এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৫৫ | 122.161.63.113
  • থাংকু থাংকু থাংকু রোকেয়া ঃ-)
  • h | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৫৫ | 203.99.212.224
  • নীচ প্রকৃতির কাঁচা কুমড়ো। মোটামুটি এতদিনে এটাই আমার যাকে বলে সাহিত্যিক ও সমাজতাঙ্কিÄক ইভ্যালুয়েশন।

    ভুতো, হোয়াট ইজ দ্য কস্ট অফ ট্রাভেলিং তো কাশী?
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৫৪ | 122.161.63.113
  • অ, এতে খচার কথা ছিল?
    ধাক্কা তো আমি নিজেও আকছার খেয়ে খেয়েই এবং খেতে খেতেই ঃ-))
  • rokeyaa | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৫৩ | 203.110.243.21
  • তেকোনাদি, বইয়ের দোকানটার রাস্তা বাতলে দিচ্ছি। আনোয়ার শা' কানেক্টর ধরে যাদবপুর থানা, বাঁদিকে ঘুরুন, একটু এগোন, সিগিসিয়ারাই পেরিয়ে পাঁচ নং গেট। যদি খোলা থাকে, ঢুকে পড়ুন, একটু এগিয়ে ডানদিকে ঘুরুন। সামনেই বাঁদিকে মিলনদার ক্যান্টিন, তার উলে্‌তাদিকে "সুবর্ণজয়ন্তী ভবন' গেলেই দোকানটা দেকহতে পাবেন।
    যদি পাঁচ নং খোলা না থাকে, তবে এপিসি, আরাইপিটি পেরিয়ে দেখুন বদখৎ ডিজাইনের আরেকটা গেত, চার নং। ঢুকে যান, এগোন, মোড় থেকে ডানদিকে একটু এগোন, বাঁদিকে মিলনদার ক্যান্টিন, দানদিকে বইয়ের দোকান।
    এইবার আরেকটা কথা, জাস্ট উপদেশ, সম্প্রতি দোকানটায় নতুন বইয়ের স্টক এসেছে, খুব অগোছালো হয়ে আছে, দিন সাতেক পরে গেলে সুবিধে হবে।
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৫২ | 122.161.63.113
  • পাই, থ্যাঙ্কু। কতদিন ডিসকাউন্টে কিস্যুই কেনা হয় না। যখন খবর পাই তখন সময় হয় না, যখন সময় পাই তখন ডিসকাউন্ট শেষ ঃ-(((
    না, অত খাটতে হবে না। দোকানটার কাছাকাছি কোনো ল্যান্ডমার্ক থাকলে জানিও। ভুতো কি জানিস দোকানটা কোথায়? বা কেডিদা? তাহলে ফোন করে জেনে নিতে পারি
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৫০ | 76.247.246.200
  • আরে শোনেন তেকোনা। এইসব তো শেখালেন। কিন্তু যখন মেয়ে প্রথমবার ধাক্কা খাবে, when her heart would be broken, again and again, তখন কি এডুকেশন দেবেন? হ্যাঁ? কাজেই চাপ লইবেন না। এই তো জীবন। থেমে থাকেনা, এটাই পরম ভরসার। তালে গোলে কিছু একটা হয়ে যায়। খারাপ আর কি হয়?

    বুঝলাম মিঠু। স্যান, হ্যাঁ ওনার পোস্ট খান দেখেছি, আর তাই তো বুঝি নি প্রসঙ্গটা।
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৫০ | 173.26.17.106
  • * দল
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪৯ | 173.26.17.106
  • এইরম অকালকুষ্মান্ড বাপের দম থাকলে হয়েছে আর কি-:X
  • Arijit | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪৯ | 61.95.144.122
  • ইপ্পির Date :30 Oct 2009 -- 08:50 AM পোস্টের ৬ নং পয়েন্টের ওই শপিং মলে ঘোরাঘুরির বিরুদ্ধে সমস্ত জনমত গঠনের পোক্কিয়ার সাথে আছি।
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪৮ | 122.161.63.113
  • কাঁটা একটুও সরে নি কি করে জানলি? ডিজিট্যাল ঘড়ি দেখে পোস্ট কল্লে?
  • pi | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪৮ | 72.83.213.179
  • শুধু ভোর রাত কেন , রাত্রির কোনো প্রহরের পোস্ট দেখেই ওকথা মনে হয় নি । যাগ্গে, সবকটাকেই ডিসকাউন্ট দিয়ে দিলুম ঃ)
    যাদবপুরের দোকানের ফোন নং জানা নাই। আর জোগাড় করতে হলে আমাকেও ফোন ই করতে হবে। অন্যত্র। কাল চেষ্টা করবো। একেতো দেরি করে ফিরেছি, আর এখনো যদি ল্যাপির সামনে বসে থাকি ও খেতে না যাই তো মাম্মিজি আসবেন তাড়া করে ঃ(
  • san | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪৭ | 123.201.53.4
  • অক্ষদিকে একটু হেল্প করি। প্রতিযোগিতার পোস্ট বিবি করেছেন আজ সকাল কাঁটায় কাঁটায় নটায় ।
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪৬ | 122.161.63.113
  • কচেবল না খচেবল। ধুস
  • h | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪৬ | 203.99.212.224
  • আমার অবস্তাটা বোঝ। এখন দীর্ঘ শিক্ষা দিহি্‌হ, মা এটা সেটা খেয়ো না, প্যাকেট না খুলে খেয়ো না, পরে শেখাতে হবে, আর যাই করো সোনা, প্যাকেট খুলে বেশি কিচু কোরো না। বয়স অনুযায়ী এই ভাবে শিক্ষা বদলানো যায়? কোন ক্রেডিবিলিটি থাকে ?

    ঃ-)
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪৬ | 122.161.63.113
  • খোচে কেমন করে যায়? খচে যায় জানি। কিন্তু খচব কেন? কচেবল কি কইলে? যদিও কইলেও খচতুম না। প্রেমের বাইরে সবই তো আলোচনা। তা তাতে ঠান্ডা গরম দুইই চলে। খচনা মানা হ্যায় (এটাও নিদান না, জাস্ট আমার থিওরি) ঃ-))
  • Samik | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪৪ | 122.162.75.58
  • কী ভাগ্যি আমার বউ গুচ-র তিন মাইলের মধ্যে থাকে না।
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪৪ | 173.26.17.106
  • অক্ষ, হনু পিপি ওরফে sb কে শিবুদার সঙ্গে গুলিয়েছে মন হয়।
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪৩ | 76.247.246.200
  • তেকোনা, খোচে যেওনা ;-)
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪৩ | 122.161.63.113
  • এট্টু আইসক্রীম আর চকো খাওয়ার বাহানা খুঁজছেন এতক্ষণ ধরে! খেয়ে ফেলুন এখুনি ঃ-)))
  • Samik | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪৩ | 122.162.75.58
  • ইশেনের পোস্ট না দেখেই কাহিনি লিখে ফেল্লাম।

    রোলব্যাক, রোলব্যাক ঃ-)
  • h | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪১ | 203.99.212.224
  • নানাভাবে অপমান করেছে। ডিম হাঁস কিছু বলেছে কিনা মনে নেই। কিন্তু সাংঘাতিক অপমান। সে মানে কী বলবো। তার পর থেকেই আমার কঠিন ডিপ্রেসন হয়েছে, মাঝে মাঝেই ভুল বকছি ঃ-)
  • Samik | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪১ | 122.162.75.58
  • টইয়ের ক্যাটাগরি সম্বন্ধে হটমল আমি বনিয়ে দেব ডেটা পেলে টেলে, কিন্তু সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস হলে চাপ আছে। আজ কেউ পাঁচটা টই খুলল, তেকোনা সেগুলোকে ক্যাটাগোরাইজ করল, আমি সেগুলোকে হটমলে তুললাম, এই প্রসেস যতক্ষণে শেষ হল ততক্ষণে টইতে আরও পনেরোটা নতুন টই তৈরি হয়ে গেছে। এবং ওয়র্স্ট কেস, যারা খুলেছে, কেউ সঠিক ক্যাটেগরি সিলেক্ট করে নি। তখন আবার পুরো প্রসেসটা রিপিট।

    তাচ্চেয়ে ব্যাপারটায় কনটেন্ট ম্যানেজমেন্টের একটু ছোঁয়া দিলে কেমন হয়? একজন টইয়ের এডিটর থাকবে। সে সার্চ করে টাইম টু টাইম নতুন টইগুলোর সিলেক্টেড ক্যাটেগরি রিভিজিট করবে। দরকার হলে পাল্টে দেবে। সেটা একটা ফ্ল্যাট ফাইলে (টইয়ের কোনো ডেটাবেস নেই) স্টোর হবে। আর কোনো হটমল বানাতে হবে না। ঐ ফ্ল্যাট ফাইল থেকেই সার্চ করে লোকে সঠিক ক্যাতেগরির টই পড়তে পারবে।

    এতে একটা চাপ থাকবে, আমি আজ একটা টই খুললাম, টুথপিক ভালো না সেফটিপিন, ক্যাটেগরি দিলাম নাটক, ইচ্ছে করে ভুল দিলাম। কাল তেকোনা সেটা রিভিউ করে সেটাকে বিবিধ ক্যাটেগরিতে ফেলে দিল। পরদিন এসে আমি তাতে লিখতে গিয়ে নাটকে সার্চ করে পেলাম না, এদিকে আমি জানি-ও না সেটা এখন কোন ক্যাটেগরিতে গেছে। তখন ক্যাটেগরি না দিয়ে আমাকে নাম দিয়ে সার্চ মারতে হবে।

    টইতে অনেক রকম প্যারামিটার দিয়ে সার্চ মেকানিজম বানানোটা খুব জরুরি। মোদ্দা কথা, কোড চেঞ্জ, প্লাস একবার টোটাল টইয়ের রিভিউ ও রিক্যাটাগোরাইজেশন। ব্যস। তা হলেই আর কন্টিনিউয়াস প্রসেস থাকবে না।

    টিম-গুচ রাজি থাকলে আমি এই নিয়ে একটা পিওসি বানিয়ে ফেলতে পারি, অ্যালং উইথ হটমল টেমপ্লেট। কিন্তু কাজটা তারপর এগোতে হবে, এই শর্তে। ওখানেই থেমে গেলে খেলব না।
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪১ | 76.247.246.200
  • ওফ্‌ফ্‌ এদের আবার করে বায়োলজি পড়াতে হবে। বাপস্‌, ঐ ডিমগুলো অযৌন ডিম, মানে কোনো হাঁস ও হাঁসিনি, আইনক্সের বাথরুমে চঞ্চুচুম্বনে লিপ্ত হয়ে তারপর মাত্রা ছাড়িয়ে শেষে আইসক্রীম ও চকোলেট খেয়ে ঐ ডিম পাড়েন নি। ওক্কে?
  • Ishan | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৪০ | 173.26.17.106
  • আর ভাটে এইসব কঠিন জিনিস নিয়ে আলোচনা করা মানে শুধুমুধু গৃহে অশান্তি ডেকে আনা। বৌ এক্ষুনি জানতে চাইল, ছেলেকে আমি প্রোটেকেকশনের কথা কিকরে বলব? আমি একটু পরে বলছি, বলাতে জিজ্ঞাসা করল কতো পরে?

    আমি সরল বালক, নিষ্পাপ মুখে "বছর আষ্টেক বাদে বলব' বলাতে এখন বাড়িতে তুলকালাম। ঃ(
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৩৮ | 76.247.246.200
  • হ্যাঁ যত্ন সহকারে, খুঁজে খুঁজে আবার ফিরে পড়ে, আইসক্রীম ও চকোলেট খুঁজে পেয়েছি। কিন্তু এখনও প্রতিযোগিতা ও শিবুর পোস্ট পাইনি।
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৩৭ | 122.161.63.113
  • হাঁসেদের গুষ্টিতে তো এ আকছারই হয়। গোটা গোটা গরম গরম ডিম একজন দিতে দিতে চলেছে আর একজন খেতে খেতে। সাধে অক্ষ হাঁসেড্ডিমের জন্য কাঁদছে? ঃ-))
  • Ishan | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৩৭ | 173.26.17.106
  • এতদ্বারা বোঝানো হয়েছে, যে, শমীকের এইটি ছাড়াও গুচ্ছ গুচ্ছ কাজ আছে। শমীককে এইটিতে আর জড়াইবেন না। শমীক চাইলেও না।
  • baps | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৩৫ | 203.199.41.181
  • ঐ হাঁসের ডিম আর প্রেগনেন্সি নিয়ে সমস্যা দুইখান একসঙ্গে পরতে পরতে আমার একখান আইডিয়া মাথায় এল। কেমন হত মানুষ যদি হাঁসের (বা মুরগির) মত ডিম পাড়ত আর সে ডিম বেশ প্যাঁজ রসুন দিয়ে ভেজে খাওয়া যেত। তাইলে কত সমস্যার যে সমাধান হয়ে যেত ঃ)) যেটি স্বীক্রিত সেটি তা দিয়ে বাচ্ছা বের কর। যেটি চাইনে সেটি ভেজে খেয়ে ফেল! খাদ্য সমস্যার ও সমধান হতক। ভগমানের এ একচোখোমি আর সইতে পারিনে।
  • h | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৩৫ | 203.99.212.224
  • দেশের আপামর জন সাধারণ যখন নানা সমস্যায় বিপর্যস্ত তখন কিনা আমাকে অপমান ইত্যাদি।
  • san | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৩৫ | 123.201.53.4
  • তোমাকে বালিহাঁস বলেছে?
  • h | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৩৩ | 203.99.212.224
  • সিমি্‌প্‌ল অপমান। ইত্যাদি। সাংঘাতিক অপমানিত বোধ করলাম ইত্যাদি। সে যে কী অপমানের কথা ইত্যাদি ইত্যাদি।
  • Samik | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৩২ | 122.162.75.58
  • কোড রিপোজিটরি আমার কাছে এখনো আছে। কিন্তু সৈকতের সাথে সেই নিয়ে বসা হয় নি, গত দেড় বছরে, ফলে কাজও বিন্দুমাত্র এগোয় নি। একটা এনভায়রনমেন্ট তৈরি করে না উঠতে পারলে কোড নিয়ে কাজ করাও মুশকিল।

    কিন্তু "শমীককে এই প্রজেক্টে ছাড়া যাবে না' বলে সম্পাদকমশাই কী বোঝাতে চেয়েছেন? আমাকে এই প্রজেক্টে ইনভল্‌ভড রাখতেই হবে? নাকি আমার হাতে এই প্রজেক্ট ছাড়া যাবে না? যদি প্রথমটা হয় তো কোনও কথা নাই, দ্বিতীয়টা হলে দুইখান কথা আছে ঃ-)
  • h | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:৩২ | 203.99.212.224
  • তবে যাই বলো আর তাই বল অক্ষ আর দমু মিলে আমাকে কদিন আগে যা ইনসাল্ট করলো, আর কিছু বলাঅর নেই।
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:২৯ | 122.161.63.113
  • না, বাকি সমস্যাগুলো অনেক বেশি ভয়ানক। কিন্তু সিংহভাগ গার্জেনদের প্রথম রিয়্যকশনই দেখি বাচ্ছা হওয়ার ভয়, লোকলজ্জার ভয় ইত্যাদি।
    তবে ওরাল সেক্সেও STDর চান্স তো কিছু কম না। তার জন্য তো কোনো প্রোটেকশন নাই
  • san | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:২৯ | 123.201.53.4
  • আইসক্রিম ও চকোলেট অবসাদ তাড়াতে হেল্প করে ;-)
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:২৭ | 122.161.63.113
  • হুম, ওটা আর ফিরে দেখলাম না। ভোররাতের ডিসকাউন্ট ঃ-))
    তবে লিখলে কি আর সাত সকালের ভাট এমন দৌড়োতো?
    ঃ-)))

    এসবের মাঝে যদি একটু সময় পাও তো যাদবপুর বুক স্টোরের ফোন নং থাকলে দিও। আমি দোকানটা চিনি না। ফোন করে জেনে নেব কিভাবে যাব
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:২৬ | 173.26.17.106
  • আনপ্রোটেক্টেড সেক্সের মূল সমস্যা কি বাচ্চা পাড়া?
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:২৪ | 76.247.246.200
  • আমার শিওর ঘুম পেয়েছে। নইলে এই প্রতিযোগিতা, আইসক্রীম, চকোলেট, শিবুদার কোন পোস্ট কিছুই বুঝতে লারছি ক্যান?
  • pi | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:১৯ | 128.231.22.89
  • তেকোনাদি, তোমাত ঐ লেখাতে কোথাও মনে হয়নি, প্রোটেকশন সঙ্কেÄও বাচ্চা হয়ে গেলে অসুবিধা , তাই নিয়ে তোমার মূল আপত্তি। তোমার ঐ ৩ঃ২৭ এর পোস্টটা আরেকবার দেখো।
    আর কিছু কইবো না ঃ)
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:১৯ | 122.161.63.113
  • ও অক্ষ, "ওগুলো" লিখলাম যে!!! "ওগুলোর" বাইরের বাকিগুলো মেয়ে এটাও কি বুঝিয়ে দিতে হবে ?
    ঃ-)))
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:১৮ | 76.247.246.200
  • ওকে মিঠু, কালই আমার সহকর্মী কে বলব, ওদের আদি চাইনিজ গ্রসারিতে পাওয়া যায় কিনা খোঁজ নিতে।
  • pi | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:১৬ | 128.231.22.89
  • শানতনুদা, চাপ হবে না কেউ বলেনি। চাপ যাতে না হয়, সেজন্য ই প্রোটেকশনের কথা।

    আর , বিবি, বিবাহ কে বাদ দেবার কথা তো অন্যো কোন বাদ বলে। আপনি এতেও খালি বাজার দেখতে পেলেন ? ঃ)

    আর প্রতিযোগিতাতে টিঁকে থাকতে হলে নির্বিচারে শরীর চিনতে দিতে হবে, এমন কথা আবার কে কবে কোথায় বল্লো ?

    আজ্জোদা, এই সব শিক্ষাটা বেশি জরুরি তা নিয়ে কোনো প্রশ্ন ই থাকতে পারেনা। এস টি ডি নিয়ে হতে হবে, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্বন্ধে অবহিত হতে হবে।

    কিন্তু তেকোনাদির ৩ঃ২৭ এর পোস্টে সেই 'মাত্রাবোধের' কথা আসেনি । আসলে এত কথা আসতো না।

    আর হ্যাঁ, শক ? সে তো লাগবেই। পিনাকীদা তো লিখেইছে। জেনেরেশন গ্যাপ জনিত শক। সেটার জন্য অ্যাবসর্বার লাগানোর চেষ্টা করাই ভালো, সমাজ সংসার সব গেল গেল রব তোলার চেয়ে।
  • tkn | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:১৬ | 122.163.79.7
  • ডিসক্লেমার ঃ নিদান হাঁকিনি। আমার মাত্রাবোধের কথাই বলেছি। অক্ষ জানতে চেয়েছিলেন মাত্রাবোধটা কতদিন অবধি থাকে। তখনই বলেছিলাম ওটা আপেক্ষিক। আমার মাত্রাবোধ আর আমার মেয়ের মাত্রাবোধ এক হবে না। আমার মায়ের আর আমার মাত্রাবোধও এক না। বাকি সব উত্তর, আমার বক্তব্য। দুনিয়াকে বা আমার বাড়ির লোকজনকেও মানতে বলছি না-

    ১। এটা থাকলে ওটা থাকবেনা এমন কথা কেউ বলেনি। অবসাদের কৌলীন্য ইত্যাদি আমার বক্তব্য নয়। মদ খেয়ে সিরোসিস অব লিভার হয়, আতপ চালের ভাত খেয়েও নাকি হয় (জানিনা, শোনা কথা)। দুটোতেই সিরোসিসটা কমন এবং সমস্যা। অবসাদও তাই।

    ২। আইসক্রীম চকোলেটের বাড়বাড়ন্তর নিয়ে আপত্তি কোথায় লিখলাম? বলেছিলাম ফলতঃ ওগুলো খাওয়া বাড়ছে। আপত্তি করি নি

    ৩। মনের ওড়াতে অবাঞ্ছিত ছেলেমেয়ে আসে না। শরীরে ওড়াতে আসে। তোমার যদি আপত্তি না থাকে নাই থাকুক। আমার আছে। এবং অনেকেরই আছে । নইলে প্রোটেকশনের দরকার হতো না। এই টপিকটারও না।

    ৪। পেটে ক্ষিদে থাকলেও খাওয়ার আগে ভেবে খাওয়াই ভালো সেটা আমার খাওয়া ঠিক কিনা।

    ৫। অ্যাডভেঞ্চারেচ্ছা নিয়ে আপত্তি নেই, তবে পরের চাপটা পেটে করে বাড়িতে নিয়ে আসায় আছে। আই পিল কাজ না করলে চাপ আছে, কন্ডোম ফেটে গেলে চাপ আছে, এবং সাইড এফেক্টস না জেনে জাস্ট ওষুধ গিলে পরে ভুগতে হলে চাপ আছে

    ৬। বের হও। কে মানা কল্ল! আমি করি নি ঃ-)

    ৭। হা হুতাশ কোনোটাতেই করিনি। নিজের শরীর জাগলেও শোয়ার সুযোগ ছিল না এটা বলেছি। কিন্তু হায় হায় কেন সুযোগ ছিল বলে কাঁদছি মনে হল কেন? মেয়ের বেলাও হা হুতাশ করিনি ওরা সুযোগ পাচ্ছে বলে। একটা পোস্টেও না। বলেছি মেয়ে স্কুলফেরত আইসক্রীমের জায়গায় আইপিল খেয়ে ফিরলে চমকাবো, থমকাবো তারপরে কি করব এখনো জানিনা।

    ৮। আমি ব্যান করা উচিতও বলিনি, অনুচিতও বলিনি। যা বলছি সেটুকুই বোঝোনি বলে বোধহয় অন্যরকম বুঝলে। আমি বলেছি ওগুলো এত সহজলভ্য হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োগ বাড়বে এবং সে প্রয়োগে কিছু শরিরী সম্পর্ক বাড়বে। তা তাতে তোমার আপত্তি না থাকলে নেই। দ্যাটস ইট\

    ৯। উত্তর ডিসক্লেমারেই আছে

    ১০। এটা সম্ভবতঃ fyi তাই ঃ-)))

    আমি কোনো কাউন্টার কোশ্চেন বা অবজার্ভেশনজনিত অথবা বিট্যুইন দ্যা লাইন্স উত্থিত বক্তব্য বা প্রশ্ন রাখছি না, কারণ লেবুটা এতো তেতো হয়ে যাবে এবার যে চিপে জলে গুলে চুলেও ঢাকলে্‌ত পারব না ঃ-))
  • Arpan | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:১৫ | 122.252.231.12
  • বাহ, পিপির কথাগুলো বেশ পছন্দ হল। তবে পিপিদিদি ঘজনিতে জিয়া খান ছিল না। ওটি আসিন ছিল।

    @স্যানঃ বিশুদ্ধ অ্যারেঞ্জড ম্যারেজে কী হয় বলতে পারব না। তবে ইদানীংকার আমাদের চেনাপরিচিত সমাজে যেসব অ্যারেঞ্জড ম্যারেজ হয় তাতে বাড়ি থেকে চাপিয়ে দেওয়া বিয়েই লোকে করে ফেলে এমন দিব্যি কেউ দেয় নাই। মানে বাড়ির মাধ্যমে যোগাযোগটোগ হল, মাস কয়েক দেখাসাক্ষাতের পরে যখন দেখা গেল একে অন্যকে বিয়ে করলে লাইফে অতটা চাপ হয়ত না আসতে পারে (ঃ O) তখন বাড়িতে হ্যা বলে দাও। অন্যথা কাটিয়ে দাও। কাজেই একেবারেই মনের মিল থাকেই না বলিই বা কী করে। ঃ)
  • m | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:১৪ | 173.26.17.106
  • অক্ষ,হাঁসের ডিম এদেশে ভরপুর পাওয়া যায়- চাইনিজ-কোরিয়ান গ্রসারিতে গিয়ে খোঁজ করোঃ)
  • aga | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:১৩ | 24.42.203.194
  • ৫। বিবি হিন্দির 'বাzআরের' সাথে ফ্রিডম্যানের 'বাজার' গুলিয়ে গ করেছেন।

    বিবি একটু উইকি থেকে এফিশিয়েন্ট মার্কেট হাইপোথিসিস টা পড়ে নিন। খারাপ লাগবে না।
  • a x | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:০৭ | 76.247.246.200
  • হ্যাঁ অগা। একদম ঠিক। আমি এইটে লিখতে যাচ্ছিলাম, হঠাৎ হাঁসের ডিম প্রায়োরিটি পেয়ে গেল। যে প্রেগন্যান্সির চেয়েও এসটিডি অনেক বেশি চিন্তার।
  • san | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:০৫ | 123.201.53.4
  • মাত্রাবোধ নিজের নিজের ব্যাপার। এরটা ওর ঘাড়ে চাপানো হাস্যকর। তা ছাড়া আবার পরের জেনারেশনে চাপানো আরো হাস্যকর। অন্তত আমার কাছে।

    মা কে শুনেছি কলেজ লাইফে কৌতুহলবশে সিগারেট খেয়ে দেখায় ভয়ানক বকা টকা খেতে হয়েছিল। মাত্রাবোধ টোধ নিয়েই।

    আমি কলেজের বন্ধুদের সঙ্গে জীবনে প্রথমবার বিয়ার খেয়ে এসে সোৎসাহে বাড়িতে গল্প করলাম কেউ কিছু বকলনা।

    আবার বিয়েবিহীন একসঙ্গে থাকার আইডিয়া শুনে আমার সেই মাবাবাই এমন চেঁচামেচি করলেন, এমন চেঁচামেচি করলেন !

    আমার মাত্রাবোধে বলাবাহুল্য একসঙ্গে চিরদিন বা কিছুদিন থাকায় কিছু আটকাতো না। ভবিষ্যতেও আটকানোর চান্স কম যদি পরের জেনারেশন সেই কাজ করতে চায় ।

    সবই ঠিক আছে। যে যার মাত্রাবোধ অনুযায়ী চলে। খালি নিজেরটা অ্যাবসলিউট এইরকম না ভাবলেও চলে যায়, চলে যাবে, এবং চলে যাচ্ছে ঃ-)
  • aga | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:০২ | 24.42.203.194
  • হানুদার পোস্টটি পড়ে হাসতে হাসতে ফেটে গেলাম। ঃD

    কয়েকটি পয়েন

    ১। কন্ডোম সহ বাজার চলতি কোন ক¾ট্রাসেপটিভই গর্ভনিরোধক হিসেবে ১০০ শতাংশ গ্যারান্টি দেয় না।

    ২। বাজারে এইডস ছাড়াও আরও অনেক যৌন রোগ আছে যা কোন ক¾ট্রাসেপটিভ দিয়েই রোখা যায় না।

    যৌন শিক্ষার সাথে সাথে এইসব শিক্ষাগুলোও খুব জরুরী। আর সেখানেই আসে মাত্রা বোধের প্রশ্ন। তেকোনা বোধহয় সেটাই বলতে চেয়েছে। মনে হল।

    ৩। কালচারাল ডিফারেন্স না মানলে কেমন করে হবে? আমি এখনো পাড়ার দোকান থেকে বিড়ি কিনি না। সেখানে বাবার বন্ধুর কাছে গিয়ে কাকু "মুডস প্লিজ" বলাটা চাপের। বড় তো ঐ পরিবেশেই হয়েছি রে বাবা। তেমনি আমেরিকায় স্কুল ছাত্রী কন্ডোম বা কোন গর্ভনিরোধক পিল কিনলে ঘুরে দেখব না। কিন্তু আমার পাড়ায় যদি এরকম ঘটনা হয় তাহলে চোখটা ছানাবড়া হয়ে যাবে।

    ৪। ক্যালিফোর্নিয়ায় রুল আছে ১৩ বছরের বেশি বয়সের ছেলেমেয়েদের হেলথকেয়ার ডেটা তাদের অনুমতি না থাকলে বাবা মা দেখতে পারবে না। নিজে হাতে ইমপ্লিমেন্ট করেছি।
  • bb | ৩০ অক্টোবর ২০০৯ ০৯:০০ | 125.16.17.151
  • প্রতিযোগীতায় টিকে থাকতে হলে আমাদের নতুন প্রজন্মকে নির্বিচারে শরীর চিনতে দাও, পিতা মাতা হিসাবে শুধু খেয়াল রেখ যে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছে কিনা - এই মতালম্বীদের প্রতি প্রশ্ন, তাহলে বিবাহের কি দরকার? কে কার পুত্র বা কন্যা তার আর কি দরকার। মানুষের পরিচয় হোক শুধু মানব মানবী হিসাবে। কোন রকম আত্মীয়তার কোন প্রয়োজন নেই। একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক করুকনা শুধু সাবধানতা নিলেই হবে। পরে ওরা নিজেরাই বুঝে নিতে পারবে???
    এত শ্যামলের বাজারের থিওরীরই application আমাদের সমাজে ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত