বাইনারির ডিল অনুযায়ী মেয়েরা পুরো উইন উইন সিচুয়েশনে ঃ-))
অক্ষ ঃ-)))) প্রায় সেরকমই
a x | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫১ | 143.111.22.23
ও মা শাড়িতে তো বেশ বিঘৎ খান পেট বেরিয়ে থাকে! মানে কার পেট তারওপর অব্ভিয়াসলি জমির মাপ নির্ভর করছে। আমি পরলে ঐরকমই হবে।
tkn | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫১ | 122.173.176.122
বাইনারি, স্যান্ডো টাই-এর প্রশ্নটা স্যানকে না, অর্পণকে। 10.28-এর পোস্টের জন্য ঃ-)
দ, হ্যাঁ, এই প্রশ্ন দিল্লী ক্যাম্পাসে পোচ্চুর শুনতে হয় "অফ সোল্ডার' কেন অফিসে পরা যাবে না
অপ্পন ঃ-)))
Binary | ২২ অক্টোবর ২০০৯ ২২:৫০ | 198.169.6.50
*বাড়ীতে
Binary | ২২ অক্টোবর ২০০৯ ২২:৪৯ | 198.169.6.50
ওকে, লেট মেক -এ ডিল। আপিশে সবাই স্কার্ট পরবে, ছেলেরা এবং মেয়েরা। আড়ীতে সবাই স্যান্ডোগেঞ্জি পরবে, ছেলেরা এবং মেয়েরা।
a x | ২২ অক্টোবর ২০০৯ ২২:৪৮ | 143.111.22.23
ডিপ মেরুন লিপস্টিক চাপের, হাল্কা গোলাপী বা বাদামী ঠিক আছে, না পরলে আবার একদমই ঠিক নেই ;-)
Arpan | ২২ অক্টোবর ২০০৯ ২২:৪৮ | 122.252.231.12
কাঁধ বা পেট দেখানো পোশাক পরা যাবেনা জেনারেলি এইরম কর্পোরেট গাইডলাইন সব জায়গাতেই থাকে।
Binary | ২২ অক্টোবর ২০০৯ ২২:৪৭ | 198.169.6.50
অভ্যু-কে থ্যাঙ্কু, তবে ওতে আমার কোন কাজ দিবার নয়, কত ম্যান আওয়ার নস্ট হল বই দেখে টাই বাঁধা শিখতে !!!
a x | ২২ অক্টোবর ২০০৯ ২২:৪৬ | 143.111.22.23
এইত্তো এত সব সাবজেক্টিভ হয়ে যাচ্ছে। এরপর কেউ বলতে পারে দু ইঞ্চি সিঁদুর চাপের, 0.5 ইঞ্চি হলে ঠিক আছে।
Binary | ২২ অক্টোবর ২০০৯ ২২:৪৪ | 198.169.6.50
ও হ্যাঁ মাইমা স্কার্ট পরার কথা জখন কইলেন, এই সেদিন স্কটিশ ব্যান্ড কনসার্ট দেখতে গেছিলাম। স্কটিশদের ট্রাডিশনাল পোশাক স্কার্ট, মানে ছেলেদের। তো সব মুশকো মুশকো সাহেবরা, রংচং-এ স্কার্ট আর সাদা টপ পরে ব্যান্ড বাজাচ্ছে।
Arpan | ২২ অক্টোবর ২০০৯ ২২:৪৩ | 122.252.231.12
আমি তো পড়ব। কীভাবে করে জেনে স্টার্ট করলেই হয়। ঃ-)
tkn | ২২ অক্টোবর ২০০৯ ২২:৪৩ | 122.173.176.122
ডিডিদা, আচ্ছা, কাল থেকে লিখবো। কিন্তু, ঐ ফুটনোটটা বুঝলাম না। মানে আগের বার যে স্বগোতক্তিগুলো বিড়বিড়াতাম ব্র্যাকেটে ওগুলো বাদ?
অক্ষ, চপ্পল আর অ্যাঙ্কলেট মিলে ফটাস টুং ফটাস টুং... মোটেই ফর্ম্যাল না। তবে টুং বিহীন অ্যাঙ্কলেট হলে কিছু বলার নয়, কারণ তা মিটিং রুমে পা নাচালেও কারুর চোখে (পড়ুন কানে) লাগে না। সেম উইথ ঝুমকাস। আসলে ভারতীয় ড্রেস আর অ্যাকসেসরিজের অ্যাতো ভেরিয়েশন, বিয়ে থেকে অফিস অবধি.... আর সে ভেরিয়েশনে ফর্ম্যাল ইনফর্ম্যাল ব্যাপারটাও খুব স্পষ্টই। কানে হালকা ইয়ারিং, যে কোনো শেপের হোক, অসুবিধা নেই। কিন্তু ঝুমকাটা চাপের। তেমনই পায়ের ঝুনুক ঝুনুক পায়েল/ অ্যাঙ্কলেটও।
ক্যাজুয়ালের মধ্যেও আবার ভাগ আছে। আমার একটা ছানা এই মে মাসে একদিন কাঁধবিহীন একটি অঙ্গাবরণী চাপিয়ে আফিসে এলেন ..... তো, দিকে দিকে সেই বার্তা রটি গেল ক্রমে। আমি আবার সেদিন অন্য একটা আপিসে গেছি ... hr থেকে আমাকে ফোনে ধরে কি জ্বালাতনটাই না করল।
Arpan | ২২ অক্টোবর ২০০৯ ২২:৪১ | 122.252.231.12
তার সাথে বিন্দি ফ্রি আসে। বিন্দাস। ;-)
san | ২২ অক্টোবর ২০০৯ ২২:৪১ | 123.201.53.3
স্কার্ট দুদিন চোখে লাগবে তারপর অভ্যেস হয়ে যাবে। আগে ছেলেদের দুলটুল পরতে দেখলে মুখ বেঁকাতাম। এখন বয়েস বাড়ার সঙ্গে রুচির অধঃপতন হওয়ায় দেখি কাউকে কাউকে এককানে টপ মানিয়ে যায় ! সিরিয়াসলি! তবে খুব কম লোককেই ঃ-)
san | ২২ অক্টোবর ২০০৯ ২২:৩৯ | 123.201.53.3
তবে যে যাই বলুক ওয়েস্টার্ন ফর্মালের সঙ্গে ট্র্যাডিশনাল ইন্ডিয়ান গয়না দেখতে এমন অখাইদ্য অখাইদ্য অখাইদ্য লাগে!! ডিঃ আমার চোখে।
না না ঐ গরমের দিনে আপিস যাওয়ার সময় আমি লিঙ্গবৈষম্য ব্যপারটা খুব উপভোগ করি।
আর "সালোয়ার কামিজ কীভাবে পরিবেন' -- এই নিয়ে ঈশানের কাছে নির্ঘাৎ একটা চোথা আছে। সেই শাড়ী নিয়ে অলোচনার সময় ঈশান তেড়েফুঁড়ে একজন খুঁজছিল যাকে ও শাড়ী পরা শেখার জন্য চোথা সাপ্লাই দেবে। ঃ))
tkn | ২২ অক্টোবর ২০০৯ ২২:৩৫ | 122.173.176.122
আবার প্রশ্ন - স্যান্ডো গেঞ্জী তো অন্দর কি বাত হ্যায়। তার সঙ্গে টাই পরা না পরার কি সম্পোক্কো??
m | ২২ অক্টোবর ২০০৯ ২২:৩৫ | 173.26.17.106
কি ভালো ই লাগছে ভাবতে, অপ্পন স্কার্ট পরে আপিশে যাচ্ছে- শমীক আর স্বর নালি কোন কামিজ টা কে পরবে নিয়ে মারামারি করছেঃ)
Binary | ২২ অক্টোবর ২০০৯ ২২:৩২ | 198.169.6.50
লিঙ্গবৈশম্য না থাকলেই হয় .... বাড়ীতে আপিশে সক্কলে এক পড়বে, ছেলেরা আর মেয়ে রা ......
Arpan | ২২ অক্টোবর ২০০৯ ২২:২৮ | 122.252.231.12
এরে কয় এঁড়ে তক্কো। যারা স্যান্ডোগেঞ্জি পরে বসে থাকে তারা কি আর কর্মক্ষেত্রে টাই পরে?
dd | ২২ অক্টোবর ২০০৯ ২২:২৮ | 122.167.55.72
আরে ঐ ছোটো চার ছয় লাইনের পদ্দ নয়, ও তো হালায়,আমি ও লিখি। বেশ বড়ো (বিশ ত্রিশ কিস্তিতে) গুবগুবে গদ্য। কোটেশন ফোটেশন থাকতে পারে। কিন্তু পদ্দ নয়, আর ফুটনোট না থাকলেও চলবে।
Arpan | ২২ অক্টোবর ২০০৯ ২২:২৭ | 122.252.231.12
তবে কমরেড সালোয়ার-কামিজ কী করে পড়তে হয় সেই নিয়ে আশা করি কিছু আলোকপাত কর্বেন! ঃ-))
a x | ২২ অক্টোবর ২০০৯ ২২:২৬ | 143.111.22.23
পায়ে অ্যাঙ্কলেট এবং চপ্পল পরলে প্রবলেম কিসে? যদি সে অ্যাঙ্কলেট ঝুনঝুন করে তাহলে অসুবিধে থাকতে পারে অবশ্য। কিন্তু চপ্পল?
san | ২২ অক্টোবর ২০০৯ ২২:২৬ | 123.201.53.3
এঃ লিঙ্গবৈষম্য না হাতি। তোমরা যে বাড়িতে আত্মীরস্বজন বন্ধুবান্ধবের সামনে দিব্যি স্যান্ডোগেঞ্জি পরে বা ঊর্ধ্বাঙ্গ দিব্যি খুলে রেখে বসে থাকো। অফিসে সেই পাপের একটু প্রায়শ্চিত্ত হোক ঃ-))))))
হেঃ এরা যানেনা ফর্মাল ইনফর্মালের ধাক্কায় এখানে কি অবস্থা।
১) টাই মাস্ট, এখানে আসার আগে কোনোদিন টাই এর টিকি-ও দেখিনি। টাই বাঁধতে গেলে ছাগলের গলাবন্ধ-এর মত লাগে। জানিও না কিকরে। ভাগ্যে ওয়ালমার্টে প্রি-নটেড টাই পওয়া যায়।
২) ব্লেজার মাস্ট। হালায় শীতে -৪০ তে হেঁটে আপিসে আসতে হয়, বেজারের ওপর সোয়েটার, তার ওপর ওভার কোট।
৩) ব্ল্যাক পলিশড জুতো মাস্ট। শীতকালে ঐ পরে রাস্তায় পঁচ মিনিট হাঁটলে পাখুলে হাতে চলে আসবে। অপিশে এসে রিড্রেস আপ করতে হয়।
আর চিরকাল জিন্স আর টিসার্টে আপিশ করেছে, এখানে এসে স্বভাব বদলাতে হল। বাবার দেওয়া নাম পাল্টানোর মত।
dd | ২২ অক্টোবর ২০০৯ ২২:২২ | 122.167.55.72
অ্যাই যে স্যার তেকোনা। আপুনি আর ল্যাখেন ট্যাখেন না যে বড়ো ? শুদু আড্ডা মারেন।
ক্যানো ?
Arpan | ২২ অক্টোবর ২০০৯ ২২:২২ | 122.252.231.12
টাইপো। টাইপো। বাজে খোরাক। ঃ-(
tkn | ২২ অক্টোবর ২০০৯ ২২:১৮ | 122.173.176.122
গরম টই? কোনটা? তুলে দিন, পড়ে দেখি ঃ-)))
বাইনারি, এই নিন একটা হাতে গরম প্রশ্ন - কেমন আছেন?
স্যান, গুগল ইমেজে সার্চ মেরে দে। ছবি দেখে দেখে চিনে যাবি ঃ-))
Arpan | ২২ অক্টোবর ২০০৯ ২২:১৫ | 122.252.231.12
গরমে টই পরে ঘামতে থাকা - কী বলব আর! লিঙ্গবৈষম্য। ঃ((
Binary | ২২ অক্টোবর ২০০৯ ২২:১৫ | 198.169.6.50
উঃ একদুদিন না আসলে এত্ত ভাট এত্তো ভাট, অ্যাঁ ? বাঁদরের তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার মত হচ্ছে, এক পাতা পড়ছি, দেড় পাতা পিছিয়ে পড়ছি।
tkn | ২২ অক্টোবর ২০০৯ ২২:১৩ | 122.173.176.122
ইয়ে, আসলে, দিশি পোষাক (মেয়েদের) ফর্ম্যাল ইনফর্ম্যাল ব্যাপারটা খুব ঘাঁটা। সঃ স্কিঃ দিম্মণি হিসেবে ঐ তক্কাতক্কি করে করে জীবন গেল।
তবে মোটামুটি কোং পলিসি অনুযায়ী সালোয়ার কামিজও চলে ঠিকই। আসলে পড়ার ধরণের ওপর নির্ভর করে কিছুটা। সিল্ক জর্জেট ইত্যাদি পরে 'ছোড় দো আঁচল' টাইপ পিন করলে অসহ্য ইনফর্ম্যাল। তেমনই সাঃ কাঃ-র ক্ষেত্রেও। ঐ জর্জেটের ওড়না "গেল গেল, ধর ধর" হয়ে অফিসে গেলে সেটা বিরক্তিকর ইনফর্ম্যাল। তবে সুন্দর আয়রণড অ্যান্ড প্লিটেড সাঃ কাঃ পড়া যেতেই পারে। অনেক সময়েই দক্ষিণী কণ্যাদের বলতে হয় যে মন্দির আর অফিসের তফাৎ বোঝো। এরা একঢাল কোঁচকানো চুল আধখোলা রেখে একটা ছোটো ক্লিপ লাগায় আর জর্জেটের বা শিফনের সালোয়ার কামিজ পড়ে, কেউ কেউ দু পায়ে অ্যাঙ্কলেট এবং চপ্পল পড়েই অফিসে আসে।
এবং, বিশ্বাস করুন, আমি জানি যে এদের টেকনিক্যাল স্কিল মারাত্মক ভালো আর এও মানি যে কাজটাই মূখ্য। কিন্তু কর্পোরেট অ্যাটায়ার রুলস তা মানে না এবং তারাই আমায় এসব না মানার জন্য পয়সা দেয় ঃ-))) তাই....
Binary | ২২ অক্টোবর ২০০৯ ২২:১০ | 198.169.6.50
এতক্ষণ খুঁজে-টুজে, আমার উদ্দেশ্যে একটা প্রশ্ন পেলুম, দ করেছে।
এখানে ফল পাকতে শুরু করেছে। প্রতিবারের মতই। সকলে -১/-৪, আর বিকালে +৭/+৮, প্রতিবারের মতই।
তবে শুনছি এবারে নাকি সফট উইন্টার হবে। অ্যাল নিনো। কে জানে !!! তবে ডিসেম্বরটা বাইপাস করছি, কলকাতায়।
aka | ২২ অক্টোবর ২০০৯ ২২:০৯ | 173.33.234.215
এই হেয়ার স্টাইল ইত্যাদির ওপর কোনো নিষেধাজ্ঞা কোথাও নেই। কিন্তু লোকে একটু লাইট চোখে দেখে। কর্পোরেট ওয়ার্ল্ডে তো রুল ফুল খুব নেই সবটাই পারস্পেশন। ফাংকি হেয়ার স্টাইল, যেখানে সেখানে দুল, টাট্টু ইত্যাদি ক্যাজুয়াল অ্যাপ্রোচ হিসেবে দেখা হয়। ছেলে মেয়ে দুইয়ের ক্ষেত্রেই। এমনিতে কিছু না, কিন্তু চাকরি যখন যেতে শুরু করে এদের চাকরি প্রথমে যায়। এটা অভিজ্ঞতা। আনলেস ছেলে বা মেয়েটি খুবই কাজের হয়।
aka | ২২ অক্টোবর ২০০৯ ২২:০৫ | 173.33.234.215
হ্যাঁ হ্যাঁ আমি এইসব কথা ভবিষ্যতের সিইও দের কথা মাথায় রেখে বলছি। স্কুলের কথাটা একটু উস্কানি মূলক ছিল আর কি। ;)
এইসব ড্রেস কোড কর্পোরেট ওয়ার্ল্ডের কথা ভেবে বলা।
san | ২২ অক্টোবর ২০০৯ ২২:০৫ | 123.201.53.3
ইন ফ্যাক্ট শাড়িকে ফর্মাল বলে আমিও কিছুতেই ভাবতে পারিনা। তুলে দেওয়ার সুবিধে অসুবিধে বাদ দিয়েই বলছি ঃ-)
আজকে আমার ম্যাঞ্জার বলছিল ইনফিতে নাকি ওদের হেয়ারস্টাইলের উপরেও ফর্মাল/ইনফর্মাল লেবেল লাগিয়ে 'ফাংকি' স্টাইলদের ব্যান করা হয়েছিল !
d | ২২ অক্টোবর ২০০৯ ২২:০৪ | 117.195.40.105
কিম্বা সাদার ওপরে ব্লকপ্রিন্টের শাড়ি আর একটা চটি ফটফটিয়ে অফিস যাওয়া .... আহা!
aka | ২২ অক্টোবর ২০০৯ ২২:০৩ | 173.33.234.215
এত জেনে লাভ নাই। আমি খুব সিম্পল করে নিয়েছি। ডিপ কালার প্যান্ট, লাইট কালার জামা, দরকার পড়লে টাই, আরও দরকার পড়লে ব্লেজার, আরও দরকার পড়লে স্যুট। এখন অবধি একবারই স্যুট বা ব্লেজারের দরকার হয়েছে।
d | ২২ অক্টোবর ২০০৯ ২২:০৩ | 117.195.40.105
হায় নাদান!! দারুণ, দুর্দান্ত গরমে সুতীর সালোয়ার কামিজ, (হাফহাতা কামিজ) পরে পাতলা একটা চটি ফটফটিয়ে অফিস যেতে যে কি আরাম!!! বিশেষতঃ যেখানে সহকর্মী ফুলস্লিভস শার্ট ইন করে পরে আর গাম্বাট জুতো মোজা দিয়ে পরে গলগলিয়ে ঘামতে ঘামতে অফিসে ধোকে। ঃ))
a x | ২২ অক্টোবর ২০০৯ ২২:০২ | 143.111.22.23
আর্য, শহুরে দৃষ্টি থেকে দেখছ।
aka | ২২ অক্টোবর ২০০৯ ২২:০০ | 173.33.234.215
আমার মতে শাড়িটাও তুলে দেওয়া উচিত। কিন্তু মেয়েদের স্কুলে আবার শাড়ি পরে না গেলে প্রচণ্ড ঝামেলা হয়।
san | ২২ অক্টোবর ২০০৯ ২২:০০ | 123.201.53.3
কিছু স্কার্ট ফর্মাল। কিছু ইনফর্মাল। সে তো দেখলেই বোঝা যায়।
অক্ষদি, বিদেশে যেগুলো ফর্মাল সেগুলো এখানেও ফর্মাল। প্লাস শাড়ি আর কোথাও কোথাও সালওয়ারকে ফর্মাল বলে ধরা হয়।
এদিকে স্মার্ট ক্যাজুয়াল আর এমনি ক্যাজুয়ালের তফাৎ কেউ জানে?
ফর্মাল আর বিজনেস ফর্মাল এর?
কত প্রশ্ন জীবনে।
a x | ২২ অক্টোবর ২০০৯ ২১:৫৮ | 143.111.22.23
শাড়ি কি কুইন ভিক্টোরিয়ার অফিসিয়াল পোষাক? ঃ-)
aka | ২২ অক্টোবর ২০০৯ ২১:৫৬ | 173.33.234.215
আমার তো বিদেশি জিনিষই ফরমাল বলে মনে হয়। দেশি জামা কাপড়গুলো ঠিক আপিসে পরার জন্য তৈরি হয় নি। কন্ডিশনিং বোধহয়। ধুতি পরে আপিসে যাচ্ছি ভাবতেই পারি না।
d | ২২ অক্টোবর ২০০৯ ২১:৫৪ | 117.195.40.105
ঐ জুহি চাওলা টাইপ জিনিষটা ইনফর্মাল কিম্বা সেমি ফর্মাল( দৈর্ঘ্য অনুযায়ী, শুক্রবারে পরা যাবে কি যাবে না)। কিন্তু যেগুলো ফর্মাল স্কার্ট, সেগুলো এখানেও ফর্মাল।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন