আহাহা এমন দিন কি হবে তারা ... মধুর তোমার শেষ যে না পাই ... মোহন বাঁশী বাজুক প্রাণে ঃ) চিড্ডির জয় হোক, এমন দিনে কলকাতায় থাকতে পারলাম না ঃ(((
pharida | ২৫ অক্টোবর ২০০৯ ১৯:৪৭ | 122.163.97.240
ইয়াহুউউউউউউউউউউ,
বেশ গান টান গাইতে ইচ্ছে করছে। আমার অক্কুটে নিজেকে বদলেও নিলাম।
আহা, কি সব গোল.......
Bratin | ২৫ অক্টোবর ২০০৯ ১৯:২৫ | 117.194.97.198
ইষ্টবেঙ্গল কে ৫-৩ গোলে হারিয়ে মন টা বড় খুশী ঃ-)))
kd | ২৫ অক্টোবর ২০০৯ ১৮:১৮ | 59.93.254.115
দ্যাকো কান্ডো! আমি তেকোনার এখানে আসার কিছুদিন বাদে এখানের দেওয়া হিন্টে প্রথম নামটি অনুমান করেছিলুম আর ওনার লেখা যে প্রকাশিত, তা জেনে ওনার পদবী ভুল অনুমান করেছিলুম। সেই লেখিকাকে নিয়ে একটা টইএ খুব তক্কাতক্কি হয়েছিলো - আমিও একটা বই জোগাড় কেরে পড়ে ফেলেছিলুম। তারপর এখানে ওনার লেখা পড়ে খুব ঘাবড়ে গিয়েছিলুম - তবে হনুর দুটো আলাদা স্টাইলে লেখা দেখে ভাবলুম, ইনিও বোধহয় ওইরকম পারেন।
অ্যাদ্দিনে জানলুম আসল নামটা, সমিস্যের সমাধান হলো।
তা ভাই তেকোনা(SDR), তোমার লেখা 'সমাজতান্ত্রিক' ভালো লাগলো পড়ে, পড়ার পর মিনিট দু'এক স্ক্রিনের দিকে তাকিয়ে বসেছিলুম। Thanks.
আচ্ছা, dd কেন তোমায় 'স্যার' বলেন? তোমার লেখা তো দিনের আলোর মত ব্রাইট। answer, anyone?
Samik | ২৫ অক্টোবর ২০০৯ ১৮:০৬ | 122.162.75.63
সুমেরু অর্পণ পুরো ঠিক বলে নি। হুগলির সদর চুঁচুড়া নয়। হুগলি-চুঁচুড়া। সূক্ষ্ম অর্থে হুগলি আর চুঁচুড়া দুটো আলাদা এলাকা হলেও দুটোই একই মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে, তার নাম হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটি। জেলাশাসকের অফিস চুঁচুড়ায় নয়, হুগলিতেই। হ্যাঁ, কোর্ট চুঁচুড়াতেই। কিন্তু জেলা সদর হুগলিই। বা হুগলি-চুঁচুড়া। চুঁচুড়া নয়।
tkn | ২৫ অক্টোবর ২০০৯ ১৬:৩০ | 122.163.79.7
কফি নিয়ে বসার পরেই তো হ্যাম্পারটা দেয় সুযোগ এলেই সুযোগ হবে ঃ-))))
Arpan | ২৫ অক্টোবর ২০০৯ ১৫:২৭ | 122.252.231.12
ব্যস?
লেখকের মুখোমুখি কফি নিয়ে বসার সুযোগ মিলবে ভেবেছিলাম। ঃ-((
tkn | ২৫ অক্টোবর ২০০৯ ১৫:০৪ | 122.163.79.7
সক্কলকে থাংকু থাংকু ঃ-))))))
আর অপ্পনকে একটা থ্যাঙ্কু হ্যাম্পার (কফি উইথ করণ দেখে শেখা) সকলকে মেলানোর জন্য ঃ-)))
d | ২৫ অক্টোবর ২০০৯ ১১:৫০ | 117.195.32.109
হেইডা ভূমিপুত্রগণ লিখবো অহন। ;)
kc | ২৫ অক্টোবর ২০০৯ ১১:৪০ | 213.132.250.2
ঝাতি গুগলসার্চের বাইরে যাযা আছে তা ঝানতি চায়। নেটের বাইরে যে হুগলী তার কথা নেটের মাধ্যমেই ঝানতি চায়। বিশ্বভারতীর মতই। ঃ)
d | ২৫ অক্টোবর ২০০৯ ১১:২৪ | 117.195.32.109
জাতি গুগল সার্চ করুক।
anaamik | ২৫ অক্টোবর ২০০৯ ১১:০৩ | 59.164.101.19
'ইত্যাদি' সম্বন্ধে জাতি বিশদে জানতে চায়।
যে সব জনপদের মানুষকে বাথরুম যেতে কোলকতায় আসতে হয়, তাদের সম্বন্ধে ক্যাল্কেশিয়ানরা সজাগ ও সরব হোন ;-) ;-)
d | ২৫ অক্টোবর ২০০৯ ১০:৫৩ | 117.195.32.109
"হুগলী' নামে একটা জনপদ আছে। মফস্বল না শহর তা জানি না, তবে আছে। তাতে ইস্টিশান আছে, পলিটেকনিক আছে, আমি জীবনে প্রথম যে কোঙে চাকরী করতাম তাদের আপিস ছিল। আর হ্যাঁ ইমামবাড়া ইত্যাদিও আছে।
Arpan | ২৫ অক্টোবর ২০০৯ ১০:৪২ | 122.252.231.12
এদিকে আমি ম্যাপ ট্যাপ ঘেঁটেও কিন্তু হুগলী বলে আলাদা কোন শহর দেখলাম না। ঐ জেলার চারটে প্রধান শহর হল আরামবাগ, চুঁচুড়া, চন্দননগর আর শ্রীরামপুর।
Arpan | ২৫ অক্টোবর ২০০৯ ১০:৩০ | 122.252.231.12
ঃ-))
d | ২৫ অক্টোবর ২০০৯ ১০:২৯ | 117.195.32.109
ও আচ্ছা। অ শমীক, :-D
kc | ২৫ অক্টোবর ২০০৯ ১০:১৫ | 213.132.250.2
শমীক কি তাহলে আবার ছড়াল? নিজে হুগলীর ধরিত্রীপুত্র হয়েও? ঃ)
Pintu | ২৫ অক্টোবর ২০০৯ ১০:১১ | 84.75.101.196
ঠিক ঠিক । আমার ভুল হয়েছে। আর হুগলী তও ঠিক।
Arpan | ২৫ অক্টোবর ২০০৯ ১০:১০ | 122.252.231.12
আর মালদার ইংলিশবাজার। এইটাও কনফার্মড।
Arpan | ২৫ অক্টোবর ২০০৯ ১০:০৮ | 122.252.231.12
হুগলীর সদর চুঁচুড়া না? তাই তো জানতাম।
sumeru | ২৫ অক্টোবর ২০০৯ ১০:০২ | 117.99.22.149
না। হুগলি জেলার সদর চুঁচুড়ায়।
kc | ২৫ অক্টোবর ২০০৯ ০৯:৫৯ | 213.132.250.2
পিন্টুকে, মুর্শিদাবাদের সদর বহরমপুর, নদীয়ার কৃষ্ননগর।
Pintu | ২৫ অক্টোবর ২০০৯ ০৯:৩৬ | 84.75.101.196
না। পুরুলিয়া র জেলা শহর পুরুলিয়া। সব কটা সদর অফিস রাঁচী রোড এ। দুটো দিনাজপুর, মেদিনীপুর, ২৪ পরগণা আর বীরভূম ছাড়া সব কটা জেলার সদর শহর জেলার নামে।
Samik | ২৫ অক্টোবর ২০০৯ ০৯:১৬ | 122.162.75.148
এরা কেউ ছোটোবেলায় পবঙ্গের ভূগোল পড়ে নি।
সদর শহর হল যেখানে জেলার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস থাকে, জেলাশাসকের অফিস থাকে।
হুগলি জেলার সদর শহর হুগলি শহরই। কারণ হুগলি জেলার সমস্ত প্রশাসনিক কার্যালয় এবং হুগলি জেলাশাসকের বাড়ি ও অফিস হুগলি শহরেই। যেমন পুরুলিয়ার সদর (বোধ হয়) আদ্রা। জলপাইগুড়ির সদর জলপাইগুড়ি শহর। ইত্যাদি।
mita | ২৫ অক্টোবর ২০০৯ ০৯:০৮ | 122.166.149.91
স্যার তেকোনার গপ্পোটা খুব সুন্দর, রোব্বারের সকালটা ভালো হয়ে গ্যালো।
d | ২৫ অক্টোবর ২০০৯ ০৮:০৭ | 117.195.34.88
সদর শহর মানে কি ট্রেজারি যেখানে থাকে? তাহলে কিন্তু শমীক, শ্রীরামপুর, আরামবাগ আর বোধহয় চন্দননগরেও ট্রেজারি আছে। সেই হিসাবে শুধু হুগলীকে সদর বললে ভুলই বলা হয়।
aranya | ২৫ অক্টোবর ২০০৯ ০৭:৫৯ | 173.54.108.10
তেকোনার গল্পটা বেশ, বেশ ভাল। in fact, আরো কয়েকটা বেশ বললেও অত্যুক্তি হত না।
mita | ২৫ অক্টোবর ২০০৯ ০৭:২১ | 122.166.149.91
ও অপ্পন, আমারেও স্যার তেকোনার গপ্পোটা পাঠিয়ো, প্লিইজ।
h | ২৫ অক্টোবর ২০০৯ ০৭:১৫ | 61.95.144.10
ডিডি দা, আমি ফিলম টা দেখিনি, আপনার কথা থেকে স্পষ্ট নয়, ফিল্মের বক্তব্য। তবে ম্যাক্সিম যেটা দিয়েছেন, সেটা নিয়ে স্থিতধী বিশ্বাস জন্মালো না। আরেকটু বুড়ো হই, তাহলে জন্মাবে হয়তো। যদি কুলোকে অধিষ্ঠানে সরস্বতীর আপত্তি না থাকে ঃ-)
না আমি মনে করি না, একটা বিষয়ে একটা মতামত বা একগুচ্ছ সেমিনাল মতামত নিয়ে যদি কেউ চর্চা করেন, তিনি শ্রিল চিৎকার কিছু করছেন। এমনকি প্রচারকের কাজ ও শ্রিল কিছু নয়। আমি তো আমার জীবনের সবচেয়ে ভালো সময়টা একটা হোপলেস সংগঠনের প্রচারে ব্যায় করলাম, সে পাপ আমার তো আজ ও ধুলনা, নীচতার দুর্নাম ঘুচলো না। গলার শিরা ফোলা থাকলেও সেটা অন্যায় কিছু না। কনভিকশন, জিনিসটাকে আমার খারাপ লাগে না। তবে ঐ, ভাবনা চিন্তা সব কিছুতেই লাগে।
মডারেট ভয়েস ও শিশু কিসু না, নিজে নিজেই দাঁড়াতে পারে। কেউ তাকে জায়্গা করে দেয় না বেশির ভাগ সময়ে। খাট পেতে দি ভাত বেড়ে দি বলার লোক বিশেষ নাই সংসারে। মডারেট ভয়েসের নামে যা চলে মার্কেটে, তাতে ভাবনা চিন্তা আউটসোর্সড হয় না, গতে পড়ে না, তাই বা বুক ঠুকে বলি কি করে।
যাকে বলে পাপ পূণ্যের দুধে জলের সংসার।
pharida | ২৫ অক্টোবর ২০০৯ ০১:৫৬ | 122.163.97.243
অপ্পন, থ্যাংকু,
গপ্পোটা পড়ে ভীষণ গর্ব অনুভব করলাম।
pharida | ২৫ অক্টোবর ২০০৯ ০১:৩২ | 122.163.97.243
অপ্পন, আম্মো চাই গপ্পো
sumanmanna জিমেল এ
dd | ২৫ অক্টোবর ২০০৯ ০১:২৯ | 122.167.46.242
অক্ষরে আর হনুরে কই
বহুদিন আগে একটা ফিলিম দ্যাখছিলাম। ইজরায়েলের শুরুর কথা নিয়ে। ডকু নয়। একটা রোম্যান্টিক এলেবেলে ফিলিম। আÒট্রা অর্থডক্স একটি নিতান্ত টিনেজার মে আর সমবয়সী লিবেরাল ছোগরা। দুজনেই জিউ। তাদের নিয়ে গপ্পো।
মে'টি ইজারায়েল চায় নি কেনো না সেটি তার ধর্মমতে ব্যাঘাত ঘটায়। হ্যান ত্যান। তাদের আর বে' হোলো না।
সেটা কথা নয়। সিনেমায়, ছেলেটির এক জ্যাঠাগোছের লোক ,সাদা চুল,দাড়ি,ভীষ্ম পিতামহর মতন কইলেন " বুইলে ভাইপো, এরম শ্রিল চিৎকার, অবসেসিভ লোগের দরকার, হিস্টিরিয়ার দরকার, গোঁড়ামি ও ইনটলারেন্সের দরকার। এঁয়ারা সামনে থাগে বলে, থাগে বলেই, বলেই মডারেটরা পিছনে দাঁড়াতে পারে।"
এটা আমি বিশ্বাস করি। সে আমারে পোঁয়া পাকা কইতেই পারো।
সংহতি(ইত্যাদি) আছে তাই .... কিছু লোক তো খোরাক হয়। কিছু লোক, এমন কি, পয়সা ও বানায়, কয়েক জন বড্ডো স্যাক্রিফাইস করেন । কিন্তু এসব আছে বলেই পরের লোক গুলন লাইনে দাঁড়াইতে পারে। খুব জরুরী, এমন লোক, এমন কন্ঠস্বরের।
Samik | ২৫ অক্টোবর ২০০৯ ০০:৫১ | 122.162.75.155
ঃ-)
আলাদা করে আর বল্লাম না।
কিন্তু সাথে সুচিত্রা ভশ্চাজ্জি ম্যাডাম কেন "হুগলি জেলার সদর শহর হুগলি' বলে এমন খিল্লি করলেন, বুঝলাম না।
dipu | ২৫ অক্টোবর ২০০৯ ০০:২৯ | 59.164.188.51
হ্যাঁ। দারুণ।
dd | ২৫ অক্টোবর ২০০৯ ০০:১৯ | 122.167.46.242
উফ্ফ।
সাধে স্যার তেকোনাকে স্যার উপাধি দেওয়া হয়েছে?
কি ভয়ংকর ভালো হয়েছে গল্পোটা। উফ।
Arpan | ২৫ অক্টোবর ২০০৯ ০০:০৮ | 122.252.231.12
টিম, পাল্লে এট্টু অনলাইন হও।
Abhyu | ২৫ অক্টোবর ২০০৯ ০০:০৪ | 97.81.85.99
পাঁঠারা বেশিদিন বাঁচে না। অন্ততঃ বাঁচা উচিত না। কচি অবস্থাতেই মানুষের পেটে যাওয়া উচিত।
Tim | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৫৬ | 71.62.121.158
আমাকেও, প্লিজ।
tkn | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৫২ | 122.163.79.7
ঃ-))))
Arpan | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৫১ | 122.252.231.12
হনুদা, এই অধমের উপর খাইরো না। কোন হিসেব টিসেব রাখা হয় নাই। অত চাপ জীবনে নিতে আছে? যেটা কোট করেছি সেইটা গুগল সার্চ করলেই পাওয়া যায়।
dipu | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৫০ | 59.164.188.51
আমারেও পাঠিও।
Arpan | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৪৯ | 122.252.231.12
ডিডিরে মেল করে পাঠায়ে দিতাসি। আর কারো লাগবে?
Arpan | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৪৮ | 122.252.231.12
না না, বেঙ্গালুরুতে বেশ খোলা যাচ্ছে। এই তো খুলে ফেলেছি। এইবার পড়েও ফেলব। ঃ)
d | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৪৮ | 117.195.36.136
যা;! যাগ্গে।
d | ২৪ অক্টোবর ২০০৯ ২৩:৪৭ | 117.195.36.136
দালিয়াটা বেলা এগারোটা নাগাদ ভিজিয়ে দিও। তাহলেই হবে।
আর দুধ ঠান্ডা অবস্থায় ময়দা দিলে ঠিক করে মিশবে না। গ্যাস কমিয়ে সিম করে নিও। তবে তালটা আজ বানিয়ে রেখে মিষ্টিটা(বেলা ভাজা ইত্যাদি) কালও বানাতে পার।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন