব ছেলেপুলে সিধে থাকে না ঃ-)))
কি যেন বলার ছিল কিন্তু বাচ্চাদের স্কুল নিয়ে পড়তে পড়তে ভুলে গেলাম ঃ-(((((
r | ২৫ নভেম্বর ২০০৯ ১৬:০৪ | 198.96.180.245
ইন্টারন্যাশনাল মানে নামে, না বোর্ডে? বোর্ডে হলে শুনেছি দক্ষিণাও বেশ উঁচুর দিকে হয়।
shrabani | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৫৭ | 124.30.233.102
যাক শান্তি! আর আমি শমীক বেশ ব্রহ্মখ্যাপার গান শুনল ভেবে অফিসকে গালাগাল দিচ্ছিলাম।
আমরা আগে প্রতিবছরই ট্রেড ফেয়ার থেকে কিছু না কিছু কিনতাম, মাইক্রো দিয়ে শুরু, ওয়াশিং মেশিন, ওয়েট মিক্সার গ্রাইন্ডার, মিক্সি। এবছরে কিছুই ছিলনা বাকী। শেষে একটা ব্ল্যাক & ডেকারের ইলেকট্রিক কেটল কিনে বাড়ি ফিরলাম!
Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৫৪ | 216.52.215.232
কিন্তু ওটা আবার ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের পক্ষে চাপ হয়ে যাবে কিনা ভাবছি। ঃ)
আরে হ্যাঁ, ট্রেড ফেয়ার। ঘুরলাম ফিরলাম। ইলেকট্রনিক্স থেকে মাইক্রোওয়েভ কিনলাম, আর গুড লিভিং থেকে মেয়ের জন্য ঝিন্চ্যাক সাইকেল। রাজস্থান থেকে ঐ পাখি-উট-হাতি-ওলা স্ট্রিং, পাঁপড়, চূরণ, লাস্টে পবঙ্গে এলাম। বেশ ভালো লাগল এইবারে। সেই নোংরা নোংরা ব্যাপারটা নেই, বরং বেশ ঝকঝকে। অবশ্য প্রথম দিন সবই সুন্দর থাকে। সেখানেও গুটিকয় মেয়েলি জিনিস কেনাকাটি হল। লাস্টে জিভ বের করে পবঙ্গের সাইডের ধাপিতে বসতেই চোখ গেল সামনে, বাঞ্ছারাম। সন্দেশ বেচছে। গুটি গুটি গেলাম, নলেন গুড়ের সন্দেশ প্যাকেট করে সাজানো রয়েছে। প্যাকেজিং এবং ব্যানারের প্রতি যত মনোযোগ, সন্দেশের প্রতি তত মনোযোগ পড়েছে বলে মনে হল না। তাও জিগালাম, দাম কত?
মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, বাবার লুঙ্গি ইত্যাদি শব্দ। ক্ষমা করে দিয়ে ফিরে এলাম। পাশেই উত্তর প্রদেশে কী ঘ্যামা ঘ্যামা কার্পেট বিক্রি হচ্ছিল, কিন্তু আমাদের বসবার ঘর ঐ সব কার্পেটের পক্ষে অতি দীনহীন। হাল ছেড়ে দিয়ে বেরিয়ে এলাম।
ফ্রি বাসে চেপে ইন্ডিয়া গেট, গাড়ি যথাস্থানেই ছিল। এক পয়সাও লাগল না, পার্কিংও ফ্রি হয়ে গেল। হুশ করে চেপে বাড়ি।
ব্রহ্মক্ষ্যাপার গান শোনার জন্য আর দাঁড়াই নি।
r | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৫০ | 125.18.104.1
ওঃ। তাও একবার এজ ক্রাইটেরিয়ার ব্যাপারটা জিজ্ঞাসা করে এসো। বেঙ্গালুরুতে এগুলো নিয়ে একটু বেশি কড়াকড়ি করে। কলকাতা তার তুলনায় রিল্যাক্সড।
Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৪৮ | 216.52.215.232
এখনই মানে? নেক্সট জুনে তো জাস্ট সাড়ে তিন হচ্ছে। ২০১১-এর জুন থেকে দেবো ভেবেছিলাম।
r | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৪৭ | 125.18.104.1
এখনই তুলে নাও। আমাদের কোনো ডোনেশন দিতে হয় নি। নিউ হরাইজন শিশুদের সেকশনটা খারাপ না। তবে বড়দের সেকশন মনে হয় না খুব একটা আহামরি কিছু। আমরা দিয়েছিলাম বাড়ির সবথেকে কাছের স্কুল বলে।
Arijit | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৪৬ | 61.95.144.122
ঋতি যাবে প্লেগ্রুপে - ২০১০-এর এপ্রিলে, তার অ্যাডমিশন হল ২০০৯-এর জুলাইয়ে। ওইরকমই হয়।
Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৪৪ | 216.52.215.232
যাক। নিশ্চিন্ত হলাম। আমার মেয়ের একই ফেজ চলছে (এই জানুতে তিন হবে)। এদিকে পাড়া প্রতিবেশী অফিস কলিগ সমানে ভয় দেখিয়ে চলেছে।
দুটো কথা বলবে? নিউ হরাইজনে চারে ভর্তি করতে গেলে কবে ফর্ম তুলতে হবে? (অনেক জায়গায় সামনের জুন থেকে সেশন শুরু হচ্ছে। তার ফর্ম এখন দিচ্ছে।)
আর খুল্লমখুল্ল ডোনেশন চায় বলে একজন লিখেছে এক ফোরামে। তোমাদের কাছে চেয়েছিল?
Samik | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৪৩ | 219.64.11.35
আমি জন্মে থেকে আজ পজ্জন্ত মাত্র এক বছর কলকাতায় থেকেছি, তাও সল্লেকে ঃ-(
এগারো মাস, টু বি প্রিসাইজ।
Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৪২ | 203.91.193.50
আমি ৬ বছর টানা কলকাতা ছাড়া ( একটু কম হয়ে গেল ঃ-( পাত্তা পাবো নেকো )
dipu | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৪০ | 207.179.11.216
অকারণে ঘাম হওয়া ছাড়া কলকাতার বাকি সবই ভালো। কিন্তু ফিরতে চাইলেও উপায় নাই।
shrabani | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৩৯ | 124.30.233.102
পাল্লিন, আমি তো কোঙ্কনী ব্রাহ্মনের ঘর করি। ভগবতী দুরস্ত, পেঁয়াজ রসুনের নাম করলেও সরস্বতীর জলে ডুব দিতে হয় অফিশিয়ালি!ঃ( আন অফিশিয়ালি, রেসিপী ঠিকই আছে, দশে দশ।ঃ)
Samik | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৩৯ | 219.64.11.35
আম্মো চোদ্দ বছর বাড়ি ছাড়া।
r | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৩৯ | 125.18.104.1
তিন বছর থেকে পাড়ার একটা প্লে-স্কুলে যেত দু ঘন্টার জন্য এবং দু ঘন্টার এক ঘন্টা কাঁদত, আর এক ঘন্টা জানলায় বসে কাক দেখত। চার বছর বয়সে নিউ হরাইজনে। পাঁচে কলকাতা।
Arijit | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৩৮ | 61.95.144.122
বাড়ি - অন্যরকম নিয়ম। স্কুল - অন্যরকম নিয়ম। স্কুলের বাইরে এক্সট্রাকারিকুলার - অন্যরকম নিয়ম। বাপ-মা সময় দিতে পারে না।
গোটা লাইফস্টাইলটাই আলাদা। এই ছয়-সাত বছরের ছেলেমেয়েগুলোর পক্ষে সেটা চাপ হয়ে যায়, সেই চাপটা আশেপাশেও (মানে এই আমাদের ওপর) এফেক্ট ফেলে। পাশাপাশি রোজকার আটটা থেকে আটটার চাপ তো আছেই। লাইফস্টাইলটা যদি কিছুটা হলেও এক রাখতে পারিস - প্রথম পয়েন্টটার একটা কিছু ব্যবস্থা করে - তাইলে চাপ কম।
Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৩৭ | 216.52.215.232
আর তিন বছর হলেই আমি র-কে ধরে ফেলব। ঃ)
r | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৩৭ | 125.18.104.1
তবে ফ্র্যাঙ্কলি স্পিকিং, বাবা মা ইত্যাদি পিছুটান না থাকলে কলকাতায় ফেরার খুব একটা মানে নেই। আর বৌবাচ্চা না থাকলে তো দেশে থাকারই কোনো মানে হয় না। ;-)
Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৩৬ | 216.52.215.232
কত বছর বয়সে?
r | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৩৪ | 125.18.104.1
আমি চোদ্দ বছর কলকাতার বাইরে ছিলাম। বিয়ে ঘরগেরস্থি সবই কলকাতার বাইরে। এই প্রথম কলকাতায় সংসার করছি। সে রকম কিছু অসুবিধে হয় নি। মানে উইথ রেসপেক্ট টু শহর। বাকি সব তো পার্সন টু পার্সন ভ্যারি করে।
অপ্পন, নিউ হরাইজন, ইন্দিরানগর।
Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:৩১ | 203.91.193.50
স্যান ঃ)))))) । দারুণ দিয়েছিস যাই হোক।
Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:২৮ | 216.52.215.232
র, মাইয়্যারে লুরুতে কোথায় ভর্তি করসিলা?
Samik | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:২৫ | 219.64.11.35
ঢুকে সামনের প্রথম প্যাভিলিয়নটা পশ্চিমবঙ্গের। বেশ ঘ্যামচ্যাক সাজিয়েছে, কিন্তু বাইরে কেবল দুটো লোক। একটা সিকিওরিটি বসে হাই তুলছে, আর এক মহিলা সামনের চাতালটা ঝাঁট দিচ্ছে। চারপাশে তামিলনাড়ু রাজস্থান কর্ণাটক কিন্তু তৈরি।
কী আর করা, এগোতে লাগলাম। ভাবলাম প্রথমে একটা রাউন্ড মেরে নিই, এমনি গুড লিভিং, ইলেকট্রনিক্স, ফরেন ইত্যাদি দেখে নিই, পরে স্টেট প্যাভিলিয়নগুলো দেখব।
রাস্তায় ঐ হাই তোলা ঝাঁট দেওয়া দরজা বন্ধ কেস আর একটা জায়গায় দেখলাম। বিহার প্যাভিলিয়নে। এমংকি ওড়িশাও রীতিমতো সেজেগুজে তৈরি। বাইরে প্রিন্স ডান্স ট্রুপের বড় করে মূর্তি বানিয়েছে। এইবারে আর সুদর্শন পট্টনায়েকের স্যান্ড আর্ট নেই।
এতক্ষণে লোক আসতে শুরু করেছে। কোনোবারে ঢুকিনা, এইবারে ঢুকলাম, দিল্লির প্যাভিলিয়নে, এবং ধুস্স্ বলে বেরিয়ে এলাম। বোরিং।
ক্রমশ ঃ
P | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:২৪ | 163.244.63.120
আমরা পুরো সাইকেলটা একবার দেখে তারপর এলুম তো , বাড়ি কেনা-গাড়ি কেনা-লজিস্টিক্যাল ব্যাপারগুলোর হরক্কত একবার দেখার পরে মোটামুটী ফ্যামিলিয়ার। তবে আমার মনে হয় চাইল্ডকেয়ার-স্কুলিং এইগুলোতে অভ্যস্ত হয়ে পড়লে দেশে ফেরার পরে সত্যি চাপ। স্কুলের আগে ফিরতে পারলে সত্যি ভাল।
আমার এক দিদির ছবছুরে দেশে ফিরে প্রথমদিন সাঁতার ক্লাশে গিয়ে ইনস্ট্রাক্টারের কাছে ধমক খেয়ে একদম হতবাক হয়ে গেছিল। ধমক জে বাবা-মার মাইরে থেকে আসতে পারে বেচারা ভাবেও নি । ওর সেই এক্সপ্রেশানটা আমার এখনো মনে পড়লেও চাপ হয়।
Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:২৪ | 216.52.215.232
না, সিরিয়াসলি, র এবং স্যানকে ৭৮১৭ পাতায় আমার কালকের পোস্টটা দেখতে অনুরোধ জানালাম।
Arijit | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:২১ | 61.95.144.122
কি জানি হয়তো হত।
stoic | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:২১ | 160.103.2.224
ঃ-)))
Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:২০ | 216.52.215.232
র ঃ-)))))
P | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৯ | 163.244.63.120
মানে যুগলে কোলকাতায় থাকো নি বের পরে।
থাকলে কি ডামিজ লেখাটা একটু অন্য রকম হত , কি মনে হয় ?
Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৯ | 216.52.215.232
আরে তোমারে কয় নাই! পামিদিরে কইসে। ঃ)
r | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৯ | 125.18.104.1
শাস্ত্রে গ্রাহ্য। কিন্তু গার্হস্থ্যের পুরোটাই শাস্ত্রানুসারে করলে চাপ আছে। ;-)
P | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৮ | 163.244.63.120
স্যান এইটে সত্যি এট্টুস গদগদ হল ঃ-)
Arijit | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৮ | 61.95.144.122
আমি ১৯৯৭ (যদুপুর থেকে বেরনোর পর) থেকে কলকাতার বাইরে ছিলাম - দিল্লীতে। ৯৮-য়ে বে করে দিল্লী, ২০০০ সালে মেরিল্যান্ড, ২০০২-এ নিউক্যাসল, ২০০৮-এ ব্যাক টু কলকাতা।
shrabani | ২৫ নভেম্বর ২০০৯ ১৫:১৭ | 124.30.233.102
আমরা কলেজে পড়ি, এক বন্ধুর বিয়ের সম্বন্ধ নিয়ে এসে তার জেঠু বলেছিল "বিলাতফেরত ডাক্তার", সেই শুনে হেঁচকি উঠেছিল সবার। উত্তমকুমার আমলের বাংলা সিনেমা ছাড়া বাস্তবে বিলাতফেরত এক্সিস্ট করে এটাই জানা ছিলনা।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন