এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ২৯ অক্টোবর ২০০৯ ২৩:১২ | 122.163.79.7
  • ওঃ তাইলে তো ন্যাচারাল রিসোর্স সেভিং-এর ক্লাসিক কেস ঃ-)) অসুবিধা তো নেইই, জনহিতকর অভ্যাসের জন্য পদ্মশ্রী পাওয়ার কথা ঃ-))
  • m | ২৯ অক্টোবর ২০০৯ ২৩:০৮ | 173.26.17.106
  • দিদিমা তো উনি পরে হয়েছেন। যখন ওনার পেছুনে কোনোরূপ 'মা' ছিলোনা, তখন থেকেই উনি নাকি ঐরূপ।
    আশা করি আর কোনো সমিস্যে নাইঃ)
  • P | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৫৯ | 93.107.213.55
  • তেকেনা ঃ-)
  • P | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৫৮ | 93.107.213.55
  • আরে কালে কালে চিনুপিসী থেকে চিনুদিদা হলে হয় তো মাসে দুদিনেই দাঁড়াতো।
    কাল কে দেকেচে!
  • dipu | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৫৮ | 59.164.190.30
  • সায়েন্সের মাস্টারবাবু মাঝে মাঝে কামাই করতেন।
  • tkn | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৫৮ | 122.163.79.7
  • দিদিমা আর পিসির মধ্যে যতটা তফাৎ, হপ্তা আর মাসের মধ্যেও ততটাই ঃ-)
  • m | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৫৭ | 173.26.17.106
  • হপ্তায় দুদিন আর মাসে দুদিন এক হলো!!!!
  • P | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৫৫ | 93.107.213.55
  • মাইমা , বয়স বাড়লে অমনি ই হয়।
    আমাদের চিনুপিসীরো অমন ছিল , সায়েন্সের টিউশানির মতন রুটিন , হপ্তায় দুদিন !
  • tkn | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৫৫ | 122.163.79.7
  • এটিএম মেশিন চুরি গভীর রাতে হলে স্বস্তি? কিঁউ?
  • P | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৫৩ | 93.107.213.55
  • স্টোয়িক , হারগিজ পড়বে।
    এই তো সেদিন ই কাগজে পড়লুম ক্যুবাতে হাগজের জন্যে হাহাকার চলচে।এমন টপিক দ্রিদার হাতে পড়লে ঠিক দ্রিশেসান ইত্যাদি নে এট্টা কন্সপুরেসি থিওরি গড়ে উঠবে ;-)
  • m | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৫৩ | 173.26.17.106
  • ইন্দো,
    সেদিন এক দিদি এসেছিলেন, তিনি বল্লেন তার দিদিমা নাকি মাসে দুবার মাত্র..। যেদিন উনি ত্যাগ করতেন সবাই নাকি বলতো আজ বিকেলে সিঙারা আনতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি ভয়ে ভয়ে জিগিয়েছিলাম,ওনার এবং চারপাশের লোকেদের কি অবস্থা হতো, উনি বল্লেন,দিদিমার কোনো অসুবিধে হতো না, অন্যদের ও না- এ কি সম্ভব!
    তোর ডাক্তারি বিদ্যে ফলাস, কাব্যি না।
  • dipu | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৫১ | 59.164.190.30
  • ঃ-))
  • I | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৪৮ | 59.93.246.32
  • সিভিয়ারলি কনস্টিপেটেড কেউ থাকলে বলত- ঐতিহাসিক।
  • M | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৪৮ | 59.93.247.67
  • ও হ্যাঁ , অ্যা নিয়ে দুরন্ত রিসার্চাতে গেলে এট্টু বাঁশ বনে যাওয়ার অভিজ্ঞতা লাগবে, আমাদের ছোটবেলায় মামাবাড়ি গেলে সেটা হতো, তা তোমাদের ছোটবেলায় তেমন গেরাম তো আর দেখলেনিকো, কালার দেখে কতদিনের পুরানো চেনা যেতো।(ওয়াক)
  • d | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৪৭ | 117.195.37.87
  • রাত দুটো আড়াইটেয় লোকে এটিএম মেশিন চুরি করতে বেরোয় .... এইটা জেনে একটু স্বস্তি পাওয়া গেল।
  • M | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৪৩ | 59.93.247.67
  • যাকগে বাবা ঘুমাতে যাই। ম্যাগোঃ
  • stoic | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৪৩ | 160.103.2.224
  • শুধু অর্থনৈতিক ক্যাটেগোরিতে (যেমন দ্রিসেশান, জিডিপি ইত্যাদি) পড়বে কিনা সেটা রঙ্গন তে জিগাইতে অইব।
  • M | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৪৩ | 59.93.247.67
  • সুনীল গাঙ্গুলির কি একটা লেখায় ছিলো না যে সুন্দরী মেয়েরাও অ্যা করে ভাবতেই ক্যামন লাগে।
  • P | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৪২ | 93.107.66.214
  • ওরে কুটীর না রে , কুটীর না।
    পটীরশিল্প !
  • Sayantan | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৪১ | 159.53.46.141
  • হুঁ কুটীরশিল্প।

    পাল্লিন্দি, ঠিক্কচ্চিস। এসব করেও ব্যাপাট্টা যদি না বাগে আগে তো দ্যাখা যাবে।

    ইয়ে, গুলটি মানে গুলতি খাবে কি করে! আর 'Y' যদি উল্টে বাইরাইতে চায় তো কেলো!!
  • stoic | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৪১ | 160.103.2.224
  • ওটা সব ক্যাটেগোরিতেই কমন পড়বে। গান, কবিতা, পদ্য তেও চলবে, সর্ষেবাটা তেও চলবে আবার কনস্পিরেসি তেও চলবে। ;-)
  • P | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৪০ | 93.107.66.214
  • বুঁচির গপ্প পড়ে আমিও মনে হচ্চে শিল্প সমিস্কিতিতে ভোট দিলুম।

    সাপবাজী শিল্প আর ইউ ডোন্ট হ্যাভ নান ...হা হা... লা লা ইত্যাদি সমিস্কিতি !
  • I | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৩৮ | 59.93.246.32
  • দ হলে বলবে নাশকতামূলক।
  • stoic | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৩৭ | 160.103.2.224
  • এটা ভাল প্রশ্ন। আইদার রাজনৈতিক অর এন্টারটেইনমেন্ট। ঃ-))
  • I | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৩৬ | 59.93.246.32
  • শিল্প সংস্কিতি
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৩৫ | 76.247.246.200
  • এই পাইখানা বনাম পায়খানা টইটা কোন ক্যাটেগরিতে ফেলা হবে?
  • P | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৩৩ | 93.107.66.214
  • অক্তে কোলেস্টেরল ধরিয়েচিস বুজি ? আহা রে!

    আম্মো না ডায়াবিটিক , কদিন আর বাঁচবো , সেই জন্যেই কুসুম-টুসুম আজকাল এট্টু বেশীই খাচ্চি।
  • Paramita | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৩২ | 63.82.71.141
  • জীবন পুরো নিরফান হয়ে গেছে।
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ২২:৩০ | 76.247.246.200
  • কিন্তু গেছোদাদা কে?

    আর বুঁচি হাগু করলে পুরষ্কার স্বরুপ একটা মিউজিকাল কার্ড পায়। সেটা এরকম, "চকোলেট, চকোলেট, চকোলেট। আইভ গট চকোলেট। ইউ ডোন'ট হ্যাভ নান, হাহা হাহ্‌ হা, হাহ্‌ হা। লালা লা লা লা লা।"

    মানে এই যে আমার হিসিহীন হাগু আছে, তোমার আছে? নেই নেই নেই।
  • P | ২৯ অক্টোবর ২০০৯ ২২:২৯ | 93.107.66.214
  • দম ডাহলিং । তোমার সাথে তো এই সেদিন মেল চালাচালি কল্লুম।
    এই ম , আদি এদেরকে সত্যি আমি প্রায় মাসচারেক পরে দেখছি। হালার চাগ্রি-সংসার-পুঁটে নে এমন লেবড়ে গেচি ঃ(

    বেচারী ভিক্টোরিয়া কেন যে গুলটি খেতে গেল , অমন ওয়াই-শেপের জিনিষ বাইর করা তো কঠিন কাম! লিটারেলি!।
  • dipu | ২৯ অক্টোবর ২০০৯ ২২:২৮ | 59.164.190.30
  • খামোখা ঘটিদের বদনাম হচ্ছে!
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ২২:২৮ | 76.247.246.200
  • ঃ-)))
  • I | ২৯ অক্টোবর ২০০৯ ২২:২৭ | 59.93.246.32
  • মানবেন্দ্র বন্দ্যোঃ থাকলে ভালো করে বুঝিয়ে দিতেন।
  • Sayantan | ২৯ অক্টোবর ২০০৯ ২২:২৭ | 159.53.110.144
  • না রে পাল্লিন্দি, ডিমের সে দিন গ্যাছে। নিঃকুসুম ডিম শুধু এখন। ঃ((((
  • I | ২৯ অক্টোবর ২০০৯ ২২:২৭ | 59.93.246.32
  • বাংলায় গুলটি, স্প্যানিশে গুটলি।
  • Sayantan | ২৯ অক্টোবর ২০০৯ ২২:২৫ | 159.53.110.144
  • গুলটি না গুটলি?
  • d | ২৯ অক্টোবর ২০০৯ ২২:২৪ | 117.195.37.87
  • ওয়াআআআআআআআআআআআক্‌ক্‌ক্‌ক্‌ক্‌ক্‌ক্‌ক্‌ক্‌ক্‌ক্‌ক্‌ক
  • I | ২৯ অক্টোবর ২০০৯ ২২:২৩ | 59.93.246.32
  • আচ্ছা, কেউ যদি হাগুহিসি দিয়ে বন্ধু চিনত? মনে করো, মার্কেজের কোনো ছোটগল্প কিংবা উপন্যাসের তত-তরুণী নয়-মেয়ে, ধরা যাক তার নাম ইসাবেলা, কোনো এক তামাটে গরম কলম্বিয়ান দুপুরে চেম্বার-পটে বসে বন্ধুদের কথা ভাবছে ঃ ওঃ, সেবাস্টিয়ান, সে ছিল ন্যাড় হাগবার মাস্টার, এলসা ঘন ঘন হাগত, দিনের মধ্যে পাঁচ-ছ'বার, ঘন দুর্গন্ধযুক্ত মলের ক্কাথ, তাতে হজম-না-হওয়া মটরশুঁটির সবুজ টুকরো,ভিক্টোরিয়া,তার দুটো গোপন ডানা ছিল ও উড়ে যাওয়ার স্বপ্নসাধ ছিল কিন্তু হাগবার ক্ষমতা ছিল না, সপ্তাহে একটি কি দুটি গুলটি....
  • Paramita | ২৯ অক্টোবর ২০০৯ ২২:২৩ | 63.82.71.141
  • আমার ঘটি শ্বশুরবাড়িতে আগেকার দিনে সম্বন্ধ করে বিয়ে দেওয়ার সময় শুনেছি হবু পরিবার এইভাবে দেখে নেওয়া হত "হ্যাঁরে ওরা হাগাপাদার গল্প করে তো?" প্রথম প্রথম "পরিশীলিত" বাঙাল নার্ভে ধাঁ করে লাগত। আমার খুড়শ্বশুর মনে আছে একবার টয়লেট টিশ্যু ঠিক কতটা কি ভাবে ভাঁজ করলে অপ্টিমাইজড ফল পাওয়া যায় তা নিয়ে খুব গ্রাফিক আলোচোনা করেছিলেন। ভাগ্যিস আমার বাপের বাড়ির লোক সেখানে হাজির ছিল না।

    (তবে আস্তে আস্তে আমিও ক্যাচাপ করেছি।)
  • d | ২৯ অক্টোবর ২০০৯ ২২:২৩ | 117.195.37.87
  • পাল্লিন আমায় দেকে খুশী হল নি। দুক্কু পেলাম। ঃ(

    গেছোদাদার ছ মাসের ছানাটাকে রোজ বিকেলে ঘুম থেকে উঠলেই কমোডে নিয়ে যেত। আগে অনেকদিনই যেতে যেতেই কোল ভাসাত, এখন নাকি চেপে থাকে আর না নিলে ত্যাঁ ত্যাঁ করতে থাকে। শুধুই বিকেলে যদিও ..... tabuo aami shune ekebaare abaak haye gelaam.
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ২২:২২ | 76.247.246.200
  • হ্যাঁ পটি সিটে বসে তো। মানে টয়লেটে পটি সিটে না। ওর নিজের ঐ ছোট পটিতে। তাই সিন্ধু কেন হবে? বেশ নধর আকারের, সাপবাজীর মত ব্যাপার, তার চারপাশ শুকনো খটখটে। বিন্দু-র দেখাই নেই।
  • Bablee | ২৯ অক্টোবর ২০০৯ ২২:১৯ | 170.148.215.156
  • বহু কাল আগে ডিডি র "অল্ল য" নামে একটা লেখা ছিলো।

    খোন খুজে পাচ্ছি না।
  • m | ২৯ অক্টোবর ২০০৯ ২২:১৯ | 173.26.17.106
  • পারমিতাঃ))))
    পারো, তোমার ই তো টিকি পাওয়া যায় না মাঃ)

    অক্ষ, বুঁচি কি পটি সিটে বসে? তানাহলে সিন্ধু তে বিন্দু মিশলে তোমার টের পাবার কথা না।
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ২২:১৮ | 76.247.246.200
  • বড় হয়ে সুনীল গাঙ্গু হওয়া মোটেই ভালো ব্যপার না।
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ২২:১৬ | 76.247.246.200
  • হ্যাঁ, হাইট ওটা ঃ-)))
  • P | ২৯ অক্টোবর ২০০৯ ২২:১৬ | 93.107.66.214
  • সেই সুনীল গাঙ্গুলী আর এই আমাগো বুঁচি। বল্লে হবে!
  • Du | ২৯ অক্টোবর ২০০৯ ২২:১৫ | 65.124.26.7
  • ওঃ ইতি তোমারটা জীবনে ভুলবোনা ঃ))))
  • a x | ২৯ অক্টোবর ২০০৯ ২২:১৫ | 76.247.246.200
  • এলিয়েন হতে পারে। আমার অনেকদিন ধরেই এরকম একটা সন্দ।
  • P | ২৯ অক্টোবর ২০০৯ ২২:১৪ | 93.107.66.214
  • এই দ্যাকো , ডিম বলেচ কি বল নি ডিম্বন্ধু কবি সায়ন্তন হাজির ঃ-)
    বহুদিন পরে এত পুরোনো সবাইকে একসাথে দেখে হেব্বি পুলক হচ্চে প্রাণে ম , আদি , ডিডি, ইন্দো কত্তদিন দেখি না তোমাদের।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত