এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dd | ১৬ অক্টোবর ২০০৯ ২৩:৪৮ | 122.167.47.211
  • অক্ষ, রিমিদি, পাইদি এঁয়ারা বড্ডো রেগে যাবেন।
    আর ইদিকে আমিও সত্যের পথ থেকে বিচ্যুত হতে পার্বো না। কি যে মুশকিলে পল্লাম।

    শুনুন।
    মদ খায় কারা? অজ্জিত ছাড়া সগ্গলে। সব সি ই ও,বালগেরীয়ান কৃষক(চাষীভাই), ইস্ট ইওরোপীয়ান ফিলিম পরিচালক, আদিবাসী ভাই বোনেরা ও ফরাসী রাজনেতিকরা নিয়মিত মইদ্দ্য পান করেন। সগল রইস আদমী করেন। যারে কয় কনয়সিয়ার। বুগ ফুলিয়ে ঢাক পিটিয়ে কওয়া যায়।
    য্যানো কি রাজ কাজ্জো কল্লেন। উঃ।

    গাঁজা খায় সুদু সাধুরা, রিসীরা, রিস্কাওয়ালারা, অথবা ইষ্কুল কালেজের বালকের দল। হা হা হা। অতএব হ্যাক থুঃ।

    অথচ ইটি ,ইটি একটি মস্তো বড়ো মাইন্ড এক্সপ্যান্ডিং উপাদান। ঈশ্বরে বিশ্বাস থেগে শুরু করে কবতে ল্যাখা, এনাদের অবদান তর্কাতীত।

    আজটেক পুরুত থেকে অ্যালান গীনস্বার্গ। সগলেই একমত। আম্মো।

    উফ। গলা শুগিয়ে গ্যালো।
  • Arpan | ১৬ অক্টোবর ২০০৯ ২৩:৪৫ | 122.252.231.12
  • পামিদিদের কি বেঙ্গালুরু নিয়ে সপ্তাহে একটি প্রশ্ন বরাদ্দ? ঃ-)
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ২৩:৪৩ | 12.191.136.3
  • পাঞ্জাবীদের নতুন বছর তো বাঙালিদের সাথেই হয়! বৈশাখী বলে।
  • m | ১৬ অক্টোবর ২০০৯ ২৩:৪২ | 173.26.17.106
  • কাল আমি কি করে ক্রিম চিজ বানাতে হয় দেখছিলাম- কোলকাতায় পাওয়া যায় কিনা জিগাতে সাহস হোলো নাঃ)
  • kc | ১৬ অক্টোবর ২০০৯ ২৩:৩৪ | 89.203.49.18
  • ল্যাখেন দাদা। অ্যালডুস হাক্সলি সাহেবকে নিয়ে বাংলাতে লেখা প্রায় নাই। অপেক্ষা করে থাকলাম।
    সবাইকে দেওয়ালির শুভ কামনা।
  • dd | ১৬ অক্টোবর ২০০৯ ২৩:৩২ | 122.167.47.211
  • দিরোজিও? ঐ ব্যাপারে র বাবু কইবেন । উনি সব জানেন। সব সি ই ওরাই য্যামন সব জান্তা হন।

    শুনিচি, ও সময়ে আঁতেলরা গো মাংস খেতেন। ভাবতেন না জানি কি জগত উদ্ধার হলো।

    দুর্দুর। ছেলেমানুষের দল।
  • Paramita | ১৬ অক্টোবর ২০০৯ ২৩:৩০ | 63.82.71.141
  • ডিডি, আপনার শহরে রিকোটা চিজ পাওয়া যায়?
  • a x | ১৬ অক্টোবর ২০০৯ ২৩:২৭ | 143.111.22.23
  • ডিডি, ঋত্বিক, শক্তি র আগের জামানার আঁতেলরা কি খেতেন? এই আঁতেল গোষ্ঠির পেছনে ঐতিহাসিক ভাবে ডিরোজিওর কোনো হাত কি আপনি দেখতে পেয়েছেন?
  • dd | ১৬ অক্টোবর ২০০৯ ২৩:১৬ | 122.167.47.211
  • হ্যাঁ।
    গ্যাঁজা নিয়ে আমার অ্যাগটা জবরদস্ত থিওরী আছে, সার কথাটা সেরে নি।
    যেহেতু গ্যাঁজা খেতো রিস্কাওয়ালায় আর তারা কিনা বিহারী তাই উটি কল্কেতায় আঁতেল মহলে কল্কে পায় নি।
    আঁতেল রা ড্রিং কত্তো। হিত্তিক ঘটক, উৎপল দত্ত ,শক্ত,সুনীল। এরা বুড়ো ঢ্যামনা।
    আমরা যারা ৫০র জাতক বড়ো হলাম বীটনীকদের সাথে, গ্যাঁজা জাতে উঠলো।
    বলি?
    অমন জিনিস আর হয় নি। ভারতীয় রিসিদের অতুলনীয় কিত্তী, ঐতিহ্য।
    আমারে বখাটে বুড়ো ভাবলে ভাবুন। কিন্তু হাক্সলে সাহেব? তার ল্যাখা নি পড়ছেন ?
    নাঃ। পরে অ্যাগদিন এই নিয়ে টই খুলে সবিস্তারে লিখবো। সিরিয়াসলি।
  • d | ১৬ অক্টোবর ২০০৯ ২২:৫২ | 117.195.39.227
  • নাঃ কাল আর বেরোব না বাড়ী থেকে। তাছাড়া আমি ঐ অন্ধকারে ঠিক ম্যানেজ করতে পারি না। ভাল ক্যামেরা নাই তো। ব্ল্যাংকিব্যাটা সমানে বার খাওয়াচ্ছে ভাল ক্যামেরা কেনার জন্য। তবে এখনও কিনি নি। :-D
  • tkn | ১৬ অক্টোবর ২০০৯ ২২:৩৬ | 122.161.62.25
  • ছবি তুলবে না?
  • d | ১৬ অক্টোবর ২০০৯ ২২:১৮ | 117.195.39.227
  • হুঁ আমাদের পাড়ায় খুব ছোটবেলায় এআধবার দেখেছি। তারপর একবার নাকি তুবড়ির ফুলকি গিয়ে গায়ে পড়ায় বিশেদের গরু ভয় পেয়ে লাফিয়ে পালাতে গিয়ে কেমন করে জানি দড়ি জড়িয়ে গলায় ফাঁস লেগে যায়। তারপর থেকে নাকি বন্ধ হয়ে যায়।

    পুণেতে এসে প্রথমবছর ছিলাম মগরপাট্টা সিটিতে। সেখানে দেওয়ালির সন্ধ্যেয় এক ঘন্টা সমস্ত বাড়ীর লাইট অফ করে দেওয়া হয় আর সবাই বারান্দায়, সিঁড়িতে, ধাপে ধাপে মাটির প্রদীপ জ্বালিয়ে দেয়। একদম মাঝের বৃত্তে সব অফিসবাড়ী, কাঁচে ঢাকা টাওয়ার। তাতে অর্ধবৃত্তাকার সিঁড়ি, সিঁড়ির ধাপে ধাপে অজস্র প্রদীপ। অদ্ভুত লাগে দেখতে।

    আজ কাগজে দেখলাম কাল নাকি শনিবারওয়াড়ায় ১০,০০০ প্রদীপ জ্বালানো হবে।
  • santanu | ১৬ অক্টোবর ২০০৯ ২২:০৬ | 217.196.19.45
  • বালীতে আমাদের ছোটোবেলায় এই কালীপুজোর আগের দিন পাড়ায় পাড়ায় তুবড়ি প্রতিযোগীতা হতো। ফুলকির রং, ঘের আর উচ্চতা দেখে নম্বর দেওয়া হতো। লোকজন সাংঘাতিক সব তুবড়ি বানিয়ে আনতো।

    সেরকম আর কোথাও দেখিনি বা শুনিনি।

    আর রোকেয়া / দীপু, IIT Kgp তে Illumination contest (প্রদীপ দিয়ে হল সাজানো) কি আর হয়?
  • d | ১৬ অক্টোবর ২০০৯ ২০:৫৭ | 117.195.39.227
  • আমি ৮৯ সালের কালীপুজোয় ফরিদাবাদ ছিলাম, তখনই প্রথম ধনতেরাস এর কথা জানতে পারি। আমার সেজমামীও দেখি কটা বাটি, চামচ এইসব কিনে আনল। পশ্চিমবঙ্গে থাকাকালীন মোটামুটি ৯৪ কিম্বা ৯৫ থেকে গয়নার দোকানে ছাড় দেওয়া দেখেছি বলে মনে হচ্ছে।

    দিল্লী-গুরগাঁওতে থাকাকালীন কি ভাল ভাল দেওয়ালি গিফ্‌ট্‌ পেতাম। এখানে স্রেফ দুই কিলো মিষ্টি দিলো। দিল্লীতে প্রথমবার গিফ্‌ট্‌ হিসাবে পিতলের তৈরী মস্ত বড় আর ভারী একটা কম্পাস দিয়েছিল। কর্মীদের মধ্যে ব্যপক কনফিউশান ছিল ওটার উদ্দেশ্য বিধেয় নিয়ে। অনেক পরে গুচ তৈরী হবার পর ডিডি একটা ব্যাখ্যা দিয়েছিলেন। ঃ))

    দেওয়ালিতে নতুন বছর তো অনেকেরই শুরু হয়। গুরগাঁওতে আমার বাড়ীওয়ালা পাঞ্জাবী (শিখ নয়) ছিলেন। ওঁদের নতুন বছরের পুজো হত তো। ঘিয়ে ডুবিয়ে ভাজা পুরি, একটা দুর্ধর্ষ আলুর সবজি (আলুদ্দম নয়) আর ঘী চপচপে হালুয়া আসত প্রসাদ হিসাবে। এখানেও লোকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এস এম এস করে দেখি। তবে মারাঠিদের নতুন বছর আমাদের পয়লা বৈশাখের কদিন আগে হয়।

    এখানে এই কালীপুজোর সময় খুব সুন্দর সুন্দর ফানুস লন্ঠন টাঙায় বাড়ীতে। কি সুন্দর ঝলমলে দেখতে। জনতা আমার অক্কুটে দেখতে পাবে কিছু নমুনা।

    ঐশিক, আমি কোন্নগরেরই মেয়ে। আমাদের কলেজকালে কোন্নগরের "বাটার মাংসের ঘুগনি' আর শ্রীরামপুরের "পেচ্ছাবের চপ' খুব বিখ্যাত ছিল।
  • tkn | ১৬ অক্টোবর ২০০৯ ১৯:০০ | 122.161.62.25
  • আমাদের মোড়ে তো অবরোধ নেই... কেবল অবরোধে আটকে থাকা গাড়িদের গুঁতোগুঁতি চলছে এই মুহুর্তে
  • aka | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:৪৫ | 173.33.234.215
  • মদ্য সম্বন্ধে দুচার কথা

    ১। স্পাইসি খাবার হলে কালো মদ। বাকার্ডি হোয়াইট রাম আর স্পাইসি মটন ঠিক চলবে না।

    ২। J&B ভারতে পাওয়া যায় কিনা জানি না। পাওয়া গেলে খেয়ে দেখুন, শস্তায় পুষ্টিকর হুইস্কি।

    ৩। আজ দীপাবলি উপলক্ষে আফগান কাবাব আর ডার্ক রাম।

    ৪। র, ঐ কালীপুজোর পুরোহিত হিসেবে আমারে ডেকো। আমি বিশেষ উৎসাহী।

    ৫। বন্ধ, অবরোধ এ কলকাতায় নতুন না উতলা হইবেন না। এ কত হল, কত দেখলাম, হয় ওঠে, হয় ওঠে। কেলাকেলি অবধি এগোলো চিন্তার বিষয়।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:৩৮ | 61.95.144.122
  • অল্টারনেটিভ খবর হল মমতা বলেছে "আপনারা ক্ষমা করে দিন, মাত্র দু ঘন্টার অবরোধ করছি' - এবং অবরোধ নাকি উঠছে না এখনো!
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:৩৬ | 61.95.144.122
  • আসলে কিছু তো করতে হবে - গা ঘামানো। আগামী দুই বছর এরকম গা না ঘামালে সব মোটা হয়ে যাবে যে!!!
  • tkn | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:৩৫ | 122.161.62.25
  • অবরোধ শেষ। বাড়ির সামনে কি হৈ চৈ জবাব চাওয়াচাওয়ি .... কি অনর্থক গলা ফাটানো!
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:৩৫ | 61.95.144.122
  • ধুর বাল - এদের তো এম্নিই ছেড়ে দেওয়া হয়!
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:৩১ | 219.64.11.35
  • মহাকরণের সামনে বিক্ষোভকারীদের আজ পর্যন্ত ছেড়ে দেওয়ার থেকে বেশি আর কোনও শাস্তি দেওয়া হয়েছে? পুরোটাই তো প্রতীকি। এক চার চার ধারা, প্রতীকি ভাঙ্‌লাম, প্রতীকি গ্রেফতার হলাম, খচাখচ ছবি উঠল, বুর্জোয়া ধাপ্পাবাজ ইত্যাদি জার্গনমূলক বাইট দিলাম, ছাড়া পেয়ে গেলাম।

    যত্তো বাল ...
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:৩০ | 198.96.180.245
  • আরে, সে সকালে ইস্কুল, সেখান থেকে সোজা গানের ইস্কুলে গেছে, তারপর গড়িয়াহাটে বাজার করে ফেরার পথে এই কান্ড। এখনও ইস্কুল থেকে বাড়ি ঢুকতে পারে নি। ঃ-(
  • h | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:২৬ | 203.99.212.224
  • রাস্তায় ঐটুকু বাচ্চা একটা নিয়ে দাঁড়ানোর থেকে... ইত্যাদি ঃ-)
  • P | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:১৬ | 163.244.62.149
  • এ বাবা এ সংকটের কালো সময়ে বোধির শুধু খাওয়া-দাওয়ার কথা মনে এল।
    টিসক ........ টিসক !
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:১৫ | 61.95.144.122
  • বাঃ এবার থেকে চোর-ডাকাত ধরলে তাদের সাঙ্গোপাঙ্গোরা অবরোধ করবে, আর তাদের ছেড়ে দেওয়া হবে! মুখ পুড়িয়ে ছাড়বিই যদি তাইলে ধরিস কেন?
  • h | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:১৪ | 203.99.212.224
  • বাঃ। এই তো ভালো খবর। শুভ শক্তি আসিতেছে আসিতেছে।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:১৩ | 61.95.144.122
  • পঞ্চাশ মিনিট শুধু নয়। ট্র্যাফিকের হাল আরো প্রায় ঘন্টা দুই তিন ঢিলে থাকবে। জ্যামের এফেক্টটা কিউমিউলেটিভ।
  • Blank | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:১৩ | 170.153.65.102
  • যাদের ধরেছিলো, তাদের ছেরে দিয়েছে। বন্ধ উঠে যাচ্ছে
  • h | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:০৮ | 203.99.212.224
  • এ বাবা। কোন রেস্তোরায় গিয়ে খাওআ দাওয়া করতে বলো। ওখানে একটা ডোমিনোজ পিজ্জা আছে। এখনো পঞ্চাশ মিনিট।
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:০৭ | 198.96.180.245
  • আমার মেয়ে বৌ বিজন সেতুর কাছে আটকে। ঃ-((
  • h | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:০৭ | 203.99.212.224
  • আচ্ছা বন্ধের পিকেটিং এ যদি কেউ 'যেতে নাহি দিব' আবৃত্তি করে?
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:০৫ | 61.95.144.122
  • এবং গাড়ি ভাঙাও নাকি চলছে।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:০৪ | 61.95.144.122
  • ৫টা থেকে ৭টা অবধি শুনলাম।
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:০৩ | 61.95.144.122
  • হয়ে গেলো। বাড়ি যাবো কি করে?
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১৮:০৩ | 219.64.11.35
  • আরেব্বাস !! বেশ কুলপি কেস তো!
  • Blank | ১৬ অক্টোবর ২০০৯ ১৭:৫৬ | 170.153.65.102
  • বাইপাসের হাল ঢিলে। আমার মামাতো দাদা চিংড়ি হাটার কাছে আটকে
  • Blank | ১৬ অক্টোবর ২০০৯ ১৭:৫২ | 170.153.65.102
  • হাজরা এজেসি বোস রোড ধর্মতলা এস এন ব্যানার্জি এমনকি গড়িয়াহাটেও চাপ চলছে
  • Arijit | ১৬ অক্টোবর ২০০৯ ১৭:৪৩ | 61.95.144.122
  • আজকের আবাপ-তে খানাকুলের একটা খবর বেরিয়েছে না - অনিল বসু-র মিটিন নিয়ে - সেই নিয়ে পাত্থো চাটুজ্জে রাইটার্সে বুদ্ধবাবুর ঘরের সামনে ধর্ণায় বসেছিলো। স্টারানন্দ আজও দুপুরে পেল্লায় নাটক নামাচ্ছিলো। সেই নিয়েই হবে মনে হচ্ছে।
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১৭:৩৪ | 125.18.104.1
  • কেসটা ডিটেলে বল তো।
  • Blank | ১৬ অক্টোবর ২০০৯ ১৭:৩১ | 170.153.65.102
  • কোল্কাতা জুড়ে অবরোধ, মমত বন্ধ ডেকেছে
  • Samik | ১৬ অক্টোবর ২০০৯ ১৭:২৫ | 219.64.11.35
  • আম্মো আজ ছটায় কাটবো।
  • Bhuto | ১৬ অক্টোবর ২০০৯ ১৭:০৫ | 203.91.193.7
  • যাই একটু খাওন দাওন করে কেটে পড়ি....
  • san | ১৬ অক্টোবর ২০০৯ ১৭:০০ | 121.50.4.240
  • হোম সার্ভিস। একদিন খেয়ে দেখতে হচ্ছে তো।
  • aishik | ১৬ অক্টোবর ২০০৯ ১৬:৪৯ | 122.166.22.73
  • বখে যাওয়া নস্ট ছেলেরা কোনোদিন ও বকা খেতে বা নস্টালজিক হতে ভয় পায় না।
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১৬:৪৪ | 198.96.180.245
  • দোকান না তো। পড়ে মনে হল শুধু হোম ডেলিভারি।
  • dipu | ১৬ অক্টোবর ২০০৯ ১৬:৪৪ | 207.179.11.216
  • বোঝো! দোকান্না, হোম সার্ভিস।
  • san | ১৬ অক্টোবর ২০০৯ ১৬:৪৪ | 121.50.4.240
  • ঐশিক, নস্টালজিয়ার নামটিও কোরোনা। তোমার বয়েস তো তিরিশো হয়নি। ডিডিদা ভীষণ বকে দেবেন কিন্তু ঃ-)
  • r | ১৬ অক্টোবর ২০০৯ ১৬:৪৪ | 198.96.180.245
  • অ্যাম্বার।
  • aishik | ১৬ অক্টোবর ২০০৯ ১৬:৪৩ | 122.166.22.73
  • র দা, দোকান টা কোথায়? সেটা বাদে সব আছে সাইটে ঃ((
  • h | ১৬ অক্টোবর ২০০৯ ১৬:৪২ | 203.99.212.224
  • একে বলে সিচুয়েশন টেস্টিং। এম বিয়ে এবং বিশেষতঃ মেম বিয়ের গোড়ার কথা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত