এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ২৫ নভেম্বর ২০০৯ ২১:২৩ | 198.169.6.50
  • আরে তুমি-ই তো বললে ,'হিমালয়ে শখ কেন বাপু ?' সেটা দু -কে বললে না ?
  • d | ২৫ নভেম্বর ২০০৯ ২১:২৩ | 117.195.40.31
  • রঙ্গন কেমন ফুটোপাত্রে জল ভরার চেষ্টা করছে মাইরী!!
  • d | ২৫ নভেম্বর ২০০৯ ২১:২২ | 117.195.40.31
  • এঃ টেক্সাস থেকে হিমালয় হবে কেন? টেক্সাস তো দু। আর হিমালয় তো স্যান। বাইনারি সব গুলাইসে।
  • Binary | ২৫ নভেম্বর ২০০৯ ২১:২১ | 198.169.6.50
  • আরে ডিডি দা, অ্যাকচুয়ালি 'দত্ত' নামের সক্কলকে বাদ দিয়ে, দত্তক সমস্যার সনধান করতে হবে, তাইলে আর কোনো গোল থাকবে না।
  • Binary | ২৫ নভেম্বর ২০০৯ ২১:১৮ | 198.169.6.50
  • টেক্সাস থেকে হিমালয়ে ডেলি প্যাসেঞ্জারি ?
  • dd | ২৫ নভেম্বর ২০০৯ ২১:১৮ | 122.167.52.136
  • না না, ধরুন দত্তত্রেয় দত্ত, বিয়ে কল্লেন দত্তা দত্তকে,ঠিকাছে? তো তাদের পোলা,দত্তক দত্তকে দত্তক নিলো দত্তপুকুরের এক দত্তি..... নাঃ, এর মধ্যে তো স্পাউস ও আছে? সে কোথথেকে এলো? এই বাইনারি সব দেখছি গুলিয়ে দিলেন।

    ধুর, এর থেকে কডলিভারে কহানী অনেক সহজ ছিলো।
  • Du | ২৫ নভেম্বর ২০০৯ ২১:১২ | 70.104.17.180
  • দত্তকা স্পাউজ ঃ)
  • d | ২৫ নভেম্বর ২০০৯ ২১:১০ | 117.195.40.31
  • ঃ)) তোমার আবার হিমালয়ের শখ কেন বাপু?
  • Binary | ২৫ নভেম্বর ২০০৯ ২১:১০ | 198.169.6.50
  • তাইলে স্যান দত্তক হবে, মানে স্যানের মতই একজন দত্তক হবে। আর স্যানের স্পাউস সেই দত্তক স্পাউসকে স্পাউস করবে। কিন্তু স্যানের বর তো মিঃ দত্ত নয় (নাকি ?)। তাই দত্তক স্পাউস, অ্যাকচুয়াল স্পাউস হওয়ার পরে আর তো মিসেস দত্ত থাকতে পারে না .....
  • Du | ২৫ নভেম্বর ২০০৯ ২১:০৮ | 70.104.17.180
  • ঠিকই করেছে। আমিও তো আমার মূর্ত্তি বানালে নাকটা ঠিক করে দেবো। অনন্তকাল ধরে আমার এই নাক পৃথিবীর লোকে দেখবে এটা কিছুতেই হতে দেওয়া যায় না।
  • tkn | ২৫ নভেম্বর ২০০৯ ২১:০৩ | 122.162.42.205
  • রেফাঃ - দ'র 8.20র পোস্ট
  • Binary | ২৫ নভেম্বর ২০০৯ ২০:৫৭ | 198.169.6.50
  • আরে সব গুলিয়ে গেলো তো, দ্য কোশ্চেন ইজ, 'হু ইস দত্তক ?' .... স্যান না স্যানের বর ?
  • tkn | ২৫ নভেম্বর ২০০৯ ২০:৫৬ | 122.162.42.205
  • তাইলে হবে দত্তক মেয়ে আর দত্ত'জ স্পাউজ। কিন্তু আবার বিয়ে দিলে তো সেটা স্যানের বরের হোয়াটেভার স্পাউজ হবে। তাইলে তখন তো আর দত্ত'জ স্পাউজ বলা যাবে না তাই না?
  • dd | ২৫ নভেম্বর ২০০৯ ২০:৫২ | 122.167.52.136
  • তা ধরুন কোনো মিস্টার দত্তকে বে' করলো। তাইলে দত্তক হোলো না মানলাম। কিন্তু দত্তর বউ হবে।

    ভেরী ক্লোজ। ভেরী ভেরী ক্লোজ। একটু টাইপো হলেই কেস মিটে যায়।
  • tkn | ২৫ নভেম্বর ২০০৯ ২০:৪৬ | 122.162.42.205
  • স্যানিনি,
    দত্তক মেয়ে = কেউ তার মেয়েকে আর কাউকে দিচ্ছে/ কারো মেয়েকে নিজের করে নিচ্ছে
    দত্তক বৌ = 'ঐ' হলে চাপ হ্যায়, আইনি গোলোযোগ হোয়েগা। তুই দত্তকে স্পাউজে যাসনা। দত্তক মেয়ে, আর স্পাউজ নাম্বার টু-তে চলে যা। তারপর ডেভিড ধাওয়ানের সঙ্গে দেখা কর একবার। স্পাউজ নাম্বার ওয়ান হিসেবে তোকে স্পন্সর করে দিতে পারে বছর খানেকের জন্য ... সিরিয়াস মুখ করে বল্লাম ঃ-)
  • Binary | ২৫ নভেম্বর ২০০৯ ২০:৪১ | 198.169.6.50
  • বাবা মা -র দত্তক কন্যা আর স্পাউসের দত্তক স্পাউস, এক ও অভিন্ন কিনা, যুক্তি সহ প্রমান কর।
  • san | ২৫ নভেম্বর ২০০৯ ২০:২৪ | 123.201.53.3
  • হ্যাঁ যা বলেছ। জাস্ট বাবামার জন্য একটি দত্তক মেয়ে আর বরের জন্য একটি দত্তক বউ জোগাড় করতে পারলেই আমি নিশ্চিন্তে হিমালয়ে বাকি জীবন কাটিয়ে দিতে পারি কিম্বা ভবঘুরে হয়ে ঘুরেঘুরে বেড়াতে পারি। বেস্ট।
  • d | ২৫ নভেম্বর ২০০৯ ২০:২১ | 117.195.40.31
  • প্রথমটাও 'স্পাউজ' হবে স্পাইজ নয়।
  • d | ২৫ নভেম্বর ২০০৯ ২০:২০ | 117.195.40.31
  • আহা একমাত্র সন্তান হয়েছ --- সেটা তো আর কিছু করতে পারবে না। কিন্তু একমাত্র স্পাইজ হয়েছ --- এইটা তোমার হাতে আছে, ঠ্যাকাও। এইবেলা স্পাউজকে ধরে তার আরেকটা স্পাউজ যোগাড় করে দাও। ব্যাস! তাহলেই আর তুমি "একমাত্র স্পাউজ' হলে না।
  • san | ২৫ নভেম্বর ২০০৯ ২০:১৬ | 123.201.53.3
  • আমি একবার করে বাবামার খুশিখুশি মুখ ভাবছি আর একবার করে আধখানা সংসার এখানে ফেলে রেখে যাবার কথা ভাবছি - এবং দুটো মিলিয়ে ফাইনালি নিজে খুশি হচ্ছি কি দুঃখু পাচ্ছি তাও ঘেঁটে যাচ্ছে ঃ-(

    একমাত্র সন্তান এবং একমাত্র স্পাউজ যে মানুষে কেন হয় !!!!!
  • d | ২৫ নভেম্বর ২০০৯ ২০:০৯ | 117.195.40.31
  • কি জানি কেন, আমার কোথায়ও শেকড় গজায় না। আবার কোথায়ও থাকতে বিরাট কিছু অসুবিধেও হয় না। মানে কোনমতে চলে যায় আর কি। ফিরতে যে খুব কিছু আনন্দ হচ্ছে, তা নয়। আবার পুণে ছাড়তেও মারাত্মক কিছু দুঃখ হচ্ছে না। হ্যাঁ জানলা দিয়ে তাকিয়ে পাহাড় দেখাটা মিস করব। কিন্তু কদিন মিস করব কে জানে!! ঠিক অন্য একটা কিছু পছন্দসই পেয়েই যাব। হার্টফোর্ডে ডাউনটাউনে থাকতাম। ন'তলার জানলায় বসে থাকতে ব্যপক লাগত। দুইখান ফ্রীওয়ে দেখা জেত, আর ইউনিয়ান স্তেশান। চুপ করে বসে দেখতাম। গুরগাঁওতে শান্তশিষ্ট চুপচাপ পাড়াটা, ছাদ থেকে সূর্যাস্ত --- দিব্বি লাগত। রাতে দূরে ২৫ তলা রিজউডের চিকিমিকি আলো, সেক্টর ১৪ ছাড়িয়ে আরএকটু এগিয়ে জয়পুরের রাস্তাটা --- খাসা তো।

    তবে কিছুদিন বাদে বাদে পাহাড়পর্বত দেখতে না পেলে বড্ড বিশ্রী লাগে। রিটায়ার করে হিমালয়ে আস্তানা গাড়বই গাড়ব।
  • tkn | ২৫ নভেম্বর ২০০৯ ১৯:৩৭ | 122.162.42.205
  • পাল্লিন, থাংকু থাংকু। কাল বিষ্যুদবার, পাঁটার দোকানে তালা। পরশুই বানাবো। বানিয়ে জানাব ঃ-)
  • tkn | ২৫ নভেম্বর ২০০৯ ১৯:৩৫ | 122.162.42.205
  • উঃ কত চাই চাই চাই চাই চাই... পুরো ক্লাসিফায়েড কলাম বানিয়ে দেছে সব মিলে ঃ-))))
    আমি শুদু বিষ্টি চাইইই, মাঝে মাঝে মেঘলা আকাশ বিষ্টি চাই, ব্যাস্‌স্‌স্‌স
  • Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৯:০৬ | 204.138.240.254
  • কী খিদে পেয়েছে। এদিকে বাড়ি যাব বলে খেতেও যেতে পাচ্ছি না।
  • P | ২৫ নভেম্বর ২০০৯ ১৮:৩৪ | 163.244.62.121
  • তেকেনা , ইয়েস ইয়েস পাঁটাও চমৎকার হবে।
    ইন ফ্যাক্ট , লুরুর কমদামী দক্ষিণী রেস্তোঁরা গুলোতে একটা মাটন পেপার ফ্রাই বলে হেব্বি পপু ডিশ বিক্কিরি হয়(মন্দলোকে সেতা মদের সাথে খায়, আমি এমনি এমনি ঃ-) ) সেটা অমি খানিকটা এই রেসিপিতেই বানিয়েছিলুম।

    সো , গো ... ইসে পাঁটা অ্যাহেড।
  • r | ২৫ নভেম্বর ২০০৯ ১৮:৩৩ | 125.18.104.1
  • ঠিক। সিম্পল লোকের সিম্পল ইচ্ছা। কোনো কাস্টমাইজেশন নেই। কোনো জটিলতা নেই। ঃ-)
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৯ ১৮:২৮ | 61.95.144.122
  • গুপি বাঘার জুতোজোড়া পেলে তো কোনো সমস্যাই থাকতো না।
  • san | ২৫ নভেম্বর ২০০৯ ১৮:২৫ | 170.252.160.1
  • অঃ এই কেস। তাইলে বল্লেই হয় এক্ষুনি কয়কোটি ট্যাকা চাই। মিটে যায়।
  • saikat | ২৫ নভেম্বর ২০০৯ ১৮:২০ | 202.54.74.119
  • তিনমাস চাকরী করব, একমাস করব না। স্পনসরও চাইনা। এই চাই।
  • r | ২৫ নভেম্বর ২০০৯ ১৮:১৪ | 198.96.180.245
  • আমি মাইরি কোত্থাও যেতে চাই না। কোনো চাকরি চাই না। শুধু একজন স্পন্সর চাই।
  • san | ২৫ নভেম্বর ২০০৯ ১৮:০৪ | 170.252.160.1
  • হাঃ দিপু ভুতো সব ল্যাজ নাড়তে নাড়তে হাজির। কিন্তু মনে রাখবেন ফার্স্ট প্রেফারেন্স আমার, আমি আগে বলেছি ঃ-)
  • dipu | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:৫৩ | 207.179.11.216
  • গরমকালে (মানে বছরে আটমাস) লুরু আর বাকিটা কল্কেতা। চাগ্রী চাই।
  • sumeru | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:৪৪ | 117.99.52.89
  • আমি শুধু বাংলাদেশে
    গাঁ-গঞ্জ, বাদাড়, ঘাট,
    দেঊল, নদী, হাট
    ঘুরতে চাই।

    চাগ্রী না, স্পন্সর চাই।
  • san | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:৩৫ | 170.252.160.1
  • হ্যাঁ সে সারা ভারত জুড়ে এই চাক্রি পাওয়া গেলে তো খুবই ভাল। ঘুরে ঘুরে বেড়ানো যাবে। আপাতত যেখানে যেখানে আছে সেখানে অল্টার্নেট করে থাকতে পারলেই চলবে। কিন্তু তাই বা হয় কই?
  • r | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:৩৪ | 198.96.180.245
  • স্টো-র প্ল্যানটা অ্যাকচুয়ালি খুব একটা আনরিয়ালিস্টিক নয়। আমার কিছু সিনিয়র প্রফেসর এরকম করে থাকেন শুনেছি।
  • r | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:৩৩ | 198.96.180.245
  • যেতে হলে বেঙ্গালুরু যাব কেন? সিমলা, নৈনিতাল, কোচি, ভাইজাগ, পুদুচ্চেরি, শিলং, নিদেনপক্ষে ম্যাঙ্গালোর যাব।
  • stoic | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:৩০ | 160.103.2.224
  • সে তো আমারো বহুদিনের প্ল্যান, ইয়োরোপে আট মাস, আর দ্যাশে চার মাস (নভেম্বর-ফেব্রুয়ারি)। কিন্তু ত্যামন চাগ্রী দেবার মত কেউ নেই। ঃ-(

    ইভেন এতেও রাজি ছিলাম যে দ্যাশের চার মাস আমায় মাইনে না দিলেও চলবে, শুধু ইয়োরোপের ফ্ল্যাট ভাড়া প্লাস ইউটিলিটিস বিল পে করে দিলেই যথেষ্ট।
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:২৮ | 61.95.144.122
  • আরেকটা ব্র্যাঞ্চ নিউক্যাসলে। মাসে একটা করে ট্রিপ।
  • san | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:২৭ | 170.252.160.1
  • হ্যাঁ এও ভাল মডেল। কোলকাতায় বেস করে প্রতি মাসে আমাকে লুরু পাঠানো হোক বা লুরুতে বেস করে প্রতি মাসে কোলকাতা। খুব ভাল হয়।
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:২৬ | 203.91.193.50
  • আমাকেও আমাকেও জানিও। আহ , কি আরাম। এক মাস ইডলি , একমাস বিউলি , একমাস দোসা, একমাস লইট্যা মাছ। ব্যবসা খুলতি হবে। ব্রাঞ্চ হবে বেঙ্গালুরুতে ঃ) হ্যায় কৈ পার্টনার?
  • Bhuto | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:২৪ | 203.91.193.50
  • অ্যায় অ্যায় , ঠিক এই কথাটাই গত ছ মাস ধরে কাউকে বোঝাতে পারছি না। আমি কলকাতাতে থেকেও বেঙ্গালুরুতে প্রতি মাসে একবার যেতে চাই। বেস লোকেশন হবে কলকাতা আর বেঙ্গালুরুর যে কোনো কারনেই হোক যেতে হবে।

    আস্তে আস্তে হয়তো এটা ৬ মাসে একবার হতো। কিন্তু তার আগেই ফিরে চললাম ঃ)
  • san | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:২২ | 170.252.160.1
  • যদি এমন কোন চাক্রির খোঁজ কেউ জানো, আমাকে জানিও ঃ-)
  • san | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:২০ | 170.252.160.1
  • আমার আসলে মনে হচ্ছে কোলকাতা এবং লুরু দুটোতেই অল্টার্নেট করে এক মাস করে থাকতে পারলে বেশ হত ঃ-(
  • Arpan | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:১৫ | 204.138.240.254
  • কম্প দিয়ে জ্বর আসার কিছু বিশেষ কারণ আছে, ব্যক্তিগত লেভেলে। সেটা শহরটা কলকাতা বলে না। পরে কোনদিন মুখোমুখি কথা হলে বলব।
  • kc | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:১২ | 213.132.250.2
  • ঐ রেসিপিতে পাঁঠা কেন সজনেডাঁটাও চলবে। আমি আজকে ঐ রেসিপিটা আলুদিয়ে বানাব। রাত্রে জানিয়ে দেব কেং হল।ঃ)
  • tkn | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:০৬ | 122.162.42.205
  • উইম্মা ঃ-) আমি একটু কম হিংসে নিলুম কারণ পতাকা বহিবার শকতি নাই আমার ঃ-)
  • tkn | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:০৫ | 122.162.42.205
  • এই এত্তোগুলো লাইন কেন লিখলাম নিজেও ঠিক জানিনা। তবে ফেরার আগের সময় আমিও পেরিয়েছি, ডিসিশন ডিলেম্মা ডিঙিয়েছি, তাই বোধহয় নিজের অভিজ্ঞতা শেয়ার কল্লুম ঃ-))
    অপ্পন, কম্প দিয়ে জ্বর এলে ব্লাড টেস্ট করানো দরকার, মশা তাড়ানো দরকার, কলকাতা হ্যাজ নাথিং টু ডু উইথ ইট ঃ-)

    প-কে সকলেই পাল্লিন বলে দেখে আমিও তাই বলব ঠিক কল্লুম। পাল্লিনকে প্রশ্ন - গরুর রেসিপিতে পাঁঠা রাঁধা যায় কি?
  • Arijit | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:০৪ | 61.95.144.122
  • আইল্লা!
  • kc | ২৫ নভেম্বর ২০০৯ ১৭:০৩ | 213.132.250.2
  • আমি কলকাতায় ফিরতে শ্চাই। অনেকদিন ধরেই শ্চাই। আবার সক্রিয়ভাবে লাল পতাকা নিয়ে মিছিলে যেতে চাই। sraতে প্রত্যেকটা অ্যানুয়াল প্রোগ্রামে থাকতে চাই। কিন্তু কিছুতেই পারছিনা। যারা পারছে, তাদেরকে হিংস্রভাবে হিংসে দিচ্ছি।
  • tkn | ২৫ নভেম্বর ২০০৯ ১৬:৫৮ | 122.162.42.205
  • আর হ্যাঁ, মেয়েরও বিদেশে জম্ম ইস্কুল খেলার সঙ্গী সব মিলিয়ে প্রথম প্রথম কিছু অসুবিধা হলেও পরে দিব্যি মানিয়ে ফেলেছে। শুধু লোকজনের "তোর মায়ের তো এসবে অসুবিধা হত না, তোর কেন হয়" শুনলেই তার চোখ ভার হয়। অ্যান্ড রাস্তায় লোকের থুথু ফেলাতে প্রবল ইয়ে আছে। বাকি, শি ইজ কুল। যদিও হাইস্কুলের পর ওদেশে পড়তে ফিরে যাবে বলে রেখেছে। তা সেতো অনেকেই চায়, যে দেশেই বড় হওয়া হোক না কেন....
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত