এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • tkn | ২১ অক্টোবর ২০০৯ ২২:৫৮ | 122.161.63.122
  • মিষ্টি সিঙাড়া যথেষ্ট ভালো খেতে, এবং ক্ষীরের চপও। গুপ্তাস-এর গুলোও ভালো আবার বাগবাজারের কালু ময়রার কাঠের বারকোশের ওপরের গুলোও ভালো। যদিও কেউ কেউ বলে ওর ভেতরের বস্তুটি নাকি অতি অস্বাস্থ্যকর। তা সে তো হাওয়া খাওয়াও অস্বাস্থ্যকর আজকাল।

    তেলেভাজা খেলে অম্বল হয় যাদের তাদের ওষুধ হল যাদের অম্বল হয়না তাদের ধরে ধরে খাওয়ানো আর নিজে মুড়ি চিবোনো

    বকব না তো কি? সারাদিন পরে এসে প্রথমেই টই খুলে বসে দেখি না পায়েস না মঞ্জরী ঃ-(((
  • aranya | ২১ অক্টোবর ২০০৯ ২২:৫৫ | 192.128.134.68
  • d, সে¾ট্রাল পার্ক হলে মনে হয় রাধগোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, ঘ্যামা মিষ্টি বানায়। অভ্যু কল্যাণী থেকে ? তাহলে চান্স আছে বছর কুড়ি ব্যবধানে আমরা একই স্কুলে পড়েছি, কল্যাণীর বিখ্যাত ঃ) ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল স্কুল। নামটা মজার হলেও স্কুলটা বড় ভালো ছিল, সরকারী অধিগ্রহণের আগে অব্দি।
    btw, সর্ষেতে বেড়ানোর লেখার কথাটা মাথায় আছে। অক্ষ বলেছিল, হাড়াম দেও-এর গপ্পোটা লিখতে, সে গল্পটা অবশ্য ভুলে গেছি, শুধু মাটির দাওয়ায় বসে গল্প শোনার ছবিটা মাথায় ভাসে।
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২২:২৯ | 173.26.17.106
  • দময়ন্তী,ফোয়ারা দেওয়া বাগান, ঐটা তো দেখে মনে হয় একদম পুঁচকে..আর একটা ছোট পার্ক গোছের, জঙ্গুলে ব্যাপারটাই নেইঃ(

    এমনিতে পুং বিবর্জিত ভেবেছিলাম ,এখন ভাবছি দুপুরের আগে পর্যন্ত দীপুকে সঙ্গে চাই ই চাইঃ))
  • d | ২১ অক্টোবর ২০০৯ ২২:২৫ | 59.161.26.172
  • কিন্তু আমার গ্যাস ফুরিয়ে গেছে পরশুদিন। এদিকে কারেন্ট নেই কতক্ষণ ধরে। আমি এখন রান্নাই বা করব কীকরে? আর খাবই বা কীকরে? ঃ(((
    এখন তো পিৎজা হাটও ডেলিভারী করবে না আমার এলাকায়।
    ভ্যাঁ
  • d | ২১ অক্টোবর ২০০৯ ২২:২২ | 59.161.26.172
  • না না ঐ যে গেট দেওয়া, ফোয়ারা দেওয়া বাগানগুলো হয়েছে, ওতে গু থাকে না। আমরা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে ওখানে ধুকব।

    অরণ্য,
    সব মিষ্টি বলি নি। কোলবালিশের শেপের চমচম খেয়েছিলাম। আমি চমচম খুব একটা ভালোবাসি না। তবে ঐ দোকানের ক্ষীরের সিঙারাটা অসা। দোকানের নাম জানি না। অভ্যু জানবে নিশ্চয়। ওদের বাড়ীর কাছে। সে¾ট্রাল পার্ক বলে একটা পার্কের আশেপাশে। কল্যাণীতে আমার মেজপিসির বাড়ী।
  • dipu | ২১ অক্টোবর ২০০৯ ২২:২১ | 59.164.191.81
  • ঘোড়ার গুয়ের কথা বলেছে।
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২২:১৩ | 173.26.17.106
  • অক্ষ,ময়দানে সকালের গু সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিলো নাঃ( যাই হোক তাইলে সকালে আমার বোটানিক্যাল গার্ডেনেও যেতে পারি- মোটকথা একটু প্রকৃতি পরিবেশগোছের টাচ্‌থাকতে হবে,সঙ্গে শহর থেকে বেশি দূরে যাওয়া চলবে না।তোমার অন্য কোনো পছন্দসই জায়গা থাকলে বাতাও।
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২২:০৯ | 173.26.17.106
  • দিব্যচক্ষে দীপুর প্রায় লালচে বেগুনি কানদুইটা দেখতে পাইতাছিঃ)
  • a x | ২১ অক্টোবর ২০০৯ ২২:০৭ | 143.111.22.23
  • মানে বাকি প্ল্যানটা ঠিকই ছিল, শুধু ঐ সকাল সকাল ময়দানে গু মারানোর প্ল্যানটা ঠিক সইলনা। তাই ঘোরা হয়ে গেলে, আমি জয়েন করব।
  • dipu | ২১ অক্টোবর ২০০৯ ২২:০৬ | 59.164.191.81
  • ধুস! এবারে একদিন ওখান দিয়ে আসার সময় দেখি কাদের একটা ফুটবল খেলা হচ্ছে, তাই দেখতে ঢুকেছিলাম। হেঁটে যাওয়া গেল না।
  • aranya | ২১ অক্টোবর ২০০৯ ২২:০৪ | 192.128.133.68
  • d, কল্যাণী-তে কোথাও ভালো মিষ্টি খেয়েছ লিখেছিলে, কোন দোকানে বা কোন অঞ্চলে মনে আছে ? কল্যাণীর আদি বাসিন্দা হিসেবে কৌতূহল।
    নবগ্রামে আমাদের দেশের বাড়ী। ছোটবেলা পূজোর ছুটিতে কল্যাণী থেকে নবগ্রাম যেতাম প্রতিবছর, আর স্টেশনের উল্টোদিকে তোমাদের কোন্নগরে ঠাকুর দেখতে যেতাম। Those were the good times :(
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২২:০২ | 173.26.17.106
  • দীপু দেখেছো, ঘাসের উচ্চতাও জানে!!মেয়েদের কলেজের পাশ দিয়ে ঘুরেই সো ও ও জা ময়দানে চলে যায়!! !!
    কি মিষ্টি ছেলে!
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২২:০০ | 173.26.17.106
  • অক্ষ, ও বাওয়া, ফোন করবো কেন? আর যদি কত্তেই হয়, কয়েন ফেলা ফোন থেকে( নন্দনের টিকিট কাউন্টারের পাসে ছিলো, তিনমিনিট একটাহা)করে দেবোখনঃ)
  • d | ২১ অক্টোবর ২০০৯ ২১:৪২ | 117.195.40.113
  • তেলেভাজা খেলে যাঁদের অম্বল হয় তাঁরা স্রেফ জল দিয়ে মুড়ি খেলেই তো পারেন।

    আহা আহিরিটোলা ঘাটের ওদিকটায় গলির গলি তস্য গলিতে কি ভাল ভাল সব তেলেভাজার দোকান গো।
  • dipu | ২১ অক্টোবর ২০০৯ ২১:৪১ | 59.164.191.81
  • ময়দানে কোন মাসে? এই মুহূর্তে ভিক্টোরিয়ার উল্টোদিকের মাঠে হাঁটু অবদি উঁচু ঘাস। হাঁটা দায়।

    আর গজা একটি অতি ওভার-হাইপড খাদ্যবস্তু।
  • d | ২১ অক্টোবর ২০০৯ ২১:৪০ | 117.195.40.113
  • "লিখছেন'টা তো বরাবরই দেখায় বলে মনে হচ্ছে। সেই যে কি একটা ক্যাচালের কম্বি আছে, যাতে টইয়ের নাম হলে আর্ধেকটা ইংরাজী হাইলাইটেড হয় আর আর্ধেকটা না হয়ে নীচে পড়ে থাকে, সেইসময় তো "লিখছেন'টাকে ওপরের অংশটা ল্যাজে বেঁধে নীচে তলিয়ে যেত বলে মনে হচ্ছে।
  • s | ২১ অক্টোবর ২০০৯ ২১:৩৯ | 122.167.205.174
  • তেলেভাজা খেয়ে অম্বল হবেনা তো কি চিকেন সুপ খেয়ে হবে?হিমকনা পায়েস কি স্মৃতিকনা পাটিসাপটার রিলেটিভ?কে জানে বাবাঃ-)
    আমি গ্রান্ড এর লবস্টার অ্যান্ড বেক্‌ড বিন্স ইন মার্গারিটা সস এর ভক্ত ।
    কলকাতার হায়াতে ইটালিয়ান রেঁস্তোরা লা সুসিনার পাস্তা অতীব সুস্বাদু।
    আবর তাজবেঙ্গলের সোনার গাঁ ও বাঙ্গালী খানা মুখে লেগে আছে।
    এবারে অন্যরাও কিছু বলো।।

    গজার মত অখাদ্য বস্তু আর দুটি নেই।
  • dd | ২১ অক্টোবর ২০০৯ ২১:৩৮ | 122.167.30.205
  • কবি জয়দেব লিখেছিলেন "লবংগলতিকা পরিশিলীত কোমল মলয় সমীরে"।

    ক্ষীড়ের সিংঙ্গারা উনি ড়া কারেন নি। এই তো তফাত নম্বর ওয়ান।
  • a x | ২১ অক্টোবর ২০০৯ ২১:৩৮ | 143.111.22.23
  • ময়দানে ঘোরা হয়ে গেলে, আমাকে একটা ফোন করে দিও। বেশিক্ষণ কথা বলনা আবার ফোন করে। ইনকামিংএর পয়সা লাগে।
  • d | ২১ অক্টোবর ২০০৯ ২১:৩৭ | 117.195.40.113
  • আমি আছি।
    কিন্তু ছুটি আছে কিনা জানিনা। ঃ(

    লিখছিলাম তো, তেকোনা খামোখা বকে কেন? ঃ(
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২১:৩৭ | 173.26.17.106
  • লবঙ্গ লতিকাতে একটা লবঙ্গ ফ্রিঃ)
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২১:৩৫ | 173.26.17.106
  • একদিন খুব সকাল থেকে বেড়িয়ে পড়বো- যা কিছু অস্বাস্থ্যকর খেয়ে একটু ময়দানে ঘুরবো- তারপরে আবার রাস্তার ধারে কিছু খেয়ে( দুপুরে) গঙ্গার ধারে বেড়াবো,বিকেলে ঐ কিছু খেয়ে আবার কলেজ স্ট্রিট বা সদনে বসে গজল্লা করবো,নটা নাগাদ আবার কিছু খেয়ে(হাবিজাবি) বাড়ি যাব..কেউ আছে?
  • a x | ২১ অক্টোবর ২০০৯ ২১:৩৫ | 143.111.22.23
  • আরে টই তে সর্ষেবাটাতে নামগুলোর শেষে d না দেখিয়ে - লিখছেন d দেখাচ্ছে ক্যামনে? মানে এটা কি আগেও হত, আমি খেয়াল করিনি? edit in process, real time এরকম কিছু? ঃ-০
  • h | ২১ অক্টোবর ২০০৯ ২১:৩২ | 61.95.144.10
  • এখন দেখতে পেলাম।
  • a x | ২১ অক্টোবর ২০০৯ ২১:৩১ | 143.111.22.23
  • লবঙ্গলতিকা ও মিষ্টি সিঙ্গাড়ার মধ্যে কি কি তফাৎ, আকার ও আয়তন বাদে?
  • intellidiot | ২১ অক্টোবর ২০০৯ ২১:৩০ | 117.194.67.11
  • **ওটা
  • intellidiot | ২১ অক্টোবর ২০০৯ ২১:২৮ | 117.194.67.11
  • মিষ্টি সিঙাড়া অখাদ্য!!! কি যে বলে... ওট তো হেব্বি খেতে
  • Tim | ২১ অক্টোবর ২০০৯ ২১:২৫ | 71.62.121.158
  • একটা দুটো আমিও খেতে পারি। তবে জিনিসটার অস্বাস্থ্যকর বলে খুব দুর্নাম আছে। ঃ-)
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২১:২২ | 173.26.21.136
  • * সিঙাড়া
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২১:১৪ | 173.26.21.136
  • আমি মিষ্টি সিঙারা নামক অখাদ্য টা খেতে চাই-কো ই হ্যায়?
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২১:১১ | 173.26.21.136
  • জিবে গজা খেয়েছি, ওটা ব্রতীনের সঙ্গে একটু রসিকতা করছিলামঃ)
  • pi | ২১ অক্টোবর ২০০৯ ২১:১১ | 128.231.22.89
  • হুইট ইত্যাদি নিয়ে ঐ স্টেটমেন্ট রাইসের ই ছিল সর্বপ্রথম। বুশবাবু পরে তা এন্ডর্স করেন।
  • aka | ২১ অক্টোবর ২০০৯ ২১:১০ | 173.33.234.215
  • বাঞ্ছারামের মিষ্টির কি দাম রে বাবা। গেলবারে দুই তিনজনে একটু হাত খুলে মিষ্টি খেলাম টক করে ৫০০ টাকা খসে গেল।
  • tkn | ২১ অক্টোবর ২০০৯ ২১:০৮ | 122.161.63.122
  • পরে গজা বানাবে। আগে রসমঞ্জরী আর হিমকণা পায়েস... কতবার সাধতে হয়? অ্যাঁ?
  • tkn | ২১ অক্টোবর ২০০৯ ২১:০৭ | 122.161.63.122
  • জিবেগজা তো খুব ভালো খেতে। বাঞ্ছারামের জিবেগজা তো অতীব সুস্বাদু।
    "এমনি গজা হল ভয়ানক কালো আর খয়েরীর মাঝামাঝি রঙের চৌকো ভাজা মিষ্টি। দুইয়ের স্বাদে কোনো মিল নাই
  • d | ২১ অক্টোবর ২০০৯ ২১:০৫ | 117.195.40.113
  • গজা খাও নি?? জিবেগজা খাও নি??? সত্যি????
    ঠিকাছে, এবার এসো, আমিই বানিয়ে খাওয়াবোখনে।
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২১:০২ | 173.26.21.136
  • কন্ডোলিজা রাইস নয়, ওটা ছেলে বুশ কয়েছিলেন মনে হচ্ছে।
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২০:৫৫ | 173.26.21.136
  • আমি 'এমনি' 'ওমনি' কোনো গজা খাই নি- পুরীর গজা অবশ্যি সবচে ভালোঃ)
  • Bratin | ২১ অক্টোবর ২০০৯ ২০:৩৬ | 117.194.99.31
  • 'এমনি' গজা জিভে দিলে যা হয়....
  • m | ২১ অক্টোবর ২০০৯ ২০:০৬ | 173.26.21.136
  • জিভে গজা টা আবার কোন জিনিস? জিবেগজা বলে একটা সুখাদ্য আছে জানিঃ)
  • rabaahuta | ২১ অক্টোবর ২০০৯ ১৯:৩৯ | 121.241.111.12
  • ক্কী ক্কান্ডো। তেলেভাজা খেয়ে অম্বল?
  • M | ২১ অক্টোবর ২০০৯ ১৯:৩৭ | 59.93.218.141
  • আমাদের এখানে কোথায় একটা য্যানো কালিপুজা এখনো চলছে, আর কে একটা মানসী ই ই হি ই ই ই করে আমায় কি ডাকাডাকি কচ্চে।
  • aka | ২১ অক্টোবর ২০০৯ ১৯:৩০ | 173.33.234.215
  • তা আপনি দু চারটে লিখুন। শুরু যখন করলেন। ভালো খাবার জন্য পৃথিবীর সর্বত্র যাওয়া যায়। গ্রান্ডে চাপলি কাবাব খেলেন?
  • s | ২১ অক্টোবর ২০০৯ ১৯:২২ | 122.167.220.255
  • যাক এবার আমার প্রিয় হোটেল নিয়ে আলোচনা হচ্ছে দেখে খুশ হলাম।নইলে ঐ সব পাড়ার তেলে ভাজা,জিভে গজা , ঐ সব খেয়ে খেয়ে আর তা শুনে শুনে না অম্বল হয়ে যায়।
  • r | ২১ অক্টোবর ২০০৯ ১৮:৪৬ | 125.18.104.1
  • বেঙ্গালুরুতে আই টি সি উইন্ডসর শেরাটনে দক্ষিণ। ভারতের মধ্যে অন্যতম সেরা দক্ষিণী রেস্টুরেন্ট। তাজ গেটওয়ের কারাভালিতে খাওয়া হয়ে ওঠে নি।
  • aka | ২১ অক্টোবর ২০০৯ ১৮:৪৩ | 173.33.234.215
  • আর হায়াতে নতুন মোঘলাই কুইজিন খুলেছে মক্কা নামে। ওদেরই তৈরি প্রথম ফিউশন ডিস শ্রিম্প তন্দুরি উইথ গ্রিক ইয়োগার্ট। সাথে লাল পেঁয়াজ আর পাতি লেবু।
  • r | ২১ অক্টোবর ২০০৯ ১৮:৪১ | 198.96.180.245
  • দিল্লিতে আমার অভিজ্ঞতায় বেস্ট ফাইভ স্টার রেস্টুরেন্ট হল হায়াতের লা পিয়াৎজা- খানদানী ইটালিয়ান।
  • Arijit | ২১ অক্টোবর ২০০৯ ১৮:৪০ | 61.95.144.122
  • হ্যাঁ, অর্ডার দিলে ফ্রেশ অক্টোপাস সমুদ্দুর থেকে ধরে এনে সামনে ভেজে দেয়। হুল্লাট।
  • aka | ২১ অক্টোবর ২০০৯ ১৮:৩৫ | 173.33.234.215
  • হ্যাঁ সত্যি, তাজের কোরিয়ান বারবিকিউটায় খেয়েছেন? অসা।
  • s | ২১ অক্টোবর ২০০৯ ১৮:২৬ | 122.167.220.255
  • সব সস্তা দোকানের খাবারের কথা বলছে দেখচি।।আমার আবার তাজ ,গ্রান্ড ,হায়াত এই সব ছাড়া চলেনা।।তাই আলোচনায় যোগ ও দিতে পারছিনা।ঃ-(
    অথচ যোগদানের ইচ্ছাও প্রবলতর।।কি যে করি,?
    এমন কেউ আছে যে আমার মত পাবলিক ,তাহলে না হয় তার সাথে খাদ্য বিষয়ক আলোচনায় রত হই ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত