এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ২৪ নভেম্বর ২০০৯ ০০:৩২ | 143.111.22.23
  • ওমা পেছনের দরজাটা একটু ফাঁক করে রাখলেই তো হল।
  • tkn | ২৪ নভেম্বর ২০০৯ ০০:৩১ | 122.162.42.205
  • কেয়া আইডিয়া ম্যামজী! তবে না খুলা আসমাঁ, না খিড়কি...পোষাবে?
  • aka | ২৪ নভেম্বর ২০০৯ ০০:৩০ | 168.26.215.13
  • দুইখান ছানা না থাকলেই হত।
  • a x | ২৪ নভেম্বর ২০০৯ ০০:২৬ | 143.111.22.23
  • এক কাম কর। একখান ইউ হল ভাড়া কর, আর পেছনে ফরাস বিছিয়ে দাও, একেবারে মোচ্ছব! মানে খানা পিনা করতে করতে বেড়ানো পুরো। উফ্‌ফ্‌ নিজের আইডিয়াতে নিজেই চমকিত।
  • aka | ২৪ নভেম্বর ২০০৯ ০০:১৯ | 168.26.215.13
  • দুরে কোথাও না, কাছাকাছিই, বন্ধুরা আসছে শিকাগো থেকে ওদের নিয়ে ঘুরতে বেরতাম। দু তিনটে গাড়ি হলে কি ভালো লাগে?
  • a x | ২৪ নভেম্বর ২০০৯ ০০:১৩ | 143.111.22.23
  • কই যাবা? তাইলেই বোঝ রাস্তার কি অবস্থা হবে!
  • aka | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:৫৪ | 168.26.215.13
  • একটাও রেণ্টাল কার পাওয়া গেল না। আমাদের একটা প্যাসেঞ্জার ভেহিকল চাই। কোথাও পেলাম না। এমনকি ৫০ মাইল দুরেও খোঁজ করলাম।
  • a x | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:৪৭ | 143.111.22.23
  • হ্যাঁ আমাকে একজন এক্ষুনি তাই বলল। ইনফ্যাক্ট সে নিজে সামনে একটা ট্রায়াল দিল। মাসে ২৫ ডলার, আনলিমিটেড। আর বাড়ির ল্যান্ডলাইনে নম্বরে যত ফোন আসবে, সব দেশে কোনো নম্বরে ফরওয়ার্ড করে দেওয়া যাবে!
  • tkn | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:৩৯ | 122.162.42.205
  • ঃ-))
  • Paramita | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:৩৫ | 63.82.71.141
  • আমরা এই ভোনাজ নাকি ভনেজ নিলাম। অনেক বন্ধু নিয়েছে। এতে করে মহাবিশ্বে মহাকাশে নাকি সব কল ফ্রি, আম্রিকার বর্তমান নং ইন্ডিয়াতে চালান করা যাবে ইত্যাদি ইত্যাদি।
  • Bratin | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:২৬ | 117.194.97.37
  • তা হবে হয়তো। আরশোলা যখন কথা শোনে।।।ঃ-))
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:২৬ | 117.195.41.69
  • একটা ইন্টারেস্টিং বই পড়ছিলাম কিছুদিন আগে।। ১৮৩০ এর দশকে একজনের জবানীতে। তাতে বলছে যে বাঙালীরা একেবারে ক্রোধক্ষোভহীনভাবে নির্বিকার চিত্তে জালিয়াতি করত। ইংরেজরা রেগে গিয়ে অনেক কিছু করত, মামলা দেওয়া থেকে খুনজখম অনেক কিছু, কিন্তু দেশীয়রা, লেখক যাদের বলছেন "আহেলা', তারা কোন বিবাদবিস্মবাদ হলেও রাগ পুষে না রেখে নিজে যদি কোনওভাবে দু'পয়সা আয় করতে পারে সেটাই দেখত। তো, তাতেই বলছেন যে দলিলে কোন অংশের তথ্য লোপাট করতে হলে আনাড়ি জালিয়াত ধারালো চাকু ব্যবহার করবে। কিন্তু একজন আহেলা অপছন্দের জায়গায় হাল্কা মিষ্টিমত কোন খাবার লাগিয়ে আরশোলার সামনে রাখবে। কিছুক্ষণের মধ্যেই আরশোলা সেটা খেয়ে সাফ করে দেবে, তখন আরশোলা ঝেড়ে ফেলে দিয়ে দলিলকে যেমন ছিল তেমনি রেখে দাও।

    লোকের মাথায় কত্ত বুদ্ধি।
  • a x | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:২৫ | 143.111.22.23
  • আম্রিকাবাসী ফেলো নেটিজেনস তোমরা কেউ vonage ব্যবহার করেছ?
  • aka | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:২৪ | 168.26.215.13
  • কুকুর তো দিব্যি খেতে। যে মাংস খেয়ে বোঝাই যায় না পাঁঠা না কুকুর সে মাংস নিশ্চয়ই খুব ভালো খেতে।
  • kd | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:২৩ | 59.93.241.173
  • পি, ক্রিসমাস ডিনারে টার্কি করতেই হবে কেন? আমেরিকায় তো অনেকেই হ্যাম রোস্ট করে (থ্যাঙ্কসগিভিংএ টার্কি খেয়ে বোর হয়ে বোধহয়) - ঐ মধু-টধু মাখানো - জাস্ট ডিলিসিয়াস।
  • tkn | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:২৩ | 122.162.42.205
  • নয়তো কি! এনি সন্দেহ!!
  • Bratin | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:২৩ | 117.194.97.37
  • তার মানে tkn কি দাবী জানাচ্ছে যে সে খুব রাশভারী? ঃ-))
  • tkn | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:২২ | 122.162.42.205
  • অক্ষ, থাংকু থাংকু
    দ, এসব কি কথা! আজকাল মোটেই ওসব হয় না। আর হলেও আমরা জানতে পারি না। তবে হয় কিনা শিওর নই বলে এবার থেকে শুধু মুরগীর ঠ্যাং খাবো অথবা ডানা, ডিসাইডেড
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:২০ | 117.195.41.69
  • ঐ অংশটুকু চেপে গেলাম। ঃ)
  • a x | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:১৯ | 143.111.22.23
  • এখন হয়না? গ্রান্টী?
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:১৭ | 117.195.41.69
  • সেই আমাদের ছোটবেলায় যখন রেশন, মিষ্টি ইত্যাদির ক®¾ট্রাল চালু ছিল তখন নাকি কলকাতায় বিয়েবাড়ীগুলোতে পাঁঠার সাথে কুকুরের মাংসও মিশিয়ে দেওয়া হত বলে শুনেছি।
  • a x | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:১৫ | 143.111.22.23
  • অ তেকোনা, এই সাইটখান আমি মাঝে মাঝেই দেখি - দেখ কোনো আইডিয়া পাও কিনা।

    http://www.apartmenttherapy.com/

    আমি দেখি বটে, কিন্তু আমার বাড়িতে অত্যাবশ্যক জিনিস আর খান কয়েক সিনেমার পোস্টার দেওয়াল ময়, ব্যাস্‌। বাকি ছবি দেখেই আনন্দ।
  • tkn | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:১৪ | 122.162.42.205
  • অক্ষ, টার্কির লেফটওভার থেকেই তো সেই জনপ্রিয় টার্কি স্যান্ডুইচ। সে খেয়ে খেয়ে অরুচি হলে স্যালাডে, তাতেও অরুচি হলে টার্কি গার্বেজ ঃ-)
  • tkn | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:১২ | 122.162.42.205
  • অ, "ভাল্লাগেনা" কিন্ত খাও ঃ-)
    আমি কখোনো কুকুর বেড়ালে অমন স্টাফিং আর গ্রেভি দিয়ে ট্রাই করি নাই এখোনো ঃ-)। তবে টার্কির স্টাফিং আমার দিব্য লাগে, গ্রেভিও।
  • Sayantan | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:১২ | 159.53.110.144
  • উড়ন্ত ফরফরে আর্শুলাদের ট্রান্সপারেন্ট জারে ওভারনাইট রেখে পরেরদিন বারান্দা থেকে উড়িয়ে দিয়ে দেখেছি দিব্যি চুপচাপ চলে যায়। আর এমুখো হয় না।
  • a x | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:১১ | 143.111.22.23
  • টার্কি জিনিসটা এমনিতে খারাপ না, কিন্তু ঐ অতবড় পক্ষী, লেফটওভ্যার থাকলেই প্রবলেম। একদিনের বেশি দুদিন খাওয়া যায়না।
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০৯ | 117.195.41.69
  • নারে পাল্লিন আমি জুতোপেটা করে অজস্র মেরেও কূলকিনারা করতে পারিনি। ৭৪টা অবধি গুনে তারপর হাল ছেড়ে দিলাম। শেষে এক পেস্ট ক®¾ট্রালে জিগালাম, বলল এসে বিষের জেল পেস্টের মত করে দিয়ে যাবে। ৬ মাস নিশ্চিন্ত। আর আমার ফ্ল্যাটের ওপরে নীচে সবাই যদি ঐ কলাম ধরে করিয়ে নেয় তো এক দেড় বছর নিশ্চিন্ত। তা ভাড়াবাড়ী -- অত আর কে খবর নেয়। তাই গেল দেখছি। ৫০০টাকা নিয়েছে আবার ৬ মাস গ্যারান্টীর রসিদও দিয়ে গেছে।
  • tkn | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০৬ | 122.162.42.205
  • আমি আরশোলাদের শুধু গম্ভীরভাবে বলি "বাইরে যাও, এখানে ওড়াউড়ি না" - দিব্যি কথা শোনে
  • P | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০৬ | 163.244.62.120
  • তেকেনা , আমি খাই , আমি সব খাই।
    গ্রেভি আর সসেজ স্টাফিং দেওয়া টার্কি মন্দ কিসের লা।

    ও তো পরের ব্যাটা যে টার্কি খায় না।
  • tkn | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০৫ | 122.162.42.205
  • এব্বাবা! পেরুভিয়ান ডাক বলে ইমেজ সার্চালাম, পোচ্চুর ডাক, কিন্তু সব প্লেটে সাজানো ঃ-((
  • san | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০৪ | 123.201.53.3
  • আরে আমি অনেক দিন আর্শোলাদের শুঁড় ধরে আলতো করে জানলা গলিয়ে ফেলে দিয়েছি। বাড়ি না মেরে। সিরিয়াসলি ঃ-)
  • P | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০৪ | 163.244.62.120
  • আহা চাগ্রীজীবনের সেই প্রথম কটি বছর। বসার ঘরে গদীর ওপর চেন্নাই এর টিনগর থেকে কিনে আনা গাদাগাদা সস্তাগন্ডার গুজরাতী কুশান , হাতে হাতে ওল্ড মাংক ,বালখিল্য সব খিল্লি আর অকারণ ফুরফুরানো হাসি !
  • san | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০৩ | 123.201.53.3
  • সুড়ঙ্গ পেলে কোথায়?
  • aka | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০৩ | 168.26.215.13
  • আরশোলা দেখিলে শূঁড় ধরিয়া আলতো করিয়া তুলিয়া বাহিরে ফেলিয়া দিবেন। বড় জোর একটু বকাবকি করিতে পারেন, মারা তো কখনোই নয়। ফুড চেনে উহাদের স্থান মুর্গি অপেক্ষা বেশি। টার্কি অপেক্ষাও বেশি ইহা নিশ্চয়ই আর নতুন করে বোঝাতে হবে না।
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০২ | 122.252.231.12
  • বোঝো! ওরে তাকিয়ে টাইমস্ট্যাম্পখানা দেখো। কোনদিন লগফাইল চেকাওনি নাকি!!
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০১ | 122.252.231.12
  • হেথা ঝাঁটার বাড়ি মেরে কাজ হয় না। দিব্যি দৌড়ে গর্তে ঢুকে যায়। এদিকে সেদিকে প্রচুর গর্ত আর সুড়ঙ্গ। যেন তোরা বোরা গুহা।
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০১ | 117.195.41.69
  • আরেকরকম দুর থেকে দেখেছি। শীতে আসে "পেরুভিয়ান ডাক' সে ভারী সুন্দর দেখতে।
  • tkn | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০১ | 122.162.42.205
  • P-র টার্কি না খাওয়ার কারণটা পুউউরো বুঝেছি। আমি এই জন্যেই কুকুর আর বেড়াল কখোনো খাইনি
  • P | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০০ | 163.244.62.120
  • অপ্পন কি আমারে খিল্লি কল্ল ?
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ২৩:০০ | 59.164.188.47
  • আমার IE8, ভার্সন 8.0.6001.18702। কোনো ফ্যাচাং নেই।
  • d | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫৯ | 117.195.41.69
  • এই পেরু আমি দেখেছি তো। হার্টফোর্ডের কাছাকাছি কোথায় যেন একটা কি বাগানে একটা ঘেরা জায়গায় ছিল। হাঁসের থেকে বড়, ঐ টার্কির মত বা আরেকটু বড়।
  • tkn | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫৯ | 122.162.42.205
  • দ হল আরশোলাদের পরশুরাম ঃ-)

    কেন? ডায়েট কল্লেও তো চিকেন খাওয়া যায়, যায় না??

    @ স্যান, তোষক বাইরের ঘর পেতে রাখলে নিজেকে কেমন কালোয়ার কালোয়ার লাগবে, তাই ওটা আগেই রুলড আউট ঃ-)))
    আমার বোন এক অসাধারণ বাজে সাজেশন দিয়েছে। কাঁঠাল কাঠের পিঁড়ি কিনে তাতে শান্তিনিকেতনী আলপনা এঁকে সাজিয়ে রাখলে নাকি মোস্ট ইউনিক অ্যান্ড এথনিক বসার অ্যারেঞ্জমেন্ট হবে ঃ-((
  • P | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫৮ | 163.244.62.120
  • দম , আমি একবার লুরুর ফেলাটে এইরূপ আর্শোলা নিধনকান্ডে মেতেছিলুম।

    তার আগে , কোন এক পেষ্ট ক®¾ট্রাল সার্ভিসে একটি ন্যাকা ফোন করে জিগিয়েছিলুম । কহাজার টাকা যেন বলেছিল। সে শুনেই সে রাতে ব্যাটা আর্শোলাদের ওপর অ্যাটাক করেছিলুম , একটা একটা ধরে ধরে ঝাঁটার বাড়ি !! হাতের সুখ !
  • I | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫৮ | 59.93.210.36
  • ভ্যাট ! পেরু নিচ্চয় কোনো গৃহপালিত পক্ষী।
  • Arpan | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫৭ | 122.252.231.12
  • আমাকে এইটা দিল।

    Webpage error details

    User Agent: Mozilla/4.0 (compatible; MSIE 8.0; Windows NT 5.1; Trident/4.0; .NET CLR 1.0.3705; .NET CLR 1.1.4322; .NET CLR 2.0.50727; Media Center PC 4.0; InfoPath.2; .NET CLR 3.0.04506.30; .NET CLR 3.0.4506.2152; .NET CLR 3.5.30729)
    Timestamp: Mon, 23 Nov 2009 17:26:49 UTC

    Message: Object doesn't support this property or method
    Line: 173
    Char: 328
    Code: 0
    URI: http://www.guruchandali.com/matamat/502ABF22596465E77DEBE74E079A2F0B.cache.html
  • san | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫৭ | 123.201.53.3
  • পেরু বোধ হয় হাড়গিলে।
  • aka | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫৭ | 168.26.215.13
  • বাজি রইল ডিডিদার রান্নায় পনীর ফেলে দিন সেও ভালো লাগবে। আরে ওটি ডিডিদার হাতের কেরামতি। ওতে চিকেনের কি আছে?
  • dipu | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫৬ | 59.164.188.47
  • এ অচেনা রোগ। কোডওয়ালারা বলতে পারবে।
  • I | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫৫ | 59.93.210.36
  • হ্যাঁ গা, পেরু কেমং পক্ষী? ঐ যে লীলা মজুমদার বলতেন-হাঁস-পেরু!
  • san | ২৩ নভেম্বর ২০০৯ ২২:৫৫ | 123.201.53.3
  • আজ্জোদা তো ডিডিদার রান্না খায় নি ! বেচারা !
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত