ব্ল্যাঙ্কির লিঙ্কে পিসি জোশির একটা লেখাই আছে। EPW এখানে থেকে সাবস্ক্রাইব করা যাচ্ছে না। যদি নামিয়ে দাও........
Bhuto | ০৬ নভেম্বর ২০০৯ ১১:১২ | 203.91.193.7
হে হে , কে জানে, তবে আরেকটা ছেলেকেও এমন বলেছিল। এখানে এলে স্যলারি কাট করে ক্যান ? মানে কারণ কি?
Arijit | ০৬ নভেম্বর ২০০৯ ১১:০৯ | 61.95.144.122
এক্ষুনি নেই, তবে আমার ইপিডাব্লু সাবস্ক্রিপশন আছে - চাইলে নামাতে পারি। ব্ল্যাংকি একবার ইস্নিপসে তুলেছিলো না?
san | ০৬ নভেম্বর ২০০৯ ১১:০৬ | 121.50.4.240
কোলকাতার এইচার পাবলিকেরা এইরম হাড়হারামি কেন হয়? আমি বলছি আমি স্যালারি কাট করে আসতে রাজি আছে ব্যাটাচ্ছেলে বলে কী হ্যাঁ সে তো আসবে কিন্তু এসেই হুড়মুড়িয়ে বেটার জব খুঁজে চলে যাবে, তোমায় জব অফার করে আমাদের কী লাভ !!!
&[@!#$$%[(&[#@@
ফের আমায় লুরুতে জয়েন করতে হবে। এবারেও কোলকাতা যাওয়া হল নি ঃ-((((
kc | ০৬ নভেম্বর ২০০৯ ১০:৫৬ | 89.203.49.18
অরিজিৎ, EPW তে প্রকাশ হওয়া পিসি জোশির লেখাগুলোর নরম প্রতিলিপি আছে কি তোমার কাছে?
Arijit | ০৬ নভেম্বর ২০০৯ ১০:১০ | 61.95.144.122
কাল অনেকদিন পর ঝিঁঝিঁ দেখছিলুম। পোচুর বেটিং হয়েছে নিগ্ঘাত কাল...
Abhyu | ০৬ নভেম্বর ২০০৯ ০৯:৩৪ | 97.81.85.99
এথেন্সেই বা কম কি, অ্যাঁ? মানে যদি কিছু হত?
university police and accpd are currently searching for an armed and dangerous suspect at the rear of the uga golf course and whitehall rd area, riverbend rd. suspect is a black man wearing a camouflage jacket and blue jeans. everyone please stay away from this area. if you have contact with anyone meeting this description please call 911 immediately.
হ্যাঃ, যা কইস। ওদিকে আমাদের কল্যাণীর একটা বাচ্চা, সাগ্রাম মান্ডি, মোবা-র ডিফেন্সে বেশ ভালই খেলছে , দেখি কয়দিন টেঁকে। বুদ্ধ পার্কের ছেলে, আবাপ দেখি চক্রান্ত করে বুদ্ধু পার্ক লিখেছে, অভ্যু খেয়াল করেছ?
stoic | ০৬ নভেম্বর ২০০৯ ০০:৪৬ | 160.103.2.224
শচীন যদি ম্যাচ টা জেতাতে পাত্ত, তাইলে এই চরম শোষণের মাঝেও এট্টু আনন্দ হত। আঃ কঃ বাঃ।
kc | ০৬ নভেম্বর ২০০৯ ০০:৪৬ | 89.203.49.18
অপ্পনের কথার তেব্ব পিতিবাদ।
Arpan | ০৬ নভেম্বর ২০০৯ ০০:৪১ | 122.252.231.12
নাক লম্বা হলে কেটে পরের যাত্রাভঙ্গ করার জন্য সুড়সুড় করবেই।
aranya | ০৬ নভেম্বর ২০০৯ ০০:৩৯ | 98.221.52.119
বাইচুং-রে এইবার ছাইড়া দিলে হয় না ? ঘটিগুলানের (মানে টুটুর) কি অইন্য কাম নাই?
Arpan | ০৬ নভেম্বর ২০০৯ ০০:৩৫ | 122.252.231.12
হ্যা, সারাদিন খুলছিল কিন্তু। এখন দেখছি আবার আইই ট্যাব লাগছে।
Bablee | ০৬ নভেম্বর ২০০৯ ০০:৩৪ | 85.5.94.142
ফাফ তে আবাপ খুলছে না তো । IE tab লাগছে ।
Arpan | ০৬ নভেম্বর ২০০৯ ০০:১৩ | 122.252.231.12
আর অঞ্জন মিত্র ফিফায় বাইচুংয়ের বিরুদ্ধে ২৫৫ পাতার অভিযোগপত্র জমা দিয়েছেন। কোন ভাষায় জানি না অবশ্য। ;-)
Arpan | ০৬ নভেম্বর ২০০৯ ০০:০৫ | 122.252.231.12
ও আরেকটা আপডেট দেবার ছিল। আজকের আবাপ ফাফ 3.5.4 ভার্সনে ঠিকঠাক খুলছেন। ক্র্যাশ-ট্যাশ করছে না। আইই ট্যাবও লাগছে না।
pi | ০৬ নভেম্বর ২০০৯ ০০:০২ | 128.231.22.89
হুঁ হুঁ , সব আসে ঃ) এই গুরুতে অ্যাড দিয়ে আর কার কি লাভ হয়েছে জানা নেই। আমার হয়েছে। ঐ অ্যাড থেকেই লিংক টা পেলুম, যেখান থেকে অনলাইন সাবস্ক্রিপশন নেওয়া যায়। বাবা-মা এখেনে আসা নিয়ে দুইখান আবদার ছিল। ইন্ডিয়ার সব কটা ম্যাচ আর দাদাগিরি যেন এখান থেকে দেখতে পায় ঃ) আমার তো দরকার দু'মাসের। ডিশ ফিশ কে নেবে ! এই ভালো। কম্পুর সাথে কানেক্ট করে দাও। ঝক্কাস। যখন ইচ্ছে সাবস্ক্রিপশন বন্ধ করে দাও ।প্ল্যান ট্লানের ঝামেলা নাই।
Abhyu | ০৬ নভেম্বর ২০০৯ ০০:০২ | 128.192.7.51
আজকালে খুব গুরুত্বপূর্ণ একটা ভোট হচ্ছে। আমি হ্যাঁ-তে ক্লিক করে এলাম।
pi | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:৫৮ | 128.231.22.89
দেখলাম জি বাংলায়। কিন্তু, দাদাগিরিতে এসব শেখানো হয় না। ওটা তো ক্যুইজের মতন একটা ব্যাপার। কাপুর সাহেব সেদিন প্রতিযোগী হয়ে এসে দাদার সাথে গপ্পোগাছা করছিলেন। আর ওনার তো এই কম তেলে রান্নাবান্না নিয়ে একটা বই ই আছে।
aranya | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:৫৮ | 98.221.52.119
ছোট পাঠান তো আর পাঠান নেই, চ্যাপেল ওকে ম্যালেরিয়ায় কাঁপা ভেতো বাঙালী বানিয়ে দিয়েছে, ১২০ কিমির নিচে বল করে, কুম্বলের ফাস্ট ডেলিভারী গুলো ওর চেয়ে জোরে হত, পোচ্চুর ঘষামাজা কর্তে হবে
Arpan | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:৫৬ | 122.252.231.12
পর্শু দাদাগিরির শেফ স্পেশল রাউন্ড ছিল। পাই কোথায় দেখল? জি বাংলা আসে ওখানে?
aka | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:৫৬ | 168.26.215.13
শ্রীনাথের অন্য প্রবলেম ছিল। শ্রীনাথ ভাবত বাউণ্ডারি বোধহয় ওপরের দিকে। সেই হিসেবে অনেক বাউণ্ডারি উনি মেরেছেন। আইসিসির নিয়মটা একটু চেঞ্জ করতে হত। সংখ্যালঘু বলে পারেন নি।
m | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:৫৪ | 173.26.17.106
ইপি,দাদাগিরিতে কি আজকাল কম তেলে রান্না শেখানো হয়- অতিরিক্ত স্নেহজনিত কারণে আমি আজকাল খুব অপরাধবোধে ভুগি,তাইলে দেখবো(সঞ্জীব কাপুরের রান্নাগুলো মোটামুটি খারাপ হয় না)।কোথায় দেখা যায়?
Arpan | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:৫৩ | 122.252.231.12
জাদেজাকে দিয়ে চলবে না। একটা জোরে বোলার অলরাউন্ডার চাই। সেই ছোট পাঠানকেই ঘষামাজা করে নামাতে হবে আবার।
pi | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:৫০ | 128.231.22.89
না না , দাদাকে কাল ই দাদাগিরি তে দেখেছি। হেব্বি স্লিম এখন। কম তেলে বিরিয়ানির রেসিপি জানতে চাওয়াতে সঞ্জীব কাপুর বল্লেন, আরে আপনার এই ফিগারে আবার তেল মশলা নিয়ে চিন্তা কেন !
aranya | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:৪৯ | 98.221.52.119
বড্ড মুটিয়ছে নাকি, তালে IPL খেলবে কি করে ? মিডল অর্ডারে বিরাট কোহলি চলবে না, জাডেজাকে নিয়েও সন্দেহ আছে। আবার ডাক পাক না পাক, বাংলার হয়ে খেললে বাংলা টিমটাও একটু দাঁড়াত আর ২০১১-র একটা ছোট্ট করে টিমটিমে আশা থাকত, তবে ও বোধহয় এই রগড়ানির জন্য নিজেকে আর মোটিভেট করতে পারবে না
aka | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:৪৭ | 168.26.215.13
ম, ছেলে ভালো আছে। আমরাও ভালো। মানে আমি ভালো আছি। এই অবধি খবর আছে আমার কাছে। ঃ))
m | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:৪৪ | 173.26.17.106
আজ্জো, ছেলে কেমন আছে? তোমরা কেমন আছো?
m | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:৪৪ | 173.26.17.106
আমাদের পাড়ার ১৩ বছুরে বিল্লির সোয়াইন ফ্লু হয়েছে- টিভিতে রেডিও তে ফলাও করে খবরটা বলেই চলেছে-কিন্তু আমার প্রশ্ন, যে সেকি ট্যামিফ্লু খাচ্ছে?
Sayantan | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:৩৭ | 159.53.46.141
নাহ্, দাদার আর ফিরে আসার আশা রাখি না। যে রেটে মুটিয়েছে আর তারপর ফিরে এলেও রিফ্লেক্স কিচ্ছু থাকবে না। তখন আবার লোক হাসাহাসি। তার চাইতে যেমন চলছে চলুক।
aranya | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:৩২ | 98.221.52.119
আরো দুটো ম্যাচ তো আছে, তবে আজকের হারটা বড়ই হার্টব্রেকিং, বুড়ো শচীন যা খেলছিল, আহা। দাদার seriously রঞ্জি ওয়ান ডে গুলো খেলে যাওয়া আর মুটিয়ে না গিয়ে জিম চালিয়ে যাওয়া উচিত, ২০১১-র আগে মিডল অর্ডার যদি রেগুলার ধ্যাড়াতে থাকে আর দ্রাবিড়ের মত একটা হঠাত ওপেনিং যদি হয়ে যায়, অনেকগুলো যদি অবিশ্যি ঃ(
Tim | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:২০ | 198.82.17.196
আবার হাল্লো? মরুগ্গে। দাদা নেই, এরমই তো হবে!
Sayantan | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:০৭ | 159.53.110.144
নাহ এইত্তো ডাক্তার আছে।
Sayantan | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:০৬ | 159.53.110.144
হেরে দুষ্কে ক্ষোভে পাতলা হলুদ হয়ে সব ঝিঁকেটারদের মুন্ডপাত করতে করতে চলেই গেল।
I | ০৫ নভেম্বর ২০০৯ ২৩:০৪ | 59.93.199.41
ক্রিকেট দেখে বহুকাল বাদে বিচ্ছিরি জাতীয়তাবাদী খার খেয়ে গেলাম।
Sayantan | ০৫ নভেম্বর ২০০৯ ২২:৫৪ | 159.53.110.144
টেইল এন্ডারদের ব্যাটিং নিয়ে কথা হচ্ছে বুঝি? হ্যাঁঃ, সে তো একজনই ছিল - জভগল শ্রীনাথ। ঠিক বোলিং আর্ম অ্যাকশনের মত ব্যাট ঘুরাতো। ব্যাটের পুরো ফলো থ্রু কমপ্লিট হয়ে স্কোরকার্ড আপডেট না-হওয়া পর্যন্ত কেউ জানতে পারত না কি ব্যাপারটা কি হল!
Sayantan | ০৫ নভেম্বর ২০০৯ ২২:৫১ | 159.53.110.144
ছাগলগুলো আবার হেরে মরেছে! মরুগ্গে!
I | ০৫ নভেম্বর ২০০৯ ২২:৪৬ | 59.93.199.41
গাবুদা-ই বোধায় কোন একজাগায় বোলারদের জন্যে লিখেছিলেন-অপোনেন্ট টেল-এন্ডাররা কী তোমাদের যেচে উইকেট দিয়ে যায়, যে তোমরা নেকু-পুষুর মত ব্যাট কল্লেও হয়-না কল্লেও হয় অ্যাটিচুড নিয়ে ব্যাট হাতে নামবে !
Arpan | ০৫ নভেম্বর ২০০৯ ২২:৩৯ | 216.52.215.232
আত দাবি নাই। এক আধবার রানটা কম দিলেই হয়।
aka | ০৫ নভেম্বর ২০০৯ ২২:৩৮ | 168.26.215.13
স্পেশালাইজেশনের যুগ। ও বললে হবে? শচীনটাকেও বলিহারি কোথায় ম্যাচটা জিতিয়ে বেরবে। আজ অবধি দেখলাম না।
dipu | ০৫ নভেম্বর ২০০৯ ২২:৩৮ | 59.164.191.18
হক্কথা।
ভেঙ্কটেশ প্রসাদ একবার নিউজিল্যান্ড সফরে একটা ম্যাচে এগারো করে বাইট দিয়েছিল "ব্যাটিংটা আমি উপভোগ করছি' ;-)
I | ০৫ নভেম্বর ২০০৯ ২২:৩৬ | 59.93.199.41
হোয়াই স্পেয়ার দা বোলারস? এক-আধবার তো রান করতে পারে, ফর আ চেঞ্জ !
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন