এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০৩ | 117.195.33.208
  • ও এইবারে বুঝেছি। ঐভয়েই তেকোনা বেশী ঘুমোয় না।
  • Tim | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০২ | 71.62.121.158
  • তিনবার ফিরিনা লিখলো, এদিকে নাকি ল্যাদ খায়। ফুঃ
  • tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০২ | 122.162.42.221
  • দ, তোমার অফিসের ঐ কলিগকে একদিন ফোন করে খুব উত্তেজিত করে দেখো তো হাত পা তুলতে তুলতে ছুঁড়তে ছুঁড়তে উড়ে যেতে পারেন কিনা।
  • a x | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০২ | 76.247.246.200
  • টিকেন, আপনার অসুখ আছে, ল্যাদ নাই। কেননা ল্যাদ অসুখ না। সিম্পুল।
  • d | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০১ | 117.195.33.208
  • আহারে রাঙার মুখে কমবয়সের কথা শুনে এত্ত আহ্লাদ হল যে কি বলব! আজকাল আর কেউ তো তেমন বলে না এইকথাটা।
  • Du | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০১ | 65.124.26.7
  • স্রেফ একটা জানালার পাশে খাট যেখানে শীতের নরম রোদ পড়ছে। হায়, সে গত জীবনের কথা মনে হয় ঃ(।
    ল্যাদ এখন আলাদা সময় পায় না আমার জীবনে। কিন্তু সমস্ত কাজের মাঝেই তার অস্তিত্ব অনুভব করি ঃ)
  • tkn | ২০ নভেম্বর ২০০৯ ২৩:০১ | 122.162.42.221
  • এরা কেউইইইইই ল্যাদ খেতে শেখেনি, একজনও ল্যাদখোর নয়। সে হলুম একমাত্র আমি যে গত একঘন্টা ধরে পড়েই চলেছি পড়েই চলেছি কিন্তু এক লাইনও লিখিনি
    তাছাড়াও আমার সপক্ষে আর একটা দলিল আছে। এক বিদেশি ডাক্তার আমায় দেখে বলেছিলেন আমার নাকি স্লিপ প্যারালিসিস নামে একটা অসুখ আছে। ভাবো, ঘুমিয়েও পাশ ফিরি না ফিরি না ফিরি না
  • Bratin | ২০ নভেম্বর ২০০৯ ২২:৫৯ | 117.194.96.230
  • ঠিক ঠিক ঃ-))
  • Arpan | ২০ নভেম্বর ২০০৯ ২২:৫৯ | 122.252.231.12
  • না না, গোপাল সব জায়গাতে গিয়েই ল্যাদ খায়। বা বলা ভাল ল্যাদ খাবার জন্য জায়গা খুঁজে নেয়।
  • d | ২০ নভেম্বর ২০০৯ ২২:৫৮ | 117.195.33.208
  • জেগে জেগে স্রেফ শুয়েই বা কতক্ষণ থাকা জায়? নিতন্তই খুব শরীরখারাপ না হলে? অবশ্য শুয়ে শুয়ে বই পাড়তে ভালই লাগে। তবে এখন বেশীক্ষণ বই ধরে রাখলে হাত ব্যথা করে।

    অফিসে আমি যেখানটায় বসি তার ঠিক সামনের খুপরিতে একজন সিপ্রোম্যা বসেন। তিনি ফোনে কথা বলতে বলতে একটু উত্তেজিত হলেই দাঁড়িয়ে পড়েন। আরও একটু উত্তেজনা বাড়লে ডান হাতটা তুলে ধরেন। এরপরে একে একে আসে আঙুলের বিভিন্ন মুদ্রা, ফোনের তারটা যতদূর যায়, ততদূর হেঁটে বেড়ান ইত্যাদি। ঃ))
  • a x | ২০ নভেম্বর ২০০৯ ২২:৫৮ | 76.247.246.200
  • উফ্‌ফ্‌ বুকার দল! ল্যাদ হল ট্রান্স লাইক স্টেট। সাধনার ব্যপার। এই যে তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, তুমি কি বুঝতে পারবে ঘন্টা চলে যাচ্ছে? পারবেনা। বাইরের আলো নিস্তেজ হয়ে আসবে, পাখিরা ক্যাঁচকেঁচি করে করে ক্লান্ত হয়ে থেমে যাবে, অন্ধকার হবে, বেশ কিছুক্ষণ বাদে, ঐ ট্রান্স-লাইক স্টেটেই উঠে আলো জ্বেলে আবার বসবে, কেন উঠলে, কেন আলো জ্বাললে আর কেনই বা বসলে তা নিয়ে অব্‌ভিয়াসলি ভাববেনা।
  • Tim | ২০ নভেম্বর ২০০৯ ২২:৫৬ | 71.62.121.158
  • এরে কয় বুজ্জোয়া ল্যাদখোর
  • Arpan | ২০ নভেম্বর ২০০৯ ২২:৫৫ | 122.252.231.12
  • আহা, হাইড পার্কে গরমকালে হাত পা ছড়িয়ে ল্যাদ খেতে কী আরাম, কী আরাম।
  • Tim | ২০ নভেম্বর ২০০৯ ২২:৫২ | 71.62.121.158
  • ঃ-))
  • Du | ২০ নভেম্বর ২০০৯ ২২:৫২ | 65.124.26.7
  • ঃ))
  • r | ২০ নভেম্বর ২০০৯ ২২:৫১ | 115.117.221.156
  • দু-র দিম্ম ব্যতিক্রম। নইলে স্যান বা দমুর এখন যা বয়স, মানে শৈশবে সবাই হাতে পায়ে একটু ছট্‌ফটে হয়। পরে সেরে যাবে।
  • r | ২০ নভেম্বর ২০০৯ ২২:৪৯ | 115.117.221.156
  • আমি ঘরে কক্ষনো বসি না বা দাঁড়াই না। বসার জন্য আপিস, আর দাঁড়াবার জন্য রাস্তা।
  • Du | ২০ নভেম্বর ২০০৯ ২২:৪৯ | 65.124.26.7
  • এই স্টেটটাকে আমরা 'কিতা করতাম, কিতা করতাম' স্টেট হিসেবে জেনে এসেছি। আমার দিম্মও এই প্রকৃতির ছিলেন।
    মানে দ আর স্যানের স্টেটটা।
  • Arpan | ২০ নভেম্বর ২০০৯ ২২:৪৯ | 122.252.231.12
  • অক্ষ হলেন ল্যাদ টোটালেটেরিয়ান।

    স্যান, ওর একটা সায়েন্টিফিক টার্মও আছে। স্টেডি স্টেট। ;-)
  • san | ২০ নভেম্বর ২০০৯ ২২:৪৯ | 123.201.53.3
  • আমি এককাতে ঘুমোতেও পারিনা। আর জেগে থাকলে তো মাঝেমাঝে না হেঁটেচলে বেড়ালে মনে হয় হাতপায়ে ক্যামন করছে। বাবারে। জং ধরে যাবে তো !
  • Tim | ২০ নভেম্বর ২০০৯ ২২:৪৯ | 71.62.121.158
  • কই না তো! এই তো ঘুমে্‌থ্‌ক উঠেও শুয়ে আছি প্রায় একঘন্টা হয়ে গ্যালো। আরো ঘন্টা কয়েক শুয়ে থাকতে ইচ্ছে করছে। ব্যাথা কই? ঃ-)
  • san | ২০ নভেম্বর ২০০৯ ২২:৪৮ | 123.201.53.3
  • একটানা কয়েকঘন্টা বসে থাকা তো খুব কষ্টকর ব্যাপার শারীরিকভাবে। বা না ঘুমিয়ে কঘন্টা শুয়ে থাকাও।

    আহা রে, এরা নিজেদেরকে এরকম টর্চার করে ল্যাদ খাবে বলে?
  • d | ২০ নভেম্বর ২০০৯ ২২:৪৮ | 117.195.33.208
  • না অমি এককাতে সারারাত ঘুমোতে পারি। কিন্তু একইভাবে বসে একঘন্টা থাকাও খুব কষ্টকর। একটু উঠে হাঁটাহাঁটি করে, এটাসেটা নাড়াচাড়া করে আবার বসা জেতে পারে।
  • Binary | ২০ নভেম্বর ২০০৯ ২২:৪৬ | 198.169.6.50
  • বেসিক মেটাবোলিক স্টেট-এ থাকতে হয় , শীত কালের ভল্লুকের মত, তারেই ল্যাদ কয়।
  • d | ২০ নভেম্বর ২০০৯ ২২:৪৬ | 117.195.33.208
  • তা না হোক, কিন্তু হাতেপায়ে অস্বস্তি হয় না? গাঁটে গাঁটে করকর করে না?
  • r | ২০ নভেম্বর ২০০৯ ২২:৪৫ | 115.117.221.156
  • ইন ফ্যাক্ট, ভেবে দেখলাম, শুধু জেগে কেন, ঘুমিয়েও লোকে একই অবস্থায় থাকবে। মরে গেলে আলাদা কথা। ঃ-?
  • r | ২০ নভেম্বর ২০০৯ ২২:৪৪ | 115.117.221.156
  • সে রকমই তো থাকার কথা। এমনি এমনি বাষ্পীভবন তো হয় না!
  • san | ২০ নভেম্বর ২০০৯ ২২:৪২ | 123.201.53.3
  • দমদির প্রশ্নটা আসলে আমারও প্রশ্ন।
  • d | ২০ নভেম্বর ২০০৯ ২২:৩৯ | 117.195.33.208
  • লোকে জেগে জেগে একঘন্টার বেশী একই অবস্থায় থাকে কী করে???
  • Du | ২০ নভেম্বর ২০০৯ ২২:৩৬ | 65.124.26.7
  • ঈশান যে আসলে তেমন ল্যাদখোর নয় সেটা আমি ঐ ইংরিজী তক্কের দিনই বুঝেছি। যে আসল ল্যাদখোর সে 'আমি ওয়ার্ল্ডের ওয়ার্স্ট প্রোকাস্টিনেটর' বললেই সবাই কথাটার মানে বুঝে যেত ঃ)
  • san | ২০ নভেম্বর ২০০৯ ২২:৩৪ | 123.201.53.3
  • জেগে জেগে একই স্টেট চালিয়ে যেতে লোকে বোর হয়ে যাবে তো !!
  • Binary | ২০ নভেম্বর ২০০৯ ২২:৩৩ | 198.169.6.50
  • দ্যাখো ভাই ল্যাদটা যার যার মনের ব্যাপার, সে গাচ তলায় বসি হোক , বা স্যানের বরের মত হাত-পা ছুঁড়েই হোক। এটাও ল্যাদ ওটাও ল্যাদ ...
  • Bratin | ২০ নভেম্বর ২০০৯ ২২:৩৩ | 117.194.96.230
  • এই রে defn নিয়ে সমস্যা দেখা দিয়েছে। আমার মতে ঐ এক ই স্টেট চালিয়ে যাওয়া টাই হল ল্যাদ
  • a x | ২০ নভেম্বর ২০০৯ ২২:৩২ | 76.247.246.200
  • অর্পণ ল্যাদ সমাজে ইনফি®Òট্রট করার চেষ্টা করছে, ল্যাদ কমরেডরা সাবধান, শত্রু চিনে নিন!
  • Arpan | ২০ নভেম্বর ২০০৯ ২২:৩১ | 122.252.231.12
  • বুঝবে না। ল্যাদের জন্য দৌড়নো। বইয়ের জন্য হাঁটা। এসব অন্য লেভেলের ব্যপার।
  • a x | ২০ নভেম্বর ২০০৯ ২২:২৮ | 76.247.246.200
  • এরা ল্যাদ রিভিশনিস্ট! সকালে উঠে দৌড়ানো কে ল্যাদ বলে! ল্যাদে ভেজাল মেশাচ্ছ? তায় আবার ল্যাদের প্রিন্সিপল ক¾ট্রাডিকশনকেই ক¾ট্রাডিকট করে? ল্যাদ খেতেও অনেকে লাগে? ল্যাদ তো একা একা খেতে হয়! কিস্‌সু জানেনা।
  • san | ২০ নভেম্বর ২০০৯ ২২:২৬ | 123.201.53.3
  • অ্যাঁ? সারাদিন বিছানায়? না না। উইকেন্ড এলেই আমার মনে হয় এদিক ওদিক ঘুরতে গেলে বেশ হয় ঃ-)

    আমার বর আরেককাঠি ওপরে। উইকেন্ডে সাতসকালে উঠে জিমে হাতপা ছুঁড়তে যায়। অক্ষদি তো তাকে দেখলে ভির্মি খাবে ঃ-))))))
  • Arpan | ২০ নভেম্বর ২০০৯ ২২:২৬ | 122.252.231.12
  • ধুর অক্ষরটা কোন উদাহরণই হল না। আমরা সকালে কোনমতে উঠে নাকেমুখে গুঁজে দৌড়তাম সাড়ে আটটার ভিড় বাস ধরব বলে। ক্যাম্পাসে পৌঁছে তবে নিশ্চিন্তি। সারাদিনের মত ল্যাদ খাওয়া যাবে। এক একদিন ডিপাটমেন্ট অব্দি ঢুকতাম না। গাছতলায় সারাদিন ল্যাদ খেয়ে রাজা-উজির মেরে সেইখান থেকেই আবার অ্যাবাউট টার্ন।
  • a x | ২০ নভেম্বর ২০০৯ ২২:২৪ | 76.247.246.200
  • আরে ঘুম থেকে উঠে খেয়ে আবার বিছানায় এটা কেউ দেখলনা নাকি? আর ল্যাদ মানে কি খালি ঘুম বা গড়ানো নাকি? ল্যাদ মানে একই স্টেট মেন্টেন করে চলা, মানে ঐ টেবিলে বসে আছ, উঠতেও ল্যাদ লাগছে, তাই ১০ ঘন্টা বসেই আছ। যখন শুচ্ছ, তখন বসতে ল্যাদ, তাই ১০ ঘন্টা শুয়েই আছ।
  • Binary | ২০ নভেম্বর ২০০৯ ২২:২৩ | 198.169.6.50
  • মানে, আলসের গুরুমা, টু বি প্রিসাইস ....
  • san | ২০ নভেম্বর ২০০৯ ২২:২২ | 123.201.53.3
  • একে আলসে বলে না। শুধু ঘুমের টাইমটা পাল্টে দেওয়া। সে তো আমিও উইকেন্ডে ভোর চাট্টেয় ঘুমিয়ে বেলা এগারোটায় উঠি। সেই তো সাত ঘন্টাই ঘুমোলাম, একে ল্যাদ বলছ তোমরা? অঃ, তাইলে আমার বোঝার ভুল।
  • Bratin | ২০ নভেম্বর ২০০৯ ২২:২২ | 117.194.96.230
  • ল্যাদ যারা খায় নি তাদের কে এর মাহাত্ম্য বোঝানো যাবে না ঃ-))
  • Binary | ২০ নভেম্বর ২০০৯ ২২:২০ | 198.169.6.50
  • আরে এটা ঠিক ল্যাদ হোলো নাতো, ঘুমের টাইমতা স্ক্রল কোরে দেওয় হল !!!
  • d | ২০ নভেম্বর ২০০৯ ২২:১৯ | 117.195.33.208
  • অক্ষ মারাত্মক আলসে। বীভৎস আলসে। আলসের গুরুঠাকুর যাকে বলে।
  • a x | ২০ নভেম্বর ২০০৯ ২২:১৬ | 76.247.246.200
  • বছর আড়াই আগে, শনিবার, দুটো নাগাদ বিছানা ছেড়ে উঠতাম, উঠে অত্যাবশ্যক কাজ কম্ম করে, মেনু দেখে কিছু খাবার দাবার অর্ডার করা হত, ততক্ষণে কফি। খাবার এলে খাও, খেয়ে আবার বিছানায়। একটু ল্যাপি, একটু বই, একটু টিভি। এই করে আটটা মত বাজলে আবার ওঠ, আবার একটু চা কফি খাও। এবার ল্যাপি নিয়ে টেবিলে বস। বসেই থাক, মোটামুটি ভোর চারটে মত, মাঝে একটু ঐ লেফটওভ্যার। আহা। সেসব দিন।
  • Arpan | ২০ নভেম্বর ২০০৯ ২২:১৫ | 122.252.231.12
  • ল্যাদ বিষয়ক সেরা গপ্পো।

    শিবপুর আর যাদবপুরের মধ্যে তক্কো লেগেছে ল্যাদ কোথায় আবিষ্কার হয়েছিল। অতঃপর ...

    শিবুঃ ল্যাদ শব্দটা শিবপুরেরই পেটেন্ট নেওয়া।

    যদুঃ হ্যাঁ, যখন তোরা পেটেন্টের জন্য দৌড়দৌড়ি করছিলি, তখন আমরা গাছতলায় বসে ল্যাদ খাচ্ছিলাম।
  • Bratin | ২০ নভেম্বর ২০০৯ ২২:১১ | 117.194.96.230
  • বিয়ার মদ্য নয়। আমি উহা কে মদ্য বলে মনে করি না
  • Arpan | ২০ নভেম্বর ২০০৯ ২২:১০ | 122.252.231.12
  • ধুর স্যানকে কী একটা লিখব ভাবলাম, তারপরে ভুলে গেলাম। এখন মনে পড়েছে, কিন্তু ল্যাদ খেয়ে লিখতে ইচ্ছে করছে না। ;-)
  • san | ২০ নভেম্বর ২০০৯ ২২:০৯ | 123.201.53.3
  • নাঃ মন দিয়ে কী হবে, মন থাকলেই মনখারাপ-মনভাল হাজার বায়নাক্কা। ও থাকার চেয়ে না থাকা ভাল।

    মদ্য না থাকলেও বিয়ার ছিল। কিন্তু এখন প্রায় নাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত