শীর্ষেন্দু তো পরপর অনেকগুলোর নাম করা যায়। সাথে শৈলেন ঘোষ।
Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১২:০৫ | 61.95.144.122
শীর্ষেন্দুর প্রথমদিকের মোটামুটি সব গল্প দিতে পারো - হেতমগড়ের গুপ্তধন, গৌরের কবচ, গোঁসাইবাগানের ভুত, মনোজদের অদ্ভুত বাড়ি ইত্যাদি। সন্তু-কাকাবাবুর প্রথমদিকেরগুলোও। ঋজুদা - গুগুনোগুম্বারের দেশে, রুআহা। লীলা মজুমদারের টংলিং, পদিপিসীর বর্মিবাক্স (এটা লীলা মজুমদার না আশাপূর্ণা ভুলে গেছি)। সুসান কুলিজ-এর হোয়াট কেটি ডিড-এর বাংলা কেটির কাণ্ডকারখানা। ইংরিজী চাইলে রোয়াল্ড ডালের সিরিজে প্রচুর ভালো ভালো বই পাবে।
রাশান বইয়ের মধ্যে ইস্পাত হয়তো একটু বড় হয়ে যাবে, তবে এক্সেপশনাল বই। সব্বাই জানেঃ-) কয়েকটা আনকমন বই হল - কেন আমি বাবার মত, মানুষ কি করে বড় হল, মানুষ কি করে আরো বড় হল - কিন্তু এগুলো কি আর পাবে?
nyara | ০৪ নভেম্বর ২০০৯ ১১:৫৮ | 98.210.221.19
বলার জন্যে আমার দুটো সাজেশন আছে। আমার পড়া দুটো সেরা কিশোরপাঠ্য গল্প।
পটকান যখন পটকাল - শীর্ষেন্দু মুখোপাধ্যায় - 'সেরা সন্দেশ'এ আছে বোধহয়। পলাশীর যুদ্ধ - বিভুতিভূষণ মুখোপাধ্যায় - 'রাণু'।
Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ১১:৫৪ | 216.52.215.232
তেকোনা, কী কী রেকর্ড করেছ এখনো পর্যন্ত?
tkn | ০৪ নভেম্বর ২০০৯ ১১:৫৩ | 122.163.79.167
অরণ্য, অন্ধকারের ওপাশের পৃথিবীটা কেমন তা আমরা বুঝিনা ঠিক। যখন ব্রেইল পদ্ধতিতে ছুঁচ ফুটিয়ে একটা জিরাফ বা উঠের ছবি প্রিন্ট হয়ে আসে আর ওরা হাত বুলিয়ে জিরাআআআআফ বা উউউউউট বলে ওঠে তখনও আমি ভাবি ওদের চোখে/মনে ঠিক কি ছবি তৈরী হচ্ছে। তবে ওদের স্বল্পজগৎ-এ কল্পনার অবকাশ আমাদের তুলনায় কম না বেশি তা ঠিক জানিনা। গন্ধ দিয়ে ওরা গন্ধরাজ চেনে, গোলাপ চেনে কিন্তু কচুরীপানার সৌন্দর্য্য ওদের কি করে বোঝাই বলুন? তবু, আপনি আপনার পছন্দমত বইই বলবেন। এই কাজটা আমি সময় পেলেই করি। মনে প্রফেশন্যালি করি না এটা। তাই, বুঝতেই পারছেন, খুব যে সময় দেওয়া হয় তা নয়। তবু, বই ঘেঁটে, পড়ে তারপরই রেকর্ড করি। নিজে ডিসাইড না করতে পারলে অ্যাকাডেমীর হেডমাস্টারমশাইয়ের হেল্প নিই। আপনার সাজেস্টেড বইগুলো আমাকেই কিনতে হবে। খুব দুর্লভ বই হলে মুশকিল। শুধু সেটা মনে রাখলেই হবে।
রিডারের গল্প পড়ে একটা কথা বলতে ইচ্ছা করল। আমি অডিও সিডিগুলো বানাই, কিন্তু ক্লাসে গিয়ে গল্প পড়ি না। মানে ওরা আমার ভয়েস শোনে সিডি চালিয়ে। একদিন ওখানে গেছি, রেকর্ডিং স্টুডিওতে কিছু একটা সমস্যা হয়েছে। মাষ্টারমশাই বললেন চলুন, আপনাকে আজ ক্লাসে নিয়ে যাই। গেলাম। ওদের ইন্দ্রিয় খুব তীব্র। ক্লাসে ঢুকতে ঢুকতেই সব চুপচাপ। আমি দাঁড়িয়ে আছি, মাস্টারমশাই বললেন ' আজ তোমাদের সঙ্গে আলাপ করতে এসেছেন একজন.. বলোতো কে? সবাই চুপ। আমি ওদের বললাম 'ওরা কি করে বুঝবে আমি কে, আমি তো এই প্রথম এলাম' একসঙ্গে দু তিনজন বলে উঠল, গল্পদিদিইই ঃ-) খুব ভালো লেগেছিল। খুব।
aka | ০৪ নভেম্বর ২০০৯ ১১:২৭ | 24.42.203.194
ঃ)) নাহ এবার ঘুনু করতে যাই।
dipu | ০৪ নভেম্বর ২০০৯ ১১:২৫ | 207.179.11.216
:-P
aka | ০৪ নভেম্বর ২০০৯ ১১:২০ | 24.42.203.194
দীপু, আমার একটা নিজস্ব ঘরানা আছে। তাই মৈথিলি, হিন্দি, বাংলা, রোমাণ্টিক, দুঃখের সব গানই আমি আমার ঘরানায় গেয়ে থাকি। শুনলেই সিগনেচারটা ধরা যায়। দেখা হলেই শুনিয়ে দেব। ঃ))
Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১১:১৫ | 61.95.144.122
আমার গাড়ির চাবির রিঙে একটা এক্সট্রা রিঙ লাগানো ছিলো - swarovsky-এ একটা কৃস্ট্যালসহ। বউয়ের দেওয়া অ্যানিভার্সারি গিফট। গ্যারেজ থেকে গাড়ি ফেরত পেলুম চাবিসহ, কিন্তু কৃস্ট্যাল গায়েব। কিছু বলারও নেই - গ্যারেজে গাড়ি দেওয়ার সময় দামি জিনিস না রাখার কথা। সব বের করেছি - অডিও প্লেয়ার, টুলকিট - কিন্তু এটা চাবির রিঙের এমন পার্ট হয়ে গেসলো যে মনে ছিলো না...
Tim | ০৪ নভেম্বর ২০০৯ ১১:১৩ | 71.62.121.158
নাহ্ ঘুম্পাচ্ছে। একটা সিনিমা দেখে ঘুমিয়ে পড়ি। গুন্নাইট।
dipu | ০৪ নভেম্বর ২০০৯ ১১:১২ | 207.179.11.216
কনৌজ থেকে যে পাঁচ টাইপের বাউন আমদানি হয়েছিল তাদের কথা কইছে বোধয়।
Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১১:১০ | 61.95.144.122
বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতি পড়ো নাই? সেটাকে সুর করে দুলে দুলে পড়লেই গান হবে;-)
Tim | ০৪ নভেম্বর ২০০৯ ১১:০৯ | 71.62.121.158
গাড়ি তো শত্তুরের মুখে ছাই দিয়ে দিব্যি চলছে। ডাক্তার দেখে বলেছে কোনই নাকি গোলমাল নাই। ওরা অবশ্য এরম বলেই থাকে, যদ্দিন না একেবারে বসে যায়। এখন গাড়িতে উঠলেই একটা সাসপেন্স থ্রিলারের মত লাগে সব্বদা। ঃ-)
aka | ০৪ নভেম্বর ২০০৯ ১১:০৯ | 24.42.203.194
কনৌজ আবার কেডা?
dipu | ০৪ নভেম্বর ২০০৯ ১১:০৯ | 207.179.11.216
মৈথিলি গান হেবি সুইট শুনতে হয়। অগাদা গাইতে পারো?
m | ০৪ নভেম্বর ২০০৯ ১১:০৬ | 173.26.17.106
যাক, একটা কনৌজ অন্যটা মিথিলা- ঝুলি থেকে আর কয়টা বিলাই বেরোবে ভগাই জানে!!!!
m | ০৪ নভেম্বর ২০০৯ ১১:০৩ | 173.26.17.106
ভুতো, গান দিয়ে শেষ!উরিবাবা,তাহকে হলে তো এখন সিনেমার সঙ্গে সম্পর্করহিত ভাবে (ডিস্কোলাইট সহযোগে )একপাল লোকজন নেচে নেচে গান শুরু করে দেবে- সে অতি মারাত্মক অভিজ্ঞতাঃ(
Arijit | ০৪ নভেম্বর ২০০৯ ১১:০৩ | 61.95.144.122
আহাহা কাল শিবুদা ক্লাউড-গ্রিড-ইউটিলিটি-সফটওয়্যার/রিসোর্স মার্কেটপ্লেসের দিকে এগোচ্ছিলো এট্টু এট্টু করে - বড় ভালো টপিক - ভাটানোর জন্যে। মিস করে গেলুম।
m | ০৪ নভেম্বর ২০০৯ ১০:৫৯ | 173.26.17.106
তিমি, তোমার সেই মহাত্মা গাড়ি এখন কেমন আছেন?
Bhuto | ০৪ নভেম্বর ২০০৯ ১০:৫৩ | 203.91.193.7
মিঠুদি, রাইটো, তাড়াহুড়োতে কি আর স্ক্রিপ্ট হয় গো ঃ)। এক এক বছরে সিনিমা তৈরি করে । ঠিক ঠিক ওটা কমন হবে, আর ওখানে সমাপ্ত না হয়ে লাস্টে গান দিয়েও হতে পারে ।
Tim | ০৪ নভেম্বর ২০০৯ ১০:৫২ | 71.62.121.158
আরো একটা সোসনাক্রান্ত দিনের শেষে বাড়ি এলুম।
dipu | ০৪ নভেম্বর ২০০৯ ১০:৪০ | 207.179.11.216
:-P
m | ০৪ নভেম্বর ২০০৯ ১০:৩৬ | 173.26.17.106
দীপু, পাহাড়ে টুপিস!ওটা সমুদ্দুর হবে, আর একরাশ বরফের মধ্যে একটা গাঢ় নীলাম্বরী(শিফন) ঃ(
dipu | ০৪ নভেম্বর ২০০৯ ১০:২১ | 207.179.11.216
কান্নাকাটির পরের সিনেই নাইকা টুপিস পরে পাহাড়ের ওপর নেত্য করত।
না ভুতো, বুকে মাতা রেকে ক্রন্দন দুজায়গাতেই কমন পড়তো..
Bhuto | ০৪ নভেম্বর ২০০৯ ১০:০৬ | 203.91.193.7
পাইদি, বলিউডি হলে চাট্টি গিটার বাজতো, চাট্টি বেহালা বাজতো জেল থেকে ছাড়া পেলে তারা হতো বিবাহিত ঃ)
টলিউডি হলে :-s জেলে চাট্টি গান হতো, সারাজীবন ছেলেটি হানা কে খুজে বেড়াতো, কোর্টে দেখা হবার পর কান্নায় ভেঙ্গে পড়তো, জজ ওঁদের ভালোবাসা দেখে হানাকে মুক্তি দিয়ে দিত, কোর্টের দুই কাঠগড়ার মাঝে জজের চেয়ারের ঠিক সামনে একটা আলিঙ্গন , একটা বেহালার চড়া সুর আর লাল হরফে 'সমাপ্ত' ঃ)
Arpan | ০৪ নভেম্বর ২০০৯ ০৯:৩৬ | 122.252.231.12
মানে এই হয়ে গেল। থ্যাংকু।
b | ০৪ নভেম্বর ২০০৯ ০৯:৩০ | 203.199.255.110
অর্পণ ছটের কথা জিজ্ঞাসা করছিল। ওটা হয় দেওয়ালি/ কালিপূজো-র ৬ দিন পরে।
kk | ০৪ নভেম্বর ২০০৯ ০৭:৫৯ | 76.114.64.110
বেশ বেশ।
pi | ০৪ নভেম্বর ২০০৯ ০৭:৫৮ | 128.231.22.89
ওহো সরি, বলতে একদম ভুলে গেছি।ঃ( একদম ঠিক আছে। ঃ) ধরে ফেলো। ঃ)
kk | ০৪ নভেম্বর ২০০৯ ০৭:২৮ | 76.114.64.110
ও পাই, যে ফাইলটা পাঠিয়েছি সেটা ঠিক আছে? তাহলে দ্বিতীয়টা ধরবো।
pi | ০৪ নভেম্বর ২০০৯ ০৬:৪০ | 128.231.22.89
এরকম ফার্স্ট টু লাস্ট সিন প্রিভিউ দিয়ে দিলে আর কি কেউ ভিউ করতে বসবে ? ঃ)
আচ্ছা, গল্পটার অ-হলিউডি সমাপতন কি হতে পারতো ?বলিউডি কিম্বা টলিউডি ?
kk | ০৪ নভেম্বর ২০০৯ ০৬:৩২ | 76.114.64.110
রীডার দেখেছি বইকি। এবারের অস্কার নমিনেটেড গুলোর মধ্যে ওটাই মনে হয় আমার সব চেয়ে ভালো লেগেছিলো। ও না, ফ্রোজেন রিভারও ভালো লেগেছিলো,দ্য ভিজিটরও।
a x | ০৪ নভেম্বর ২০০৯ ০৪:২৯ | 143.111.22.23
এটা রিভিউ কেন হবে! এটা প্রিভিউ তো।
Sayantan | ০৪ নভেম্বর ২০০৯ ০৪:১৬ | 159.53.46.141
রীডার অদ্ভুত সিনেমা। কিন্তু অক্ষদি ভাটে রিভিউ লিখছো এবার সোমু এসে যা-তা করবে।
a x | ০৪ নভেম্বর ২০০৯ ০৪:০৬ | 143.111.22.23
টিকেনের এই ব্লাইন্ড স্কুলের জন্য অডিও বুকের কথায় মনে পড়েছিল সেদিনই, কিন্তু সিনেমার গল্পটা বলে দেব কিনা ভেবে আর লিখিনি। এখন লিখেই দিই। রীডার দেখেছ কি কেউ? গল্পটা এরকম, ১৯৫০'র জার্মানী।এক স্কুল পড়ুয়া ছেলে এবং একটি তিরিশোর্ধ মহিলার শারীরিক সম্পর্কের শুরু। মহিলাকে ছেলেটি মাঝে মাঝে স্কুলের বই থেকে পড়ে শোনায়, তারপার আস্তে আস্তে বাইরের বই ইত্যাদি। একদিন মহিলা হারিয়ে যায়। ছেলেটি বড় হয়। ল' স্কুলে পড়াকালীন এক প্রফের সাথে একটি মামলার কেস দেখতে আদালতে যায়, এবং সেখানে দেখা পায় সেই মহিলার - অভিযুক্ত হিসেবে ঐ মামলায়। মহিলা একা নন, আরো পাঁচজন মত। এদের সবার বিরুদ্ধে অভিযোগ এরা নাৎসী ক্যাম্পে, স্পেসিফিকালি অশ্উইৎজে এসএস গার্ড ছিলেন, এবং চার্চে আগুন লেগে ভেতরে ৩০০ জন মহিলা যখন পুড়ছিলেন, এরা দরজা বন্ধ করে রেখেছিলেন। আল্টিমেটলি নানাভাবে ঐ মহিলার ওপরেই সব দোষ এসে বর্তায়। কিন্তু একটি মাত্র কথা বললেই মহিলা বেঁচে যেতেন, তিনি কিছুতেই তা বলেন না। ছেলেটিও জানতনা কি, কিন্তু মামলা দেখতে দেখতে সে বুঝতে পারে। মহিলা সারজীবন গোপন করে রেখেছিলেন যে তিনি লিখতে পড়তে পারেন না। তো হানা, মানে এই মহিলা যাবজ্জীবন কারাদন্ড পায়। আর তখন মাইকেল মানে এখন বয়স হয়ে যাওয়া সেদিনের স্কুলের ছেলেটি একটি একটি করে বই পড়ে, অডিও টেপ করে পাঠাতে থাকে। হানা টেপগুলো পাওয়ার পরেই বুঝতে পারে কে পাঠাচ্ছে, এবং প্রতিবার অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। এরপর হলিউডি সমাপতন হিসেবে, ঐ টেপ শুনতে শুনতে শব্দ মিলিয়ে মিলিয়ে হানা লিখতে ও পড়তে শিখে যায়। হানার ছুটির সময় হয়ে আসার সময় ওয়ার্ডেন গোছের কেউ মাইকেলকে যোগাযোগ করে, ৩০ বছর বাদে মাইকেল ও হানা মুখোমুখি বসে, এবং স্বভাবতই দুজনেই নিরাশ হয়। মাইকেল বার বার কন্সা®¾ট্রশন ক্যাম্পের কথা তুলতে যায়, এবং হানা বলে যে "দেয়ার্স নাথিং টু লার্ণ ফ্রম ইট।" আল্টিমেটলি আরো হলিউডি সমাপতন হিসেবে যেদিন ছাড়া পাবার কথা, হানা সেদিন আত্মহত্যা করে।
গপ্প পড়ে পড়ে শোনাত, তাই নাম রিডার ঃ-)
Tim | ০৪ নভেম্বর ২০০৯ ০৪:০৫ | 198.82.24.219
বেকার হয়েই তো আম্রিকায় চলে এলাম। ঃ-)
Du | ০৪ নভেম্বর ২০০৯ ০৪:০৫ | 65.124.26.7
এ car সে কার নয় ?
aranya | ০৪ নভেম্বর ২০০৯ ০৩:৪৬ | 192.128.166.68
বেকার মানে ? তুমি এখন আম্রিগায় না ?
Tim | ০৪ নভেম্বর ২০০৯ ০৩:৪২ | 198.82.24.219
আমার আবার আপিস কই? আমি তো বেকার। ঃ-(
Tim | ০৪ নভেম্বর ২০০৯ ০৩:৪১ | 198.82.24.219
কাল into the wild দেখলাম। বুনো ফলমূল খেয়ে কি থাকতে পারবো? চেষ্টা কত্তে হবে একবার!
aranya | ০৪ নভেম্বর ২০০৯ ০৩:১২ | 192.128.166.68
tkn, blind ছেলে-দের তো জগৎ-টা এমনিতেই অন্ধকার, সেখানে কি ভয়ংকর ভূতের গল্প ভাল লাগবে মনে হয় না হাসিখুশী উঙ্কÄল ধরণের কিছু ? যেমন মজার ভূতের গল্প ?
aranya | ০৪ নভেম্বর ২০০৯ ০৩:০৪ | 144.160.98.31
সায়ন্তন, ঘুম না আসার ব্যারাম-টা একটু ঝামেলার বটে, আমার মত বুড়োদের মাঝে মাঝে আক্রমণ করে, বাচ্চাদের মানে তোমাদের করলে ডেফিনিটলি দুঃখের ব্যাপার। অবিশ্যি তুমি বেশী রাত জাগলে হয়ত আরও কিছু ভাল কবিতা পাওয়া যাবে, সেটা মন্দ নয়। টিম কি আজকাল আপিস-কেই বাড়ী হিসেবে ট্রিট করছে ?
tkn | ০৪ নভেম্বর ২০০৯ ০২:৫৯ | 122.163.79.167
গল্পগুচ্ছ করেছি দু, আর অন্য কিছু ....
aranya | ০৪ নভেম্বর ২০০৯ ০২:৫০ | 192.128.134.68
হুঁ, সিয়েস্তার ব্যাপারটা যে আমেরিকায় কেনো এখনো চালু হল না ঃ-( । তাইওয়ানে খুব চলে, আমার তাইওয়ানীজ বস-কে অনেক বলেওছিলাম এখানে শুরু করার জন্য, রাজী হয় নি। হলে প্রোডাকটিভিটি ঝপ করে কয়েকগুণ বেড়ে যেত।
Du | ০৪ নভেম্বর ২০০৯ ০২:৪৭ | 65.124.26.7
তেকে, গল্পগুচ্ছ কেমন হবে?
Sayantan | ০৪ নভেম্বর ২০০৯ ০২:৪২ | 159.53.78.142
নাঃ আড়ি নয়। আমি নিয়ম করে ন'ঘন্টা ঘুমোনোর পক্ষপাতী, যদিও ঘুম পক্ষপাতদুষ্ট। শুধু মাঝেসাঝে একটু ঝিমিয়ে নিই। এই যেমন টিম। বাড়ি যায় না, খায় না, ঘুমোয় না ... কি যে হবে ওর!
aranya | ০৪ নভেম্বর ২০০৯ ০২:৩৩ | 192.128.166.68
সায়ন্তন, tkn থ্যাংকু, A-টা miss করে যাচ্ছিলাম। তোমরা আর কবিতা লিখছ না ? সায়ন্তন কি আমেরিকায় এখন না কি tkn -এর মত তোমারো নিদ্রাদেবীর সাথে আড়ি ?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন