এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • vikram | ০১ অক্টোবর ২০০৯ ১৫:৪৩ | 193.120.76.238
  • ধরা যাক একটি লোক বাড়ি বেচে। আরেকজন এমার্জেন্সি ডিপার্টমেন্টের নার্স। উভয় কাজই অতি জরুরি। দ্বিতীয়টার ঝুঁকি খুব বেশি।মহান হোক না হোক, সব পেশার ঝুঁকি সমান নয়। বা একই পেশায় (ব্রডলি) সব ধরণের কাজ সমান নয়। এই ধরণের সাম্য বাস্তবে একজিস্ট করে না।

    অরিজিতকে, হ্যাঁ এই ধরণের বিশ্বাসের ভায়োলেশান ঘটেছে বহুবার। সাংবাদিকরাও এর মধ্যে ইনভলভড। বব ফিস্ক এ বিষয়ে মধ্যপ্রাচ্য এলাকার বহু বর্ণনা দিয়েছেন। এবং এটা একটা মেজর কারণ সাংবাদিকদের প্রতি নানান গোষ্ঠীর হোস্টাইল হয়ে ওঠা। সাংবাদিকতার একটা বেসিক জিনিস হলো নিজেদের মতো কাজ করতে পারা। ক্ষমতায় আসীন লোকেদের সহায়তা করা নয়। এই নিউট্রালিটিটা মরাল গ্রাউন্ডের সাথে সম্পর্কহীন, আইডিয়ালি। আইডিওলজিকালি। তা না হলে তো এরা ক্ষমতায় থাকা লোকেদের গোপন পুলিশ হয়ে যাবে দু দিনে। আমি বলছি না এতে করে ক্রিমিনালরা ধরা পড়বে না। অবশ্যই পড়বে। কিন্তু তার সাথে আরও অনেকের মুখ বন্ধ হবে।
  • Blank | ০১ অক্টোবর ২০০৯ ১৫:৪২ | 170.153.65.102
  • সবচেয়ে মহান পেশা আর্মি হওয়া আর সাংবাদিক হওয়ার চেয়ে পুলিশ হওয়ার ঝুঁকি কম ...
  • Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১৫:৩৮ | 61.95.144.123
  • ঠিক মহত্ব নিয়ে ইস্যুটা নয়। আদতে সাংবাদিকতার একটা কোড আছে (উকিল বা ডাক্তারদের মতন) যে তারা তাদের সোর্স বা যাদের ইন্টারভিউ নিলো তাদের কথা ফাঁস করবে না। যেমন অনেকে বীরাপ্পনের ইন্টারভিউ নিয়েছে - কিন্তু তার হোয়্যারাবাউটস কেউ ফাঁস করেনি - সেম উইথ বিন লাদেন। এটা অ্যাকসেপ্টেড কোড অব কনডাক্ট। তাই বল্লুম যে কোনো সাংবাদিক যদি নিজে ইন্টারভিউ নেওয়ার অছিলায় কাউকে অ্যারেস্ট করতো বা সঙ্গে পুলিশ নিয়ে যেত বা হোয়্যারাবাউটস জানিয়ে দিত, তাহলে এই কোড অব কনডাক্ট সংক্রান্ত প্রশ্নটা উঠতো।

    কিন্তু ধরো একজন ক্রিমিনালকে (এক্ষেত্রে এটা ডিবেটেবল যদিও) ধরার জন্যে পুলিশে সাংবাদিক বা ডাক্তার সেজে যায়, তাহলে কেসটা এক কিনা - এটা হল আমার কোশ্চেন। মিডিয়া যখন স্টিং অপারেশন করে তখন দাবি করে যে তারা "ফর গ্রেটার গুড' করছে - কোনো ঘুষখোরকে এক্সপোজ করে। তো একজন ক্রিমিন্যালকে ধরাটাও "ফর গ্রেটার গুড', নাকি নয়? সেকেন কোশ্চেন হল ছত্রধরকে না ধরে গফ্‌ফরকে বা বীরাপ্পনকে একইভাবে ধরলে এই একই প্রশ্ন উঠতো কিনা।
  • vikram | ০১ অক্টোবর ২০০৯ ১৫:৩৪ | 193.120.76.238
  • ইন ফ্যাক্ট কোনও কোনও পেশার ঝুঁকি অনেকটা বেশি।
  • Blank | ০১ অক্টোবর ২০০৯ ১৫:২৯ | 170.153.65.102
  • আর এই কোনো পেশাকে 'মহান' বলে দেখালেই হেব্বি হাসি পায়
  • Blank | ০১ অক্টোবর ২০০৯ ১৫:২৬ | 170.153.65.102
  • বোঝো। সাংবাদিকরা কেমন মধ্যে থেকে যুধিষ্ঠির হয়ে গেলো
  • Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১৫:২১ | 61.95.144.123
  • ** হয়তো ** - লাস্ট সেন্টেন্সটায় মিসিং।
  • Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১৫:১১ | 61.95.144.123
  • তক্কোটা এগোই তাহলে। নেটে দেখলাম কানাডা, ইজরায়েল, আফগানিস্তান - বিভিন্ন জায়গায় রিসেন্টলি এই ধরণের ঘটনা ঘটেছে। কোথাও পুলিশ অ্যারেস্ট করেছে সাংবাদিক সেজে গিয়ে, কোথাও আল-কাইদা সাংবাদিক সেজে গিয়ে মাসুদকে মেরেছে। কোথাও সাংবাদিকেরা চেঁচিয়েছেন, কোথাও কিসুই বলেননি।

    হাতেগোনা কয়েকজনকে বাদ দিলে কজনকে বিশ্বাস করা যায়? যে প্রফেশনের লোকেদের বিরাট মেজরিটি মরালিটির তোয়াক্কা করে না সেনসেশন তৈরীর জন্যে তাদের মরালিটির কথা বলার রাইট আছে কি? পুলিশ স্টিং আর মিডিয়া স্টিংকে আলাদা করবে কিসের ভিত্তিতে?

    প্রশ্নটা প্রাসঙ্গিক হত কোনো সাংবাদিক (সেজে নয়) নিজে এই কাজটা করলে।
  • vikram | ০১ অক্টোবর ২০০৯ ১৪:৪৮ | 193.120.76.238
  • একটু ভুল বললাম, ডাক্তারও তাই। সাংবাদিক বা ডাক্তারি এমন ধরণের পেশা যেখানে এই ধরণের ঘটনা ঘটলে পেশাটাই বিপন্ন হয়ে যাবে। সাংবাদিক তো বটেই। এটা এমন একটা চুক্তি যেটা ভায়োলেট করলে সমস্ত যোগাযোগই নষ্ট হয়ে যাবে। একটা কাজের জন্য সাংবাদিকদের আর কেউ বিশ্বাস করবে না।
  • Ri | ০১ অক্টোবর ২০০৯ ১৪:০৮ | 121.241.218.132
  • অশোক ভড়্‌চাজ্জির মাস্টারস্ট্রোক।বামেরা বেশ করেছে। আর দীপার কলজের জোর আছে। উত্তরবঙ্গে সিপিএমের বিরুদ্ধে বরাবর লড়ে একমাত্র কং আর মমতা নেপো এসে দই মেরে দিয়ে যাবে তা হয় নাকি। আর সোনিয়ার প্রচ্ছন্ন সাপোর্ট ছিলো নির্ঘাত। টিএমসির মত পুঁচকে দলের এত তেজ কত্তদিন দিল্লীতে সহ্য করবে,জমি অধিগ্রহন বিল পাশ হতে দেবো না,কং এর জেতা আসন ছাড়বো না। সিপিএম এবার রাজ্য কং কে আরেকটু আপে তুলুক।দরকার হলে কলকাতার মেয়র পদে কং সাপোর্ট দিয়ে দিক। কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়।২০১১ র জন্যে ২০১০ কে বলির পাঁঠা করাই যায়। সুব্রত,মানস,প্রদীপ,দীপা,অধীর,শংকর,মান্নান এদের জন্যে ফাঁকা গোল্পোস্ট ছেড়ে দিলে এরা খুশ থাকবে।মমতা আরো গজরাবে। তারপর লাগ লাগ লাগ ঃ-)
  • Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১৩:৫৫ | 61.95.144.123
  • কেন?
  • vikram | ০১ অক্টোবর ২০০৯ ১৩:৫৩ | 193.120.76.238
  • ইন ফ্যাক্ট সাংবাদিক সাজা ডাক্তার বা ফলওয়ালা সাজার থেকে অনেক গুন খারাপ। অনেকটা।
  • Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১৩:১৮ | 61.95.144.123
  • মমতার নাকমুখ দিয়ে পুরো আগুন বেরোচ্ছে। স্টারানন্দ দ্যাখো গে।
  • Blank | ০১ অক্টোবর ২০০৯ ১৩:১৩ | 170.153.65.102
  • সিপিয়েমদের ভাল্লাগাবেই ঃ)
    শুধু ঐ সোনালী আলোর জন্যই সিনিমাটা দেখা যায় কয়েকবার।
  • Blank | ০১ অক্টোবর ২০০৯ ১৩:১১ | 170.153.65.102
  • দেখেচি এবং আছে।
  • Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১২:৩৬ | 61.95.144.123
  • কেউ Novecento দেখেছ? আছে? রিভিউ পড়ে ভাল্লাগলো, কিন্তু বিশাল বড় ডাউনলোডঃ-(
  • M | ০১ অক্টোবর ২০০৯ ১১:৫৪ | 59.93.220.76
  • লিপিকরের থেকে দাঁতবাঁধানোর ব্যবস্থা চাই।উফ্‌ফ্‌ফ্‌ফ
  • M | ০১ অক্টোবর ২০০৯ ১১:৪৫ | 59.93.220.76
  • কিম্বা না সাজা আরো ভালো।
  • Blank | ০১ অক্টোবর ২০০৯ ১১:৩০ | 170.153.65.102
  • সাংবাদিক সাজা খুব খারাপ। কিন্তু ডাক্তার বা ফলওলা সাজা খুব ভালো !!
  • indrani | ০১ অক্টোবর ২০০৯ ১০:৫৬ | 137.157.8.253
  • চিনিতে পারি নি বঁধু তোমারি এ আঙিনা।।তাই দেরী হ'ল যে।।।ঃ)))

    শুভ বিজয়া সকলকে।
  • Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১০:০৮ | 61.95.144.123
  • জোন বায়েজ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছেন।
  • Arijit | ০১ অক্টোবর ২০০৯ ১০:০২ | 61.95.144.123
  • লাস্ট কদিনে কাগজে দেখছিলুম একখান ঝিঁঝিঁ টুর্নামেন্ট হচ্ছিল। আজ দেখলুম ভারত ভোকাট্টা। অথচ লাস্ট কয়েকদিনে লোকজনের মুখে এই নিয়ে কোনো উচ্চবাচ্য ছিলো না। দুগ্গা ধোনিকে হারায়ে দিলো?
  • a x | ০১ অক্টোবর ২০০৯ ০৮:৪৬ | 75.53.198.45
  • অরিজিৎ, কেডি যতদূর বলেছিলেন, ঠিকই বলেছিলেন বোধহয়, মানে ঐ ২০০২'র পরে। কিন্তু তুমি বাবা ঠিক বল নাই। বহু বহু দিন বহু বহু অটোওয়ালা, আমাকে এবং আমার আশে পাশে আরো বহু বহু লোককে ভবানীপুর, জগুবাজার, পদ্মপুকুর, মিন্টো পার্ক ইত্যাদি নিয়ে গেছে। এবং তাঁরা কেউই জগুবাজারে বাজার করতে নামেনি সেদিনগুলোয়।
  • Du | ০১ অক্টোবর ২০০৯ ০২:৪২ | 65.124.26.7
  • কেন ব্ল্যাংক? কি হল?
  • Blank | ০১ অক্টোবর ২০০৯ ০২:১৬ | 59.93.245.66
  • ডাকদার দা

    The good soldier এর ইনজিরি ই-বুক চাইলে এক খানা দিতে পারি
  • Blank | ০১ অক্টোবর ২০০৯ ০২:১৫ | 59.93.245.66
  • কি খারাপ বাজে শুকনো জীবন ঃ(
  • sinfaut | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫১ | 117.194.201.15
  • I, অনুবাদ মানে কি বাংলায়? ইনজিরি হলে আমার কাছে আছে।
  • san | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৫০ | 123.201.53.4
  • নকুলের নাম ছিল গ্রন্থিক। সহদেবের তন্ত্রীপাল।

    বল্লভ কিনা আমি কাল জিগ্যেস কল্লাম তো। কেউ হ্যাঁ না বললনা দেখে ভাবলাম ভুলভাল বলছি বোধয়।
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৪০ | 117.194.2.141
  • ব্ল্যাঙ্কি কথা রাখল। বলেছিল তরল খাবেই খাবে। তা খেল। এক খুরি চা। সাথে ধোসা, আর শিক্‌কাবাব। এরই মধ্যে ব্ল্যাঙ্কির প্রসবব্যাদনা উঠল। ওর নাকি কালকেই ডেলিভারি আছে। ও, ভূতোকে আর সিফোঁকে নিয়ে চলে গেল। তারপরে আমরা আরও তরল খেলাম। কোক।

    কাব্লিদা সবার জন্য চানাচুর এনেছিল, কিন্তু ভাঙা হাটে খাবার মওকা পাওয়া গেল না। পুরো প্যাকেটটাই আমি নিয়ে বাড়ি চলে এলাম। দিল্লি গিয়ে খাবো।
  • Samik | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ২৩:৩৮ | 117.194.2.141
  • বিরাট রাজসভায় দ্রৌপদীর জন্য পাঁচ স্বামীর পাঁচটা কোডনেম ছিল। জয়, বিজয়, জয়ন্ত, জগদ্বল, জগৎসেন। সেই হিসেবে ভীমের নাম ছিল বিজয়। আর বিরাট রাজার এমপ্লয়ি হিসেবে যুধিষ্ঠিরের নাম ছিল কঙ্ক, পাচক ভীমের নাম ছিল বল্লভ, অর্জুনের নাম ছিল বৃহন্নলা। নকুল সহদেবেরটা মনে নেই।
  • I | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ২৩:০৪ | 59.93.215.171
  • আই মিন, কলকাতা শহরে।
  • I | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ২২:৫৭ | 59.93.215.171
  • The good soldier schweik-এর কোনো ট্রান্সলেশন পাওয়া যায়? কেউ জানাবেন?
  • Bratin | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ২১:৫৪ | 117.194.97.241
  • city centre এ আমাদের জমাটি ভাট হল
  • tkn | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ২১:৪২ | 122.161.63.229
  • মা কাল বাড়ি ফিরছে ঃ-))) একটু আগে জানলাম এবং জানালাম সকলকে ঃ-))

    ঐশিক, মা কাল ফিরছে। যদিও বিছানায় শোয়াই থাকবে দু মাস, তবু, বাড়ি তো ফিরছে ঃ-)))
  • M | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ২০:৪৯ | 59.93.254.222
  • সবাই বেড়াতে যাচ্ছে,ঃ(((((((((((
  • pi | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৯:৪৭ | 72.83.84.203
  • ঃ((
    যাই হোক, সুমন্তর লেখাটা আবার এসে গেছে।
    সামরানদিরটাও ঠিক করা হয়েছে।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৯:০৭ | 216.52.215.232
  • বাঃ বাঃ। মিতাদিও আগ্রহী। কলকাতার কী খবর জিগ্যেস করায় শুধু বলল "প্রচুর ঘাম'। ঃ-)
  • intellidiot | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৮:৪৬ | 220.225.245.130
  • নতুন প্ল্যান... যাচ্ছি কেদার-বদ্রী ঃ-)
  • dipu | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৮:০০ | 59.93.217.201
  • হ্যাঁ। পেল্যান করতে হবে।
  • san | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫৫ | 121.50.4.34
  • গুড। তাহলে তো ফের একদিন মিট করতে হয়। মিতামাসিও বলছিল। এক খানা ছুটির দিন দেখে ইত্যাদি।
  • dipu | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৫০ | 59.93.217.201
  • অপ্পন্দা, আজকে দুপুরে আমার বাড়িতে বই পৌঁছেছে।
  • r | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩৯ | 198.96.180.245
  • উত্তরাখন্ডে। বিশদের জন্য ওয়েবসাইট দ্রষ্টব্য।
  • Arijit | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:৩০ | 61.95.144.123
  • না সিরিয়াসলি। কেউ যদি কলকাতা থেকে যায় কোথায় গিয়ে পাস বানাবে?
  • r | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৮ | 198.96.180.245
  • দাতা।
  • Arijit | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:২৭ | 61.95.144.123
  • এখন পাস লাগে নাকি? কে দেয়?
  • intellidiot | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১৫ | 220.225.245.130
  • ঃ-(ঃ-(ঃ-()-ঃ)-ঃ)-ঃ
    )-ঃ)-ঃ)-ঃঃ-(ঃ-(ঃ-(
    ঃ-()-ঃঃ-()-ঃঃ-()-ঃ
  • intellidiot | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৭:১২ | 220.225.245.130
  • চুরান্ত কেস খেলাম। গঙ্গোত্রী থেকে গোমুখ যাবার পাস শেষ পর্যন্ত পাওয়া গেলো না ঃ-(

    যাত্রা ক্যানসেল ঃ-(ঃ-(ঃ-(ঃ-(ঃ-(ঃ-(ঃ-(ঃ-(
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৬:০৩ | 216.52.215.232
  • এটা কন্সপিরেসি থ্রেডে দেওয়া যেতে পারে।

    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=6
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০০৯ ১৫:৩১ | 65.194.243.232
  • সিঁফোঃ কোদাইকানাল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত