এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৪২ | 207.179.11.216
  • মির্চি শোনো। সকাল এগারোটা থেকে বিকেল চারটে। সোম থেকে শনি। সকাল সাতটা থেকে এগারোটাও শোনাই যায়, স্রেফ মীরের জন্য। তবে মির্চিতে অ্যাডের উৎপাত বড় বেশী।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৪০ | 122.162.42.159
  • এফ এম ওয়ালারাও কেমন একই গান চোদ্দোবার চালায় সারাদিনে। কোনো হোমওয়ার্ক নেই ঃ-(
    এক এক সময় আবার একই গান একটায় শেষ হল তো অন্যটায় শুরু হয়ে গেল। মাঝে মসক্কলি মসক্কলি শুনে শুনে আমি পেঁয়াজকলি কিনতে গিয়ে তার নাম মনে করতে পারছিলাম না। তবে এরকম বেশি চললে আমি ফোনে লোড করা গানগুলো শুনতে থাকি যেগুলো গত দুবছরে কোনো এফ এম চ্যানেলেই শুনিনি
  • dipu | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৩৭ | 207.179.11.216
  • থাকতো ব্যাঙ্গালোরে, বুঝতো। একটাই হিন্দী চ্যানেল, তাতে এদিক-ওদিক থেকে খুঁজেপেতে যত ওঁচা গান চালানো হয়।

    আমি ঠিক করেছি ব্যাঙ্গালোরে আর এফেম শুনবো না।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৩৬ | 122.162.42.159
  • ল্যায়্‌জ্‌জা-টা তো পাঞ্জাবী অডিয়েন্সের জন্য ঃ-) । গাইলেই হল? মার্কেট কে বানাবে ??

    হায়রে হায় তেরা ঘুংট্টা বোধহয় প্রবাদপ্রতীম বোনেদের কোনো একজন গেয়েছেন। তবে আমার মনে হয় মেয়েদের গলায় "লচক" আনতে মিউ ডিরেক্টরেরাও ওভাবেই গাওয়ায়। যে কারণে 'পুকার'এ পাহাড় ভর্তি বরফে অনিল কাপুর সুটেড বুটেড জ্যাকেটেড, অথচ মাধুরী শাড়িটুকুও ........... ইনফ্যাক্ট উশ্চারণের গড়বড়ির থেকেও ঐ ড্রেস কোড গড়বড়ি আমার অনেক অনেক বেশি বিরক্তিকর লাগে ঃ-(
  • Arpan | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৩৬ | 216.52.215.232
  • ইটিভিতে "নাচবে রাধা' নামে একটি সিরিয়াল হয়। সেইটার টাইটল সং বারদুয়েক শুনেছি। প্রথমবার দিব্যি রাধা বলে। দ্বিতীয়বার সেইটা হয়ে যায় রাদা।
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৩৩ | 61.95.144.123
  • আরে গাড়ির সিডি প্লেয়ারে সিডি চেঞ্জার থাকলে তো মিটেই যেত। আগেরটায় ছিলো - কোথাও বেড়াতে গেলে ছয়খান সিডি ভরে দিলে কয়েক ঘন্টার জন্যে নিশ্চিন্তি। এখানে ঘন্টায় ঘন্টায় কে সিডি পাল্টাবে?
  • dipu | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৩৩ | 207.179.11.216
  • ঃ-)
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৩১ | 61.95.144.123
  • আমার ওই সাধাসিধে উচ্চারণই পছন্দ।

    সেদিন একটা পুরনো গান হচ্ছিলো কোথায় যেন - হায় রে হায় তেরা/মেরা ঘুংটা - ছেলেটার গলায় দিব্যি ঘুংটা, অথচ মেয়েটা গাইছে "ঘুংট্টাঃ' (ট-টা আমি তাও কম দিলাম - আরো দুটো হত) - উৎকট লাগছিলো। তাপ্পর ওই কভি খুশি কভি গম-এ "দিল লে যা লে যা' - ছেলেটার গলায় দিব্যি "লে যা' - কিন্তু মেয়েটা গাইছে "ল্যাজ্জ্যা' - ধুস্‌স্‌স্‌স্‌স।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:৩০ | 122.162.42.159
  • হ্যাঁ, কাঞ্চনের আর মোটা হওয়ার সম্ভাবনা নেই। ও সকলের সঙ্গেই একাসনে বসতে পারবে, কট্টুকিইইবা জায়গা লাগে ঃ-)
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:২৯ | 122.162.42.159
  • টাশ্চে আপত্তি থাকলে খুব মুক্কিল ব্যাপার ঃ-)

    কিন্তু গাড়িতে তো ৬/৭ টা এফ এম চ্যানেল, সিডি সব আছে। তুমি শ্রেয়াকে এত প্রশ্রয় দিলে ওতো তোমাকে শোনাবেই ঃ-))।
    রিং টোনে পছন্দের গান না থাকলে খুব মুশকিল। থাকলেও মুশকিল। আমার রিং টোনে রশিদ খান। অনেকেই ফোন ধরলে বলে একটু পরে তুল্লে না কেন!! তবে ঐ গায়ত্রী মন্ত্র রিংটোন বা মাইক, কোথাওই গাঁক গাঁক করে শুনতে একটুও ভালো লাগে না।
  • dipu | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:২৭ | 207.179.11.216
  • এদিকে ব্যাঙ্গালোরে রূপসী বাংলা চ্যানেলটা আসে না ঃ-(। পুজোয় বাড়ি গিয়ে ওদের "দশাবতার' প্রোগ্রামটায় কাঞ্চন মল্লিক আর বিশ্বনাথ বসুর নাচনকোঁদন আমার হেব্বি পছন্দ হয়েছে। কাঞ্চন মল্লিক কালেকালে ভানু, তুলসী চক্কোত্তি, রবি ঘোষের সঙ্গে একাসনে বসবে।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:২২ | 122.162.42.159
  • হ্যাঁ, এটা মানছি। মান্না দের "পুছো না ক্যায়সে ম্যায়নে র‌্যায়্‌ন বিতায়ে"-তে পুছো একেবারেই স্পষ্ট, সাদাসিধে, মেজপিসিমা টাইপ "ছ" এবং ওটাই পারফেক্ট। শ্রেয়ার "ছ" করিনা কাপুরকে ম্যাচ করিয়ে পেপি, নেকু, অকারণ উৎফুল্ল "ছ"। আদি মান্না দে'ইশ "ছ" বা অলকা ইয়াগনিকিশ (পুছো জরা পুছো মুঝে কেয়া হুয়া হ্যায়) "ছ"য়ের মত কৌলিন্য নেই শ্রেয়ার ছ-তে ঃ-)।
    মাঝখান থেকে গানটা আমি নিজেই তিনবার গেয়ে ফেললাম তিনরকম "ছ" দিয়ে। এরে কয় বাধ্যতামূলক তিনবার একই গান গাওয়া ঃ-((
  • dipu | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:২১ | 207.179.11.216
  • একদম ঠিক। ওই অল্প করে শ না মেশালে গানটা শোনার সময় শিরশিরিনিটা থাকতো না। ধাম করে "জানলার কাঁচ' বলে দিলে মনে হত পাশের বাড়ির বৌদির গলায় কাঁসর বাজছে।
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:২০ | 61.95.144.123
  • এইত্তো - পথে এসো বাবা। আমি ওই টাশ্চটার কথাই বলছি - এবং ওটি আমার তো বিচ্ছিরি লাগে।

    বাধ্য হয়ে শুনি কারণ ওই এফ এম চ্যানেলগুলো খালি এই গানগুলোই শোনায়। একসময় ফ্রেন্ডসের পেটেন্ট গান ছিলো আবছায়া জানলার কাঁচ। মির্চির হল পুছো না পুছো...গাড়িতে এফএম চলে সারাক্ষণ - কাজেই...আর আপিসে কার একটা রিংটোন শুনতে বাধ্য হই (তাও ভাগ্যি এই বাড়িটায় গায়ত্রী মন্ত্রটা শুনতে হয় না)।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:১৫ | 122.162.42.159
  • আর শ্রেয়ার ঐ কাঁচ, মাছ, আঁচ, ধাঁচ, নাচ সবই উচ্চারণের সময় জিভটা আলগা ভাসিয়ে ওপরের দাঁতের পিছনে "টাশ্চ" করে বলে মনে হয় ঃ-), কিন্তু গেয়ে দেখ, ঐ হাওয়াটা না থাকলে কাঁচটা কেমন বেজার বেজার পানসে পানসে হয় গানটাতে। কিন্তু তুমি এমন বাধ্যতামূলক ১২ বার একটা গান শোনো?? হাউ কাম???????
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:১৫ | 61.95.144.123
  • ঃ-(

    ওকে - নিজে "পুছো না পুছো' গেয়ে রেকর্ড করে শুনে দ্যাখো। বা ওই যে বল্লুম - অন্য কারো ওই শব্দওয়ালা গান শুনে দ্যাখো।
  • tkn | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:১১ | 122.162.42.159
  • আমি স থেকে সরে আবার শ্রেয়ার শ ফিরে শুনলাম। একটা বহুউউউ ব্যবহৃত জোক আছে না? ডাক্তারের কাছে পেশেন্ট গিয়ে বলছে তার সারা শরীরে ব্যথা। হাঁটুতে আঙুল রাখলে ব্যথা, কপালে আঙুল রাখলে ব্যথা, কবজিতে(অন্য হাতের) আঙুল রাখলে ব্যথা...... ডাক্তার রোগীকে পরীক্ষা করে দেখে বললেন you have a broken finger ঃ-)))))))))))
    অরিজিতের কানে শ আছে ঃ-))))

    (এবার প্রবল ম্যাকবকুনি আসছে আমার দিকে)
  • Samik | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:০৯ | 219.64.11.35
  • বাংলায় সবই "শ'।ওড়িয়া আর বিহারি হিন্দিতে সবই "স'।
  • Arpan | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:০৫ | 65.194.243.232
  • ওকে। সেইটা তো ঠিক আছে। অনেকে আবার সবকিছু সসিবাবুর মত করে বলে কিনা!
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৬:০৩ | 61.95.144.123
  • কাছাকাছি, তবে এক নয়। ষাবান নয় বস্‌ - সাবান। হালকা স। শাল - একটু ভারী। ষড়যন্ত্র - আরেকটু ভারী। কারণ এগুলো একভাবে উচ্চারণ হয় না - ওই দন্ত্যবর্ণ/তালব্যবর্ণ মনে নাই?
  • Arpan | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৫৯ | 216.52.215.232
  • বোঝো। কলকাতায় সব স-ই একরকম। বিদেশি শব্দ হলে অন্য কথা।
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৫৭ | 61.95.144.123
  • মাইরি বলতেছি - অন্য কারো "পুছো' শব্দওয়ালা গান শোন, পাশাপাশি এইটা শোন। আমার বানানে গোলমাল হয় বটে - র/ড়/ন/ণ নিয়ে - কিন্তু উচ্চারণে হয় না। এদের উচ্চারণ আমার খট খট করে কানে লাগে। আরো একটা ফ্যাশন আছে - সাবান/সবাই-এর সাথে শাল/শক্ত আর ষড়যন্ত্রের কোনো তফাৎ নেই। স্পেশ্যালি স-এর ক্ষেত্রে বেজায় কানে লাগে।
  • Samik | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৫৪ | 219.64.11.35
  • ঃ-)
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৫১ | 61.95.144.123
  • না না সরি - ঠিকই - একদম স্পষ্ট "ছ' - একদম ছ-মার্কা;-)
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৫০ | 61.95.144.123
  • অত্যন্ত স্পষ্ট শ্ছ ;-)
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৫০ | 61.95.144.123
  • তাইলে তোমারও চ-ছ-জ নে গড়বড় আছে;-)
  • Samik | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৪৯ | 219.64.11.35
  • অন্তত এই গানে, ছ-টা অত্যন্ত স্পষ্ট ছ।
  • Samik | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৪৭ | 219.64.11.35
  • গানটা আমি প্রতিদিন অন্তত চারবার, বাধ্য হয়ে নয়, ভালোবেসে শুনি। আমার মোবাইলেই চালাই। কখনো এমন লাগে নি। এখনও লাগল না।
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৩৮ | 61.95.144.123
  • মুনমুন ঘরানা হল ৎস, ৎস, ৎz
    এঁর ঘরানা শ্‌চ, শ্‌ছ ইত্যাদি।
  • dipu | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৩৬ | 207.179.11.216
  • শ্রেয়া ঘোষালের ছোটবেলা রাজস্থানে।
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৩৪ | 61.95.144.123
  • প্রতিটার আগে ডেল্টা করে শ-এর একটা টাচ দেন। ইশটাইল করে। লরেটো বা লামার্টস হবে হয়তো।
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৩৩ | 61.95.144.123
  • কথা ছিলো হেঁটে যাবো ছায়াপথ
    আবছায়া জানলার কাঁচ

    সবেতেই এক গোলমাল।
  • dipu | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৩৩ | 207.179.11.216
  • চ-ছ-জ-ঝ এর জায়গায় যথাক্রমে কি কি বলেন? ঃ-)
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:৩১ | 61.95.144.123
  • মোটেই না। আমি দিনে বারোবার করে শুনি (বাধ্য হই) - ওটা পুছো নয়। শ্রেয়া ঘোষাল চ-ছ-জ-ঝ বলতেই পারে না - ওর অন্য সমস্ত গানে এক প্রবলেম আছে।
  • dipu | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:২৮ | 207.179.11.216
  • আর হ্যাঁ, অর্পণ ঃ-)
  • Samik | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:২৮ | 219.64.11.35
  • ইয়ে ইশ্‌ক হায় আমার অত্যন্ত প্রিয় গান। ওখানে পুছো না পুছো-টা ঠিক পুছো না পুছো-র মতই উচ্চারণ হয়। কোনও শ নেই মাঝে। বাজে কথা বল্লেই হবে?
  • dipu | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:২৭ | 207.179.11.216
  • ঐটাই তো মুশকিল, সবসময় বোঝা যাচ্ছে না। আর এত বেশীপরিমাণ লোকজনকে চিনি যে কে চেনা কে অচেনা অনেকসময় হেব্বি গুলিয়ে যায়। আজ সকালে একজন তার বিয়েতে নেমন্তন্ন করে মেইল করেছে, তাকে চিনি কিনা এখনো মনে পড়ে নি ঃ-)

    বিশেষ করে বাজারে অর্ণব, অভিষেক, অভিজিৎ আর সৌরভ একেবারে ছেয়ে গেছে। বড্ড মুশকিল হচ্ছে।
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:১৮ | 61.95.144.123
  • আর এই দিপুটা একদমই খোকা। অচেনা লোকজনের কাছ থেকে আসা মেল খুলবে না। অ্যাটাচমেন্ট তো একদমই না। সাবজেক্ট লাইন আপাতনিরীহ RE: Urgent Request হলেও।
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৫:১১ | 61.95.144.123
  • জিমেলের অনেক কিছুই ভালো - যেমন পুরো থ্রেডটা রাখে - সেন্টবক্সে গিয়ে আমি কি লিখলুম দেখতে হয় না, তাপ্পর বেশ সুন্দর ফিল্টারিং/আর্কাইভিং। প্রথম প্রথম একটু শিখতে হয় বটে - তবে ইয়াহুর চেয়ে কয়েকগুণ বেশি ভালো। ইয়াহু আবার জেনুইন মেসেজকেও স্প্যামে ফেলে দেয় কখনো কখনো।
  • aishik | ০৫ অক্টোবর ২০০৯ ১৪:৫৪ | 122.166.22.73
  • হুম্‌ম্‌ম, এই দিক দিয়ে জিমেল খুব ভালো , একবার চিনিয়ে দিলে হল আর আসবে না ইনবক্স-এ
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৪:২৫ | 61.95.144.123
  • ইয়াহুর স্প্যামগার্ডটা ভালো না - ইনবক্সে প্রচুর আসে স্প্যাম হিসেবে মার্ক করে দিলেও। জিমেলে বরং বেশ ভালো কাজ করে - নিজে নিজেই। কিছু বলতে হয় না।
  • aishik | ০৫ অক্টোবর ২০০৯ ১৪:২৪ | 122.166.22.73
  • ঐগুলোকে ধরে report as spam করে দিলে আর জ্বালতন করে না।
  • M | ০৫ অক্টোবর ২০০৯ ১৪:১৪ | 59.93.193.133
  • ইয়ে কিছুদিন আগে রাত সাড়ে দশটায় আমার মোবাতেও একটা 250,000 পাউন্ডের কি একটা লটারী জেতার খবর এলো, আমি জিততে চাইছি না, এমনকি খেলবো এটাও বলিনি, তাও।
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১৩:১৫ | 61.95.144.123
  • আমি অনেক আশা নিয়ে টাইম্‌স অব ইন্ডিয়ায় ভিডিওটা দেখতে গেলুম - ধুস্‌স শুধু বকবক।
  • Arpan | ০৫ অক্টোবর ২০০৯ ১৩:০৬ | 65.194.243.232
  • বোঝো। অ্যারইন্ডিয়ার লোকজন মাঝ আকাশে মারপিট করেছে। হেব্বি খোরাক তো! তবে টিকিট কেটে দেখাটা বেশ রিস্কি হয়ে যাবে। ঃ)
  • aishik | ০৫ অক্টোবর ২০০৯ ১৩:০০ | 122.166.22.73
  • ও ঐটা, আমি ভাবলাম হয়তো আমি পিছিয়ে পড়ছি ঃ))
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১২:৫৮ | 61.95.144.123
  • ইয়ে ইশক হায়
  • aishik | ০৫ অক্টোবর ২০০৯ ১২:৫৪ | 122.166.22.73
  • এইটা আবার কি গান? ডিটেল চাই।
  • Arijit | ০৫ অক্টোবর ২০০৯ ১২:৪৮ | 61.95.144.123
  • তুমি পারলে তো তুমিই শ্রেয়া ঘোষাল হতে। ওটা পুছো না পুছো তো কোনোমতেই নয় - মাঝে একটা শ-টাইপ কিছু বলেন মহিলা।
  • dipu | ০৫ অক্টোবর ২০০৯ ১২:৪২ | 207.179.11.216
  • থ্যাঙ্কু ঃ-)

    স্প্যাম তো আছে। কিন্তু ওই লটারি জেতার খবরাখবর সব ভালোভালো মেইলের মধ্যে ঘাপটি মেরে বসে থাকছে, স্প্যামবাস্কোতে ঢুকছেনা। আর এমন সব নিরীহ সাবজেক্ট লাইন যে সবসময় আগে থেকে ধরতেও পারছিনা। শুনেছি এইসব মেইল খুললেই কিসব পোকা অ্যাটাক করে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত