পাই, লোকের রাজনৈতিক চিন্তাভাবনাও বদলায়। সুমনের বদলালে তাতেও আপত্তি নেই। আমি তো উনি কেন তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন সেই প্রশ্ন একবারও করি নি। কিন্তু উনি যদি আমাকে বোঝাতে আসেন যে ইউপিএ সরকারকে সমর্থন মানে সব কিছুতে সমর্থন সেটা ঠিক বুইতে পারেন নি তাইলে মুশকিল।
nyara | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৪৯ | 209.131.62.113
মুশকিলটা হল সুমন গেল আঠারো বছরে এলোমেলো অনেক কাজ করে নিজের ক্রেডিবিলিটির দফারফা করে দিয়েছেন। ফলে এখন রাখাল ছেলের পালে বাঘ পড়েছে। ওনার জেনুইন কনসার্নকেও লোকে সহজে বিশ্বাস করতে পারছেন না।
Bratin | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৪৮ | 117.194.97.55
আমার মনে হয় পুরোটাই 'গিমিক'। ভদ্রলোক 'নাটুকে'। প্রচারের সার্চ-লাইট নিজের দিকে জোর করে টেনে আনার 'অপচেষ্টা'....
aka | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৪৮ | 168.26.215.13
পাই দিব্য গুলিয়েছে সুমন সম্বন্ধে এরকম কোন দাবী করেছি বলে তো মনে পড়ছে না।
গণতন্ত্র সম্বন্ধে এইটা আমার মত
It has been said that democracy is the worst form of government except all the others that have been tried
Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৪৭ | 71.62.121.158
পাই কি কনসিস্টেন্টলি করছো-গুলোকে করছি করছে? ঃ-))))
সুমন বড় হলে দিদি হতে পারে দিদি ছোটোবেলায় অনেকটা সুমনের মতই ছিল
pi | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৪৪ | 128.231.22.89
তাহলে তো কলেজে বামপন্থী রাজনীতি করা সব লোকজনের ই কোনোদিন ই গণতন্ত্রের প্রতি আর কোনো আস্থা রাখা উচিত ই না। ঃ) সেটা সবাই বলেনা। ইনক্লুডিং তুমি। আমি তুমি একদিকে তো এই দাবী ও করছি সংসদে গিয়ে দায়িত্বশীল ব্যবহার করুক। করছি না ?
Tim | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৪২ | 71.62.121.158
আর পাই ও ঈশানদা যখন সুমনের সবকিছুতেই সু-মন দেখতে পাচ্ছে তখন সেটাকে নিয়ে এট্টুও পোশ্নো করা যাবেনা। আজ্জোদা রাগ কল্লেই সেটা কনসিস্টেন্ট লেবেলিং। ঃ-) এই কথাটাই অনেকদিন ধরে বলছি। যে যা লেবেল লাগিয়ে বসে আছে সেটা অন্যের কথায় মুছবে না। সিইও হলে আলাদা কথা। ;-)
aka | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৪২ | 168.26.215.13
আরে না ইনকনসিস্টেন্সি নেই একটুও।
বুদ্ধি বেশি থাকায় উনি কনসিসটেন্টলি ইনকনসিস্টেন্ট ব্যভারকে সোন্দর ভাবে প্যাকেজ করিয়া থাকেন।
পাই, গণতন্ত্রের এই অসুবিধাগুলোর কথা এমনকি কলেজে বামপন্থী রাজনীতি করলেও জানা যায়। উনি এতদিনে জানলেন? বেটার লেট দ্যান নেভার। ঃ)
pi | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৩৭ | 128.231.22.89
এবার বরং বলি, ওনার এই কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট ব্যভার প্যাকেজ করার ব্যাপরটা নিয়ে তোমার স্টেটমেন্ট গুলো ই খুব ইনকন্সিস্টেন্ট ঃ)
যাই হোক, সংসদের ব্যাপারটা নিয়ে একটা প্রশ্ন রেখেছিলাম। সেটা নিয়ে কি মনে হয় বল্লেনাতো।
pi | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৩৫ | 128.231.22.89
name: aka Date :18 Nov 2009 -- 11:53 PM বুদ্ধি বিশেষ বেশি থাকায় সুন্দর প্যাকেজ করেন।
name: aka Date :18 Nov 2009 -- 11:58 PM "হ্যাঁ ইদানিং প্যাকেজটাও খুব ভালো হচ্ছে না।
name: aka Date :19 Nov 2009 -- 12:21 AM হ্যাঁ উনি কনসিসটেন্টলি ইনকসিসটেন্ট ব্যাভারকে সোন্দর ভাবে প্যাকেজ করে থাকেন। "
:)
aka | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৩২ | 168.26.215.13
হ্যাঁ এতবার এত কিছু ছেড়েছেন। শুধু জামাকাপড় ছাড়া। ঃ))
Ishan | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৩০ | 12.163.39.254
এবং আমি বিশ্বাস করি সুমন যেকোনোদিন রিজাইন করতে পারেন। পিছনে লাথি মেরে চললাম বলে (এই জন্যই লোকটাকে আমার পছন্দ)।
তখন আজকে যারা "কি হল মশাই অতই যখন অসুবিধে তো পদ ছাড়ছেন না কেন' বলছেন, তাঁরা বলবেন, ধুর ধুর দায়িত্বজ্ঞানহীন ইনকনসিস্টেন্ট বিহেভিয়ার। বা পাবলিসিটি স্টান্ট।ঃ)
pi | ১৯ নভেম্বর ২০০৯ ০০:২৬ | 128.231.22.89
তবে আজ্জোদা, এটা নাহয় মেনে নিলাম সংসদীয় রাজনীতিতে উনি দুধুভাতু। পোক্ত খিলাড়ী হলে এসব বলতেন টলতেন না, যা বলে কিছু হয় টয় না, বেশ কিছু গালাগাল খাওয়া ছাড়া ( যেটাও নাকি তোমাদের মতে পাবলিসিটি সিকিং এর ই আরেক ফর্ম)। কিন্তু,তুমি বলো। এটা কি আমাদের সংসদীয় রাজনীতির পরিকাঠামো নিয়ে একটা বড়সড় প্রশ্ন তুলে দ্যান না ? গণতন্ত্র নিয়ে এত হামবড়াই করি আমরা। গণভোট, রাইট টু রিকল এসব খামতির কথা নাহয় ছেড়েই দিলুম, একজন নির্বাচিত সাংসদের ও তাঁর নিজের অবস্থান জানানোর সুযোগ থাকেনা, পার্টি বা পার্টি শরিকের অবস্থানের সংসদে বিরোধিতা করার সুযোগ থাকে না। সবাইকে কি তাহলে নির্দলীয় ব বহিষ্কৃত সাংসদ হয়ে কাজ করতে হবে ?
Ishan | ১৯ নভেম্বর ২০০৯ ০০:২৫ | 12.163.39.254
সুমন তো ঠিক কথাই কয়েছেন। আমার প্রচন্ড আপত্তি ছিল এইগুলো না বলে সাংসদ হয়ে বসে আছেন বলে। এখন বলে দিয়েছেন। বিন্দাস।
আর কোনো এমপিকে তো এইটুকুও বলতে শুনলাম না লালগড় নিয়ে।
aka | ১৯ নভেম্বর ২০০৯ ০০:২১ | 168.26.215.13
হ্যাঁ উনি কনসিসটেন্টলি ইনকসিসটেন্ট ব্যাভারকে সোন্দর ভাবে প্যাকেজ করে থাকেন। ঃ))
আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব একটা পছন্দ করি না। অনেকদিন থেকে। তবে হ্যাঁ জৈবন কালে যাকে বলে 'এসি' ছিলাম।
Du | ১৯ নভেম্বর ২০০৯ ০০:২১ | 65.124.26.7
মানে পরমাত্মা।
Du | ১৯ নভেম্বর ২০০৯ ০০:২০ | 65.124.26.7
আরে কিষেণজীর অ্যাঙ্গলটা দিলেই তো ইনকনসিস্টেন্সির অভিযোগ থেকে বেরোনো যায়।
pi | ১৯ নভেম্বর ২০০৯ ০০:১৮ | 128.231.22.89
এই পিয়া সেই পিয়া ক্যাপিটালে মানে ? মান,এ ধাঁধা সলভ করার সময় নেই কিনা এখন , তাই আগেভাগেই জিগিয়ে নিলুম ঃ)
Du | ১৯ নভেম্বর ২০০৯ ০০:১৬ | 65.124.26.7
এইবারে অন্য প্রশ্ন। আমি কাল - 'ঘুংঘট কে পট খোল' শুনলাম। 'তোহে পিয়া মিলেগা' শুনেই প্রথমেই বুঝতে পারলাম -এই পিয়া সেই পিয়া ক্যাপিট্যালে । কেন? গানওয়ালী/লা-রা বল
pi | ১৯ নভেম্বর ২০০৯ ০০:১৫ | 128.231.22.89
নাঃ,আমার এতে রেগে যাবার কি আছে ! বরং আজ্জোদাই মনে হচ্ছে বেজায় রেগে আছে সুমনের উপর। সেই সুমন রাজনীতিতে নেমেছে থেকে যে রাগের শুরু ঃ)
নৈলে একবার বলছো অত্যন্ত ইনকনসিস্টেন্ট ব্যবহার। আবার বলছি অত্যন্ত কনসিস্টেন্টলি উনি প্যাকেজিং টাই করে চলেন। ঃ)
একবার বলছো সবটাই গিমিক, সবটাই সুন্দর প্যাকেজিং, আবার যেই বলছি, এ কেমন প্যাকেজিং যে লোকে খাচ্ছে না,এবং খাবেনা সেটাও জানা ই, তখন বলছো এইটা এখন ঠিকঠাক পারছেন না। অথচ ওনার নাকি ভারি বুদ্ধি। নিজেকে প্যাকেজ করার ব্যাপারে এবং সেটাই কেবল করে থাকেন ঃ)
তোমার কথাগুলান ই কি এক্ষেত্রে এট্টু ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে না ? ঃ)
তবে আমি নিশ্চিত , পদত্যাগ করলেও দায়িত্বজ্ঞানহীন ও দুধুভাতু বলে বলে আরো আরো রেগে যেতে ঃ) এই ট্যাগটা তুমি কনসিস্টেন্টলি ই লাগিয়ে চলবে, যা মনে হয় ঃ)
Du | ১৯ নভেম্বর ২০০৯ ০০:১১ | 65.124.26.7
যাই বলুন, টাইমিং ঠিক। যারা পরে (২০১১র) পরে বলবেন বলে বসে আছেন তাঁদের কপালে এইসব অতিথি সজ্জনটজ্জনও জুটবে না।
aka | ১৯ নভেম্বর ২০০৯ ০০:০৭ | 168.26.215.13
হতে পারে। কিন্তু ভদ্রলোকের এতই ইনকনসিসটেনট ব্যাভার কিসের জন্য কি করেন বোঝা দায়। মোটের ওপর হেজি ক্যারেকটার। একটা দলের এমপি হয়েছেন এসব একটু সহ্য করতেই হবে। উনি এটা করে দলের কাছে একটু বেশি অ্যাটেনশন চেয়েছেন। নইলে কিন্তু আবাপতে বিবৃতি দেব টাইপ। আমার ধারণা এসব করে কিসুই হবে না। সাংসদীয় রাজনীতিতে উনি নিতান্তই শিশু।
Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ০০:০৫ | 122.252.231.12
টিকেনজিও দেখি সমদর্শী। ঃ-)
Arpan | ১৯ নভেম্বর ২০০৯ ০০:০৪ | 122.252.231.12
হুম। সেইটা একটা সম্ভাবনা। অনেকগুলো সম্ভাবনার মধ্যে। ভবিষ্যৎ জানে এর উত্তর।
আপাতত ঘুমুতে গেলাম। ঃ-)
pi | ১৯ নভেম্বর ২০০৯ ০০:০২ | 128.231.22.89
অর্পন, এই ব্যাপারটা নিয়ে তো বাইয়ে থেকে জানার উপায় নেই। কিন্তু এটাও তো ভাবা যেতে পারে, উনি কিছু প্রশ্ন তুলেছেন দলের হয়ে কাজকম্মো করার নানান অসুবিধে সংক্রান্ত। এরপরেও দলে থেকে গেলেন মানে দলের উপরে একটা চাপ রইলো, ঐ ব্যাপারগুলো ঠিক করার জন্য। নয় কি ?
হ্যাঁ ইদানিং প্যাকেজটাও খুব ভালো হচ্ছে না। সীমিত প্রতিভা হলে যা হয়। সমস্ত তাস দেখানো হয়ে গিয়েছে। ঃ))
ও হ্যাঁ কলেজে বাংলা ডিপার্টমেন্টের কি একটা অনুষ্ঠানে দু ঘণ্টা ধরে বাংলা গান নিয়ে বক্তব্য রেখেছিলেন। সেটাও খুব ভালো হয়েছিল। খুবই ভালো বক্তা ছিলেন তখন।
tkn | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৫৮ | 122.161.63.132
গালাগাল সবচেয়ে লো ক্যালরী খাবার, এট্টু খেলে মন্দ হবে না। আফটার অল গালি খাওয়াও পাবলিসিটি পাওয়াই
pi | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৫৫ | 128.231.22.89
ধুর , সুন্দর প্যাকেজ আর হল কই ! গালাগাল ই তো খেয়ে মরছেন !!
Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৫৩ | 122.252.231.12
আজ্জো ঃ-))))
aka | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৫৩ | 168.26.215.13
সুমনবাবু কি বলেন না বলেন কোন ঠিক ঠিকানা নেই। উনি বিভিন্ন সময়ে নিজের স্টান্স ঠিক প্রমাণিত করতে বিভিন্নরকম কথা বলে থাকেন। বুদ্ধি বিশেষ বেশি থাকায় সুন্দর প্যাকেজ করেন। তবে হ্যাঁ, এতো প্রমাণ করার কোন বিষয় নয়। এতদিন ধরে ওনার কাজকম্মো, কথাবার্তা দেখে এই আমার ব্যক্তিগত ইম্প্রেশন।
গানটা উনি ভালই করেছিলেন দুটো অ্যালবামে। হ্যাঁ একটা ফাংশন দেখেছিলাম ব্যারাকপুরে, সেখানেও।
Arpan | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৫২ | 122.252.231.12
হ্যাঁ, কিন্তু তাই বলে আজকের আপোস কেন সেইটা জানা দরকার। ওনাকে কি তৃণমূল দল থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছেন যেইসব ইস্যুতে উনি সরব হয়েছে সেইগুলির ব্যপারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে? যদি তাই হয় তাহলে কিছু বলার নেই।
ওনার তো দেখি শাঁখের করাত দশা হয়েছে। লালগড় নিয়ে বল্লে ভাববো ইমেজ রাখতে বলছেন, না বল্লে আমরা ভাববো, ওনাকে কিনে নেওয়া হয়েছে, এবং আরো ভাববো , আমরা ঠিক ই ভেবেছি, দু বার ই ঃ)
Du | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৪৬ | 65.124.26.7
কে জানে কিষেণজী ওনাকেও টাইট দিয়েছেন কিনা কোনভাবে। তৃণদের তো জন্য সিগন্যাল তো দেওয়া হয়েছে কয়েকটা রিসেন্টলি।
aka | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৪৫ | 168.26.215.13
সুবিধাবাদী বলি নি তো। বলেছি একেবারে আমার মতন - দুধুভাতু হবার আগে বোঝেনি দুধুভাতু হয়েছে।
tkn | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৪৩ | 122.161.63.132
হ্যাঁ, এটা তো রিডিফেরই নেওয়া ইভিউ
Sayantan | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৪১ | 159.53.110.144
ইনস্যাস রাইফল, কার্ল গুস্তভ রকেট লঞ্চার ... এরপর কি? হাউইৎজার?
a x | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৩৯ | 143.111.22.23
ওটাই রিডিফের ই।ভিউ।
aka | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৩৮ | 168.26.215.13
একটুও না বললেই হবে। ধরা যাক ওনার সমস্যা লালগড় নিয়ে। ভিডিওটা আবার দেখো। উনি বলেছেন লালগড় নিয়ে চিদুর বডি ল্যাঙ্গোয়েজ ওনার ভালো লাগে নি। কিন্তু উনি কিছু বলতে পারেন নি। কারণ ওনার দল কংগ্রেসকে সাপোর্ট করে। কিন্তু উনি যে অমুক তমুক ইস্যুতে কংগ্রেসকে সাপোর্ট করেন না তার কি হবে? সে কথা মমোদিদি কে বলতে গিয়েছিলেন কিন্তু মমোদিদি ওনাকে সিরিয়াসলি নেন নি।
এই ভিডিওটা কার তোলা?
pi | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৩৭ | 128.231.22.89
শোনা কথা।বন্ধুবান্ধব সূত্রে। প্রকাশ্যে কিছু না বলা নিয়েও দল থেকে ভালো চাপ আছে ওনার উপর। সেটা কাটিয়ে এতটা বলেছেন,সে তো মন্দের ভালো। আর ঐ ইউটিউবের ভিডিও গুলো রিডিফে দেওয়া সাক্ষাতকার কি ? ল্যাব থেকে কিছু শুনতে পাইনা। বাড়ি থেকে তড়িঘড়ি শুনেছি।
মানে, এটা বলে নিজের জন্য তো মনে হয় সুবিধের থেকে অসুবিধে ই ডেকে আনলেন বেশি। তাই এই নিয়ে অন্তত ওনাকে সুবিধেবাদী বলা যায়না বলেই মনে হয়।
tkn | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৩৫ | 122.161.63.132
আহা, সেই জন্যেই তো রাম সীতাকে ঐসব আগুনে পরীক্ষা দাও হ্যানাতানা করে খোয়ালেন। তখন মিডিয়া ছিল না তাই ব্যাপারটা অত চাপের হয় নি। এখন দীপায়ন অনুযায়ী চলতে গিয়ে ব্যাঙ যদি গর্তে সেঁধোয় দিপু কি আমায় তারানন্দের হাতে তুলে দেবে না ভেবেছ!!!
aka | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৩৪ | 168.26.215.13
লালগড়টা ওনার পুরোনো ইমেজের সাথে খাপ খায়। দেখো ভাই আমি এখনো সেই পুরোনো সুমন।
pi | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৩৪ | 128.231.22.89
এবং মিডিয়াও এটাকে একবার সাধিলেই খাইবো কেস করে খাইয়েছে ভালো করে। আজ্জোদা, আমিও তো বলতে পারি। ওনার মূল সমস্যাটা লালগড় নিয়ে। মিডিয়া সেটাকে প্যাকেজ করেছে দুধুভাতু করে। আর সেটাই আমরা খাচ্ছি ও ঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন