এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ১২ নভেম্বর ২০০৯ ০৮:১৩ | 59.164.191.93
  • ও হ্যাঁ, ইস্কুলে ফিজিক্স পড়াতেন গোলগোবিন্দ সামথিং। এনার লেখা পাঠ্যবইও আছে।
  • d | ১২ নভেম্বর ২০০৯ ০৮:০৯ | 117.195.34.228
  • ইপ্পিদের ইশকুলের সকলেই বুঝি হাঁউমাউ করে? আহারে শিক্ষক শিক্ষিকাদের জন্য মায়া লাগছে।

    আমার দাদু মায়ের নামের সাথে একপিস "দেবী' জুড়ে দিয়েছিলেন। মা চাকরী করতে শুরু করে দেবীত্ব বর্জন করে মানবী হয়ে যায়। রিটায়ারমেন্টের পরে সেজন্য দেড় বছর ঘোরাঘুরি করে প্রমাণ করতে হয়েছিল যে সেই দেবীইই মা।
  • dipu | ১২ নভেম্বর ২০০৯ ০৮:০৮ | 59.164.191.93
  • তাইলেই ভাবো! আমার এক বন্ধুর বাপের নাম গুয়েরাম দত্ত।
  • pi | ১২ নভেম্বর ২০০৯ ০৭:৫৯ | 128.231.22.89
  • তাও পুরো হল না। পাচুগোপাল রায়। জয়গোবিন্দ গোস্বামীর মতন ইনিও কৃষ্ণনাম বর্জন করেছেন।
    তবে ইন্টারেস্টিং হল , এনার কন্যার ব্যবহার। সে বরাবর লিখে এসেছে বাবার নাম পি জি রয়। তা সেবার ক্লাশ ফাইভে আমাদের খেয়ালখুশির খাতায় দিদিমণি বলেচেন নিজের ও বাপের নাম ধাম কে কত কায়দা কারুকাজ করে লিখে আনতে পারো , আনো দেখি। বড় বড় করে , গোটা গোটা করে , অনেক লতাপাতা এঁকে সেসব লিখে দিদিমণিকে দেখালাম আমরা। দিদিমণি আবার প্রত্যেকের লেখাই তুলে তুলে ক্লাশের সবাই কে দেখালেন। হঠাৎ একটি খাতায় পি জি রায় দেখে ক্লাশের ই কোন একজন জিগিয়েছে নাকি দিদিমণি , মনে নাই, পুরো নাম কি ? সে মেয়ে তো স্পিকটি নট। তারপর চাপাচাপিতে বলে বলবো না। তারপর আরো চাপাচাপিতে সে কী কান্না , কী কান্না! সাথে আবার রীতিমতন হাত পা ছুঁড়ে সঙ্গত, মাইরি বলছি, নইলে এদ্দিন মোটে মনে থাকতো না। আর সেই হাঁউ মাঁউ এর মাঝে ভাল করে কান পাতলে যে দু তিনটে করে অর্থপূর্ণ শব্দ উদ্ধার হয়, তাদেরকে জোড়াটোড়া দিলে এই রকম কিছু দাঁড়ায়। 'আমি কিছুতেই লিখবোনা আমার বাবার নাম পাচুগোপাল রায়' ।

    সত্যি এসব নাম যে কোন শত্রুতে রাখে আর লোকজন যে কেন তা বদলিয়েও ন্যায় না। ডাক নাম নিয়ে তো বাপ মায়ে যা পারে করে রাখে , কোনোরকম ইয়ে নেই। এই আমার নিজের ই শৈশবে কত চোখের জলের ফোঁটা যে এই খাতে ঝরেচে, সে হিসেব আর কে রেখেছে। এখনো থেকে থেকে মনটা খারাপ হয়ে যায়, নামটা মনে হলে।
    তাও ডাকনাম, ঠিক আছে। অত কিছু না। আজেবাজে ভাল নাম দেবার সময় তো দু'বার ভাববে ! হস্টেলে রুম নং টু এর স্বাতীদি প্রেম করতো বলরামদার সাথে।
    প্রেমিকের নাম বলরাম , ভাবতেই কেমন কেমন একটা লাগতো। উফ্‌ফ, নিজের প্রেমটা হবার পর একটা মস্ত স্বস্তির নিশ্বাস ফেলেছিলুম। ওকে বলেছিলাম ও।
    কি ভাগ্যিস, তোমার নাম বলরাম না।
  • Ishan | ১২ নভেম্বর ২০০৯ ০৭:১৫ | 173.26.17.106
  • পাঁচু নয় পাচু রায়। ঃ)

    আর ভাটে না লিখে টইতে ল্যাখোনা কেন?
  • h | ১২ নভেম্বর ২০০৯ ০৬:৫৮ | 61.95.144.10
  • ত্রিদিব সেনগুপ্তের লেখাটা সলিড বাজে লাগলো। এরকম একটা লেখা ছাপিয়ে গুরুচন্ডালি কি নতুন বক্তব্য রাখলো বোঝা গেল না।

    যা বোঝা গেল, ১। আদিবাসী চা-বাগানের শ্রমিকেরা, জাতির ভিত্তিতে নতুন ইউনিয়ন না গড়ে তুললে মুক্তি নাই।
    ২। বাচ্চা মেয়ের গলায়, আমার বাবা সিপিএম করে না, এই আত্মরক্ষার পোস্টার দেখে, জনৈওক পরিচিতের ধারণা হয়েছে, সিপিএমের অত্যাচারের প্রতিবাদ হচ্ছে এবং লেখক সেই ভিউ টাকে এনডোর্স করছেন। ৩। মিলিটান্ট শ্রমিক আন্দোলনের 'হাল্কা' মারধোর, বিশেষতঃ আদিবাসী শ্রমিকদের, দুষ্টু ইউনিয়নের কাছে যত্ন না পাওয়া শ্রমিকদের মিলিটান্সী খুব ভালো, আর ইউনিয়নে থাকলে সেটা অবশ্য আরেকটু বড় খবর হত, কে না জানে, ইউনিয়ন শিল্প চায় না।৪।তৃণমূল কী ভাবে মারতে ভাবে সেটাই সিপিএমী রাজনীতি। ধরে নিচ্ছি, এর মানেটা মূলতঃ এই, সিপিএম কী ভাবে মারতে হবে, সেটাও সিপিএমী রাজনীতি ঃ-)
    ওদিকে বন্দুক টন্দুক যা সব পাওয়া যাচ্ছে সব ই সিপিএমী।

    এরকম আদ্যপান্ত বোগাস লেখা র একটা সুবিধে হল, এই যে আমি রিয়াক্ট করলাম, এতে লেখাটা গুরুঙ্কÄ পেল, এর পরে লেখাটা বাজে কেউ বলবে না, আমার প্রতিক্রিয়াটা বাজে এটা সবাই বলবে, বলে ঠিক হবে সিপিএমী রাজনীতির দ্বিতীয় আরেকটা বাজে দিক হল, কথায় কথায় অপূর্ব সব গুরুতে নতুন লেখক দের লেখা কে বাজে লেখা বলা, এর উপরে প্রথম সিপিএমী বাজে দিক প্রয়োগ আবশ্যক ঃ-) এরকম ভাবেই, ধরা যেতে পারে, একদিন না একদিন গুরুচন্ডালি আবাপ বা আঁতেল কিসু হয়ে উঠতে পারবে। র‌্যাংক বাজে লেখা ছেপে। যার মূল সুর সমবেদনার, আর যুক্তিভাষ্য কিসু নাইঃ-) কোন নতুন অবসারভেশন-ও নাই। যার মূল আলোচনা হবে একেকটি বাজে লেখার প্রতিক্রিয়া। কে না জানে দেশের চিঠি দেশের লেখার থেকে বেটার। জয় পাঁচু রায় মডেল ইত্যাদি।

    ইউনিয়ন খারাপ, আদিবাসী ভালো, উত্তরবঙ্গে মানুষ অস্ত্র হাতে তুলে নিয়ে অতি সঙ্কÄর সিপিএমী রাজনীতি করে, সিপিএম কে মেরে ফেলুন, তিনোমূলের স্থানীয় কেউ কেউ খারাপ কিন্তু কী করবো, ওঁরাই পপুলার। মোটামুটি এইটা রাজনৈতিক লাইন। এই লেখার। হাউ অরিজিনাল।
  • aranya | ১২ নভেম্বর ২০০৯ ০৬:৪৩ | 98.221.52.119
  • কাব্লি-দার প্রসেস-টা ঘ্যামা, আমিও প্রয়োগ করব। পিঠের ব্যথা কমবে কিনা জানি না, তবে হ্যাং-ওভার জনিত মাথা ব্যথা হবেই, গ্যারান্টিড ঃ)
  • Ishan | ১২ নভেম্বর ২০০৯ ০২:২১ | 12.163.39.254
  • কারো কাছে পুরোনো পাতাটা খোলা থাকলে জাস্ট কপি করে আমাকে পাঠিয়ে দেবে?
  • kd | ১২ নভেম্বর ২০০৯ ০২:২১ | 59.93.195.166
  • ম শোনো, একটা সাদা রামের পাঁইট বোতল কেনো। রামটা ঢালো তিনটে গেলাসে। এরপর ইলেক-কেটলি'তে জল ভরে ফোটাও। এবার ঐ জল খালি রামের বোতলে ঢালো - বোতলটা একটা মোটা ফেসক্লথ দিয়ে মুড়ে নাও। বাকী জল একটা বাটিতে ঢালো - প্রথম রামের গেলাস ঐ জলে রাখো। এবার এক হাতে কাপড়ে মোড়া বোতল ছোঁয়াও ব্যথার জায়গায় আর অন্য হাতে রাম তোলো ঠোঁটে। এই করে বাকী দুটো গেলাস শেষ করো। বোতলটি কিন্তু জায়গাচ্যুত কোরো না।

    গ্যারান্টিড, এরপর কোনো ব্যথা থাকবেনা - মানে ব্যথা যে কখনও ছিলো তাই মনে পড়বে না।

    তবে ঘোর কেটে যাওয়ার পর কেমন থাকবে, তার গ্যারান্টি দিতে পারবো না। তবে প্রসেসটা রিপিট করতেই পারো।
    ঃ)
  • Tim | ১২ নভেম্বর ২০০৯ ০১:৫৭ | 198.82.19.123
  • ইয়েস স্যার। বেশ কটা। ঃ)
  • a x | ১২ নভেম্বর ২০০৯ ০১:৫০ | 143.111.22.23
  • পেইনকিলার খেলে ক্যাপসুল খেও। কিছু ভারী জিনিস তুলতে গেছিলে নাকি?
  • Ishan | ১২ নভেম্বর ২০০৯ ০১:৩৪ | 12.163.39.254
  • উড়েছে কি? আমি খেয়াল করিনি বাউন্স করার আগে। ঃ(
  • Ishan | ১২ নভেম্বর ২০০৯ ০১:৩১ | 12.163.39.254
  • কটা পোস্ট মনে হয় উড়িয়ে দিলাম। ঃ(
  • r | ১২ নভেম্বর ২০০৯ ০০:০৫ | 219.64.78.32
  • ব্যায়াম ও মাসাজ- একদম কোরো না।
  • tkn | ১২ নভেম্বর ২০০৯ ০০:০২ | 122.173.184.175
  • ফার্মেসিতে ওভার দ্যা কাউন্টার পেন কিলার স্প্রে পাওয়া যাবে। ওটা স্প্রে করে মাইক্রোওয়েভেবল হট ব্যাগ কোমরে দিয়ে চেয়ারে বসলে আরাম হবে মনে হয়। আর ঐ শক্ত মেঝেতে শোয়াটাও.... তবে দিন তিন চারেকের মধ্যে না কমলে বোধহয় ওয়েব এম ডি পড়ে একটু ভয় পেয়ে ডাক্তার দেখিয়ে নেওয়া ভালো
  • pi | ১১ নভেম্বর ২০০৯ ২৩:৫৭ | 72.83.213.179
  • ম দি, আজ মুভ বা ভোলিনি জাতীয় কিছু কিনে লাগিয়ে নাও না। আরাম পাবে, অ্যাট লিস্ট।
    সেঁক দিলে ভালো লাগছে না ?
    আর মা বলছিলো, জাস্ট ফ্ল্যাট জায়গায়, কার্পেটের উপর মাদুর টাদুর পেতে আধ ঘন্টা করে শুয়ে থাকো ক'দিন।
    আসন টাসন করলে, ঠিকঠাক না করলে, আমারো মনে হয় হিতে বিপরীত হতে পারে।
  • m | ১১ নভেম্বর ২০০৯ ২৩:৫৪ | 173.26.17.106
  • মনে খুব আশা এমনিতেই কোনো জাদুমন্ত্রবলে কমতে কমতে সেরে যাবেঃ)
  • r | ১১ নভেম্বর ২০০৯ ২৩:৫১ | 219.64.78.32
  • ডাক্তার দেখাও।
  • m | ১১ নভেম্বর ২০০৯ ২৩:৪৭ | 173.26.17.106
  • না কমে নি- চেয়ারে পিঠ সোজা করে বসে আছিঃ(
  • r | ১১ নভেম্বর ২০০৯ ২৩:৪৫ | 219.64.78.32
  • ব্যথা কমল?
  • m | ১১ নভেম্বর ২০০৯ ২৩:৪৪ | 173.26.17.106
  • চিন্তার কথা হলো সব পাইলট ই শিকাগো আসার পথে মদ খায়ঃ(((
  • m | ১১ নভেম্বর ২০০৯ ২৩:৩৯ | 173.26.17.106
  • এরপর থেকে প্লেন ওড়ার আগে ককপিটে গিয়ে পাইলটের মুখের কাছাকাছি ঘুরে , চোখের দিকে তাকিয়ে, ধিনিকেষ্টর মত লাগছে কিনা সব মন পরীক্ষা করে নিতে হবে- গতকাল এক বুড়ো ধাড়ি পাইলট (ইউনাইটেডের)হিথরো থেকে শিকাগো উড়ে আসার আগে ঢুকুঢুকু করে প্লেন চালাতে উঠে বসার আগে ভাগ্যক্রমে ধরা পড়েছেনঃ(
  • rokeyaa | ১১ নভেম্বর ২০০৯ ২৩:৩৮ | 203.110.243.22
  • খাকি জামা আর হেলমেট পরে কেউ করেনি? সবাই কি ক্যাজুয়ালে ছিলো? আজ তো শুক্কুরবার না!
  • d | ১১ নভেম্বর ২০০৯ ২৩:১৮ | 117.195.37.75
  • কোন পাইলট? রাজেশ? না কিংফিশারের ওরা?
    কোথায় লাঠিচার্জ করেছে?
    কেন লাঠিচার্জ করেছে?
  • tkn | ১১ নভেম্বর ২০০৯ ২৩:১৩ | 122.173.184.175
  • কালো গেঞ্জী আর মাথায় হেলমেট পরেও কিছু পুলিশ লাঠিচার্জ করেছে। দিদি তাদের নাম দিয়েছেন গেঞ্জীপুলিশ
  • m | ১১ নভেম্বর ২০০৯ ২২:৫৪ | 173.26.17.106
  • কি সব পাইলট বাপ্পো বাপ্পো!!
  • d | ১১ নভেম্বর ২০০৯ ২২:৩৩ | 117.195.37.75
  • দীপুবাবু,
    কালও যদি ব্যাঙটা আসে, তাহলে তুলে একটা চুমু খেয়ে দেখতে পারেন। রাজকন্যা হলে তক্ষুণি প্রকাশিত হবে।
  • Arpan | ১১ নভেম্বর ২০০৯ ২১:৫৫ | 122.252.231.12
  • পিডিএফ সেভ করা যাচ্ছে।
  • rokeyaa | ১১ নভেম্বর ২০০৯ ২১:৫০ | 203.110.243.21
  • কেউ কি সায়েন্সডিরেক্ট ব্যবহার করো/করেন? পেপারটা পিডিয়েফ জানলাতে খুল্লে জমা করা যাচ্ছে? টুকে রাখা যাচ্ছে? কোনো পেপারেই সেভ বাটন টা কাজ করছে না আমার ঃ(
  • Arpan | ১১ নভেম্বর ২০০৯ ২১:৩৫ | 122.252.231.12
  • ঝাড়গ্রামে পুলিশ আদিবাসী কেলাকেলি হয়েছে। সেখানে লাল টিশার্ট আর জিন্স পরে কিছু পুলিশ ঘুরে বেড়িয়েছে। মাথায় হেলমেট। পায়ে অবশ্য এবার হাওয়াই চটি ছিল না।
  • Sudipta | ১১ নভেম্বর ২০০৯ ২১:১৫ | 122.169.162.184
  • ফ্যাঁ বেশী ফ্যাঁ ফোঁ করে নি শুনলাম, সাইড হয়ে গেছে
  • quark | ১১ নভেম্বর ২০০৯ ১৯:০৩ | 158.144.55.47
  • নাকি নয়, সত্যি! স অ অ অ অ অ ব ছুটি!
  • tkn | ১১ নভেম্বর ২০০৯ ১৮:৩৫ | 122.173.184.175
  • ঃ-((
  • Samik | ১১ নভেম্বর ২০০৯ ১৮:২৯ | 219.64.11.35
  • বাপ্পো! কী বাংলা! তিনবার পড়ে বুঝলাম। সাধে কি আবাপ-তে গপ্পো ছাপে?
  • tkn | ১১ নভেম্বর ২০০৯ ১৮:১১ | 122.173.184.175
  • টিকিট কি "চেনা মুখ" দুয়ার দিয়ে কনফার্ম করার চেষ্টা করতে আপত্তি আছে? নইলে .........
  • Arpan | ১১ নভেম্বর ২০০৯ ১৮:১০ | 216.52.215.232
  • এখানেও প্রায় ছুটি ছুটি ভাব। আজ ভেটেরান্স ডে'র জন্য ক্লায়েন্টের দোকান বন্ধ।
  • Samik | ১১ নভেম্বর ২০০৯ ১৮:০১ | 219.64.11.35
  • বম্বেতে নাকি অ্যালার্ট জারি হয়েছে! স্কুল কলেজ আপিস সব ছুটি দিয়ে দিয়েছে।
  • Arijit | ১১ নভেম্বর ২০০৯ ১৭:৪৪ | 61.95.144.122
  • পশ্চিম উপকূলে সাইক্লোন আসছে, নাম "ফ্যাঁ' (phyan)
  • shrabani | ১১ নভেম্বর ২০০৯ ১৬:৫০ | 124.30.233.102
  • অফিসে কাজ, কাজের ফাঁকে ক্লুলেস আর বাড়িতে শুধুই রান্না (ফাঁক নেই), মনে হচ্ছে কতকাল ভাট / টই দেখিনি!
  • Arijit | ১১ নভেম্বর ২০০৯ ১৬:২৮ | 61.95.144.122
  • র যদি একবার আবেগ দিয়ে "মাআআআ মাআআআআআ, মাআআআআআটিইইইইইইই, মাআআআআআআনুউউউউউউষ' বলে হাঁক দেয় *দিদি* পুরো ঝটাকসে কনফার্ম করে দেবেন;-)
  • Arijit | ১১ নভেম্বর ২০০৯ ১৬:২৬ | 61.95.144.122
  • অবিশ্যি আমাকে সিডি বানাতেই হবে - গাড়িতে চালাবো তো।
  • Arijit | ১১ নভেম্বর ২০০৯ ১৬:২৬ | 61.95.144.122
  • পুরনো হিন্দি সিনেমার গানগুলো চাই। ক্যাসেটগুলোতে মনে হয় খান পনেরো করে টোটাল ষাট সত্তরটা গান ছিলো।
  • Samik | ১১ নভেম্বর ২০০৯ ১৬:২৪ | 219.64.11.35
  • র, কনফার্ম হয়ে যাবে।

    অরিজিৎ, কোন কোন গান চাই হেমন্তকুমারের, জানিও।
  • r | ১১ নভেম্বর ২০০৯ ১৬:১২ | 198.96.180.245
  • উফ্‌! শুদু পোস্নো। কোনো উত্তর নেই।
  • dipu | ১১ নভেম্বর ২০০৯ ১৬:০৯ | 207.179.11.216
  • বউও নেই, আপিসের কাছাকাছি সিনিমা হলও নেই। সুদু সোসন।
  • Arijit | ১১ নভেম্বর ২০০৯ ১৬:০৯ | 61.95.144.122
  • তেনাদের আপিসে কাজ নাই - আগামী বছরখানেকের জন্যে। কিন্তু সাড়ে নয় ঘন্টা থাকতে হবে - আপিসে ঢোকা আর বেরনোর সময়ের হিসেবে। এর মাঝে তুমি কি কচ্চ আপাততঃ ইরেলেভান্ট;-)

    আর আমার এই ফ্লোরে এখন শুধু আমিই। সব তো টেকনো-তে।
  • Bhuto | ১১ নভেম্বর ২০০৯ ১৬:০৬ | 203.91.193.7
  • দুজনেই আপিস কাট? ইকি রে?
  • Bhuto | ১১ নভেম্বর ২০০৯ ১৬:০৩ | 203.91.193.7
  • ইয়ার্কি পায়া হ্যায়, একি অঙ্ক নাকি? যে অমুক তারিখে কাটা, অমুক দিনের টিকিটে, এত WL থাকলে কতদিনে তা কনফার্ম হবে। ক্রিসমাসের সময় বলে কথা, কে জানে, হয়ে গেলেও যেতে পারে, না হলে একস্ট্রা বগি দেবে ঃ)
  • san | ১১ নভেম্বর ২০০৯ ১৫:৫৯ | 123.201.53.4
  • ক্রিসমাসে বেড়াতেও যাচ্ছ ! কোথায় ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত