সাখাওয়াত ই মনে হয়। বিকেলবেলা ছুটি হলে গোটা এক্সাইড চত্বরে জ্যাম হয়।
Arijit | ১৯ অক্টোবর ২০০৯ ১১:০০ | 61.95.144.122
ওটাই সাখাওয়াত মেমোরিয়াল। শ্যাল্দায় সাখাওয়াত (বা তার কোন শাখা) আছে বলে জানি নে তো!
Arijit | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৫৯ | 61.95.144.122
নতুন গুচ-র পোস্টার দেখলুম। কোশ্চেন হল গুচ কি ভুল বানামেই (ণ্ড হওয়া উচিত) বেরোতে থাকবে?
sinfaut | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৫৮ | 117.194.193.136
ঠিক ধরেছিলাম। দীপু চেনে যখন মেয়েদের স্কুলই হবে।
আজ কি সবার আপিস? আমার কেমন ছুটি। অপ হলিডে।
Sudipta | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৫৮ | 122.169.132.36
সাখাওয়াত শ্যালদায় না? ওদিকেও আছে?
Arijit | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৫৭ | 61.95.144.122
লর্ড সিনহা রোডে আগে ল্যান্ডমার্ক ছিলো - ওটাই এখন স্টারমার্ক হয়েছে। ওই কি যে মেয়েদের ইস্কুলটার কাছে - সাখাওয়াত মেমোরিয়াল কি?
dipu | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৫৬ | 207.179.11.216
লর্ড সিনহা রোডে ইস্কুলটা চিনি। ওর কাছে?
Arijit | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৫৬ | 61.95.144.122
কিন্তু এক তাক (লিটারেলি এক তাক) ভত্তি মমতা ব্যানার্জীর বই দেখে আমি বেজায় অবাক হলুম। উনি এতগুলো বই লিখেছেন, এবং কেউ একটা পয়সা খচ্চা করে সেগুলো ছাপিয়েছে, এবং স্টারমার্কে রেখেছে, এবং লোকে পয়সা দিয়ে সেগুলো কেনে!
লর্ড সিনহা রোডেরটায় বেটার। কিন্তু এটাতেও আছে বলেছিলো...যা আছে সেটা না থাকলেও চলতোঃ-)
Sudipta | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৫৪ | 122.169.132.36
এই দ্যাকো, সব্বাই মিলে কেমন খিল্লি করে দিলো ঃ((
আরে মক্কা মসজিদের দিকে নয়; আরো পোষ্কার করে বলি; কোটি-র (কটিদেশ নয় বাপু, ওটা জায়গার নাম) দিক থেকে চারমিনারের দিকে ঢুকলে যেখানে দাঁড়াবে, সেই রাস্তাটার কথা বলছি, মক্কা তো পেছনটায়।
bb, পরিবার সহ বসা যায়; সিঁড়ি দিয়ে উপরে চলে যাবেন, এসি আছে, বসার-ও সুব্যবস্থা।
হানুদা, নিরাশ হবে না, এ আমি বলে রাখছি। তবে আজকাল ট্যুরিস্ট ধরার জন্য সব বড় বড় খাওয়ার জায়গায় বীফ তুলে দিয়েছে, খুব বাজে ব্যাপার, খোদ হায়দ্রাবাদে বীফের ভালো প্রিপারেশন বানায় এমন দোকানের অভাব!
d | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৫৩ | 117.195.34.103
কিন্তু র যে বলল লর্ড সিন্হা রোডেরটায় বেশী ভাল বাংলা বইয়ের কালেকশান। আমি তো সেই জন্য ওটাতেই গেসলাম। ঐ আর কি, মন্দ নয়। কয়েকটা ভাল বই পেয়েওছি।
আসলে কলেজ স্ট্রীট পুরো লক্ষ্মীপুজো অবধি বন্ধ ছিল, নাহলে আমি কক্ষণো স্টারমার্কে বাংলা বই খুঁজতে যেতাম না
sinfaut | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৫২ | 117.194.193.136
ঐ জন্যি তো 'অন্তত' লিখলাম। নাহলে তো অসীম সম্ভাবনাময় পিছন দেখানোর অবকাশ থেকেই যায়, উদ্দিষ্ট গোল হোক বা চৌকো।
Arijit | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৫১ | 61.95.144.122
সিদিন র বল্ল সাউথ সিটির স্টারমার্কে ভালো বাংলা বইয়ের কালেকশন আছে - আমি গিয়ে বহুত বোর হলুম। মোটামুটি ফেলুদা, কাকাবাবু, অর্জুন, নটনটীর গপ্পো আর মমতা ব্যানার্জীর বইয়ে ভত্তি (বাব্বাঃ দিদি কতগুনো বই লিখে ফেলেছেন!!! কে যে কেনে!) - অনেক খুঁজে এক পিস কুদরত রঙ্গিবিরঙ্গী পেলুম...
bb | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৪৭ | 117.195.166.49
@সুদীপ্ত, এই দোকানটা কি মক্কা মসজিদের দিকে? পরিবারসহ বসা যায়? আপনি কি নতুন Baba's Chullaতে কোলকাতা বিরিয়ানী খেয়ে দেখেচেন?
h | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৪৭ | 203.99.212.224
হ্যাঁ সিমেট্রির দিকটাও ভাবা দরকার। কিন্তু আমি হায়ে্দরাবাদ গেলে এইখানে খাবো। শাদাবে।
Arijit | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৪৫ | 61.95.144.122
ভাগ্যিস চারমিনারটা গোল নয়!
d | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৪১ | 117.195.34.103
৪টে দিক আর ৪টে কোণ, ৮ রকমের পেছন করে দাঁড়ানো যায় তো।
h | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৩৭ | 203.99.212.224
x ২ টা যে বলে নি এই অনেক।
sinfaut | ১৯ অক্টোবর ২০০৯ ১০:২৮ | 117.194.193.136
চার্মিনারের দিকে পেছন করে তো কত রকম ভাবে দাঁড়ানো যায়, অন্তত চার রকম তো বটেই! ;-)
Sudipta | ১৯ অক্টোবর ২০০৯ ১০:২৩ | 122.169.132.36
একটা দরকারী কথা; কাল রাত্তিরে হায়দ্রাবাদে আমার মতে সেরা বিরিয়ানি খেলাম; হোটেলের নাম শাদাব; কিভাবে যাবেন সেটাও বলে দি-ই; চারমিনারের দিকে পেছন ফিরে দাঁড়ান, এবার সোজা চারমিনারের দিকে পিঠ করে হাঁটতে থাকলে একটু পরেই রাস্তায় ডিভাইডার শুরু হবে, তার ১০ মিটারের মধ্যেই বাঁদিকে রাস্তায় টার্ন নিন, সামনেই ডানদিকে দেখবেন শাদাব ঝলমল করছে; প্যারাডাইস, বাওয়ার্চি, হ্যাদ্রাবাদ হাউসের চেয়ে হাজার গুণ ভালো, সাইড ডিশের ও জবাব নেই; তবে হ্যাঁ কাল প্রথম পায়া খেলুম, সুরুয়া টাইপের জিনিসটা খেলেও, তার ভেতর থেকে পাঁঠার ক্ষুর-সমেত ঠ্যাং যখন বের হল, সেই বস্তু টি আর চেখে দেখতে ইচ্ছে হল না ঃ(
আর হ্যাঁ, কাল আর-ও একটা ব্যাপার ঘটেছে, দেখি সময় করে লিখব, আপাততঃ উপযুক্ত টই পেলাম না বলে লিখছি না, এই হায়দ্রাবাদ কেন এত পিসফুল সেই নিয়ে আর কি, সেন্সলেস লোক জন যত বেশী হবে তত তাদের প্রতিবাদ বলে ভেতরে কিছু থাকবে না আর শান্তিপুর্ণ অঞ্চল বলে স্বীকৃতি পাবে বৈ কি! দেখি ভাটে পরে লিখব।
h | ১৯ অক্টোবর ২০০৯ ০৯:৫৫ | 203.99.212.224
বিভিন্ন লোককে থ্যাংকু।
Samik | ১৯ অক্টোবর ২০০৯ ০৯:১৮ | 122.162.75.32
সকল ভাইদের শুভ ভাইফোঁটা। ঃ-)
kd | ১৯ অক্টোবর ২০০৯ ০২:১৯ | 59.93.199.149
2009 Ig Nobel awards
The Ig Nobels are awarded in categories such as Biology, Chemistry, Economics, Literature, Mathematics, Medicine, Peace, Physics, Public Health, and Veterinary Medicine. They are presented by Nobel laureates. This year's winners are...
Biology A group of scientists from Sagamihara in Japan won the Biology accolades for showing the world that bacteria from panda poo helps to reduce the mass of kitchen waste by over 90%.
Chemistry The Ig Nobel for Chemistry was awarded to a team of Mexican scientists for their work on creating diamonds from tequila.
Economics The Economics prize went to executives and auditors of four Icelandic banks, the Landsbanki, Glitnir, Kaupthing and Central bank. They showed that tiny banks can rapidly become big banks, and big banks can rapidly become tiny banks again. The same thing can happen to a nation's economy. Such as Iceland's economy.
Literature Ireland's police service took out the literature prize for writing over fifty traffic tickets and presenting them to Prawo Jazdy, Ireland's most notorious traffic offender. Prawo Jazdy is Polish for "Driving License".
Mathematics The Governor of the Reserve Bank in Zimbabwe, Gideon Gono, won the Mathematics prize for simplifying the currency for the people and helping them cope with rampant inflation. He simply had the bank print money in denominations that covered all the bases, with note values ranging from one cent to one hundred trillion dollars.
Medicine Winner of the Medicine prize was 83-year old Donald L. Unger from Thousand Oaks in California who cracked the knuckles of his left hand every day for over sixty years. He never once cracked the knuckles of his right hand. The aim of this experiment was to see if his mother was right and that cracking the knuckles causes arthritis. It doesn't.
Peace Stephan Bolliger, a pathologist from the University of Bern in Switzerland accepted the Ig Nobel Peace Prize on behalf of his team for finally solving the long-pondered question of whether being bashed on the head with a full bottle of beer is preferable to being bashed on the head with an empty one.
If you happen to be in a bar brawl, the full bottle is the one to choose because empty ones are sturdier, but both are strong enough to break the human skull, Bolliger said. Full beer bottles are likely to quickly explode because of the pressure built up in the bottle. The study's findings are relevant to court cases in which bottles have been used as weapons.
Physics Three American scientists won the physics award for finding out why pregnant women don't tip over. It seems the structure of the lumbar vertebrae in women helps to compensate when the center of gravity changes as the weight of their unborn child increases.
One of the researchers, anthropologist, Professor Shapiro of the University of Texas, explained that women have spines that are more curved than men's, and in pregnancy that curve is accentuated and protects the back muscles and bones from the extra stress.
Public Health Elena Bodnar, Sandra Marijan, and Raphael Lee of Illinois won the public health prize for their patent for a bra that can be converted quickly to two emergency face masks. Elena Bodnar attended the ceremony, but it is not known if she wore the invention herself - just in case.
Bodnar, originally from Ukraine began her career studying the after effects of the Chernobyl disaster. If the convertible bra had been available in the early hours of that disaster they might have protected wearers from Iodine-131 and the subsequent radiation sickness. The bra could also have protected people from asbestos and other dust in New York on September 11, 2001.
Veterinary Medicine Winners in the Veterinary Medicine category were researchers from Newcastle University, Catherine Douglas and Peter Rowlinson, who showed that cows give more milk if they are given names and affection. The findings arose from research aimed at improving the welfare of dairy cows.
Rowlinson attended the ceremony, but Douglas, a new mother, sent a picture of herself, a cow, and her baby wearing a cow suit. She dedicated her award to three cows: Purslane, Wendy and Tina.
Many of the researchers stressed that while their studies may sound funny, they are serious. Professor Shapiro said that while she understood why her research would qualify, it was actually "100 percent serious."
ফরিদা তো গুচ্ছ বেড়িয়ে এলো। অর্কুট ভর্তি করে গাদাগাদা ছবি লাগিয়েছে। হুঁ তেকোনাও লেখে না, ভিকিও যেন অন্য একটা কোথায় সেদিন লিখে গেল।
M | ১৮ অক্টোবর ২০০৯ ২৩:৪৩ | 59.93.215.214
৪৫ পাতা ভাট পড়লে আর কি কি পায়?
M | ১৮ অক্টোবর ২০০৯ ২৩:৪২ | 59.93.215.214
ঘুম্পাচ্চে
Tim | ১৮ অক্টোবর ২০০৯ ২৩:১৩ | 71.62.121.158
ঘুমোচ্ছিলাম তো। ঃ-( অবিশ্যি তার আগে তিনটে সিনেমা দেখেচি। আরো তিন চারটে দেখতে হবে আজ। ঃ-)
ফরিদা লেখেনা কেন? টিকেন্দিও কি লেখা ছেড়ে দিলো? কবিতার সুতোটা একেবারে থমকে গেছে।
d | ১৮ অক্টোবর ২০০৯ ২০:৫৩ | 117.195.33.131
এই তিমিটার ভারী অঙ্খার হয়েছে। সেই যবে থেকে ওর তিমিসদৃশ প্রতিভার প্রশংসা করেছি, তবে থেকে কবিতা লেখা ছেড়ে দিয়েছে। "খড়কুটো, পাখীর পালক' ও লেখে না।
kimbhutananda ji | ১৮ অক্টোবর ২০০৯ ১৮:২২ | 117.194.229.223
কি লিখি!! কবিতা না গল্প?? কিন্তু সময় যে বড় অল্প ঃ(
সময় বড় দামি দেবো কি এক ডজন হামি??
সবাই দেখছি কবিতা পড়তে চায়!! মাথা গুলো সব গেলো হায় হায়!!!
না বাবা আমি এবার কাটি পুড়ছে বাজি, আস্তে আস্তে হাটি
dipu | ১৮ অক্টোবর ২০০৯ ১৩:৩৭ | 59.164.190.51
পেইচি।
Samik | ১৮ অক্টোবর ২০০৯ ১৩:২০ | 122.162.75.124
অ্যাই দীপু, আমার রিপ্লাই পেয়েছিস?
dipu | ১৮ অক্টোবর ২০০৯ ১২:৪৯ | 59.164.190.51
প্যাঁচার কপালে উ হয়েছিল বলে ওর মা লাল ওসুদ লাগিয়ে দিয়েচে।
kc | ১৮ অক্টোবর ২০০৯ ১১:১৮ | 213.132.250.2
আমরা ভাবলাম কালীপুজোর শুভলগ্নে প্যাঁচা কাপালিকত্ব প্রাপ্ত হয়েছেন। ম্মাম্মাম্মা।
Samik | ১৮ অক্টোবর ২০০৯ ০৯:২৩ | 122.162.75.124
কাল কি হনুর হেপ্পি বাড্ডে ছিল? কেউ কিছু বল্লো না দেখে আমি একটু ধন্দিয়ে গেলাম।
pi | ১৭ অক্টোবর ২০০৯ ২২:২৯ | 72.83.87.203
কেন ? পুজোয় কি প্যাঁচার একটু সাজুগুজু করতে নেই ? লম্বা টিপটা এখন ইন থিং।
a x | ১৭ অক্টোবর ২০০৯ ২২:২৩ | 99.165.170.46
প্যাঁচার কি বিয়ে হল বা হিন্দুত্বায়ন সম্পূর্ণ হল?
dipu | ১৭ অক্টোবর ২০০৯ ২০:০১ | 59.164.188.165
স্টার আনন্দের ব্রেকিং নিউজ - আজ কালীপুজো।
h | ১৭ অক্টোবর ২০০৯ ১৯:৪৩ | 117.201.96.89
আজ একেবারে নির্জলা গেল। কাল অপ্প হয়েছিল। ভাগ্যে না থাকলে আর কী হবে। সব-ই অদৃষ্ট।
dipu | ১৭ অক্টোবর ২০০৯ ১৮:২৪ | 59.164.188.165
ভিকিদার সহজে আধুনিক বাংলা কবিতা লেখার কল দিকে দিকে ছড়িয়ে পড়ছে। আজ তাইওয়ানের এক বন্ধু আমাকে লিংকটা পাঠিয়ে বলল হেবি লেখা, এক্ষুণি পড়ে ফেল ঃ-))
baps | ১৭ অক্টোবর ২০০৯ ১৪:১১ | 203.199.41.181
শুক্কুর কই আজ যে শনিবার গা। তাতে কি লেগে যা পাগলা।।
aka | ১৭ অক্টোবর ২০০৯ ১১:৫৩ | 173.33.234.215
আজ শুক্কুরবার বহুদিন পরে হুলিয়ে রাম খাবার দিন সিঙ্গল মল্ট এবং জিলাবী? হ্যাটা না দিয়ে চেখেই নিন
pharida | ১৭ অক্টোবর ২০০৯ ০৭:৩০ | 122.163.95.135
হেপ্পী দিওয়ালী - টারাপ্পে টুরু...........
dipu | ১৭ অক্টোবর ২০০৯ ০৬:২১ | 59.164.99.226
আমার সময়ে Illumination contest হত। আমি বেরোনোর পরের বছর ইল্লু বা রঙ্গোলি বা দুটোই কোনো কারণে হয়নি, বা নম নম করে হয়েছিল। এবারে হচ্ছে কিনা রোকেয়া বলতে পারবে।
a x | ১৭ অক্টোবর ২০০৯ ০২:৪১ | 143.111.22.23
বুবুভা* বুভুক্ষুভাজা বোঝাতে চাইনি।
a x | ১৭ অক্টোবর ২০০৯ ০২:৪০ | 143.111.22.23
উঁহু রোকেয়া গণশক্তি পড়ে এই নিয়ে বুভুভা হওয়া উচিত! ঃ-))
rokeyaa | ১৭ অক্টোবর ২০০৯ ০২:৩৬ | 203.110.246.230
আজকের গণশক্তিতে দেখলাম, দিদি বলেছেন "আমরা কেউ চুড়ি পরে বসে নেই'। টেলিগ্রাফের ঐ লেখা নিয়ে বুবুভা হলে, এটাও যাওয়া উচিৎ!
d | ১৭ অক্টোবর ২০০৯ ০১:৪৯ | 117.195.39.227
একটা আস্ত লোক .... (নাহয় একটু মোটাসোটা) তাই বলে একেবারে গোটা জাতি হয়ে যাবে!
a x | ১৭ অক্টোবর ২০০৯ ০১:৩৬ | 143.111.22.23
এটা আর্য জাতির অর্কুট স্ট্যাটস দেখেলই বোঝা যাবে। সে নাকি নিভন্ত আগুনের পাশে বসে কিসব করছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন