এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ২২ অক্টোবর ২০০৯ ২১:৫২ | 143.111.22.23
  • স্কার্ট?
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২১:৫১ | 117.195.40.105
  • একমাত্র ডেনিম ছাড়া আর কোন মেতেরিয়ালের সাথে ফর্মাল, ইনফর্মালের কোন সম্বন্ধ নাই।

    আমাকে আগের একটা কোঙে "ড্রেসকোড'এর ওপরে সফট স্কিলের ক্লাস করতে ও পরীক্ষা দিতে হয়েছি। কি তর্ক করেছিলাম "সালোয়ার কামিজ কেন ফর্মাল নয়?' এই মর্মে। ঃ( ঃ(
  • aka | ২২ অক্টোবর ২০০৯ ২১:৪৯ | 173.33.234.215
  • রিংকল ফ্রি মানে জামা বা প্যান্ট কিনলে তার সাথে রিংকল ফ্রি তে দেয়।
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২১:৪৮ | 117.195.40.105
  • অক্ষদাগো,

    ভারতের অনেক কোম্পানিতে এখনও সালোয়ার-কামিজ'কে ফর্মাল ধরে না। অনেক জায়গায় ধরে অবশ্য। স্যানদের কেসটা না জেনে বলি কি করে?
  • a x | ২২ অক্টোবর ২০০৯ ২১:৪৬ | 143.111.22.23
  • দ উক্ত মেটেরিয়ালের সালোয়ারও হয় তো। আর সুতি না হলে ফর্মাল হবেনা কেন? সিল্ক কি ফর্মাল না?

    এই কোম্পানীতে মিলিটারি পরিবেশ জিনিসটা বহুত বিরক্তিকর। আমার আগের কোম্পানীতেও ছিল। তবে আমি এমনি ট্রাউসারই ইস্তিরি না করেই পরে যেতাম।
  • a x | ২২ অক্টোবর ২০০৯ ২১:৪৩ | 143.111.22.23
  • ২০১১টা একটু তাড়াতাড়ি এনে দে মা। এই ক্যাওম্যাও শেষ হয় তাইলে।
  • san | ২২ অক্টোবর ২০০৯ ২১:৪২ | 123.201.53.3
  • তাছাড়া সালওয়ার/শাড়ি সুতির না হলে ফর্মাল হয় নাকি ?
  • san | ২২ অক্টোবর ২০০৯ ২১:৪০ | 123.201.53.3
  • শাড়ি ???????? আমি মোটেও একা একা শাড়ি পরতে পারিনা। তছাড়া দুঘন্টা পরেই ওসব ঘাগরা হয়ে যায়। ইত্যাদি।

    বাবারে। আমি উইকেন্ডে রিংকল ফ্রি ট্রাউজার কিনে আনব।
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ২১:৩৪ | 122.252.231.12
  • রিঙ্কল ফ্রি ট্রাউজার পাওয়া যায় তো। আমার তো কয়েকটা আছে।
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২১:২৯ | 117.195.40.105
  • স্যান,

    চাট্টি শিফন, জর্জেট ইত্যাদি শাড়ি কিনে রাখো, অফিসে রোজ রোজ পরে যেও। ইস্তিরি মিস্তিরির বালাই নেই।
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২১:২৭ | 117.195.40.105
  • মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বেশ কটা সিট পেল। এর মধ্যে একটা হল খড়গপাসলা। এখান থেকেই পুণেতে জল সরবরাহ হয়। লোকজন বলছে এবারে যেই গরমকালে জল কমে যাবে, অমনি MNS নির্ঘাৎ বলবে অমারাঠীদের জল দেবো না।
  • san | ২২ অক্টোবর ২০০৯ ২১:২৬ | 123.201.53.3
  • নতুন দোকানে প্লাস সামনের সোমবার থেকে পুরোন দোকানেও। (দমদি, অফিসে)।

    না সে মেয়েদেরও ফর্মাল পরেই বেটার দেখায় ( আমার মতে) কিন্তু জিনস পরাটা নিজের পক্ষে সুবিধের কেননা ইস্ত্রি করার পরিশ্রম বেঁচে যায় ঃ-)
  • m | ২২ অক্টোবর ২০০৯ ২১:২৩ | 173.26.17.106
  • আমার বাপু টাই-কোট বাদ দিয়ে ছেলেদের ফর্মাল ব্যাপার টা খুব ভাল্লাগে।সাদা জামা আর নীল প্যান্ট হলে তো কথাই নেইঃ))পেছনে সাইকেলের কেরিয়ারে দুটো খাতা বই,থুড়ি ল্যাপটপঃ)
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২১:১৭ | 117.195.40.105
  • দোকানে? ফর্মাল?? বেঙ্গালুরুতে কি একুশে আইন জারি হয়েছে? কি সাংঘাতিক!! মাছ কিনতে ফর্মাল পরে যাচ্ছি ..... ভাবতেই কিরকম একটা ...

    আরে ঠিক ঠিক s ফর "সজারু' ঃ)
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ২১:১৭ | 122.252.231.12
  • নতুন না পুরনো?
  • san | ২২ অক্টোবর ২০০৯ ২১:১৪ | 123.201.53.3
  • না মানে, আর 'মেয়েগুলো যত পেটরোগা পাব্লিক ... প্যানপ্যানানি করবে ' দেখে মনে হল উনি মেয়ে নন ঃ-)

    এদিকে দোকানে এবার থেকে ফর্মাল পরে যেতে হবে। ডিসগাস্টিং ।
  • s | ২২ অক্টোবর ২০০৯ ২১:১৩ | 122.167.205.22
  • কি?????????এত বড় কথা?আমি নাকি মনোযোগ পাওনের ট্রাই করছি।।ডি কে চিবিয়ে খাবো যদি সামনে পাই।

    করিনা শিল্পা ঐগুলো পেটরোগা তো বটেই,বডিতেও তো রোগাঃ)।।তা বডি রোগা হলে পেট ও রোগা হবেই।

    হেহে স্যান,আমাকে মজারু বলেছে,ভাগ্যিস সজারু বলেনি।বল্লেই কাটা ফুটিয়ে দেব
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২১:১১ | 117.195.40.105
  • অ্যাই অ্যাই! "ভদ্রলোক' কেমন করে জানলে?
    আরে অম্বুলে রুগীদের রকমসকম আমরা কী করে জানব? :D
    (হ্যাঁ এইবারে যা ক্ষেপবেন না উনি!)
  • san | ২২ অক্টোবর ২০০৯ ২১:০৮ | 123.201.53.3
  • ইয়ে, এই ডিএম ভদ্রলোক তো মজার। নিজেই খালি অম্বল তো সকলেরই হয় বলে প্যানপ্যান করছেন আর মেয়েদের উপরে রেগে যাচ্ছেন ! আমরাই তো বরং বলছি অম্বল টম্বল যত বুড়োদের হয় , আমাদের কস্মিনকালেও হয়না! আমরা কিনা সুস্থ সবল শক্তসমর্থ মানুষজন ঃ-)

    নাঃ। ঘেঁটে যাচ্ছে।
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২১:০৮ | 117.195.40.105
  • আহা বরফ!!
  • m | ২২ অক্টোবর ২০০৯ ২০:৫৯ | 173.26.17.106
  • বৃষ্টি,মেঘ,ঠান্ডা-কি চাও, এমনকি এমাসের শুরুতে বরফ অবধি পড়েছেঃ((
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২০:৩২ | 117.195.40.105
  • বৃষ্টি তো মনে হয় তোমাদের সঙ্গের সাথী, তাই না?
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২০:৩১ | 117.195.40.105
  • অ তাই অজ্জিতরে ভাটে দেখা যায় নি।
  • m | ২২ অক্টোবর ২০০৯ ২০:৩১ | 173.26.17.106
  • আমাদের দিকে 'ফল' চমৎকার, তবে বৃষ্টির ঠেলায় পাতারা সৌন্দর্যবর্ধনের আগেই এমনিতেই 'ফল' করছেন।
  • intellidiot | ২২ অক্টোবর ২০০৯ ২০:৩০ | 117.194.65.6
  • আজ অরিজিতদাকে হঠাৎ রাস্তায় পাকড়াও করে বেধড়ক চমকে দিয়েছি ঃ-)

    ব্ল্যাঙ্কোভাইকেও দেখলাম দূর থেকে।
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ২০:৩০ | 122.173.176.122
  • ঃ-((((
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ২০:২৬ | 216.52.215.232
  • মোল্লা নাসিরুদ্দিনের প্রতিবেশীঃ শুনেছ নাসিরুদ্দিন, তোমার পাশের বাড়িতে নাকি বিরিয়ানি রাঁধছে?

    নাসিরুদ্দিনঃ তাতে আমার কী?

    প্রঃ না, শুনলাম, তোমাকেও ওরা ভাগ দেবে।

    নাঃ তাতে তোমার কী?

    (বাড়ি গেলাম ঃ-))))
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ২০:১৯ | 122.161.63.122
  • 8.14য় প্রাইম***
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ২০:১৫ | 122.161.63.122
  • অ, বুঝড, কুল .. @ দ ঃ-))
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ২০:১৪ | 122.161.63.122
  • সে তো কোনো নন-ঘটিদেরই নেই হয়ত। কিন্তু প্রাইপ উমিদওয়ার তো তিনজনই

    যে খাবে, যে খাওয়াবে আর যে খাওয়ানোর কারণ জানে
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২০:১০ | 117.195.40.105
  • আহা রাগো কেন তেকোনা? উনি এট্টু মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন। যাঁরা খুব অম্বলে ভোগে, তাঁদের অমন একটু আধটু হয়। ও তুমি আমি বুঝবো না। ;)
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ২০:০৮ | 216.52.215.232
  • দম কেন নয়? তাহারও তো নীতিগত আপত্তি নাই। ;-)
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ২০:০৬ | 122.161.63.122
  • আর এইদিকে একটা "মেয়েগুলো পেটরোগা" দেখে প্রবল ইয়ে হলাম। এর মানে কি? কে বলে এসব কথা? মেয়েরা পেটরোগা হলে করিণা কাপুর/শিল্পা শেট্টি ইত্যাদি হয়। প্যানপ্যানানি কিসের?
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ২০:০৩ | 122.161.63.122
  • অপশন আছে। SMS-এ ভোটিং করিয়ে নিতে হবে

    অর্পণ
    রঙ্গন
    দীপু
    তবে যার বাড়িতেই পাঠাই, উত্তর না পেলে পাঠাবৈ, তুমি টিভির বন্দোবস্ত করে রেখো ঃ-))
  • d | ২২ অক্টোবর ২০০৯ ২০:০১ | 117.195.40.105
  • আচ্ছা রবাহুত একপিস দীর্ঘশ্বাস ফেলে গেছে কেন? কেউ জানে?
  • d | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৫৭ | 117.195.40.105
  • কোথায়? অপ্পনের বাড়ী? রঙ্গনের বাড়ী? যেখানেই পাঠাও আগে একটু বলে রেখো, আমি খুঁজেপেতে টিভি দেখার ব্যবস্থা করব। আহা বন্ধুজনেরা ছেলেব্রিটি হচ্ছে ....
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৫৫ | 122.161.63.122
  • কিন্তু আমার প্রব হ্যায়। উত্তর না পেলে তারানন্দকে পাঠাবো...
  • dipu | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৫৫ | 59.164.188.229
  • হ্যাঁ, মহিলারা মুক্তি পেয়েছেন।
  • d | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৫৪ | 117.195.40.105
  • ন্যানোর আগুন নিয়ে আজ অফিসেও প্রচুর খিল্লি শুনলাম।
  • m | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৫৩ | 173.26.17.106
  • দীপু,
    সেই মহিলারা কি জেল থেকে মুক্তি পেয়েছেন?
  • d | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৫৩ | 117.195.40.105
  • কে জানে কি প্রব? তবে ঘটিদের না খাওয়ালে আমার কোন অপত্তি নেই।

    আচ্ছা বাইনারি, তোমাদের ওদিকে এবারে "ফল' কেমন? ঈস্ট কোস্টে নাকি এবারে একেবারে "ফল' নেই।
    মিঠু, তোমাদের ওদিকে?
  • dipu | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৫০ | 59.164.188.229
  • ওসিকে ছেড়ে দিয়েছে। বাড়ি ফিরছেন। তারানন্দ ওসির বাড়ি থেকে নড়তেই চাইছে না। ওসির সেজপিসির মাসিশাশুড়ির ইন্টারভিউ নিচ্ছে।
  • Arpan | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৪০ | 216.52.215.232
  • সেটা তো র-য়ের হাইপোথেসিস। ওনারে জিগান।
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৩৮ | 122.161.63.122
  • আর একটা কোঃ, অর্পণের ঘটিদের খাওয়াতে ক্যা প্রব?
  • tkn | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৩৭ | 122.161.63.122
  • ন্যানোতে আগুন লাগলে দীপু হাসে কেন? দীপু হাসলে অর্পণ খাওয়ায় কেন?
  • m | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৩৬ | 173.26.17.106
  • সাঁকরাইলের ওসির সর্বশেষ খবর কি?
  • s | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৩৫ | 122.167.205.22
  • আমি আর ডি এম একি লোক,একবার ডাক্‌নাম দিয়েছি,আর এক্বার ভালো নাম,
  • dm | ২২ অক্টোবর ২০০৯ ১৯:৩৩ | 122.167.205.22
  • এইজন্য সাধে কি বাঙ্গালী দের পেট রোগা বলে ?ঐ সব তেলেভাজা,পায়েস খাবে,তারপরে পাটিয়ে পড়বে। বাঙ্গালী দের খাওয়া উচিত হাল্কা খাবার দাবার,তাহলে অন্তত এই বদনামের ভাগিদার হতে হয়না।
    আর মেয়েগুলো যত পেট রোগা পাব্লিক।ফুচকা,আলুকাবলি খাবে,আর তারপরে শরীর খারাপ হয়েছে বলে প্যানপ্যানানি করবে।
  • s | ২২ অক্টোবর ২০০৯ ১৯:২৯ | 122.167.205.22
  • অম্বল যে কোন বয়সের ই হতে পারে,আড়াই বছরের বাচ্চাকেও তেলে ভাজা খাওয়াও তার ও অম্বল হবে ।অম্বল বয়স্ক দের হয় ,এমন কথা জন্মেও শুনিনি।।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত