এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ০৬ অক্টোবর ২০০৯ ১০:২৬ | 64.105.168.210
  • আমি একটি ম্যাক পাব কিনা ভাবছি। ম্যাক-না-উইন্ডোজ-না-লিনাক্ষ, ম্যাক-না-উইন্ডোজ-না-লিনাক্ষ? কে বলে দেবে আমায়?
  • kc | ০৬ অক্টোবর ২০০৯ ১০:২২ | 213.132.250.2
  • অপ্পন, আমারে কি কাব্লিদা ঠাউরালে?
  • Arijit | ০৬ অক্টোবর ২০০৯ ১০:১৯ | 61.95.144.123
  • দমু - লস্ট সিম্বল পিডিএফ পেয়েছ না পাঠাবো?
  • Arpan | ০৬ অক্টোবর ২০০৯ ১০:১৯ | 216.52.215.232
  • @কাব্লিদা, অক্ষ

    ঃ-))
  • a x | ০৬ অক্টোবর ২০০৯ ১০:১৬ | 75.53.198.45
  • তাই বল, এইবার বোঝা গেল সাড়ে তেইশের সাড়ে আসলে ছদ্মবেশী সাংবাদিক!
  • kc | ০৬ অক্টোবর ২০০৯ ১০:১৩ | 213.132.250.2
  • আরশোলা বাহিনীর জন্য "দম"দম দাওয়াই ই ঠিক। ঃ)
  • Arpan | ০৬ অক্টোবর ২০০৯ ১০:১০ | 65.194.243.232
  • লক্ষ্মণরেখা টেনে হার্মাদ আর্শোলাবাহিনী তো আটকানো যায়। কিন্তু ওদের মধ্যে কেউ ছদ্মবেশী সাংবাদিক হলেই সব কেস ভণ্ডুল।
  • a x | ০৬ অক্টোবর ২০০৯ ০৯:৩০ | 75.53.198.45
  • ধ্যাত হাওয়াই চপ্পল ইস পার্ট অ্যান্ড পার্সেল অফ বাইক, লাল ফেট্টি। অ্যান্ড নাও অফ ফ্রিজ টেনে খোলা আর্শোলাবাহিনী।
  • d | ০৬ অক্টোবর ২০০৯ ০৮:২০ | 59.161.29.192
  • হাওয়াই চপ্পল কোথায় পেলেন কমরেড? লোকের পায়ে পছন্দমত জুতো বসানোর পোতিবাদ জানালাম।
  • em | ০৬ অক্টোবর ২০০৯ ০২:০১ | 117.99.18.166
  • পাই কী এমা আমাকে বললে! ইশ্‌শ..

    মশারা অবশ্য আমাকেও যথেষ্টই গুরুত্ব দেয়, তবে কলকাতার নয়, আমাদের বাড়ির, অনেকদিন পরে পরে পায় বলেই বোধ হয় খুব করে যত্ন-আত্তি করেঃ-))

    এখানে তো অদ্ভুত ব্যপার, এই পায়রাবাড়ির সক্কলে যেখানে বিকেল থেকে দর্জা আর জালি লাগানো জান্‌লা সব বন্ধ করে রাখে, সেখেনে আমার খোলা জান্‌লা দিয়েও তারা ঢোকে না!!
  • pi | ০৬ অক্টোবর ২০০৯ ০১:৩৭ | 128.231.22.89
  • এমা ! শুনতে পায়নি মনে হয় ! ঃ(

    টিম, ষোলো কলা পুন্নো হলে ই বা আর কি , আবার তো সেই প্রতিপদেই পড়তে হবে ঃ(
  • Tim | ০৬ অক্টোবর ২০০৯ ০১:০৬ | 198.82.23.23
  • আমি একটা মশাকাহিনি লিখে অমর হলেই ষোলোকলা পুন্নো হয়! কিন্তু, আর কদিনই বা ....
  • arjo | ০৬ অক্টোবর ২০০৯ ০১:০২ | 168.26.215.13
  • ওদিকে তৃতীয় বিশ্বের আর্শোলা আর এদিকে প্রথম বিশ্বের ম্যালেরিয়া আক্রান্ত মশা। ওদিকে হাওয়াই চপ্পলের অবমাননা আর এদিকে এয়ার কন্ডিশনড খাঁচার নিমন্ত্রন। ওদিকে দয়ের ঘৃণা আর এদিকে পাইয়ের স্নেহ। শ্রেণী এবং বৈষম্য দুইই আছে শুধু মার্ক্স এখন কোন জন্মে কিরূপে রয়েছেন সেটা জানলেই ম্যানিফেস্টোটা খুঁজে পাওয়া যেত।
  • Tim | ০৬ অক্টোবর ২০০৯ ০১:০২ | 198.82.23.23
  • নিষ্ক্রমণেরো তো অনেকদিন হয়ে গ্যালো। এখনও কি আর সে মশা আছে? মোক্ষলাভ করেছে নির্ঘাৎ।
  • em | ০৬ অক্টোবর ২০০৯ ০০:৫১ | 117.99.18.166
  • মশারা কী শুনতে পাচ্ছে পাই?
  • pi | ০৬ অক্টোবর ২০০৯ ০০:৪৭ | 128.231.22.89
  • এটা কাব্লিদা বেটার বলতে পারবেন।

    * মশাস'
  • tkn | ০৬ অক্টোবর ২০০৯ ০০:৪৬ | 122.163.3.9
  • নির্বাণ??? নিষ্ক্রমণ নয়?? দেহ রেখেছে এ তথ্য কোথায় পেল টিম?
  • Tim | ০৬ অক্টোবর ২০০৯ ০০:৪৪ | 198.82.23.23
  • হ্যাপির মহানির্বাণের আগেকার নামও কি হ্যাপি ছিলো? না স্যাডি? এর ওপর অনেক কিছু নির্ভর কচ্ছে!
  • pi | ০৬ অক্টোবর ২০০৯ ০০:৪৩ | 128.231.22.89
  • হ্যাঁ টিম, মশারা তো আমাকে ভালোবাসেই। সুখ দুঃখের কত গল্প শোনায়। ওদের ঐ একদিনের মুক্ত জীবনের রোমাঞ্চকর অভিজ্ঞতার রোমন্থন ও করছে, একেক জন, একেক দিন। কাল বিকেল পাঁচটায় গ্রাম্পির সাথে অ্যাপো নেওয়া আছে।
    মশা'স ডে আউট বলে সিনিমা একটা প্রোডাকশন এই নামলো বলে। খালি হ্যাপি র পরিণতি টা না জেনে চিত্রনাট্যের কাজ শুরু করতে পারছিনা, এনডিং টা হ্যাপি রাখবো কিনা .. অবিশ্যি, 'ফেরেনি তাই হ্যাপি', বা, 'হ্যাপিরা এ সিকিওরড রুমে ফেরেনা কখনো', এ জাতীয় কথাবার্তা বলেও একটা অন্যরকমের হ্যাপি এন্ডিং করেই দেওয়া যায়। কি বলো ?
  • Tim | ০৬ অক্টোবর ২০০৯ ০০:৪২ | 198.82.23.23
  • ইপ্পি রামদেবজিকে ঘুরিয়ে আর্শোলা বল্লো?!! ;-)
  • tkn | ০৬ অক্টোবর ২০০৯ ০০:৪০ | 122.163.3.9
  • ওরা বোধহয় ভেবেছে ওদের কান নেই, তাই শুনতে পায় নি ঃ-)
  • pi | ০৬ অক্টোবর ২০০৯ ০০:৩২ | 128.231.22.89
  • নাঃ, ফ্রিজের দরজা ওদের টেনে খুলতে হয় না। এইটি আমার স্বচক্ষে দেখা। কিরকম একটা প্রাণায়ামের শ্বাস নেবার স্টাইলে বুক পিঠ এক করে ( অমেরুদণ্ডী তো, আরৈ সুবিধা) স্যাঁট করে ঢুকে পড়ে, দরজার রাবার একটু ঢিলে থাকলেই।
    তবে বলা যায়না বলবর্ধক খাবার দাবার ও খেতেই পারে।
    এও স্বচক্ষে দেখা। ক্যালসিয়াম ট্যাবলেটের কৌটোর বাইরে পিঁপড়েদের ভুখা মিছিল। আমি যত বলি, ওরে তোদের তো হাড়গোড় ই নেই, কি হবে ক্যালসিয়াম খেয়ে , বুকারা সে কথা বুঝলে তো !
  • tkn | ০৬ অক্টোবর ২০০৯ ০০:২৯ | 122.162.42.212
  • ফেরেনি, তাই হ্যাপী
  • Tim | ০৬ অক্টোবর ২০০৯ ০০:২৬ | 198.82.23.23
  • হ্যাপি কখনো ফেরে? সে তো বাইরেই হ্যাপি। ঃ-)
  • Tim | ০৬ অক্টোবর ২০০৯ ০০:২৫ | 198.82.23.23
  • ম্যালেরিয়া হলে রক্ত হয়?
  • pi | ০৬ অক্টোবর ২০০৯ ০০:২১ | 128.231.22.89
  • আরে, আমার ম্যালেরিয়া হলে তো ভালৈ। কত কত রক্ত পেয়ে যাবো। কত কত প্যারাসাইট। কত্ত কত্ত প্রোটীন, কত্ত কত্ত ডিএন এ !
    মানে নিজেই রক্ত পরীক্ষা করে যে স্টেজের প্যারাসাইট দরকার, সময় মতন বের করে ধরে নিতে পারবো।
    এই ব্লাডব্যাংক থেকে রক্ত এনে , তাই খাইয়ে খাইয়ে আর কটামাত্র প্যারাসাইট ই বা পাওয়া যায়, আর তাই দিয়ে কতটুকুই বা রিসার্চ করা যায় ঃ(
    ঐ জন্যি ই তো আর ভ্যাকসিন টা বেরোচ্ছে না ঃ(
  • a x | ০৬ অক্টোবর ২০০৯ ০০:১৮ | 143.111.22.23
  • ওরে বাবা ঃ-)) আজ হুতোর স্পেশাল দিন! আর্শোলারা টেনে টেনে ফ্রিজের দরজা খুলছে ঃ-))
  • tkn | ০৬ অক্টোবর ২০০৯ ০০:১৪ | 122.162.42.212
  • সামনের বার কলকাতায় এসে অ্যাতো অ্যাতো বইয়ের সঙ্গে গোটা কয় লক্ষ্মণ চকও কিনে নিয়ে যেও। তবে, ইয়ে, আমি তো উর্দ্ধমুখী ঝাড়ুটাকেই ঠিক ব্যালান্স করতে পারি না, তাতে চটি বেঁধে তা দিয়ে মার? হিট দিয়ে হিট কল্লে না কেন?? নাকি সে আগেই ফুরিয়ে গেসল!
    তুমি কি বলবর্ধক কোনো খাবারও রেখে গেসলে?? ফ্রিজের দরজা খুলল কি করে আরশোলায়??? নাকি অন্য কোনো পথে...!!
  • pi | ০৬ অক্টোবর ২০০৯ ০০:১৩ | 128.231.22.89
  • আর সেদিন যে এতগুলো লোক মশা আমি ও আমার ( হলেও হবে বা) প্রেমিক কে নিয়ে এত মশকরা করে গেলো , তার বেলা !
    তাও আমার অনুপস্থিতিতে ঃ(

    যাই হোক, বলা হয়নি। পলাতক মশারা ধরা পড়েছে।
    হেড ডিপের মেল এয়েচিল আগেরদিন।
    "Escaped mosquitoes, tentatively identified as Anopheles dirus and Anopheles stephensi, were captured tonight in the secure room used for malaria parasite infections."

    খালি একজন বাদে। হ্যাপি ঘরে ফেরে নাই ঃ(
  • Tim | ০৬ অক্টোবর ২০০৯ ০০:১১ | 198.82.23.23
  • ইপ্পির মশারিস্যুট লাগবে না মনে হয়। ইপ্পি তো মশাপ্রাণ। মশাদের দেশে ওর নামে রাস্তা আছে।

    আর্শোলাদের বাইক কি উড়বে? পক্ষীবাইক?
  • d | ০৬ অক্টোবর ২০০৯ ০০:০৮ | 121.245.171.125
  • তোমাদের সংস্থার বাকী লোকেরাও কি অমনি মশারিস্যুট পরে ঘুরছেন?
  • d | ০৬ অক্টোবর ২০০৯ ০০:০৮ | 121.245.171.125
  • ইপ্পি, তোমার সেই সাতটি মশার তরে তুমি কি এখন মশারির স্যুট (মানে স্পেসস্যুটের মতন দেখতে) পরে ঘুরে বেড়াচ্ছ?
  • d | ০৬ অক্টোবর ২০০৯ ০০:০৬ | 121.245.171.125
  • অ্যাই যে টিম্বাবু, মশকারি হচ্ছে? অ্যাঁ??
  • pi | ০৬ অক্টোবর ২০০৯ ০০:০৬ | 128.231.22.89
  • যাইহোক, ডিমগুলোর অন্তত সদ্ব্যবহার করো। তাইলে অ্যাট লিস্ট মৃত আরশোলাগুলোর আত্মার শান্তি হবে, একটা সদ্‌গতি হবে, ওরকম রাত বিরেতে বাইকে চড়ে এ পৃথিবীতে চরে বেড়াতে হবেনা।
    কোন রেসিপি দেবো ?
  • d | ০৬ অক্টোবর ২০০৯ ০০:০৪ | 121.245.171.125
  • ভাল কথা ইসপেশাল ট্রেনটা এমন উল্টোদিকে যাচ্ছে কেন?
  • Tim | ০৬ অক্টোবর ২০০৯ ০০:০৪ | 198.82.23.23
  • বেশ অনেকটা আর্শোলা মারার ওষুধ খেয়ে নাও। তারপর একটা আরামদায়ক চেয়ারে বসে তাক করে করে হেঁচেই আর্শোলা মারতে পারবে।
  • Arpan | ০৬ অক্টোবর ২০০৯ ০০:০৪ | 122.252.231.12
  • আর পায়ে হাওয়াইচটি।
  • arjo | ০৬ অক্টোবর ২০০৯ ০০:০৩ | 168.26.215.13
  • হ্যাঁ পড়িনি তো সবকটা, শুধু সোমনাথ রায়ের লেখাটাই পড়েছি। কিন্তু তাহলেও উত্তর আছে। উল্টোপুজো মানে পুজো কমপ্লিমেন্ট, মানে, পুজো ছাড়া আর সবকিছু, মানে, একটা সংখ্যায় সব ধরা হল। আরও রোবাস্ট প্ল্যানিং। (আমাকে গুরুর মিডিয়া ম্যানেজার করা হোক)। ঃ))
  • d | ০৬ অক্টোবর ২০০৯ ০০:০১ | 121.245.171.125
  • দু, কাল থেকে সমানে হেঁচে যাচ্ছি তো। ঃ(
  • pi | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৯ | 128.231.22.89
  • হুতো, টিমের এগারোটা বাহান্ন গতের পোস্টে সিংহবাহিনী দমদি এবং অক্ষদার বাইকারূঢ় আরশোলার হার্মাদ বাহিনীর প্রতিও। আরশোলাদের মাথায় লাল ফেট্টিটা যেনো থাকে ঃ)
  • Du | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৯ | 65.124.26.7
  • দ, আর্শোলা কিন্তু খুব অ্যালার্জিও বাড়ায়। ঃ(
  • d | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৮ | 121.245.171.125
  • সত্যি মাইরী মাত্র ২ সপ্তাহ না থাকলেই যে এইভাবে বাড়ী দখল করে নেবে ...... আরো জান, ফ্রীজটাকে ইনকিউবেটার হিসাবে ব্যবহার করে রেখেছে!! আমি চালিয়ে রেখে গেছি, এসে দেখি সবজির ত্রেতে, দিমের জায়গাটায়, চিল ট্রেতে অগুণি্‌ত ডিম পেড়ে রেখে গেছে।
  • Tim | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৫ | 198.82.23.23
  • দমদি নির্ঘাৎ আর্শোলার চাষ করে। এত আর্শোলা মুদিখানাতেও থাকেনা।
  • pi | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৫ | 128.231.22.89
  • আজ্জোদার 05 Oct 2009 -- 11:49 PM
    র পোস্টের ২ নং পয়েনের প্রতি রবাহুতোর একটু দৃষ্টি আকর্ষণ করিয়ে গেলুম। ঃ)
  • a x | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৪ | 143.111.22.23
  • এই আর্শোলার প্রেত্মাতারা রাতে বেরোবে। বাইকে চড়ে। তখন বুঝবে।
  • d | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৩ | 121.245.171.125
  • অবতক ছত্তিস। কাল ২৩, আজ সকালে ২, সন্ধ্যেয় ৪ আর এই কিছুক্ষণ হল আরও ৭।
  • a x | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৩ | 143.111.22.23
  • আর্য্য ঃ-)) খালি অমৃতলাল হবার সময় ঝুলঝাড়া ঝাড়ুটা নিয়ে যেতে ভুলোনি!
  • pi | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫৩ | 128.231.22.89
  • ধ্যাৎ, আজ্জোদা সব পড়েনা। সামরানদির তো ঈদের লেখা !

    পুজো মানে থোডাই ধুপ ধুনো দিয়ে পুজো । পুজো মানে তো আসলে আনন্দ, উৎসব !
  • Tim | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫২ | 198.82.23.23
  • খুবই ঐতিহ্যবাহী ব্যাপার। দমদি অনেকটা দুগ্গাঠাকুরের মত ঝুলঝাড়ুরূপ ত্রিশূল আর চপ্পল নিয়ে আর্শোলা মারছে। অসুরেরও এখন থেকে নতুন অবতার হবে, আর্শোলাসুর।
  • arjo | ০৫ অক্টোবর ২০০৯ ২৩:৫১ | 168.26.215.13
  • বড় হয়ে অমৃতলাল হওয়া কে আটকায়? ;)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত