এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Samik | ১২ অক্টোবর ২০০৯ ১৫:২৭ | 122.160.41.29
  • অর্পণ কি এখন জিমেল চেকাতে পারবে? তাইলে একটা মেল করতাম।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১৫:২৩ | 207.179.11.216
  • ঃ-))))
  • r | ১২ অক্টোবর ২০০৯ ১৫:২৩ | 198.96.180.245
  • রাইট। তাই আমার বৌ রক্তবর্ধক সিরাপ খায় আর আমি উঁচু বালিশ মাথায় দিই না। সেই থেকে।
  • dd | ১২ অক্টোবর ২০০৯ ১৫:২১ | 122.167.33.170
  • আর সাঁঝের বেলা পার্কে কালো পোষাক পড়ে বেড়োলে ঝাঁকে ঝাঁকে মশা ঘাড়ের উপর এতো জোরে পরতো যে লোকের এনিমিয়া আর স্পন্ডিলাইটিস, দুটো রোগই হোতো।
  • r | ১২ অক্টোবর ২০০৯ ১৫:১৭ | 198.96.180.245
  • সন্ধেবলা মুদীর দোকানে যেতে হলে হেলমেট পরতে হত। নইলে নাকেমুখে ঢুকে যাচ্ছেতাই ব্যাপার। শর্টস আর ধুতি পরা তো একেবারে বন্ধ। আমার আবার ওডোমসে অ্যালার্জি। তাই পায়ে মাখা যেত না। এবং সাইজে খুব ছোটো। আমাদের এদিকে যেমন গোদা গোদা মশা, সেরকম না। এখানে তো একটা মশাকে দেখেছিলাম রক্ত খেয়ে খেয়ে এত মোটা হয়েছে, যে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠছে। ওখানে সেরকম না। ক্ষুদ্র ও খতরনাক। উফ্‌!
  • dd | ১২ অক্টোবর ২০০৯ ১৫:১৫ | 122.167.33.170
  • হ্যাঁ। সেই সব মশারাই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মৃতুবরন করেছেন। তাগো বংশে বাতি আর কেউ নেই গো।

    ব্যাংগালুরে মশারী কেনা বেচা ব্যানড হয়ে গ্যাছে।

    দু একটি দোকানে লুকিয়ে লুকিয়ে ওডোমস বিককিরি হয়, যে গুলি শুধু মাওবাদীরা কেনেন (বিশ্বাস না হয় আইজের ডন পত্রিকায় জাবেদ নাখভির ল্যাখাটা পড়েন)।
  • r | ১২ অক্টোবর ২০০৯ ১৫:০৬ | 198.96.180.245
  • তখন এত মশা ছিল যে ব্যাঙ্গালোর থেকে ভোরে ডোমেস্টিক ফ্লাইটে বোর্ডিঙের এক ঘন্টা আগে থেকে প্লেনে কচ্ছপ ধূপ লাগিয়ে রাখত, আর বোর্ডিঙের ঠিক আগে বেগন স্প্রে করত।
  • Samik | ১২ অক্টোবর ২০০৯ ১৫:০৫ | 122.160.41.29
  • মশা থেকে কাঁটা, বেড়াল, বাঙালি হয়ে অবশেষে ফেলুদা। তা বেশ।
  • Arpan | ১২ অক্টোবর ২০০৯ ১৫:০১ | 216.52.215.232
  • য্যাঃ, এইটা নিয়ে কে যেন লিখেছিল লালমোহনবাবু ঠিক ছিলেন। আর ফেলুদা ওরফে সত্যজিৎবাবু ডাহা ফেল।
  • r | ১২ অক্টোবর ২০০৯ ১৫:০১ | 198.96.180.245
  • স্যানও মশা বেছে থাকে। ঃ-D
  • r | ১২ অক্টোবর ২০০৯ ১৪:৫৯ | 198.96.180.245
  • য্যাঃ! বললেই হল। এরপর বলবেন উটের পাকস্থলীতে জল থাকে না। ;-)
  • san | ১২ অক্টোবর ২০০৯ ১৪:৫৭ | 121.50.4.240
  • তবে আর কি ! এবারে কেউ এসে বলবে, কোলকাতায় তো রাস্তাঘাটে কত সাপ ঘোরে । তার মানে ? কেন, আমাদের রওড়ার পুকুরপাড়ে যে ঢোঁড়াসাপ হেঁটেচলে বেড়ায় !!

    সুতরাং।
  • dd | ১২ অক্টোবর ২০০৯ ১৪:৫২ | 122.167.33.170
  • উট এবং বেড়াল , কেউ ই কাঁটা বেছে খায় না। নির্বিচারে খায়।

    কাঁটা বেছে খায় বাঙালীরা।
    সবাই জানে কিন্তু র বাবু জানেন না।
  • r | ১২ অক্টোবর ২০০৯ ১৪:৪৫ | 198.96.180.245
  • উট কাঁটা বেছে খায়। দীপু মশা বেছে থাকে।
  • Arpan | ১২ অক্টোবর ২০০৯ ১৪:৩৯ | 216.52.215.232
  • বেশি আর কমের কথায় এসে দাঁড়াল তালে? তা ভাল। ন্যাড়াদার প্রশ্ন মনে হয় অন্যকিছু ছিল। রাজস্থান মে ডাকু হ্যায় ইয়া নাহিন? ঃ P
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১৪:৩৯ | 207.179.11.216
  • ষাটলাখ লোকের মধ্যে দুশোজনের ডেঙ্গু হয়েছে। ওটা ব্যাকগ্রাউন্ড নয়েজ। অমন হয়। মশা থাকলেও হয়, না থাকলেও হয়। মোদ্দা কথা হল, বাড়ি যাব মনে হলেই সঙ্গে সঙ্গে মনে হয় কতদিন বাদে আবার মশা কামড়াবে।
  • r | ১২ অক্টোবর ২০০৯ ১৪:৩৭ | 198.96.180.245
  • খ্যাক খ্যাক খ্যাক! ২৫০ ডেঙ্গু আর ৬১৩ চিকুনগুনিয়া!! কত পিঁপড়ে রে!!!
  • san | ১২ অক্টোবর ২০০৯ ১৪:৩৬ | 121.50.4.240
  • *রোডেই।

    যাগ্গে, রুরাল অঞ্চলে পশুপ্রাণী কীটপতঙ্গ বেশি থাকবেই, এর আর কথা কি। কেউ দ্বিমত হবেনা।
  • Arpan | ১২ অক্টোবর ২০০৯ ১৪:৩৩ | 216.52.215.232
  • জানতাম। চালুনিরা সর্বত্রই ছিদ্র খুঁজে বেড়ান।

    এইটা দ্যাখেন, কমরেড।

    http://www.hindu.com/2009/10/10/stories/2009101062200400.htm
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১৪:৩১ | 207.179.11.216
  • মাইরি! দুহাজার দশের দোরগোড়ায় বসে দু হাজার ছয়ের বাসী রিপোর্ট দেখিয়ে বলে এই দ্যাখ কত ডেঙ্গু!!
  • san | ১২ অক্টোবর ২০০৯ ১৪:২৯ | 121.50.4.240
  • ইয়ে , মানে আমিও তো এয়ার্পোর্ট রোডেও থাকি।

    বুঝলি দিপু, আমাদের রক্ত মনে হয় তেতো। তাই মশা আসে না।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১৪:২৮ | 207.179.11.216
  • কি জানি মশায়! আমিও অ্যারপোর্ট রোডেই থাকি। মশা নাই। ডোমলুরের কমরেডও কনফার্ম করেছেন মশা নাই। বলতে নেই, ডেঙ্গু, চিকু, ম্যালোরি এসবও নাই। মানে যদ্দূর জানি আর কি।
  • Arpan | ১২ অক্টোবর ২০০৯ ১৪:২৫ | 204.138.240.254
  • এইটা পড়েন খোকাখুকুরা।

    http://www.thehindu.com/2006/10/18/stories/2006101810620400.htm

    বিশেষ করে এই লাইনটাঃ

    The highest number of cases this year has been reported from Davangere district, where 30 persons have been affected, followed by Bangalore (city limits), which has reported 20 cases.

    প্রসঙ্গত হোয়াইটফিল্ড রুরাল বেঙ্গালুরুর মধ্যে পড়ে।
  • Arpan | ১২ অক্টোবর ২০০৯ ১৪:২৩ | 204.138.240.254
  • ঃ-)))
  • r | ১২ অক্টোবর ২০০৯ ১৪:২২ | 198.96.180.245
  • খোকা কি যে বলে! খাস এয়ারপোর্ট রোডে থাকতাম। বিন্‌বিন করত মশা। খোদ ইনফ্যাϾট্র রোডে আপিস ছিল। মাথার উপর বোঁবোঁ করে ঘুরত।

    বেঙ্গালুরুতে মনে হয় পিঁপড়ে কামড়ালে ডেঙ্গু আর চিকুনগুনিয়া হয়। ঃ-P
  • Arpan | ১২ অক্টোবর ২০০৯ ১৪:২২ | 204.138.240.254
  • লোকে আজকাল শহর থেকে গ্রামসাইডে ডেলি প্যাসেঞ্জারিও করে। এমন উদ্ভট ঘটনা ভূভারতে আর কেউ দেখেছে না শুনেছে?

    ডিঃ খচে গেলে মাল নিজ দায়িত্বে রাখুন।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১৪:১৫ | 207.179.11.216
  • হোয়াইটফিল্ড একটু জঙ্গুলে এলাকা তো, ওইজন্যে মশা আছে :-D
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১৪:১১ | 61.95.144.122
  • ওডোমসের জন্যে অ্যাডামাসে অর্ডার দিন।
  • san | ১২ অক্টোবর ২০০৯ ১৪:১১ | 121.50.4.240
  • অথবা গ্রামসাইড থেকে একটু শহরের মধ্যে এসে থাকলেও হয় ;-)

    ডিঃ, মঃ। খচে যাবেন না। চাপ নেবেন না।
  • Bhuto | ১২ অক্টোবর ২০০৯ ১৩:৫৯ | 203.91.193.7
  • দেহে ওডোমস মেখে থাকলেই হয়।
  • Bhuto | ১২ অক্টোবর ২০০৯ ১৩:৫৮ | 203.91.193.7
  • ওপরে কম থাকে, নিচের তলায় বেশি।
    বেঙ্গালুরুতে মশা আছে ধেড়ে কিম্বা কচি।

    আই এগ্রি।
  • Arpan | ১২ অক্টোবর ২০০৯ ১৩:১৪ | 204.138.240.254
  • * ঘরের
  • Arpan | ১২ অক্টোবর ২০০৯ ১৩:০৮ | 216.52.215.232
  • মশারির কী দর্কার? ঘারের জানলায় জাল লাগানো থাকলেই হয়। তাও দু-একটা থাকলে লিকুইড গুডনাইট বা অল-আউট।
  • Arpan | ১২ অক্টোবর ২০০৯ ১৩:০৪ | 216.52.215.232
  • খুব মশা আছে। কিছু জায়গায় নেই মানেই এই নয় শহরে কোথাও নেই।
  • aishik | ১২ অক্টোবর ২০০৯ ১৩:০২ | 122.166.22.73
  • আমাকে মোষ বলাই আমি খুব অপমানিত ও রাগে অগ্নিষর্মা হোলুম , লুরু ভাট এর ছবি না পাওআয় খুব দুঃখ পেলুম,আর আমিও খুব দুঃখিতো না আস্তে পারার যন্য।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১২:৪৪ | 207.179.11.216
  • বর্ষাকালে মাঝে মাঝে দু-একটা মশাকে চাপড় মারতে হয় বটে, তবে ওটা ক্ষমাঘেন্না করে দেওয়া যায়।
  • nyara | ১২ অক্টোবর ২০০৯ ১২:৩১ | 64.105.168.210
  • আসার একটা স্লাইট চান্স আছে। বলব।
  • san | ১২ অক্টোবর ২০০৯ ১২:২৭ | 121.50.4.240
  • ন্যাড়াদা কি কোন কাজে ব্যাঙ্গালোর আসছেন? আসলে বলবেন। তবে মশা পাওয়া যাক বা না যাক মশারি পাওয়া মুশকিল। আমার বাবার একটু মশারি বাতিক আছে, মশা থাক বা থাক মশারি ছাড়া ঘুমোবেই না। সেই জন্য গতবার খুঁজতে গিয়ে চিত্তির, দুঘন্টা ঘুরেও কোথাও পেলামনা। অবশ্য দ্বিতীয় দিন থেকে বাবাও আর খোঁজেনি ঃ-)
  • r | ১২ অক্টোবর ২০০৯ ১২:২৪ | 125.18.104.1
  • তিন বছরে শহরটা অ্যাতো পাল্টে গেল? আমাদের জানলায় মশা আটকানোর জাল লাগানো থাকত বলে ঘরে ঢুকতে পারত না। কিন্তু অলিগলিতে চিত্তির! অটোর দরজায় জালের মত ঘুরে বেড়াত। তবে সব সীজনে অত বেশি থাকে না। একটু মরশুমি টাইপের আছে।
  • nyara | ১২ অক্টোবর ২০০৯ ১২:২৩ | 64.105.168.210
  • মান্না দে জেনারেলি বর্ষার গানে রাগের মেজাজ থাকলে গমক-টমক লাগিয়ে বজ্রনির্ঘোষ আনতে গিয়ে অল্প ছড়িয়ে ফেলেন। কয়েকটা গানে দেখেছি। 'শ্রাবণের গগনের গায়' বা ইভেন 'না চাহিলে'তেও রেকর্ডিংয়ের সময়ে ওনার গলার সেই মখমলে ব্যাপারটা ছিল না। একটু খ্যারখ্যারে লেগেছে।
  • san | ১২ অক্টোবর ২০০৯ ১২:২১ | 121.50.4.240
  • এখানে আবার মশা কোথায়????
  • r | ১২ অক্টোবর ২০০৯ ১২:২০ | 125.18.104.1
  • বেঙ্গালুরুতে মশা নেই? অ্যাঁ?? কানের পাশে বিন্‌বিন্‌করা গায়ে হাতে পায়ে ঝুরঝুরিয়ে পড়তে থাকা কালো কালো উড়ন্ত জিনিষগুলো কি?
  • r | ১২ অক্টোবর ২০০৯ ১২:১৫ | 125.18.104.1
  • "না চাহিলে যারে পাওয়া যায়" মান্না দে অরুন্ধতী দেবীর "মেঘ ও রৌদ্র" সিনেমায় গেয়েছিলেন। এটা মান্না দের বেটার গাওয়া রবীন্দ্রসঙ্গীত। "শ্রাবণের গগনের গায়"র মত কমপ্লিট ডিজাস্টার না।
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১২:১২ | 207.179.11.216
  • মশা নেই।
  • nyara | ১২ অক্টোবর ২০০৯ ১২:১১ | 64.105.168.210
  • ব্যাঙ্গালোরে কি মশারি খাটিয়ে ঘুমোতে হয়?
  • M | ১২ অক্টোবর ২০০৯ ১২:০৮ | 59.93.178.139
  • আমি ও তো ঝালে বিকট ভয় পাই, কাল ই তো ফুচকাওয়ালাটা এমন ভাবে বললো,বউদি দেখো এই আলু মাখাটা এক্কেরে সাদা, তাও আপনি খেয়ে বলবে ঝাল! বলেই কেমন করুন মুখে তাকালো, তাইতো আমি কাল খেয়ে টেয়ে ঝালে হুশ হুশ করতে করতে বললাম, না না, ঝাল কই? ঝাল নেই তো।ঃ) তাবলে কি আমি বাচ্চা নাকি? আমার বাচ্চাটাই তো বড় হয়ে গেলো!
  • Arijit | ১২ অক্টোবর ২০০৯ ১২:০৩ | 61.95.144.122
  • আমার যদুপুরের এক ক্লাসমেট এক ভাতের হোটেলে রেগুলার খেতে যেত। তারও ঝাল-ম্যানিয়া ছিলো। তো সে ডিমের কারি থেকে ডিমটা তুলে জলে ধুয়ে খেত। দিন কয়েক এরম চলার পর হোটেলের মালিক তাকে ওই হোটেলে খেতে বারণ করে দিয়েছিলো - ওরম করে জলে ধুলে বাকি খদ্দেররা ভয় পেয়ে পালিয়ে যাবে বলে;-)
  • samik | ১২ অক্টোবর ২০০৯ ১১:৫৫ | 122.162.75.230
  • তেকোনা আপিসের কাজে গ্রেটার নয়ডায় এস্‌চে। আজ ফেরত যাবে।
  • san | ১২ অক্টোবর ২০০৯ ১১:৫৫ | 121.50.4.240
  • আরে দিপু একটা ভয়ানক বাচ্চা। ব্যাটা যতই গম্ভীরসে সিনিমা দেখুক এখনও ঝালে ভয় পায় , মানে অর্ডার করার আগে খাবারদাবার ঝাল হতে পারে ভেবে ভয় পায় ঃ-))))))
  • dipu | ১২ অক্টোবর ২০০৯ ১১:৫৪ | 207.179.11.216
  • হ্যাঁ। আগে একজন বাড়িতে রান্না করতেন, সেসব খেয়ে আমার পেট খারাপ হত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত