এ রকম আইন অনেক আছে। এগুলো সবই উনিশ শতকের আইন। তারপর আমাদের দেশে কোনো সার্বিক আইনী সংস্কার হয় নি। শুধু আমাদের দেশে নয়। সব দেশেই আছে। চীনে সরকারের অনুমতি ছাড়া পুনর্জন্ম নিষিদ্ধ। ব্রাজিলে যদি বিয়ের দশদিনের মধ্যে দেখা যায় বৌ ভার্জিন নয়, তাহলে ছেলেরা সেই বিয়ে নাকচ করতে পারে। মিসৌরিতে মনে হয় হলুদ মার্জারিন বিক্রি করা নিষিদ্ধ। নেট ঘাঁটলেই এইরকম বিচিত্র আইনের লম্বা লিস্টি পাবে।
Arijit | ২৭ নভেম্বর ২০০৯ ১৫:০০ | 61.95.144.122
ওরে বাবা আইনও তো এক ধরণের বু-রা বানিয়েছে - তো এচ্চেয়ে বেশি কি হবে?
tkn | ২৭ নভেম্বর ২০০৯ ১৫:০০ | 122.163.3.13
যাক, এই জঘন্য আইন পড়ে ডি আর যাই করুক, আমার নামে ঐ কেসটা করবে না যাতে পুলিশ এসে আমার মেলবক্স খোলে। বাঁচা গেল ঃ-))
rokeyaa | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:৫৯ | 203.110.243.22
দুখে স্যার আবার একখান দিয়েছেন ঃ) আর দ-দি, সংবিধ্হনে আরো অনেক মণি-মুক্তো ছড়ানো আছে!
san | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:৫৭ | 170.252.160.1
আরে যেকোনো সময়ে। কোন ব্যাপার না।
d | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:৫৭ | 117.195.40.85
হুঁ এদিকে নাকি আইনের চোখে সবাই সমান। আরে কোন একটা কিছু যদি ডিফাইন করা হয় "অন্যায়' বলে তো সেটা তো অন্যায়ই। পুরুষই করুক আর নারীই করুক।
১) বিবাহিতা নারীর সঙ্গে বিবাহিত/অবিবাহিত পুরুষের সম্পর্ক তখনই ব্যভিচার যখন ঐ নারীর স্বামীর পারমিশন নেওয়া হয় নি। নারীর নিজের পারমিশন নিলেও হইব না। সম্ভবতঃ নারীর নিজের পারমিশন বলে কিছু হয় না, কোনদিন হত না, আজও হয় না।
২) বিবাহিতা নারীর সঙ্গে বিবাহিত পুরুষের সম্পর্কে পুরুষটির ব্যভিচার হয়, নারীটির নয়। অর্থাৎ ঐ পুরুষের স্ত্রী নারীটির বিরুদ্ধে ব্যাভিচারিনীর কেস দিতে পারবেন না। এখানেও নারীর (প্রথম) অধিকার নাই।
এখানে বলছে স্ত্রীর উপরে স্বামীর যে অধিকার তাতে ইনভেশন হয় বলে বিবাহিতার সঙ্গে বিবাহিত/অবিবাহিত ছেলের সম্পর্ক হল ব্যভিচার।
কিন্তু বিবাহিত ছেলের সঙ্গে অবিবাহিতার সম্পর্ক ব্যভিচার নয়, কেননা স্বামীর উপরে স্ত্রীর অধিকারের গল্প কিছু নেই। সুতরাং স্ত্রী স্বামীর বিরুদ্ধে ব্যভিচারের কেস আনবে কিকরে? আনলে একমাত্র আনতে পারে বিবাহিতা মেয়ের স্বামী !
অবিবাহিতার জন্যে কেসটাই দাঁড়াবে না !
Arijit | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:৩৯ | 61.95.144.122
ইনফরমেশন অ্যাক্ট এবং অ্যাডালটারি - কোনোটা সম্পর্কেই এখুনি কিছু জানি না।
san | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:৩৫ | 170.252.160.1
পড়ে তো মনে হল কেস করতে পারবে বিবাহিতা মেয়ের স্বামী এবং সেও ছেলেটির বিরুদ্ধে , মেয়েটির নয়। কেননা invasion to the right of husband over his wife এই মর্মে।
d | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:৩৫ | 117.195.40.85
হ্যাঁরে মেয়েরা নাকি কেস করতে পারে না। একজন সম্প্রতি করবে কিনা ভাবনাচিন্তায় চাট্টি খোঁজখবর করে জানতে পারে যে না পারে না।
মানে মেয়েরা তাদের বরের্দের নামে অ্যাডাল্টরি কেস আনতে পারে না? য্যাঃঃঃঃঃ
san | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:২৯ | 170.252.160.1
পড়ে দেখে ঘাবড়ে গেলাম !
san | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:২৯ | 170.252.160.1
যাব্বাবা । এ কী রকম অ্যাক্ট !!!!!!
. | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:২৫ | 198.96.180.245
সেকশন ৪৯৭ অনুযায়ী কেবল পুরুষদের অভিযুক্ত করা যেত। সরকার সেকশন ৪৯৭ পরিবর্তন করে পুরুষ ও নারী দুজনকেই এর আওতায় আনার চেষ্টা করেছিলেন। তা নিয়ে খুব বিতর্ক চলছিল। এটা কি সেই কেস?
quark | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:২২ | 202.141.148.99
যার মেলবক্স খুলতে ইচ্ছে করবে, তারটাই খুলতে পারবে না - বাহ্ বেশ মজা তো! ;-)
san | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:২১ | 170.252.160.1
মেয়েরা অ্যাডালটারির কেস করতে পারেনা মানে?
আর এই বিন্দুবাসিনী কে ? এঁর প্রাণে এত ফুত্তি ক্যান?
Arpan | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:২০ | 216.52.215.232
দমু মেল চেকিও।
dipu | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:১৯ | 207.179.11.216
@ 2:17, ঃ-P ঃ-D
d | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:১৮ | 117.195.40.85
নাঃ হাড়ে হাড়ে জানাটা কোন কাজের কথা নয়। যতটা সম্ভব জ্ঞান অন্যের থেকে সংগ্রহ করে নিতে হয়।
আর ভারতীয় আইন অনুযায়ী নাকি মেয়েরা অ্যাডালটারির কেস করতে পারে না। এইটা শুনে আমি যেমন অবাক হলাম, তেমনি .... কি অদ্ভুত! বছরের পর বছর কেউ আইনগুলো বদলায়ও না।
. | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:১৭ | 198.96.180.245
ইনস্যাট-৩এ।
san | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:০৭ | 170.252.160.1
আরে এইটা তো আমারও জানা দরকার। কাঁকুড়গাছি বা উল্টোডাঙা চত্বরে কিসের সিগন্যাল ঠিকঠাক আসে ? কোনটার কেমন স্পিড ? পেতে কদ্দিন লাগবে?
tkn | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:০৫ | 122.163.3.13
তখন অজ্জিত, তুমি আর আমি তিনজনেই পুরোপুরি ঐ আইন সম্মন্ধে অবহিত হব, আর কি ঃ-)) তবে যেমন তেমন কেস হলে হবে না, ত্যামন ত্যামন কেস লাগাতে হবে ঃ-)
Samik | ২৭ নভেম্বর ২০০৯ ১৪:০৪ | 219.64.11.35
হনু দিন দিন অত্যন্ত, অত্যন্ত ফর্ম্যাল হয়ে যাচ্ছে। ক্কীদিঙ্কাল!
আমার আপিস থেকে আমাকে রিলায়েন্সের ডেটাকার্ড দিয়েছে। এখানকার বাড়িতে তো লাগে না, হুগলির বাড়িতে গেলে ইউজ করতে হয়। মাঝে সারারাস্তা রাজধানী এক্সপ্রেসেও ইউজ করেছি। ঐ পেন ড্রাইভের মত, ভেতরে সিমকার্ড পোরা। খুব হাইফাই না হলেও, মন্দ না।
d | ২৭ নভেম্বর ২০০৯ ১৩:৫১ | 117.195.40.85
এবারে ধর তেকোনা তোমার নামে আমি একটা কেস লাগিয়ে দিলাম। তখন?
a | ২৭ নভেম্বর ২০০৯ ১৩:২৮ | 115.117.158.222
ডাটা কার্ড নিয়ে নিন, রিলায়েন্সের। স্লো এর জুজুবাদে কান দিবেন না, আমি VPN দিয়ে US ORACLE Server connect করতাম। শুধু এট্টু ধৈর্য চাই। ঃ)
tkn | ২৭ নভেম্বর ২০০৯ ১৩:১৩ | 122.163.3.13
যদিও আমি অজ্জিত নই, তাই অনেক কম জানি ঃ-) তবে যা জানি তা হল যার মেলবক্স খুলতে ইচ্ছে করবে তারটাই খুলতে পারবে না। বোধহয় কোনো একটা অ্যাক্টের আওতায় যারা পড়বে তাদেরগুলো। মানে, আমার মেলবক্স খুল্লো অথচ আমার নামে কোনো ধারায় কোনো কেস নাই, সেটা পার্বে না। আমিও অবশ্য শুনেছি। লিংক নাই
. | ২৭ নভেম্বর ২০০৯ ১৩:০৭ | 125.18.104.1
আমি ফোটন প্লাস ইউজ করি। আগে ওদেরই সি ডি এম এ ডেটা কার্ড ইউজ করতাম। সেটা যাচ্ছেতাই ছিল। ফোটোন প্লাসের স্পিড ভালই। স্ট্যান্ডার্ড ব্রডব্যান্ড কানেকশনের মত।
d | ২৭ নভেম্বর ২০০৯ ১৩:০৪ | 117.195.40.85
আইটি অ্যাক্ট পাশ হয়ে গেছে। এতে নাকি পুলিশ ইচ্ছে করলেই যে কোন প্রাইভেট মেলবক্স খুল;এ মেল পড়তে পারবে। অজ্জিত জান কিছু?
Arpan | ২৭ নভেম্বর ২০০৯ ১২:১৪ | 204.138.240.254
না, তোমার কথা বলি নাই। আমার কথা। অফশোরে থেকে এক হপ্তার ছুটিতে এসে থোড়ি কাজ করব।
Binary | ২৭ নভেম্বর ২০০৯ ১২:১০ | 70.64.19.80
পাড়ার সাইবারে হবে না তো, ল্যাপিতে সব কিছু আছে।
Binary | ২৭ নভেম্বর ২০০৯ ১২:০৩ | 70.64.19.80
না অত স্লো হলে চলবে না। আমাকে হায়াদ্রাবাদের ওর্যাকল ইনস্ট্যান্স অ্যাকসেস করতে হবে মাঝে মাঝে । টাটা ইন্ডি টাই ট্রাই করব।
d | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৫৮ | 117.195.40.85
আরেকটা উপায় হল এয়ারটেলের সিম নিলে ফোনটাকেই মোডেম হিসাবে ব্যবহার করে নেট অ্যাকসেস করা। ওরা আলাদা করে ইউজার আইডি ইত্যাদি দেয়। কিন্তু কানেকশান ভীষণ স্লো। মানে ডায়াল আপ যেমন হয় আর কি। এটা মনে হয় bsnl ও দেয়। আমার ভাই আগে ব্যবহার করত। এটায় ইনিশিয়াল খরচ সবচেয়ে কম। কিন্তু স্পীড এত খারাপ যে না নেওয়াই রেকো করব। ইনফো হিসাবে জানিয়ে রাখলাম আর কি।
Arpan | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৫৬ | 216.52.215.232
ও মাসিক কানেকশন। নাঃ থাক। পাড়ার সাইবার কাফে ঠিক আছে।
Binary | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৫৪ | 70.64.19.80
আচ্ছা, মানে আমার অ্যাড্রেস প্রুফ এসব আছে, ভোটার কার্ড ইত্যাদি, সেই ব্দ্ধ পিত্দেব ভরসা ঃ((((
sinfaut | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৫২ | 203.91.193.50
৫ কিমি দাবী দাওয়া এই জন্য যেঃ evdo বলে যে broadband টা ওরা দেয়, সেটার সিগন্যাল গোটা কলকাতায় পাওয়া যায় না, রাজারহাট, সেক্ট ফাইভ আর সল্টেক ব্যাস। ইদিকে, শুনেছি বর্ধমান, শিলিগুড়িতে সেই সিগন্যাল পাওয়া যায়। অথচ কলকাটা গোটা কভার করা হয়ে উঠলো না। আর 3G চক্করে পড়ে, bsnl evdoর কাজ বন্ধই করে দিয়েছিল। এখন 3G ঝাড় খাওয়ার পর হয়তো আবার কাজ শুরু হবে।
d | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৫২ | 117.195.40.85
হুঁ ঐটা একটা ঝামেলা। আজকাল যে কোন কানেকশান নিতেই অ্যাড্রেস প্রুফ ইত্যাদি চায় এবং ভেরিফিকেশান শেষ হলে তবেই কানেকশান দেয়। কলকাতায় কেউ থাকলে বল একটু টাটা আর রিলায়েন্স দুটোতেই খোঁজ নিয়ে তাঁর নামে অ্যাপ্লি থুকে দিতে। তুমি যেতে যেতে হয়ে যাবে।
Binary | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৪৯ | 70.64.19.80
আচ্ছা, কিন্তু টাটা ইন্ডি-র কিনতে গেলে কত সময় লাগে ? আমাকে কোল্কাতা পৌঁছে, একদিনেই নেট প্রোডাক্টিভ হয়ে যেতে হবে, বড় সাহেবদের এরকম-ই নির্দেশ আছে ... ঃ((((
Arijit | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৪৮ | 61.95.144.122
বিএসএনএল-এর অনেক দাবিদাওয়া আছে। সম্যক জ্ঞাত হইতে চাহিলে পরীক্ষা প্রার্থনীয়।
d | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৪৭ | 117.195.40.85
আমার প্ল্যানটা মাসে ৩৬৫ টাকার। তবে মাঝে মাঝে ৩৪৩ টাকাও বিল আসে। কেমন করে জানি না। শুনছি ২৫০টাকার একটা প্ল্যান আসবে শীগগিরই। এলে বদলে নেবো।
তবে টাটা ইন্ডিকে মেন কানেকশান নৈব নৈব চ।
d | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৪৪ | 117.195.40.85
টাটা ইন্ডির ইউ এস বিটা ঐ পেনড্রাইভ টাইপই। ভেতরে একটা সিম ভরা আছে। ল্যাপটপে গুঁজে দিলেই কাজ করে। আইডিয়ারও এমনি একটা কানেকশান আছে। তবে আইডিয়া কিনা জীবন বদলে দেয় -- তাই আমি ভয়ে ওর ছায়া মাড়াই না।
Binary | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৪৩ | 70.64.19.80
ওঃ দ যেটা বলছে, সেটাই আমার চাই, পিওরলি পোর্টেবল হতে হবে।
সিফো -কি এটাই বললে ?
Arpan | ২৭ নভেম্বর ২০০৯ ১১:৪৩ | 216.52.215.232
টাটা ইন্ডির দক্ষিণা কত? মানে ধর আমি সল্লেকে গেলে চালাবো মাঝে মাঝে, অথবা এইখানে দরকার পড়লে। এই হল আমার রিকোয়ারমেন্ট।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন