এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:২১ | 122.163.79.7
  • ডিপেন্ডস , কোথা থেকে কিনছ, কি মেক কিনছ। তবে মল্লিকবাজরের ওখানে একধরনের আয়না দেখেছি, পিন দিয়ে লাগিয়ে দেয়, চারপাশটা ফাঁকা। সেটা অপেক্ষাকৃত সস্তা। কিন্তু অরিজিন্যালগুলোর বেশ দাম। প্রথমবার অরিজিন্যাল লাগিয়েছিলাম সার্ভিসিং সেন্টার থেকে। বোধহয় হাজারের ওপর লেগেছিল। ঠিক মনে নেই যদিও। দেশে এসে প্রথম মাসেই সে ঠোক্কর। পরের দুবারই মল্লিকবাজার থেকে লাগিয়ে নিয়েছি।
    হ্যাঁ, ধরে আদায় করতে পারলে তো ভালোই। তবে ঐ, গোঁফ না থাকলে আর কে পাত্তা দিচ্ছে ঃ-(((
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:১৭ | 61.95.144.122
  • দেড় হাজার।
  • tkn | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:১৬ | 122.163.79.7
  • জানি। যে মেরেছে তার ইন্স্যুরেন্স কোং থেকে নিয়ে যাকে মেরেছে তাকে দেয় মাঝে বসা ইন্স্যুরেন্স কোং। এটা USAতে ছিল। এদেশেও আছে বাজাজ-এ। এবং তাতে ঐ মিনিমাম ডিডাক্টেবল এমনিতেও দিতে হয়। তবে ফাঁকফোকর আছে অনেক, ঝামেলাও। যেমন তোমার ইন্স্যুরেন্স কোং ছবি তুলে পাঠালে হবে না, তার ইঃ কোঃ এসে তুলবে। তুলতে গিয়ে বলবে, এই ঠোকাটা তো আগের মনে হচ্ছে, যেন মানুষের হাত পার ছবি তুলছে। কাটা দেখেই বুঝছে কবেকার ক্ষত। এবং কি সব অঙ্কও কষে। এদিক থেকে মারলে এই অ্যাঙ্গেলে এভাবে লাগার কথা নয় টাইপ।
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:১৫ | 216.52.215.232
  • একপিস আয়নার দাম কত?
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:১৪ | 61.95.144.122
  • হুঁ - বাইকওয়ালাটাকে ধরে গাড়িতে বসিয়ে গ্যারেজে নিয়ে গিয়ে এস্টিমেট করিয়ে আয়নার দাম আদায় করেছিলুম।
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:১১ | 216.52.215.232
  • হু, ধরতে না পারলে ওই ডিডাক্টিবল তোমার পকেট থেকেই যাবে। ধরতে পারলে চেঁচামেচি করে তার থেকে নিতে হবে। যে জঙ্গলের যে নিয়ম!
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:১০ | 61.95.144.122
  • পুলিশে ডায়েরি হবে, ইনভেস্টিগেশন হবে - তাপ্পর প্রমাণ হলে হয়তো দেবে। লম্বা প্রসেস। তদ্দিনে পুলিশে কাগজ হারিয়ে ফেলে।
  • tkn | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:১০ | 122.163.79.7
  • লরি তো মেরেই পালিয়েছিল। ট্যাক্সি একদম পাঃ স্ট্রীঃ মোড়ের মাথায়। পুলিশই চেপে ধরে আমায় দিয়ে পার্কস্ট্রীট থানায় ডায়েরী করাতে নিয়ে গেল। করলামও। তৃতীয়বারও মেরে গেল বাইকে। কিছুই করি নি
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:১০ | 216.52.215.232
  • * ভাত ঃ-)
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:০৯ | 216.52.215.232
  • যে পার্সেন্ট বাদ যায় তাকে বলে ডিডাক্টিবল।

    (এই করে পেটের ভার জোগাই তো ঃ-))))
  • Blank | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:০৯ | 170.153.65.102
  • থ্যাংকু অজ্জিত দা ঃ)
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:০৮ | 216.52.215.232
  • মানে লরিওলার (ফার্স্ট পার্টি) ইন্স্যুরেন্স প্রোভাইডার (সেকন্ড পার্টি) তোমার গাড়ির (থার্ড পার্টি) ইন্স্যুরেন্স কভার করবে কিনা সেইটা প্রশ্ন।
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:০৭ | 61.95.144.122
  • কেউ নিয়ম না মানলে গাড়ি বাঁচিয়ে চলার বেস্ট উপায় হল "গিভ ওয়ে' - যেটা বাইরে প্রথম দিন শেখায়। তবে তাতেও লেগেই থাকে, হয়তো একটু কমে - এই যা। আমিও যদি এখানকার স্টাইলে চালাতুম তাইলে এদ্দিনে অনেকগুলো ঠোক্করের চিহ্ন থাকতো।
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:০৬ | 216.52.215.232
  • ধুর। তেকোনা থার্ড পার্টি কভারেজ কাকে বলে জান না। ঃ((

    থার্ড পার্টি কভারেজ হল এইঃ

    "Liability cover purchased by an insured (the first party) from an insurer (the second party) for protection against the claims of another (the third) party. The first party is responsible for its own damages or losses whether caused by itself or the third party."
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:০৪ | 61.95.144.122
  • হ্যাঁ, কিন্তু ওই লরি বা ট্যাক্সির ইনস্যুরেন্সে (যদি থাকতো) থেকে ক্লেইম করতে গেলে আগে পুলিশে ডায়েরি করতে হত। আমাকে তাই বলেছিলো।
  • tkn | ২৭ অক্টোবর ২০০৯ ১৩:০২ | 122.163.79.7
  • না, কভারেজ মন্দ না তেমন। তবে একটা পার্সেন্ট বাদ যায় দেখি। আর, আমার ক্ষমতা নেই কলকাতার রাস্তায় রোজ গাড়ি নিয়ে বেরোনোর। কেউ নিয়ম না মানলে কি করে গাড়ি বাঁচিয়ে চালাতে হয় কোনো আইডিয়া নাই।

    আমার শুরু থেকে থার্ডপার্টি করা তো। তবে তিনবারই ইন্স্যুরেন্স কভার করেছে ঠিকঠাক। একবার লরিতে মেরেছিল, একবার পার্কস্ট্রীট মোড়ে ট্যাক্সিতে। আর একবার রুবির মোড়ে। তিনবারই পেয়েছি কিন্তু পুরোটা না।
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৫৮ | 216.52.215.232
  • * বলল
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৫৮ | 216.52.215.232
  • আমি আমার গাড়িতে ধাক্কা খাবার পরে সে বল তার ইন্স্যুরেন্স থার্ড পার্টি ক্লেম কভার করে না। বাড়ি এসে আমার কাগজপত্র দেখলাম। দেখলাম করছে না। করাতে গেলে প্রিমিয়াম বেড়ে যেত হয়ত।

    অতএব মধ্যপন্থা। গাড়িতে মারলে তাকে ধরে সার্ভিস সেন্টারে নিয়ে এস্টিমেট করাও। আউট-অফ-পকেট এক্সপেন্স তার থেকে পকেটস্থ কর। বাকিটার জন্য ক্লেম কর।

    এইতো নিয়ম, নাকি?
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৫৫ | 61.95.144.122
  • থার্ড পার্টি ক্লেম করতে হলে আগে পুলিশে ডায়েরি করতে হয়। তাপ্পর। তা পুলিশে হামেশাই কাগজপত্র হারিয়ে ফেলে।
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৫৪ | 61.95.144.122
  • যারা যারা আগেরবার ক্লুলেস ৪ করেছিলে তাদের জন্যে -

    K5 is launching at 9 AM on Thursday, the 5th of November. Here's the link:

    http://www.ahvan.in/ahvan/klueless5


    ঘড়িতে অ্যালার্ম, আউটলুকে রিমাইন্ডার সেট করে রাখো।
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৫৪ | 216.52.215.232
  • ধর, আমি তোমার গাড়িতে পেছন থেকে ধাক্কা মেরে বাম্পার খুলে দিলাম। তো, সেইটার জন্য আমি আমার ইন্স্যুরেন্স প্রোভাইডারের কাছে ক্লেম করতে পারি?
  • tkn | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৫২ | 122.163.79.7
  • করেতো। বাজাজবাবু করে। তবে ঐ যে, বাম্পারের ফাঁকফোকর ইত্যাদি মনে হয় ঐ জন্যেই। থার্ডপার্টি ইন্স্যুরেন্সের কিছু মারপ্যাঁচ আছ,তবে করে। এদেশে এত প্রাইভেট কার ড্রাইভারের হাতে, ইন্স্যুরেন্স ছাড়া কি করে চলেগা?
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৫১ | 61.95.144.122
  • থার্ড পার্টি কভার করে, তবে খুব কম কভারেজ (যদ্দুর মনে হয়)।

    আমি এই সব থেকে বাঁচবো বলে ড্রাইভার রাখিনি - নিজে চালাই। প্রচুর চাপ খেতে হয় তাও। কিন্তু নিজে সাবধান থাকলেও এখানে খুব একটা কিছু লাভ হয় না। কিভাবে লাইসেন্স হয় সে তো পরীক্ষা দিতে গিয়ে দেখলুম।
  • tkn | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৪৯ | 122.163.79.7
  • বোঝো!!! সাবধানের মার নেই কে বলেছিল!! যত্ত ভুলভাল। আর এখানে তো অর্ধেক গাড়িরই বাঁদিকের মিরর নেই। সব তালকানা আর বাঁকানার দল।
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৪৭ | 216.52.215.232
  • এঃ লুরুতে দেখছি লোকে বেটার চালায়।

    তেকোনা, এই দেশে থার্ড পার্টি ইন্স্যুরেন্স কভার করে? জেনেরালি কেউ তো করায় না।
  • tkn | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৪৭ | 122.163.79.7
  • তবে এটাও ঠিক যে দেশের বাইরে গাড়ি আমর হাতে ছিল, এখানে রোব্বার ছাড়া গাড়ি ড্রাইভারের হাতে। আর কলকাতার ড্রাইভারেরা তো নিজেদেরকে সুপারহিরো মনে করেন
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৪৫ | 61.95.144.122
  • ধাক্কাও নয়। আমি দাঁড়িয়ে ছিলুম। উইপ্রো মোড়ে একটা লরি একটা গাড়ির পিছনে ঠুকে দিয়েছিলো বলে দুটোই দাঁড়িয়ে ঝগড়া করছিলো। এবার ওইদুটোর পিছনের গাড়িগুলো বেরিয়ে আসছিলো - আমি তাই দাঁড়িয়ে গেছিলুম, কারণ কেউ তো দেখে বেরোয় না। এই অ্যাম্বাস্যাডরটা প্রায় আমার লেভেলে ছিলো - বেরোবি তো একটু এগিয়ে বেরো - সেই সেন্সটুকু নেই। না দেখে বেরোতে গিয়ে ওর পিছনে বাম্পারের ওপর স্টীলের না অ্যালুমিনিয়ামের একটা প্রোটেক্টর মতন থাকে না - সেটা আটকে ফেললো - তাও দেখেনি, গাঁ গাঁ করে বেরলো, আর আমার বাম্পার পুরো চড় চড় করে খুলে পড়ে গেলো...
  • tkn | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৪১ | 122.163.79.7
  • সেম এক্সপি ঃ-)। আমার ন বছরে দুটো ধাক্কা। একটা বড় করে রেয়ার এন্ডেড, একটা আলতো করে। ইন্স্যুরেন্স সোনামুখে পুরো কভার করেছিল।একটা বোধহয় ৫০০ ডলারের কিছু পে করার ব্যাপার ছিল আমার, তা সেও ইঃ কোঃ গুঁতোনি ড্রাইভারের থেকে উসুল করে দিয়েছিল। আর তারপর এখানে এসে দু বছরে তিন ধাক্কা, অগুন্তি স্ক্র্যাচ এবং আয়না তিনবার ধাক্কায় চুর্চুর ঃ-((
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৩৮ | 216.52.215.232
  • আমার তো রয়্যাল সুন্দরম। কোন ঝামই করেনি।
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৩৮ | 216.52.215.232
  • আমার একবারই হয়েছে। পিছন থেকে ঢুঁসো। ইন্স্যুরেন্স ক্লেম করতেই হল। খালি আউট-অফ-পকেট এক্সপেন্স সে ব্যাটা দিল।
  • tkn | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৩৭ | 122.163.79.7
  • এঃ, বাজে ধাক্কা। তাও ভালো যে তোমার কিছু হয় নি। ইনস্যুরেন্স বাম্পার কভারেজ নিয়ে পোচ্চুর ফ্যাকড়া বার করে দেখেছি। যদি তোমর ইন্স্যুরেন্স না করে তাইলে অবিলম্বে জানাও সে কোন কোং। আমিও পরের বার তাদের কোলেই গাড়ি সঁপে দেব ঃ-)
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৩৪ | 61.95.144.122
  • দশ বছর বাইরে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হল দুইবার দুই পাবলিক পিছনে গুঁতিয়েছিলো - আমার ইনস্যুরেন্স লাগেইনি। এখানে দেড় বছরে ঘষে/গুঁতিয়ে/ঠুকে কতবার হল কে জানে। এই দিন দশেক আগে এক বাইকওয়ালা ডানদিকে গুঁতিয়ে বিরাট স্ক্র্যাচ দিয়েছিলো, আর আয়না ভেঙেছিলো - সেটা ঠিক করালুম। আবার এই কদিনের মধ্যে ফের...আকাট ড্রাইভারে ভরে গেছে পুরো।
  • Arpan | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৩৩ | 216.52.215.232
  • যাঃ!
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৯ ১২:৩০ | 61.95.144.122
  • রিক্সাতে তো একদিক খুলে দিয়েছিলো - সেটা আমি অনেক কায়দা করে আটকেছিলুম - পিছনে একটা মেটাল ওয়াশার অ্যারালডাইট দিয়ে আটকে সেটাকে পুরো স্ক্রু দিয়ে (স্ক্রু-এর গর্তটা কেটে গেসলো)। আজ আর কিছু বাকি নেই - পুরো খুলে বেরিয়ে এসেছে। ফগ লাইটগুলো গেছে। ওয়াশারের ট্যাঙ্কের ভাল্‌ভ গেছে। মানে বাম্পারের সাথে যা কিছু লাগানো থাকে সব গেছে। এখন দেখি ইনস্যুরেন্স কি বলে।
  • tkn | ২৭ অক্টোবর ২০০৯ ১২:২৭ | 122.163.79.7
  • কদিন আগেই রিক্সাতেও এরকম কি করেছিল না? এদিকে ইনসিওরেন্স তো বোধহয় বাম্পারের কভরেজ নিয়ে কি সব ঝামেলা করে দেখি...
  • Arijit | ২৭ অক্টোবর ২০০৯ ১২:২১ | 61.95.144.122
  • আজ একখানি শাটল অ্যাম্বাস্যাডর জবরদস্তি নাক ঢুকিয়ে যেতে গিয়ে গাড়ির বাম্পার পুরো খুলে রাস্তায় ফেলে পালিয়ে গেছে। এইমাত্র গ্যারেজে জমা দিয়ে আপিসে এলুমঃ-(
  • h | ২৭ অক্টোবর ২০০৯ ১২:১৭ | 203.99.212.224
  • ওকে।

    আজকের প্রতিদিনে, ভোলানাথ ঘোষের প্রলাপটি পড়লাম।

    অনিল বসু র কোটেশনটা পেলাম। কুরুচিপূর্ণ মন্তব্য সন্দেহ নেই। তবে বাংলায় রাজনীতির ভাষাটা আপাততঃ এরকম খেউড় ভিত্তিক। এটাকেই অনেক বলছেন, সাধারণ মানুষের ভাষা, ইত্যাদি। এবং যাঁরা বলছেন তারা মূলতঃ তৃণমূল ক্যাম্পের লোক।

    আর ভোলানাথ ঘোষের 'বৃহন্নলা' ইত্যাদি মন্তব্য এবং রিজয়েন্ডারটা পড়লে দেখতে পাবেন, মহিলা বা মহিলাসুলভ ইত্যাদি শব্দ বা ধারণা গুলি, পুঙ্গবদের ক্ষমতার এলাকা রাজনীতির বাচ্যে সাধারণতঃ মানুষকে অপমান করার জন্য ব্যবহার হয়।

    টেলিগ্রাফের শাড়ি ফ্রাফিক, আজকালে সম্প্রতি জয়দেব বসুর লেখায় সুনন্দ সান্যাল দের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ইত্যাদি দেখলে, সঙ্গে মুকুল রায়ের বা শ্রীরামপুরের সাংসদের মন্তব্য ইত্যাদি দেখলে বুঝবেন, লোকজন অবৈকল্য বলতে মূলতঃ গালাগাল বুজছে।

    এটা নিয়ে হাই মরাল গ্রাউন্ড নেওয়ার জায়গা প্রায় কারো রি নেই।

    আর আপনার যে মন্তব্য টা সেটা কুরুচিপূর্ণ একটাই কারণে, পর্নোগ্রাফিক পার্সপেক্টিভ থেকে বলা সেটা। ক্যামেরার অ্যাংগল যেমন আজকাল বগ স্ট্যান্ডার্ড বাংলা উপন্যাসেও থাকছে। খারাপ লাগার কিছু নেই। ইন ফ্যাক্ট গরব সে কহো হাম অ্যাংগল হ্যায়।

    আমি বা আমরা অনেকেই (কুরুচিপূর্ণ) সোয়ারিং করি, এই গুরুতেই করি। এটা অ্যাংগল/ক্যামেরা পার্সপেকটিভ ঠিক না হলেও নট ফার ফ্রম দেয়ার। আমি আপনার অসাবধানতা ধরলাম, আপনিও পাল্লেই ধরবেন এবং টুইয়ে দেবেন;-)

    জেনেরালি গালাগাল টা , খেউড় টা এখন ক্রোধের একমাত্র প্রকাশ হয়ে দাঁড়িয়েছে। আমরাই দায়ী। আমাদেরি কাগজ এগুলো। আমাদেরি মন্ত্রী আর প্রাক্তন সাংসদ।
  • arindam | ২৭ অক্টোবর ২০০৯ ১১:১৪ | 202.56.207.56
  • h
    বিনীত বিনয় ও অনিল-এর মন্তব্য পড়েছেন, না-হলে কাগজ খুলে দেখে নিন...
  • h | ২৭ অক্টোবর ২০০৯ ১১:০১ | 203.99.212.224
  • অরিন্দম লাস্ট কমেন্ট টার একটু ব্যাখ্যা চাই ছি। পাবো? ঠিক বুঝলাম না। একতু বিষদ ব্যাখ্যা চাই, নইলে প্রলাপের মত শোনাচ্ছে।
  • tkn | ২৭ অক্টোবর ২০০৯ ১০:৩৭ | 122.163.79.7
  • আমি পড়ছি এখন, হ্যাঁ, ভালো লাগছে তো।
  • san | ২৭ অক্টোবর ২০০৯ ০৯:৪০ | 123.201.53.3
  • আম্মো পড়েছি, ঠিকই আছে। মজাই লাগছিল।
  • aishik | ২৭ অক্টোবর ২০০৯ ০৯:৩১ | 122.166.22.73
  • কেউ চেতন ভগত এর two states পড়েছ? আমি পড়্‌লুম, আমার ভালই লাগলো। আর হ্যাঁ, অগস্ট রাশ আমি দেখেছি, ভালো সিনেমা, কাল দেখ্‌লুম হোম এলোন, খুব ফুর্তি হোলো।
  • arindam | ২৭ অক্টোবর ২০০৯ ০৭:৫৫ | 59.93.193.255
  • পেছন , পেট মোটা, সব বলা হয়ে গেছে এবার সি পি এম নেতাদের হাতে রয়েছে নারী শরীরের অন্য অঙ্গগুলি নিয়ে বলা। তার আকার অকৃতি ও প্রকৃতি সম্পর্কে জানান।নারী শরীরের আনাচ কানাচ দিয়ে না-গেলে শিল্প হয়না, তাও আবার লাল কাপড়ে মোড়া বিপ্লবী শিল্প বলে কথা।পাগলা পারিনা!!! কোথায় রাখি এইসব মহান বিপল্বী সংস্কৃতিমনস্ক কম্যুনিস্ট পার্তীর নেতাদের।
  • Sayantan | ২৭ অক্টোবর ২০০৯ ০৩:৪৪ | 159.53.78.142
  • দু'দিও ফীল্ডে আছে কিন্তু টুকি করছে না!
    ঠিকাছে। আমিও কাটলাম। তবে যদি কেউ আসে। ঃ((((
  • Tim | ২৭ অক্টোবর ২০০৯ ০৩:৪০ | 198.82.21.34
  • নাহ্‌ যাই। একটু কিছু খেলে ঘুম কেটে যেতে পারে।
  • Tim | ২৭ অক্টোবর ২০০৯ ০৩:৩৯ | 198.82.21.34
  • আধখানাই গাইতে পারবো। বাকি আদ্ধেক জেলে গাইতে হবে। অবশ্য সেখানেও জানলা নেই নিশ্চই। ঃ-)
  • tkn | ২৭ অক্টোবর ২০০৯ ০৩:৩৭ | 122.163.79.7
  • ওঃ, যাবার সময় টিম আবার গান মনে পাড়িয়ে দিল .... "ইতনে বড়ে ঘর মে নেহিইই, এক ভি ঝরোকা..." শিগ্গির দেওয়াল ভাঙো বাকি গানটা গাইতে গাইতে ঃ-)
  • tkn | ২৭ অক্টোবর ২০০৯ ০৩:৩৬ | 122.163.79.7
  • বেশ, আপনি জানলা খুলুন। আমিও যাই, দেখি হঠাৎ পাওয়া ঘুম কেমন কাজে দেয় ঃ-)
  • Tim | ২৭ অক্টোবর ২০০৯ ০৩:৩৫ | 198.82.21.34
  • আমার তো জানলাও নেই। একটা বদ্ধ ঘরে একগাদা আজগুবি যন্ত্রের মাঝে নিষ্কর্মার মত বসে বসে ঝিমোচ্ছি। একটা যাচ্ছেতাই ম্যাকের মত লাগছে ঘরটাকে। ঃ-(
  • Sayantan | ২৭ অক্টোবর ২০০৯ ০৩:৩৫ | 159.53.78.142
  • অক্ষর লিখে দেখি তাতে কেমং অক্ষদা অক্ষদা গন্ধ। উনি আছেন নাকি আশেপাশে? এই যে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত